এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Suvajit | ০২ অক্টোবর ২০১০ ২২:৪৮ | 59.177.203.16
  • M দি এই রোগটা আমার বউ-এরও আছেঃ-) যত লোকের থুতু ফেলা, নাক খোঁটা, নখ খাওয়া সব ওর চোখে পড়ে। দেখবেও আবার ঘেন্নায় নাক সিঁটকাবে। কখনো কখনো তো মার্কেটে এসব কান্ড দেখলে সরাসরি জনতার মুখের ওপর বলে দিয়েছে, আপ থুকদান সাথ মে লেকে চলা কিজিয়ে ঃ-)
  • M | ০২ অক্টোবর ২০১০ ২২:৩১ | 59.93.209.25
  • উঃ আমার কি একটা হয়েছে, আমি যেদিকেতে চাই কেবল দেখি সবাই থুতু ফেলছে, যেমন অটোতে বসে আছি, অটো সাঁ করে বাসের বাঁ দিক দিয়েই কাটিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমি ডান দিকে ঝুলন্ত, হঠাৎ ফ্যাচাৎ, এক খাবলা। ওয়াক! আবার আর একটা অটো পাস দিয়ে বেরিয়ে যাচ্ছে সামনে কোনো প্যাসেঞ্জার নাই, তো শ্রীমান মাথা বার করে ছ্যাকৎ।রাস্তায় চলতে চলতে বয়স নির্বিশেষে ..... উরি বাবারে, আমি বুঝতে পাচ্ছিনা এটা এমন ই ঘটতো আমি দেখতাম না নাকি এখন প্রচন্ড ঘটছে, সব সময় ই আমায় প্রায় ট্যান করে কেস টা বেরিয়ে যাচ্ছে আর আমি একটুর জন্য বেঁচে যাচ্ছি আর আরো সিঁটিয়ে যাচ্ছি।

    আর এই হালার অটো ওয়ালা এরা ক্যান যে অটো চালায় কে zআনে, সবার ই ফর্মুলা ওয়ান চালানোর কথা, আবার সামনে একশো মিটারের মধ্যে তেমন খুব একটা গাড়ী দেখতে না পেলে দিব্যি হাত ছেড়ে বসে থাকে, আমি কয়েকবার বলে ব্যপক বকা খেয়েচি। আর একটা উৎপাত হলো মুন্ডুর পিছনে বক্সটা থাকে আর সেটা গাঁক গাঁক করে চলে, বললেও থামায় না।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ২১:২৬ | 112.133.206.20
  • নায়ার পূর্ববঙ্গীয়? বউ হতে পারে হয়ত! (সে তো গুরুর অনেকেরই)

    হ্যাঁ, আমি বিডির।
  • Snehanshu | ০২ অক্টোবর ২০১০ ২১:১৯ | 70.120.173.167
  • Dinesh nair এর বৌ বোধ কোরি পুর্বো বঙ্গিয়ো।।btw Arpan কি BD school ?
  • Snehanshu | ০২ অক্টোবর ২০১০ ২১:১৪ | 70.120.173.167
  • Til,makemytrip is a pretty good online travel site,আমি নিজে অনেক বার বুক কোরেছি
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ২০:১৮ | 122.252.231.12
  • টোলগে রবিনের জুটিটা জমবে। তবে টোলগের আর পেনাল্টি মারা উচিত না।

    এইবার কলকাতা লিগটা তুলতে হবে। গত তিনবছর ওটা হাতে আসেনি।
  • kc | ০২ অক্টোবর ২০১০ ২০:১৫ | 89.203.49.18
  • ফালতু খেলা হল।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ২০:০১ | 112.133.206.20
  • ঈশ্বর ইহাদের ভারসাম্য দিও। ইহারা প্রকৃতিস্থ নাই। না থাকারই কথা। কী বলিতেছে ইহারা নিজেও জানে না।
  • nyara | ০২ অক্টোবর ২০১০ ১৮:৫৪ | 122.167.170.92
  • বাছা অর্পণ, রেফারিকে কত খাইয়েছ বাবা?
  • til | ০২ অক্টোবর ২০১০ ১৭:১০ | 220.253.188.98
  • অর্পণবাবু ও কেসি বাবু,
    অনেক অনেক ধন্যবাদ।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৭:০২ | 112.133.206.20
  • দেশমাতৃকা। বটেই তো।

    এদের উদ্দেশ্য করেই তো কবি লিখেছিলেন

    রেখেছ ঘটি করে মানুষ করনি।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:৫৮ | 122.252.231.12
  • রিলায়েবল।

    কেসির ভাইগ্যে আজ কুটনো কোটা থেকে বাসন মাজা রাজ্য ও কেন্দ্রের সমস্ত কাজ এসে জুটুক।
  • pipi | ০২ অক্টোবর ২০১০ ১৬:৫৫ | 92.225.7.11
  • কেসি,

    একটু উল্টে ফেললেন। ওটা - "বাঙাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু' আসলে তিন দশক ধরে বাড়িতে উড়ে-বাঙালের যুদ্ধ দেখতে দেখতে আর এই প্রবচনটি শুনতে শুনতে এমন সিজনড হয়ে গেছি যে এখন স্বপ্নে অক্ষরগুলো অবধি এসে নাচানাচি করে দেখতে পাইঃ-)
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৬:৪৪ | 89.203.49.18
  • তাতো বটেই। দেশমাতৃকা। সে যাই হোক, আজকের খেলা নিয়ে টেনশন আছে। আরবিট বার খেয়ে বেট লাগিয়ে বসেছি একজনের সঙ্গে, যে হারবে সে নিজে রান্না করে অন্যজনকে চর্ব্য-চোষ্য-লেহ্য-পেয় খাওয়াবে।
    তিলবাবু, রিলায়েবল।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:৩৭ | 122.252.231.12
  • সে ভালো। জন্তুরা জঙ্গলে সুন্দর। আর কারা যেন মাতৃক্রোড়ে?
  • til | ০২ অক্টোবর ২০১০ ১৬:৩৬ | 220.253.188.98
  • ওদের আবার জাতীয় খাবার!
    ছোঃ।
    টিপিক্যাল রেসিপি।
    cut the vegetables etc.
    add water
    boil for 30 mins.
    take out, drain the water.
    serve with salt and pepper
    !
    ---
    makemytrip কি রিলায়েবল?
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৬:২৪ | 89.203.49.18
  • ''উড়েরা মানুষ নয়, বা_ _ _ রা জন্তু,
    লাফ দিয়ে গাছে ওঠে, ন্যাজ নাই কিন্তু।""

    প্রাচীন বাংলা প্রবাদ।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:২০ | 112.133.206.20
  • চোপরাও!
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:২০ | 122.252.231.12
  • হ্যাঁ, তবে ব্রিটিশ মানে ওখানকার কোন অভিবাসী বাংলাদেশি।
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৬:১৯ | 89.203.49.18
  • অপ্পন শরীল ঠিকঠাক? দুব্বল লাগলে আজকে ম্যাচ দেখোনা কিন্তু।
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৬:১৭ | 89.203.49.18
  • বিটিডব্ল্যু, ঐ চিকেন টিক্কা ডিশটাতে ব্রিটিশরা নাকি প্যাটেন্ট (আজ্জোকে মনে রেখে) নিয়েছে! এরম একটা বাওয়াল হয়েছিল না? বছর কয়েক আগে?
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:১৫ | 112.133.206.20
  • হ্যা, আজও টাইব্রেকার অব্দি নিয়ে যাবার ধান্দা।
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৬:১৩ | 89.203.49.18
  • ফেডকাপ নিয়ে এত কথার কোনও দরকারই নেই। ওটাতে 'মোবার'ই মৌরসিপাট্টা।
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:১২ | 122.252.231.12
  • তিলুবাবু, চার্চিলের বংশধরেরা আজ তাদের জাতীয় খাবার ফেলে চিকেন টিক্কা আর পিলাউ রাইস খায়। সেইটাই সবচেয়ে ভালো প্রতিশোধ হল না?
  • Arpan | ০২ অক্টোবর ২০১০ ১৬:১০ | 122.252.231.12
  • ২৪ ঘন্টা। আমি বুধবার থেকে সাবস্ক্রাইব কল্লাম।

    তোমার কোন অপারেটর?
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৬:০৯ | 89.203.49.18
  • তা কেন?
    ভাটপাড়া খালি। আম্রিকানগুলো ঘুম থেকে ওঠেনি। দেশের গুলো দিবানিদ্রায়। অজিরা ঘুনু কত্তে যাওয়ার আগে এদিক ওদিক দেখে যাচ্ছে।
  • til | ০২ অক্টোবর ২০১০ ১৫:৫৩ | 220.253.188.98
  • ধ্যুস , চেনা নাম না হলে কেউ ফিরেও তাকায় না!
  • nyara | ০২ অক্টোবর ২০১০ ১৫:২৬ | 122.167.170.92
  • ট্যামারিন্ডল্যান্ডে ২৪ ঘন্টা আসে না। অন্ততঃ আমাদের। ও অর্পণ, ব্যাঙ্গালুরুতে কোন চ্যানেল?
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৪:৩১ | 89.203.49.18
  • অ। বিকেল পাঁচটায়। ২৪ ঘন্টায় লাইভ দেখাবে।
  • nyara | ০২ অক্টোবর ২০১০ ১৪:২৯ | 122.167.170.92
  • বাঙাল-ঘটি। ইবে-মোবা।
  • kc | ০২ অক্টোবর ২০১০ ১৪:২৪ | 89.203.49.18
  • বাঘের খেলা মানে কী?
  • nyara | ০২ অক্টোবর ২০১০ ১৪:০৯ | 122.167.170.92
  • বাঘের খেলা কোন চ্যানেলে কটার সময় থেকে দেখা যাবে?
  • til | ০২ অক্টোবর ২০১০ ১০:২৭ | 220.253.188.98
  • এক জন চার্চিলের জীবনী লিখেছে, ঐ হুমদো মুখোটা নাকি বলেছিল বেয়াল্লিশের মন্বন্তর নিয়ে, Bengalis multiply like rabbits এই ধরণের কিছু। অথচ সেই কমনওয়েলথ নিয়ে আমাদের লেজ নাড়ানোর এখনও শেষ নেই।
  • arindam | ০২ অক্টোবর ২০১০ ০৯:৪৮ | 59.93.198.86
  • দেশ- শেষ কথা- "জঙ্গি ছত্র আন্দোলনের পথে মুক্তি নেই'- অসীম চট্টোপাধ্যায়
    যাক এতদিনে বুঝলেন সেইকথা...অবশ্য তার আগে অনেকগুলো প্রাণ নিয়ে নিলেন...
  • Samik | ০২ অক্টোবর ২০১০ ০৯:১৭ | 122.162.75.57
  • ৬ তারিখ বিকেল ৬টা থেকে ৮টা।
  • til | ০২ অক্টোবর ২০১০ ০৮:২৫ | 220.253.188.98
  • কলি-ভাটের কি ডিসেম্বরে কোন fixture আছে? আর প্রান্তিক ভাটারুরা কি মেঝেতে বসে সেই ভাটের টিভি দেখতে পারে?
  • a | ০২ অক্টোবর ২০১০ ০৬:১৯ | 59.93.254.237
  • হূম
  • a x | ০২ অক্টোবর ২০১০ ০২:০২ | 143.111.22.23
  • ধুর!
  • amit | ০২ অক্টোবর ২০১০ ০১:২৫ | 128.103.93.209
  • ওটা কি ক্রোশাঁ নাকি ক্রোয়াসঁ?
  • kd | ০২ অক্টোবর ২০১০ ০০:০৫ | 59.93.242.172
  • ৬ই অক্টোবর সন্ধেবেলা যে কলি-ভাট হবে, তার কী হ'লো?

    কে আছো জোয়ান, হও আগুয়ান ইত্যাদি।
  • Arpan | ০১ অক্টোবর ২০১০ ২৩:৪১ | 112.133.206.20
  • আমি ভুবনেশ্বরের মত পাতিস্য পাতি জায়গায় ২০০৩ না ০৪-এই খেয়েছি।
  • kd | ০১ অক্টোবর ২০১০ ২৩:৩৮ | 59.93.242.172
  • আবাপ লিখেছে ক্রয়াসঁ এই আত্মপ্রকাশ করলো কলকাতায়! আমি তো অনেকদিন ধরেই পাচ্ছি Sugarr and Spiceএ (at least দু'বছর)। এছাড়া ক্যালকাটা ক্লাব'এর বেকারিও অনেক ধরেই রাখছে (দারুণ বানায়)। এই ক'দিন আগে পাড়ার mongini থেকেও তো নিয়ে এলো। এগুলো তো কমন জায়গা, আবাপ এগুলোর খবর রাখে না, আশ্চর্য্য!
  • Arpan | ০১ অক্টোবর ২০১০ ২৩:০১ | 112.133.206.20
  • ব্র্যাডম্যানকে ছাড়া কোন টিম হবে না।
  • Arpan | ০১ অক্টোবর ২০১০ ২২:৫৮ | 122.252.231.12
  • আক্রমকে নেওয়া হয়েছে রিভার্স স্যুইংয়ের জন্য।
  • Arpan | ০১ অক্টোবর ২০১০ ২২:৫৭ | 122.252.231.12
  • আক্রম তো থাকবেই। কিন্তু মার্শাল? সর্বকালের সেরা ফাস্ট বোলার। তাকে ছাড়া টিম হয়ই না।

    লিলি ভালো, তবে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেটদের কাছে কিছু নয়।
  • aka | ০১ অক্টোবর ২০১০ ২২:৫৭ | 168.26.215.13
  • বলেইছি আক্রম ছাড়া টিম বানানো অসম্ভব।
  • aka | ০১ অক্টোবর ২০১০ ২২:৫৪ | 168.26.215.13
  • আক্রম ছাড়া কেউ টিম বানিয়েছে কি? যাস্ট জানার ইচ্ছে। আমার মনে হয় আক্রম সবার টিমে থাকবে।
  • Arpan | ০১ অক্টোবর ২০১০ ২২:৪৯ | 112.133.206.20
  • রডনি মার্শ তো অস্ট্রেলিয়ার বেস্ট ইলেভেনেই আসেনি। কিরমানিও আসেনি ইন্ডিয়ার টিমে।

    ভিক্টর ট্রাম্পারকে নিয়ে এত হইচই হয়, কিন্তু গড় মোটে ৩৯! এখন আর পাল্টানোর চান্স নেই, না হলে আমার ফেবারিট গ্রিনিজকে রাখতাম। অথবা ডান হাতি-বাঁ হাতি কম্বো করতে চাইলে ব্যারি রিচার্ডস।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত