নকশিকাঁথার মাঠ, সোজনবাদিয়ার ঘাট আর উদ্ধারণপুরের ঘাট পেলেই কেউ পিডিএফিয়ে ফেলুন, তারপরে মেইলিয়ে দেওয়া কোনো ব্যাপার না। তবে দেশি বই ডটে ভালো ভালো কিছু পেলাম-ভোল্গা থেকে গঙ্গা, ন হন্যতে, লা নুই বেঙ্গলি(অনুবাদ),পূর্ব পশ্চিম, কৃষ্ণকান্তের উইল, পুতুলনাচের ইতিকথা,পদ্মানদীর মাঝি,ক্রমাগতই আরো আরো আসছে।
Shuchismita | ২৭ অক্টোবর ২০১০ ০১:২৬ | 12.34.246.72
শুধু কি তাই? মিলু ঘেমে-নেয়ে রাঁধছে আর মিলুর মেয়ে এট্টুখানি খুঁটে খেয়ে ভার্ডিক্ট দিচ্ছে নাহ, দিদার মত হল না। সত্যি বলতে কি কপির ডাঁটা নিয়ে নিরামিশ চচ্চড়িটা মিলু কিছুতেই দিদার লেভেলে নিয়ে যেতে পারছে না। হিং-এর আলুর দমটা অবশ্য পরশুদিন মন্দ রাঁধে নি।
Nina | ২৭ অক্টোবর ২০১০ ০১:১৪ | 64.56.33.254
আহারে মিলুকে কি রান্নাটাই ন কত্তে হচ্চে ;-)
Shuchismita | ২৭ অক্টোবর ২০১০ ০১:০২ | 12.34.246.72
না না। ঘরে এখন ইলিশ, চিংড়ি, পাঁটা লেগেই আছে। এর মধ্যে আর ডিম নিয়ে চাপ নিচ্ছি না।
aleph | ২৭ অক্টোবর ২০১০ ০১:০২ | 151.141.84.194
সংক্ষেপে সংযমশিক্ষা র একটা কোর্সও হয়ে যাচ্ছে! ঃ-)
aleph | ২৭ অক্টোবর ২০১০ ০১:০০ | 151.141.84.194
এরেই দাড়িদাদু থাকলে কইতেন,"সমুখে রয়েছে ডিম্বপারাবার/নাগাল না পাই তবু আমি তার/ কেমনে সরাব ঘন্টাগুলির এই বাধারে! " ঃ-)
pi | ২৭ অক্টোবর ২০১০ ০০:৫৫ | 128.231.22.87
শাস্তরের না, ডাক্তারের মানা আছে। সেটা না শুনলেও চলে। কিন্তু ভেবে দেখলাম, এই যে সারাটা দিন মনটা ডিম্পাই কী, ডিম্পাই কী কচ্ছে, এই আঁকুপাকুপনার একটা আলাদা চার্ম আছে। সেটুকু থাক।
মাছের জ্বালায় দেশ থেকে লম্বা দিয়েছি, এখন হংসকুক্কুটাদি সেবায় শান্তি। ঃ-)
pi | ২৭ অক্টোবর ২০১০ ০০:৪০ | 128.231.22.87
এত মাছের গন্ধে আসা দায় ! সেদিন কত কাণ্ড করে ব্যাপারটাকে ইলিশমাছ থেকে ডিমে ঘোরালুম, দুদিনের মধ্যেই সেই মাছের বাজার ! ঃ(
হুচিস্মিতে, ইয়েস। নাকের উপর ইন জেনেরাল ব্যথা, স্পেসিফিকালি কাপুর মশায়। আমার আর তোমার ব্যথাগুলো সব কমন পড়ছে নাকি ! বর্তমানে আমার ডিমের উপর ব্যথার ফেজ যাচ্ছে। সকাল থেকে উঠে ভাবি, রাতে কখন ডিম খাবো। তোমার ও সেরকম কিছু হচ্ছে কি ?
Nina | ২৭ অক্টোবর ২০১০ ০০:৩৮ | 64.56.33.254
সত্যি পারমিতা, এ যে কত বড় সৌভাগ্য, যে শুনেছে সেই বুঝবে। আমাদের একান্ত অনুরোধে একটা ঘরোয়া আসর হবে, তাতে শুধু ওঁর গান ও গানের পরিচয়, রবীন্দ্র-আলোচনা---আমরা রুদ্ধশ্বাসে তার অপেক্ষায় আছি। যতবার মনে পড়ছে সেই সন্ধ্যে---ভাবছি স্বপ্ন না সত্যি! টেপ করে রাখার ইচ্ছে যদি রাজি হন।
Paramita | ২৭ অক্টোবর ২০১০ ০০:২২ | 202.3.120.9
নীনাদিকে, কাকাভাই-এর গান শোনা সত্যিই এক অভিজ্ঞতা। দেশে বসবাস করলে এবং নিজেকে ও নিজের গানকে এইভাবে প্রচ্ছন্ন না রাখলে শুধুমাত্র ওঁর গান যে কত মানুষের শোনার আনন্দের কারণ হোতো, তাই ভাবি। বর্ণময় এমন একজন এমন মানুষ পরিচিত পরিধিতে কমই দেখা যায়।
খুব পার্সোনাল হয়ে যাচ্ছে, তাও লিখি, একবারই শুনেছি ওঁর গান। আমাদের বিয়ের সন্ধেয়। সেটি রেকর্ড করা আছে। আর কখনো শোনার সৌভাগ্য হবে কিনা জানি না।
tatin | ২৭ অক্টোবর ২০১০ ০০:১৫ | 130.39.149.32
গুরু গছালে না?
pinaki | ২৭ অক্টোবর ২০১০ ০০:১২ | 14.96.5.152
আজ শ্যামল চক্রবর্তীর পাশের সীটে বসে কলকাতা থেকে চেন্নাই এলাম ইন্ডিগো-র ফ্লাইটে। ভদ্রলোক শারদীয়া আজকাল পড়েই পুরো সময়টা কাটালেন।
Arpan | ২৭ অক্টোবর ২০১০ ০০:০৩ | 122.252.231.10
ভাগ্যিস কয় নাই চোরের সাক্ষী গাঁটকাটা।
nyara | ২৬ অক্টোবর ২০১০ ২৩:৪৫ | 122.172.36.151
ঐ, শুন্ডিকের সাক্ষী আর এক মদ্যপ আগচ্ছতি।
Arpan | ২৬ অক্টোবর ২০১০ ২৩:৩৫ | 122.252.231.10
জগুদাকে লিনাক্ষে হাত পাকানোর সুযোগ দিতে হবে তো। নাঃ, বিগেম ন্যাড়াদার আপিসেই যাক।
nyara | ২৬ অক্টোবর ২০১০ ২৩:২০ | 122.172.36.151
হ্যাপা তো জগুদার। আউট-অফ-ওয়ার্ক হয়ে যাবে।
aka | ২৬ অক্টোবর ২০১০ ২৩:০২ | 168.26.215.13
লামার টা ফেক গন্ডগোল ও লামা নিজেই পারে, যেমন লেখে না তেমন কম্পুও সারায় না।
আর বিগেম কদিন বাদেই জেনে যাবে যে সাতের জানালা সব একসাথে থাকে। সিস্টেম ট্রেতে না নিজের নিজের জায়গায়।
না হলে ন্যাড়াদার আপিসে গিয়ে লিনাক্ষ লোড করিয়ে নিয়ে আসতে পারেন সবাই। একটু হ্যাপা কিন্তু তাতে কি! ;)
nyara | ২৬ অক্টোবর ২০১০ ২২:৫৯ | 122.172.36.151
পাড়ায় উইন্ডোজ-সারানে জগুদা নেই? না থাকলে আকাকে ধরলে সে খোঁজ দেবে।
(আঃ চিমটি কাটতে কী সুখ!)
Shuchismita | ২৬ অক্টোবর ২০১০ ২২:৪৯ | 12.34.246.72
তবে বিগেম যা বলল সেটা সিস্টেম রিস্টোরে শুধরোবে বলে মনে হচ্ছে না।
Shuchismita | ২৬ অক্টোবর ২০১০ ২২:৪৭ | 12.34.246.72
নিজে নিজে পাতা খুলে যাওয়াটা আমার কাল হল। আমি ঘেঁটি ধরে সেফ মোডে নিয়ে গিয়ে সিস্টেম রিস্টোর করে দিলাম। এখন ভালো আছে। আমি সব অসুখেই এক পথ্যি করি। সিস্টেম রিস্টোর। বিগেম, লামাদা ট্রাই মেরে দেখতে পারো।
Nina | ২৬ অক্টোবর ২০১০ ২২:৩৮ | 64.56.33.254
আরে কিকিয়া, নতুন অক্কুট টা টোটাল ভিরকুট --আমি তো জোরকরে পুরোনোটা ধরে রেখেছি-- নতুন কম্পুটাকে রিভুরে বল , তোকে শিখিয়ে দেবেখন। মানকে কে না শিখিয়ে যেতে দিলি ক্যান ? নাকি ওসব বাজে কাজে সময় নষ্ট করেনি সে ;-))
Lama | ২৬ অক্টোবর ২০১০ ২২:১৯ | 203.99.212.54
আমার কম্পুতে আরো বাজে বাজে ব্যাপার হচ্ছে, যেমন- নিজে নিজে গুগল খুলে যাচ্ছে, তারপর একটা অদৃশ্য হাত নিজে নিজে "zbn' টাইপ করে সার্চ বাটন ক্লিক করছে। তারপর সেই সার্চের যা রেসাল্ট বেরোচ্ছে সেই পেজটাকে অন্য একটা অদৃশ্য হাত ফেভারিটসএ অ্যাড করে দিচ্ছে। তারপর স্টার্ট মেনুতে গিয়ে শাট ডাউন করে দিচ্ছে।
M | ২৬ অক্টোবর ২০১০ ২২:১১ | 59.93.208.186
আরেট্টা, পুরানো অরকুট কি ঘেঁটে গেছে? না আমি অমন দেখছি, নতুন ধরনের? একটুও চেনা নয়, ক্যামন বাজে মতন।
M | ২৬ অক্টোবর ২০১০ ২২:০৮ | 59.93.208.186
আমার গুচ্ছ কোশ্ন রয়েচে,
১। আমার পুরানো কম্পু দেহ রেখেচে, আর আমায় পুরো অনাথ করে দিয়েচে, নতুনটি জানালা সাত।
আমি একসঙ্গে গুচ্ছ জানালা খোলার যে বদ অভ্যাস করেচি, এখেনে কেন কে জানে সেটা খাটছে নাকো।যতই ক্লিকাই একেবারে একটাই খুলছে।
কেন?
হঠাৎ করে রিস্টার্ট হচ্ছে, আমায় কোনো রকম পাত্তা না দিয়ে, কেন?
আরো কি কি ছিলো, ভুলে গেছি।
২।আমি লাষ্ট ভাটপাতা কত পড়েছি ?
৩।আমার নতুন কল খুলছে না, পুরো সাদা। কেন?
ইত্যাদি, প্রভৃতি এইসব.............
Shuchismita | ২৬ অক্টোবর ২০১০ ২০:৪২ | 12.34.246.72
ইপ্সিতের লেখাটি পড়ে তর হয়ে গেলুম। ফেবারিট গাছ, ইউক্যালিপ্টাস আমার ফেবারিট গাছ। তার কত গুণ ভাবো দিকি একবার! পুরোনো ব্যাথা নোবেল প্রাইজ পেলে যেমন অনুভূতি হওয়া উচিত, তেমন গব্ব হচ্চে ইউক্যালিপ্টাস নিয়ে। আহা! ইপ্সিতে বড় ভালো মেয়ে। রজিত কাপুরের নাকেও তোমার স্লাইট একটু ইয়ে ছিল না?
aleph | ২৬ অক্টোবর ২০১০ ১৯:৫৪ | 151.141.84.100
আমিও ঘুরে ফিরে যাই। ঝঞ্ঝারজনীশেষে বেশ আলো আলো ভোর হয়েছে, চারিদিকে পরিপূর্ণ হেমন্তরং। এমন সব দিনে মানুষের কেন কাজ করতে হয়?
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৯:৫১ | 122.162.75.22
কিঁউ কিঁউ?
pi | ২৬ অক্টোবর ২০১০ ১৯:৩২ | 72.83.80.136
ভাটপাতার চত্বরে আসা যাচ্ছে না। দশহাত দূর থেকে ঘোরাঘুরি করে ফিরে যেতে হচ্ছে।
jayanti | ২৬ অক্টোবর ২০১০ ১৭:৪৬ | 59.178.34.155
আমি যাই নি।আন্দামান ভ্রমণের শেষ অংশটুকু পড়ব বলে বসে ছিলাম।
বহুদিন বাদে এমন মনোহর একটি ভ্রমণ বৃত্তান্ত পড়লাম, যেখনে ইতিহাস,প্রাসংগিক তথ্য,অসাধারণ বর্ণনা ও ব্যক্তিগত অনুভূতি চমৎকার ভাবে মিশেছে।
ধন্যবাদ,অসংখ্য।
r.h | ২৬ অক্টোবর ২০১০ ১৭:৪৪ | 203.99.212.53
না, এই তো এখন যাবো ঃ)
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৭:০৭ | 121.242.177.19
সব বাড়ি চলে গেল নাকি?
kumropatash | ২৬ অক্টোবর ২০১০ ১৬:২৮ | 59.178.136.210
কিছুদিন আগে কেউ ভগবদ্গীতার পিডিএফ চাইছিলেন-কেসিদা বোধহয়।এই লিংকটা দেখতে পারেন।
Kartuj | ২৬ অক্টোবর ২০১০ ১৬:১০ | 125.20.3.146
শীতালো এক মাঘ ডরায় কেঁদো বাঘ
kumropatash | ২৬ অক্টোবর ২০১০ ১৬:১০ | 59.178.136.210
বাঃ,বাঃ। চমৎকার। আট্টু হোক।
r.h | ২৬ অক্টোবর ২০১০ ১৫:৫৬ | 203.99.212.54
আর পারা গেলো না- এই কাব্যাবেগ আর সইতে পারলুম না
লোহায় জং ছিলো ভীমের কটিবাস কলুষ পীতরঙ কলহে বীতরাগ সোহার পিতাদেব প্রতাপে শার্দুল মাতার ঢং ছিল শীতালো এক মাঘ
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৫:৫৫ | 121.242.177.19
দুখে কই গেলেন? আন্দামানের ব্যাপারে আপনার ফাইনাল ভার্ডিক্টটা শোনার জন্য বসে আছি যে ...
লেখা অবশ্য এখনও দু কিস্তি বাকি আছে।
r.h | ২৬ অক্টোবর ২০১০ ১৫:৪৮ | 203.99.212.54
ঈশেন্দা খালি মাঝে মাঝে এসে গভীর কাব্যসম্ভাবনাময় কথা বলে চলে যায়।
এই যে বললো পেটে সইলে হয়, এর পর মনে জাগে ভয় এর মিল না দিয়ে থাকা যায়? বা কালকে বললো লোহায় জং ছিলো, তার পর সোহা আলি খান, এশিয়ান পেন্টসের রং, এসবের মিল না দিয়ে থাকা যে কি কঠিন। ইনফ্যাক্ট রীতিমতো ছ আট লাইনের একটা সিরিয়াস পদ্য তৈরী হয়ে গেছিলো, ভুলে গেলাম কারন ল্যাদের ঢং ছিলো...
Ishan | ২৬ অক্টোবর ২০১০ ১৫:৪৬ | 122.248.182.16
আমার পরাণ যাহা চায় তাহা খাই তাহা খাই গো
Kartuj | ২৬ অক্টোবর ২০১০ ১৫:৪১ | 125.20.3.146
আরো খাওয়া-আ-আ সইবে-এ এ এ এ সইবে আমারো-ও-ও-ও-ও-ও
Ishan | ২৬ অক্টোবর ২০১০ ১৫:৩৮ | 122.248.182.16
পেটে সইলে হয়।
Kartuj | ২৬ অক্টোবর ২০১০ ১৫:২৩ | 125.20.3.146
আমিও তো এইমাত্তর লুচি আর ফুলকপির তরকারি খেয়ে এলুম। কপি পাওয়া যাচ্ছে না কে কয়?
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৫:২১ | 121.242.177.19
আমরা তো দিব্যি ফুলকপি আর বাঁধাকপি চিবুচ্ছি। হাল্কা ঠান্ডা পড়ে গেছে। গীজার চালু হয়ে গেছে। নতুন নতুন আপেল এসে গেছে বাজারে। পারফেক্ট হেমন্ত।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন