৩। এর পরে নিচের উইন্ডোটা খুলে যাবার কথা। এইখানে যেরকম দেখানো আছে সেইমত সেট করে দিন সব। Siyam Rupali-র জায়গায় সোলেইমানলিপি সিলেক্ট করুন।
৪। ওকে বাটন ক্লিক করুন। এইবার সব ঠিক আসার কথা। না এলে ফায়ারফক্স ব্রাউজার রিস্টার্ট মাডি।
til | ০৩ নভেম্বর ২০১০ ১১:৪৬ | 220.253.185.165
অবশ্যই। BLR আসছি, ডিসের প্রথম পক্ষে, প্ল্যান হচ্ছে (!)। বিবিজান ও তার বোনের বাঙালী ট্র্যাভেল কোম্পানীর টিকিট বুকড। দুজনে ঘুরবে ও সুখ দুঃখের গপসপ। সেই ফাঁকে আমি পুরোনো কর্মস্থানে, পুরোনো কলীগদের সঙ্গে catch-up!
Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১১:৪০ | 216.52.215.232
না না, শুকনো ধন্যবাদে চিঁড়ে ভেজে না। লুরুতে শিরাজের বোতল হাতে উপস্থিত হয়ে যান দেখি।
til | ০৩ নভেম্বর ২০১০ ১১:৩৭ | 220.253.185.165
অর্পণ, থ্যাঙ্কু এ তো DIY এর ইন্সট্রাকশান। তাই করবো, জয় মা কালী। অবশ্য তার আগে তো ৪১ মন্ত্র জপ করা তো আছেই (৪১৪১৪১৪১, ক্যাল ক্যাব)। নাহ, দেখছি অর্পণের কাছে কিছুদিন শিক্ষানবীশি করতেই হচ্ছে ফর দ্য লাইফ স্কিলস!
সবচেয়ে ভালো হয় যদি দুজনে মিলে ট্র্যাভেল করেন তাহলে একজনে মাল কালেক্ট করলেন আর অন্যজন গিয়ে প্রিপেডে লাইনে দাঁড়ালেন।
Arijit | ০৩ নভেম্বর ২০১০ ১১:৩১ | 61.95.144.122
প্রিপেডে লম্বা লাইন হয় অনেক সময় - ইস্পেশ্যালি তিন চারটে ফ্লাইট পর পর এসে গেলে। সেই জন্যে গত কয়েকবার ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডিও ট্যাক্সি ডেকে নিয়েছিলুম ফোং করে।
Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১১:২৮ | 204.138.240.254
* ট্রলি, ভেতরে
Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১১:২৭ | 204.138.240.254
তিলুবাবু,
যা করবেনঃ
প্রিপেডে লাইন দিয়ে টাকা দিয়ে (বোর্ডে রেট লেখা আছে) রসিদ নিয়ে মালপত্র নিয়ে বেরোবেন। কারুর কথা শুনবেন না। রসিদে ট্যাক্সিরে নাম্বার লেখা থাকে। বেরিয়ে ডান্দিকে গেলেই দেখবেন বাঁদিকে হলুদ রঙের ট্যাক্সি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে আপনার ট্যাক্সির নাম্বার মিলিয়ে উঠে পড়ুন। দু কপি রসিদের এক কপি ট্যাক্সিচালক নিয়ে নেবেন, এক কপি আপনার থাকবে।
প্রিপেডে লাইন দেবার আগে মাল কালেক্ট করবেন। তারও আগে ট্রলি কালেক্ট করবেন। টলি পাওয়া ঝামেলার হতে পারে। এয়ারপোর্টের বেতরে ট্রলি জোগাড় করে দেবার জন্য দালাল ঘুরঘুর করবে। এদের থেকে সাবধান।
যা করবেন নাঃ
বেরিয়ে কারুর কথায় পাত্তা দেবেন না। কারুর সাথে কথা বলার দরকার নেই। কাউকে আপনার ট্রলিতে হাত লাগাতেও দেবেন না। হাত লাগিয়েই এরা দাবি করবে কিছু বৈদেশিক মুদ্রা বখশিস হিসেবে দাবি করবে। এদেরকে স্রেফ ইগনোর করে যাবেন।
ট্যাক্সির নাম্বার খুঁজে পেতে সমস্যা হলে কিছু বাচ্চা ছেলে ওই ট্যাক্সির লাইনের সামনে ঘোরাঘুরি করে। তাদের দশ টাকা (ভারতীয় মুদ্রায়) দিয়ে দিলেই তারা ট্যাক্সি খুঁজে পেতে সাহায্য করবে। আপনাকে দেখে এনারাই মনে হলে আরো বেশি দাবি করতে পারে। দরকারে পড়লে এদের সাহায্য নিতে পারেন।
til | ০৩ নভেম্বর ২০১০ ১১:২১ | 220.253.185.165
আমি কয়েক একবার প্রিপেড নিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে, অভিজ্ঞতা সুখের নয়। এয়ারপোর্ট থেকে একবার নিয়ে সে কি বিপত্তি, ভি আই পি অবধি আসার আগেই, বললো গাড়ী খারাপ, সেদিন অবশ্য দিনের বেলা ছিল, খালি হাত পা, সী অফ করে আসছিলাম। ট্যাকসিওয়ালারা কি করে যেন বুঝে যায় আনকা লোক, ব্যস। উল্টোডাঙ্গা স্টেশনেই বয়স্ক আত্মীয়কে নিয়ে উঠলাম, একজন বললো পাঁচটাকা দিন, সে অবশ্য দালাল। ছেড়ে দিলাম, কোন ট্যাকসিই আর যেতে রাজী হয় না। সেই জন্যে আমি বাসেই যাই, অহেতুক মুরগা বনতে কাঁহাতক ভাল লাগে। হলদিরাম থেকে ট্যাক্সি নিলাম, মেট্রো স্টেশন গন্তব্য, তা উনি আমায় বেলগাছিয়া মেট্রো নিয়ে যাচ্ছিলেন! তবু, মেট্রো একটা অপশান ছিল, এখন তো সেটাও গেল, একি আর চিলি যে উদ্ধার করবে কেউ!
d | ০৩ নভেম্বর ২০১০ ১১:১৬ | 14.96.61.148
আমিও এয়ারপোর্টের ভিতরের প্রিপেড বুথ থেকে বুক করি। কোনোদিন বেশী টাকা দিতেও হয় নি, ঝামেলা টামেলাও কিছু করে নি। কোন্নগর অবধি বুক করে না, বালীখাল অবধি করে দেয়। বাকীটা ট্যাক্সিওয়ালাই 'বাড়ী কি বালীতেই দিদি?' দিয়ে শুরু করে পৌঁছে দেয়। যা নেয় ঠিকঠাকই নেয়।
বরং কলকাতার রাস্তার ট্যাক্সিওয়ালারা অনেকসময়ই অভদ্র অসভ্য হয়।
মানে আমি বরাবর ওখানেই লাইন দিয়ে টাকা দিয়ে ট্যাক্সি বুক করি। আজ অব্দি কোন প্রবলেম হয়নি।
Arpan | ০৩ নভেম্বর ২০১০ ১১:০৯ | 204.138.240.254
এয়ারপোর্টে তো প্রিপেড সার্ভিস আছে। সেইটাই তো নিয়ে যাবে। ডাবল পয়সা দিতে হবে কেন?
til | ০৩ নভেম্বর ২০১০ ১০:৪২ | 220.253.185.165
কি বলে, যে ধন্যবাদ দিই। নম্বর টুকে নিলাম , ইমেল এ যোগাযোগও করছি। ওয়েব সাইটও দেখলাম। সকলকে আবার ধন্যবাদ।
pi | ০৩ নভেম্বর ২০১০ ১০:২৯ | 72.83.80.136
উৎসব সংখ্যা। শমীকের সাথে শুভজিতদার এ নিয়ে আগে মেল এ কথা হয়নি ? যাই হোক, সুমনদা আর জে এন ইউ র অনির্বাণের কাছেও থাকার কথা। আসলে, পোস্ট করাই যায়। কিন্তু আগেরবারের পোস্টের ঐ কাণ্ড , ঐ দু মাস বাদে উপরের খাম ছেঁড়া অবস্থায় মামু আর প্রিন্টারের কাছে অত বই ফেরত আসার পর আর এমনি পোস্টের উপর ভরসা রাখা যাচ্ছে না। ক্যুরিয়ার করা হবে। কিন্তু সেটার দক্ষিণাও তেমনি বেশি হবে। দেশের অন্যান্য শহরে পাঠাতে খরচ পড়বে ৪০--৫০ টাকা করে। এমনিতে আমাদের গ্রাহকমূল্যে ডাক বাবদ খরচ ধরা আছে ৫ টাকা করে ঃ) ( এমনিতেও আগে ২০-২৫ টাকা করে পড়ছিলো)। এই পোস্টের খরচটা এবার কোনোভাবে বইয়ের দামের সাথে যোগ না করে উপায় নেই। কীভাবে এখনো ঠিক করা যায়নি অবশ্য।
তাই দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বয় এর মত যেসব শহরে বেশ কিছু বই একসাথে চলে যাচ্ছে, সেই শহরের গ্রাহক রা করেসপন্ডিং সিটি কো-অর্ডিনেটরদের থেকে বই নিয়ে নিলে দু দিকেই কিছুটা সুবিধা, এই আর কি।
দেখা যাক, এটা নিয়ে গ্রাহকদের একটা মেল করা হবে।
Raj | ০৩ নভেম্বর ২০১০ ১০:২৭ | 202.79.203.59
কলকাতা ক্যাব ভালই , আরেকটা অপশন হল অ্যারাইভাল গেট দিয়ে কোনও দিকে না তকিয়ে / দালালদের পাত্তা না দিয়ে সোজা বিশ ত্রিশ মিটার সামনে প্রাইভেট প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে এসে প্রিপেড বিল কেটে চেপে পড়ুন ; রেট হলুদ ট্যাক্সির থেকে একটু বেশি
tatin | ০৩ নভেম্বর ২০১০ ১০:২৫ | 70.177.55.6
আমার এক চেনাজানা রিক্সাওলা আছে, সে তুলে নিয়ে আসে আমাকে- এবার দেখলাম মোবাইলও নিয়েছে
১। আপনার যদি কোনো চেনাজানা ট্যাক্সিবালা থাকে তাকে বলে রাখুন। সে পিকাপ করবে। ২। প্রিপেড বুথ থেকে ট্যাক্সি নিন, কিন্তু ৫০-৭০ টাকা বেশী নেবে।
Arijit | ০৩ নভেম্বর ২০১০ ১০:১৮ | 61.95.144.122
বার তিনেক কলকাতা ক্যাব/মেগাক্যাব নিয়েছি। প্লেন থেকে নেমে ফোন করবেন, মিনিট পনেরোর মধ্যে নর্মালি চলে আসবে। ফোনে বুক করার সময়েই ট্যাক্সি নাম্বার, ড্রাইভারের নাম আর ফোন নাম্বার দিয়ে দেয়।
sana | ০৩ নভেম্বর ২০১০ ১০:১৮ | 58.106.6.63
ঠিক আছে,অর্পন। নীজে না পারলে মেল করবো। অমি লিখে রাখলাম মেল আই-ডি টা।
tatin | ০৩ নভেম্বর ২০১০ ১০:১২ | 70.177.55.6
সহজ উপায় আছে, মালটা ট্রলিতে করে গড়াতে গড়াতে আধ মাইল দুড়ে আড়াই-নাম্বার গেটে চলে আসুন- অনেক ট্যাক্সি সেইখানে দাঁড়িয়ে থাকে। নাহলে একটু এগোলে রিক্সাও পাওয়া যায়, দুটো জাম্বো স্যুটকেস সহ দুনাম্বার-এক নাম্বার ৩০-৫০ টাকায় পৌঁছে দ্যায়
আর, এয়ারপোর্টে একটা প্রিপেইড সার্ভিস আছে, সেইটা ভালো শুনেছি।
Arijit | ০৩ নভেম্বর ২০১০ ১০:১১ | 61.95.144.122
কলকাতা ক্যাব - ০৩৩-৪৪২২২২২২/০৩৩-৪৪৩৩৩২২২ মেগা ক্যাব - ০৩৩-৪১৪১৪১৪১
til | ০৩ নভেম্বর ২০১০ ১০:০৮ | 220.253.185.165
আচ্ছা, কলকাতা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি সমস্যার কোন শর্ট কাট আছে, আমি ডবল পর্য্যন্ত দিতে রাজি কিন্তু আমায় পাঁচগুণ ভাড়া দিতে হলে নিজেকে বুদ্ধুই লাগবে প্লাস ঐ টাউটদের বাঁদরামি। আগে দূরে যেতাম, ভাড়ার গাড়ী নিতাম, সেও তেমন লঝঝরে অভিযান মার্কা। তাও ঠিক আছে। আজ আবার টেলিগ্রাফেও লিখেছে, আমি তো কোন ছার, স্মার্ট আদমীদেরই ঐ দশা যখন! http://www.telegraphindia.com/1101103/jsp/calcutta/story_13128011.jsp
কোন উপদেশ, টিপস?
d | ০৩ নভেম্বর ২০১০ ০৯:৩৬ | 14.96.59.214
পারমিতা, একটু কনফিউসড হয়ে একটা মেইল করলাম। একটু দেখে কনফার্ম করবে প্লীজ।
Arpan | ০৩ নভেম্বর ২০১০ ০৯:৩২ | 122.252.231.10
সানা, ফন্টের প্রবলেম ঠিক করে দেওয়া যায়। আমাকে choudhury.arpan জিমেলের এই ঠিকানায় মেল করলে বলে দেব কী করতে হবে।
স্নেহাংশু, মেল পেয়েছি। একটু ব্যস্ত আছি। অফিস থেকে জিমেল খোলে না। এই উইকেন্ডে উত্তর দেব।
Samik | ০৩ নভেম্বর ২০১০ ০৯:০৬ | 122.162.75.200
শুভজিৎদা,
আপনারও কি সাবস্ক্রিপশন? তা হলে পাই ইত্যাদি একটু দ্যাখো ওঁকে পাঠানো হয়েছে কিনা। আর যদি কাগু ৬-৭ এর কথা হয়, তা হলে আমি কুরিয়ার করে দিতে পারি।
বর্তমান পুজোসংখ্যা আমার কাছে একটিও নেই। যা ছিল সমস্ত নয়ডা আর ইন্দিরাপুরমের দোকানে দিয়ে রেখেছি।
Snehanshu | ০৩ নভেম্বর ২০১০ ০৮:০৭ | 24.162.198.233
garreth Bale কে নিয়ে সাম্নের বছর ভালো টানাটানি হবে। Nyara-da,Arpan মেল করেছি।।মানে garreth bale কে নিয়ে না
sana | ০৩ নভেম্বর ২০১০ ০৬:১৯ | 58.106.6.63
সবাই কে ধন্যবাদ। আহা কি সুবিধে! বঙ্গলিপি-ও হোলো,অভ্র টিউটোরিয়াল ও এসেছে দেখলাম,মনটা তাই খুব খুশী-খুশী। শুধু বঙ্গলিপির ফন্ট টা একটু সাইজে বাড়াতে পারলে হোতো,ফন্ট সাইজ ৪৮ করলেও সেই ছোট্ট-ছোট্ট লেখা। আর ফন্টের লুক টা-ও ঠিক পছন্দসই না। তবে এ সব খুব-ই মাইনর পোব্লেম আর কি!
aleph | ০৩ নভেম্বর ২০১০ ০৫:৪১ | 151.141.84.194
পাইয়ের একলাখি ঘরের একলাখ মশা কি ছাড়া থাকে না খাঁচায় থাকে?
Tim | ০৩ নভেম্বর ২০১০ ০৫:৩৯ | 198.82.30.203
না না দাবা খেলছিলাম। খেলতে খেলতে মোট্টে ঘুমোনো যায়না।
aleph | ০৩ নভেম্বর ২০১০ ০৫:৩৬ | 151.141.84.194
আজকাল টিম নিজেই সুপার্ভাইজ করেন, বস পুকুরে মাছ ধরেন। ঃ-)
Tim | ০৩ নভেম্বর ২০১০ ০৫:২৩ | 198.82.30.203
সেরকমই প্রায়। ঃ-)
pi | ০৩ নভেম্বর ২০১০ ০৫:১৮ | 128.231.22.87
পাড়ায় টহল দিতে হচ্ছে নাকি ?
Tim | ০৩ নভেম্বর ২০১০ ০৫:১৫ | 198.82.30.203
না না বস আর কী করবে! জনকল্যাণমূলক কারণে ঘুমুচ্ছি না।
pi | ০৩ নভেম্বর ২০১০ ০৪:৫৫ | 128.231.22.87
কেন হে ? একলাখ মশাওয়ালা ঘরে যদি আমাকে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়, তাহলে তো জগতের কোনো বসের পক্ষেই কোনো বাঁশ দিয়ে ঘুম কেড়ে নেওয়া সম্ভব না !!
Tim | ০৩ নভেম্বর ২০১০ ০৪:৪৪ | 198.82.30.203
ঘুমোতে দিলে তো....
de | ০৩ নভেম্বর ২০১০ ০৩:২৫ | 134.105.166.235
আজ সবাই ঘুমিয়ে পল্ল?
kc | ০৩ নভেম্বর ২০১০ ০০:২৯ | 89.203.49.18
নাঃ। এতো গায়ানাতে থাকত। মাঠে খেলতে দেখেছি। সবথেকে মজার ছিল, আমরা ভাড়া থাকতাম গ্রিনিজের বাড়িতে।
বিশ্বনাথ নিয়ে একটু বেশি রোমান্টিসাইজ করা হয় বলে আমার ধারণা। চন্দ্রশেখরের থেকে কুম্বলে অনেক বেশি এফেক্টিভ। কিরমানি আর ধোনি নিয়ে আমারও দোলাচল ছিল, কিন্তু ফাইনালি ব্যাটিং-এর জন্যে ধোনি এলো।
kc | ০২ নভেম্বর ২০১০ ২৩:৪২ | 89.203.49.18
বিশ্বনাথ যে টেস্টে সেঞ্চুরি করেছিল তার সব কটাতে ভারত জিতেছিল অথবা হারেনি, এরম একটা ডাটা দেখেছিলাম কিছুদিন আগে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন