এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৮ | 198.82.16.243
  • আমি সম্মোহন শেখার অনেক চেষ্টা করেছিলাম। শেষে হতাশ হয়ে অন্যান্য সুপারহিরো হয়ে যেতে হলো।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৮ | 168.26.215.13
  • আমার মাসির বাড়িতে ছিল অরণ্যদেব, ম্যানড্রেক আর কিছু ফ্ল্যাশ গর্ডন ইত্যাদি। আমি মাঝে মাঝে নিয়ে এসে আর ফেরত দেবার নাম করতাম না। তারপর মাসতুতো দাদারা এসে নিয়ে যেত।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৬ | 198.82.16.243
  • অক্ষদা গান্ডু নিয়ে ক্রমশ অবসেস্‌ড হয়ে পচ্ছে। ঃ-)
    আরে মিটিনের চেয়ারগুলো দিয়েও তো আট লেখা থাকতো।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৬ | 128.231.22.87
  • গাণ্ডু ছেলেটা তো ঐ ম্যাডলি বাঙালী তেও ছিলো না ? নাম যেন কী ?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৫ | 198.82.16.243
  • আরে হ্যাঁ ঐটা তো বানিয়ে বল্লাম। আমার এক বন্ধুর বাড়িতে গোবদা বাঁধানো ম্যানড্রেক সমগ্র ছিলো। একটা করে নতুন গল্প বেরোলেই ছুঁচসুতো নিয়ে বসে পড়তো।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৪ | 128.231.22.87
  • আবহমান দেখেছে কেউ ? ইউ টিউবে যেটা আছে, তার সাউন্ডটা জালি।
    ঋতুপর্ণর দোসর , খেলা এগুলোর বেশ কিছু অংশ ও আমার এই অনুরণন, অন্তহীন মার্কা লেগেছিল।
    তবে, অন্তহীনের গান আর নায়িকা , এদুটো ই বেশ।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৩ | 168.26.215.13
  • যারা আটের সদস্য তাদের জামার বোতামে আট লেখা থাকত।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩৩ | 143.111.22.23
  • গান্ডু পরিচালককে আমার বেশ পছন্দ হইসে। ফেসবুকে ঘুরে দেখলাম।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩২ | 168.26.215.13
  • না না আটের গপ্পোটা সিরিজের ছিল। সব গপ্পেই আট তার নিজের কোন একটা সেন্টার ধ্বংস করে দিত। যেখান থেকে কথা বেরোচ্ছে দেখা যেত সেটা একটা স্পিকার। তারপরেই বুম করে একটা বিস্ফোরণ। ম্যানড্রেক মাইন্ড রিড করে দেখত আসল জেনারাল কে কেউই দেখে নি এইসব।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩২ | 143.111.22.23
  • না ঝাল ছিলনা, চেয়ে চেয়ে ঝাল তেল আর ঝাল সস নিয়ে মেশালাম তো!
    শেফ লি কি ম্যাড লি'র কেউ হয়?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৩০ | 198.82.16.243
  • না সেটা নিয়েই তো গল্প। মুখোসটা খুলবে খুলবে, এমন সময় গোখরো এসে সব ভন্ডুল করে দিলো।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২৯ | 168.26.215.13
  • হ্যাঁ সেই আটের জেনারাল কে ছিল সেটাকি জানা গেছে কোন গপ্পে?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২৯ | 198.82.16.243
  • ঃ-))))
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২৭ | 198.82.16.243
  • দাবাং ফাবাং কি? কে বানিয়েছে?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২৬ | 198.82.16.243
  • শেফ লি? মার্শালার্ট জানে?
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২৬ | 128.231.22.87
  • সবচে অসহ্য ছিল অঞ্জন দত্তর রোলখানা।
    এর থেকে দাবাং ফাবাং দেখাও ভালো। অন্তত খোরাক তো পাওয়া যায়। দেখতে দেখতে গা পিত্তি জ্বলে না।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২৩ | 168.26.215.13
  • আমাদের এখানে শেফ লির একটা চাইনিজ রেস্টোরেন্ট আছে। সেখানে কুং পাও পর্ক বানায়। আস্ত আস্ত লাল লংকা এক প্লেটে অন্তর্ত গোটা পনের। কিছু ছেঁড়া কিছু আস্ত। ঝাল না লাগলে আস্ত লংকা চিবিয়ে নিলেই হল। দিব্যি খেতে।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২১ | 198.82.16.243
  • মামু খালি ফুকো দেখে। আর সাড়ে আট। অবশ্য আট নিয়েও একটা কেস ছিলো, সেইটা আরো পুরোনো। ম্যানড্রেকের গপ্পে আছে।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২০ | 198.82.16.243
  • মামু? ধুর!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২০ | 168.26.215.13
  • মনে পড়েছে ম্যাডলি বাঙ্গালিতে ছাদে চড়িয়েছিল।

    আহা অঞ্জনের কি অ্যানালিসিস।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৯ | 128.231.22.87
  • অন্তহীন এখানে কে যেন ভালো বলেছিল ? মামু না ?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৮ | 198.82.16.243
  • ঝাল না হলে হাটসস্‌ দিয়ে নিও।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৭ | 128.231.22.87
  • ম্যাডলি বেঙ্গলি দ্যাখো হে। ম্যাড হতে যেটুকু যা বাকি আছে ....

    কিন্তু এদেশে ঝাল কিছু পাওয়া যায় নাকি ?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৭ | 198.82.16.243
  • আর মাইরি সিক্ষিত পোরিসিলিতো নতুন যুগের বাঙালীর যা টেস্ট হয়েচে, বলবার না!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৬ | 168.26.215.13
  • এ হয়েছে এই গান্ডু সিনেমাটা বেশ প্রতিশ্রুতিময় মনে হল। ;) তবে একটা ডি থাকা উচিত ছিল।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫ | 168.26.215.13
  • এইরে এগুলোর কোনটায় নয়?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৫ | 198.82.16.243
  • কোন একটা আমার এখানকার জনতা তুমুল রেকমেন্ড কল্লো! তো আমি ইউটিউবে একটুখানি দেখলাম। খুব কম সিনিমাই আমি পাঁচ মিনিট দেখে বন্ধ করেদি। এইগুলো সেই বিরল প্রজাতির। বমি করার মতই। এমন রাগ হলো কি বলবো।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১৩ | 143.111.22.23
  • ছাদে কে কাকে চড়াল? এটা তো দেখিনি! একসাথে দুটো পাতা উল্টেছিলাম নাকি?!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:১২ | 168.26.215.13
  • এরমধ্যে কোন একটায় যেন জন্মদিনের গিফট হিসেবে কোন একটা ছাদে চড়িয়ে দিয়েছিল। আমি একটাও দেখি নি। আমি অনেক সিনেমাই স্কিপ মেরে মেরে দেখি। এগুলো সেরকম।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:০৩ | 143.111.22.23
  • কাল বসে আমি দুই দুটো জঘন্য সিনেমা দেখলাম। পরপর। অনেকটা ম্যাগাজিনের পাতা ওল্টানোর মত করেই দেখলাম বলা ভালো। অনুরণন আর অন্তহীন। অ্যাক্‌!
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:০২ | 143.111.22.23
  • হাক্কার্ধাক্কা!
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৫ | 198.82.16.243
  • হাক্কানাকি?
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩১ | 143.111.22.23
  • চৌমিনে কি ঝাল!
  • pi | ২২ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৪ | 72.83.80.105
  • ভাটপাতায় শেষ পড়ে গেসলাম বন্যার কথা, এখন এসে দেখি খরার কথা চলচে। ভালো ই।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১০ ২২:২৪ | 198.82.16.243
  • মামু পিচিয়ে পড়েচে। ক্ষি আর ক্ষরা।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১০ ২২:২৩ | 198.82.16.243
  • নাহ চাট্টি খে আসি। আর কদিন পরে এটুকুও জুটবেনা।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১০ ২২:২২ | 122.176.164.107
  • লেকিন টিম কো তো জান্তা।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১০ ২২:২২ | 198.82.16.243
  • আরে, ইএয় হরিদাসী নেহি জান্তা।
  • Ishan | ২২ সেপ্টেম্বর ২০১০ ২২:০৭ | 122.176.164.107
  • এই যাঃ। হরিদাসী আবার কেডা?
  • haridaasee | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪৭ | 151.141.84.194
  • আহা ধইনবাদ মিসম্যাচ হইয়া গ্যাছে গা! উদাবুধা কেস! আকাজী ধইনবাদ লন, টার্টল ক্যান ফ্লাই এর জইন্য!
  • haridaasee | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪৫ | 151.141.84.194
  • আহা বরখা দত্তকে নেমন্তন্ন করলেই বা মন্দ কী? পীড়ের থানে না কোনো ভেদাভেদ নাই?
  • r.h | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪৩ | 117.194.236.9
  • না না। বরখ হলো বরখ। হুইস্কির গেলাসে তার নাম পাথর।
    আগে সাহেব বাচ্ছাদের সিকনি দিয়ে তৈরী হতো, আজকাল ফিরিজে বানানো যায়।
  • haridaasee | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪২ | 151.141.84.194
  • হে মরমপীড়, আপনি ইহাদের সস্নেহে কন্ঠধারণপূর্বক খামখেয়লিতে লইয়া যান ও ইহাদের দ্বারা প্যারার পর প্যারা লিখান!
    হে হরি, তুমি ই সত্য, তুমিই মরমপীড়!
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪১ | 143.111.22.23
  • বরখ কি দত্তকাকুর নাম?
  • aka | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪০ | 168.26.215.13
  • বোঝো কার্তুজ এখনো প্ল্যানচেটে বসে আছে। আরে আমরা অতীত আর ভবিষ্যতের ইন্টারসেকশনের হলোগ্রাফিক ইমেজে ফটোশপ করি, হুঁ।
  • r.h | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৪০ | 117.194.236.9
  • আপিস থেকে বাড়ি আসতে আসতেই কি ভাট কি ভাট।

    হ্যাঁ, ভক্তদের ভোজের বন্দোবস্ত করলেই পীড়ের থানে সকল পাপ ক্ষালন হয়ে যায়। এক পাইঁট হুইস্কি অথব ভদকা আর বরখ, সঙ্গে চাট্টি চিজ সালাদ ইত্যাদি।
    পীড় ভজনার উপাচার অতি সামান্য।

    তিনি ক্ষমাশীল।
    তাঁর জয় হোক।
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৮ | 89.203.49.18
  • দ্রিঘাংচুকে খুঁজতে হলে সেই যে গেছোদাদাকে খোঁজার উপায়গুলো মনে করে খুঁজুন। পেয়ে যাবেন। মর্মপীড় এখন মৌনি নিয়েছেন, আমার মাধ্যমে বলে পাঠালেন।
  • a x | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৭ | 143.111.22.23
  • টার্টল্‌স্‌ ক্যান ফ্লাই হামনে রেকোমেন্ড নেই কিয়া। সিনিমা না দেখকে রেকোমেন্ড নেহি করতা মেইন।
  • Kartuj | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৪ | 59.93.241.38
  • নাঃ এবার মানে মানে কাটি। এখনি ব্যাবিলনে পাঠিয়ে দিল, আর কোথায় যে পাঠাবে কে জানে। এবার বোধায় আমার ৩০০ জনম আগের আত্মাকে প্ল্যানচেটে ডাকতে বসবে। রক্ষে করো হে মর্মপীড়ক, থুড়ি, মর্মপীড়।
  • haridaasee | ২২ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৩ | 151.141.84.194
  • আহা বৃত্তের আবার শুরুই বা কি শেষই বা কি!
    জোমেট্রি, সবই জোমেট্রি!!!
    ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত