আর এই যে সাড়ে ছশো খেলোয়াড় নিয়ে যোগদান করছে, ছ খানা সোনা পাবে তো?
pipi | ০৪ অক্টোবর ২০১০ ০১:৩৩ | 78.52.238.66
আমি অতশত দেখতে পাই নি। ইউটিউবে প্রথম থেকে শুরু করে ৭১ টা দেশের মার্চ পাস্ট অবধি ভিডিও আপলোডিত হয়েছে - সেই অবধি দেখলাম। বাকীটা যদি বাজারে ডিভিডি বেরোয় তাহলেঃ-( আচ্ছ, ঐ পুঁচকে ছেলেটা, কেশভ, যে তবলা বাজাচ্ছিল, ও অমন থেকে জাকীর হুসেন স্টাইলে চুল ঝাঁকাচ্ছিল কেন?
Samik | ০৪ অক্টোবর ২০১০ ০১:১৯ | 122.162.75.182
আমিও অল্পস্বল্প দেখলাম। ভালোই তো লাগল। কালমাদীর হিন্দী-ইংরেজি উচ্চারণ বাদ্দিলে। এমংকি পোতিভাপাটিলও পোচুর প্যাকটিস করে দুরুস্ত ইংরেজি উচ্চারণ শিখে নিয়েছেন। উনি এত ভালো ইংরেজি বলেন না।
byaang | ০৪ অক্টোবর ২০১০ ০১:০৫ | 122.172.54.145
হ্যাঁ আমারও ওপেনিং সেরেমনি খুব ভালো লাগল।
pipi | ০৪ অক্টোবর ২০১০ ০১:০৩ | 78.52.238.66
কেউ গেমসের ওপেনিং সেরেমনি দেখলে? আমি তো যেটুকু দেখলাম ভারী ভাল লাগল। খালি দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো করা ৮০০ ঢাক ঢোলের দলে বাংলার ঢাকী দেখতে না পেয়ে ভারী দুক্কু পেলাম।
zzomega | ০৪ অক্টোবর ২০১০ ০০:৪৭ | 151.141.84.194
এখনে কেসি যিনি আছেন তার সাথে বাই চান্স কেসিদাসের বা কেসিপালের বা কেসিনাগের কোনো যোগাযোগ আছে কি? যদি থাকে তাইলে রসগোল্লা ছাতা আর অঙ্কের একটা হিল্লে হতো। ঃ-)
zzomega | ০৪ অক্টোবর ২০১০ ০০:৪৪ | 151.141.84.194
আকাজী, কেমন আছেন? ঃ-)
aka | ০৩ অক্টোবর ২০১০ ২৩:০৩ | 24.42.203.194
হ্যান্ডি ম্যান বা মাই হ্যান্ডি ম্যান।
kc | ০৩ অক্টোবর ২০১০ ২২:২৩ | 89.203.49.18
যে মিস্ত্রি রানাঘরেও কার্পেট লাগায়, সে মিস্ত্রির সঙ্গে ঠগও।
Arpan | ০৩ অক্টোবর ২০১০ ২২:২০ | 122.252.231.10
মিস্ত্রি।
kc | ০৩ অক্টোবর ২০১০ ২২:১৯ | 89.203.49.18
রান্নাঘরে কে কার্পেট লাগায়?
kc | ০৩ অক্টোবর ২০১০ ২২:১৮ | 89.203.49.18
হাতিবাগানের বাজার যদি কলকাতার বাইরে আর কোথাও থাকে, তাইলে সেটি হল, ডেভন স্ট্রীট, সাব অল্টার্নের চুড়ান্ত, খাঁচার পাখি ছাড়া সব কিছু পাওয়া যায়। আমার হেব্বি লাগে।
চার ঘন্টা ড্রাইভ করে শিকাগোর ডেভন স্ট্রিট থেকে তিন ফুট বরফের ব্যারিকেড ডিঙিয়ে প্রস্তরীভূত ইলিশ আনার পরে সেই ইলিশের প্রিপারেশন দুই হিন্দুস্থানী কলিগ রোটি দিয়ে রেলিশ করে খেল। সে কথা মনে পড়লে আজও ব্যথায় শিউরে উঠি।
kc | ০৩ অক্টোবর ২০১০ ২১:৫৬ | 89.203.49.18
মাছগুলো হাত থেকে মেঝেতে যদি পড়ে যায় তাইলে একটা 'খট' করে আবাজ হয়, একটু মানসিক অসুবিধে হয়ে থাকে।
aka | ০৩ অক্টোবর ২০১০ ২১:৩৯ | 24.42.203.194
সেদিন ইলিশ নিয়ে কথা হচ্ছিল, তা এদেশের প্রস্তরীভূত ইলিশ কিন্তু বেশ ভালো, এমনকি এবারের প্রস্তরীভূত রুইও খুব ভালো।
byaang | ০৩ অক্টোবর ২০১০ ২১:৩৭ | 122.172.51.153
অ, বুঝলাম।
Arpan | ০৩ অক্টোবর ২০১০ ২১:৩৫ | 122.252.231.10
আমার পুরনো ডেরা যেইখানে এসেছিলে।
byaang | ০৩ অক্টোবর ২০১০ ২১:২৮ | 122.172.51.153
থ্যাংকু অপ্পন। বেশ কাজের হয়েছিস তো! বিটিডাবলু, কুন্দনাহাল্লিটা ঠিক কোথায়? মারাঠাহাল্লির কাছে?
Arpan | ০৩ অক্টোবর ২০১০ ২১:০৮ | 122.252.231.10
ব্যাঙদি, জয়নগরে ফিরোজের দোকান আছে। এইমাত্র জিগ্যেস করে জানলাম। তবে ওখান থেকে হোম ডেলিভারি দেবে না। তুমি একটা কাজ কর। অয়ন সরকারকে ৯৭৩৯৮৪০৫৩৯ এই নাম্বারে ফোন করে জানিও তোমার বানেরঘাটা রোডে ডেলিভারি চাই আর ওনার কুন্দনাহাল্লির দোকানে এক ভদ্রলোক (আমার নাম বললে চিনবে না) এই নিয়ে কথা বলে রেখেছে। উনি বলেছেন উনি হোম ডেলিভারির ব্যবস্থা করে দেবেন তোমার জন্য।
kc | ০৩ অক্টোবর ২০১০ ২০:৪৫ | 89.203.49.18
কিছুদিন আগে তুমিই তো আমারে আপুনি-আজ্ঞে কল্লা তাই ভাবলাম.....
I | ০৩ অক্টোবর ২০১০ ২০:২৪ | 14.96.190.81
কেন? গঙ্গাজলে মোবাইল বা মোবাইলে গঙ্গাজল ফেললে হবে না? হারিয়ে যাওয়ার বন্দোবস্ত?
I | ০৩ অক্টোবর ২০১০ ২০:২২ | 14.96.190.81
হ্যাঁ, ৯৫-এ পাশ করেছি। কেসি আবার আমাকে আপনি-আজ্ঞে ধরলেন কবে?
aka | ০৩ অক্টোবর ২০১০ ১৯:৫৭ | 24.42.203.194
আর বেশি দেরি নাই, এমন কাউকে খুঁজে না পাওয়া গেলে গুগুলে বা অন্য কোন সাইটে সার্চ দিতে হবে, ব্যাস সে এখন কোথায় কি করছে সবই পাওয়া যাবে। মোবাইলে জিপিএস অন করা থাকলে ইজি। চাইলেও হারিয়ে যাওয়া মুশকিল।
kc | ০৩ অক্টোবর ২০১০ ১৯:৫১ | 89.203.49.18
আমি ওকে অনেকদিন ধরে খুঁজছি। আমার ছোটবেলার বন্ধু। হারিয়ে গেছে। হঠাৎ মনে পড়ল যে আপনিও এনাআরএসের তাই।
kc | ০৩ অক্টোবর ২০১০ ১৯:৪৮ | 89.203.49.18
তাহলে কী মনে থাগে? আর আপনি তো ৯০তে ভত্তি হয়েছিলেন। পাশ করেছিলেন তো অনেক পরে। ঃ)
I | ০৩ অক্টোবর ২০১০ ১৯:৪৫ | 14.96.190.81
কেন?
I | ০৩ অক্টোবর ২০১০ ১৯:৪৪ | 14.96.190.81
"৯০ ব্যাচ? পূর্ণেন্দু? আমার নাম একদম মনে থাকে না ঃ-(
নাঃ তিলদা, আমার ডিসেম্বরে কোলকাতায় থাকার বিশেষ চান্স নেই।
til | ০৩ অক্টোবর ২০১০ ১৭:৫৫ | 220.253.188.98
ছি, ছি দেখে শুনেও ভুল! ভাটের*
til | ০৩ অক্টোবর ২০১০ ১৭:৫৪ | 220.253.188.98
চিন্তার কুনো কারণ দেখি না। বাতের দ্বিতীয় শো, রাত্তির আট ঘটিকা হইতে শুরু! (উড়ো খবর, চেক করিয়া লইবেন)
byaang | ০৩ অক্টোবর ২০১০ ১৭:৩৬ | 122.172.51.153
কিন্তু কেডিদা, আমি ৬তারিখ রাত্তির সাড়ে আটটার পরে কোলকাতায় আসছি, এদিকে সেদিন ভাটের নির্ঘন্ট তো সন্ধ্যা ৬ঘটিকা থেকে সন্ধ্যা ৮ঘটিকা! ঃ-(
til | ০৩ অক্টোবর ২০১০ ১৭:২৫ | 220.253.188.98
থুতু কহানী। এক মফঃস্বল শহরে দেখি ভোরবেলা হাঁটবার রেওয়াজ হয়েছে; অতি উত্তম স্বাস্থ্যকর। কিন্তু যখন দেখি এক দঙ্গল তন্বী ব্রাশরতা, মুখে গেঁজা ফেনিতা মহিলা কুল, দৃশ্যটি তেমন শোভনীয় ঠেকে না। এবং যত্র তত্র খ্যাক!
til | ০৩ অক্টোবর ২০১০ ১৭:২০ | 220.253.188.98
KD দা কি মহান কাবলিদা? আপনার পোষ্টের তো একটা মানে বই প্রয়োজন। মগজে ঢুকলো না। আমার নামে চাল? চুলো ই নে যার তো আবার চাল! -- ব্যাঙদি, আপনি এই ভাঙ্গা হাটে রবিবারে কি মনে করে? না, আমি কলকাতায় নেই, থাকবো ডিসেম্বরে, আপনাদের কি আসবার প্ল্যান আছে।
kd | ০৩ অক্টোবর ২০১০ ১৭:০৮ | 59.93.211.105
অ্যাদ্দিনে 'তিল'এর আসল পরিচয় পাওয়া গেলো। উনি বিখ্যাত খাদ্যবিশেষজ্ঞ। ওনার নামের বাসমতী চাল সারা পৃথিবীতেই পপুলার।
থ্যাংকিউ ব্যাঙ!
byaang | ০৩ অক্টোবর ২০১০ ১৬:১৮ | 122.172.51.153
তিলদা আপনি কি এখন কোলকাতায়?
byaang | ০৩ অক্টোবর ২০১০ ১৬:১১ | 122.172.51.153
বম্মা, তুমি একা নও। এইটা আমারও হয়। অটোয় বাঁদিকে বসে আছি, হঠাৎ পাশেই একটা বাস চলে এল, আর বাস থেকে একটা মুন্ডু বেরিয়ে এল থুতু ফেলার জন্য, তারপরে সে কোনদিকে ফেলে সেটা দেখার আগেই আমি সিঁটিয়ে প্রায় পাশের লোকের কোলে চেপে পড়ি। রাস্তায় বেরোলেই শুদ্ধু দেখি - বাস, অটো, বাইক চালাতে চালাতে/চেপে যেতে যেতে, হাঁটতে হাঁটতে, লোকে থামছে না অব্দি, চলন্ত অবস্থাতেই এদিক ওদিক থুতু ফেলছে। রাস্তায় বেরোতেই ভয় হয়। ঐ আমার এক ক্ষ্যাপা বন্ধুর কথা বলেছিলাম না - সোনালী । তারও একই সমস্যা। সেদিন ফুটপাথ দিয়ে ও হাঁটছিল, এশিয়ান পেন্টসের দোকান থেকে কাউন্টারে বসে বসে অদ্ভুত কায়দায় যেই না একটা লোক ফুটপাথে থুতু ফেলেছে, সোনালীর ল্যাপির ব্যাগে এসে পড়েছে। ব্যাস, লোকটা তো আর ভাবে নি, ওর জন্য কতটা দুর্ভাগ্য অপেক্ষা করে আছে। সোনালী তখন দোকানে ঢুকে, দোকানের ভেতরে যত্র তত্র থুতু ফেলছে আর লোকগুলো হাঁ হাঁ করে ছুটে আসলেই সোনালী ওদের গায়ে থুতু ফেলার ভয় দেখাচ্ছে। তারপর দোকানের লোকগুলো ক্ষমা চাইলো, তখন ও দোকান থেকে বেরিয়েছে।
til | ০৩ অক্টোবর ২০১০ ১৫:৫৮ | 220.253.188.98
extra ভাটারু তে চলবে?
kc | ০৩ অক্টোবর ২০১০ ১৪:১৯ | 194.126.37.76
হরি, হরি, মাধব আর কতক্ষণ একলা কাটাব?
M | ০৩ অক্টোবর ২০১০ ০৮:২৪ | 59.93.196.179
তিল আর শুভজিৎ, ঃ)))).............ঃ(((((((
aka | ০৩ অক্টোবর ২০১০ ০৬:৫১ | 24.42.203.194
কেসির জন্য রইল ঃ))
aka | ০৩ অক্টোবর ২০১০ ০৬:৪৪ | 24.42.203.194
কমরেড অপ্পন, আক্রম মনে হয় পৃথিবীর সর্বকালের সেরা বোলার। ঐরকম স্পীড, সুইং, ক®¾ট্রাল আর কারুর দেখি নি। লিলি এসেছে কিলার ইনস্টিংটের জন্য। অনেক হারা ম্যাচ লিলি বের করে এনেছে।
til | ০৩ অক্টোবর ২০১০ ০৪:২৩ | 220.253.188.98
M দিদিমণি, বেড়ে বলেছেন কিন্তু। আজকাল দেখি খ্যাঁক করে যত্র তত্র থুতুফেলা জাতীয় অভ্যেস। গতবার এক বন্ধুর বাড়ীতে সকালে ব্রেকফাষ্ট; তার দাদা এলেন পাশেই থাকেন। অনতিদূরেই বেসিন, এমন করে সেখানে শব্দ করে থুতু (স্পেশাল) ফেললেন যে তারপর কি করে প্লেটের খাবার মুখে তুলি! অথচ সেটাও অভদ্রতা হয়ে যায়। -- অটোয়ালারা ইচ্ছে করেই গাঁক গাঁক করে মিউজিক বাজায়, যাত্রীরা প্রতিবাদ করতে গেলে তো তাদেরকে চেঁচাতে হবে। নীলামঘরে গেছেন কখনও? নীলামদাররা একটা hyped up বাতাবরণ সৃষ্টি করে। -- তবে কি একটু insensitive হবার চেষ্টা করুন, নতুবা পাগল হয়ে যাবেন।
aka | ০৩ অক্টোবর ২০১০ ০১:৪০ | 24.42.203.194
এই ব্লগটা আমার এক বন্ধুর, মানে একটু ছোট, কিন্তু একটা বয়সের পরে সবাই সমান। ইন্টারেস্টিং ব্লগ লেখে, মানে আমার ভালো লাগে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন