এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:৩০ | 151.141.84.194
  • আহ ভাবা সাহেব তো উড়েই নামতে পারতেন চারতলা, কিন্তু কী ভব্যসভ্য, লিফটে করে নামেন! আবার সাবানও মাখেন! ভৌতিক সাবান কোম্পানি হয়তো। আহা তাদেরও তো ব্যবসাপাতি চালাতে হবে!
    উনি কি স্মোকার ছিলেন? সাগরপাড়ে বিড়ি ফুকতেন! হায় আমি কলপনা করতাম ক্লাসিকাল গান শুনে আধা চেতন, দুলছেন!
    ফিজিক্স তার কাছে ক্লাসিকাল সংগীতের মত মধুর, সেই তার প্রথম ও শেষ সাথী।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২৫ | 128.231.22.87
  • ইদিকে আবার সেই অদ্ভুত ব্যাপারটা হচ্ছে। কম্পুর স্ক্রীনে লিখছি যখন মনে হচ্ছে, আকাশ কেমনি কালো করে এলো, কেমন একটা চায়া পড়ছে আর যেই পিছনে ফিরে জানলা দিয়ে দেখছি, ও মা, ফ্যাটফ্যাটে রোদ্দুর তো ! অন্য ঘরে গেলাম।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২৩ | 128.231.22.87
  • *পথে

    ঃ((
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২১ | 198.82.16.243
  • কে পড়ে?
    ফিরে পড়ে?
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২১ | 128.231.22.87
  • * ফেরার পড়ে আরবসাগর
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:২০ | 198.82.16.243
  • ও। সিতিশক্তি একেবারেই খারাপ।
    পাই লোকনিন্দার ভয় ভাবাসাহেবের সাথে হাঁটতে গেলেনা? ঃ-)
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১৯ | 128.231.22.87
  • হ্যাঁ, হ্যাঁ, মিঠুন, রাহুল, সমীরা রেড্ডি।
    আমি আধ ঘণ্টাই দেখতে পেরেছিলুম। না, না, মিঠুনদার ঐ গুরু মহাগুরু মার্কা নো নির্মল আনন্দ ঃ(
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১৭ | 143.111.22.23
  • বুদাগুর সিনিমা এটা।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১৭ | 198.82.16.243
  • নাকি সেটা কালবেলা থেকে হয়েছিলো। মনেও থাকেনা। গৌ ঘোষের। আমি যদিও সেটাও দেখিনি। পোস্টার দেখেছি।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১৭ | 128.231.22.87
  • ওনাকে দেখা যায়না। খালি বোঝা যায় যে, উনি সাবান মাখেন আর লিফটে ওঠানামা করেন। রাত্রি দু ঘটিকার পর থেকেই গোল্ডেন লিফট আপনাআপনি ওঠানামা শুরু করে। আমি হয়তো তাকে দোতলায় ডাকলুম। চারতলায় তাকে কেউ ডাকেনি। তবু সে চারতলাতেই যেত, খুলতো, বন্ধ হতো। তারপর আর কি। ডেকেছি যখন, ফেরার পথে আমার দোতলাতেও থামতো একবার। প্রথম প্রথম উঠতাম না। পরে অভ্যেস হয়ে গেছিলো। ভাবা সাহেবের সাথেই ঐ আড়াই তলা নামতাম। এইরকম ব্যাপারস্যাপার।
    নেমে ভাবাসাহেব সমুদ্রের ধারে বিড়ি ফুঁকতে চলে যেতেন। আমি হোস্টেলের রাস্তা ধরতুম। মানে, যেদিন এমনি হতো, সেদিন রাত্রে ফেরার পথে আর আরবসাগর ভিসিটটা বন্ধ রাখতাম। লিফট অব্দি ঠিক আছে। তাই বলে ভূতের সাথে খুল্লমখুল্লা হাওয়া খেতে যাওয়াটা ভাল দেখায় না।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১৬ | 198.82.16.243
  • কালপুরুষ উপন্যাসটা থেকে একটা সিনেমা হয়েছিলো তো! এটা আবার কোনটা।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১১ | 143.111.22.23
  • ও ওয়েট ওয়েট, এটাই কি সেই মিঠুন বাপ? অশরীরি ঘুরে বেড়ায়? রাহুল ছেলে?
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:১০ | 151.141.84.171
  • আমি জগজ্জোড়াজাল থেকে কালপুরুষ রাইকমল কমললতা পরশুরামের কুঠার বাঞ্ছারামের বাগান দেখলাম, ৪০-৫০-৬০-৭০ এর সিনেমারা আজকালের চেয়ে অনেক অনেক ভালো।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০৯ | 143.111.22.23
  • না দেখিনি? দেখলে কি নির্মল আনন্দ গ্রান্টি?
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০৭ | 151.141.84.171
  • খুবই রহস্যময় তার অন্তর্ধান! এই নিয়েও সিনেমা বানানো যায়।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০৭ | 128.231.22.87
  • তবে, এই সব কোনো সিনেমাই কালপুরুষের ধারে কাছে আসেনা। অক্ষদারা কী সেটি দেখেছেন ?
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০৫ | 151.141.84.171
  • আমার হোমি ভাবারে দেখার বড় শখ! ভুত হলেও চলবে। কথা তো বলা যাবে ইংরেজি যখন দুজনেই জানি! :-)
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০৪ | 151.141.84.171
  • কালপুরুষেই কি "ওরেব্বাস কলম্বাস" ছিলো? মহিলা নানা দেশের ভ্রমণকাহিনি লিখতেন ঘরে বসে বসে আর ভদ্রলোক নানা হ্যালুসিনেশান দেখতেন!
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০২ | 128.231.22.87
  • সারাভাইএর কথা জানা নাই। ভাবারে আমি চোখে দেখি নি, তাঁর ভূতরেও না, তবে অনেক গল্প শুনেছি।
    আর যেসব ভূতেদের দেখেছি বা শুনেছি, তাঁরা কাদের ভূত সেইটি ঠিক করে জানা নেই।
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০১ | 151.141.84.171
  • কণাদ ও নাম দেওয়া যায়। বৈশেষিক ও চলে।
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০০ | 151.141.84.171
  • টিয়াই তেই কি ভুত দেখা যায়? হোমি ভাবা আর ভিক্রম সারাভাইয়ের ভুত?
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০১:০০ | 198.82.16.243
  • কণিষ্ক নিকা? সেতো চ্‌পড়াবাবুর সিনিমা হয়ে যাবে।
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৯ | 151.141.84.171
  • টিয়াইয়েফার!
    টিয়া পগার পার!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৯ | 168.26.215.13
  • এনিওয়ে বাব্বাই।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৭ | 128.231.22.87
  • Pierrot le fou দেখতে গিয়ে টি আয় এফ আরের জনতা প্রায় চেয়ার ভাঙ্গার উপক্রম করেছিল।
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৭ | 151.141.84.171
  • মানে কণিষ্ক ও কণিকা এনট্যাঙ্গলড হয়ে গেছে, এদিকে মাঝে বিপুল বিপুল সব গ্যালাক্সি! এইটাকে ম্যাজিক রিয়েলিজম দিয়ে দেখাতে দেখাতে হুড় হুড় করে নানা রঙের মেঘ আর অরোরা দেবে।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৫ | 168.26.215.13
  • তো সেবারে লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিসও দেখাচ্ছিল নে, কিন্তু অনেক ধাক্কাধাক্কি করেও টিকিট পাই নি। আমার দাদা স্মার্টলি টিকিট ছাড়াই ঢুকে গেল। পরে বলল মেঝেতে বসে দেখেছে।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৪ | 143.111.22.23
  • কোয়ান্টাম থ্রেডটাও তো আর এগোয় না!
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৪ | 128.231.22.87
  • সেদিন 'চক্র' দেখলাম। বেশ ভাল লাগলো।
    অঙ্কুশ এককালে ভালো লেগেছিলো, সেদিন দেখতে গিয়ে বড্ড বেশি মেলোড্রামাটিক লাগলো। ভাল্লাগলো না আর। কিন্তু বেশ লাগলো, চক্র।
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৪ | 151.141.84.171
  • নাম দিও কণিষ্কণিকা
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৩ | 168.26.215.13
  • চন্দ্রাহত বোধহয় আরও কাছাকাছি হবে।
  • haridasi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫৩ | 151.141.84.171
  • কোয়ান্টাম এনট্যাঙ্গলমেনট নিয়ে কেউ একটা সিনেমা কোরো হে।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫২ | 198.82.16.243
  • সিনেমাটার বাংলা ভার্সন করলে হয়। নাম দেবো আ লুনি।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫১ | 198.82.16.243
  • ঃ-))
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫০ | 198.82.16.243
  • বাহাদুর নিয়ে এর আগে একবার ভাটে কথা হয়েছিলো। তখন জানা যায় কালক্রমে বাহাদুর কন্টামিনেটেড হয়ে কেমনে্‌যন হয়ে গেছিলো। শুনে বড়ো দুঃখ হলো।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৫০ | 168.26.215.13
  • তা সেই সিনেমার এক বর্ণও বুঝি নাই। ওরম দূর্বোধ্য সিনেমা আমি আগে দেখি নাই, পরেও না। তখন আবার উইকি ছিল না। সারাক্ষণ সিনেমার হিরো জানলার কার্ণিশে বসে রইলে, আর খানিক বাদে বাদে স্ক্রিনে বিভিন্ন রঙের পোঁচ পড়তে লাগল। বেরিয়ে অন্নপূর্নার মিষ্টি খেয়ে একটু ধাতস্থ হয়েছিলাম।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৮ | 198.82.16.243
  • হ্যাঁ হ্যাঁ কার্মা। মনে পড়েছে।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৮ | 168.26.215.13
  • অরণ্যদেব - ডায়না
    ম্যানড্রেক - নার্দা
    লোথার - কার্মা (তবে কোথায় যেন পড়েছিলাম কার্মা লোথারের দুর সম্পর্কের বোন)
    ফ্ল্যাশ গর্ডন - ডেল
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৮ | 143.111.22.23
  • ঃ-))))
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৬ | 168.26.215.13
  • একবার দিল্লিতে শিরি ফোর্টে বার্তালুচির সিনেমা দেখতে গেছি লা লুনা এই নামই ছিল বোধহয়। তো, সিনেমা শুরু হল প্রথমে কোন সাউন্ড নেই, মিনিট তিনেক বাদে লোকে উসখুস শুরু করলে, তারপর মিনিট পাঁচেক বাদে লোকে সাউন্ড সাউণ্ড করে চেঁচাতে শুরু করলে, তারপর মিনিট সাতেক বাদে চেয়ারে শব্দ হতে লাগল। আরও মিনিট খানেক বাদে হিরো কান থেকে ইয়ার প্লাগ খুলল, সিনেমাতেও শব্দ এল।
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৫ | 143.111.22.23
  • দুটোই বাজে, খুব খুব খুব বাজে। অন্তহীনেই তো ঐ আনাচ্‌ছ্‌ কানাচ্‌ছ্‌, জানলার কাঁচ্‌ছ্‌ ম্যাগো!
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৫ | 198.82.16.243
  • বাহাদুর নিয়ে সিনিমা করার ইচ্ছে আছে আমার অনেকদিনের। ওখেনে আমার বেলা যে যায় গানটা ব্যবহার করবো বলেও ভেবে রেখেছি। আজ্জোদাকে (টাকা হলে) প্রোডিউসার করে নেবো।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৪ | 128.231.22.87
  • এ কি, আমি তো সাউন্ডসহ ই দেখেছিলুম। তবে অনেককাল আগে। অন্তহীন কিন্তু অনুরণনের থেকে অনেক বেটার। বা উল্টোটা বলা ভাল। অনুরণন অনেক বেশি খারাপ।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৩ | 198.82.16.243
  • শুধু ডায়না? নার্দা? লোথারের একটা গার্লফ্রেন্ডও ছিলো। ফ্ল্যাস গর্ডনেও ছিলো কে কে যেন। আর বাহাদুরের বেলা।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪২ | 128.231.22.87
  • অপসংস্কিতিটা বোধয় ডায়নার জন্যি ;)
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪২ | 198.82.16.243
  • এবাবা আমি তো তাইলে সাউন্ড যাওয়া অব্ধিও দেখিনি। হয়ত সাউন্ড ছাড়া অতটা বাজে লাগতোনা। কেজানে!
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪২ | 143.111.22.23
  • আবার ভুল বললাম, অনুরণন না, সাউন্ড নেই অন্তহীনে। তবে ঐ একই হল। একটার সাউন্ড চালিয়ে অন্যটা দেখলেও হত।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪১ | 198.82.16.243
  • আমার কাছে ছিলো, অল্প। বেশিরভাগই পাড়ার বন্ধুদের থেকে নিয়ে পড়া। কমিক্স অপত্তে দেখলেই বাড়িতে চেঁচামিচি হতো। অপসমস্কিতি ইত্যাদি।
    টিনটিন এনে পড়লে কিছু ব্লতো না অবিশ্যি। ঃ-)
  • a x | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪১ | 143.111.22.23
  • ও এটা তো বলা হয়নি, ইউটিউবে অনুরণনে প্রতিটা ঐ ১০ মিনিটের পার্টে, প্রথম কয়েক মিনিটের পরে আর সাউন্ড নেই, ইংরেজি সাবটাইটেল আছে, তাতেই চলে গেছে।
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০০:৪০ | 168.26.215.13
  • ম্যানড্রেকের জানাডুর মতন বাড়ি বানানোর আমার অনেকদিনের ইচ্ছে। পয়সাটা হলেই হল,পুরো বাড়ির ডিজাইনটাই ছকা আছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত