রাখসে তো টাইপো নয়, তবে থুইসে করলেন কেনে? টাইপো কিন্তু অহনো আসে। ওগুলান * মাইরা ঠিক কইর্যা ল্যান। আমরা সকলি বুঝসি। অসুবিধা হয় নাই।
jayanti | ০৬ অক্টোবর ২০১০ ১৭:০১ | 59.178.145.40
হায়,টাইপো,টাইপো।ডাইনে বাংলা দ্যাখন যয় না।
আবার চ্যাষ্ট করি।
পোলাপানগুলি যা মনে আসে তই লিখ্যা থুইসে।
পোচোন্ডো পোতিবাদ্সহ সকলের দিকে চক্ষু কটমট কইর্যা চাইয়া আছি।
শমীক,আমার পোলার ভাটে আসনের কোনৈ চান্স নাই, কারণ হ্যায় বাংলা লিখবার পারে না,তবে পড়তে পরে।
আই, আপ্নে কি সত্যি সত্যি রাগ কইরা আমাগো ছাইর্যা গ্যালেন গিয়া?আহা,এই দ্যাহেন পৃষ্ঠে হাত বুলইয়া দেই,চক্ষু মুছাইয়া দেই।রাগ কর্তে নাই পূজার আগে। ফির্যা অসেন তাড়াতাড়ি।
এতগুলি পোলা শমীক হইতে চায়।
ক্যান???????
de | ০৬ অক্টোবর ২০১০ ১৬:৫৫ | 59.163.30.4
পুজোর আগে শমীকের কপাল খুলে গ্যালো ঃ)) -- সবই মায়ের ইচ্ছা! সাড়ে পাঁচশো হত্যে কি আর বৃথা যায়!
ফেভি, আরো প্রচুর গপ্পো আছে -- পরে কখনো লিখবো আবার!
Arpan | ০৬ অক্টোবর ২০১০ ১৬:৩৪ | 204.138.240.254
সকলের দিকে চক্ষু মেইল্যা ক্যামনে তাকান যায়? যদি না যদি না আফনে ... ঃ P
jayanti | ০৬ অক্টোবর ২০১০ ১৬:৩১ | 59.178.145.40
পোলাপানগুলি যা মনে আসে তাই লিখ্যা রাখসে।
পোচোন্দো পোতিবদ সহ সকলের দিকে চক্ষু কত্মত কইরা তাকাইয়া আছি।
ষমীক, আমার পোলার ভাটে আসনের কোনৈ চানছ নাই। কারণ হ্যায় বাংলা লিখবার পারে ন,তবে পড়তে পারে।
আই, আপ্নে কি সত্যি সত্যি রাগ কইরা আমাগো ছাইরা গেলেন গিয়া?আহ, পুজার আগে অত রাগ কর্তে নই।পীলিজ, ফির্যা আসেন তাড়াতাড়ি।
অয়াতগুলি পোলাপান ষমীক হইতে চায় ক্যান?
Fevi | ০৬ অক্টোবর ২০১০ ১৫:৫৯ | 217.162.210.23
দে দি, ক্লউস এর আরো গল্পো থাকলে লিখুন।
de | ০৬ অক্টোবর ২০১০ ১৩:১০ | 59.163.30.4
অরিন্দম, ভারতবর্ষে কোথায় মাফিয়া-রাজ নেই? পলিটিক্স, শিক্ষা থেকে আরম্ভ করে সর্বত্র লবিইং এর রাজত্ব আছে - বিজ্ঞানসাধনার ক্ষেত্রই বা বাদ যাবে কেন?
আরেকটা গপ্পো আছে -- ফন ক্লিটজিং-কে নিয়ে। আমি সেদিন প্রথম এমপিআই-তে এসেছি। মেন ডোরটা রিভলভিং -- সেটা পেরিয়ে একটু গিয়ে লিফট লবি। ঢুকতে গিয়ে দেখা যায়। আমি যখন ঢুকছি, তখন লিফট-লবির দিকে তাকিয়ে দেখলাম লিফটটা খুল্লো আর একজন এলোমেলো চুলের সুন্দর বৃদ্ধ ভদ্রলোক ঢুকলেন। আমার সাথে বেশ ভারী ব্যাগ, খাতা-পত্তর সহ! সুতরাং বেশ ধীরে ধীরেই আসছিলাম, ভেবেছিলাম পরের বার যাবো। তা দেখলাম সেই ভদ্রলোক অনেকক্ষণ ধরে হাত দিয়ে লিফটের দরজা আটকে দাঁড়িয়ে রইলেন -- আমি যতক্ষণ না পৌঁছালাম। পরে জেনেছিলাম উনি ফন ক্লিটজিং! এরপরেও ওনার এইরকম স্বাভাবিক সৌজন্যবোধের বহু পরিচয় পেয়েছি বহু ক্ষেত্রে।
arindam | ০৬ অক্টোবর ২০১০ ১২:৩৬ | 202.56.207.56
জয় জয়ন্তী...
JAYANTI | ০৬ অক্টোবর ২০১০ ১২:৩৩ | 59.178.145.40
চিরকাল।
arindam | ০৬ অক্টোবর ২০১০ ১১:৫১ | 202.56.207.56
de গতকয়েকদিন ধরে সুভাষ মুখোপাধ্যায়ের কথা মনে পড়ছে। ভারতীয় বিজ্ঞানের মাফিয়ারা বিজ্ঞানের নামে আর কতদিন এইরকম করবে বলতে পারেন?
Samik Adi | ০৬ অক্টোবর ২০১০ ১১:৩৪ | 122.172.59.163
ব্রতীনবাবু, সবুজ দ্বীপের অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসুন। নতুন দিনের আলোয় সব কিছু নতুন করে বুঝতে শিখুন।
Bratin | ০৬ অক্টোবর ২০১০ ১১:২৮ | 122.248.182.16
তাই বুঝি সবুজ দ্বীপের রাজা মশাই?
Samik Adi | ০৬ অক্টোবর ২০১০ ১১:২৪ | 122.172.59.163
কৌশিকবাবু আপনি ভেটেরান ভাটুরে হয়েও এখনও আইপি দেখে সন্দেহপ্রকাশ করেন!! নিজের যোগ্যতাকে সম্মান করতে শিখুন।
দেবযানীদেবী আপনার নাম হোরেশিও হলেই ভালো হত। আপনার জানাবোঝার বাইরেও আরো আনেক কিছুই হয়
de | ০৬ অক্টোবর ২০১০ ১১:০৫ | 59.163.30.4
কেসি, চ্যাতনের কিছু নাই! আমি সাধারণ মানুষের আর মিডিয়ার মাতামাতির কথাই বল্লাম -- আমরা আমাদের ইনস্টিট্যুটে তো অবশ্যই নিজেদের মতো করে স্মরণ করেছি তাঁকে --
আরেকটা টই খুলে কি হবে? কিস্যুই না!
de | ০৬ অক্টোবর ২০১০ ১১:০০ | 59.163.30.4
আন্দ্রে গাইম এবারে ফিজিক্সের নোবেল পেলেন -- সিঙ্গল গ্রাফীন শিটের আবিষ্কর্তা! আমার মেয়ে আর ওনার মেয়ে বন্ধু ছিলো, পার্কে অনেকদিন একসাথে খেলছে, পাশাপাশি দাঁড়িয়ে গার্জেন হিসাবে কথা বলেছি অনেকদিন -- আমি বহুদিন পর্য্যন্ত জানতম না যে উনিই আন্দ্রে গাইম!!
এখন মনে পড়লে কেমন একটা লাগে।
kc | ০৬ অক্টোবর ২০১০ ১০:৫৬ | 194.126.37.76
সবকিছুই কি সংবাদপত্র করবে? আর আমরা শুধুই সমালোচনা? নিজেরা কি করেছি? প্রফুল্লচন্দ্রকে নিয়ে একটা টইও কি নিজেরা খুলেছি? খুলিনি, কারণ নিজেদেরই জানা নাই কি লিখব সেখানে, একটু পড়াশুনো করা ঐ লোকগুলোকে নিয়ে? তাও করবনা, কারণ আমরা পিডিএফ ছাড়া কিছু পড়িনা। আমাদের মতন লোকগুলোই ওই সংবাদপত্রগুলোতে কাজ করে, তাই বিস্মরণের দায় আমাদেরই।
দেদি, চেইত্যা যাইয়েন না আবার!
saikat | ০৬ অক্টোবর ২০১০ ১০:৪৮ | 202.54.74.119
কালকে আজকালে ছিল, আজকে আবাপে আছে।
de | ০৬ অক্টোবর ২০১০ ১০:৪৮ | 59.163.30.4
কেসি, হেইডা বুজসি-- আমি তো ডামি শমীকগণ আর নতুন শমীকের (জয়ন্তীর পোলা) কথা কইলাম -- শমীক ঘোষণা কল্লো কিনা যে ও আলাদা!
de | ০৬ অক্টোবর ২০১০ ১০:৪৫ | 59.163.30.4
কাল TOI ছাড়া আর কোন সংবাদপত্রে সুভাষ মুখার্জীর নামটুকু অব্দি দেখলাম না -- হায়রে আমাদের বিস্মরণ!
রবিঠাকুরের ১৫০-তম মাতামাতির কিয়দংশ যদি আচার্য্য প্রফুল্লচন্দ্রের জন্য থাকতো --তাঁরও তো এটাই বোধহয় ১৫০-তম জন্মবছর!
শমীক শমীক করে গাঁয় শমীক গেছে কোথায় হায় সাতটা লোকে গান গায় শমীকরে তুই ঘরে আয়
Samik Adi | ০৬ অক্টোবর ২০১০ ১০:১৯ | 122.172.59.163
মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কেউ বিভ্রান্ত হবেন না। আমার উপর বিশ্বাস রাখুন।
kc | ০৬ অক্টোবর ২০১০ ০৯:৫৮ | 194.126.37.76
শমীক কিন্তু 'বেথে' হতে চায়নি।
aka | ০৬ অক্টোবর ২০১০ ০৯:৪৯ | 24.42.203.194
দাদা, আমিও শমীক হতে চেয়েছিলাম।
Lama | ০৬ অক্টোবর ২০১০ ০৯:৪৮ | 203.99.212.54
শমীকগিরিতে আমিও কারো থেকে কম যাই না। হাম কিসিসে কম শমীক নেহি।
omega | ০৬ অক্টোবর ২০১০ ০৭:৩৫ | 151.141.84.194
কিন্তু প্যাট্রিক স্টেপটো? তাঁর কী হলো? আর কানুপ্রিয়া, তার কী হলো?
Samik | ০৬ অক্টোবর ২০১০ ০৬:২৯ | 80.239.243.108
হায় হায়, এ কী অশৈরণ কথা পড়লাম সক্কাল সক্কাল উঠে। আমার ভাঙা প্রেম ভোগে গেল। শমীক নাকি জয়ন্তীর ছেল্যা!
যাউক গিয়া, দুয়ারে প্রস্তুত ক্যাব, আমি যাই।
a x | ০৬ অক্টোবর ২০১০ ০৪:১১ | 143.111.22.23
সুভাষ মুখার্জি আত্মহত্যা করলেন আর ১০ মিলিয়ান সুইডিশ ক্রোনার ঘরে আনলেন রবার্ট এডওয়ার্ডস্।
pi | ০৬ অক্টোবর ২০১০ ০০:৫১ | 128.231.22.87
ইন্দোদা যে কী বলে ! চিরটাকাল ই তো জেনে এলুম আই মানে অক্ষ।
Tim | ০৬ অক্টোবর ২০১০ ০০:৩৩ | 198.82.28.87
ক্ষ না থাগলে আর হলো কি? সেই শেক্ষপীর থেকে সক্ষল বড়ো বড়ো লোকের নামে ক্ষ আছে।
I | ০৬ অক্টোবর ২০১০ ০০:৩০ | 14.96.136.162
কেসিদা এই যে আমার কথায় পাত্তা দ্যান না, আম্রিগাবাসী ও ঝাঁকড়াচুলওয়ালা নই বইল্যা, নামের মইধ্যে "ক্ষ' অক্ষর নাই বইল্যা এই যে কথার কুনো মূইল্য নাই, এই যে ভাটের মইধ্যে সকলের সম্মুখে অপমান হইল, হেয়া আর চউক্ষে দ্যাহা যায় না; হের লিগা অশ্রুসজল চউক্ষে আমি ভাটপাড়া ছাড়িয়া শান্তিপুরে চললাম।
আমারে আর কেহ ফির্যা ডাইক্যেন না।
Tim | ০৬ অক্টোবর ২০১০ ০০:১১ | 198.82.28.87
থাপ্পড়*
Tim | ০৬ অক্টোবর ২০১০ ০০:১০ | 198.82.28.87
থপ্পর মারার চে এটা ভালো। না দেখার ভান কল্লেই হলো!
I | ০৬ অক্টোবর ২০১০ ০০:০৮ | 14.96.136.162
বোঝো ! ইদিকে টিভিতে কইল, নাকি থাপ্পড় মেরেছে।
I | ০৬ অক্টোবর ২০১০ ০০:০৫ | 14.96.136.162
আম্মো জানি। টিউবের দুদিকের চামড়া বাচ্চাদের গাল টানার মত করে টানলে ঢুকে যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন