এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:১৪ | 208.255.36.3
  • কিন্তু ক্রুডনেস দেখিয়ে কলার তোলাতেও কতটাই বা বাহাদুরি ?
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:০৮ | 128.231.22.87
  • হ্যাঁ, দাম্পত্যের যে অ্যাসপেক্ট নিয়ে দেখানোটা গল্পের দাবী, সেইমত দেখানো।
    দাম্পত্য মানে শুধুই বিছানা কি গায়ে পাউডার নয়, তেমনি শুধু ই বিড়ি ফোঁকা নিয়ে খবরদারিও তো নয় রে বাবা।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:০৬ | 208.255.36.3
  • ব্রুশ৯ না লিন্ডা৯ ?
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:০৪ | 24.42.203.194
  • আরে অমন মিষ্টি প্রেম দেখাতে গিয়ে অমন করেই দেখাতে হয়। দাম্পত্য দেখাতে গিয়ে অমন করে দেখানো নয়, গল্পের প্রয়োজনে অমনটাই দেখানো দরকার ছিল বলে ওরকম ভাবে দেখানো। সমস্ত ভালো পরিচালকের মতন উনি গল্পের দাবী ঠিকই বুঝেছিলেন।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:০৪ | 128.231.22.87
  • tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫৮ | 130.39.149.48
  • পা, ঊরু-টি?
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫৬ | 208.255.36.3
  • রুটি ?
  • tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫৬ | 130.39.149.48
  • তাহলে জীবনটাই পন্নো।

    পাইদিদি, একশভাগ, যৌন শব্দের অপরার্থ দেখুন, যোনি থেকে যা জাত-

    যাকগে, অন্তরমহল দেখতে গিয়ে আমি পানুর জন্যেই বেশি উপভোগ করেছি- এবং সাজেস্টিভ পানু হলে চিন্তাভাবনার অবকাশ বাড়ে
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫৬ | 208.255.36.3
  • আরে সক্কলে বল্ল যে, যৌনতাকে ভদ্দর্লোকের মত দেখানো হল, তর উত্তরে তো বল্লাম। নইলে ছোটোলোক আবার আলাদ কেন আসবে।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫৬ | 128.231.22.87
  • *পাউ
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫২ | 128.231.22.87
  • ছোটলোকের মত টা আবার কী জিনিস ?
    গায়ে পাইডার দেওয়াটা ছোটোলোকি ব্যাপার ? আর হলেই বা খারাপ কি ?
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫০ | 208.255.36.3
  • সে দিক দিয়ে রায়বাবুর মতন তুখোড় কেউ ছিলেন না। দাম্পত্য দেখাতে গিয়ে লোকে বিছানা দেখায়, নয়তো গায়ে পাউডার মাখছে এমন অপন্না। রায়বাবু দেখালেন একটা দেশলাই বাক্স। তাতে একটা চিরকুট। তাতে লেখা, 'খাবার আগে একটা খাবে, তার বেশি নয়, কথা দিয়েছ'।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৭ | 24.42.203.194
  • বোঝো অক্ষদা আর আমি প্রায় এক পক্ষে কথা বলছি।

    আজকে চাঁদের পাশে জুপিটার দেখা যাচ্ছে খালি চোখে। কদিন ধরেই যাচ্ছে অবশ্যি।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৪ | 99.73.43.62
  • কারো মতই দেখাতে হবেনা। যৌনতাকে যৌনতার মত দেখালেই হল। মেয়েদের যৌন আকাঙ্খা, মাতৃত্বের আকাঙ্খার হাত ধরে আসে এমনটা তো না।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৪ | 24.42.203.194
  • আমার মনে হয় মাতৃত্বের আকাঙ্খা অথচ স্বামী খেয়াল টেয়াল করে না, আবার যৌনতা ছাড়া তো মাতৃত্ব হতে পারে না। সব মিলিয়ে মিশিয়ে দেখানো। তবে বড্ড ভেবে চিন্তে বের করতে হয়। অন্যদিকে রক্ত টক্ত বোঝানোর পক্ষে বেশ সহজ। অত বুদ্ধি খাটাতে হয় না। একটু গোদা কিন্তু বোঝানোর পক্ষে ভালো।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪২ | 208.255.36.3
  • যৌনতা-কে ছোটোলোকের মত দেখাতে হবেই বা কেন ?
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪২ | 99.73.43.62
  • ক্যাথরিন ব্রেইলা কে তো অটিয়র অফ পর্ণ বলাই হয় ঃ-)
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৯ | 99.73.43.62
  • খালি ক্রস পোস্ট হচ্ছে!
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৮ | 99.73.43.62
  • হ্যাঁ আর সেখানেই বক্তব্য। যৌনতার সাথে মাতৃত্বের আকাঙ্খা মিশিয়ে একটু যেন ভদ্রলোকের মত করা হল। যৌনতার সাথে সারল্য মিশিয়েও।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৭ | 24.42.203.194
  • মা ছেলের মধ্যে যৌনতা এল কি করে? মাতৃত্ব আসতে পারে। জানি না, জিগ্যেস করলাম।

    অন্তরমহলরে পানু কয়, পোলাপানদের অ্যানাটমি অফ হেল দেখতে দেলাম।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৭ | 99.73.43.62
  • ঃ-)) টাইপ করছিলাম, পুটকির পোস্ট না দেখেই লিখেছি!
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৬ | 99.73.43.62
  • হ্যাঁ আরো মনে হয়, বাংলার সিনেমার দুর্ভাগ্য যে পরিচিত পরিচালকদের মধ্যে রিতুই একমাত্র বাংলা সিনেমার পরিচালক যে মেয়েদের যৌনতা, ইন ইটস্‌ র' সেন্স এক্সপ্লোর করতে চেয়েছে। সত্যজিতও করেছে বহু জায়গায় - চারুলতা বাদই দিলাম। যখন দুগ্গার প্রতিবেশিনীর বিয়ে হচ্ছে, সেখানে একটা সিন আছে, প্রথমবার দুগ্গার সরল, দুষ্টু, ছেলেমানুষ মুখের মধ্যে একটা সেক্সুয়ালিটি। দূর্গা বড় হল।
    কিন্তু এগুলোর সবকটার মধ্যেই একটা শুদ্ধতা বা বলা ভালো স্টেরিলাইজেশনের ব্যপার আছে, ঠিক র' সেক্সুয়ালিটি নেই। যদিও এক্সেকিউশনে সত্যজিতের ধারে কাছে রিতু নেই।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৪ | 208.255.36.3
  • আমি একটা বলি। অবদমিত যৌনতা। রায় বাবু দেখিয়েছেন। রক্ত দেখাতে হয়নি। চারুলতায়। মাধবী। চোখে দূর্বীন। সৌমিত্র-র প্রোফাইল। পাশ থেকে। তারপর। দুরে ছেলে কোলে মা। সবটাই মাধবীর ভিউ অ্যাঙ্গেলে।

    রক্ত দেখাতে হয়নি। শাড়ি তোলাও নয়।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:২৯ | 99.73.43.62
  • অন্তরমহল আমার ঝাঁটের লেগেছিল, কিন্তু তা পন্নোর জন্য না, ইনফ্যাক্ট একটাও রসালো সিন সেরকম ভাবে মনে নেই।

    চোখের বালিও ইকুয়ালি বাজে লেগেছিল, কিন্তু রিতুর সবকটা সিনেমার মধ্যে সামহাউ চোখের বালিতেই এক একটা জায়গায় রিতুর কিছু কিছু ঝলক অফ পরিচালকের সেন্সিটিভিটি দেখতে পেয়েছিলাম । ইনফ্যাক্ট যে সিনটা নিয়ে বেশিভাগ লোক ছি ছি করে - বিনোদিনী উঠে গেল, মেঝেতে রক্তের দাগ - সেটা দিয়ে বিনোদিনীর রিপ্রেসেড সেক্সুয়ালিটির আভাস দেওয়া - এমন একটা সিন।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:২৬ | 128.231.22.87
  • দুম করে কোথায় এসে পড়লো ? আর খালি পন্নোর জন্য ব্যাপারটাই বা কীরকম ? জীবনে ঐভাবে যৌনতার অবদমন থাকতে পারে, আর সেটাকে পোট্রে করলে পন্নো হয়ে গ্যালো ? তা হোক। তাহলে জীবনটাই পন্নো।
  • tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৭:০৫ | 130.39.149.48
  • রূপার শাড়ি তোলার দৃশ্যের সাজেস্টিভ পর্নো হেভি ফুর্তি দিয়েছিলো
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:৫৯ | 208.255.36.3
  • ঐ পজ্জন্ত ঠিক ছ্যালো, কিন্তু রূপা গ্যাংগুলি-র ক্যারেকটার-টা দুম করে এহে পল্লো, খালি পন্নো-র জন্য।
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:৫৭ | 173.163.204.9
  • হ্যাঁ আলাদা করে অপ্রয়োজনীয় তেমন কিছু নেই। গোটা সিনিমাটাই ঐ। তবে জ্যাকি শ্রফের গলায় পোসেনজিত অনাবিল আনন্দ দিয়েছিলো।
    শুধু অভিষেককে মন্দ লাগেনি।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:৪৬ | 128.231.22.87
  • নাঃ, আমার তো গল্পের সাথে অপ্রয়োজনীয় লাগেনি। কেবলি পুত্রার্থে ক্রিয়তে ভার্যার মত ক্রুড মানসিকতা অমনি ক্রুড ভাবে দেখিয়েছেন, সেটাকে দেখানোর জন্য ই দেখানো টাইপের কিছু মনে হয়নি তো।
  • amit | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:৩৬ | 128.103.93.209
  • হ্যাঁ, ইয়ে মানে--"দ্যাখো আমি কত্ত স্মার্ট, কোনরকম ঢেকে ঢুকে সিনেমা করি না' টাইপ।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:৩২ | 208.255.36.3
  • অন্তরমহল-টা কেমন যেন 'ইচ্ছা করে পন্নো' টাইপ
  • tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:১৯ | 130.39.149.48
  • হ্যাঁ, পানু থেকে দেশোদ্ধার সব জায়গাতেই আলঙ্কারিক ও আধ্যাত্মিকভাবে ঋতুদি দাদুকেই ফলো করে গ্যাছেন।
  • tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:১৭ | 130.39.149.48
  • হঃ, ওগুলো সইত্যziতের ভার্সন, জাস্ট গল্পকার দাদু।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:১৪ | 208.255.36.3
  • চারু ?
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:১১ | 128.231.22.87
  • ঘরে বাইরে বাদ যাওয়া উচিত।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:০৯ | 208.255.36.3
  • তাতিন কি সইত্যজিত বাদ দ্যালেন নাকি ? মানে দাদুর গপ্পের সেন্মা প্রশঙ্গে ?
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:০৮ | 173.163.204.9
  • হ্যাঁ সত্যিই আমার খুব করুন অবস্থা। ঃ-)
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৬:০৭ | 128.231.22.87
  • আমার বেশ লেগেছিলো তো। কিন্তু দাদুর প্রতি খুব বিশ্বস্ত থেকেছিলেন কি ?
    ডিঃ না থাকা নিয়ে আমার কোনো আপত্তি বা মাথাব্যথা নাই।
  • tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৫:৫৫ | 70.177.55.6
  • লোকে চোখের বালি-কে পাতে দ্যায়না কেন কে জানে- দাদুর গল্প নিয়ে এবং গল্পলেখক দাদুর প্রতি বিশ্বস্ত থেকে অত ভালো সিনেমা আর কোনটা হয়েছে?
  • amit | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৪:১২ | 128.103.93.209
  • শুভ মহরৎ সুন্দর লেগেছে আমার (other than অনিন্দ্য এর ঐরকম কথা বলার স্টাইল ছাড়া), কিন্তু অন্তরমহল পচা লেগেছে।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৯ | 128.231.22.87
  • শুভ মুহরৎ আমার বেশ ভালো লেগেছিল। উৎসব আর অন্তরমহল ও।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৫ | 99.73.43.62
  • টিমের অবস্থা আমার থেকেও খারাপ।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৪ | 128.231.22.87
  • ডাইরো ও তো ঘোষ মহাশয়।
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৪ | 198.82.25.181
  • আরে হ্যাঁ ওটা তো শর্মিলা ছিলো। ডিরেক্টর সাব।
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:৫৭ | 128.231.22.87
  • টিমকে দুইটি প্রশ্ন।
    ১। শুভ মুহুরতে অপর্ণা আবার কোথায়?
    টিম কি পারমিতার একদিনের কথা কইছে ?
    নাকি, আমি ই গুলাচ্ছি ?

    ২। ব্যাং আবার সি ফুড হইলো ক্যামনে ? আমি তো অ্যালিস নামে একটাই ব্যাং এর কথা জানি, যে পুকুরে বোর হয়ে গিয়ে সি সি করিবার মনস্থ করেছিল। সে বা তার সন্তানসন্ততিরা সি তে বসবাস শুরু করেছিল বলেও শুনিনি।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:৩৮ | 148.141.31.53
  • সিহস্তি, সিহস্তি, সুদু জলে কেন হবে ? সমুন্দুরে থাকে তো।
  • haridasi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:৩৭ | 151.141.84.194
  • জলে যে হাতি থাকে তারেই বুঝি কয় জলহস্তী? ঃ-)
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:৩১ | 198.82.25.181
  • না, কাঁদবে কেন? সবই তো স্বেচ্ছাদান।

    আমি অক্টোপাস, ব্যাং, হাতি, কুমির ইত্যাদি কোনো সিফুডই খাই নাই।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:২২ | 148.141.31.53
  • উঁহু, আমার মতে, এক মূর্গী বারবার, ব্যাঙ একআধবার, সেটাই মোটো, তবে আমার ফ্রাইটা মুচমুচে-ই লেগেছিলো।
  • a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:১৫ | 99.73.43.62
  • অনেকবারই খেয়েছি তো। জাপানীতেই বেশি আর একবারই চৈনিক রেস্তোরাঁতে। ভাজা, ঝাল সবই জোলো জোলো - জোলো মানে মাংসের নিজের স্বাদে, কনসিস্টেন্সিতে না। মানে এনিথিং ব্যাং ক্যান ডু, মুর্গি ক্যান ডু বেটার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত