৭ বছর পর পূজোর সময় কলকাতায় যাচ্ছি। দিল্লি এয়ারপোর্ট থেকে ভাটপাতায় লিখছি। আমার মত গোমরাথোরিয়ামের মনটাও খুশি খুশি। বাড়ী থেকে এয়ারপোর্ট আসার সময়, বেশ মিনিট পনের ট্যাক্সিতে যাওয়ার পরে আমার বউ ক্যাসুয়ালি জিগ্যেস করল, তোমার মোবাইলটা এনেছ তো? তখনই আবিস্কার করলাম যে ওটা বাড়ীতে ভুলে এসেছি। আবার ফেরৎ গিয়ে মোবাইল নিয়ে আসা হল। তার পর থেকে আমার বউ পুরো সুখেন দাসের মতো মুখ করে আছে, যে আত্মত্যাগ করে হিরোকে বাঁচিয়ে দিলো। কলকাতা গিয়ে দেবীর ভজনা করতে কত খসবে কে জানে??? উৎকন্ঠায় আছি।
তা ঠিক, আমার কলকাতার মেট্রো আর সে¾ট্রাল অ্যাভিনিউ মনে পড়ে গেল।
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৮:২৪ | 122.167.170.92
আকা, আম্রিকার এক লেনের সঙ্গে এখানকার "আমরা সবাই রাজা" এক লেনের তুলনা হয় না।
aka | ০৭ অক্টোবর ২০১০ ১৮:২১ | 168.26.215.13
পামিতা-দি, আমাদের এখানে আই-৮৫ গত চার বছর ধরে এক লেন ছিল। নর্থ-সাউথ ডিভাইডারে পাঁচিল বসাচ্ছিল, যাতে অ্যাকসিডেন্ট কম হয়। এখন ঝক্কাস হয়ে গেছে। কলম্বাস-আটলান্টা প্রায় পুরোটা স্পীড লিমিট ৭০। আমি ৭৫ এ চালাই (মাঝে মাঝে ৮৫ হয়ে যায়, আশেপাশে মামু না থাকলে)।
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৮:১৪ | 122.167.170.92
আমরা একটা রাস্তার কাছে থাকি, যেটা মেট্রোপলিটন বাইপাস সম। শহরটাকে বৃত্ত করে গেছে। এমনিতে চমৎকার রাস্তা ছিল। এবার সেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এয়ারপোর্ট অবধি নিঃসিগনাল রাস্তা বানাবে নাকি। ফলস্বরূপ একজিস্টিং লাইটগুলোতে ফ্লাই ওভারের প্রজেক্ট। প্রতিটা এক থেকে দু বছরের। এবার প্রথমেই রাস্তাটা পুরো খুঁড়ে দেবে আর এক চিলতে লেনে দু মুখো ট্র্যাফিক সংগ্রাম করবে। চলবে এক বছর ধরে। কে এমন প্ল্যান করে কেউ জানে না।
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৮:০৪ | 216.52.215.232
সরি। মিশ্টেক। মিশ্টেক।
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৮:০৩ | 216.52.215.232
হ্যাঁ।
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৮:০৩ | 122.167.170.92
আরে রেডিমেডই তো পরি। এইবার দেশে এসে ভাবলাম বানাই একটা।
ইন্দিরানগর কত আর, দশ বারো মাইল হবে। কিন্তু মাইলে এখানে কিছু হয় না। এক একদিন একশো মিটার যেতে আধ ঘন্টা লেগে গেল, এমনও হয়। হ্যাঁ, রঞ্জনদার সঙ্গে মোলাকাত হয়েছে কয়েকবার। ওনারাও আমাদের তুলনায় তামিলনাড়ুতে থাকেন।
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৫৭ | 216.52.215.232
ইন্দিরানগর তো পশেস্ট এরিয়া। পা রাখলেই ছ্যাঁত করে ফোস্কা পড়ে!
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৫৫ | 216.52.215.232
আমাকে বলে ক্ষী হবে! ঃ D
a x | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৫৪ | 99.188.81.145
রেডিমেড পরলেই হয় তো :-|
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৫২ | 216.52.215.232
* বিধাতার
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৫২ | 216.52.215.232
আমার বউয়ের সালোয়ারগুলি এই উইকেন্ডে আসবে দর্জিনীর দোকান থেকে।
উইকেন্ডটা শান্ত গেলে হয়। সবই বিধারার আইন যদিও, যা কপালে আছে তাই হবে! ঃ s
a x | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৫২ | 99.188.81.145
ইন্দিরানগর কি অনেক দূর পারমিতাদের ওখান থেকে?
আর রঞ্জনদা (ঘো) নেই ওখানে, এখন?
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৭:৪৭ | 122.167.170.92
ডিডিদাদা, সুইমিং পুল নিয়ে আমার কোন ইশে নেই, কারণ আমি সাঁতার জানি না। আর আমার সুযোগ্য মেয়েরাও জলে নামতে ভয় পায়। টেনিস কোর্টও আমরা চিরকাল সপরিবারে অ্যাভয়েড করে আসছি।
ডিডিদাদা যে কি কন। যেখানে ডিডিদাদা থাকে সে তো প্রায় সিটি সেন্টার। সেইখানে পা ছোঁয়ানো যায় না, পুড়ে যাবে। ঐ তিলুবাবুর মত "যখন ছোট ছিলাম" অইখানে থাকতাম।
নেই নেই করেও লুরুতে হাত বাড়ালেই অনেক বন্ধু। কিন্তু ব্যাঙ্গালোরের পকেট পাহাড় পেরিয়ে.. হয়ে ওঠে না। শুক্রবার বিকেল হলেই মনে হয়, কোথায় যাই, কোথায় যাই। কি খাই, কি খাই। কারে চাই, কারে চাই। কিন্তু কোথাও যাবার থাকে না। থাকলেও যেকোন জায়গায় যেতে গেলেই ওয়ান ওয়ে এক থেকে দেড় ঘন্টা ভাবলেই টিভি চালিয়ে বসে পড়ি।
আসলে কাল কলকাতা যাবো পনেরো বছর পর পুজো দেখতে, মেয়েদের প্রথম, লুরুর দর্জি লাস্ট মোমেন্টে সাধের সালোয়ারটা ঝুলিয়ে না দিলে এত কথা বলতামই না।
saikat | ০৭ অক্টোবর ২০১০ ১৬:৪২ | 202.54.74.119
Mario Vargas Llosa এবারের সাহিত্যে নোবেল।
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৬:৪১ | 216.52.215.232
ঃ-)
dd | ০৭ অক্টোবর ২০১০ ১৬:৪১ | 124.247.203.12
মোটকথা রবীন্দ্রনৃত্য আর সুইমিং পুল একসাথে হয় না, টেনিস কোর্ট থাকলে নজরুলগীতি শুনতে পাবে না। দর্জি চাই ? তো পার্কের মায়া ত্যাগ করো।
এই সবই বিধাতার আইন, তক্কো করে লাভ নেই।
jayanti | ০৭ অক্টোবর ২০১০ ১৬:৩৭ | 59.178.146.153
তিল,একদম ঠিক বলেছো।আমরা যখন দিল্লী এসেছিলাম,জলের দরে ফ্ল্যাট,রোহিণী বা দ্বারকার দিকে সস্তা জমি। তবুও কারো হুঁশ হল না। ক্লাবের মিটিং-এ কত্তারা সব এক হাতে কফি, অন্য হাতে তাস/দাবা/ছিগারেট-গম্ভীর রায় দিতেন-আরে,দুদিন পরে ফিরেই যাব, ঝামেলা বাড়িয়ে লাভ কি। বাড়ীভাড়ার খাতে আমরা যে পয়সা গুনেছি, সেটা নিজের বাড়ীর পেছনে খচ্চা কর্লে আজ আমাদের সকলের দিল্লীতে অন্তত দুখানা বাড়ী থাকত। হায়, সেই ফেরা আর হয় নি কারো।সকলেই এখন পাকাপাকি দিল্লীবাসী।
dd | ০৭ অক্টোবর ২০১০ ১৬:১৯ | 124.247.203.12
আমি বোলবো ?
পামিতারা আসলে আম্রিগায় থাকে। যে কমপ্লেক্সে থাকে সেটা লুরুতে হলেও বে অরিয়ার এক্ষটেনসন।
তুমি আমাদের পাড়ায় এসো। হুলিয়ে বাংলা কলচর পাবে, সাথে পিকনিক ফ্রী। সরু রাস্তার উপর গরুটিও শুয়ে থাকে আর রাতের বেলায় নেড়ী কুকুরের চিৎকার। কিছু হলেই হলো,অম্নি জলসা।
হ্যাল মার্কেটে নোংরা শালপাতা আর গোবর পেড়িয়ে বিশুদ্ধ বাংলায় আড় মাছ কিনো। দরদাম করে। আর দোকানীও নতুন দেখলে ওজেনে ঠকাবে। প্রচুর মাছি।
ফিরবার পথে কদমা আর গুড়ের বাতাসা কোনো,ব্রেকফাস' করো লুচি আলুদ্দমে।
তোমার পাড়ার সিলেকশন ভুল হয়েছে।
stoic | ০৭ অক্টোবর ২০১০ ১৬:১৮ | 160.103.2.224
কোনো জমিও কিনে রাখা নেই, ফেরারও বিন্দুমাত্র ইচ্ছে নেই, আমার যে কি হবে ! ঃ(
til | ০৭ অক্টোবর ২০১০ ১৬:১৬ | 220.253.185.165
ঐ যে, কলিতে ফিরিব সদাই এক ভাবনা! তবু কিনেছিলাম, এই সেদিন অবধি ছিল এক ছটাক জমিন। বেচে দিলাম, অত দূরে কে থাকে, তারচেয়ে এখানেই বা মন্দ কি! (বাট রিয়াল এস্টেট ইজ নেভার লেট!)
Arpan | ০৭ অক্টোবর ২০১০ ১৬:০৯ | 216.52.215.232
আমি আগে কসমস মলের উল্টোদিকে থাকতাম। অফিস জিঞ্জার হোটেলের কাছে।
তিলুদা, তখন ক'একর কিনে রাখলে সাতপুরুষ শুয়ে বসে খেত!
JAYANTI | ০৭ অক্টোবর ২০১০ ১৬:০৫ | 59.178.146.153
অর্পণ,
কোনো পাকা ঠিকানা নেই।ঐ এরিয়াতে কোন না কোন হোটেলে উঠি।
til | ০৭ অক্টোবর ২০১০ ১৬:০৪ | 220.253.185.165
অর্পণ (বাবু)/দা (take your pick!) , একবারই হোয়াইটফিল্ডে গিয়েছিলাম, দিগন্ত পেরিয়ে । হুম মনে পড়ছে, একটা সাইনপোষ্ট ছিল, site for Arpan!। তখন ওখানে টাকায় পাঁচকাঠা জমি মিলতো!
হতেই পারে না। সবচেয়ে পুবপানে থাকি আমি। যারে কয় হোয়াইটফিল্ড।
de | ০৭ অক্টোবর ২০১০ ১৫:৫০ | 59.163.30.4
পারমিতা, তোমার পরিস্থিতি বুঝতে পারছি! তবে বাঙালীর পপুলেশন যদি বেশী হয়, কোন বেঙ্গলী অ্যাসোসিয়েশন ধরনের কিছু থাকলে তাদের সঙ্গে যোগাযোগ রাখলে অনেক সুবিধা হয় -- আমাদের এখানকার বেঙ্গলী অ্যাসোসিয়েশনে বাচ্চাদের অনেক ক্লাসের বন্দোবস্ত আছে, বাংলা শেখার ক্লাস ছাড়াও, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভরতনাট্যম, কথকের ক্লাস, ইয়োগা ক্লাস, আঁকার ক্লাস ইত্যাদীর ছড়াছড়ি!
আমার অবশ্য একটা বড় সুবিধা মহারাষ্ট্রে/মুম্বইতে থাকা -- এখানে শাস্ত্রীয় সঙ্গীত আর ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল -- এই দুটোরই খুব ভালো শেখার জায়গা আছে।
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৫:২৫ | 198.95.226.224
অরিজিৎ, অ্যাকচুয়ালি আমি সওয়াতে চাই না। "যেন ভুলে না যাই, বেদনা পাই .." ইত্যাদি বলতে পারো। নইলে যেটুকু সঙ্গে এসেছে, তাও যাবে। মেয়েগুলোর জন্য চাই তো।
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৫:২২ | 198.95.226.224
দে, আমি পুরোনো ব্যাঙ্গালোরে থাকি না। এখানে স্থানীয় কালচার বলতে কিছু নেই কারণ সবাই আমার মত বহিরাগত ও কনফিউজড দেশী। নিজেদের মত করে একটা যৌথ কালচার ফিগার আউট করার চেষ্টা করছে। তবে এটাও ঠিক আমরা মেনসট্রিমে ঢোকার চেষ্টা করি না। দীর্ঘদিন যদি টিঁকে যাই এখানে, ভাষাটা হয়ত একটু আধটু বলতে চেষ্টা করব। সুবিধের জন্য। তার বাইরে যাওয়া সত্যিই হবে না এই বয়সে আর।
til | ০৭ অক্টোবর ২০১০ ১৫:২০ | 220.253.185.165
আমি যখন ছিলাম তখনও ব্যাঙ্গালোর bengal URU হয়নি। ফ্যাক্টরিতে পাঁচহাজার লোকের মধ্যে তিনঘর বাঙালী। সর্ব সাকুল্যে পুরো শহরে দুহাজার (?) মোটে বাঙালী। পরে শুনি মাতিক্কেরে ( রামাইয়া কলেজের পাশে) পুরো বাঙ্গালীটোলা হয়ে গেছে, দলে দলে ছেলেমেয়েরা রামাইয়াতে পড়তে আসে; তখনও ওয়েষ্ট বেঙ্গলে WBUT হয়নি। তো ছেলেমেয়ের সঙ্গে মা আসেন, ছেলেমেয়ে চাকরী পায় ব্যাঙ্গালোরেই, মা বাবা থেকে যান। স্বীকার করি, একমত পারমিতা ম্যাডামের সঙ্গে। তখনও তরকারী পাওয়া যেত না, ওখানে তো ডেলিকেসি চালকুমড়ো! মাঝে গিয়েছিলাম বার দুই, যাই বন্ধুদের টানে (সবই সাউথ ইন্ডিয়ান, বন্ধুর আবার জাতপাত কি!) , শহরটা পালটে গেছে। সবচেয়ে মজার ও হাসির ব্যাপার হলো, আমার কোয়াটারস এখন কোম্পানীর ট্র্যানজিট হাউস, আমারই একদা বেডরুম (পেল্লায় বড়) তখন ২৬০০ টাকা একদিনের ভাড়া! আমারই একদা ড্রয়িং রুম এখন লাঞ্চহল। এবং আমার পোঁতা লেবুগাছে ফল ভরা!ধ্যুস, গল্পের গরু কোথায় যে পৌঁছে গেল!
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৫:১৩ | 198.95.226.224
নাহ, ঐ পকেটে যাই নি।
de | ০৭ অক্টোবর ২০১০ ১৫:১২ | 59.163.30.4
পারমিতা, সব চাওয়া তো একসাথে পাওয়া যায় না -- নৈহাটীর আঁকাকাকু, ঝুমঝুমি আর মেট্রো-সিটির লাইফ -- দুটোকে কি মেলানো যায়? তবু স্থানীয় জীবনের সাথে একটু বেশী কনট্যাক্ট থাকলে অনেক কিছুরই সন্ধান পাওয়া যায়! কিন্তু আমরা বাঙালীরা তো মিশিও একটা নির্দিষ্ট বৃত্তে -- তাই স্থানীয় কালচারের ভালোটুকুও আমাদের অধরা থেকে যায়!
Arijit | ০৭ অক্টোবর ২০১০ ১৫:১২ | 61.95.144.122
এগজ্যাক্ট কথাটা মনে পড়ছে না। বেসিক্যালি দু বছর মতন পরে সয়ে যায়।
jayanti | ০৭ অক্টোবর ২০১০ ১৫:০৮ | 59.178.146.153
আমি মাঝে মাঝেই লুরু যাই,কুন্দানাহাল্লি এরিয়াতে থাকি।তাই জিগাইলাম।
kc | ০৭ অক্টোবর ২০১০ ১৫:০৪ | 194.126.37.76
আচ্ছা এই অরিন্দম কি সিটিএসের অরিন্দম চক্রবর্তী?
Paramita | ০৭ অক্টোবর ২০১০ ১৫:০১ | 198.95.226.224
বুইলাম না - প্রাচিত্তির কিসের? জয়ন্তী, লুরুর একদম পুবদিকে থাকি আমি। শুনেছি আর কিছুটা গেলেই যেখান থেকে তামিলনাড়ু দেখা যায়।
jayanti | ০৭ অক্টোবর ২০১০ ১৪:৫৫ | 59.178.146.153
পারমিতা,লুরুতে কোথায় থাকো?
Arijit | ০৭ অক্টোবর ২০১০ ১৪:৫২ | 61.95.144.122
দু বছর হল ওই যাকে বলে প্রাচিত্তির পর্ব, তাপ্পর যস্মিন দেশে...
kc | ০৭ অক্টোবর ২০১০ ১৪:৫১ | 194.126.37.76
ন্যাড়াদাকে কতবার বললাম কর্ণাটক ইউনিতে গিয়ে রাজশেখর মনসুরের সঙ্গে আলাপ কত্তে, সেসব কিছুই করবেনা, শুধুই শুদুমুদু দুঃখু করবে। হ্যাঃ
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন