বোঝো ! সুরে যে নোবেল চালু হয়েছে জানাই ছিল না । ব্যাণ্ড খোলবার বাড়তি মোটিভেশন পাচ্ছি এবার । জয় আজকাল, জয় রহমান, জয় কালামডি ।
til | ০৪ অক্টোবর ২০১০ ১৫:০১ | 220.253.188.98
M দিম্মণি, আপনার জন্য রকমারী কফি আসিতেছে, প্রস্তুত থাকুন শি-কমরেড!
de | ০৪ অক্টোবর ২০১০ ১৫:০০ | 59.163.30.3
বম্ম কফি খেয়ে ঘুমাতে যায়?
আমি CWG আবাহন বা বিসজ্জন কিস্যু দেখি নাই -- সুতরাং ঘেন্না নাই, ধন্নও হই নাই -- পুন্নের কথা ছেড়েই দিলাম, কেবল শেষ অব্দি সুবন্নর খোঁজটা নেবো!
Raj | ০৪ অক্টোবর ২০১০ ১৪:৫২ | 202.79.203.59
মোহালিতে সিধুর পাতিয়ালা কলেজ সাইকেল স্ট্যান্ড থিওরির সার্থক রূপায়ণ করছে অসিরা শেষ ৮০ রানে ৮ টা উইকেট পড়ল !
M | ০৪ অক্টোবর ২০১০ ১৪:৫১ | 59.93.223.208
আজকের এই পুন্ন ঘেন্নাদিবসে আমি নানারকম ঘেন্নার সম্ভবনা মাথায় আনতে আনতে আর তাড়াতে তাড়াতে দুপিস পাঁউ, দুটো ডিম সিদ্ধ আর এক কাপ কফি কোনক্রমে খেয়ে ঘেন্নায়িত হয়ে ঘুমাতে চললাম।
আর এই ব্যাঙটা যেমন ডাকাবুকো সেটার বন্ধুগুলো ও ত্যামন দেখছি, আমায় এট্টু ট্রেনিং দিবা?
Raj | ০৪ অক্টোবর ২০১০ ১৪:৩৯ | 202.79.203.59
সাতটা গেল
pipi | ০৪ অক্টোবর ২০১০ ১৪:৩২ | 78.52.239.119
কি আশ্চর্য্য! রামপান্ট করাপশন, কোটি কোটি টাকার অপচয়, হিউম্যানিটি ইস্যুর অবমাননা ইত্যাদি প্রভৃতি হাজারটা কালো ধাব্বা আছে বলে অমন গর্জাস ওপেনিং শেরেমনি, যেটা সত্যি সুন্দর হয়েছে, তার তারিফ করা যাবে না? অদ্ভুত সিনিক্যাল তো! হ্যাঁ, ছয় মিলিয়ন ডলার দামের এরোস্টাট বেলুনটা দেখে বারবার মনে হয়েছে ওটার সত্যি প্রয়োজন ছিল কি না তা বলে টাইমলি অনুষ্ঠান শুরু হওয়া, ছ হাজার অংশগ্রহণকারীর এতদিনের তালিম, পরিশ্রম ও প্রশংশনীয় পারফর্ম্যান্স এগুলো দেখতে ও তারিফ করতে আটকায় নি, আটকাচ্ছেও না। খারাপটাকে যখন মুক্তকন্ঠে খারাপ বলতে পারছি তখন যেটা ভাল হয়েছে সেটাকে ভাল বলতে ঘেন্না হচ্ছে না।
til | ০৪ অক্টোবর ২০১০ ১৪:২০ | 220.253.188.98
এই কিছুক্ষন আগেই দেখাচ্ছিল টিভিতে, সামনে নীল CWG র লোগোর স্ক্রীন পেছনে বস্তি, শুয়োর ঘুরে বেড়াচ্ছে। যাইহোক, সব খারাপের ভাল থাকে, ফ্ল্যাগ বিয়ারারদের দেখে চোখের কিছুটা শান্তিলাভ হলো! জয় হো!
til | ০৪ অক্টোবর ২০১০ ১৪:১৩ | 220.253.188.98
জয় হো হলো নতুন জয়হিন্দ! সুভাষদা, বৃথাই প্রাণটা দিলে, আই সি এসে জয়েন করলে তোমার অভাগা ভাইবোনদের উবগার করতে পারতে।
quark | ০৪ অক্টোবর ২০১০ ১৩:৫৩ | 202.141.148.99
আজ ঘেন্নাদিবস!
Raj | ০৪ অক্টোবর ২০১০ ১৩:৪১ | 202.79.203.59
তাই তো দেখছি, জ্ঞানপীঠ বা অর্জুন পাওয়া সুর লেখে নি এই ঢের !! ঘেন্না ধরে গ্যালো এই মিডিয়া বেওসায়িদের দেখে দেখে
Samik | ০৪ অক্টোবর ২০১০ ১৩:৩৮ | 121.242.177.19
দিল্লিতে থাকার সুবাদে কিছু রিপোর্টার ট্র্যানস্লেটরের সাথে আলাপ হয়েছে, মানে কিছু লোক যারা বিভিন্ন মিডিয়া হাউসের সাথে যুক্ত আছে। তাদের দু একজনের মুখে শুনেছি, মিডিয়া হাউসে চাগ্রি করতে ঢুকলে মস্তিষ্কটাকে বাইরে খুলে রেখে ঢুকতে হয়। কোনও চ্যানেলে জয়েন করার কন্ডিশন হয়, তুমি কোনও অবস্থাতেই কংগ্রেসের নামে কোনও খারাপ লাইন লিখতে পারবে না, খারাপ রিপোর্টিং করতে পারবে না।
ইত্যাদি প্রভৃতি। রঙের দুনিয়ায় সবাই কালারফুল।
Samik | ০৪ অক্টোবর ২০১০ ১৩:৩৬ | 121.242.177.19
মগজ ধোলাই। অতি উত্তম কল!!
এর সাহায্যে রাজভক্তি প্রকাশে নারাজ যে ... তারে করে তোলা একনিষ্ঠ রাজভক্ত
ইত্যাদি, ইত্যাদি।
Arpan | ০৪ অক্টোবর ২০১০ ১৩:৩০ | 204.138.240.254
কমরেড, আজকালও কিছু কম যায় না! উৎসাহের আতিশয্যে লিখে দিয়েছে 'জয় হো' নোবেল পাওয়া সুর!!
ইন্ডিয়ান আর্মি। সেই যে ফুট ওভারব্রিজটা ভেঙে পড়ল জহরলাল নেহরু স্টেডিয়ামের সামনে, OC বলেই দিয়েছিল ও আর সারানো যাবে না।
ঠিক ছদিনে সেই ব্রিজটাকে বানিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি। আগেরটার থেকে এটা দেখতে অনে-এ-ক ভালো হয়েছে। টুউ গুড!!
Raj | ০৪ অক্টোবর ২০১০ ১১:৪৭ | 202.79.203.59
এককথায় এক্কেরে হীরক রাজার দেশ, কোনও আর খামতি নেই
রে মশাইয়ের দুরদর্শীতা নিয়ে প্রশংসা করতেই হবে
এ আর রহমানের তো বটেই সাম্প্রতিককালের সবথেকে জঘন্য গান হল "ইন্ডিয়া বুলা লিয়া" - এর জন্য রহমান সাহেব মাত্র চার কোটি টাকা নিয়েছেন , আজকে সবকটা ন্যাশনাল পত্রিকা তো বটেই কংগ্রেসের তিন নম্বর সন্তান বাংলার সর্বাধিকপ্রচারিত পত্রিকাটিও সওব ভুলে এক্কেরে নালেঝোলে ! অহো কি দেখিলাম
dukhe | ০৪ অক্টোবর ২০১০ ১১:১৫ | 122.160.114.85
কী দিনকালই পড়ল! বেলুনের দাম আশি কোটি ? পুজোয় আর বাচ্চাকে নিয়ে বেরোনো যাবে না - বায়না ধরলেই চিত্তির !
shrabani | ০৪ অক্টোবর ২০১০ ১১:০৮ | 124.124.244.109
কাল দিল্লীর জনগণ সবচেয়ে জোরে হাততালি আর চিৎকারে স্বাগত করেছে যাকে তিনি হলেন প্রাক্তন রাষ্ট্রপতি, তাঁকে ঘিরে এত উচ্ছাসে প্রথমে একটু অবাক হলেও পরে সামলে নিয়ে হাসিমুখে হাত নেড়েছেন। এমনকী বর্তমান রাষ্ট্রপতির স্পীচের সময় তিনি উঠতে বা বলতে শুরু করতে যতনা তালি পড়েছে তারচেয়ে অনেক অনেক বেশী করতালি পড়েছে তিনি কালাম সাহেবের নাম নিতে! দ্বিতীয় যাঁকে দেখে জনতা গলা ফাটিয়েছে তাতে মনে হল গত কয়েকদিন ধরে শীলা ম্যাডাম যেভাবে চ্যানেলে চ্যানেলে CWG OCর নিন্দে আর নিজে কিভাবে চারদিনে ভিলেজকে নরক থেকে স্বর্গ বানিয়েছেন ওয়ারফুটিং য়ে সেই গপ্প দিল্লীবাসী খেয়ে গেছে।
সুরেশ কালমাদি শুরুতে ধিক্কার ও প্রচুর "বু উ উ" শুনে শুরু করলেও স্পীচের শেষে মোটামুটি একটা জোর সৌজন্যের তালি পেয়েছে তবে মাইক ফেনেলের এতটা সৌভাগ্য হয়নি, হয়ত পপুলশনের মন্তব্য দিল্লীবাসী ভুলতে পারছেনা। তবে মিডিয়া যেটা বলছে যে কালমাদিকে দিল্লী মাফ করে দিয়েছে, সেটা ভুল। পুরো ভাষণে নানা মজার টুকটাক মন্তব্য ও মজা করেই চিৎকার করেছে লোকে!
অভিনবের সাধারণত পাথুরে মুখমন্ডলও খুঁটিয়ে দেখলে কাল ইম্যোশনে আলগা,বেমানান বুড়োটে গাম্ভীর্যের জায়গায় বয়সের মানানসই খুশীর হাসি, যখন পতাকা নিয়ে টীমকে লীড করে ঢুকল , সারা স্টেডিয়াম উঠে দাঁড়াল। হাততালি চিৎকার আর ভুভুজেলা, হাজার হাজার গলায় একসাথে "ইন্ডিয়া" অভিনন্দন জানাল অ্যাথলীটদের, যাদের কথা এতদিন অন্যান্য খবরে চাপাই পড়ে ছিল।
কিন্তু দিল্লীর লোকে দেশের পরেই যে টীমকে সবচেয়ে আন্তরিকতায় আর উল্লাসে প্রায় নিজেদের টীমের মতই উৎসাহে স্বাগত জানাল সে হল পাকিস্তান! পাকিস্তানী টীম বোধহয় এ আশা করেনি, একটু অপ্রস্তুত ভাবে তাড়াহুড়ো করেই পরিক্রমা শেষ করল।
Arpan | ০৪ অক্টোবর ২০১০ ১১:০৭ | 204.138.240.254
বলতেই পারে। কারণ তারা কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হোস্ট করে দেখিয়েছে। অবশ্য সেইখানেও শেষ হবে না শেষ হবে না এইরকম একটা রব উঠেছিল।
til | ০৪ অক্টোবর ২০১০ ১০:৫৭ | 220.253.188.98
কারণ এখনও যারা গোসাপ, গিরগিটি মেরে খায় তারা আবার ভিলেজ not upto the standard বলে জাহির করে!
Arpan | ০৪ অক্টোবর ২০১০ ১০:৪৫ | 216.52.215.232
দেখেছি। আনফরচুনেটলি, এখন কিছু করার সময় নাই। গত হপ্তায় তিনদিন অফিস আসিনি, প্রায় সাড়ে তিনশো আনরেড মেল জমে আছে।
pi | ০৪ অক্টোবর ২০১০ ১০:৪০ | 72.83.80.27
অপ্পন, মেল দেখেছো ?
pi | ০৪ অক্টোবর ২০১০ ১০:৪০ | 72.83.80.27
তেরঙ্গা দুলিয়ে কোমর নাচিয়ে চুল ঝাঁকিয়ে ঐ জয় হোর অ্যাড্রিনালিন উৎসারণে অবশ্য একধরণের ভালোলাগা আসে ঃ)
Arpan | ০৪ অক্টোবর ২০১০ ১০:২৯ | 216.52.215.232
আরে, তিলের সাউথ আফ্রিকাকে নিয়ে এত রাগ কেন? ঃ-)
kc | ০৪ অক্টোবর ২০১০ ১০:২৬ | 194.126.37.76
কোয়ার্ক, 'সবাই' মানে যাদের মতের সঙ্গে নিজেকে সম্পৃক্ত বলে ভাবতাম তারা।
আ হা, সবাই ভাগ পেয়েছে তো! নিউক্লিয়ার বিল সাইন হলে কার কী লাভ হত?
শান্তিপূর্ণ সহাবস্থান। শীলা দীক্ষিত অত কাঁচা খেলে না।
kc | ০৪ অক্টোবর ২০১০ ১০:০৫ | 194.126.37.76
দলিত ফাণ্ডের টাকা সরানো হল, কিন্তু একটা দলও ট্যাঁফুঁ কিচ্ছু করলনা। নিউক্লিয়ার বিল নিয়ে সবাই চিল্লিয়ে পাড়া মাত করে দিয়েছিল। এই পলিটিক্যাল বিশ্বাসের প্রতি ঘেন্না তৈরি হচ্ছে নিজের মধ্যে।
Samik | ০৪ অক্টোবর ২০১০ ০৯:৪২ | 122.162.75.212
কদিন বাদেই দিওয়ালি আসছে। আরও কয়েক কোটি এমনি জ্বলে পুড়ে যাবে, প্রতি বছর।
আমাদের সোসাইটিতে ৩১শে ডিসেম্বরের রাতে কুড়ি হাজার টাকার আতসবাজি পোড়ানো হয়েছিল গতবছর।
নয়নমনোহর, সত্যি। কিন্তু ...
Samik | ০৪ অক্টোবর ২০১০ ০৯:৪১ | 122.162.75.212
পাই-কে ক। নির্লজ্জ টাকা ওড়ানোর খেলা মনে হয়েছে ওভারঅল। যাক, দিল্লিতে এসব দেখে দেখে আমরা অভ্যস্ত।
আর কেশব। হ্যাঁ, ঐ বাচ্চাটা অবশ্যই তবলা জানে, আঙুলের স্ট্রোক দেখে মনে হচ্ছিল। কিন্তু ও আদপেই ঐ কনসার্টে বাজাচ্ছিল না। হাতের আঙুল ফলো করলেই বোঝা যাচ্ছিল। চুলের কেয়ারিতে জাকির হুসেনের সঙ্গে সামঞ্জস্য এনে ওকে সম্ভবত বলে দেওয়া হয়েছিল, মাঝেমধ্যে দু একটা স্ট্রোক মারবি আর জাকিরজেঠুর মত চুল ঝাঁকাবি।
শোয়িং অফে দিল্লিকে টেক্কা দেয় কার সাধ্যি? কথাতেই আছে দিল্লির সর্দার এক পকেটে চিনেবাদাম আরেক পকেটে কাজুবাদাম নিয়ে ঘোরে। এমনিতে চিনেবাদাম খায়, কিন্তু সামনে কোনও পরিচিতকে আসতে দেখলেই কাজুবাদাম মুখে পুরতে শুরু করে।
pi | ০৪ অক্টোবর ২০১০ ০৯:৩৩ | 72.83.80.27
হ্যাঁ, ঐ হিলিয়াম বেলুনটা। সুন্দর মনোরঞ্জনকারী অনুষ্ঠানের জন্য এই আশি কোটি টাকার মালটা ঠিক কী হিসেবে দরকার ছিলো ? আমারা আশি কোটি টাকা এমনি হেলায় ওড়াতে পারি, দেখানোর জন্য ?
tatin | ০৪ অক্টোবর ২০১০ ০৯:২৮ | 70.177.55.6
laptop-এ mute বোতম নাই?
pi | ০৪ অক্টোবর ২০১০ ০৯:২৬ | 72.83.80.27
নাঃ , বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে অসুবিধে কেন হবে ? নাচ গান দেখতে শুনতে ও না। কিন্তু অনাবশ্যক ( এবং আন-অ্যাফোর্ডেবল) ও লোকদেখানো অত্যাড়ম্বরটা অস্বস্তিকর।
৮০ কোটি টাকার একটা বেলুন। টাকার ইউনিট এখন কোটিতে! শালা এক জীবনেই কত দেখলাম। লাখোপতিকে এক্সময় হাঁ করে তাকিয়ে দেখতাম; আজকাল ফ্ল্যাটের দাম দেখি 2c, 3c। আগে রোয়ান্ডা, ইথিওপিয়াকে দেখে নাক সিঁটকোতাম এখন সাউথ আফ্রিকাও লাথ মারছে। সুপার পাওয়ার শুধু মুখে বললেই হলো?
sinfaut | ০৪ অক্টোবর ২০১০ ০৯:১৮ | 117.194.200.55
স্মৃতি এখন শুধু লিঙ্কে ঝোলে।
aka | ০৪ অক্টোবর ২০১০ ০৯:১৬ | 24.42.203.194
হ্যাঁ পেয়েছি, ছাগলামো বললেও কম বলা হয়। এই বালের সরকার যাদের তাদের হয়ে চেঁচিয়ে লাভ কি? এরা না কোনদিন বুশ হবে না স্টালিন হবে, বেসিকালি ধোবি কা কুত্তা। কি বালের ইকনমিক্স পড়েছে কে জানে? এইভাবে সুপারপাওয়ার হওয়া যায় না। শুধুমাত্র এশিয়ান পলিটিক্সের জন্য আম্রিগা একটু তোল্লাই দিচ্ছে বলে, কি না কি ভাবতে শুরু করেছে। লং টার্ম প্ল্যানিংয়ে ইনকাম ইনকিউয়ালিটি না কমালে ঐ নাচাগানাই সার হবে।
a x | ০৪ অক্টোবর ২০১০ ০৯:১০ | 99.188.81.145
আগে লিংক দিয়েছিলাম তো আর্য। গুগল সার্চ কর - দলিত ফান্ড কমনওয়েলথ বলে।
aka | ০৪ অক্টোবর ২০১০ ০৯:০৬ | 24.42.203.194
এই খবরটা ডিটেলে পাওয়া যাবে? কমনওয়েল্থ গেমসের ৭৪৪ কোটি টাকা দলিত ফাণ্ড থেকে গেছে?
tatin | ০৪ অক্টোবর ২০১০ ০৯:০৫ | 70.177.55.6
বর্ণাঢ্য অনুষ্ঠান দেখতে অস্বস্তি হবে কেন? সিনিক নাকি?
a x | ০৪ অক্টোবর ২০১০ ০৮:৫৮ | 99.188.81.145
নাহ্, বাড়িতে যে ডেরাইভার, ঝি চাকর গুলো ছিল, যাদের ৮ মাস মাইনে দেয়নি, দু মাস আগে তাদের লেঠেল দিয়ে বাড়ি ঘর দোর লুঠ করেছে, বুড়ি পিসিকে বাড়ি থেকে বার করে, তার নামে যে জমি ছিল, জালিয়াতি করে সেটা হাত করে, দিদিমা-র গয়না চুরি করে বেচে, মেয়ের বিয়ে দিচ্ছে। তাও তো পুরোটা বললাম না।
ডিসগাস্টিং টু সে দা লিস্ট। কি করে এত সহজে ভুলে যাই আমরা? যে লোকটা এরকম নির্লজ্জের মত চুরি করেছে, কাগজে কাগজে বেরিয়েছে, সেই লোকটা ওখানে দাঁড়িয়ে। দলিত ফান্ডের ৭৪৪ কোটি টাকা সরিয়ে নিয়েছে এই খেলায় - এটা ইয়ার্কি? কোথাও কোনোরকমের কোনো বিচার নেই? আমাদের নিজেদের কোনো সেন্স অফ জাস্টিস নেই? বরঞ্চ সেগুলো নিয়ে বললে বিদ্রুপ?
kc | ০৪ অক্টোবর ২০১০ ০৮:৪৫ | 89.203.49.18
কালমাদি এক্স এয়ারফোর্স। পাইলট ছিলেন। ৭১এর যুদ্ধে নাকি প্রচুর বীরত্ব দেখিয়েছিলেন। তবে কালকে বক্তৃতাতেতো ছড়লেন। এক্স প্রেসিডেন্টের নাম বল্লেন আবুল কালাম আজাদ। শীলা দীক্ষিতের নাম নিতে গিয়ে বললেন মিঃ শীলা দীক্ষিত। তবে প্রোগ্রামটাতো ভালোই লাগল।
santanu | ০৪ অক্টোবর ২০১০ ০৮:২৯ | 82.112.6.2
হুম্ম্ম, মেয়ের বিয়েতে খাইয়েছে ভালই, তবে কি, মেয়ের দাদার কথা বলা খুব খারাপ, রুই মাছটা বড্ড পাকা ছিল, এতো আলো লাগিয়ে খরচা না করে, অন্য ভাবে সুন্দর করেও করা যেতো, শুনেছি তো শালাবাবু নাকি প্রচুর মেরেচে, ঐ টাকা থেকে একটু খরচ করলেই, জনাই এর মনোহরা টা খাওয়াতে পারত আর ওটা নাকি বিখ্যাত সানাই!!
pi | ০৪ অক্টোবর ২০১০ ০৭:৪১ | 72.83.80.27
অনুষ্ঠান টা দেখতে কেমন একটা অস্বস্তি হলো না? এভাবে টাকা না উড়িয়ে, পুড়িয়ে ভালো, সুন্দর অনুষ্ঠান করা যায় না ? যাই হোক, দেখে মনে হল, ইন্ডিয়ার সুপারপাওয়ারত্ব একেবারে কানায় কানায় উপচে পড়ছে। তা হবে হয়তো।
til | ০৪ অক্টোবর ২০১০ ০৩:৩৮ | 220.253.188.98
১১) শুধু মনে হচ্ছিল ওখানে যদি আজ ইন্দিরা গান্ধী থাকতেন। তাঁর অনুপস্থিতি বার বার মনে পড়ছিল। তেমন ব্যক্তিত্ব ঐখানে আর কই?
til | ০৪ অক্টোবর ২০১০ ০৩:৩৩ | 220.253.188.98
সারারাত জেগে ওপেনিং সেরিমনি দেখলাম। কিছু মন্তব্যঃ ১) সত্যিই তো বাঙলার ঢাকী চোখে পড়লো না। ২)রাষ্ট্রপতিজী র diction মন্দ নয়। তবে মনমোহনজীর বক্তৃতা 'এন্জায়" করলাম। ৩) কার কপালে কি লেখা থাকে; ভাবুন তো ওখানে প্রিন্সেস ডায়না হাজির! ৪) রহমানের গান এমনকিছু আহামরি লাগলো কই। ৫) কাল মাদীর বুকে অত মেডেল সেডেল কেন, এক্স এয়ার ফোর্স নাকি। ৬) সুভাষদা মিছিমিছিই গান্ধী ব্রিগেড, নেহরু ব্রিগেড নাম দিয়েছিলেন, ওঁর নামে কিছু একটা তো দেওয়া যেত। সাজেশনঃ কলকাতার নাম পালটে সুভাষগ্রাম দেয়া হোক। কোন বাঙালীরই আপত্তি থাকবে বলে মনে হয় না। আর গ্রামই তো বটে, গ্রামেই কেবল ফুটপাথ থাকে না! ৭) হুম, বলিউড অনুপস্থিত কেন, নাকী টাকায় পোষায়নি? তো এত এত কাট-মানির কিছু তো দেয়া যেত। ৮) তবু ভাগ্যি, শুধু আইটি আর দিল্লী দেখায়নি। সত্যিকারের ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন দেবার সততা প্রশংশনীয়। ৯) একটা মজার জিনিষ লক্ষ্য করলাম; সিকিউরিটি অথা কে যেন (সুট পরা) প্রিন্স থেকে পাটিল অবধি পিঠে আলতো করে ছুঁয়ে বসার জায়গা দেখাছিল। আমি কি ভুল দেখলাম? ১০) Jai Ho কি জয়হিন্দ কে রিপ্লেস করতে চলেছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন