এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৫৭ | 122.172.54.197
  • ঃ-)) যা খাসা খাসা শাড়ী দেখায় না সিরিয়ালটায়!
  • Tim | ২১ অক্টোবর ২০১০ ২০:৫৩ | 198.82.30.188
  • বোঝো! কোনোই আবডাল রইলোনা গো! গানের ওপারেও লোকে দেখতে চাইছে। ক্ষি অবস্থা!
  • Tim | ২১ অক্টোবর ২০১০ ২০:৫১ | 198.82.30.188
  • পীড়ের জন্মদিন নাই, পীড় তো অনাদি অনন্ত। পীড় বলেছেন হুতোকে প্রায়শ্চিত্ত করতে। বেশি না, তিরিশটা ছবি এঁকে দাও আর গোটা চল্লিশ মাঝারি সাইজের কবিতা লেখো। পীড় বড়ো দয়ালু।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৪৯ | 122.172.54.197
  • দাঁড়া, গানের ওপারেটা দেখে নিয়ে তোকে ফোনাচ্ছি।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৪৮ | 122.172.54.197
  • অ, ওটা তুই! আসলে আমি হ্যান্ডসেট পাল্টাতে গিয়ে অর্ধেক নম্বর হারিয়ে ফেলেছি। আর কেউ এসএমএস করলে লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না, তুই/তুমি/আপনি কে? শুভবিজয়া।
  • Lama | ২১ অক্টোবর ২০১০ ২০:৪৫ | 203.99.212.53
  • আরে সুচেতনা যে! এখানে ভাটাচ্ছিস, এদিকে এস এম এস এর উত্তর দিচ্ছিস না যে বড়? কত ফম্মালিটি করে এক পিস "শুভ বিজয়া' পাঠালাম যে!
  • Shuchismita | ২১ অক্টোবর ২০১০ ২০:৪৫ | 12.34.246.72
  • তবে ভেবে দেখলাম বাল্মিকী জয়ন্তী নিয়ে অত খাপ্পা হওয়ারও কিছু নেই। আমাদের রোবিন্দোবাবু যদি ঘটপটা করে নিজের জন্মদিন নিয়ে নিজেই গুচ্ছগুচ্ছ পদ্য লিখতে পারেন তাহলে বাল্মিকীই বা উপেক্ষিত থাকেন কেন? আফটার অল তিনিই আদি কবি।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ২০:৪৪ | 122.252.231.10
  • বোঝো! ক্ষী সাংঘাতিক!!
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৪৩ | 122.172.54.197
  • আমি কোনোদিন হেঁটেছি নাকি ওয়েসিস থেকে ইজিএল, যে বলবো!!
  • Shuchismita | ২১ অক্টোবর ২০১০ ২০:৪১ | 12.34.246.72
  • আর হেইচ কি নিজের জন্মদিন ভুলে গেছেন? পীড়ের জন্মদিন নিয়ে আপনের কাজ কি? পীড়ের কি জন্ম-মৃত্যু আছে! নিজের জন্মদিনটা পাঠিয়ে দিলেই সরকার বাহদুর কবির জন্মতিথি পালন করবেন।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ২০:৩৮ | 122.252.231.10
  • উঁত্তঁম বঁদঁনাঁম হুঁয়া দিঁদি তেঁরে লিঁয়ে।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৩৮ | 122.172.54.197
  • কালকে।
  • Tim | ২১ অক্টোবর ২০১০ ২০:৩৮ | 198.82.30.188
  • ল্লেহ! কাল্পনিক বলে কি খেতেও পাবেনা নাকি? ঃ)
  • de | ২১ অক্টোবর ২০১০ ২০:৩৬ | 134.105.152.77
  • আবার ক¾ট্রাডিকশন! রাম কাল্পনিক চরিত্তির হলে তার জন্মস্থান মায় বউয়ের কিচেনেট অব্দি লোকেট করে ফেল্লো কি করে?

    কোজাগরী নক্কি পুজো কবে?
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ২০:৩৫ | 122.252.231.10
  • হেঁটে কতক্ষন লাগতে পারে বলে ধারণা?

    রিং রোড থেকে ইজিএলের এϾট্রর দূরত্বটাও ধোরো হিসেবে।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৩২ | 122.172.54.197
  • ঐটুকু রাস্তা বহুদূর!! সুখে আছিস তো!
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:৩০ | 122.172.54.197
  • নতুন মেট্রো স্টেশনগুলোর নাম নিয়ে একটা মজার গল্প শুনে এলাম কোলকাতা থেকে।
    দরজার কাছে অনেকে দাঁড়িয়েছিলন, এক ভদ্রলোক দরজার কাছে এগিয়ে আসার চেষ্টা করতে করতে শুধোলেন - যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন, সবাই কি উত্তমকুমার?
    সবাই নিরুত্তর। ভদ্রলোক আক্ষেপ করে বললেন - আজকাল লোকে কথার উত্তরও দেয় না, স্টেশন এলেই তো গুঁতোগুঁতি করতে হবে, তাই আগে থেকে জিজ্ঞেস করছি।
    এবারে একজন মুখ খুললেন - দাদা, আপনি প্রশ্নটা কী করেছেন আগে ভেবে দেখুন! ভর সন্ধ্যেবেলায় কোন মুখে নিজেদেরকে উত্তমকুমার বলি! আপনার বলা উচিত ছিল , সবাই উত্তমকুমার স্টেশনে নামবেন কিনা?
  • nyara | ২১ অক্টোবর ২০১০ ২০:২৯ | 122.172.163.113
  • ঘোর সিডিশন। আমার বড় মেয়ের স্কুলও সরকারকে অগ্রাহ্য করে খুলে রাখছে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ২০:২৫ | 122.252.231.10
  • ওয়েসিস মল তো ইজিএল থেকে বহু বহু দূর।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:২০ | 122.172.54.197
  • আজ সে¾ট্রাল মেট্রো স্টেশনে আরপিএফ লেলিয়ে সাংবাদিকদের ব্যাপক ক্যাল দিয়েছে। ২৪ঘন্টা তো দেখাচ্ছেই। স্টার আনন্দর সাংবাদিককেও নাকি খুব পিটিয়েছে। এদিকে ইটিভির খবরে দেখাল, দিদি বলছেন রেল লাইনে কারা যেন কলার খোসা, পাথর, লোহার টুকরো ইত্যাদি ফেলে রাখছে লাইনচ্যুত করার জন্য।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ২০:১৯ | 122.252.231.10
  • ও, ন্যাড়াদা ও ইয়েরিদুরাপ্পার মুখে ছাই দিয়ে আমার মেয়ের স্কুল কাল খোলা।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ২০:১৮ | 122.252.231.10
  • দেশের মধ্যে লুরুর পাব্লিক ট্রান্সপোর্ট সিস্টেম একদম প্রথম সারিতে থাকবে। কিন্তু প্রবলেম সেটা না। এমন আনাচে কানাচে গ্রামে গঞ্জে হঠাৎ করে রাস্তা, মল, টেক পার্ক গজিয়ে উঠলে রাতারাতি বাসটাস নামানো ব্যথা আছে। তাও যা আছে, অনেক জায়গায় নেই।

    কে বলে ভিড় হয় না? উইকডে সকালে মারাথাল্লি থেকে আইটিপিএল যাবার যেকোন বাস ট্রাই করে দেখো! অথবা সন্ধে ছ'টার পরে।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:০১ | 122.172.54.197
  • প্রচুর বাস আছে। কিন্তু কোলকাতার বাসের মত ভীড় হয় না।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ২০:০০ | 122.172.54.197
  • ছেলে একটু আগে আর্চবিশপকে দেখে বাড়ি ফিরল। জিগালাম কেমন দেখলি? উত্তর দিল - খুব লম্বা, কিন্তু কী বলল কিছু বুঝতে পারি নি। আমি আর নিক্সন তাই বসে বসে ক্যাচ দা টাইগার খেলছিলাম। স্কুলের মাঠে এখন ডিনার হবে, কিন্তু আমাদের খেতে দিল না।
    এই মাত্র বাবাকে ফোন করে বিরিয়ানি আনার অর্ডার দিল।
  • aka | ২১ অক্টোবর ২০১০ ১৯:৫৫ | 168.26.215.13
  • লুরুতে পাব্লিক ট্রান্সপোর্ট কেমন?
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ১৯:৫২ | 122.172.54.197
  • ওয়েসিস মল। তবে ইজিএলে ভিজিটর কার পার্কিং খুব সম্ভবত আছে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১৯:৪৫ | 216.52.215.232
  • আরে তোমারে জিগাই নাই। কিন্তু তাও কও। কোন্মল?
  • aka | ২১ অক্টোবর ২০১০ ১৯:৪৪ | 168.26.215.13
  • এই শুচিস্মিতার ধম্মে কম্মে কোনই মন নাই। এমনকি কবিতাও পড়ে নি, - 'ভগবান তুমি যুগে যুগে ......" মানে পৃথিবীতে যখন ধর্ম টর্ম লোপাট যায় তখন ভগবান মানুষের বেশে এসে পৃথিবীকে রক্ষা করে ... 'সম্ভবামি যুগে যুগে'। তো, রাম-লক্ষণ হল মনুষ্যরূপী দেবতা আর বাল্মিকী হল নিমিত্ত মাত্র। বাল্মিকীর জন্য রামায়ণ নয়, রামায়ণ হবে বলেই বাল্মিকীর জন্ম। যেমন বিগ ব্যাং ফাটল বলেই হাতি হল না, বরং হাতি হবে বলেই বিগ ব্যাং ফুলে ফুলে ফাটল। গীতাটা মনে হয় আমিই লিখেছিলাম। মনে করে দেখি। ;)
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ১৯:৪৩ | 122.172.54.197
  • না থাকলেই বা কী? পাশের মলটায় গাড়ি পার্ক করে হেঁটে যাবি।
  • r.h | ২১ অক্টোবর ২০১০ ১৯:৪২ | 203.99.212.54
  • সেই তো।
    আজ আমি পীড়ের পাঁচালী লিখি বলে যারা তাঁকে কাল্পনিক ভাবে, তারা কি ঘোর পাপিষ্ঠ নয়?
    জন্মদিনটা জানতে পারলেই সরকার বাহাদুরের কাছে জাতীয় ছুটির দরখাস্ত করবো।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১৯:৪২ | 216.52.215.232
  • কিন্তু পোশ্নের জবাব দিলা না? ইজিএলে কি ভিজিটর পার্কিঙের বন্দোবস্ত আছে?
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ১৯:৩৯ | 122.172.54.197
  • হুচিমিতেটা যত্তো বড় হচ্ছে, বুদ্ধি তত কমে যাচ্ছে। আজ যদি তুই ওবামার বায়োগ্রাফি লিখিস, তাহলে কি কয়েক হাজার বছর পরে ওবামাবাবু কাল্পনিক চরিত্র হয়ে যাবেন?
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ১৯:৩১ | 122.172.54.197
  • আমি আজ একটা উপকারী তথ্য জানলাম, বাল্মীকিজয়ন্তী নাকি কোজাগরীতে হয়। পরের বছর থেকে চোখ বন্ধ করে লক্ষ্মীপুজো অব্দি টানা ছুটি নিয়ে নেব। পরের বছর দশেরা পড়েছে বৃহস্পতিবার, সুতরাং শুক্রবারটাও লং উইকেন্ডে ঢুকে যাচ্ছে, মাঝে শনি-রবি এমনি ই ছুটি, মঙ্গলবার হবে কোজাগরী মানে বাল্মীকিজয়ন্তী। মঙ্গলবার অব্দি নিশ্চিন্তি। (যদ্দিন লুরুতে বিজেপিসরকার আছে অবিশ্যি)
  • Shuchismita | ২১ অক্টোবর ২০১০ ১৯:২৯ | 12.34.246.72
  • বাল্মিকীর বার্থডেট জানা গেল কিভাবে?

    ছোটোবেলায় এসব কিছুর নামও শুনি নি। যত দিন যাচ্ছে বিপজ্জনক ভাবে বাড়ছে। কিন্তু বাল্মিকীকে পুজো করছে কি ভাবে? রামায়নের স্রষ্টা হিসেবে? তাহলে কি এটাও স্বীকার করে নিচ্ছে যে রাম আসলে একটি কাল্পনিক চরিত্র? কিংবা ঐতিহাসিক। বাল্মিকীকে যদি ক্রেডিট দিতে হয় তাহলে তো স্বীকার করতে হয় রাম আর যাই হোক ভগবান কিছুতেই নয়। মানুষ তো আর ভগবানকে সৃষ্টি করতে পারে না!
  • Paramita | ২১ অক্টোবর ২০১০ ১৮:৫৯ | 122.172.163.113
  • বড় মেয়ের স্কুলের দেখছি তবু একটু চক্ষুলজ্জা আছে, বলেছে রিসেন্ট বন্ধ্‌ ও ভার্ডিক্টের ছুটির কারণে অনেক কাজের দিন নষ্ট হয়েছে, কাল নো ছুটি। ছোটর ছুটি।
  • pi | ২১ অক্টোবর ২০১০ ১৭:৫৪ | 72.83.101.163
  • :( x-( :)
  • r.h | ২১ অক্টোবর ২০১০ ১৭:৪৬ | 203.99.212.54
  • "অভাগা যেদিকে চায়', "জগৎ রহিল চুপ নিরুত্তর ছবি', এবং "কে আছো জওয়ান হও আগুয়ান' ইত্যাকার কাব্য আমার মনের মণিকোঠায় মড়মরিত হচ্ছে।
  • pi | ২১ অক্টোবর ২০১০ ১৭:১০ | 72.83.101.163
  • ওয়ার্ল্ড ভিউতে চটজলদি পৌঁছে দেবার জন্য হ্যায় কোই ভলান্টিয়ার ?
  • pi | ২১ অক্টোবর ২০১০ ১৭:০১ | 72.83.101.163
  • যদুপুরে গু পু স এখনো পৌঁছায়নি।
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১৬:০২ | 121.242.177.19
  • অনেক কিছুই ভুল জানি, ও অলগ বাত হ্যায়, কিন্তু জানি তো!
  • sigma | ২১ অক্টোবর ২০১০ ১৫:৫৪ | 220.253.185.165
  • শমীক সব জানে!
  • kc | ২১ অক্টোবর ২০১০ ১৪:২৮ | 194.126.37.76
  • সত্যি তো!! এরকম জানি নি!
    অ্যাকচুয়ালি ব্রহ্মদত্ত না ব্রহ্ম পাঁড়ে তাও জানিনা!!
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১৪:০৭ | 203.196.143.162
  • সেই বহরম খান যে আসলে ব্রহ্মদত্ত ছিলেন না মুর্শিদকুলি খাঁয়ের আমলে, কী করে জানলেন? জোর করে গোমাংস খাইয়ে বহরম খান করে দেওয়া হয় নি যে, কেং কয়ে জানলেন?
  • kc | ২১ অক্টোবর ২০১০ ১৩:২৯ | 194.126.37.76
  • বাছা শমীক, চুঁচুড়াটা ঠিক হলেও হতি পারে, কিন্তু বহরমপুরটা নয়, ওটা বহরম খান বলে এক ভালমানুষের নামে। অবশ্যি উড়ে বহরমপুরের নামটা নাকি আসলে ব্রহ্মপুরই বটে।
  • de | ২১ অক্টোবর ২০১০ ১৩:২৩ | 134.105.152.77
  • ল্যাজ পুলিং!

    ব্যোমকেসপ্তমী -- শরদিজয়ন্তী ঃ))
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১২:৪৩ | 121.242.181.2
  • হ্যাঁ, ইওরোপের লোকে বলে বালগেরিয়া, আমরা বলি বেলঘড়িয়া। তাই নিয়ে কি বুলগেরিয়ার কোনও মাথাব্যথা আছে?
  • til | ২১ অক্টোবর ২০১০ ১২:৪১ | 210.193.178.129
  • নামের বাহার নিয়ে তক্ক করে লাভ নেই। রাশিয়ানরা তো মহানন্দে গিরম্যানি বলে জার্মানীকে। সেদিন একটা সাইপ্রাসের ভ্রমণ ক্যাটালগে কমকরে দশরকম উচ্চারণ দেখলাম। আজই এক খোদ বৃটিশ, সবে এসেছে বছর খানেক, পরিষ্কার কানেডা বললো! (মাম ইজ মোম!)
    আমাদের বাঙালীদের যত বায়নাক্কা, প্যারী! নিকুচি করেছে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:৪১ | 204.138.240.254
  • তালে শমীকই বলে দিক কী পুল কত্তে হবে। ঃ D

    * ভারি ভালো ছেলে তো কিছু মনে কর্বে না!
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১২:৪০ | 121.242.181.2
  • আমি জন্ম-ল্যংড়া। লেগ পুলিংয়ের ধারও ধারি না ঃ-))
  • Bratin | ২১ অক্টোবর ২০১০ ১২:৪০ | 122.248.182.16
  • শমীক ভারী ভালো ছেলে। একটু আধটু পেছনে লাগলে কিছু মনে করে না
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত