এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৫ | 124.124.86.102
  • মেট্রো দিব্য চলছে, আমি এই জানলা দিয়ে গাড়ী আসতে যেতে দেখলাম। লাঞ্চে যাওয়া ও আসার পথে রোজের মতই একাধিক স্কুল বাস দেখলাম, ছুটিটুটি নেই। আমাদের অফিসে কেউ বাড়ী যেতেও বলেনা, আদ্ধেকের মত দিল্লীর বাসিন্দা তবুও। শুধু আমাদের গ্রুপের চির ফাঁকিবাজ অ্যাটেনডেন্ট ব্যাগ ট্যাগ তুলে (মাসের অর্ধেক দিনই তাই করে অন্য কোনো বাহানায়) "গড়বড় হো সকতা হ্যয় না, রায় নিকলেগা" বলে কাটল!
    অফিস চত্বরে সবাই কাজেকম্মে ব্যস্ত, কোথাও কোনো হেলদোল নেই।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৭ | 122.252.231.10
  • আর দুর্দিনের কী আছে, অ্যাঁ?

    উৎসবে ব্যসনে দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে এমন পরম মিত্র আর কে আছে?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৬:০২ | 122.252.231.10
  • সবই ঠাকুরের কৃপা। মনে হচ্ছে কাল অফিসেও যেতে হবে। ঃ-(
  • jayanti | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫১ | 59.178.155.147
  • দেশের এই দুর্দিনে এরা ইসের চিন্তায় আকুল!!!!!!

    অর্পনের জ্বর কি সেরে গ্যালো ইসের নাম শুনে?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৭ | 122.252.231.10
  • তাই কন, বাড়ন্ত। ঃ-)
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩৮ | 124.247.203.12
  • আরে, না,না, একেবারে নেই তা কখনো হয়? এট্টু কম আছ।
    ঠাকুরের কৃপায় ভালাভালো লুরুতে পৌছালে ঠিকই রাস্তা থেকে তুলে নোবো।

    নইলে পাড়ার সমবয়সী ছেলে ছোগরা বন্ধুরা ক্ষি অ্যাতো ই অক্ষম ?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩১ | 122.252.231.10
  • কাল খোলা থাকলে কিনে রাখব? শনিবার দিয়ে আসব।
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৭ | 124.247.203.12
  • ফ্যাকটরিতে কাজ করি, মিডল ওব নো হোয়্যার, শহর থেকে ৩৫ কিমি দূরে। বাড়ী পৌঁছাতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টা।

    কাল গাড়ী চালিয়ে (বন্ধু চালাবে আমি পাশে বসে ঝিমোবো)লুরু যাওয়ার কথা য্যামনটি পোতি হপ্তায় যেচ্ছি।

    এক আতংকে মগজ নীল হয়ে উঠছে। ঘরে এক ফোঁটা ইসে নেই,আর আজ নিরাপত্তার খাতিরে কাল সুরক্ষার জন্য আর পশ্‌শু জাতির জনকের জন্য যদি,যদি,যদি.... সব দোকান বন্ধো থাকে ?

    ভাবা যায় ?
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৩ | 121.242.177.19
  • প্যানিক! প্যানিক!! এবং গু-জব। বর্ডার নাকি সীল করে দিয়েছে।

    মেট্রোতে কিছু টেকনিকাল ফল্ট এসেছিল, তাই কিছুক্ষণ থেমেছিল, আর কোনও বর্ডারই সীল্‌ড হয় নি।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৪ | 121.242.177.19
  • আমাদের দোকানেও সবাইকে চলে যেতে বলা হচ্ছে, ভার্বালি। কোনও ইমেল কমিউনিকেশন নয়।

    মেয়েদের অলরেডি চলে যেতে বলা হয়েছে। মেয়েরা বেরিয়ে পড়েছে।

    ক্ষী আতংক!!
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪৮ | 121.242.177.19
  • দিল্লি মেট্রো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিকশনারি মেজার।
  • r.h | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:৩২ | 203.99.212.54
  • আহ। ঐজন্যেই কবি বলেছেন ইচ্ছা থাকলে উপায় হয়।
    আর ঐজন্যেই আমি সদাসর্বদা কবিদের কাছ থেকেই স্বাস্থ্যবিষয়ক বিধান নিই।

    সাহেবদের জয় হোক। মানে সেতো হবেই আরকি।
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৯ | 124.247.203.12
  • হুতো
    বিধান একটা আছে।
    আইরীশ কফি = ব্ল্যাক কফি+হুইষ্কি,
    আর চায়ের লিকার+হুইষ্কি তো সাহেবরা খুব খান। যুদ্ধের সময় বিটিশদের এটা ফেবারিট ড্রিং ছ্যালো।

    সাহেবরা খেলে আর শাস্ত্র ক্ষি বলবে ?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:২০ | 122.252.231.10
  • এখানেও ব্লক্‌ড। গত দু'দিন ধরে সকালে উঠে আসতে পারবো না এই মেসেজটা তিনচাজ্জন বসকে জানানোর ছিল। সবাইকে আলাদা আলাদা করে পাঅঠাতে হল।

    দুঃখের অবধি নাই।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৯ | 160.103.2.224
  • ও হরি ! তাহলে তো প্রথম প্রশ্নেই আটকে যাবে। ঃ-)
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৮ | 124.247.203.12
  • বাবুরনামায় নেই। সে তো সবাই জানে। ওটা একটা নিতান্ত পাতলা বই। নেটেই পাওয়া যায়।

    পারসীয়ান..বুক.অর্গ - বা ঐ জাতীয় ক্ষি একটা সাইটে গিয়ে আমি হদ্দাম পত্তাম। চাচনামা,অকবরনামা, ফিরিস্তার কিতাবটি, সব পাওয়া যায়।

    অ্যাখন আর সাইটের নাম মনে পচ্ছে না।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৭ | 122.252.231.10
  • ঠিক আছে স্যার।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৭ | 121.242.177.19
  • এখানে তো সমস্ত বাল্ক এসেমেস ব্লক্‌ড। এক সপ্তাহ ধরে সকাল সকাল ব্যাঙ্ক ব্যালান্সের এসেমেসও পাচ্ছি না ঃ-(
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৫ | 121.242.177.19
  • রাম জন্মেছিল কিনা, সে প্রশ্ন আদালতে উঠলে আগুন জ্বলে যেত নির্ঘাৎ। ওটাকে ইয়েস ধরে নিয়েই এগোতে হচ্ছে।

    সেতুসমুদ্রম বিবাদের সময়ে "রাম একটি কাল্পনিক চরিত্র' বলার ফলে কী কী হয়েছিল, মনে আছে তো?
  • samran | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৫ | 117.194.98.2
  • শমীক ট্যাগলাইন পড়লে? সকাল থেকে গন্ডায় গন্ডায় এসএমএস আসছে ওই লাইন লিখে, যে পাঠাচ্ছে সে আবার যত বেশি লোককে সম্ভব মেসেজটা ফরোয়ার্ড করতে বলছে।
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৪ | 124.247.203.12
  • অপ্পন
    ভদকার তলানিটুকু রুম টেম্পারেচার জলে গুলে ঢুক করে গিলে ফ্যালো। এট্টু ঘুমিয়ে নাও। ঘুম থেকে উঠে খুব অন্যমনষ্ক ভাবে একটা সিগ্রেট খাও। আর মনে মনে দুটো কবিতা লেখো।
    ব্যাস! সব জ্বর জ্বারি ফসসা।

    এই উইকেন্ডে বাড়ী থাকলে তোমার মোবাইলটা চালু রেখো। আমার কম্পিউটারে ন্যাড়া সাহেবের কল বিগড়ে গ্যাছে, আর ল্যাপীতে তো ওসবের বালাই ই নেই। কতকগুলান প্রশ্ন আছে।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৩ | 160.103.2.224
  • আমি যদ্দুর জানি বাবুরনামায় এর কোনো উল্লেখ নেই, আর ঐ পিরিয়ডের রেলেভ্যান্ট পেজেস আর মিসিং। ঃ-))
    কন্টেম্পোরারি 'তারিখ-ই-বাবরি' তে ল্যাখা আছে যে বাবুরের ট্রুপস প্রচুর মন্দির ডেসট্রয় করেছিল 'চান্দেরি' অঞ্চলে।
  • Arijit | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৩ | 61.95.144.122
  • কোর্ট কি বলবে - http://www.hindustantimes.com/images/HTPopups/300910/30_09_10_what.html

    মজাটা হল প্রথম পয়েন্টের আগের পয়েন্টটা মিসিং - রাম আদৌ জন্মেছিলো কিনা।
  • Kartuj | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১০ | 125.20.3.146
  • *জ্বইল্যা
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:১০ | 122.252.231.10
  • ৯২-এর রেস্পেক্টে বললাম আর কী!
  • Kartuj | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৯ | 125.20.3.146
  • আমাদের মত বাজে দোকান আর হয় না, জ্যোতিদাদু মোলো তখন ছুটি দিলো, যদিও আমরা না জেনে এসে পড়েছিলাম, আজকে নিদেনপক্ষে ৩ টেয় ছুটি দিলে কি ক্ষেতি হত? যত্তসব। পুজোর সময় একদিন ছুটি চেইচি, তা অ্যাপ্রুভ করেও কমেন্ট, কাস্টমার ফেসিং কাজ থাকলে ক্যানসেল করতেই হবে। জেবন জইল্যা গেল।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৮ | 121.242.177.19
  • স্টোইক, হ্যাঁ।

    দীপ্তেন্দা থাকলে একখান কথা জিগাবার ছিল। আজ হেইচটিতে পড়লাম, বাবুরনামায় কোথাও নাকি এই মসজিদ বানাবার ব্যাপারে কিছু লেখা নেই।

    সত্যি?
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৭ | 121.242.177.19
  • সেদিনকে কোথায় যেন একটা চমৎকার ট্যাগলাইন পড়লাম ঃ

    There is Ali in Diwali, there is Ram in Ramzan
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৭ | 160.103.2.224
  • প্লিজ কারেক্ট মি ইফ আয়্যাম রং।
    এলাহাবাদ হাই কোর্টের রায় তো বেসিক্যালি বলবে হোয়েদার দ্যাট পিস অব ল্যান্ড ইন অযোধ্যা বিলংস টু হিন্দুস অর মুসলিমস? মানে অরিজিন্যালি ওখানে হিন্দু মন্দির ছিল কিনা। তাই তো?
    আর্কিওলজিক্যাল এভিডেন্স তো তাই বলে বলে পড়েছি। অবশ্য একখান জৈন মন্দিরের গপ্পো ও আছে, তাই না?
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৬ | 121.242.177.19
  • কুড়ি কী হে? ষাট বছর!

    আইবিএম নয়ডা গুরগাঁও অফিস ছুটি ঘোষণা করে দিল। এইচসিএল, মনস্টারও বন্ধ করে দিল।

    অথচ, রাস্তায় জাস্ট কিচ্ছু অস্বাভাবিক দেখলাম না। কোনও বাড়তি পুলিশ নেই, মিলিটারি নেই, গাজিপুরের রাস্তায় সেই গরু-মোষ-ট্রাক-গাড়ি আর আমার মোটোরসাইকেলে জড়াজড়ি কেস।

    সবই প্রিকশনারি মেজার। এমনিতে কোনো টেনশন নেই।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৫ | 122.252.231.10
  • ডিডিদা, ঘরে রাম রহিম কিস্যু নাই। আছে ভদকার তলানি। কিছু অইবো?
  • r.h | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৩ | 203.99.212.54
  • এরেই কয় ধর্মসঙ্কট।
    গরমজলে হুইস্কি যেমন ব্রম্ভহত্যার সামিল, তেম্নি, আশৈশবের হুইস্কি ত্যাজে অকস্মাৎ রামভোজনা করবো- আমি কি এমনি পাপিষ্ঠ?

    হা হতোস্মি। বরং দেখি যদি এই দ্বিধাদ্বন্দ্বের দোলাচল বিষয়ে একটা পদ্য লেখা যায়।
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৮ | 124.247.203.12
  • হুইস্কি দিয়ে অমন ভালুক জ্বর তিনচাদ্দিনে সারানো মুশকিল। হুইষ্কি বরব জলেই মানায়। উবুথুবু হয়ে বসে,কম্বল মুড়ি দিয়ে,ঠগঠগ করে কাঁপতে কাঁপতে, দাঁতে ঠোকাঠুকি.... ঠান্ডা ওষুধ কাজে দেবে না। আর গরম জল দিয়ে হুইষ্কি আমি প্রানে ধরে প্রেসকাইব কর্বো না।

    ঐ যে কয়েইছিলাম, সত্যের পথ থেকে আমি বিচ্যুত হই না।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৫ | 112.133.206.18
  • সবাইকে থ্যাংকু। ইতিমধ্যে অনেকটা সুস্থ বোধ করছি।

    এদিকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে দেখলাম ঊর্ধশ্বাসে লোক বাড়ির পথে দৌড়চ্ছে। যেন ত্রস্ত পক্ষিকুল। বাস, কার, টু-হুইলার, অটো সব মিলে এক নাভিশ্বাস অবস্থা।

    বাড়ির সামনে হুডি মোড়ে পুলিশ মোতায়েন।

    আর ক'ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে কুড়ি বছরের পুরনো সেই জিন আবার বোতল ফুঁড়ে বেরোবে কিনা।
  • r.h | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৫৪ | 203.99.212.54
  • আমাদের আবার মেল এসেছে, কালকে যথারীতি বাণিজ্যদিবস, ছুটিছাটার আশ রেখোনি।
  • d | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৮ | 115.117.192.202
  • আমাদের আজ হাপছুটি দিল। বেলা দুটো থেকে ছুটি। জেঃ শিঃর ছানাদের বাড়ী পাঠিয়ে আর সেঃ শিঃর ছানাদের আসতে মানাটানা করে আমি আর ঘন্টাখানেকের মধ্যেই বেরিয়ে যাব। কালও মনে হয় আসতে হবে না।
    ক্ষি আনন্দ!!
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৭ | 121.242.177.19
  • আজ আবার ড্রাই ডে। রাম নিয়ে রায়দান হবে। তাই আজ রাম খাওয়া যাবে না।
  • r.h | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৪৩ | 203.99.212.54
  • আমারো জ্বর। কিন্তু আমি যে কলিকাতায় থাকি।
    অবাচীর্ন ছেলে ছোকরা এস আওয়াজ দিয়ে যাচ্ছে কিও এমন ভাল্লুকের মতন বসে আছো কেন।
    রিদয়হীন ছেলেছোকরা।

    তো, বলি কি, হুইস্কি দিয়ে এমতি একটা প্রেস্ক্রিপশন পাওয়া যায় না? আমার যে আবার রামে অরুচি।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩৩ | 160.103.2.224
  • কমরেড অপ্পনের শীঘ্র আরোগ্য কামনা করি।
  • dd | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৬ | 124.247.203.12
  • লুরুর ক্লাইমেট যেমন ই উপাদেয় তেম্নি অস্বাস্থ্যকর। সদ্দি,কাশি,গলা ব্যাথা লেগেই থাকে। তার সাথে ঐ অপ্পন মার্কা ভাইরাল ফীবর। পোচুর জ্বর,গা হাত পায়ে বেদনা। তিনচাদ্দিন থাকে। থাকবেই।

    খুব ছোঁয়াচে। কোনো প্রিভেন্টিভ মেডিসিন নেই।

    জ্বর লাগলে খালি রাম গরম জল দিয়ে এট্টু নেবু চিপে ঘন ঘন খেলে তিনচাদ্দিনে সেরে যায় এটা ঠিক।
  • kc | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৬ | 194.126.37.76
  • যাচ্চলে!! লুরুতেও জ্বরটর হয়? আমি তো ভেবেছিনু সে এক সগ্গের মতুন জায়গা, যেখানে ইলিশ মাছ আর ডলার পাশাপাশি থাকে 'হাসিখুসি' নামের বোনদের মতন। গরমকালে গরম নেই, প্যাচপেচে বর্ষা নেই, ইত্যাদি......

    এই মঃএর খোঁচাতেই কমরেড অপ্পন সুস্থ হয়ে উঠবেন, গ্র্যান্টি।
  • jayanti | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১২:০৯ | 59.178.139.171
  • খাবেন।

    তারাতাড়ি ভাল হয়ে উথুন।
  • jayanti | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৯ | 59.178.139.171
  • অর্পন,

    ডাক্তারের ওষুধের সথে প্রচুর জল ও স্যুপ খেও/খবেন।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৮ | 122.252.231.10
  • এই বেরোচ্ছি। মেয়েকে তৈরি করতে হবে একটু। আমাকে একা ছাড়বে না।
  • a x | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪২ | 99.188.81.145
  • জ্বর হলে আমার বেশ ভালো লাগে, বেশ একটা ঘোরের মধ্যে। অনেক কাল একটা ভালো মত জ্বর হয়না।
  • samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪১ | 122.162.75.234
  • ইমিডিয়েটলি ডাক্তার দেখাও। ল্যাপটপ বন্ধ করো।
  • pi | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩২ | 128.231.22.87
  • এতো প্রচুর জ্বর !
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:২১ | 122.252.231.10
  • পর্শু রাত থেকে হয়েছে। কাল ওঠার শক্তি ছিল না। মাথা, গলা, কোমর, সব জয়েন্টে ব্যথা। আজ একটু পরে বেরোচ্ছি ডাক্তারের কাছে। এখন একটু ভালো লাগছে। মানে ব্যথা-ট্যথাগুলো বিদায় নিয়েছে। কিন্তু থার্মোমিটার দেখাচ্ছে আড়াই!
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:১২ | 122.162.75.234
  • অর্পণ, সে আবার কী? এখনো ডাক্তার দেখাও নি?
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৯:১১ | 122.162.75.234
  • ছিল তো! ঘুমচোখে আর সানগ্লাস কে খোঁজে। সন্ধ্যেবেলায় প্লেন ধরেছিলাম, সে বোধ হয় ব্যাগের ভেতর ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত