পূর্ণিমার চাঁদ। আকাশে তার এত সাঙ্ঘাতিক ঔঙ্কÄল্য আর এত বিশাল তার সাইজ, আমি খালি চোখে চাঁদের দিকে তাকাতেই পারছিলাম না।
অন্য পাশ ফিরে ঘুমোলাম।
pi | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৮ | 128.231.22.87
ধুর ! উড়তে উড়তে, ছুটতে ছুটতে দেখা আর বসে বসে দেখা কখনো এক হয় !
Bratin | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৬ | 122.248.182.16
বাবরী র রায় বেরোবো তাই আজকে আমাদের অফিস ৭ - ২ টো ঃ-((
til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪২ | 210.193.178.129
আলো ঝিক মিক শহর তো আমার বাড়ীর জানালা দিয়েই দেখি রোজই, দেখিই না! প্লেনে aisle আমার পছন্দ একটু হাতপা ছড়ানো জায়।
pi | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৫:৩৬ | 128.231.22.87
আরে ! রাত্তিরেই তো মজা। বাস-ট্রেন হোক, কি প্লেন হোক ! এক্কেবারে কুচকুচে অমাবস্যা না হলে। তাও, সেখানেও ঐ আলোঝিকমিকে শহর বা স্টেশন দেখার মজা তো আছেই। আর ফেভি দেখছি বেজায় বাজে লোক। আমার দেখছি ভাগ্যি ভালো, যে সব ভাল ভাল লোকজন সহযাত্রী হয়েছেন। এনারা শুধু কুচো ক্যানো, ধাড়িদের ও জানলা ছেড়ে দেন, হাসিমুখে। আহা, এনারা এখনো পৃথিবীতে আছেন বলেই এই যাত্রাগুলো এত সুন্দর হয় ঃ) কেউ কেউ অবশ্য নিজের গরজেও ছাড়েন। যেমন,মধুমেহ থাকলে প্যাসেজের পাশে বসলেই বেটার। কনভিনিয়েন্ট। ঃ)
Fevi | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০৩:২৪ | 217.162.223.2
ফ্লাইটে বাচ্চা! ঠিক বাচ্চা না, একটু ধেড়ে গুলো হেব্বি জ্বালায়। জুত করে বসার পরেই হয় কেবিন ক্রু নাহয় বাচ্চার মা হাজির। বাছা খুব বায়না করছে, আমি যদি জানালার ধার টা ছেড়ে অন্য কোথাও বসি। আমার সাত বছরের আকাশ জীবনে মাত্র তিন বার জানালার ধারে বসতে পেরেছি। সেগুলো রাত্তিরে।
til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০২:৫৪ | 220.253.188.98
@ sda, জয়েন্ট এ¾ট্রান্স ও লটারী? তাই নাকি, কালে কালে কি হলো!
a x | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০১:০৭ | 99.188.81.145
আমি এয়ার ইন্ডিয়া তে কদাপি চড়বনা। একবারই যথেষ্ট। এমিরেটস্ আমার বেশ ভালো লেগেছিল। থাই'ও ঠিকঠাক। কিন্তু থাই আর সিঙ্গাপুর এদের দুটোরই লম্বা লে'ওভার থাকে। ১৪-১৮ ঘন্টা মত! শহর বেড়াতে চাইলে ভালো, নইলে বোর।
amit | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০০:২২ | 128.103.93.209
টিম,
হে হে! ইল্লিগ্যাল না লিগ্যাল!! ধন্যযোগ!
ন্যাড়া, ধন্যবাদ। ইয়ে মানে কোন লিংক পাওয়া গেলে দিও তো। আপাতত এতেই কাজ চলে যাবে।
pi | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫ | 128.231.22.87
আমার আবার লুফথন্সা পচা লেগেছিল এবং এয়ার ইন্ডিয়া বেশ ভালো।
nyara | ৩০ সেপ্টেম্বর ২০১০ ০০:০৬ | 122.167.170.92
টাকা প্রসঙ্গে, দেশ থেকে নিয়ে যাবার কোন সীমা আছে কিনা জানিনা। ইমিগ্রেশন ফর্মে কিছু লিখতে হয়েছে বলে মনে হয়না।
অ্যামেরিকাতে ঢোকার সময়ে ১০০০০ ডলারের বেশি মানিটারি ইনস্ট্রুমেন্ট থাকলে ডিক্লেয়ার করতে হবে, একটা ফর্ম ফিলাপ করতে হবে।
বাচ্চাদের নিয়ে আসার প্রশ্নটাও কমন পড়েছিল, কিন্তু অনেকে লিখে ফেলেছে বলে পাস দিয়ে দিলাম।
বাই দা ওয়ে, এবার আমার এমিরেটসের অভিজ্ঞতা বেশ খারাপ। সিঙ্গাপুর বলে বলে গোল দেবে। আমি সুযোগ থাকলে এমিরেটস অ্যাভয়েড করব ঠিক করেছি। ওদের খালি একটাই ভালো, স্যান ফ্র্যান্সিসকো আর কেউ এত অল্প সময়ে পৌঁছে দেয় না।
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৫ | 99.227.241.164
*অনিবার্য
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৫ | 99.227.241.164
@kc
আমাদের আসলে টিকিট ছিল লুফত্হানসার কিন্তু কিছু অনিবার কারন বশতঃ এয়ার ইণ্ডিয়ার টিকিট নিতে হয়েছে।
@অক্ষদি
ক্যারিয়ারও সঙ্গে রাখছি। এখন দেখা যাক কি হয়।
যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সাহায্যের জন্য।
Tim | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩০ | 198.82.20.50
আরে আম্মো সিরিয়াসলি বললাম। তুমি বলো নাই লিগালি না ইল্লিগালি। ঃ-) লিগালি (এবং ডিক্লেয়ার না করে) মনে হয় দশ হাজার না এমনি কি একটা ফিগার ছিলো। কাস্টমস এর ফর্মে দেখেছিলাম মনে হচ্ছে।
sinfaut | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৫ | 117.194.193.197
যদি এমন হয় এয়ার ইন্ডিয়া স্ট্রোলার দেয় না, তাহলে ঐ বুকে পিঠে বা কাঁখে ঝোলানোর স্লিং বা ক্যারিয়ার কিনতে/জোগাড় করতে পারেন। বিয়র্ন (bjorn)'র পাওয়া যায়, কিন্তু বেশ দাম - ওয়ালমার্টে অনেক সময় কমদামী ব্র্যান্ডের খুব সস্তায় ক্যারিয়ার (৫ ডলারের মধ্যে) সেলে পাওয়া যায় - ওরকম দেখতে পারেন। ইনফ্যাক্ট বুকে পিঠে ঝুললে, দুই হাতও খালি থাকে।
Tim | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:২৭ | 198.82.20.50
ডলারের ম্যাক্সিমাম লিমিট? আড়াই বিলিয়ন। ওনলি।
kc | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:২৫ | 89.203.49.18
এয়ার ইন্ডিয়াতে স্ট্রোলার আর ব্যাসিনেট পাওয়া পুরো লাকের ব্যাপার। এরপর থেকে এমিরেটসে টরন্টো-দুবাই-কলকাতা রুটটা ধরবেন, অনেক আরামের জার্নি।
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:১৭ | 99.227.241.164
@অক্ষদি,
ঐ সামনের সিটটাই নেবার চেষ্টা করছি। আরো টিপ্স আসুক।
a x | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:১১ | 99.188.81.145
সিকিউরিটি*
a x | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:০৯ | 99.188.81.145
আহ্ জ্ঞান দিতে যা ভালো লাগেনা! আরো বলি তাইলে? seatguru.com এই সাইটে গিয়ে আপনার ফ্লাইট নাম্বার দিয়ে দেখুন কোন সিটে জায়গা সবচেয়ে ভালো। সামনের দিকের বাল্কহেড সিট অব্ভিয়াসলি সবচেয়ে ভালো, কিন্তু কোনো কারণে সেগুলো না পেলে বা আগাম বুক করতে না পারলে নেক্সট অ্যাভেলেবেল কি আছে জেনে রাখা ভালো। আর একটা জিনিস এটা আমি করিনি, কিন্তু যারা করেছে তাদের কাছে শুনেছি ৯৯% চান্স এটা কাজে দেবার। ধরে নিচ্ছি বেবি অন ল্যাপ যাবে, মানে বাবা মা-র কোলে দুই বাচ্চা। যখন সিট বুক করবেন, এমন ভাবে করবেন যাতে দুটো সিট মাঝের সিটটা স্কিপ করে, মানে ABC সিট যদি হয়, আপনি ও আপনার পার্টনার A আর C বুক করুন। দুই বাচ্চা কোলে বাবা মা-র মাঝের সিটটা প্রাণে ধরে এয়ারলাইন্স কাউকে দিতে পারবেনা। আপনারা একটা সিট ফাঁকা পাবেন। তবে, আমার নিজের অভিজ্ঞতায়, ওরা এটা এমনই করে দেয় নিজে থেকে।
জল না নিতে দিতে পারে, তাই খালি বোতল রাখবেন, সিকিউরিটু পার হয়ে গেলে জলের জায়গা থেকে জল ভরে নেবেন। আর স্ট্রোলারের ব্যপারে খুব অ্যাডামন্টলি বলবেন গেট চেক করতে চান, সব জায়গায় দেয়, এরা দেবেনা কেন ইত্যাদি।
ডিসপোসেবল বেবি চেঞ্জিং প্যাড কিনবেন বেশ কিছু (সস্তায় পাওয়া যায়, একসাথে ৬টা) - যদি কোনো কারণে চেঞ্জিং টেবল না পাওয়া যায়।
amit | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২২:০৭ | 128.103.93.209
গুরু জনতা, আমার এক পরিচিত পাবলিক দিন ১৫ এর জন্য আমেরিকা আসছে, তা সে জানতে চায় কত ডলার অব্দি নিয়ে আসা যায় (কাস্টমস এ ডিক্লেয়ার না করে), মানে মাক্সিমাম লিমিট কত? আমি কিছু ব্লগ বা ইয়াহু আন্সারে পাচ্ছি কিছু তথ্য, কিন্তু কিরকম ঠেকছে। এটা জানার কোন অফিসিয়াল লিংক আছে কি? মানে কোন এমব্যাসি বা এয়ারলাইন্স এর কোন সাইট এ পাওয়া যাবে?
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৯ | 99.227.241.164
@অনন্যা
এহ্ এই ভয়টাই পাচ্ছিলাম যে স্ট্রলার দেবে না। ব্যাসিনেটের কথা বলা আছে, তাও বলে দিয়েছে যে ওটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে দেবে।
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৩ | 99.227.241.164
@ax
হ্যাঁ, ফ্লাইট কিঞ্চিত লম্বা বটেক - টরন্টো-লণ্ডন-দিল্লি-কলকাতা। এটা একটা ভালো কথা বলেছো। দুজনের একজন ভয়ংকর রকমের দুরন্ত আর একটা মিচকে। তাই পাগল হওয়ার আর করার সমূহ সম্ভবনা।
আর কিছু? btw আপনি-টা কাটিয়ে দিলে ভালো হয়।
ananya | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৫১ | 199.133.19.254
আমি আমার ১১ মাসের ছেলে কে নিয়ে এই বছর এ দেশে (কোলকাতা) গেছিলাম। Air India এর প্লেন। যাওয়ার সময় দিল্লী তে স্ট্রোলার দেয়নি। চাইলে বললো ওটা নাকি অন্য মাল পত্র এর সাথে কোলকাতা তে দেবে। কিন্তু ফেরার সময় দিল্লী তে দিয়েছিলো। আমি প্লেন এ যা যা করেছিলামঃ
ব্যাসিনেট নিয়েছিলাম। যেটা খুব কাজে দিয়েছিলো। প্লেন এ উঠে ই সামনে ম্যাগাজিন র্যাক এ কয়েকটা dieper, wipes, feeding bottle রেখে দিয়েছিলাম। যাতে বারবার উঠতে না হয়। আমার ছেলে তখন formula খেতো। ready to eat formula এর ছোটো ছোটো bottle নিয়েছিলাম। বারবার বানানোর ঝামেলা নেই। খেলনা বা বই খুব কাজে দেয়। বাচ্ছা এর যাবতীয় খাবার আর জল dieper bag এ নিয়ে ছিলাম। একমাত্র dieper bag এর জল আপনি airport security দিয়ে নিয়ে যেতে পারেন। হাতে জল এর বোতল নিয়ে রেডি ছিলাম, প্লেন রান ওয়ে দিয়ে দৌড়োনো শুরু করা মাত্র ছেলে কে জল খাইয়েছিলাম। কোনো অসুবিধা হয়নি।
আমার ট্রিপ খুব peaceful ছিলো।
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৪৫ | 99.227.241.164
এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। কি করবে জানি না। এর আগে এক বন্ধুকে প্লেন-এ তুলতে গিয়ে দেখেছি চেক-ইন কাউন্টারের পাশে একটা জায়গা রেখেছে fragile goods, স্ট্রলার এ সবের জন্য। তই বুঝতে পারছি না প্লেনের দরজা পর্য্যন্ত নিতে দেবে কি না। আর এটা টুইন স্ট্রলার বলে সাইজ বড়। তার জন্য কোনো সমস্যা হবে কি না বুঝতে পারছি না।
আর কোনো টিপ্স?
a x | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৪ | 99.188.81.145
আর যা যা জানতে চাননি, তাও একটু বলি - লম্বা ফ্লাইট মনে হচ্ছে - বাচ্চাদের দরকারী জিনিস তো নিশ্চয়ই জানেন, কিন্তু ওরা যাতে নিজে পাগল এবং আপনাদের ও সহযাত্রীদের পাগল না করে দেয়, তারজন্য কিছু খেলনা রাখুন যা ওদের আগে দেখাবেন না - নতুন খেলনা। আওয়াজ হয়, কিন্তু আওয়াজের ভল্যুম লো করা যায় এমন খেলনাও কাজে দেয়।
Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৩ | 122.252.231.10
বেশির ভাগ সময়েই খন্ডবিখন্ড হয়ে আসে। ছ্যাঁচড়া এয়ারলাইন্স হলে পয়সা দেবে না। ভালো হলে দেবে। আমাদের নতুন কিনে দিয়েছিল পুরনোটা নিয়ে গিয়ে।
a x | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:৩০ | 99.188.81.145
স্ট্রোলার আকা যা বলল এখানে তাই, দেশে জানিনা - এখানে ঠিক প্লেনের দরজার মুখে যেখানে হুইলচেয়ার জমা দিতে হয়, সেখানেই স্ট্রোলার দিয়ে দিলে ওরা কার্গোতে ঢুকিয়ে নেয় আর বেরোবার সময় ওখানে বার করে রাখে বা তখনি এনে দেয়। আলাদা ট্যাগ লাগাতে ভুলবেন না স্ট্রোলারে।
a x | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:২৮ | 99.188.81.145
zzz, পরের প্রশ্নটার উত্তর দিতে পারব। এয়ার প্রেশার চেঞ্জ করে আমাদের যেমন লাগে কানে, ওদেরও তাই হয়, প্লাস ওদের ব্যাথাও হয়। এর জন্য যেটা করলে সুবিধে হবে তা হল জল বা দুধ বোতলে করে ওদের সাক করতে দেওয়া। ঠিক তক্কে তক্কে থাকবেন আর সময় স্পেসিং করবেন এমন ভাবে যে ঐ টেক অফ বা ল্যান্ডিং এর সময়ই ওদের দুধ খাওয়ানোর সময়।
aka | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:২৫ | 168.26.215.13
খানকতক z কমন পড়েছে তাই উত্তর দিয়ে দিই।
এক, স্ট্রলার সবসময়েই আপনাদের সাথে থাকবে। প্লেনে ঢোকার ঠিক আগের মুহূর্তে নিয়ে নেবে আবার প্লেন থামলে দরজা দিয়ে বেরলেই দিয়ে দেবে।
দুই, কানের ব্যাথা হতেও পারে নাও পারে। বোতলের অভ্যেস থাকলে জল বা দুধ খাওয়ান। কান্নাকাটি করলেই জল বা দুধ। প্যাসিফায়ার থাকলে তাতেও কাজ হয়।
Zzzz | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২১:১১ | 99.227.241.164
সমস্ত গুরু এবং চন্ডালগনের কাছে কিছু টিপ্স চাই।
সামনের মাসে আমার দুই আট মাসের ছানাকে নিয়ে দেশে যাচ্ছি। দিল্লিতে এয়ারপোর্টে রাত কাটিয়ে সকালে কলকাতার ফ্লাইট। আমার প্রশ্ন দিল্লিতে কি বাচ্ছাদের স্ট্রলারটা দেবে না ওটা একেবারে কলকাতায় পাওয়া যাবে? এর আগে লণ্ডনে হল্ট আছে কিন্তু বেশীক্ষণের নয় বলে ওটা নিয়ে চিন্তিত না।
আর একটা প্রশ্ন। শুনেছি টেক অফ্ আর ল্যান্ডিংএর সময় বাচ্ছারা খুবই কান্নাকাটি করে কানের যন্ত্রনায়। এটা জন্য কোনো উপায়?
আগাম ধন্যবাদ সবাইকে।
amit | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২০:৪৮ | 128.103.93.209
ইঞ্জিনীয়ারিং পড়ার (টাকা দিয়ে হলেও) কত্ত সুবিধে, তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায়, তারপরেই চাকরি, বেতন ইত্যাদি।
sda | ২৯ সেপ্টেম্বর ২০১০ ২০:৩৬ | 117.194.198.73
শুধু ইনজিনিয়ারিং নয় , সব স্ট্রিমেই আজকাল পয়সা দিয়ে , যাকে বলে ম্যানেজমেন্ট কোটা , পড়া যায়। আসল হল পাস করে বেরিয়ে কি হচ্ছে সেটা। কনসেপ্ট থাকলে দাঁড়িয়ে যাবে , না থাকলে কোনরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে । আমার ব্যক্তিগত মত , জয়েন্ট এ¾ট্রান্স সিস্টেম টাও একটু উন্নত শ্রেণীর লটারী ছড়া কিছুই নয়।
Ananya | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৫ | 199.133.17.136
দেশে এ থাকার আর সরকারী চাকরী করার মজা ই আলাদা। শুধু ছেলে মেয়ে এর জন্মের এর সময় নয়, তারপর ও ছুটি পাওয়া যায়। আর এই পোড়া দেশে এ সরকারি চাকরী তে কোনো maternity leave ই নেই। সন্তান এর জন্মের আগে প্রানপনে ছুটি জমাও, আর দুধের বাচ্ছা কে daycare দিয়ে অফিস যাও। আজব দেশে এর আজব কাহিনি।
til | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৫ | 220.253.188.98
sda অস্বীকার করিনা আপনার বক্তব্য। এই কদিন আগেই ঐ রকম একটি কলেজ থেকে গ্রাজুয়েশনের পর সিধা PhD করতে এসেছে একটি ছেলে উইথ স্কলারশিপ , আমার বন্ধু তার গাইড। আমার বক্তব্য অন্যখানে- have money, become engineer এর সম্বন্ধে। তাছাড়া এখানে তো দেখি , সব ভাল ছাত্ররা(৯০+) যায় law অথবা dentistry পড়তে, কারণ তাতে পয়সা বেশী। ইঞ্জিনীয়ারিং কিন্তু ৫৫-৬০ এ ও পাওয়া যায়।
sda | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৬ | 117.194.197.3
@til ঐ তেঁতুলতলা ইন্সটিটিউট অফ টেকনলজির মত কোন এক কলেজে পড়েই আমার চেনা একজন MIT Media Lab এ রিসার্চ করে এখন। কলেজটির নাম বলছি না , ওখানে এই বছর 11 হাজার জয়েন্ট র্যাংক থেকে ভর্তি শুরু হয়েছে। সরকারী পয়সায় পড়তে হলে তাকে হয়তো ৩-৪ বার জয়েন্ট দিতে হত। আই আই টি বা এন আই টি তে ব্যাচেলর ডিগ্রিতেও প্রায় প্রাইভেট কলেজের সমানই টাকা দিতে হয়। অতএব, আপনার মন্তব্যটি মানতে পারলাম না।
de | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৭ | 59.163.30.2
সোসিত জীবনে ভাট নাই ঃ((
saikat | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৮ | 202.54.74.119
আমাকে আজ কেউ কথা বলতে বোল না। গলাটা খারাপ আছে।
kc | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩২ | 194.126.37.76
হা-আ-আ-আ-আ-উ-উ-উ-উ।
Samik | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৬:২১ | 121.242.177.19
আমি হাই তুলতে ব্যস্ত।
jayanti | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৩ | 59.178.150.123
লামা মিটিং কচ্ছেন,তো বাকিরা চুপ করে গেলেন ক্যানো?
Lama | ২৯ সেপ্টেম্বর ২০১০ ১৫:০০ | 203.99.212.53
গুরুগম্ভীর মিটিং চলতে আছে। টেলিফোনিক। দুটো থেকে ছটা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন