এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৮ | 89.203.49.18
  • পাই, মেল চেক কিয়া যায়ে।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৭ | 122.252.231.10
  • সে রাম নাই, সে অযোধ্যাও নাই।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৩ | 115.117.236.32
  • আগের পোস্টে অযোধ্যা-র পরিবর্তে "হা রে রে রে হিন্দুত্ব' পড়বেন।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:২৩ | 115.117.236.32
  • আদবানীকূলের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে অযোধ্যা নামক পবিত্র গাভীটির বাঁটে আর দুগ্‌ধ নাই, সে তুমি যতই মৃতবৎসা'র সম্মুখে রামজন্মভূমি নামক খড়ের বাছুর আগায়ে দাও না কেন ! আশা করতে ইচ্ছে করে, আমরা ঢের বুঝেছি ইত্যাদি।
  • ooo | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:২০ | 151.141.84.194
  • তাজমহল দিলওয়ারা মন্দির আড়াই দিন কা ঝোপ্‌ড়া এইসব ব্যাপারে ও কি শোনা যাচ্ছে কিছু?
  • ooo | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:১৮ | 151.141.84.194
  • দক্ষযজ্ঞ কোথায় হয়েছিলো? কে যেন বললো সেটা নাকি কঙ্খলে হয়েছিলো!আমার মনে পড়লো কন্‌কল!
  • ooo | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:১৬ | 151.141.84.194
  • পোড়া ইঁটের বাড়ীতে থাকতে মন চায়। এইসব রং চুনকাম বড়ো খারাপ। কাঠের বাড়ীও ভালো তবে ভীমরুল হয়।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২২:০৯ | 115.117.236.32
  • হুঁ, মুশকিল হচ্ছে যে যা বিশ্বাস করে সে তাই শুনতে চায়। কিন্তু কেউ দক্ষযজ্ঞ করে , কেউ করে না।
    এই যেমন , চাররাস্তার মোড়ে চোঙা হাতে নিয়ে বলুন না, মহাভারত পোয়েটিক লাইসেন্স-মাত্র, আর্কিওলজিকাল প্রমাণে শুধু রুরাল, প্যাস্টোরাল ইকনমি, শুধু কিছু পোড়া ইঁট ও মাটির বাড়ি, ঐসব অস্ত্রশস্ত্র কেবলি কল্পকথা, দেখুন কী হয় !

    তারপরে কৃষ্ণ-সরি, কাশী-মথুরা তো আভি সাবজুডিস হ্যায় !
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৪ | 122.162.75.106
  • হুঁ, বেশি খুঁড়লে ব্রজদার মত ওয়্যারলেস যুগেও পৌঁছে যেতে পাত্তেন। ঃ-)))
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৩ | 122.162.75.106
  • টিভিতে যা দেখছি, দুজন জাজ বলেছেন ওখানে রাম জন্মেছিল বলে "মান্যতা হ্যায়'। মানে পাবলিক রেলিজিয়াস সেন্টিমেন্টের দোহাই দিয়ে রামের জন্মকে বেনিফিট অফ ডাউট দেওয়া হয়েছে।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:৫২ | 115.117.236.32
  • তাছাড়া ঠিক কতদূর (গভীরতা ও সময়সারণী উভয়ার্থে) খুঁড়লে তবে খোঁড়ক বলা যায়, তারো একটা রাংলি রাংলিওট ভার্ডিক্ট দরকার ছিল না কী? বেঞ্চ যখন এতই করলেন, এইটা আর বাকি রইল কেন?

    যেমন মনে করো, প্রথমে ছিল শৈব মন্দির। তা ভেঙে হল বৌদ্ধস্তূপ। তদুপরি বৈষ্ণব উপাসনাস্থান। সর্বোপরি মসজেদ। খুঁড়তে খুঁড়তে নাহয় শিবমন্দির অবধি পৌঁছলেন। আরেকটু খুঁড়লে যে মহেঞ্জোদরোর বেরাদরি উপাসনাগার পেতেন না, ক্যামনে জানলেন?
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:৪১ | 122.162.75.106
  • ভারতে মুসলমান শাসনে কোন কোন জায়গায় হিন্দু মন্দির ভেঙে মসজিদ ইত্যাদি তৈরি হয়েছে, এর একটা লিস্টি পাওয়া যাবে?
  • nyara | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৭ | 122.167.170.92
  • যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে ASI বলেছে মসজিদ একটা মন্দিরের স্ট্রাকচারের ওপর তৈরি। আগে এই খবরটা বেরিয়ে থাকলে জানতাম না। RSS-BJP-র এই দাবী আমরা অনেকেই a priori নস্যাৎ করে দিয়েছিলাম। আমার চোখ খুলেছে - কিছুটা হলেও।

    কিন্তু মুশকিল অন্য জায়গায়। হিন্দুত্ববাদীরা এই দাবী অন্য জায়গা - বিশেষতঃ তাজমহল - সম্বন্ধেও করতে শুরু করেছেন।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:২১ | 115.117.236.32
  • সত্যি কি দু'জন জাজ জায়গাটাকে রামের জন্মস্থান বলে রায় দিয়েছেন? হে রাম !

    অবশ্য তোমাদের জিগ্গেস করে আর কী-ই বা হবে! সোলি সোরাবজি পর্যন্ত বলতে পারলেন না,-রায়ের কপি না পড়ে বলা যাবে না-বললেন ! কিম্বা বলতে চাইলেন না।

    তাহলে রাম ঐতিহাসিক ব্যক্তিই হলেন। আর যারা তা মানবে না , তারা নিশ্চয়ই আদালত-অবমাননাকারী !

    এই রাস্তা ধরে বাদবাকি সব দেবতাগণ, সব ধর্মেরই-

    হা অবিশ্বাসী! হা মৌলিক অধিকার !!!!!
  • I | ৩০ সেপ্টেম্বর ২০১০ ২১:০৭ | 14.96.173.184
  • REMEMBERING PUJARI LALDAS
    ---------------------------
    Pujari Laldas was interviewed on October 30, 1990 for the film "Ram Ke Naam / In the Name of God" by Anand Patwardhan. Excerpts:

    What do you think of the Vishwa Hindu Parithad' plan to build a temple?
    This is a political game played by the VHP. There was never a ban on building a temple. Besides, according to our tradition, any place where idols of god are kept is a temple. That the Hindu custom. Any such building is considered a temple. And even if they wanted to build a separate temple, why demolish a structure where idols already cxist?

    Those who want to do this are actually more interested in creating tensions all over India in order to cash in on the Hindu vote. They don't care about the genocide that will occur ? how many will be killed, how much destroyed, or even about what will happen to Hindus in Muslim majority areas.

    Since 1949 no Muslim created any trouble here. But when these people began to shout: "The sons of Babar must pay with their blood," then the whole nation was engulfed in riots and thousands were killed. Still they felt no remorse for the tensions they had created. Till now, Hindu-Muslim unity has existed in our country. Muslim rulers granted land for temples- Like Janki Ghat, and parts of Hanuman Garni were built by Muslims. Muslim rulers donated all this property to temples. Also, Amir Ali and Baba Ramcbaran Das made a ' pact of harmony between Hindus and Muslims, dividing the Janma- bhooml so Muslims could pray in one part and Hindus in the other. Now, all this effort has been laid to waste.

    All the communal riots that have rocked India have been caused for financial and political gain lt has nothing to do with Ram's birthplace I am the priest of the Ram Janma-bhoomi temple and I honestly say that until today VHP members have never made a single offering or even prayed at the temple. Instead they created obstacles and it took a writ petition to get prayers restarted. So the local populace never accepted them. But tbere are some priests who are greedy and were bought. Then the Ram templr bricks cam-paign began and they built their own rooms and houses. They fooled the public and made big buildings. They collected millions in donations which they deposited in various banks, some of it into their personal ac counts. So, if people are killed, they don't care. All they care about is money and power. Those who talk of a Hindu nation and create violence in the name of Ram are from the upper castes and they all love the good life. There's not an iota of renunciation or sacrifice or public concern in them. They merely exploit people's religious feelings in order to maintain-their own lifestyles.
    And instead of going on foot we go by air ? we go first class and live in air-conditioning. So, where once we renounced worldly comforts in order to meditate and work for the public good, now we are so fully immersed in worldly matters that we can only think in materialistic terms What can we say of today's religious leaders? They merely perpetuate the material order. Big businessmen say: "Defend the Hindu religion" and the country's rich, like Ashok Singhal here, claim themselves to be devotees of Ram. Was It Ram's ideal that the people must starve to death? This great deprivation in our country ? shouldn't our religious leaders be concerned with it? If yuu have money or if the rich listen to you, shouldn't you use that money to help the poor? Like Mother Teresa does? Or like our religious leaders did in the past?

    Those who don?t like you accuse you of being a Communist?
    To be called a Communist is a matter of pride for me. Doesn't the Communist speak of the right of every individual to food, clothing and shelter? If we believe in the ideals of Lord Ram, we know (quoting the Ramayana) ? "In Ram's kingdom none suffered, all werehappy." So, the Communist toowants the same thing: food, clothing,
    education for all. We believe in Ram's ideals and if others say the same things we respect them as well. At least Communists never called for genocide!

    Not only in Ayodhya but all over India people should oppose this. We should never hurt the religious sentimcnts of others and break their hearts.

    Today, there seemto be a wave in our country ? those who speak of hatred get a bigger following than those like you who speak of love.
    It's not like that. When a flood comes, when there's a cyclone, all the trains and buildings fall down, all roads and utilities get destroyed. There's a verse written in the Ara-nya chapter of the Ramayana. "When the rains are heavy the grass grows so tall that it's difficult to find the right path." So, when charlatans speak, the truth gets hidden. Like if someone eats an intoxicant, he's capable of anything. He can go mad, attack, even commit suicide. In the moment of frenzy the capacity to think gets destroyed. But the rainy season is short. Afterwards, people regain their ability to reason. So, today the things people do, it's s kind of frenzy. But when they're faced with the truth....
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৭ | 122.162.75.106
  • রামলালার পার্টিটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পার্টি, এদেরই পেছনে ব্যাকিং আছে বিজেপি ভিহেইচপি ইত্যাদির, নির্মোহী পুরোপুরি ধর্মবিশ্বাসের ওপর তৈরি হওয়া পার্টি। কোনও রাজনৈতিক ব্যাকিং নেই।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৬ | 122.162.75.106
  • শিওর জানি না, তবে আন্দাজ হয়, এরাও রামভক্তের দল। কেবল ঐ রামলালাকে মামলার একজন পার্টি হিসেবে মেনে নিতে পারে নি বলে আলাদা পার্টি বানিয়েছিল।
  • aka | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৫ | 168.26.215.13
  • নির্মোহি আখড়া যেমতি ভাট। ১০ টায় ঝিনচ্যাক মিটিঙে ডেমো দিতে হবে, এখন ৮ঃ৩০, সার্ভার বসে গেছে, অথচ আমি ভাটাচ্ছি। ৮ঃ৩০-১০ঃ০০ র যে বড়দের মিটিং সেটায় গেলাম না। বস বলে গেল, কাল একবার দেখে নেওয়া উচিত ছিল। টেনশনও হয় না আজকাল।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৫ | 122.252.231.10
  • বাট এনিবডি প্লিজ শেড এনি লাইট অন নির্মোহি আখড়া?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৩ | 112.133.206.18
  • সুলোচনা বোলে তো?
  • til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৭ | 220.253.188.98
  • indeterminate প্রবলেমের ও উত্তর আছে তাহলে, ধন্য মহামান্য জাজগণ। স্যালুট টু ইউ।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৬ | 160.103.2.224
  • হেহে, এগজ্যাক্টলি শমীক ভায়া। সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। ;-)
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৪ | 121.242.177.19
  • হুঁ। একদিন ব্রিটিশ ভারতও তিনভাগে ভাগ হয়েছিল ঃ-) লোকজনকে মাল্টিপল চয়েসও দেওয়া হয়েছিল ঃ-)))
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৩ | 124.124.244.109
  • শর্মার জাজমেন্ট দেয়নি সাইটে!
    বাকী দুজন জাজের দিয়েছে। মূর্তিগুলো ১৯৪৯ এ রাখা হয়েছিল সেটা বলছে রায়। তবে আরো বলছে স্ট্রাকচার টা মসজিদের নিয়ম মেনে তৈরী হয়নি, বাবর বানায় নি, বানিয়েছিল মীর ওয়াকী, যে কিনা শিয়া মুসলিম ছিল। অতএব এটা সুন্নিদের বোর্ডের অন্তর্গত হওয়ার চান্স নেই তাই সুন্নি ওয়াকফ বোর্ডের আবেদন খারিজ.................এটসেটরা।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪২ | 160.103.2.224
  • আমার এই তিন ভাগের ফান্ডা টা বেশ মনে ধরেছে। এবার কাশ্মীর কেও তিন ভাগ করে দিলে পারে। একটা ইন্ডিয়ার, একটা পাকিস্তানের আর একটা আজাদ কাশ্মীর। কাশ্মীরিদের মাল্টিপল চয়েস দিয়ে বলা হবে পিক ওয়ান। ঃ)
  • til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪২ | 220.253.188.98
  • ডিপেন্ডস অন দ্য এজ! সুলোচনা হলে সেম অ্যাজ বাড়ীওয়ালাস।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৯ | 121.242.177.19
  • হোয়াট্যাবাউট বাড়িওয়ালী'স্‌?
  • til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৭ | 220.253.188.98
  • অর্পণ বাবু,
    অগর ব্যাঙ্গালোর মে মিলেঁ তো জরুর এক পাত্তর গ্রোভার হো যায়েগা। আই হেট বাড়ীওয়ালা'স।
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৪ | 124.124.244.109
  • সামারি টাই ২৪ পাতার, কিন্তু পড়তে বেশ ইন্টারেস্টিং লাগছে। আলাদা আলাদা জাজের মতামতও পড়তে হবে। সব মিলিয়ে আটহাজার বলছে। ডাউনলোড শুরু করি।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৩ | 122.252.231.10
  • রাতের অন্ধকারের বিরুদ্ধ মত হল দিনের আলোর গভীরে। ঃ-)
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩২ | 160.103.2.224
  • আমি তো জানতাম ১৯৪৯ এ রেখেছিল, রাতের অন্ধকারে। যখন সব গার্ডগুলো ঘুমোচ্ছিল। ঃ)
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩১ | 121.242.177.19
  • মানে? বিরুদ্ধ মতটা কী ছিল? রামলালা নিজে নিজে হেঁটে এসে মসজিদের ভেতর বসে পড়েছিলেন?
  • nyara | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৯ | 122.167.170.92
  • রাতের অন্ধকারে রেখে গেছে কিনা সেটা এই মামলার অন্যতম বিবেচ্য ছিল।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৬ | 122.252.231.10
  • তিলুদা, মেলবোর্নে আমার বাড়িওলা থাকে (আমার লুরুর বাড়িওলারা সব আইটিওলা এবং এনারাই)। তাকে ডেকে না হয় একপাত্তর খাইয়ে দিয়েন। ভালো ছেলে।

    আমার ডাউন আন্ডার যাইবার কোন সম্ভাবনা নাই।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৫ | 121.242.177.19
  • কোয়ার্ক,

    পঞ্চাশের দশকে রাতের অন্ধকারে কেউ বা কাহারা রামলালার একটি মূর্তি মসজিদের ভেতরে স্থাপনা করে গেছিল। এই মামলায় রামলালার সেই মূর্তি (deity) একটি লিগ্যাল পক্ষ। মূর্তির হয়ে লড়ছে রাম জন্মভূমি কমিটি, কিন্তু আসল পার্টি রামলালার মূর্তি।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৪ | 160.103.2.224
  • কিসের আখড়া ? কুস্তি টুস্তি হয় ?
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২২ | 122.252.231.10
  • এই নির্মোহি আখড়ার গল্পটা কী?
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:২১ | 124.124.244.109
  • "সুন্নি ওয়াকফ বোর্ড" টা আবার বলছে "বাবরি মসজিদ কমিটি"। সুন্নি ওয়াকফ বোর্ডের টাইটল স্যুট ডিসমিস হয়ে গেছে।
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৯ | 124.124.244.109
  • The Allahabad High Court rules by majority that the disputed land in Ayodhya be divided into three parts to be distributed among the Sunni Waqf Board, Nirmohi Akhara and the party for 'Ram Lalla', say lawyers.
  • til | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৬ | 220.253.188.98
  • এরা কি সব বালখিল্য! কথায় বলে জ্ঞানীব্যক্তি রেনি ডে র কথা আগেই ভেবে রাখেন। এত বড় ছুটির মওকা অথচ ঘরে ইসে নাই?
    ধ্যুস আমি ভাই মাসকাবারি জিনিষপত্তের সঙ্গে এক ক্রেট লাল দ্রাক্ষারস কিনে রাখি, বলা তো যায় না কবে অর্পণ এসে হাজির হবে!
    না, দামী দ্রব্য নহে। আজকাল ওয়াইন মার্কেটে glut এর নিমিত্ত অনেক দামী বস্তু clear skin অর্থ্যাৎ unbranded হিসেবে বিকোয়, তবে জহুরীর জিভ থাকা আবশ্যিক।
    চিয়ারস টু অর্পনস স্পীডি রিকভারি!
  • quark | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৪ | 202.141.148.99
  • The site of the Ramlala idol to Lord Ram

    এর মানে কী? লর্ড রামের বংশধর কে?
  • Paramita | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯ | 122.167.170.92
  • অনীকের == অনেকের
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৯ | 124.124.244.109
  • TOI তো তিনভাগ বলছে। তাতে তো সুন্নির ভাগটাই বেশী।
  • Paramita | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৫ | 122.167.170.92
  • এমন ট্র্যাফিক বিহীন রাস্তা লুরুতে বন্ধের দিনও দেখি নি। সব ইশকুল কলেজ ছুটি, অনেক আপিশ ডাব্লুএফহেচ, অনীকের দুটোয় ছুটি হয়ে গেছে।
  • Arijit | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৭:০১ | 61.95.144.122
  • পুরো ঘেঁটে দিলো। TOI টিকার দিচ্ছে ৩ ভাগ - রামের মূর্তি রামপক্ষের, সীতার রান্নাঘর আর একটা কি যেন নির্মোহি আখড়া, বাকি সুন্নি বোর্ড।
  • shrabani | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫৫ | 124.124.86.102
  • কোথায় দেখাচ্ছে? টিভিতে? ভুলভাল!
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪১ | 121.242.177.19
  • আমাদের আপিস এইট্টি পার্সেন্ট ফাঁকা, আমরা কজন পড়ে আছি। বাইরে জীবনযাত্রা অত্যন্ত স্বাভাবিক।

    মেট্রো ফেট্রো সব চলছে।
  • Arijit | ৩০ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪০ | 61.95.144.122
  • তিন জন তিন রকম জাজমেন্ট দিয়েছে - আইবিএন লাইভ।

    খান - ১/৩ করে তিন পক্ষকে (রামলালা, নির্মোহি আখড়া, সুন্নি ওয়াকফ বোর্ড)
    আগরওয়াল - নির্মোহি আখড়া আর সুন্নি বোর্ডের স্যুট ক্যানসেল, ১/৩ অংশ রামলালা
    শর্মা - পুরোটাই রামলালা

    রামের দাবিই মেনে নিলো মনে হচ্ছে। ছ্যাঃ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত