এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৬:০৩ | 122.162.17.29
  • মজা? ডোবা,পুকুর ,খাল-সব শুকিয়ে বাড়ি ঘর হয়েগেছে,মজে যাবার আর সময় পায় নিঃ)
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৫:৫২ | 125.20.3.146
  • তাহলে কিন্তু বেশ মজা হত। :-P
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:৪৬ | 122.162.17.29
  • আপনি কে,তা বেশ।আমি ভাবলাম কিজানি সে ব্যাটাই হয়তো এখানে এসে গুগলি দিচ্ছে.....যা দিনকাল!!!
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৫:৪২ | 125.20.3.146
  • হুম, দু জায়গাতেই আছে জেবিনগর। তাহলে এটা গুগলি না, টস রাউন্ডে যাবে। ভুল হইসে।
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৫:৪০ | 59.178.36.214
  • সরি,সরি।

    এত বড় ঘটনা ঘটল,কিন্তু সত্যি জান্তাম না।

    তবে মুম্বইতেও বোধহয় একটা জেবিনগর অছে।
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩৯ | 122.162.17.29
  • নানা জাগতিক ঝামেলায় জড়িয়ে আছি সোনা, একটু ফাঁকা হলেই আবার রোজ হাজিরা দেবোঃ)তোমাদের ওখানে কবে পুজো? কোলকাতায় আসছো কবে?
  • Bratin | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩৭ | 122.248.182.16
  • আমি তো বেশ গুছিয়ে বৃষ্টি হলেই খিচুড়ি খাবো বলে ঘ্যানঘ্যান করি.....
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩৫ | 92.225.75.232
  • এহ্‌ জয়ন্তী দিদিমণি দেখি একদম পড়া করেন না। ঢাকঢোল কাঁসি সহকারে এই যে ক'দিন আগে "জ্যোতিবসুনগর' এর উদ্বোধন হয়ে গেল, আপুনি লিচ্চয় তখন ঘুনু কচ্ছিলেন।
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩৩ | 125.20.3.146
  • কেন? কার্তুজ। বললেন-ই তো আমি K
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩৩ | 92.225.75.232
  • মামী, আমি লক্‌শমিপূজোর খিচুড়িতেও নেইঃ-) খিচুড়ি জিনিসটা ঠিক জিভে সয় না ঐ বর্ষার এক আধ দিন ছাড়া। নুচিরও ভক্ত নেই। আমি দুটি ভাতে আছিঃ-)

    ঠিক ঠিক, তোমার দেখাই পাওয়া যায় না। এমন ডুমুরের ফুল হলে কি করে?
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩২ | 59.178.36.214
  • মুম্বইয়ের জেবিনগর?
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:৩১ | 122.162.17.29
  • আপুনি কে?
  • Kartuj | ১১ অক্টোবর ২০১০ ১৫:২৯ | 125.20.3.146
  • এঃ, এতো পুরনো কতা, বলুন গুগলি।
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:২৭ | 122.162.17.29
  • জয়ন্তী,সেইটাই তো ধাঁধাঃ)
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:২৬ | 122.162.17.29
  • কেসি,রোজ ই তো চোখ মেললেই রং বদলাবার নানা ভার্সান দেখতে পাচ্ছি,আমি আর সে স্রোতে গা নয় নাই ভাসালামঃ)
    আছি একরকম। আশা করছি আগামি মাসে থিতু হয়ে যাব।আপনি গিন্নি ছানাসহ কেমন?
  • kc | ১১ অক্টোবর ২০১০ ১৫:১৮ | 194.126.37.76
  • কত্ত আশা করেছিলাম মামী একটা 'দেশে ফেরা ফর ডামিজ' এর পার্ট-২ বা বাঙাল ভারসান নামাবে, তা আর হল কই?
    মামী কেমং আছেন? এত কম সময় দেখি কেন? মামু কেমং আছেন? ছানা?
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৫:১৪ | 59.178.36.214
  • হ্যাঁ ,ব্রতীন বেশী কথা কয় না যখন তখন গায়ের জোর বেশী হবে।ওকেও নেয়া হোক।

    এই জেবিনগরটা কোথায়? কোলকাতায়?
  • Bratin | ১১ অক্টোবর ২০১০ ১৫:১২ | 122.248.182.16
  • মুশকো পালোয়ান!! ঃ-))।

    জ্যোতিবাবুর বড় বড় ফোটো লাগিয়েছে। আর এক গাদা ফোয়ারা !!
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:১১ | 122.162.17.29
  • কেসি টা এক্কেরে বেরসিক!!
  • kc | ১১ অক্টোবর ২০১০ ১৫:০৯ | 194.126.37.76
  • নিউটাউনকে লোকেরা সত্যি সত্যি জেবিনগর বলা শুরু করে দিয়েছে নাকি?
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৫:০২ | 122.162.17.29
  • জয়ন্তী,আপাতত জেবিনগরে থাকি,তবে আগামিতে লোকনাথ বাবার মত হবার ইচ্ছে আছেঃ)
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৪:৫৯ | 122.162.17.29
  • ব্রতীন, আমি দূউউউউউউউউর থেকে উৎসাহ দেবো তো।তুমি রাজি থাকলে মুশকো পালোয়ান হিসেবে তোমাকে সঙ্গে নিতে পারিঃ)
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৪:৫৫ | 122.162.17.29
  • পিপি,খিচুড়ি টা "লক্‌স্মি' পুজোর জন্যে তোলা থাক সঙ্গে লাবড়া আর জলপাইএর চাটনি,শেষে একটু পায়েস আর পাঁচ রকম ভাজা তো রইলো ই..
    কিন্তু সপ্তমীর দুপুরে খিচুড়ি আর বেগুনি খেতে মন চায় নাঃ)
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৪:৩৯ | 59.178.36.214
  • m,আমি রাজী। ৭০-৮০ কেজিদের নব্বই কেজি না দেখিলে কে দেখিবে?

    একটি সামান্য প্রশ্ন -আপনি কোথায় থাকেন?
  • Bratin | ১১ অক্টোবর ২০১০ ১৪:৩৭ | 122.248.182.16
  • খুব ই ইন্টারেস্টিং ব্যাপার !! তা মঞ্চ টা মজবুত তো??
  • pipi | ১১ অক্টোবর ২০১০ ১৪:৩০ | 92.225.75.232
  • মামী, নুচি তাও বুঝলুম, কিন্তু, কিন্তু খিচুড়িকে এমন হতচ্ছেদা কেন? আবাপ-য় শঙ্কর কেমন খিচুড়ি নামিয়েছেন, সেও মুখে রুচল না?
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৪:২৮ | 122.162.17.29
  • আমাদের এক বন্ধু ষষ্ঠীর দিন তাদের ওখানে যাবার জন্যে খুব অনুরোধ করছে।। বছর ৩৫ থেকে ৬০ অবধি গড়ে সত্তর থেকে আশি কেজি ওজনের আট জন মহিলা ঘরোয়া করে শাড়ি পরে নাচ(নেত্য লিখে কেটে দিলাম) করবেন-ও তাদের দলনেত্রী। সাহস এব উৎসাহ দেবার জন্যে কয়েকজন কে নাকি মন্ডপের সামনে রেখে দেওয়া খুব প্রয়োজন।কেউ কি সঙ্গে যেতে চাও?
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৪:২০ | 59.178.36.214
  • M,আমারে কইলেন?আমারে?
    এতখানি সম্মান আমারে কেউই দ্যায় নাই।
    ভাগ্যিস ভাটে আইছিলাম!!

    দুই চক্ষে আনন্দাশ্রু ভইর‌্যা গ্যাল।
  • Bratin | ১১ অক্টোবর ২০১০ ১৪:১৯ | 122.248.182.16
  • ঃ-)))
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৪:১৯ | 122.162.17.29
  • লোকে নতুন জামা জুতো পরে আনন্দিত মনে জুতোর শুকতলা চিবুচ্ছে এইটা আমার অসইয্য লাগে।
  • Bratin | ১১ অক্টোবর ২০১০ ১৪:১৩ | 122.248.182.16
  • আহা!! লুচি তো ভালো জিনিশ
  • m | ১১ অক্টোবর ২০১০ ১৪:১২ | 122.162.17.29
  • আমাদের কমপ্লেক্সে নুচি ছাড়া কোনো কথা নেইকো, তিনদিন শুদু ময়দা আর খিচুড়ি দিয়ে যাবে- শেষদিন নাকি মাছ বা খাসি। সামনের বার থেকে ..বাঁচাও কমিটি খুলে আলাদা পুজো করার কথা ভাবছিঃ)
  • Bratin | ১১ অক্টোবর ২০১০ ১৪:০১ | 122.248.182.16
  • হুমম!! ঃ-))
  • M | ১১ অক্টোবর ২০১০ ১৩:৫৭ | 59.93.166.61
  • এদিকে আমি কত গান গাইতে চাই তা কেউ গাইতে দিলে তো! বললেই চাদ্দিকে অ্যাম্বুলেন্স আর দমকলের ডাক পরে। যত্তোসব।
  • M | ১১ অক্টোবর ২০১০ ১৩:৫৫ | 59.93.166.61
  • সেগুলান আপলোডিয়ে লিঙ দিতে ভুইলেন না য্যানো।
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১৩:৫১ | 59.178.36.214
  • জানবেন,আমরা,দিল্লীর লোকেরাও মোটেই পিছিয়ে নেইকো!

    অষ্টমীর সন্ধেতে এখানে "নানা রবীন্দ্রনাথের একখানি মালা" এই থীমে একখানা ল-অ-ম-বা-আ-আ অনুষ্ঠান হবে।

    সবচেয়ে ক্ষেলো-এই নব্বই কেজি চেহারা নিয়ে আমাকে সবলা আবিত্তি করতে হবে, চিত্রাঙ্গদার শেষ অংশ টাও কত্তে বলেছিল,হাতে পায়ে ধরে নিষ্কৃতি পেইচি।
  • arindam | ১১ অক্টোবর ২০১০ ১৩:৪৩ | 202.56.207.56
  • নিভু নিভু আলো ই ভালো...
    পুরো অন্ধকার হলে তো সব সমান
    ঃ)
  • M | ১১ অক্টোবর ২০১০ ১৩:৩৬ | 59.93.166.61
  • আরে ক্ষী ক্ষেলো, আমাদেরোতো রবি ঠাকুরের জন্যি সহজপাঠ থিম করে কিসব হচ্ছে, কাল আবার শোভন বাবু উদ্বোধনে এয়েছিলেন, আর পাড়ার তিনো কাউন্সিলর ইন্দোবাবুর কথাভেবে নাকি তিনি হাজার একটা পুজার উদ্বোধনে যাবার অফার বাতিল করে এখানে এয়েচেন, আর লোককে অশেষ ধন্যবাদ টাদ দিয়ে গ্যালেন তিনোকে জেতানোর জন্য। যদিও আমি আর ছেলে লাল চোখ নিয়ে গিয়ে সেই শ্রীমুখ আর দর্শন কত্তে যেতে পারিনি।

    এদিকে সারা পাড়া জুড়ে অ আ এই সব আর নিভু নিভু টাইপের আলো খুব আমোদ দিচ্চে যাহোক।
  • saikat | ১১ অক্টোবর ২০১০ ১৩:০৭ | 202.54.74.119
  • হোগলাপাতার ঠাকুর কোথায় হচ্ছে জানিনা, তবে FD ব্লকের ঠাকুর দেখতে হলে সিঁড়ি দিয়ে উঠতে হবে।

    ভিআইপি আর ইনভ্যালিডদের জন্য লিফটের বন্দোবস্ত আছে।

    কপিল দেব নিখাঞ্জ গতকল্য উদ্বোধন করে গেছেন।
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১৩:০১ | 204.138.240.254
  • সৈকত, পাড়াটা তিনোমুলের ঘাঁটি হয়ে গেছে। আর শুধরানোর উপায় নাই।

    রাস্তার নাম রবি ঠাকুর সরণী হলে খপর দিও। ঃ(
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১২:৫৯ | 204.138.240.254
  • অ্যাঁ, আমাদের তো পুজোর মধ্যে মাছ খায়ই খায়। খাওয়া বাধ্যতামূলক।
  • kc | ১১ অক্টোবর ২০১০ ১২:৫৬ | 194.126.37.76
  • দমুদি তাওয়াং কবে?
  • d | ১১ অক্টোবর ২০১০ ১২:৫৩ | 115.117.196.79
  • আর সল্লেকে কোথায় যেন একটা হোগলাপাতার ঠাকুর হচ্চে?
  • saikat | ১১ অক্টোবর ২০১০ ১২:৪৪ | 202.54.74.119
  • আমি লোসা-র (যদিও গুণীজনেরা বলেন ঝোসা বা য়োসা, লোসা কদাপি নয়) ২-টো "দুষ্টু' বই পড়েছি ঃ

    The notebooks of don rigoberta আর

    In praise of stepmother

    এই বই দুটো মনে হয় না লোসার মেজর লেখা ধরা হয়, বরং সমালোচিতই হয়েছেন লেখা দুটিতে ইরোটিক আর যৌনতার ব্যবহারের জন্য।
  • saikat | ১১ অক্টোবর ২০১০ ১২:৩৬ | 202.54.74.119
  • অর্পণ সল্লেকে থাকলে মোমবাতি মিছিলে নামতে পারত। পাড়ার পূজোর থীম এবার দাড়িদাদুর "সার্ধ' ইত্যাদির জন্য "শিবঠাকুর, দুগ্গাঠাকুর, সঙ্গে এবার রবি ঠাকুর' কিনা, সেই জন্য আগামীকল্য সন্ধ্যেতে উদ্বোধনের আগে মোমবাতি মিছিল হইবে।

    হায়, সিম্বলিজম কী বা মারাত্মক!
  • jayanti | ১১ অক্টোবর ২০১০ ১২:০১ | 59.178.58.110
  • নবরাত্রি শেষ হতে এখনও ক-ত-অ-অ দিন বাকি, এখন অক্ষ কিনা মাছের চপের গল্প বলে।

    যাক, আপনারা তো খেয়েচেন,আমার তাতেই আনন্দ।

    তিল,জোকটা অসাধারণ লাগলো।
  • arindam | ১১ অক্টোবর ২০১০ ১০:৩৩ | 202.56.207.56
  • এবার বোধহয় সি পি এম পার্টি আফিসে বাজবে দিনরাত-
    ও "কালে' হ্যায় তো কেয়া হুয়া
    দিলওয়ালে হ্যায়...
    ঃ)
  • a x | ১১ অক্টোবর ২০১০ ১০:২২ | 99.188.81.145
  • মুসুর ডাল, প্যাঁজ টমেটম দিয়া। গরম ভাত, স্যালাড আর মাছের চপ। খাইয়া লন। খাইতে বসে হাবলাদরকে পাশে রাখতে ভুল্বেন না।
  • a x | ১১ অক্টোবর ২০১০ ১০:২০ | 99.188.81.145
  • আলু সেদ্ধ করে, চটকাইয়া রাখেন। প্যাঁজ ভাজেন ত্যালে। গরম মশলা দ্যান, ভাজা হয়ে এলে পরে রসুন, আদা, অনেক লঙ্কা কুচি দ্যান, একটু নাড়েন। মাছ দ্যান- ক্যানের টুনা। নাড়েন নাড়েন। জিরে গুঁড়া, ধনে গুঁড়া দ্যান, নাড়েন। কড়াইশুঁটি, কিশমিশ দ্যান, নাড়েন। টম্যাটো সস বা কেচাপ, ভিনিগান দ্যান, নুন দ্যান, চিনি দ্যান, নাড়েন। নাড়েন নাড়েন। ধনে পাতা কুচি দ্যান নাড়েন। আলু সেদ্ধ দ্যান, নাড়েন। নুন পরখ করে দ্যাখেন, লাগলে আরো নুন, চিনি, ভিনিগান প্রয়োজন মত দ্যান। ভাজা জিরা গুঁড়া দ্যান, নাড়েন।

    হইল?
    একটু ঠান্ডা হতে দ্যান। চপের মত বানান, ডিমের গোলায় ডুবান, ব্রেডক্রাম্বস্‌, কিম্বা প্যানকো ব্রেডক্রাম্বস (জাপানী মাল), কিম্বা ম্যাশড পোটাটো বানানোর প্যাকেটের শুকনা ফ্লেক্সে গড়ায়ে দ্যান। ফ্রিজে ঢুকায়া রাহেন। ভাজবেন যখন তহন আবার একবার ব্রেডক্রাম্বসে গড়ায়ে ন্যাবেন, ভাজেন, খান।

    আর যদি বেশি পাকামো করার শখ হয়। মাছ আর আলু আলাদা রাখেন। ঐ মাছ নাড়ানাড়ি অবধি করে, নামায়া রাহেন। আবার ত্যাল দ্যান, আলু সেদ্ধ দ্যান, নুন, ধনেপাতা দ্যান, নাড়ানাড়ি করে নামায়া রাহেন। ঠান্ডা হলে, তালুতে আলু দিয়া ছোট লুচি বেলার মত করে, মাঝে মাছের পুর দিয়া চারধার থেকে আলুর লেচি টানাটানি কইর‌্যা ঢাইক্যা দ্যান। তারপর আবার ঐ ভাজার স্টেপ।
  • Arpan | ১১ অক্টোবর ২০১০ ১০:১২ | 122.252.231.10
  • ম্যাকডির্ফিশোফিলেখাইয়াহেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত