এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২১:৫৬ | 12.34.246.72
  • কলকেতার পুজো নিয়ে দুঃখু করব কি করব না ভাবতে ভাবতেই কে জানি বলল স্মোকি যাবে। এমন হিংসে দিয়েছি না!! বাই এণ্ড অফ দিস মান্থ যদি ইওসেমিতি যেতে পারি তবে ফেরৎ নেব। নইলে নয়।
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:৫১ | 14.96.42.236
  • ভীড়ানন্দ ভীড়ানন্দ ভীড়ানন্দ
    গায়ে গন্দ বগলাদ্য ঘেমো গন্দ
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪৯ | 14.96.42.236
  • হুচিস্মিতে,
    লিখবো তো ! ছবিতে গল্প।
    কিন্তু তোমার তো দুক্‌খু রাখার জায়গা নাই। কলকাতার পুজো দেখো নি ? জীবনে আর কল্লে কি তালে! চিত্রগুপ্ত'র কাছে কী জবাব দেবে সে নিয়ে ভেবেছো কিছু? আমার বন্দুক বলে সে তো আর ছেড়ে দেবে না !
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪৭ | 198.82.23.36
  • তবে এবারের পুজোয় একসাথে এতজন গুরু ও চন্ডালের কলকাতায় থাকাটা একটা বোনাস। সেই বইমেলায় এমনটা হয়েছিলো।
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪৪ | 198.82.23.36
  • আহা পীড়ের থানে বাতাসার লুট দিও।
    ওমেগা থেকে আলফা হয়েও আত্মজিজ্ঞাসা একইরকম আছে।

    ইন্দোদার কিনা ভীড়ের মধ্যে বেরোতেই হবে, তাই আনন্দিত না হয়ে উপায় নেই।

    হুচিস্মিতে,
    কান্দি না। বিলাপের ভান করতাসি।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪৩ | 151.141.84.194
  • নাহ, আসি হে ভ্রাতাভগিনিগণ। ভালো থাকবেন সবাই।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪২ | 151.141.84.194
  • কেষ্টচরণকে আমি কিছুতেই চিন্তে পারিনা ঃ-(
    গতজন্মে কোন সেইন নদীর তীরে তার সাথে ঘুরেছি কিছুতেই মনে পড়ে না।
  • kc | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪১ | 89.203.49.18
  • সেতো আগেকার সময়ে আলফাদিদির বেদ, পুরাণ ইত্যাদি নিয়ে আলোচনাগুলোও খুব ভাল লাগত, সঙ্গে থাকত ডিডির বাণী। বড় ভাল দিনছিল সেসব।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪০ | 151.141.84.194
  • নিজে ফেঁসে যাওয়ার চেয়ে অন্যে ফেঁসে যাওয়া চিরকালই যাকে বলে ... ইয়ে শিব্রাম সেকথা বলে গেছেন।
  • a x | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪০ | 69.153.197.204
  • এক্কেরে মিস করছিনা ঃ-(

    হ, আল্ফা ওমেগা চিনবনা কেন?
  • r.h | ১৩ অক্টোবর ২০১০ ২১:৪০ | 117.199.66.218
  • ঃ)
    পীড়ের কোপে কিবোর্ড বেহাল, আর আগরতলা এসে আমি মহাব্যাস্ত!
  • pi | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৮ | 128.231.22.87
  • হ্যাঁ, এই ফেঁসে যাওয়াটা আমিও কেমন মিস করছি।
    গুরি, কেসবুক, অক্কুট যত যেখানে আপডেট দেখছি, আরো আরো করে বিচ্ছিরি লাগছে। একটা পচা পুজো কোথাকার!
    কিছু ছবি তুল্লাম। ফাঁক ফাঁকা রাস্তার। আমার পুজোর অ্যালবাম বানাবো।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৮ | 151.141.84.194
  • ছোটাইদিদির লেখা? আহা, পড়তে হবে। বড় ভালো লেখেন।
    আমায় চিন্তে পার্ছেন আপ্নেরা? ঃ-)
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৬ | 12.34.246.72
  • টিম কান্দো কেন? এখানেও তো দিব্যি নীল আকাশ, দিব্যি রঙচঙে গাছপালা। শরৎকালে যা যা হওয়া উচিত আর কি!

    ইন্দোবাবু গল্প লিখবেন তো কাল? আমি কোনকালে কলকেতার ঠাকুর দেখি নাই। গল্প শুনতে খুব ভালোবাসি।

    আলফা, ছোটো আই-দিদির লেখা পুজো ইস্পিশালে বেরিয়েছে তো!
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৬ | 151.141.84.194
  • কলকেতার পুজোর ভীড়ভাট্টা গরম ঘাম ধাক্কাধাক্কি ভারী চমৎকার, দূর থেকে খুব ভালো লাগে। ঢাকের বাদ্যি যেমন কিনা থামলেই মিষ্টি লাগে বলে গুণীজনেরা কন। যেমন কিনা ঠাকুরমশয় উপরতলার জানালা দিয়ে তাকিয়ে কন "ওরা কাজ করে নগরে প্রান্তরে", আহা!
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৬ | 14.96.42.236
  • হ্যাঃ ! হাসাইয়েন না। কোথায় আহিরিটোলা সার্বজনীনের জলতলে দুর্গা শুয়ে আছে, করবাগানে রঙ্গীন বলের গায়ে রবীন্দ্রকাইব্য- আর কোথায় স্মোকি মাউন্টেন ও ফল কালার !
  • a x | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৫ | 69.153.197.204
  • মনে এত আনন্দ বলেই আজকাল লেখা বেরোয়না।

    অন্য আই পুজোসংখ্যায় লিখেছে তো আল্ফা - যাপনকাল - শিগ্গিরি পড়ে ফেল।
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩৪ | 198.82.23.36
  • মর্মপীড় এলেন বলে।
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩১ | 198.82.23.36
  • শুক্কুরবার অবশ্য স্মোকি মাউন্টেন যাওয়ার একটা প্ল্যান হচ্চে। ফল কালারটালার দেখে মনটা যদি একটু হালকা হয়! এবার পুজোটা তাও মন্দের ভালো।
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:৩০ | 198.82.23.36
  • ঃ-(
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:২৯ | 14.96.42.236
  • ইন্দোবাবু আগামীকাল সকালে সপুত্র ঠাকুর দেখতে বেড়োবেন। তাই ওঁর মনে খুব আনন্দ।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:২৬ | 151.141.84.194
  • আর সেই আরেক আই? সিন্ধুতীরে থাকেন যিনি? তিনিও কি আজকাল লেখেন না? বড় ভালো ছিলো সেসব লেখাটেখা।
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:২৫ | 198.82.23.36
  • পুজোর সময় এই গাড়ি নিয়ে আটকে পড়াটাও কেমন লোভনীয় লাগছে এখন। ক্ষি কলই বানাইলো প্রবাসজীবন।
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:২৪ | 14.96.42.236
  • এদিকে পামিতাদি ষষ্ঠীর সন্ধ্যায় কলকেতা শহরে গাড্ডি নিয়ে বেড়াতে বেড়িয়ে ভয়ানকভাবে ফেঁসে গেছেন। ফেসবুকে পামিতাদির ফেঁসে যাওয়ার গল্প দ্রষ্টব্য। কাল থেকে পদযাত্রা করবেন বলে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন।
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২১:২৩ | 12.34.246.72
  • কেন কেন? একটু তো লিখলেই পারেন। গানটান তো অনেক শোনা হল।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:২২ | 151.141.84.194
  • কেন বড়াই? বঞ্চিত করছেন কেন উতলা মানুষদের?
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২১:২১ | 198.82.23.36
  • এহ, মিত্যুকামনা কই? ঠাকুরদেবতার নামের আগে চন্দ্রবিন্দু দেয়না? তারা কি মৃত? চদ্রবিন্দুর মানে কি একটা।
    তবে হ্যাঁ কষে বেঁধে রাখতে বল্লাম বটে। ষষ্ঠীর সন্ধেবেলা সেটা ভালো লা লাগতেও পারে।
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২১:২০ | 12.34.246.72
  • হুকুম তামিল কিয়া ইপিস্তাবক্স!
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:২০ | 14.96.42.236
  • কোনোরকমই লেখেন না।
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:১৮ | 151.141.84.194
  • বড়াই আজকাল বুঝি আর সেইরকম লেখেন না?
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:১৭ | 151.141.84.194
  • সাইটটা হলো গিয়ে দেশিবই ডট কম। বেশ ভালো কালেকশন। পদ্মানদীর মাঝি ও দেখলাম তুলেছে।
    শুচিস্মিতা, উপকথা আরো কিছু লিখুন না! চমৎকার লাগছে।
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:১৭ | 14.96.42.236
  • কে যেন খুব ভালো "মেঘ বলেছে যাবো যাবো' গাইছে মাইকে। চাদ্দিকে মন-ভালো করা গানটান-আলোটালো।
  • pi | ১৩ অক্টোবর ২০১০ ২১:১৬ | 128.231.22.87
  • শুচিস্মিতা, একটু মেল দেখো।
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২১:১২ | 12.34.246.72
  • কিচু হবে না। তুমি তো ডাগদার। তোমায় মারবে কেডা?

    আলফা কোন সাইটের কথা বলছেন?
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:১০ | 151.141.84.194
  • শুভ মহাষষ্ঠী। সবাই ষষ্ঠীর ষাট খান। ষাট ষাট।(এই ষাট খাওয়া ব্যাপারটা যে কী কেউ আমাকে বল্লো না।)
  • alpha | ১৩ অক্টোবর ২০১০ ২১:০৭ | 151.141.84.194
  • কৃষ্ণকান্তের উইল পড়ছি। সবে উঠলো সাইটে। গতকাল উঠেছিলো দিবারাত্রির কাব্য। ঃ-)
  • aka | ১৩ অক্টোবর ২০১০ ২১:০৭ | 168.26.215.13
  • রাম রাম রাম রাম রাম রাম রাম রাম - এতক্ষণে উল্টে গেছে।
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২১:০৫ | 14.96.42.236
  • মৃত্যুকামনা করছে ! ষষ্ঠীর ভরা সন্ধ্যায়!!
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২০:৫২ | 12.34.246.72
  • বলাই বাহুল্য। নভে যেতে চাইলে ওটা প্যাকেজের সাথেই আসবে।
  • Tim | ১৩ অক্টোবর ২০১০ ২০:৪৮ | 198.82.23.36
  • হ্যাঁ হ্যাঁ ইন্দোদাকে ভালো করে কষে বাধাই দাও। চাইলে চন্দ্রবিন্দুও দিতে পারো। বাঁধানো ডাগতার আমি কখুনো দেখিনি।
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২০:৪৩ | 14.96.42.236
  • বা রে, কোত্থাও জায়গা পাচ্ছো না দেখে আমি একটা জায়গা সাজেস্ট করলাম-কোথায় আমাকে বাধাই দেবে, তা না, বকছে !
  • Shuchismita | ১৩ অক্টোবর ২০১০ ২০:৩০ | 12.34.246.72
  • নভে ভাট আবার কি? নভে শোভে চন্দ্র-তারা।
  • I | ১৩ অক্টোবর ২০১০ ২০:২৭ | 14.96.42.236
  • তাইলে? কী ঠিক হল? নভে ভাট?
  • Nina | ১৩ অক্টোবর ২০১০ ১৯:৪৩ | 64.56.33.254
  • সব্বাইকে জানাই শরদ শুভেচ্ছা---সব্বার পুজোর দিনগুলি কাটুক আনন্দে, মনের মতন করে, প্রিয়জনেদের সাথে ---
  • de | ১৩ অক্টোবর ২০১০ ১৭:০০ | 203.199.33.2
  • :))
    আসলে বার্ক অ্যাতো বড়ো, নিজের গ্রুপ ছাড়া ইন্টারাকশন খুব কম হয়! তাই হয়তো দূর থেকে গম্ভীর লেগেছে ।
  • stoic | ১৩ অক্টোবর ২০১০ ১৬:৫১ | 160.103.2.224
  • ঃ-))
    হ্যাঁ, তখনই আলাপ হয়েছিল। না, না, সব সময় গম্ভীর না। ভালই আড্ডা মারতে পারে।
  • de | ১৩ অক্টোবর ২০১০ ১৬:৪৮ | 203.199.33.2
  • চিনি স্টৈক! উনিও তো ই এস আর এফে পোস্ত বাটতে গিয়েছিলেন :)), তবে আমার থেকে অনেক সিনিয়ার আর প্রচন্ড গম্ভীর!
  • saikat | ১৩ অক্টোবর ২০১০ ১৬:৪২ | 202.54.74.119
  • মনুষ্যজন্মের কী চাপ ! ষষ্ঠীর দিন ৬-টার পর কন কল।
  • saikat | ১৩ অক্টোবর ২০১০ ১৬:৪১ | 202.54.74.119
  • দাদার কেমন চোখ দেখেছ? একে তো টীমে নিয়েছিল।
  • Arpan | ১৩ অক্টোবর ২০১০ ১৬:৩৫ | 216.52.215.232
  • দ্রাবিড়ের বিকল্প পেয়ে গেছে ভারত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত