আমার গান শুনে গত এক ঘণ্টা সব্বাই নিশ্চুপ,এটা আবার বাড়াবাড়ি হোলো।
আহা, শমীক থাগলে কতো আল্লাদ করে শুনতো।
যাগ্গে, গান থামালুম।
jayanti | ০৮ অক্টোবর ২০১০ ১৩:৩৬ | 59.178.159.221
শুভজিতের লেখাটা পড়ে ভীষণ কলকাতা যেতে ইচ্ছে কর্লো।
"লো-হা-র বাঁ-ধ-নে বেঁ-ধে-ছে সংসার"-এই গানটা খুব ভাব দিয়ে গাইতে চেষ্টা করছি।
Kartuj | ০৮ অক্টোবর ২০১০ ১৩:২৬ | 125.20.3.146
সবই মহামায়ার লীলা ।
de | ০৮ অক্টোবর ২০১০ ১৩:২৩ | 59.163.30.4
*ব্রহ্মজ্ঞানী!
de | ০৮ অক্টোবর ২০১০ ১৩:২২ | 59.163.30.3
দেবীপক্ষে ব্রাহ্মজ্ঞানীর ছড়াছড়ি ঃ)) --
Kartuj | ০৮ অক্টোবর ২০১০ ১৩:১২ | 125.20.3.146
আমার পিসিঠাকুমা তাঁর জীবনের শেষ কটা মাসে কেউ কাছে গিয়ে যেই জিগেস করত - 'বল তো আমি কে?' বিশেষ করে সঙ্গে আরো একজন লোক কেউ থাকলে, বলতেন 'ন্যাপাল গোপাল'। সে দুজন আমার দুই জেঠুও হতে পারেন, আবার আমি আর আমার খুড়তুতো দাদাও হতে পারি। অবশ্য দুজন মহিলা হলে সেটা হয়ে যেত, 'ক্ষেন্তি বিন্তি'।
til | ০৮ অক্টোবর ২০১০ ১৩:০৬ | 210.193.178.129
আমি এখনও calender ও calendar গুলিয়ে ফেলি। কলেজের এন্ট্র্য়ান্স ভাইভাতে জিগিয়েছিল- ভোপল কনে? কেন স্যার, নেপাল, ভোপল!
Kartuj | ০৮ অক্টোবর ২০১০ ১৩:০৪ | 125.20.3.146
লামার পাড়াতেও তাই? তাহলে আবার এরকমও হতে পারে -
select ছবি from পাড়া of লামা where day='মহালয়া' intersect select ছবি from পাড়া of কার্তুজ where day='মহালয়া'
করে এইটা এলো !
til | ০৮ অক্টোবর ২০১০ ১৩:০২ | 210.193.178.129
জয়ন্তী, আমার হদিশ? শ্রী অশ্রী ১০৮ ভুতো বাবাজীর কাছে পাবেন। এতঃ ভাটাণু দ্বারা তাকে বলছি, আপনাকে মেলিয়ে দিতে।
Arpan | ০৮ অক্টোবর ২০১০ ১৩:০১ | 204.138.240.254
আমারো তো গুলোত। আমি কি লামা? নাকি লামাই হল অপ্পন?
আমার আরেক বন্ধু ছিল আরো সরেস। ইঃ মিডিয়াম। সে একবার বৃষ আর বৃক্ষের মধ্যে ঘেঁটে ফেলেছিল। হ্ম অব্দি আর যেতে হয়নি।
de | ০৮ অক্টোবর ২০১০ ১৩:০১ | 59.163.30.3
ব্রাক্ষমুহূর্ত্তে উঠে রাহ্মস-স্তোত্র আওড়ানো প্যাক্টিস করো -- জ্ঞান আরো পোক্ত হবে!
de | ০৮ অক্টোবর ২০১০ ১২:৫৬ | 59.163.30.2
ঐ যেমং বল্লে সুবিধা হয়! মানেটা বদলাবে না তো !
Lama | ০৮ অক্টোবর ২০১০ ১২:৫৬ | 203.99.212.54
ছোটবেলায় "হ্ম' আর "ক্ষ' এর মধ্যে খুব গুলিয়ে যেতঃ ব্রক্ষা, ব্রাক্ষন, রাহ্মস, তহ্মক ইত্যাদি
আই মিন, ব্রক্ষজ্ঞান আমার ছোটবেলা থেকেই
de | ০৮ অক্টোবর ২০১০ ১২:৫২ | 59.163.30.3
অক্ষের লিং টা পড়ে আমারই কেমং দমবন্ধ হয়ে যাচ্ছিলো! খুব কাজের লিং!
Arpan | ০৮ অক্টোবর ২০১০ ১২:৫১ | 204.138.240.254
ব্রম্হা অর ব্রাহ্মা?
de | ০৮ অক্টোবর ২০১০ ১২:৩৩ | 59.163.30.3
হাইট অব ব্রম্হাগিয়ানী ঃ))!
Lama | ০৮ অক্টোবর ২০১০ ১২:২৭ | 203.99.212.54
আমাদের পাড়ার মহালয়া আর কার্তুজের পাড়ার মহালয়া হুবহু একরকম। একই পাড়া নয় তো?
বা আমিই কার্তুজ নইতো? বা কার্তুজই লামা নয়তো?
JAYANTI | ০৮ অক্টোবর ২০১০ ১২:১৬ | 59.178.159.221
ইশ,কতক্ষণ ভাটাই নি!দম আটকে যাচ্ছিল আর কি!!
হ্যাঁ,পারমিতার দুক্ষু বুঝলাম ,পোচ্চুর সিম্পেথি।পারমিতা,ব্যারাকপুরে কোন ইস্কুলে পড়তে?
আহা,গত চব্বিশ ঘণ্টা শমীকের টুঁ-উ শব্দটি নাই।অরে কি বউ তালা মাইর্যা রাখছে নাকি?
তিল,এখন কোথায় থাকো?ভাটে দেখেছি,কিন্তু ঠিক মনে পড়ছে না।
ইন্দোস্যার, আপ্নে কি সত্যি সত্যি ডাগদার?মানুষের চিকিচ্ছে করেন? শ্রীচরণে শতকোটি পেন্নাম। ডাগদারজাতিরে আমি প্রবল ভক্তিশ্রদ্ধা কইরা চলি।
Kartuj | ০৮ অক্টোবর ২০১০ ১০:৫৮ | 125.20.3.146
সে অসুরের নাম তখন বামাসুর বা বুদ্ধাসুর। বিমানাসুর-ও হতে পারে। :-P
Kartuj | ০৮ অক্টোবর ২০১০ ১০:৫৪ | 125.20.3.146
কান্তিদা, আমাদের পাড়ায় আবার অন্যরকম একটা ব্যাপার ঘটেছে। মহালয়ার দিন ভোর থেকেই মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি। যারা ৪ টেয় উঠে টেপ বা রেডিও বা সিডি চালিয়েছে, তাদের বাড়ি থেকে কাকভোরে দূরে হালকা আওয়াজ পৌঁছে যাচ্ছে। অনেকে বেলা অব্দি ঘুমিয়েছে, যখন ঘুম ভেঙেছে তখনো বৃষ্টি আর ঠান্ডা হাওয়া, ভেবেছে ভোর হল, মহালয় শুনি। ঘুমচোখে কে আর ঘড়ি দেখে? তখন ১০ টা বেজে গেছে। যে যখন উঠছে, তার তখনি ৪ টে, বীরেন ভদ্র শোনার সময়। এইভাবে বেলা ১২টা অব্দি প্রতি মিনিটে নতুন করে 'যা চন্ডী' শুরু হতে শোনা গেছে। কোথাও প্রতিমার 'অমল কিরণে' চলছে, তো কোথাও বিমলভূষণের 'নমো চন্ডী', কোথাও 'বাজলো তোমার আলোর বেণু'।
quark | ০৮ অক্টোবর ২০১০ ১০:৪২ | 202.141.148.99
২০১১'র পরে আর হবে না, 'অসুর'টা, 'ঐ মহিলা'র হাতে মার খেয়ে এক্কেবারে ম'রে যাবে!
Kartuj | ০৮ অক্টোবর ২০১০ ১০:৩৬ | 125.20.3.146
আনন্দউৎসবে অন্যবার এতক্ষণে এসে যায় মহিষাসুর পালা। আমারও দারুণ লাগে। তা এখনো হাঁ করে থাকাই সার হয়েছে। আর ঐ গেমটা, আগেরবারের...ওঃ...অসুর দুগ্গার ত্রিশূল থেকে বাঁচতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর বলছে, 'অন্যায়', 'ফি বছর এই মহিলার হাতে আমায় মার খেয়ে মরতে হবে।' গেল বারে আপিসের সবাইকে ওটার লিংক পাঠিয়েছি, সুযোগ পেলেই দেখি খেলছে পঞ্চমীর দিন !
a x | ০৮ অক্টোবর ২০১০ ০৯:০৯ | 99.188.81.145
এই আকাটা কিস্সু জানেনা, খালি বকে! সাম্পান কি এমনি এমনি বাড়ি থেকে বার করে দেয়!
যাকগে, যাদের ছোট বাচ্চা আছে, যাদের জলের কাছাকাছি যাওয়া আছে, এবং যাদের কোনোটাই নেই, এটা পড় - ডুবন্ত মানুষ চেঁচায় টেঁচায় না, হাত পা ছোড়েনা। এদেশে ছোট বাচ্চাদের গাড়ির অ্যাক্সিডেন্টের পরেই হছে জলে ডোবা। প্রতি বছর ৭৫০ টি বাচ্চা জলে ডুবে মারা যায়। এবং তার আদ্ধেক, বাবা-মা'র ২৫ ইয়ার্ডের মধ্যে হয় আর ১০% সময় বাবা-মার চোখের সামনেই বাবা-মা তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছেনা যে ডুবে যাচ্ছে।
আর আনন্দউৎসব.কমে কবে যে মহিষাসুর পালা আসবে কে জানে? আমার আবার ঐটা খুব পছন্দ। ভালো কথা, আজ সকালে উঠে মহালয়া শুনেছি!
Abhyu | ০৮ অক্টোবর ২০১০ ০৮:৫৩ | 97.80.158.114
আকাকে ফোং কল্লাম - নিলো না ঃ(
Abhyu | ০৮ অক্টোবর ২০১০ ০৮:৫২ | 97.80.158.114
তোবড়ানো টিম?
Tim | ০৮ অক্টোবর ২০১০ ০৮:৪৬ | 173.163.204.9
তোবড়ানো টিন বেরিয়ে আছে বল্লেও হতো।
aka | ০৮ অক্টোবর ২০১০ ০৮:৩৬ | 24.42.203.194
লেঃ অক্ষ কিসুই জানে না, রোলের দোকানে ইঁট হয় না। লোহার শিক বেরিয়ে আছে বললেও হত।
a x | ০৮ অক্টোবর ২০১০ ০৭:৫৭ | 99.188.81.145
বেশ হয়েছে ভালো হয়েছে। এরপর একদিন রাস্তায় বেরিয়ে দেখবেন, কোথাও আর ফুচকাওয়ালা নেই। রোলের দোকানগুলোতে ইঁট বেরিয়ে আছে।
kanti | ০৮ অক্টোবর ২০১০ ০৭:১৪ | 202.90.100.18
যে সব ভাটুরেরা এই সময় প বাংলার বিভিন্ন জায়্গায় ছড়িয়ে রয়েছেন তাদের বলছি।পূজো এবার ও এসে পড়ল। যদিও বাদল মেঘের ঘটা সংগে নিয়ে। অন্যান্য বার পুজোর বেশ কিছু দিন আগে থেকেই প্রতি দিন ই বার বার চার দিকেকান ঝালাপালা করা শব্দে বীরু-দাদুর মহিষাসুর মর্দিনী শুনে এসেছি। আশ্চর্য ভাবে এবার এক বার ও সেটা কানে আসেনি। এমন কি মহালয়ার দিন সকালেও নয়। আমার খুব অবাক লাগছে। পুরোন দিনের স্মৃতি উসকে দেওয়া সেই শব্দ-বান এবার কোথায় গেলো? আপনাদের এলাকায় কি এমনটা ঘটছে?জানতে খুব ইচ্ছে কোরছে। কান্তি।
sana | ০৮ অক্টোবর ২০১০ ০৬:২৫ | 58.106.8.8
থ্যাঙ্কু,kk ,হ্যাঁ,আমি ভুল ভেবেছিলাম। পাতা দুটো একই দেখতে বলেই হয়তো।
til | ০৮ অক্টোবর ২০১০ ০২:১৪ | 220.253.185.165
না, নৈহাটির লোক হলে আবিষ্কার করবো কেন! আমি ভাটপাড়ায় যেতাম অনেক আগে, ঐ নষ্টলজিতে আক্রান্ত হয়ে গতবার হঠাৎ শ্যামনগর ষ্টেশনে হাজির, অলি গলি, গঙ্গার ঘাট ঘুরে , রামকৃষ্ণ সিনেমা পেরিয়ে নৈহাটি ষ্টেশন। একাকী-ই। পশ্চিমবঙ্গের প্রত্যেক ছোট ছোট ছোট শহরেরই একটা সিগনেচার থাকে, থাকে রিকশার ডিজাইন। ভাল লাগে আমার, কিন্তু তেমন ভাবে ঘোরাই হয় না।
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০২:০৯ | 202.3.120.9
হ্যাঁ, এই-ই সেই।
এবার আমার ব্যারাকপুরের বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছে আছে। দেখি কজনকে জোগাড় করতে পারি। শর্মিষ্ঠাকেও পেয়ে গেলাম, থ্যাংকু।
a x | ০৮ অক্টোবর ২০১০ ০২:০২ | 143.111.22.23
ওকে করব। অর্কুটে আমার বন্ধুলিস্টে আছে।
আকা ঃ-))
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০২:০১ | 202.3.120.9
সকাল সকাল হায়দেরাবাদ যেতে হবে প্লেন ধরতে।
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০২:০০ | 202.3.120.9
ওর বেস্ট ফ্রেন্ডের নাম শিল্পী ছিল কিনা জিগেস করিস তো।
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫৯ | 202.3.120.9
ব্যারাকপুরের ইশকুলে তো? আমার সেকশানেই তো ছিল। মনে থাকবে না কেন?
aka | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫৪ | 168.26.215.13
আমি তো একাই যাতায়াত করতাম, তবে পায়ে হেঁটে। কলেজে উঠেও মেয়েদের কাছে হাত পাততে হত। চাকরি পাওয়ার পরে কদিন একটু রেলাবাজি করেছি। এখন আবার .... আকবা
a x | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫৩ | 143.111.22.23
মজুমদার। লম্বা বেণী।
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫৩ | 202.3.120.9
আমি প্রচুর শর্মিষ্ঠাকে চিনি। পাঁচজনের কথা মনে পড়ছে। এ কোন জন? এইট থেকে।
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫২ | 202.3.120.9
এবার সত্যি যাই। রাত পোহালেই প্লেন।
a x | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫১ | 143.111.22.23
ও আমার কলেজের বন্ধু শর্মিষ্ঠা বলল তোকে চেনে, তবে তুই নাও চিনতে পারিস, কিন্তু ওর বন্ধুদের চিনিস, কেননা ও তোরই স্কুলের ইত্যাদি প্রভৃতি।
a x | ০৮ অক্টোবর ২০১০ ০১:৫০ | 143.111.22.23
তুই কোন ক্লাস থেকে পাভ?
Paramita | ০৮ অক্টোবর ২০১০ ০১:৪৯ | 202.3.120.9
হ্যাঁ, হ্যাঁ, আমাদের ক্লাসের মেয়েগুলো রোজ দু টাকা করে হাতখরচ পেতো। এদিকে আমার হাতখরচের কোন কনসেপ্টই ছিল না, সবে গাঁ থেকে গেছি।
Tim | ০৮ অক্টোবর ২০১০ ০১:৪৫ | 198.82.24.94
আমাদের বাড়িতে সবাই অল্প অল্প করে পোরিবত্তনের পক্ষে থাকায় প্রথমে আমি একা ফিরতে শুরু করি। পরে যাতায়াতে প্রমোশন পাই।
a x | ০৮ অক্টোবর ২০১০ ০১:৪৪ | 143.111.22.23
যারা মালাইকারি রাঁধতে জানেনা, তারা ওরকম চিংড়িকে নারকেলে চান করিয়ে মালাইকারি বলে খায় ও খাওয়ায় :-\
a x | ০৮ অক্টোবর ২০১০ ০১:৪৩ | 143.111.22.23
আমি বোধহয় ক্লাস সেভেন এইটে উঠে অল্প বিস্তর কিছু পেতাম টিফিন খেতে, আর তারপর থেকে তো নিজে যাতায়াত করতাম তাই প্রচুর পয়সা জমানো যেত।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন