এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২২:৫১ | 122.167.6.83
  • অথবা

    বোধিসত্তের গোড়ায় গলদ ছিলো।
    হাসছে ঘোড়ায়, ভুতে ছুঁড়েছে ঢিল ও
    আকাশে চিল ওড়ে, দুয়ারে খিল পরে
    খুসীতে কিলবিল, জ্যেঠু,ও তো আটানা কিলো
  • dd | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২২:২৪ | 122.167.6.83
  • বোদিসত্তের গোড়ায় গলদ ছিলো ??
    আদিসত্যের আকাশে তো শরৎ দিলো
    আলো,নীলাকাশ, তুলো হেনো ম্যাঘ
    সে তো ঠিক বাট খরচ কে দিলো?
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৮ | 148.141.31.5
  • আবপ-র পূঃসঃ -র দাম এখন বাড়তি না কমতি ? ৬০-৭০-৮০-১০০-১২০ থেকে ঝটকরে ৪০ হয়েছিলো, কেউ আর কিনচে না দেখে।
  • Kartuj | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২১:৩২ | 59.93.217.172
  • শরৎবাবুর দুই বান্ধবী - রচনা খাসনবীশ আর কবিতা মিত্র। রচনার বাড়ি গেলে চিরকাল কবিতা ঠোঁট ফুলিয়ে গোঁসা করে, 'যাও যাও, আমি তো পুরোনো হয়ে গেছি'। কবিতার পাড়ায় শরৎবাবুর আনাগোনা শুরু হয়েছে কোনো সূত্রে খবর পেলেই রচনা ফোনে বোমাবর্ষণ শুরু করে আচমকা, 'আজকাল নাকি ১০/১, নন্দীবাগান লেনে সন্ধ্যে ঠিক ৭ টা থেকে রাত ১০টা অব্দি চা-সিঙ্গাড়া সহযোগে তোমাদের হা হা হি হি শোনা যাচ্ছে? অট্টহাসির মাত্রা নাকি ৬৫ ডেসিবেল ছুঁই ছুঁই? এরপর থেকে সোম থেকে রবির কোনোদিন এই ১৫, সাদার্ন এভিনিউতে শ্রীচরণ রাখলে সন্মার্জনীহস্তে দরজায় দেখতে পাবে, এই বলে দিলুম।'

    তাই শ.মু. ঠিক করেছেন, পুজোর আগেই রচনা আর কবিতার একটা মিলমিশ করতেই হবে যে করে হোক। নইলে তো শাঁখের করাত। তাই লিখে বসলেন অমন একটি রবিতা (৯৯.৯% রচনা + ০.১% কবিতা) বা টীবিতা (৯৯.৯% টীকা + ০.১% কবিতা)।

    এই হল ব্যাপার। এ নিয়ে এত হুল্লোড়ের কি আছে?
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২০:১৩ | 148.141.31.53
  • আরে না, এখন কমেϾট্র কচ্চে, এখন ভোকাল টনিক
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২০:১১ | 72.83.80.105
  • দাদি র ? না না দাদির তো গেঁটে বাত। এই মলমে সারবে না।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২০:০৫ | 204.138.240.254
  • দা হা চু।
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ২০:০২ | 148.141.31.53
  • আজ্জোর ফোঁড়ার মলম শুনে মনে পড়লো,
    সেলিকল টা কিসের মলম ? ফোঁড়ার না দাদির ?
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৯:৫৪ | 72.83.80.105
  • অভ্যু বা বোজো নাকি ?
  • . | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৯:৫১ | 148.141.31.53
  • ফুটকিরুপে সম্মুখে তোমার।

    যাকগে, জ্যোতিবাবুর টা কবতে নাকি ? আমারতো মনে হল সংক্ষিপ্ত জীবনি, বা অবুচুয়ারি-ও হতে পারে।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৯ | 168.26.215.13
  • বোধিসঙ্কেÄর গোড়ায় গলদ ছিল
    তাই তো ফোঁড়ায় মলম দিল
    দেশজ ভেষজ ভাঁড়ে ফেলে
    শেষে বিলিতি কফি খেলে
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৯ | 121.242.177.19
  • নাহ্‌। ঘরকে যাই।
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:২১ | 202.54.74.119
  • বুইলাম। বুইলাম যে কত কম জানি !
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৫ | 121.242.177.19
  • একে কি শের শায়েরি বলা যায়?

    গেলে, ক'সের?
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৪ | 121.242.177.19
  • মন্দাক্রান্তা ছন্দ জানতা পাঠক মানতা কই?
    চামচিকে গায় গণসংগীত গ্যাঁড়ায় ঢুন্ডতা টই ...

    উফ্‌ফ্‌, হিন্দিতেও লিখে দিলাম।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:০২ | 204.138.240.254
  • * তথ্যচিত্রের
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:০২ | 204.138.240.254
  • তাপসী মালিক তথা সিঙ্গুর নিয়ে গত লোকসভা নির্বাচনের আগে একটি সিডি এসেছিল। যদ্দূর মনে পড়ে সে "তথ্য কাহিনীটি মন্দাক্রান্তার। সেই থেকে "বামপন্থী'।

    আর আনন্দ কৃত্তিবাস ইত্যাদি পুরস্কার প্রাপক হিসেবে "বিখ্যাত'।

    ঃ-)
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৮:০১ | 121.242.177.19
  • বোধিসঙ্কÄর গোড়ায় গলদ ছিল
    আমসত্বর পোড়ায় দরদ ছিল
    যদি "ধুত্তোর' বিরক্ত বলদ বলে
    তবে সত্বর জেনো, বোধি মরদ ছিল।

    তবু আমার কবিতা আবাপ ছাপায় না ...
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৪ | 202.54.74.119
  • হনু আছো নাকি ? savage detectives শুরু করেছি।
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৩ | 202.54.74.119
  • দুটোর কোনটাই জানা ছিল না। কবিতা লেখেন এটুকুই জানা ছিল শুধু।
  • til | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৫ | 220.253.188.98
  • প্রতিদিন, আজকাল এসবের পূজা বার্ষিকী আসবার পর থেকে দেশ ও আবাপ র দাম কমেছে। মাঝে তো ১০০+ হয়েছিল মনে পড়ছে।
    --
    আচ্ছা এই কালমাদী যদি চীনে বা নর্থ কোরিয়া বা ভূতপুর্ব রাশিয়াতে জন্মাতো তাহলে?
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৯ | 59.163.30.4
  • বাপরে কি কাব্য!!
  • shrabani | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯ | 124.124.244.109
  • কেন, "গলদ দরদ বলদ" এগুলোকে লাইনের শেষে ঠেলে দিলে তো দিব্যি অন্তমিল দরদী কাব্য হত!

    দুদিন বৃষ্টি নেই, মোট পাঁচদিন বৃষ্টিহীন হলেই মেট অফিশিয়ালি মনসুন চলে গেছে বলে ঘোষণা করবে! বিভিন্ন মিনিস্ট্রীর দপ্তরে নাকি যাগযজ্ঞ হচ্ছে বৃষ্টি তাড়াতে! কে বলে কলিতে ভগবান নেই!
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৮ | 122.168.46.17
  • unicode eo lekhaa Jaachchhe naa. hal ki?
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৭ | 122.168.46.17
  • banglaplain e aasachhe naa.
  • ranjan roy | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৬ | 122.168.46.17
  • shara`t mukho niye phaalaTu eyaarki maaraben naa kamareDas_. parhe et bhaal laagalo. aami keenamanyataa theke mukti pelaam. aamio paari, guru o chanDaaleraa Jaai baluk.
    aahaa! aamaar Joubanakaale sha Mu poojosa`mkhyaa deshe e ""sahabaas'' bole ekaTaa upanyaas likhechhilen. seTaa parheo confidence berhechhil. bhabishhya`t jebane ekaTi parakeeyaa-prem hateo paare bhebe.
    Byaa`mg ekabaar aa-baa-p te giye balle paare-- guru'r ra`Njandaa anurodh karechhen omani ekaTi upanyaas chhaapate.
  • h | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৩ | 203.99.212.54
  • এর সঙ্গে মিল দেওয়ার মত, এ ছাড়া কিছুই পেলাম না।

    বোধিসঙ্কÄ র গোড়ায় গলদ ছিল
    প্রচুর নগদ দরদ থাকা সঙ্কেÄও
    তাঁকে কেউ বলদ বলে ডাকেনি
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৭:০২ | 216.52.215.232
  • সৈকত, কোনটা জানে না? বিখ্যাত না বামপন্থী না কবি? কোনটা?
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৭ | 59.163.30.4
  • কোয়ার্ককে একটা কোচ্চেন ছিলো -- ইন্দ্রাণী বোস এখনো আসেন ইন্সটিট্যুটে? একটু দরকার ছিলো।
  • shrabani | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৯ | 124.30.233.102
  • হেলমেট তো আমার বাড়িতেই আছে। আমরা কি স্কুটার/বাইক চালাই নি নাকি কখনো! সেটা তো ওপরের দিকের সুরক্ষা হল, ফুটব্রিজ কেস হলে?
    শীলা ম্যাডাম আম আদমীদের জন্য আর কত বুবিট্র্যাপ বানিয়ে রেখেছে, কে জানে! সেদিন বলল না, ফুটব্রিজ টা আম আদমীদের জন্য ছিল, অ্যাথলীট দের জন্য ছিলনা।
    তাছাড়া ঐ অস্ট্রেলিয়া স্টিং অপের মত এক স্যুটকেস এক্সপ্লোসিভ দিওয়ালী ধমাকা হলে? হেলমেটে হবেনা, স্পেসস্যুট ট্যুট জাতীয় কিছু লাগবে, আপাদমস্তক।ঃ)
  • arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৮ | 202.56.207.56
  • রাম ফ্রি দিলে ভাল হত...ঃ)
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৪ | 121.242.177.19
  • টিকিট প্রায় বিক্রি হয়ই নি। টিভিতে কাগজে অ্যাড দিয়ে টিকিট বিক্রি করতে হচ্ছে। আজ দেখলাম কাগজে, নিরুলা / সাবওয়ে / আর কোথায় কোথায় যেন খাবার সাথে একগ্লাস কোক কিনলে কমনওয়েলথের একটি করে টিকিট জেতার চান্স।
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৬:০৩ | 121.242.177.19
  • শ্রাবণী, আমার হেলমেটটা ধার নিয়ে যেও। ঃ-)
  • shrabani | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৬:০০ | 124.30.233.102
  • *নয়ডা
  • shrabani | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫৯ | 124.30.233.102
  • CWG র এই স্ক্যাম ট্যাম গুলো মিডিয়া আরও আগে ফাঁস না করে আমার যা লস করে দিল! ওপেনিং সেরেমনি র টিকেট নিয়ে বসে আছি, বাড়ি থেকে সবাই ফোন করে বারণ করছে, বলছে নেহেরু স্টেঃ র ধারেকাছেও যাতে না যাই।ঃ(
    এই বাজারে আমরাই যে সব দেখেশুনে যেতে খুব ইচ্ছুক তাও নয়, তবে এতগুলো টাকার টিকেট, আফশোষ, আফশোষ!
    ন্যডা এক্সপ্রেসওয়েতে যে সাইক্লিং ট্র্যাক সেটারও নাকি বৃষ্টিতে গঙ্গাপ্রাপ্তি হয়েছে, ধসে পাতালপ্রবেশ!
  • Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৯ | 121.242.177.19
  • ঘুণপোকাও ঐ হাত দিয়েই বেরনো ...
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৮ | 202.54.74.119
  • মন্দাক্রান্তা সেন যে "বিখ্যাত বামপন্থী কবি' জানতাম না তো !
  • arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩৯ | 202.56.207.56
  • শ্রাবণী
    ঠিক। একদম ঠিক। শীর্ষেন্দুকে এখনো মাপ করি জাস্ট আগে ঐরকম লিখেছে বলে...
    এবারে গল্প "পোকা' তার কত আগে লিখেছিল "কীট'---জাস্ট চোখ বন্ধ করে থাকি...
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:২১ | 216.52.215.232
  • পত্রিকা একসময় সস্তায় বেশ পুষ্টিকর ছিল। এখন জানি না কী দাঁড়িয়েছে।
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৮ | 202.54.74.119
  • আর "পত্রিকা'? ৩০ ?

    যার যেমন রেস্ত, সে তেমন কিনবে? বেশ বেশ।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৩ | 59.163.30.4
  • দেশ -- ১০০/-
  • shrabani | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৩ | 124.30.233.102
  • আমি এখনও অবধি সাহস করে আনন্দমেলা পড়েছি, অন্যগুলো পাড়াপড়শীর হাতে ঘুরছে। দুচারটে বাদ দিলে আমার ঠিকই লেগেছে। অর্জুন, মিতিন এগুলো তো ভালই। ছোটদের হয়ত ভালই লাগছে।
    অবশ্য শীর্ষেন্দুতে হতাশ, তবে ওনার এত অজস্র ভালো ভালো লেখার কথা মনে করে এটা আনদেখা করে দিলাম।
  • raj | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৫:০০ | 202.79.203.43
  • আবাপ ৬০ টাকা , উনিশ-কুড়ি - ৪০ টাকা
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৫ | 204.138.240.254
  • সঙ্গীতা কিছুই না। তিলুদা, তিলোত্তমা পড়ে দেখুন।
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৫ | 202.54.74.119
  • * এখন
  • saikat | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৪ | 202.54.74.119
  • আবাপের পূঃবাঃ-র দাম একহ্ন কত? বাড়তির দিকে না কমতির দিকে?
  • d | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৪:৩৫ | 59.161.147.248
  • ও হ্যাঁ নাদিন গর্ডিমারকে খেয়াল করে পড়তে গিয়ে একটু রেসিস্ট টাইপ লাগল। ঃ(
    ইন্ডো কী বলে জানার ইচ্ছে রইল।
  • til | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৯ | 210.193.178.129
  • যে যাই বলুক, পুজো সংখ্যা কিনবৈ, অলরেডি দেশে বলে রেখেছি কিনে রাখতে। এখানে একজন চুটিয়ে ব্যবসা করে, দক্ষিনা ১৫ ডলার , প্রায় ছশো; তাই একতু সবুর করি।
    সঙ্গীতা? সমরেশ বসুকে বিবরের জন্যে কাঠগড়ায় তুলেছিল, তুলনায় বিবর তো ধর্মগ্রন্থ!
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৫ | 89.203.49.18
  • আমার আবার প্রচেত গুপ্তকে 'হূ-আ'র ছোটভাই আহসান হাবিব এর মতন লাগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত