এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২৩:৩২ | 168.26.215.13
  • বাজারে এটাকে বলে লাইলন টিকা।
  • suvu | ২৯ অক্টোবর ২০১০ ২৩:৩০ | 122.163.121.236
  • গুন্নাইট,সবাইকে।
  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ২৩:২৭ | 122.162.75.229
  • নাইলন ট্রিগার? এটা মাছের নাম? আমি ভাবলাম বোধ হয় চাইনিজ গুলতি। জেবনেও নাম শুনি নি।

    পটাশম্যাম, মেল ভেজেছি। পাইলে প্রাপ্তিসম্বাদ দিবেন।
  • suvu | ২৯ অক্টোবর ২০১০ ২৩:২১ | 122.163.121.236
  • তখন দিদি বলেন নি,তা তখন আমার ওজনও তো নব্বই কেজি ছিল না!!!!
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২৩:২১ | 168.26.215.13
  • বোয়াল মাছ আমি জীবনে খাই নি। একবার খেয়ে দেখতে হবে।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১০ ২৩:১৫ | 122.252.231.10
  • আমি? আমি কোন দুক্কে শাকাহারি হতে যাবো। দিব্যি সর্ষে দিয়ে বোয়ালের সাথে একথালা ভাত সাঁটিয়ে উঠলাম!
  • kc | ২৯ অক্টোবর ২০১০ ২৩:১৩ | 89.203.49.18
  • এই কুম্পি দিদিরে আমি বোধহয় চিনতাম। কিন্তু তখন 'দিদি' বলতাম না।
  • kc | ২৯ অক্টোবর ২০১০ ২৩:১০ | 89.203.49.18
  • আমার সসুর্বাড়িতে ঐ মাছটারে নাইলন ট্যাঙ্কার বলে। তবে তেলাপিয়া তো দেখলেই তো চেনা যায়। তেলাপিয়াকে আলাদা ভাবেই চেনা যায়।
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৮ | 168.26.215.13
  • আমাদের পাড়ার পুজোয় যাবার জন্য অভ্যু নিমন্ত্রন জানাল, কিন্তু যাই নি।
  • suvu | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৮ | 122.163.121.236
  • কেসিদা,চুলাচাক্কি বলতে সংসারের নানা ছোটবড়মেজসেজ কাজ মীন করেছিলাম।ভাটের সম্মিলিত ধিক্কার মনে আছে,ভাবছি কাল দুটো ইডলি বানাব।
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৭ | 168.26.215.13
  • মাছ কেনার ব্যাপারে একটা অব্যর্থ উপায় বাতলাতে পারি। মাছওয়ালা কে চিনলেই হয়। বাকিটা সেই করে দেবে। গিয়ে বলতে হবে তেলাপিয়া চাই বা নাইলন ট্রিগার চাই তাহলেই হবে।
  • m | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৭ | 122.177.131.79
  • আজ্জো,মাছ ছাপের বড়ো সন্দেশ সহ শুভ বিজয়াঃ)তোমাদের পাড়ার পুজো শেষ?
  • m | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৫ | 122.177.131.79
  • তেলাপিয়া আর নাইলন ট্রিগার চেনার কয়েকটা অব্যর্থ উপায় কেউ বাতলাতে পারবে?

    আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৪ | 168.26.215.13
  • আরে ম যে, দিঙ্কাল কেমন? শুভ বিজয়া।
  • m | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০৩ | 122.177.131.79
  • ঐ সন্দেশ দিয়েই আপনাকে ও শুভ বিজয়া জানালামঃ)
  • kc | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০২ | 89.203.49.18
  • আজকাল ঐসব সবুজ, লাল, হলদে বিভিন্ন রঙের আয়ুর্বেদিক জরিবুটি দিয়ে বানানো সন্দেশ পাওয়া যায় হিন্দুস্তান সুইট্‌সে। বাজে খেতে।
    মামু আর মামীকেও হেপ্পি বিজয়া।
  • m | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০১ | 122.177.131.79
  • অপ্পনের জন্যে সবুজ সন্দেশ বরাদ্দ হইলো।
  • SUVU | ২৯ অক্টোবর ২০১০ ২৩:০০ | 122.163.121.236
  • হ্যাঁ?টাকা পাব নাইজিরিয়া থেকে?ওঃ,বাঁচলাম!এদানি যা টানাটানি যাচ্ছে।এই জন্য সবাইকে কত করে বলি,অন্য কাজ ছেড়ে গুরু পড়।

    কিরকম AMOUNT পাওয়া যাবে, কোনো আইডিয়া?
  • Arpan | ২৯ অক্টোবর ২০১০ ২২:৫৯ | 122.252.231.10
  • এই তো বোয়ালপ্রেমিক থুড়ি প্রেমিকা এসে গেছে।

    শুভ বিজয়া।
  • m | ২৯ অক্টোবর ২০১০ ২২:৫৮ | 122.177.131.79
  • সবাইকে শুভ বিজয়ার প্রীতি,শুভেচ্ছা ও ভালোবাসা সঙ্গে নাড়ু,তক্তি, নিমকি আর ক্ষীরের সন্দেশ।

    শাকাহারিদের জন্যে সবুজ সন্দেশ, পালং শাকের;)
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২২:৫৪ | 168.26.215.13
  • আজকাল খাওয়া দাওয়ার টেস্ট পুরো বদলে গেছে। ছেলেবেলায় ভাত, ডাল, আলুভাজা, আর মাছ/মাংস ছাড়া কিছুই খেতাম না। এখন সবুজ জিনিষপত্তর খেতে ভালো লাগে।
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২২:৫৩ | 168.26.215.13
  • আমি না আমি না, মনে হয় শমীক ইমেল পাচ্ছে না।
  • kc | ২৯ অক্টোবর ২০১০ ২২:৫২ | 89.203.49.18
  • তা চুলা-চাক্কি সামলিয়ে কি নতুন কিছু নামল? নাকি সেই থোড়-বড়ি-খাড়া?
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২২:৫২ | 168.26.215.13
  • না না পাব্লিকলি অমন ইমেল আইডি দিলে অটোস্প্যাম পোগ্যাম গুচ্ছ গুচ্ছ ইমেল পাঠাতে পারে, নাইজিরিয়া থেকে টাকা পেতে পারেন, এইসব।
  • suvu | ২৯ অক্টোবর ২০১০ ২২:৪৮ | 122.163.121.236
  • বুদ্ধিশুদ্ধি একটু কম তো আছেই।আপ্নি মেল পাচ্ছেন না, তাই দিলাম,এতে কি কিছু ভুল হল?
  • kumropatash | ২৯ অক্টোবর ২০১০ ২২:৪৫ | 122.163.121.236
  • রেফ ঃভাট নং ১২০১৩

    নীন,ব্যাংএর সাথে আম্মো আছি।আমাকে দলে নিলে রোজ ক-তো ভাল ভাল গল্প বলব।
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ২২:৪৫ | 168.26.215.13
  • বোঝো! এদিকে ইমেল আইডিটা দিয়ে দিল। তাও আবার ইংরিজিতে।
  • suvu | ২৯ অক্টোবর ২০১০ ২২:৩১ | 122.163.121.236
  • ঠিক জান্তাম, একটু চুলা-চাক্কি সামলাতে যাব,আর সবাই উল্টো-পাল্টা লিখবে।ভাটানো ছাড়াও মানুষের জীবনে দু একটা কাজ থাকে,তাছাড়া বিকেল সাড়ে ছটা পর্যন্তই রোজ ভাটাই, পালানোর/অদৃশ্য হওয়ার পোশ্নো নাই।

    এই যে আমি,কুম্পি/পটাশ/কুমড়ো/সুভু/জয়ন্তী।

    শমীক,dr_jayantiadhikari@rediffmail.com

    আকা,লোকে নিজের বাসস্থান অব্দি খুলে কইচে না(পাইএর গতকালের পোষ্ট দ্রষ্টব্য), আর আমি বয়েস ,ব্যাচ সব নিকে দিলুম আর কি।দেখতে যতটা বোকা লাগে, অতটা বোকা নই।
    পুনর্বার এই পোশ্নো করিয়া লজ্জা না দেওয়া জন্য অজস্র ধন্যবাদ।
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২১:৩০ | 59.93.210.192
  • সুবর্ণলতায় সব থেকে লক্ষ্য করার মত বিষয়, সেই সময়কার লোকের কথার একটা particular লয় ছিল, যেটা আজকের সময়ে নেই। কোনো কিছুতে ব্যস্ততা বা ছটফটানি দেখা যেত না। ধীরেসুস্থে মন্দ মন্দ গতি সব কিছুতেই। সেটা প্রতিটা চরিত্র এখানে নিপুণভাবে ফুটিয়ে তুলছে। ডিরেক্টার এখানে সব চরিত্রের অভিনেতাকে সেই সময়ের সমাজের প্রেক্ষাপটে, সেকালের ছাঁচে গড়েপিটে নিয়েছেন। কোথাও নিজের মধ্যেকার সত্তা dominate করতে পারে না, করার জায়গাও নেই। এটাই সফল নির্দেশনার লক্ষণ।
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২১:২৩ | 59.93.210.192
  • এটা পুরোপুরি ডিরেক্টারের ওপরই ডিপেন্ড করে বলে আমার মনে হয়। আপনি ভেবে দেখুন না, কোনো মেয়েকে আপনি ঐরকম নেকু নেকু টাইপ কথা বলতে দেখবেন না আশেপাশে। রিতুপন্নোর নিজের মধ্যে যে মেয়েলিপনাটা আছে, সেটা ওর ক্রিয়েটেড ক্যারেক্টারের ভেতর চলে আসে। কারণ চরিত্রগুলো যে সংলাপ বলে, তা তো ডিরেক্টারের কল্পনা থেকে আসে, তার মধ্যে কিছু তার নিজের আশেপাশের মানুষের ছাপ রাখে, কিছু নিজের মধ্যে প্রচ্ছন্ন যে সত্তা তার থেকে। নিজের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠতে বাধ্য। আগেকার দিনের ডিরেক্টাররা সিনেমা বানানোর সময় অনেক বেশী সাধারণ দর্শকের কথা ভাবতেন। এর মত শুধু হাই ক্লাস দর্শকের জন্যে নয়। হাই ক্লাস সোসাইটিতে ও কোথায় দেখেছে জানি না এরকম টাইপের কথাবার্তা বা ঘরের আটপৌরে লোকের সাথে টানা ইংলিশে বাক্যালাপ। সেটাই বারবার রিপিট হচ্ছে।
  • howard | ২৯ অক্টোবর ২০১০ ২১:২২ | 59.93.208.133
  • তুত কই?
  • omega | ২৯ অক্টোবর ২০১০ ২১:১৭ | 151.141.84.194
  • একটা ব্যতিক্রম সুবর্ণলতা সিরিয়াল। বেশ ভালো লাগছে। চরিত্রগুলো যদ্দূর সম্ভব স্বাভাবিক। বুড়ী মুক্তকেশীর কী স্পিরিট! সত্যবতী কী ব্যক্তিত্বময়ী! সুবর্ণ কত ঝকঝকে!
    মাঝে মাঝে মনে হয় আনন্দমঠ গল্পের উপরে বেস করে কেউ যদি একটা সিরিয়াল বানাতেন, শক্তিশালী অভিনেত্রী কেউ শান্তি চরিত্রটাকে অমন তেজী রূপ দিয়েছে, দেখতে ইচ্ছে হয়।
  • omega | ২৯ অক্টোবর ২০১০ ২১:১১ | 151.141.84.194
  • পুরানো সাদাকালো সিনেমাগুলো ৫০-৬০ এ বানানো, ওগুলোতে কিন্তু এত বাজে ন্যাকামি নেই, টেকনোলজি সীমাবদ্ধ ছিলো, তাও কত ভালো করে করেছিলো। পুরানো রাইকমল, কমললতা, ওগো বধূসুন্দরী অনেক ভালো।
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২১:০৭ | 59.93.210.192
  • আবহমানেই দেখলাম শুধু যে, রিতুপন্নো নিজের ন্যাকামিগুলো মহিলা চরিত্রের ওপর আরোপ করেনি। এরকম স্ট্রেটকাট মেয়ে চরিত্র ওর সিনেমায় বড় একটা দেখা যায় না। নাহলে অনন্যার-ও ঐরকম 'বড় চাপ হে' হত।
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২১:০৫ | 59.93.210.192
  • হ্যাঁ ওটা বেশ মিত্তি লেগেছিলো। ঃ-)
  • omega | ২৯ অক্টোবর ২০১০ ২০:৫৯ | 151.141.84.194
  • শুভ মহরতে শর্মিলারে দিয়া অমন এক ন্যাকাবাংলা কওয়াইছে, বেচারার কী চাপই না গেছে। কার লেখা একটা বই ছিলো "বড় পাপ হে!" এবারে শর্মিলা লিখলে লিখতেন বড় চাপ হে!
    ওরকম একটা কৃত্রিম বাচনভঙ্গী কেন এরা বারে বারে লাগায় কেজানে!
    তবে কার্তুজ, হরিদাসীর ছানাগুলি উল্টেপাল্টে খেলছিলো খুব ভালো। সমস্ত সিনেমার মধ্যে ওটুকুই চমৎকার। ঃ-)
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২০:৫৫ | 59.93.210.192
  • স্পিরিচুয়াল ব্যবসা কি করে করব? ঝামেলি অনেক। স্পিরিট ল্যাম্প হলে সুবিধে হত।
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২০:৫৩ | 59.93.210.192
  • রিতুপন্নো-র আবহমান কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু সে অনন্যা ছিল বলে কিনা তা জানি না। অসহ্য ছিল সব চরিত্র কাল্পনিকের বিপাশা। পালিয়ে বাঁচি। একান্তই ব্যক্তিগত মত, নো বিতর্ক পিলিজ।
  • omega | ২৯ অক্টোবর ২০১০ ২০:৫৩ | 151.141.84.194
  • বলি কার্তুজ, স্পিরিচুয়াল ব্যবসার কদ্দূর? পাইকে পার্টনার পাইলা? ঃ-)
  • Kartuj | ২৯ অক্টোবর ২০১০ ২০:৫০ | 59.93.210.192
  • বাঃ দারুণ ইতিহাসচর্চা চলছিল। ঠিক জায়গায় সুতোটা ছেড়ে দিয়ে পালিয়েছিলাম। ;-)
  • Samik | ২৯ অক্টোবর ২০১০ ২০:৪৪ | 122.162.75.94
  • কুম্পিম্যাম, আপনের মেল পাই নাই।
  • omega | ২৯ অক্টোবর ২০১০ ২০:২৯ | 151.141.84.194
  • কলকাতায় বানানো বাংলা সিনেমাগুলো এরকম হয়ে গেছে কেন? রিতুপন্নের অন্তরমহল শুভ মহরৎ আর উৎসব দেখলাম! কেমন ভেজা ভেজা ন্যাকা টাইপের সিনেমা, এমনকি কথা কইছে তাও একটা আর্টিফিশিয়াল ন্যাকাবাংলা, খুব চাপের!
    আলোর নিশানা দেখতে চেষ্টা করলাম, খুব খারাপ, দেখতে পারলাম না। এটা কি প্রোপাগান্ডা ফিল্ম? বুড়ো সৌমিত্রকে দিয়ে এরকম অদ্ভুত সব বক্তৃতা দেওয়ালো!
    তারচেয়ে বাংলাদেশের সিনেমা নাটক এসব তুলনামূলকভাবে ভালো, আর্টিফিশিয়াল ন্যাকামো নাই, বেশ লোকগান ইত্যাদিও ঢোকানো আছে তাক বুঝে, চরিত্রগুলো বেশ স্বাভাবিকভাবে কথাবার্তা বলে। ভবের হাট, ব্যাচেলর, থার্ড পার্সন সিংগুলার নাম্বার দেখলাম, বেশ ভালো।
  • omega | ২৯ অক্টোবর ২০১০ ২০:২০ | 151.141.84.194
  • আরে দুপুরদি! কতদিন পরে দেখা! কেমন আছো?
  • Du | ২৯ অক্টোবর ২০১০ ২০:০৮ | 65.124.26.7
  • পাল্লিন, পুঁটিরা কি সেসেমি স্ট্রীট দেখে? শুনেছি I love my hair বলে একটা গান এসেছে ওতে, ছোট মেয়েদের এইরকম মন খারাপ যাতে না হয়। জানি এটা সিরিয়াস কোন দুঃখু নয়, তাও ভাবলাম বলি।
  • tut | ২৯ অক্টোবর ২০১০ ১৯:৩৭ | 12.20.48.10
  • হুম্‌, একটি আপাতনিরীহ লোপ্পা ফুলটস অপোস্ট্যাম্পের বাইরে। কিন্তু এমোন মংতোব্যের কনসিকুয়েন্স ভাটের্পাতায় সুনামি নিয়ে আসুক। আমি আপাতত পুনর্মমি হলুম।
  • de | ২৯ অক্টোবর ২০১০ ১৯:৩৫ | 134.105.152.77
  • এটাও ঠিক থিওরি না! ব্যাচ জেজ্ঞাসা কল্লে অনেকেই বলতে চায় না --

    আপ্নি জন্তীরে বয়স জিগায়ে দ্যাখেন -- ঠিক জবাব দিবেন ঃ))
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ১৯:৩১ | 168.26.215.13
  • ব্যাপারটা বুইয়ে বলি। বয়স জিগালেই সব মেয়ে পালায় না, কিন্তু যদি কেউ পালায় সে অবশ্যই মেয়ে। ঃ)
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ১৯:২৯ | 168.26.215.13
  • এক্কেরে বাজে থিওরি। এই থিওরিতে ঘটিদের এদ্দিনে শিঙিমাছ হওয়া উচিত। বাঙালদের গেঁড়ি গুগলি হওয়া উচিত। প্রভৃতি প্রভৃতি।
  • de | ২৯ অক্টোবর ২০১০ ১৯:২৮ | 134.105.152.77
  • আকাবাবুর দিন্‌কাল খারাপ যাচ্ছে -- যাকেই কোচ্চেন করেন ভ্যানিশ করে যায়! ঃ))

    মেয়েদের বিরুদ্ধে এমন পোতিক্কিয়াসিল, সাম্মাজ্যোবাদী কমেন্টের বিরুদ্ধে দিকে দিকে পোতিবাদ করুন কমরেড!
  • tutankhamen | ২৯ অক্টোবর ২০১০ ১৯:১৯ | 12.20.48.10
  • বাঘেরা বাঙালী, অ্যাবরিজিনরা ঝাড় আর বাঙালীরা লুচি-মাংস খেতে থাকল। বাঙালী খেয়ে খেয়ে বাঘেরা নিজেরাও ক্রমশঃ বাঙালী হয়ে গেল। তা ধামাচাপা থাকল না। ধীরে বাঙালীরা বাঘের বাচ্চা নামে পরিচিত হল।

    (লুচি-মাংস'র কি হল, জানে মোহনলাল)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত