এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১১ অক্টোবর ২০১০ ১০:০১ | 194.126.37.76
  • মাছের্চপখাইতেমঞ্চায়।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ০৯:৪০ | 125.20.3.146
  • আনন্দউৎসবে মজারুর প্রথম গেমটা কেউ ওপেন করতে পারচ? আরেকটা তো সেই আগেরটা। এবারে অনেক জায়গাতেই out of memory খাচ্ছে।
  • a x | ১১ অক্টোবর ২০১০ ০৯:৩১ | 99.188.81.145
  • গুর্চ বোঝেনা এ আবার কি! গুর্চন্ডালি তাই গুর্চ! কিন্তু গ্রাফিন পরল কি করে রাজা? পরতে পরতে?
  • a x | ১১ অক্টোবর ২০১০ ০৯:৩০ | 99.188.81.145
  • নেহাৎ মাছের চপ বানাতে ব্যস্ত তাই আর কিছু কইলাম না কেসিরে। ইন্দোভাইপো তুমি এক্‌দম কথা না শুনে পড়ে ফেল মাচিগুয়েঙ্গা আর তাসুরিঞ্চিদের।
  • til | ১১ অক্টোবর ২০১০ ০৯:২৮ | 210.193.178.129
  • একটা জোক , শেয়ার করার লোভ সামলাতে পারলাম ন।

    VICHITRA HAI KINTU SATYA HAI�

    BHAKT JANO

    Ek samay ki baat hai Lakshmi ji ka vahan Ullu
    unse ruth gaya aur bola...
    aapki sab puja karte hain par mujhe koi nahi puchta...

    Lakshmi ji boli "
    'ab se har saal meri puja se 10-15 din pehle tumhari puja hogi....

    Us din sab Ullu puje jayenge.

    Tabhi se Diwali ke pehle us din ko
    ..
    "

    KARVA CHAUTH
    ke naam se manaya jaata hai.....
  • aka | ১১ অক্টোবর ২০১০ ০৯:২৪ | 24.42.203.194
  • সবই তো বুইলাম , হোয়াট ইজ দিজ গুর্চ স্টাফ? হোয়াই অ্যান এক্সট্রা রেফ?
  • omg | ১১ অক্টোবর ২০১০ ০৩:০৩ | 151.141.84.194
  • অক্ষদাসুন্দরী যে কী কন! গুর্চ তে গ্রাফীন? হায় হায়! ও বস্তুর কাপড় পরেই তো রাজা পথে নেমে বিস্তর বাহবা কুড়ালেন আর শেষে তারে কচি এক টুনটুনি ছানা জিগালো রাজারে রাজা, তোর কাপড় কই?

    আর আমারে যদি মত দিতে কইতো আমি "আমার উন্মন বাদ্যকর" এর পক্ষে মত দিতাম। কিন্তু আ®Òফ্রড সায়েবের ট্যাহা, আমারে কেন মত জিগাইবে কন?

    পূজা ভালো কাটাইয়েন সকলে। শুভ তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী।
  • kd | ১১ অক্টোবর ২০১০ ০২:২৫ | 59.93.243.84
  • তোমাদের মধ্যে কেউ যদি পাড়ার পুজোয় কাগুজে গুরু'র ব্যানার/ফ্লেক্স লাগাবার ব্যবস্থা করতে পারো, আমায় জানাও। আমার কাছে কয়েকটা ফ্লেক্স পড়ে আছে, কলকাতার মধ্যে হলে একটা পৌঁছে দেবো।
    আমি আমাদের পাড়ায় হয়তো একটা লাগাতে পারবো।
  • omg | ১১ অক্টোবর ২০১০ ০১:১৭ | 151.141.84.114
  • ling !!!!! :-)
  • I | ১১ অক্টোবর ২০১০ ০১:১৬ | 14.96.194.203
  • অত লিং-মিং জানি না। আমি যা পড়ি টাহা খড়খড়ে সাদা কাগজে, রাতজাগা প্রিন্টারের হাতে গরম ছাপা । তার সঙ্গে চায়ের গন্ধ ফ্রি দিত্যাছে;কিন্তু কোনো লিং দেয় নাই।
  • kc | ১১ অক্টোবর ২০১০ ০০:৪২ | 89.203.49.18
  • লিং দ্যাও না কেনে?
  • I | ১১ অক্টোবর ২০১০ ০০:৩৬ | 14.96.194.203
  • আনন্দবাজারে শিবাজী বন্দ্যো দেখলাম খুব লিখেছেন ওয়ার অফ দা এন্ড অফ দা ওয়ার্ল্ড নিয়ে।
  • kc | ১১ অক্টোবর ২০১০ ০০:৩৪ | 89.203.49.18
  • ঐ অক্ষদি যেটা পড়েছেন সেইটা।
  • I | ১১ অক্টোবর ২০১০ ০০:১১ | 14.96.194.203
  • কেসি কী পড়েছেন?
  • kc | ১০ অক্টোবর ২০১০ ২৩:৪২ | 89.203.49.18
  • খুব ভাল লাগেনি।
    মাঝে মাঝে মনে হয় আশমানি কথার জন্য রাঘব বন্দ্যোপাধ্যায়কে দুবার নোবেল দেওয়া উচিত।
  • I | ১০ অক্টোবর ২০১০ ২৩:১৩ | 14.96.194.203
  • কেমন?
  • a x | ১০ অক্টোবর ২০১০ ২২:১৪ | 99.188.81.145
  • দ্য স্টোরিটেলার পড়েছি।
  • I | ১০ অক্টোবর ২০১০ ২১:৫৪ | 14.96.194.203
  • এবারের যারা পরিযায়ী শারদ -সংখ্যায় আমি ভিতালে-র একটা ইন্টারভিউ বেরিয়েছে।
    ভালো কথা, মারিও ভার্গাস লোসা পড়েছো কেউ?
  • Tim | ১০ অক্টোবর ২০১০ ২১:১৫ | 173.163.204.9
  • হ্যাঁ, কিরম আঁকা আঁকা ছবিগুলো, বাস্তব-অবাস্তবের মাঝামাঝি মনে হয়। মাসাই কমিউনিটির ছবিটাও ভালো লাগলো আমার।
  • I | ১০ অক্টোবর ২০১০ ২১:০২ | 14.96.194.203
  • আফ্রিকা ফোল্ডারে ঐ গাধায় করে মাছ নিয়ে যাওয়ার ছবিটা দেখেছো? আস্ত একটা গল্প।
  • Tim | ১০ অক্টোবর ২০১০ ২১:০১ | 173.163.204.9
  • এরে কয় শিল্পী। সত্যিই অসাধারণ আলোর কাজ।
  • a x | ১০ অক্টোবর ২০১০ ২০:৫৩ | 99.188.81.145
  • কি অসাধারণ! অদ্ভূত ভালো আলো'র ব্যবহার!
  • I | ১০ অক্টোবর ২০১০ ২০:৪৫ | 115.117.217.130
  • অ! এইবার বুঝিচি। যে, পিছিয়ে পড়তে হয়। নইলে পিছিয়ে পড়তে হয়।
    হ্যাঁ, জয়ন্তী আমি ডাগদার। তবে সত্যি-মিথ্যে জানি না। হলপ করে বলতে পারবুনি। মানুষেরি চিকিচ্ছে করি। তবে মাঝে-মধ্যে গরু-গাধা যে দেখি নাই .....
  • sn | ১০ অক্টোবর ২০১০ ২০:২৭ | 202.54.102.201
  • লাষ্ট মিনিটের শপিং করছে।
  • I | ১০ অক্টোবর ২০১০ ২০:২২ | 115.117.217.130
  • আপনেরা ক্ষি কেউ আমি ভিতালে-র ছবি দেখেসেন? আমি এখন দেখছি। গুগলে গিয়ে সার্চ মারেন ami vitale.
  • I | ১০ অক্টোবর ২০১০ ২০:১৪ | 115.117.217.130
  • জয়ন্তী আমারে পেন্নাম করে ক্যান?
  • kc | ১০ অক্টোবর ২০১০ ১৬:১৬ | 194.126.37.76
  • সব্বাই ঘাপটি মেরে আচে।
  • jayanti | ১০ অক্টোবর ২০১০ ১৫:৪৮ | 122.162.176.39
  • অর্পণ,লিংকের জন্য ধন্যবাদ।

    ইন্দোদাদা, আমার শতকোটি পেন্নাম নোট করেচেন আশা করি।

    ভাটিয়ালরা ক্ষী বিজি!!কেউ কিছুমিছু লিখচেই না কাল থেকে।আদ্দেক পাব্লিক কোলকেতা গিয়ে আত্মহারা-সে বুজলুম।আর আমার মতো যারা কোথ্‌থাও যায় নি তারা কি কর্চে?
  • pi | ১০ অক্টোবর ২০১০ ০৩:৫৭ | 72.83.80.27
  • পাওয়ারি কী ?
  • a x | ১০ অক্টোবর ২০১০ ০৩:০১ | 99.188.81.145
  • এই কাউ-বেল্টের কালচারাল হাগামনি আর সহ্য হয়না। বাচ্চাদের পাওয়ারি, মেখ্‌লা, কিচ্ছু পাওয়া যাবেনা। লেহেঙ্গা সার্চ দাও, কাতারে কাতারে আসবে!
  • til | ০৯ অক্টোবর ২০১০ ১৬:৪৬ | 220.253.185.165
  • নদীর পাড়ে বসেই আছি ক্লিক করে; খুললো না!
  • til | ০৯ অক্টোবর ২০১০ ১৫:২৬ | 220.253.185.165
  • ঠিকই বলেছে কিন্তু, যাই হোক।
    Two comments published in Canada's Globe and Mail newspaper's website best sum up the mood abroad. One of them says, "We should leave this toilet bowl and come home!" Another one goes, "Yikes...And these clowns have nukes!." TOI ৯/১০/১০
    ক্লাউনই বটে। দুটো কল সেন্টার একটা দেশের প্রগতির মাপকাটি নয়। চায়না? আমরা লক্ষ যোজন পিছিয়ে। সাইকেল রেসের সময় ঐ দেশটাকে তো দেখেছি, কলকাতারই এই অবস্থা , বীরভূম দেখালে? Incredible? সত্যি ই তাই।
  • jayanti | ০৯ অক্টোবর ২০১০ ১২:৪২ | 122.162.173.206
  • কার্তুজ,পশ্চিম দিল্লী,কীর্ত্তিনগর।

    গভীর উৎসাহ ও আনন্দ নিয়ে যাঁরা শারদীয়া দেশ ইঃ পড়তে চলেছেন,তাঁদের দুইখান কথা-

    ১-আবাপতে পুনশ্চ প্রফুল্লচন্দ্র-স্বাতী ভট্টাচার্য অবশ্য পড়বেন।

    ২-তথাকথিত বড় বড় লেখকদের লেখা পড়ে হতাশায় দেয়ালে মাথা ঠোকা,ভাঙচুর করা বা বইটি অসংখ্য ভাগ করার ইচ্ছা হওয়া সম্ভব।

    তখন মাথা ঠাণ্ডা করার জন্য শ্রাবণীর লেখা বাড়ীর দুর্গাপুজোর অসাধারণ বর্ণনা পড়ুন।একটা পুজো-বিষয়ক টইতে ছিল।একটু খুঁজে নিতে হবে,কিন্তু মন ভাল হবেই-গ্রাণ্টী।
  • M | ০৯ অক্টোবর ২০১০ ১২:১৫ | 59.93.217.203
  • অ ! বুঝলাম, পুরো টিউবলাইট হয়ে গেচি, ইসে ছিলাম ই।
  • M | ০৯ অক্টোবর ২০১০ ১১:৩৫ | 59.93.217.203
  • দিদিয়া.............. ভ্যাঁক

    কি হলো? আমি কেবল P সংখ্যা দ্যাখতে পাচ্চিনা নাকি?
  • kd | ০৯ অক্টোবর ২০১০ ১০:১৫ | 59.93.212.118
  • সুমেউর পোস্ট পড়ে যা বুঝলুম -
    পুজোয় অনেক লোক আসছে, প্রথমে সকলে বাগানে মিট করছে, কিন্তু (রেল অবরোধের কারণে?) পৌঁছতে পৌঁছতে রোব্বার(দশমী?)।
    ঃ)
  • sumeu | ০৯ অক্টোবর ২০১০ ০৭:২৭ | 117.194.98.21
  • P সংক্কাতে অনেক P
    শুরুটা বাগ দিয়ে।
    বাগে আনতে আনতে রোব্বর।
  • pi | ০৯ অক্টোবর ২০১০ ০৬:৫১ | 128.231.22.87
  • এবারের লেখাগুলো সব ম্যাজিক ইঙ্কে লেখা ! ঃ)
  • a x | ০৯ অক্টোবর ২০১০ ০৩:২১ | 143.111.22.23
  • এইযো ওহ্‌মাইগড, একটু গ্রাফিন নিয়ে লেখনা কেনে?
  • omg | ০৯ অক্টোবর ২০১০ ০১:২৭ | 151.141.84.194
  • গুরুচ প্যারাডক্স ঃ-)
  • omg | ০৯ অক্টোবর ২০১০ ০১:২৫ | 151.141.84.194
  • ডাইনামিক লিংকের আইডিয়া চমৎকার! একেকবার একেকরকম, এক্সপান্ডিং ইউনিভার্সের মতন বেড়ে বেড়ে যায়, আবার মাঝে মাঝে কিছু কিছু বস্তু স্রেফ নেই হয়ে যায়, ব্ল্যাক হোলে তলিয়ে যায় আরকি। আসলে তলায় না হারায় না থেকে যায় কোণে আনাচে কানচে। ভুস করে ভেসে ওঠে কিছুদিন বাদে। ঃ-)
  • Tim | ০৯ অক্টোবর ২০১০ ০১:২১ | 198.82.20.97
  • হটমল আবার শিকবে কি। সে তো অমনি অমনিই হয়।
  • aka | ০৯ অক্টোবর ২০১০ ০১:১৯ | 168.26.215.13
  • দেখছো নি গুরুরা ব্যস্ত, চণ্ডালেরা হটমল শিখতাসে, অমন হয়।
  • kc | ০৯ অক্টোবর ২০১০ ০১:১৩ | 89.203.49.18
  • আমি এই আধা ঘন্টা আগেই অপ্পনের লেখাটা পড়লাম উইথ সুমেরুর আঁকা একখান ছবি। কিন্তু এখন আর দেখিনা।
  • a x | ০৯ অক্টোবর ২০১০ ০১:১২ | 143.111.22.23
  • ইকিরে আমি দিন পাঁচেক আগে যেটি দেখলাম তাতে কি হুন্দর হুন্দর আঁকা ছবি ছিল হুমেরু আর হুতো'র। হেগুলো কই গেল?
  • Tim | ০৯ অক্টোবর ২০১০ ০১:০১ | 198.82.20.97
  • ডাইনামিক লিংক বানানো হয়েছে এবার। একেকজন একেকরকম দেখবে, একেকবার। এই চমকপ্রদ আইডিয়ার জন্য গুচ এবার শারদসম্মান পাবে।
  • a x | ০৯ অক্টোবর ২০১০ ০০:৫৬ | 143.111.22.23
  • তাসুরিঞ্চিইইইই মাচিগুয়েঙ্গাআআ
  • aka | ০৯ অক্টোবর ২০১০ ০০:৫৫ | 168.26.215.13
  • আমি P-সংখ্যায় ক্লিক করলে এক একবার এক একরকম জিনিষপত্তর দেখছি। যেমন কমরেড অপ্পনের লেখা দেখতেই পেলাম না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত