এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ১৩ নভেম্বর ২০১০ ০০:৩০ | 59.93.242.240
  • ব্যাঙ,
    জেগে থাকলে মেলবাক্সো দেখ।
  • Samik | ১২ নভেম্বর ২০১০ ২২:৫৫ | 122.162.75.249
  • পটাশম্যাম,

    জলদি জলদি মেল চেকাবেন।
  • Nina | ১২ নভেম্বর ২০১০ ২১:১৮ | 64.56.33.254
  • অনন্যা, বলে দিয়েছি সর্ষে-টই তে দেখে নিও।
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ২০:৫৫ | 59.93.194.75
  • ইনি কিনি? কী-বোর্ড ধরে পরপর টাইপাইয়ে নাম রেকেচেন।

    যাই হোক,

    জিজ্ঞাসা = jij`Naasaa
  • qwertyuiop | ১২ নভেম্বর ২০১০ ২০:৪০ | 97.81.74.1
  • জিজ্ঞাসা = জ্‌+ই+জ্‌+ঞ+আ+স্‌+আ
  • Ananya | ১২ নভেম্বর ২০১০ ২০:৩১ | 199.133.19.26
  • নিনাদি, সর্ষে বাটা এর টই টা একটু দেখবে? তোমাকে একটা জিগ্গসা ছিলো।

    *কি করে "জিগ্গাসা" লিখবো? help
  • Nina | ১২ নভেম্বর ২০১০ ২০:১১ | 64.56.33.254
  • আরে কুমু-জান এস এবার এই আপনি আজ্ঞেটা বর্জন করি ---আমি দিল্লি ২২ পর্য্যন্ত বেজায় ব্যাস্ত ভাগ্নীর বিয়ে নিয়ে--২৩ টা খালি রেখেচি, বাজার-হাট ও আড্ডা--শমীক বলেচে কি সব ফেয়ার-টেয়ার শুরু হচ্ছে এই মাসে---টুক করে দেখা করে নেব ঠিক তোমার সঙ্গে যোগাযোগ করে ঃ-))
  • Arpan | ১২ নভেম্বর ২০১০ ১৭:১৪ | 216.52.215.232
  • প্রস্তাবিত দিল্লি ভাটটাও তাহলে মনে হয় মোবাইল নেটওয়ার্কেই হবে!
  • Samik | ১২ নভেম্বর ২০১০ ১৬:৪৯ | 122.162.75.22
  • সেইভাবেই তো শোনালাম। ঃ-)

    হোয়াট অ্যান আইডিয়া স্যার্জি!!
  • tutai | ১২ নভেম্বর ২০১০ ১৬:৪৫ | 12.20.48.10
  • হুম্‌
  • Arpan | ১২ নভেম্বর ২০১০ ১৬:২৮ | 216.52.215.232
  • স্যার্জি, শুরুটা তো পুরো আইডিয়ার অ্যাডের মত শোনাল।
  • Samik | ১২ নভেম্বর ২০১০ ১৬:০৮ | 122.162.75.22
  • লুরুর জনতা দিল্লি আসছে।

    দিল্লির পাব্লিক লুরু যাচ্ছে।

    সম্ভবত আমার কার্ডেও একটা কচি করে ট্র্যাভেল লেখা আছে, সেটা পুরো ডিসেম্বর মাস জুড়ে।

    সবাই থিতু হয়ে বসলে পরে তখন না-হয় একটা দিল্লি-ভাট করা যাবে? হ্যাঁ?
  • Arpan | ১২ নভেম্বর ২০১০ ১৫:৫২ | 204.138.240.254
  • * রাত্তিরে
  • Arpan | ১২ নভেম্বর ২০১০ ১৫:৫১ | 204.138.240.254
  • আমিও পাপী তাপী মনিষ্যি। লুরু ছাড়ছি ২৪ তাত্তিরে আর ফিরছি ৩ সকালে।
  • til | ১২ নভেম্বর ২০১০ ১৫:৩৯ | 220.253.185.165
  • আমি আপনার দর্শনলাভে বঞ্চিত হইবো কি?
    পাপী তাপীদের কপাল এমনই; সম্ভবতঃ না হইলে অ্যাডজাষ্ট করিবার প্রয়াস করিতাম!
  • saikat | ১২ নভেম্বর ২০১০ ১৫:৩৩ | 202.54.74.119
  • অর্পণ, এ সব বিপ্লবী কাগজে ছাপা হয় না, "বাজারী' কাগজেই হয়।
  • quark | ১২ নভেম্বর ২০১০ ১৫:৩৩ | 202.141.148.99
  • সম্ভবতঃ এবং কন্‌ফার্মড নয়!
  • jayanti | ১২ নভেম্বর ২০১০ ১৫:১৪ | 59.178.133.182
  • সম্ভবতঃ ২৬/২৭ ডিসে, তবে কন্‌ফার্মড নয়।
  • Arpan | ১২ নভেম্বর ২০১০ ১৫:১৪ | 216.52.215.232
  • না না, আমি নই, ঐটা রঞ্জনদার জন্য সাজেস্ট করেছিলাম। ঃ(

    সৈকত, ৪৪ জন কমে যাবার খবরটা আজকালে খুঁজছিলাম। পেলাম না।
  • til | ১২ নভেম্বর ২০১০ ১৫:১১ | 220.253.185.165
  • জয়ন্তীদি ডিসেম্বরের কবে নাগাদ ব্যাঙ্গালোর যাচ্ছেন?
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ১৪:৪৯ | 125.20.3.146
  • ঃ-D
  • kumudini | ১২ নভেম্বর ২০১০ ১৪:৪১ | 59.178.133.182
  • বাঃ,বাঃ,এইজন্যে কার্তুজভাইকে আমার এত্তো পছন্দ।
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ১৪:৩৯ | 125.20.3.146
  • অবশ্য বুড়ীর রান্না র আর র-এর বাপ মুখে দিতে পারত না, তাই কুনুডিনী বুড়ীর রাইভাল হয়ে দাঁড়িয়েচিল।
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ১৪:৩৭ | 125.20.3.146
  • তাতে নো পোবলেম। কুনুডিনী ওখানেও রান্না করত না, তার জন্যে বামনী বুড়ী ছিল। কলপ করার পরে যাকে দেখে খোকা বলেছিল, 'বুলী পিচি হালী খেয়েচে'।
  • kumudini | ১২ নভেম্বর ২০১০ ১৪:৩১ | 59.178.133.182
  • নিশ্চয়ই,কারো ছাছুলী হতে আমার কোনো আপত্তি নেই,শুধু রেঁদে খাওয়াতে পারবুনি।তবে ওক্যা/ভমাতে খাইয়ে দেব।
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ১৩:৪৫ | 125.20.3.146
  • কুনুডিনী ছাছুলী।

    ঋকৌ মানে কি ঋষি কৌশিক নাকি? ও হরি !
  • kumudini | ১২ নভেম্বর ২০১০ ১৩:৪৩ | 59.178.153.169
  • কার্তুজ,ও একখান গোপন ব্যথা,রাগের মাথায় কইয়া ফ্যালাইসি।

    হ্যাঁ,আইজ হইতে কুমুদিনী ফাইনাল।
  • Arijit | ১২ নভেম্বর ২০১০ ১৩:৩৮ | 61.95.144.122
  • র-বাবুর ছেলের সাথে "কুনুডিনী'-র সম্পর্কটাই বা মন্দ কি?
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ১৩:৩৪ | 125.20.3.146
  • ঋকৌ মোটা হবার কেসটা কি?
  • kumropatash | ১২ নভেম্বর ২০১০ ১৩:৩০ | 59.178.153.169
  • অর্পণ,আপনি তো ক্যামোন সুন্দর কুম্পিদিদি ডাকতেছিলেন,হঠাৎ কুমড়োফুল বলেন ক্যান?
    একে তো ঋকৌ মোটা হয়ে গেছে, সেই দুঃকে কাল থেকে বুক ফেটে যাচ্চে,তার ওপর আপ্নাদের এই কুমড়ো,কুমড়ো ডাক!!
    লানচে শুধু বেগুনভাজা আর লুচি ছাড়া আর কিচু ছোঁব না।
  • Kartuj | ১২ নভেম্বর ২০১০ ১৩:২৮ | 125.20.3.146
  • জয়ন্তীদির অষ্টোত্তর শতনামের অপেক্ষায় বসে আছি। কুমুদিনী নামটা বেশ। এটাই পার্মানেন্ট হোক না। ব্যাঁকা চাটুজ্জে ইন্দিরে-কেও র-বাবুর বাড়িতে ঐ নামে রেকিচিল।
  • de | ১২ নভেম্বর ২০১০ ১৩:০৬ | 59.163.30.2
  • পাই,পাই, ল্যাবে মশা নাই?
  • pi | ১২ নভেম্বর ২০১০ ১৩:০৪ | 72.83.80.136
  • মিরর, মিরর, ডি সি র ভাট নাই?
  • kumropatash | ১২ নভেম্বর ২০১০ ১২:৫৬ | 59.178.153.169
  • শমীক,শমীক,দিল্লীর ভাট নাই?
  • kumudini | ১২ নভেম্বর ২০১০ ১২:৫১ | 59.178.153.169
  • নীনা,হ্যাঁ,আরেকটা কথা।আমি সাধারণতঃ সন্ধ্যে ছটা-সাড়ে ছটা অব্দি ভাটে থাকি,আপনারা আসেন অধিক রাত্রে।তাই আপনি যা লিখবেন, তার উত্তর পরদিন পাবেন।
  • kumudini | ১২ নভেম্বর ২০১০ ১২:৪৪ | 59.178.153.169
  • নীনা,কুমুদিনী নামটার জন্য অজস্র ধন্যবাদ,গলা জড়িয়ে চুমু দিলাম।হ্যাঁ,অবশ্যই নুচি খাবার নেমন্তন্ন রইল।

    নবপত্রিকা বইটি সাধারণ শারদীয়া সংখ্যার চেয়ে এক্টূ বড় সাইজ,এবং ১৩২ পাতার,প্রায় পুরোটাই রঙীন।একটু সময় পেলে আমি চেষ্টা করে দেখছি স্ক্যান করা যায় কিনা, করা গেলে পুরোটা করে দেব।না করতে পারলে সাদাকালোতে xerox কর্তে হবে।খুব দুঃখিত,রঙীন xerox সম্ভব নয়,যদিও তাতে ৩৮.৯% মজা মাটি।

    এখন যে কপিটি প্রস্তুত হল/হবে, সেটি আমি আপনার দেশের ঠিকানা পেলে কুরিয়ার করে দেব।
  • saikat | ১২ নভেম্বর ২০১০ ১২:২৫ | 202.54.74.119
  • মাঝখান থেকে সিপিএম-এর ৪৪ জন কমে গেল। আর কিছু "ডাকাত' ছাড়া পেয়ে গেল। এ কী বিচার !
  • saikat | ১২ নভেম্বর ২০১০ ১২:২৩ | 202.54.74.119
  • এই নবপত্রিকাটি নিশ্চয় রঙীন জেরক্স করা হচ্ছে। তা না হলে পুরোটা মাটি।
  • Arpan | ১২ নভেম্বর ২০১০ ১২:২০ | 216.52.215.232
  • কুমড়োফুল ডাকলে হবে? ঃ P
  • suvu | ১২ নভেম্বর ২০১০ ১২:১৬ | 59.178.153.169
  • রঞ্জনদা,আমি সেই কবে থেকে আপ্নের কত্তো সিনসিয়ার ফ্যান,আপ্নের লেখা পড়ার জন্য জীবন দিতে প্রস্তুত,আর আপনি আমারে কুমড়ো ডাকলেন !!!

    কুমড়োপটাশ আর কুমড়ো কি এক?দাদা, আপ্নে আমারে পটাশ,কুম্পি,শুভু,জয়ন্তী-যা মনে চায় ডাকেন।

    আপনি যখন নবপত্রিকা পেয়েই গেছেন,তখন xerox পাঠানোর দরকার নেই বোধহয়।
  • j | ১২ নভেম্বর ২০১০ ১০:৪৪ | 202.56.207.56
  • youtube থেকে movie download-এর ফান্ডা কী?
  • pi | ১২ নভেম্বর ২০১০ ০৩:৪১ | 72.83.80.136
  • উরিন্না! আর আমার নস্টালজি দুঃখু রইলো না। কোলকাতার শীতকালের বিকেল এখন এখেনেও চলে এলো ..
    জানলার কাঁচের বাইরে দেখি গুচ্ছ গুচ্ছ পাখি, ঘরে ফিরছে। সেতো রোজ ই ফেরে। কিন্তু, এইটি আগে দেখিনি। গোছা গোছা মশা, ঘরে ঢুকবে বলে ঘুরঘুর করছে। ককপিট থেকে কোলকাতা দেখার আনন্দ হল।
  • Nina | ১২ নভেম্বর ২০১০ ০২:১৪ | 64.56.33.254
  • ভাজ্জিনিয়া থেকে লুরু সুপুরি---ক্ষি হাইফাই টেকি রেব্বাপ!
  • Tim | ১২ নভেম্বর ২০১০ ০২:০৭ | 198.82.31.102
  • ব্যাংদির জন্য সুপুরি রেডি করছি।
  • Nina | ১২ নভেম্বর ২০১০ ০২:০১ | 64.56.33.254
  • ব্যাঙ্কুয়ারি এখনো জেগে কি করিস ঃ-০
  • byaang | ১২ নভেম্বর ২০১০ ০১:১৩ | 122.172.6.163
  • ঠাকুর, হাতগুলো কি অলরেডি গব্বরকে দান করে এসেছেন?
  • I | ১২ নভেম্বর ২০১০ ০১:১১ | 14.96.216.131
  • ঠাকুরমশয়, আপনে কি "দাস', না "নাথ'?
  • Thakur | ১২ নভেম্বর ২০১০ ০১:০৭ | 69.236.169.74
  • ke ?
  • byaang | ১২ নভেম্বর ২০১০ ০১:০৩ | 122.172.6.163
  • টিমি , আমি কিন্তু জেগে আছি, আর তোর আসল কাজে ফাঁকি মেরে ভাটানোটাও দেখে যাচ্ছি। খুব সাবধান।
  • Tim | ১২ নভেম্বর ২০১০ ০০:৫৭ | 198.82.31.102
  • না না আরেট্টু দূরে। ভাজ্জিনিয়া। ভদ্রতা করে এনোয়াই থেকে টিকিট কিন্তে বল্লাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত