এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১২:৩৯ | 121.242.181.2
  • জয়ন্তী, মিষ্টিমুখ, সেক্টর ২৫, নয়ডা।

    কেসি, উঁহু চুঁচড়ো আর বহরমপুরও কিন্তু অপভ্রংশ, ওগুলো আসলে চুঁচুড়া আর ব্রহ্মপুর ঃ-)
  • jayanti | ২১ অক্টোবর ২০১০ ১২:৩৮ | 59.178.154.21
  • কেউ শমীকের লেগ পুলিং করো না।তাইলে আমি কাগুর পুস পাবো না।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:৩৫ | 204.138.240.254
  • পশ্চিম বিহারে ভোট হবে তো। শমীক কভার কত্তে যাবে।
  • jayanti | ২১ অক্টোবর ২০১০ ১২:৩৩ | 59.178.154.21
  • শমীক,ধন্যবাদ।

    নয়ডাতে কোথায় পাওয়া যাচ্ছে?নয়ডা থেকে যদি জোগাড় কত্তে না পারি,তাহলে ঠিকানা দেব। আমি কীর্ত্তিনগরে থাকি,কষ্ট কইরা পশ্চিম বিহার যাওনের কি প্রয়োজন?
  • kc | ২১ অক্টোবর ২০১০ ১২:৩০ | 194.126.37.76
  • লিখিত প্রতিবেদনে আলিপুরই যাবে, কেননা জায়গাটা বাংলাতে এবং বাঙালিরা ওটিকে আলিপুরই বলে থাকেন। সেই কারণেই, চিনসুরা না বলে চুঁচড়ো, বার্ডোয়ান না বলে বর্ধমান, বেরহামপোর না বলে বহরমপুর ............. ইত্যাদি।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:২৭ | 204.138.240.254
  • থ্যাংকু, পেয়েছি। কল করব। আজকেই।
  • Bratin | ২১ অক্টোবর ২০১০ ১২:২৫ | 122.248.182.16
  • অর্পন, মেসেজিয়েছি।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:২৩ | 204.138.240.254
  • উঁহু, উরুচ্চারণ নয়। লিখিত প্রতিবেদনে (বাংলা কাগজে) কোনটি যাবে?
  • Bratin | ২১ অক্টোবর ২০১০ ১২:২৩ | 122.248.182.16
  • এ গুলো সব ব্রিটিশ গুলোর কারসাজি!!
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১২:২১ | 121.242.181.2
  • ঃ) ইংরেজি উশ্চারণে কিন্তু মিদ্‌নাপোরই বলে। আমাদের বাঙালি জিভে ওটা মিদ্‌নাপুর হয়ে গেছে।
  • samik | ২১ অক্টোবর ২০১০ ১২:২০ | 121.242.181.2
  • এই মুহূর্তে নয়ডা গাজিয়াবাদে দুটি দোকানে পাওয়া যাচ্ছে। প্রপার দিল্লিতে একটি দোকানও আমি বের করতে পারি নি। গুরগাঁওতেও নয়, ফরিদাবাদের দায়িত্ব অবশ্য সুমন নিয়েছে।

    আমাকে মেল করে দিলে আমি একটি কপি কুরিয়ার করে পাঠাতে পারি। পশ্চিম বিহার সশরীরে যাবার সময় পাবো না।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:১৭ | 204.138.240.254
  • বেশ তাহলে তো এইবার থেকে হাওয়া অফিসের লোকেশন আলিপোর লিখতে হয়। ঃ-)
  • jayanti | ২১ অক্টোবর ২০১০ ১২:১৫ | 59.178.154.21
  • কাগু-পুস দিল্লীতে কোথায় পাব?পাব তো?
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১২:১৪ | 121.242.181.2
  • ইংরেজিতে বানান তো Falaknuma-ই। অন্ধ্রের লোকজন যদ্দূর জানি ওটাকে ফলকনুমাই বলে।
  • r.h | ২১ অক্টোবর ২০১০ ১২:০৮ | 203.99.212.54
  • ও আচ্ছা, থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ।
    স্টাডি-ই তো, মনে পড়েছে।
    বাজারে ঢোকার মুখের দোকান তো আমি খুব চিনি।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:০৬ | 204.138.240.254
  • বাংলাভাষায় আবাপর সর্বশেষ অবদান ফলকনুমা।
  • roks | ২১ অক্টোবর ২০১০ ১২:০৩ | 203.110.246.230
  • হুতোস্যার,
    ১)যদুপুর কফি হাউসের নীচের দোকান হইলো স্টাডি
    ২)তাতিন পিসে বলে দিয়েছেন
    ৩) সিঁড়ির নীচের দোকান মানেই তো স্টাডি, সামনে বলতে কবি "সামনে'-কেই বুঝিয়েছেন, বাজারে ঢোকার মুখে
    ৪) জানি না
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১২:০৩ | 204.138.240.254
  • পেছনে লাগে তো। এই যে মাঝেমাঝে প্যাসেঞ্জারদের হাত কাটা পড়ে তখন সেগুলো নিয়ে প্রতিবেদন ছাপে তো।
  • Lama | ২১ অক্টোবর ২০১০ ১১:৫৯ | 203.99.212.54
  • হ্যাঁ হ্যাঁ। ইফ ফেলুদাষ্টমী কামস, ক্যান মানিকজয়ন্তী বি ফার বিহাইন্ড?
  • Ishan | ২১ অক্টোবর ২০১০ ১১:৫৬ | 122.248.182.16
  • সে খবর ছেপেছে বেশ করেছে। মমতা ছড়ালে ছেড়ে দেবে কেন? শুধু কলকাতার বাস/ট্রাফিকের যদি একটু পিছনে লাগত।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১১:৫৫ | 204.138.240.254
  • ব্রতীনভায়া, তোমার ফোন্নংটা হারায়ে গেছে। আমার নং তোমার কাছে থাকলে একবার একটা টেক্সট মেসেজ পাঠিয়ে দিও। কিঞ্চিৎ প্রয়োজন আছে।
  • Bratin | ২১ অক্টোবর ২০১০ ১১:৫৪ | 122.248.182.16
  • ঠিক কথা!! বরাতে সেই বছরে ১০ -১২ টা ছুটি
  • r.h | ২১ অক্টোবর ২০১০ ১১:৫৩ | 203.99.212.54
  • তাতিন, ধন্যযোগ

    আর, বুক স্টল কফি হাউসের সামনে বলতে কবি কি বুঝিয়েছেন?
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১১:৫১ | 204.138.240.254
  • * বাধ্যতামূলক
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১১:৫০ | 204.138.240.254
  • ছুটি তো ভালো। তবে কিনা আমাদের ছুটি নাই, তাই পরাণ জ্বলিয়া যায়।

    লুরুর সকল ভ্রাতা ও ভগিনীগণ, নভেম্বর ১ তারিখে সবার ছুটি। বাধ্যাতমূলক।
  • de | ২১ অক্টোবর ২০১০ ১১:৪৯ | 134.105.166.235
  • আমার এয়াট্টেলের ডেটাকার্ড মেন লাইনে কাজ করে!
  • de | ২১ অক্টোবর ২০১০ ১১:৪৭ | 134.105.166.235
  • আর রামনবমীর ছুটিতে আপত্তি না থাকলে বাল্মীকি-জয়ন্তীতে আপত্তি কিসের? ক্যারাক্টারটির নামে অ্যাতো মাতামাতি--স্রষ্টার নামেও না হয় হোলো!
  • Samik | ২১ অক্টোবর ২০১০ ১১:৪৩ | 121.242.181.2
  • খড়দায় টাটা ফোটং কাজ করবে না কেন? লাফিয়ে লাফিয়ে করবে। কলকাতা রিজিয়নের মধ্যেই তো! ব্যাংডেলেও করে, নৈহাটিতেও করে, খড়দা তো সেই তুলনায় খুবই কাছে।

    ইন ফ্যাক্ট, ডেটা কার্ড সারা ভারতেই একইভাবে কাজ করে। বাকি জায়গায় রোমিং হয়, কিন্তু খড়দা ব্যান্ডেলে লোকালই হবে, যদি কলকাতার কানেকশন হয়।

    আর ডেটা কার্ডে যদ্দূর জানি, রোমিংয়েরও আলাদা কোনও চার্জ নেই, যদি না কল করো। নেট সার্ফিংয়ের একই রেট।
  • de | ২১ অক্টোবর ২০১০ ১১:৪৩ | 134.105.166.235
  • কাশীরাম দাশ, রাজশেখর বসু --এঁয়ারাই বা কি দোষ কল্লেন?

    ছুটি তো ভালো জিনিস--পাওয়াই যায় না, ছুটি পেলে মন খারাপ কত্তে আছে কখনো?
  • kc | ২১ অক্টোবর ২০১০ ১১:৪১ | 194.126.37.76
  • এসি খারাপের খবরের পিছনে অন্য গপ্প অছে বলে দুর্জনেরা বলেন। ইদানিং বিভিন্ন স্টেশনে রিজার্ভেশন কাউন্টারের উদ্বোধনের কিছু বিজ্ঞাপণ আবাপ পায়নি, প্রতিদিন সবগুলো'ই পেয়েছে। তাই এট্টু গোঁসা হয়েছে, সরকার মশাইদের।
  • til | ২১ অক্টোবর ২০১০ ১১:৩৬ | 210.193.178.129
  • শিয়ালদা মেন এ হিসিখানায় অত উগ্র ব্লিচিং এর গন্ধ কেন? জবাব দাও, দাও। নাক জ্বালা করে যে।
  • Ishan | ২১ অক্টোবর ২০১০ ১১:৩০ | 122.248.182.16
  • এইটা খুব ভালো সাইন, যে, ট্রেনের এসি খারাপও হেডলাইনে আসছে। এইভাবে সবই এলে মঙ্গল।
  • Ishan | ২১ অক্টোবর ২০১০ ১১:২৮ | 122.248.182.16
  • টাটা ফোটন বেলঘরিয়া, সিঙ্গুরে কাজ করেছে। ডায়মনহাবরাতেও করে বল্ল একজন।
  • til | ২১ অক্টোবর ২০১০ ১১:১৮ | 210.193.178.129
  • আমরা কৃত্তিবাসের জন্মদিনে ছুটি চাই।
  • Lama | ২১ অক্টোবর ২০১০ ১১:১১ | 203.99.212.54
  • বেs করেচে ছুটি দিয়েচে। বাল্মিকী জয়ন্তীতে দেবে, ব্যাসদেবের অ্যানিভাসসারিতে দেবে, গোপাল ভাঁড়ের পৈতেতে দেবে, মোল্লা নাসিরুদ্দিনের তিরোভাব দিবসে দেবে।
  • tatin | ২১ অক্টোবর ২০১০ ১১:১০ | 130.39.149.99
  • ওয়ার্ল্ড ভিউ হলো আর্টসে মিলনদার উল্টোদিকে IR এর পাশে নতুন যে বইয়ের চ্যাক-চোক দোকানটা হয়েছে -বিবেকানন্দ হলের গায়ে
  • kc | ২১ অক্টোবর ২০১০ ১০:৪৯ | 194.126.37.76
  • বাল্মিকীজয়ন্তী আগের বছরও পালন করা হয়েছে? হতে থাকলে এখানে কেউ জানায়নি কেন? ব্যাপারটা আসলে কী? এখানেও দেখছি অভারতীয়রা মেল চালাচালি করছে এই নিয়ে।
  • r.h | ২১ অক্টোবর ২০১০ ১০:৪৭ | 203.99.212.54
  • যাদবপুর কফি হাউসের নীচে বইয়ের দোকানের নাম কি?
    ওয়ার্ল্ড ভিউ বুক স্টোরই বা কোথায়?
    বুক স্টল কফি হাউসের সামনে বলতে কি সিঁড়ির নীচের দোকান বোঝানো হচ্ছে, না বাজারে ঢোকার মুখে পানের দোকানের পাশের স্টল বোঝানো হচ্ছে?
    বৌদির স্টল আবার কোনটা? ৮বি বাস স্ট্যান্ডের স্টল... সেই বা কোথায়?

    মোদ্দা কথা হলো আমার কাগু পুস চাই, যাদবপুর থেকে কিনবো। কিন্তু দোকান গুলো যে চিনতে পারছিনা।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ১০:২৬ | 122.252.231.10
  • এই সাম্প্রদায়িক বর্বর সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন। হাতে হাতে মানবশৃঙ্খল রচনা করে প্যালেস গ্রাউন্ড থেকে বিধান সৌধ অব্দি বিশাল পদযাত্রায় সামিল হউন।
  • nyara | ২১ অক্টোবর ২০১০ ১০:২৫ | 203.110.238.16
  • হে হে কোরোনা। কর্নাটক সরকার নাকি ছুটি দিয়েছে। স্কুলে-স্কুলে ভেদাভেদ রইবে না।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ০৯:৪৫ | 122.252.231.10
  • হে হে, আমার মেয়ের কেরেস্তান স্কুলে ছুটি নাই।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ০৯:৪৩ | 122.252.231.10
  • ধুস, ওটা ইজিএলে হবে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১০ ০৯:৪৩ | 122.252.231.10
  • পামিদি, ইজিলে ভিজিটরদের জন্য পার্কিঙের ব্যবস্থা আছে?
  • aka | ২১ অক্টোবর ২০১০ ০৯:০০ | 24.42.203.194
  • আমার এক বন্ধু বলেছে কাজ করে। সে গাড়ি করে আপিস যেতে যেতে চ্যাট করত। টাটা ফোটনই বলেছিল বোধহয়।
  • Paramita | ২১ অক্টোবর ২০১০ ০৮:৫৫ | 202.3.120.9
  • মেন লাইনের লোকেদের জন্য কোশ্চেনঃ

    ডেটা কার্ড(বিশেষতঃ টাটা ফোটনের) কি খড়দহতে কাজ করবে? আশেপাশের অঞ্চলের খবর জানালেও চলবে।
  • Paramita | ২১ অক্টোবর ২০১০ ০৮:৩৬ | 202.3.120.9
  • বাল্মীকিজয়ন্তী ছুটি শুনে আমারও মেজাজ খারাপ। অর্ধেক দিন স্কুল ছুটি।
  • byaang | ২১ অক্টোবর ২০১০ ০৮:২৬ | 122.172.48.209
  • পাইয়ের দেওয়া লিঙ্কটা দেখে সক্কাল সক্কাল মেজাজ খারাপ হয়ে গেল। এখানে আবার কাল প্রচুর স্কুল ছুটি দিয়েছে। কাল নাকি বাল্মীকি জয়ন্তী! ছেলের স্কুল আজ হাফ ছুটি - আর্চবিশপ আসছেন বলে। কাল ফুল ছুটি। ছেলেকে আবার কোন ক্লাস থ্রীয়ের দাদা জ্ঞান দিয়েছে - এই দিনে রামায়ণ লেখা শেষ হয়েছিল বলে!
  • Kartuj | ২০ অক্টোবর ২০১০ ২১:৩৪ | 59.93.245.219
  • থাংকু তিম। ঃ-)

    অনেক কিছু লেখা। আমি বাপু এত শত বুঝিনে। ছোট্ট কোচ্চেন, লিখ্যা রাইখ্যা আসি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত