এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৫ অক্টোবর ২০১০ ১৭:৪৪ | 61.95.144.122
  • স্টোক, উল্‌ভ্‌স, ব্ল্যাকবার্ন - এই টিমগুলো ফুটবল খেলে না। এফেক্টিভ হতে পারে, কিন্তু ভালো খেলা নয়।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১০ ১৭:৪০ | 204.138.240.254
  • আই মিন দিয়েছিল।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১০ ১৭:৩৯ | 204.138.240.254
  • স্টোক ভালো খেলছে। কাল ম্যানিউকে প্রায় আটকে দিয়েছে।
  • Arijit | ২৫ অক্টোবর ২০১০ ১৭:২৬ | 61.95.144.122
  • ধুর - হোম ম্যাচগুলো ঝোলাচ্ছে। ব্ল্যাকপুল, স্টোকের কাছে হার, উইগ্যানের সাথে কোনো রকমে ড্র। অ্যাওয়ে ম্যাচগুলো ভালো খেলছে।
  • Samik | ২৫ অক্টোবর ২০১০ ১৭:১২ | 121.242.177.19
  • নাম দিলেও চলে, না দিলেও চলে। সিট হয় না।
  • Arpan | ২৫ অক্টোবর ২০১০ ১৭:০৬ | 216.52.215.232
  • নাম না দিলেও চলে। মানে আমি মিস করে গেছিলাম, ওদের কলসেন্টার থেকে বলল কোন অসুবিধে নেই।

    অরিজিত, নিউক্যাসল তো দুর্দান্ত খেলছে এই সিজনে।
  • Arijit | ২৫ অক্টোবর ২০১০ ১৬:৫৯ | 61.95.144.122
  • হ্যাঁ। কিন্তু তাদের সীট হয় না। IRCTC থেকে টিকিট কাটলে তাদের নাম দিতে হয় যদিও।
  • nyara | ২৫ অক্টোবর ২০১০ ১৬:৫৭ | 203.110.238.16
  • ভারতীয় রেল পাঁচ বছরের থেকে অল্পবয়েসী শিশুদের নিখরচায় ভ্রমণ করতে দেয় - এ কি সত্য?
  • til | ২৫ অক্টোবর ২০১০ ১৬:৫৩ | 220.253.185.165
  • মহামান্য, মহিয়সী ব্যাঙদি কি এখনও কলকাতাতেই? লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করতে হচ্ছে, দু দুটো খাম কি বেপাত্তা?
    হায়রে, এত এত elements of work সবই বিফলেঃ
    ১। খামে ভরো
    ২। ঠিকানা খোঁজো
    ৩। ঠিকানা লেখো
    ৪। স্ট্যাম্প কেনো
    ৫। আঠা খোঁজো
    ৬। আঠা দিয়ে সাঁটো
    ৭। ব্যাগে রাখো
    ৮। লাঞ্চের সময় ডাকবাক্সে ফ্যালো (বানান কৃঃ স্বীঃ দে-দি)
    ৯। ভুলে যাও
    ১০। মনে করে পকেটে ভরে রাখো পরদিন
    ১১। ডাক বাক্সে ফ্যালো।
  • Kartuj | ২৫ অক্টোবর ২০১০ ১৬:২৯ | 125.20.3.146
  • ওহোহো, একটু ভুল নিকে ফেলিচি। :-P
  • Ishan | ২৫ অক্টোবর ২০১০ ১৬:০৯ | 122.248.182.16
  • লোহায় জং ছিল।
  • Samik | ২৫ অক্টোবর ২০১০ ১৬:০৩ | 121.242.177.19
  • এ তো জানা গল্প। চোখের পটি খোলেন নি। পটির ফাঁক দিয়ে যুধিষ্ঠিরের পায়ের নখ দেখতে পেয়েছিলেন, সেটা পুড়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধের পরের ঘটনা। ওদিকে আলিঙ্গন করে তখন লোহার ভীমকে গুঁড়িয়ে ফেলছেন ধৃতরাষ্ট্র।
  • Kartuj | ২৫ অক্টোবর ২০১০ ১৫:২৮ | 125.20.3.146
  • আরে হ্যাঁ, গান্ধারী একবার চোখের পট্টি খুলে যুধিষ্ঠিরের পায়ের দিকে চেয়েছিলেন, তাতে যুধুবাবুর নখ পুড়ে যায়, স্বর্গে জুয়াড়ির প্রবল চাহিদা তাই যুধুকে ডেকে নিয়ে গেছিল। এ তো কোথায় আগেও শুনিচি। এ নিয়ে কবতে লিখে দিয়েচে। বোঝো !
  • Samik | ২৫ অক্টোবর ২০১০ ১৫:২৩ | 121.242.177.19
  • আবার শরৎ মুকুজ্যে???
  • Kartuj | ২৫ অক্টোবর ২০১০ ১৫:২০ | 125.20.3.146
  • তবে শরৎ মুখুজ্জের লেখা 'যুধিষ্ঠির' আদৌ কবিতা কিনা সে বিষয়ে গবেষণার অবকাশ রয়েছে। :-P
  • Samik | ২৫ অক্টোবর ২০১০ ১৫:১৯ | 121.242.177.19
  • আজ সন্ধ্যেয় বাড়ি ফিরে মেল করে দেব।

    আমার ঠিকানা mukherjee.samik জিমেল।
  • Kartuj | ২৫ অক্টোবর ২০১০ ১৫:১৬ | 125.20.3.146
  • হ্যাঁ সত্যি, এতগুলো ভালো কবিতা একসাথে আগে কোনো শারদীয়াতে পড়েছি বলে মনে পড়েনা। এখনো তো ঘুরেফিরে একই কবিতা বারবার পড়ছি। উপন্যাস নেই, ছোটোগল্পগুলো-ই বা কি অপূর্ব। 'রুবীর মন' পড়ে তো হেসে অস্থির হলাম। তবে গুটিকয়েক কবিতা আর কি বুঝে উঠতে পারিনি। আকাট মুখ্যু হলে যা হয় আর কি। :-P
    পত্রিকাটা এত অন্যরকম, এতটাই বৈচিত্র্যে ভরপুর যার তুলনা মেলা ভার। এ বই না কিনলে এই সমস্ত বিষয়ের ওপর জানতে পারতাম কিনা সন্দেহ। বিশেষ করে উডকাট, কালীঘাটের পট, অবন ঠাকুরের সরস রামায়ণী পুঁথির বৃত্তান্ত, বনেদী বাড়ির পুজোর এত details। রং-এ আর ছবিতে চোখ টেনে রেখে দেয়।
  • jayanti | ২৫ অক্টোবর ২০১০ ১৫:০০ | 59.178.141.214
  • কার্ত্তুজ,ছবিগুলো অন্য একজনের কাছে আছে,তার থেকে নিয়ে আপলোডিয়ে দেব।
    নবপত্রিকায় যেটা সবচেয়ে ভাল লেগেছে-নানারকম বিষয় নিয়ে লেখা হয়েছে অত্যন্ত চমৎকার ষ্টাইলে।কবিতাও খুব মন-ছোঁয়া।

    শমীক, নিশ্চয়ই দেব।আপনার ঠিকানা দিন এইখানে-dr_jayantiadhikari@rediffmail.com
  • Samik | ২৫ অক্টোবর ২০১০ ১৪:৩৮ | 121.242.177.19
  • জয়ন্তী, নবপত্রিকা পড়া হয়ে গেলে আমাকে একবার পড়তে দেবেন?
  • Kartuj | ২৫ অক্টোবর ২০১০ ১৩:২৯ | 125.20.3.146
  • জয়ন্তীদি, আপনার পুজোর ছবি আপলোড কল্লেন? কবে দেখব? আমি পড়েছি নবপত্রিকা। ঐ ম্যাজিক নিয়ে লেখাটা এখনো পড়া বাকি আছে। কেমন লেগেছে তা নিয়ে দু কলম লিখেও এসিচি এইখেনে। ঃ-)
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1282918234988
  • pi | ২৫ অক্টোবর ২০১০ ১৩:১৯ | 72.83.80.136
  • হট করে ঘুম ভেঙ্গে গ্যালো। স্বপ্ন দেখছিলাম, টইগুলোতে কিসব অদ্ভুত কাণ্ড হয়েছে। কোনো এক হ্যাকার মডারেটর হয়ে যথেচ্ছ উপদ্রব করে চলেছে। সে যাই হোক, গুরু খুলে এই পোস্টটা দেখলাম। আর তারপর কী প্রচণ্ড রকম ইচ্ছা জাগলো, একটা রোগা মতন চকোলেট খাবার ( অথচ আমি মোটেও সেরকম চকোলেট বিলাসী নই আর দুধের প্রোডাক্ট আমার পুরোপুরি মানা)। এতটাই ইচ্ছা যে স্বভাব ল্যাদ ও মাঝরাত্তিরের ঘুমভাঙ্গা ল্যাদ জয় করে ফ্রিজ অব্দি পৌঁছেও গেলাম। আর কী আশ্চর্য, একটা রোগামতন চকোলেট পেয়েও গেলাম। খেয়েও ফেল্লাম ! আশা করছি, এসব ই স্বপ্নের মধ্যে হচ্ছে না। পোস্টটা করে গেলাম। কাল সকালে ঘুম ভেঙ্গে উঠেও যদি এটা দেখি, তার মানে এটা স্বপ্ন না। দেখা যাক।
  • JAYANTI | ২৫ অক্টোবর ২০১০ ১২:৩২ | 59.178.47.201
  • বুনামবাবুকে হাসিহাসি মুখে, বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা,একটা রোগামতো চকোলেটের সাথে।

    কেউ শারদীয়া নবপত্রিকা পড়লেন?আমার অসাধারণ লাগল।
  • pi | ২৫ অক্টোবর ২০১০ ১১:২৪ | 72.83.80.136
  • অক্কুটে একটা কমে জয়েনিং এর জন্য আমন্ত্রণ এসেছিলো।

    http://www.orkut.com/Main#Community?cmm=106501958 ঃ)

    রিলেটেড কম গুলি ও দ্রষ্টব্য ঃ)
  • Bratin | ২৫ অক্টোবর ২০১০ ১১:০৯ | 122.248.182.16
  • বুনান কে জন্মদিনের শুভেচ্ছা জানাই
  • pi | ২৫ অক্টোবর ২০১০ ১০:৪৬ | 72.83.80.136
  • বুনামবাবুকে বিঃ শুঃ জঃ
  • kc | ২৫ অক্টোবর ২০১০ ১০:৪০ | 194.126.37.76
  • ই-ক্ষপি, ই-ক্ষপি চাই। সেই যারে কয় পিডিএফ। কম্প্যুটারের পর্দায় জ্বলজ্বল ক্ষরে সেমত এগখান।
  • dd | ২৫ অক্টোবর ২০১০ ১০:৩৬ | 124.247.203.12
  • আশুতোষ (পদবীটা কি? মনে পরছে না,)তাঁর টীকা সমন্বিত গীতা বেশ ভালো। নেক্স উইকে লুরুতে গেলে বইটার প্রকাশক হ্যানত্যান জানিয়ে দেবো।

    ভাগবত পুরান বোধহয় সাম্প্রতিক কোনো প্রকশনা নেই, তবে ISCON'র কাছে থাকবে না, এটা হতেই পারে না।

    সংস্কৃত পুস্তক ভান্ডারে গেলে ওরা সব সময়েই পুরোনো সংস্করন রাখে, মানে বছর ত্রিশেক আগে তো রাখতই।
  • kc | ২৫ অক্টোবর ২০১০ ১০:৩০ | 194.126.37.76
  • ডিডিদা, মাঝের ক্ষমাটা পড়ে নাই, সবই মামুর ক্ষলের মায়া। দুটো বইই দরকার। তার গীতা খান আশু। থাগলে দ্যান্না!!
  • dd | ২৫ অক্টোবর ২০১০ ১০:২২ | 124.247.203.12
  • ও কেসি সাহেব, মদভাগবতগীতা আবার ক্ষি? দুটো তো আলাদা বই।
    ভালো কথা, একা ছিলাম বলে দু দুটো সিনেমা দেখলাম। একটা হলিউডের the other guys। বেশ মজার বই।

    আর অন্যটা হিন্দি , কিন্তু নাম hisss। এটা অবশ্য দ্রষ্টব্য। খারাব,অতি য্যাচ্ছেতাই সিনেমার এটি একটি মানদন্ড। এক অনন্য অভিজ্ঞতা। এটা দেখবার পর অন্য যে কোনো সিনেমাই খুব ভালো লাগবে। misss কইরেন্না।

    যদি জিগান, ক্যান ঐটা দ্যাখলাম? জানেন, অল্টারনেটিভ ছ্যালো তেলেগু আর তামিল সিনিমার দ্যাখার। রজনীকান্তের ইন্থিরানের টিকিট পাইলাম না, নইলে সেইটাই দ্যাখতাম।
  • kc | ২৫ অক্টোবর ২০১০ ১০:০৪ | 194.126.37.76
  • বাংলা স্ক্রিপটে শ্রীম্‌ভাগবত গীতা চাই। হ্যায় কোই হেল্পানেবালা?
  • Blank | ২৫ অক্টোবর ২০১০ ০৯:০০ | 59.93.200.210
  • থেঙ্কুউ ঃ)
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০১০ ২৩:৩০ | 122.168.236.50
  • তিল,
    ব্রহ্মপুরের আশা এখনও ছাড়িনি। আমার বন্ধু বিকাশ গণচৌধুরি ব্রহ্মপুরে ওর বাড়ির পাশে দেখে রেখেছে। কিন্তু বিলাসপুরে যে কনজিউমার ফোরাম আর ধারা ৪২০ এ বিল্ডারের বিরুদ্ধে কেস লাগিয়েছি সেগুলোর ফয়সালা করাতে মনে হচ্ছে আরো দু'বছর রায়পুরে থাকতে হবে।
  • aleph | ২৪ অক্টোবর ২০১০ ২২:৪৫ | 151.141.84.194
  • সবই বুঝি দেশে গিয়ে ভাট করবেন নভেম্বরে ডিসেম্বরে? বাঃ, চমৎকার! ভাটের সব আপডেট দেবেন কিন্তু! ঃ-)
    আচ্ছা কেউ দ্রি মানে দ্রিঘাংচুর এর খবর জানেন? সেই যে কন্সপিরেসি নিয়ে লিখতেন যিনি। উনি কোথায়? কতদিন দেখিনা!
  • Nina | ২৪ অক্টোবর ২০১০ ২২:৩৪ | 68.84.239.41
  • "দ্বন্দ" সিনেমা দেখলাম ডেটাবাজার ডট কমে $1.99 দিয়ে, অন লাইন।dingora.com
    খুব ভাল লাগল, বলে গেলুম তাই।
  • aleph | ২৪ অক্টোবর ২০১০ ২২:৩৩ | 151.141.84.194
  • উৎসবের সীজনে জন্মদিন খুব ভালো ব্যাপার। ডবল খাওয়া। ঃ-)
    ভালো থাকিস ব্ল্যাংক, শুভেচ্ছা আর মোম্বাতি।
  • intellidiot | ২৪ অক্টোবর ২০১০ ১৭:০১ | 117.194.67.237
  • (-ঃ শুভ জন্মদিন ব্ল্যাঙ্কো ঃ-)
  • til | ২৪ অক্টোবর ২০১০ ১৬:৩৮ | 220.253.185.165
  • ঘন্টাধ্বনির অপেক্ষায় আমিও!
    কিন্তু আপনার তো ব্রহ্মপুরে বসত করার কথা ছিল!
  • de | ২৪ অক্টোবর ২০১০ ১৩:৩৫ | 134.105.166.235
  • ব্ল্যাংকিরে হ্যাবাড্ডি! অল্টোর দুটো পাখা হোক! ক্যাসলরক মিষ্টি হেসে তাকাক!
  • Blank | ২৪ অক্টোবর ২০১০ ১২:০২ | 59.93.202.18
  • সক্কলকে অনেক অনেক ধন্যযোগ ঃ)
    কিন্তু এই আমাকে ক্যালানোর প্ল্যান টা মোটেই ভালো না ঃ-(
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০১০ ১১:৫৫ | 122.168.236.50
  • ঘন্টার আওয়াজ শুনে পৌঁছুতে রাজি! ওই নভ-ডিসে প্রোগ্রামে।
  • y | ২৪ অক্টোবর ২০১০ ১১:১১ | 59.164.99.103
  • rrZ = র্য
  • til | ২৪ অক্টোবর ২০১০ ১০:৫০ | 220.253.185.165
  • নিনার দেয়া গ্রে গুজ
    কি সত্য
    না কি মায়া?
  • til | ২৪ অক্টোবর ২০১০ ০৯:৫৬ | 220.253.185.165
  • নভের শেষে( ২৯+) ও ডিসের প্রথমে একটা ভাট হলে দেখা হতে পারে।
    ঘন্টা কে বাঁধবে?
  • til | ২৪ অক্টোবর ২০১০ ০৯:৫৪ | 220.253.185.165
  • কি সুখবর, ব্ল্যাঙ্কএবার ভোট দেবার যোগ্য হলো।শুভ জন্মদিন।
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০১০ ০৯:২১ | 122.168.236.50
  • অর্কুটে আমাকে দেখে দময়ন্তী বিজেপির নেতা আখ্যা দিয়েছিল আর বুনান জিমে যেতে পরামর্শ দিয়েছিল। এখন ফিটনেস ক্লাব জয়েন করেছি।
    তারপর কোলকাতায় গিয়ে যদি জনগণের নেতার মত না দেখাই তাহলে বুনানকে খুব ক্যালাব।
  • ranjan roy | ২৪ অক্টোবর ২০১০ ০৯:১৭ | 122.168.236.50
  • বুনান ও ব্ল্যাংকিকে আমার অঢেল ভালবাসা। আরও ভাল ভাল বই পড়ে আমাদের জানাক। আর অমনি করে অমলিন হাসতে থাকুক। নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ মিলিয়ে
    কোলকাতা যাবার প্ল্যান আছে। তখন ভাল করে আড্ডা দেব।
  • kc | ২৪ অক্টোবর ২০১০ ০৮:৪৬ | 89.203.49.18
  • হ্যাবাড্ডি, ব্ল্যাঙ্কো। কাসেলরকের বাধা কেটে যাক। খুব ভালভাবে দিনটা কাটুক।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১০ ০৩:১২ | 97.80.157.10
  • হ্যাবাড্ডি ব্ল্যাংকি। দিন ভালো কাটুক, লাল জুতো লাল জামা হোক।
  • aka | ২৪ অক্টোবর ২০১০ ০১:৪৫ | 24.42.203.194
  • ব্ল্যাংকির জন্মডে তে আমারও আশীর্বাদ রইল। ডিসেম্বরে পেন্নামটা করে নিও নে। কিন্তু ফেবু জানাল না তো। ঢপের সফটওয়ার বানিয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত