এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৬ | 110.226.14.225
  • উফ! খালি তামসিক কথাবাত্তা! ঃ)) এট্টু কাজের কোচ্চেনে মন দ্যান দাদারা!
  • shrabani | ১৮ নভেম্বর ২০১০ ১৫:২৩ | 124.124.86.102
  • শমীক, আমার ডিশ। আমার বর অবশ্য বলল মহুয়া তোমাদের চ্যানেল, কিন্তু আমি পাত্তা দিই নি।
    আমি টিভিতে কয়েকটা মাত্র চ্যানেল দেখি এবং তাদের নাম্বার মনে থাকে তাই এদিক ওদিক ঘুরতে লাগেনা।
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৫:১৪ | 204.138.240.254
  • না, যাবো এইবার। আসলে আমাদের গন্ডির বাইরে বেরোলেই অবধারিত ভাবে হয় ভমা নয় বানে যাওয়া হয়।

    আর্সেলানটা ঠিক কোথায়? এয়ারপোর্ট রোডে টোটাল মলের কাছে?
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৫:১৩ | 204.138.240.254
  • হুঁ, বিপ্‌সদিদিকে দিয়ে প্রোমোট করিয়েছে।
  • nyara | ১৮ নভেম্বর ২০১০ ১৫:১৩ | 203.110.238.16
  • আমরা তার আগে আর্সেলান ইনস্পেকশনে গেছিনু। পাস উইথ ডিসটিংকশন। অর্পণ, গেছিলে?
  • nyara | ১৮ নভেম্বর ২০১০ ১৫:১১ | 203.110.238.16
  • আমি অগাস্ট মাসে কলকাতায় নেবে চতুর্দিকে দেখি বিজ্ঞাপন 'মহুয়া বাংলা'। ভাবলাম শিল্পায়ন চলছে। বাংলার দেশজ মাল প্রোমোট করছে, ন্যানো-ফ্যানো ছেড়ে। রাঢ়ের মহুয়া, বারেন্দ্রর বাংলু।
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৫:১১ | 204.138.240.254
  • গেল হপ্তায় তো আমরাও গেছিলাম। রোব্বার দুপুরে।

    হ্যাঁ, সার্ভিস বাজে হয়েছে। আগেও খুব ভালো ছিল তা নয়।
  • de | ১৮ নভেম্বর ২০১০ ১৫:১০ | 110.226.14.225
  • কোন ডিপেনডেন্সি ছাড়া xmgrace এর rpm Scientific Linux 5.0 র জন্য কোথায় পাবো কেউ বলতে পারবে? পাতি rpmsearch হাজার গন্ডা এক্সট্রা আরপিএম ডাউনলোড কত্তে বলছে!
  • Samik | ১৮ নভেম্বর ২০১০ ১৫:০৮ | 122.162.75.91
  • আই মীন মহুয়া বাংলা টাস্কা তে দিচ্ছে না। ভোজপুরিটা দ্যায়।
  • Samik | ১৮ নভেম্বর ২০১০ ১৫:০৮ | 122.162.75.91
  • মহুয়া এমনিতে ভোজপুরী চ্যানেল। তবে রিসেন্টলি বাংলা লঞ্চ করেছে।

    মহুয়া তো টাটা স্কাইতে দিচ্ছে না। তোমার কি অন্য কোনও কানেকশন?
  • nyara | ১৮ নভেম্বর ২০১০ ১৫:০৭ | 203.110.238.16
  • আমরা গেল হপ্তায় গোলকুন্ডা চিমনি ইনস্পেকশনে গেছিলাম। খাবার-দাবার বেশ ভাল, কাবাব তো খুবই ভাল। কিন্তু সার্ভিসে খুব কম নম্বর পেয়েছে। প্রায় ফেল করে যাচ্ছিল।
  • shrabani | ১৮ নভেম্বর ২০১০ ১৫:০৬ | 124.124.86.102
  • হতে পারে আমাদেরও অনেকদিন থেকে দেখাচ্ছে, আমার চ্যানেল খুঁজে দেখার অভ্যেস নেই বলে হয়ত চোখে পড়েনি আগে। তবে মহুয়াও কী বাংলা চ্যানেল নাকি? আমি ভাবলাম ওড়িয়া, তাই পেরিয়ে গেলাম।
    "হায় রব্বা" হিন্দী নয় পাঞ্জাবী। তবে, এই যে বাইরের বাচ্চাদের মিশিয়ে বাংলা বলা নিয়ে কথা হচ্ছে এত, এদিকে খোদ কলকাতার বাংলা সিনেমার গানে ইংরেজী, হিন্দী, পাঞ্জাবী!
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৫৩ | 122.248.182.16
  • হুমম ওর্কুটে ফোটো দেখলাম ঃ-))
  • Raj | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৪৯ | 202.79.203.59
  • আর লোভ লাগছে না ! জামা মসজিদ ১নং গেটের করিমসে গত রোব্বার খাওয়ার দুনিয়ার সব খাবার দাবারের প্রশস্তির পানে একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে চেয়ে থাকি শুধু ....
  • Kartuj | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৪৮ | 125.20.3.146
  • মানুষ কত সময় মনগড়া কত কি ভেবে আনন্দ পায় ! কি কষ্ট, আহা !
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৪৬ | 216.52.215.232
  • ও একটা পাব্লিক অ্যানাউন্সমেন্ট করার ছিল। লুরুবাসীদের জন্য।

    গোলকুন্ডা চিমনি পুনরায় চালু হইয়াছে ও সগৌরবে চলিতেছে। এই অধম পরীক্ষা করিয়া দেখিয়াছে প্রতিষ্ঠানটি পূর্বের উৎকর্ষমান বজায় রাখিয়াছে।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৪২ | 122.248.182.16
  • আলিবাবা থেকে মাটন বিরিয়ানী আর মাটন কষা সাঁটিয়ে এলাম। এখন বেজায় ঘুম্পাচ্ছে।
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৪২ | 216.52.215.232
  • * তা
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৪২ | 216.52.215.232
  • আরে তো কেন? এ তো আলিমুদ্দিনের খবর। প্রফুল্ল সরকার নয়।
  • Raj | ১৮ নভেম্বর ২০১০ ১৪:৩৯ | 202.79.203.59
  • আবাপ ভাল বলছে মানেই অবস্থা আরও খারাপ !

    সিওর ;-)
  • Kartuj | ১৮ নভেম্বর ২০১০ ১৩:২১ | 125.20.3.146
  • এই হায় রাব্বা নিশ্চয়ই জিৎ গাঙ্গুলির। এই ছেলেটার দেখছি একটা প্রবণতা আছে বাংলা গানে হিন্দী লব্জ লাগানোর। মেনস্ট্রিম সিনেমায় এখন তো ও ছাড়া সুরকারই নেই। পরের পর হিট দিচ্ছে বলেই হয়ত।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১৩:১৫ | 122.248.182.16
  • মহুয়া বাংলা তে খববের আপডেট গুলো ভালো
  • Arpan | ১৮ নভেম্বর ২০১০ ১৩:১২ | 216.52.215.232
  • হ্যাঁ, সঙ্গীত বাংলা চ্যানেলটা বেশ টাইমপাসের।

    হায় রাব্বা কেসটা আমিও খেয়াল করেছি।
  • Samik | ১৮ নভেম্বর ২০১০ ১৩:১০ | 122.162.75.91
  • টাটা স্কাইতে তো বেশ অনেকদিন হল এইসব চ্যানেল দেয়, শ্রাবণী। সঙ্গীত বাংলা দেখেই তো প্রথম জানলাম একটি তারা খোঁজে সিনেমায় "সখী ভাবনা কাহারে বলে' গানটার কথা। বেশ ভালো গেয়েছিল। বাকিগুলো , ইয়ে ঐ হায় রব্বা হায় রব্বা আম্মো সেদিন শুনলাম।

    নিতান্তই কোনও চ্যানেলে কিছু দেখার না থাকলে সঙ্গীত বাংলা দেখি, বেশ টাইমপাস হয়।

    আর কালকের স-চ-কা তো ঐ মহাগুরুর মহামুভিতেই দিয়েছিল। সে লেখার এমন স্টাইল, আমি খালি ওটাকে পড়ছি মহাশুরুর মহামুভি।
  • kahiptasha | ১৮ নভেম্বর ২০১০ ১২:৪৮ | 203.99.210.14
  • ঃ)
  • d | ১৮ নভেম্বর ২০১০ ১২:৪৩ | 14.96.148.131
  • অলীক পাখিরা তো জয়কৃষ্ণ পাখিরা'র ভাই ও হতে পার। ঃ)
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১২:১৮ | 173.163.204.9
  • ডার্ক ফুটবল বলে একটা নতুন ইভেন্ট চালু হলে সবাই যুবভারতীর থেকে টেকনোলজি ধার নেবে।
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১২:১৬ | 173.163.204.9
  • কবিতার টইটা দেখে অ্যাদ্দিন খেয়াল হয়নি। অলীক পাখিরা তো একাধিক লোকের নাম হতে পারে! টই খোলার সময় এইটা নিশ্চই ট্যান ভাবেনি।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১২:১৬ | 122.248.182.16
  • বিদেশী দের সামনে প্রেস্টিজ পাংচার একেবারে
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১২:১৩ | 173.163.204.9
  • এদের বুদ্ধি নেই। পাওয়ার কাট পাওয়ার কাট বলে আগে থেকেই জানিয়ে দেয়। বলতেই পারে, ট্র্যাডিশন। স্টেডিয়াম বানানোর সময় ম্যাচপ্রতি দশ মিনিট (সময়টা ভ্যারিয়েবল) অন্ধকার করে রাখার কথা ছিলো। ইকো ফ্রেন্ডলি স্টেপ। তা না কারেন্ট অফ।
  • d | ১৮ নভেম্বর ২০১০ ১২:১২ | 14.96.148.131
  • নীনা, পড়েই আমার মনে হচ্ছে কেউ একটা টুলবক্স নিয়ে মাথার দিকে এগিয়ে আসছে। ঃ( ঃ(
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১২:১২ | 122.248.182.16
  • হুমম !! ভালো হলেই ভালো ঃ-))
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১২:১০ | 173.163.204.9
  • চটে কে? আমাদের তো সুখের দিন হে! ঃ-)
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১২:১০ | 122.248.182.16
  • কালকে আবার যুব -ভারতী তে ১০ মিনিট পাওয়ার ছিল না। লজার একশেষ......
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১২:০৮ | 122.248.182.16
  • আহা চটো কেন?
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১২:০৭ | 173.163.204.9
  • ঃ-)) গুলো দিতে ভুলে গেলুম।

    আর আমরা এই সিজনে ট্রফি গুনবোনা ঠিক করেছি। ;-)
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১২:০৬ | 173.163.204.9
  • হ্যাঁ আমরা বেয়ার্ন মিউনিখের থেকে অনেকটাই পিছিয়ে। উন্নতির চেষ্টা কচ্ছি। হাজার হোক, বিশ্বকাপার সব। তবে মোবাদের এসব নিয়ে ভাবার কিসু নাই। টুটু-অঞ্জনের খোঁড়া কুয়োর মধ্যেই ওরা সুখে থাকুক। আহা, বড়ো সাধের কুয়ো।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১২:০২ | 122.248.182.16
  • ওরা আবার বলেছে এর চেয়ে বেশী গোল দেওয়া বারন ছিল ঃ-))
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১২:০১ | 122.248.182.16
  • কালকে ইবে মাত্র ১০ পিস গোল খেয়েছে। আহা দুঃখে মরে যাই .....
  • d | ১৮ নভেম্বর ২০১০ ১১:৫৭ | 14.96.148.131
  • হ্যাঁ বেচারী মোবাগুলো ....
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১১:৫৩ | 173.163.204.9
  • এতকিছুর মধ্যে যে আরেকবার ইবে-মোবা খ্যালা হয়ে গেল, আর আবারো আমরা জিতলাম, জানতেই পারিনি।
  • Nina | ১৮ নভেম্বর ২০১০ ১১:৪৫ | 68.84.239.41
  • দমুদিদি, চুল সারাবার, নখ সারাবার, মুখের ডেন্ট কিম্বা রঙচটে গেলে তো ঐ যে গো বিউটি পার্লার , তা আমার বর তার নমকরণ করেছে রিপেয়ার শপ--আমারও বেশ অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে ;-)
  • shrabani | ১৮ নভেম্বর ২০১০ ১১:৩৬ | 124.124.244.109
  • দিলীপ মুখার্জী বেশ অন্যরকম চেহারা, খুব অল্প সিনেমায় দেখেছি। বুদ্ধিমান রাগী রাগী, ঠোঁটে লিপস্টিক চোখে কাজল টাইপের নয়!
    ঐ সঙ্গীত বাংলা তে যেসব গান আর লোকজনকে দেখাচ্ছিল, দেখলাম কাউকেই চিনিনা। একটা গানের লাইন শুনলাম "হায় রব্বা, হায় রব্বা"। আবার কায়দা করে হিরোয়িন ইন্টারভিউয়ে বলছে, এই গানটা প্রথম শুনেই অমুকদাকে বলেছিলাম সুপারহিট হবে।ঃ(
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১১:২৫ | 122.248.182.16
  • এখনকার বাংলা গান অসাধারন। সেদিন চ্যানেল সার্ফ করতে করতে একটা গান শুনলাম। সিকোয়েন্স টা হল একটা বিয়ে বাড়ি তে ছেলে মেয়ে ২ দল গান করছে

    ছেলে রা ঃ "সংসার সুখী হয় রামনীর গুনে
    .................."

    সঙ্গে উত্তাল নাচ

    তারপরে মেয়েরা গাইছে

    "সংসার সুখী হয় মোটা ইনকামে"
    .................
    সঙ্গে উত্তাল নাচ
  • ranjan roy | ১৮ নভেম্বর ২০১০ ১১:২২ | 122.168.46.40
  • কোলকাতাবাসীদের কাছে আবেদনঃ
    কারো কাছে প্রায় দশবছর আগের একটি নাটক সংখ্যা ""দেশ"" আছে, যাতে বাদল সরকারের "" মণিকাঞ্চন'' নামের নাটকটি আছে? আমার খুব দরকার! এটি বই হয়ে বেরোয় নি। আমি নিজেরটা হারিয়ে ফেলেছি। ভ্যাঁ-অ্যাঁ।
  • Tim | ১৮ নভেম্বর ২০১০ ১১:২১ | 173.163.204.9
  • দিলীপ মুখার্জ্জিও অনশনে ভোগা, বিষন্ন চেহারা। হ্যাঁ টাক নেই সেটা ঠিক। তবে চাপা টেনশনে থাকে। আর একজন বিপ্লবীর চরিত্রে ঐটুকু রোমান্টিকতা তো ভালোই লাগার কথা।
  • shrabani | ১৮ নভেম্বর ২০১০ ১১:১৮ | 124.124.244.109
  • কালকে অনেকদিন পরে টিভির সামনে বসে ঘুরতে ঘুরতে দুটো নতুন বাংলা (মানে আমাদের টিভিতে) চ্যানেল চোখে পড়ল, সঙ্গীত বাংলা আর সোনি আট। তাতে আবার প্রসেনজিত সপ্তাহ, চলছে, মহাগুরুর মহামুভি!
  • Bratin | ১৮ নভেম্বর ২০১০ ১১:১৩ | 122.248.182.16
  • রবি ঘোষ অসাধরন অভিনেতা কিন্তু বেঁটে বলে আমার আপত্তি।

    আর বুম্বা দাকে মাস্টার দা করতে বলি নি। ঐ আন্দামানের গল্প টাতে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত