arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১৭ | 202.56.207.56
দেশের কবিতা বিভাগের এখন কোন ভারপ্রাপ্ত সম্পাদক নেই, জয় ছেড়ে যাওয়ার পর থেকে
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১৬ | 202.56.207.56
আবাপ কবিতা ভেবেছে- পিছিয়ে না-পড়ার ভয়ে, বোধহয় এক্সপেরিমেন্টাল কবিতা!
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১৫ | 121.242.177.19
আবাপ-র কবিতা টিমে কে আছে এখন? জয় গোঁসাই যাবার পর থেকে?
kc | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১৩ | 89.203.49.18
কন্টেট নিয়ে নিয়ে আমারও কোনও কথা নেই, আমার প্রশ্ন আবাপ এটাকে কোবতে বলল কী করে?
a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১৩ | 99.73.43.62
মাইরি এরা লেখে কি করে এমন? নিজেরা পড়েনা?
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১২ | 202.56.207.56
এগারোতে শেষ করবে...
byaang | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১২ | 122.172.58.108
এইটা বেশ কেলাস ফোর-ফাইভের ছেলের লেখা রচনাঅর মত হয়েছে, একটাও বাড়তি শব্দ লেখাও যার কাছে সময় নষ্ট।
a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১২ | 99.73.43.62
ফুটকিটাকে তো আমি টিম ভেবেছিলাম। আর নয়ত কেসি। আইপি দেখায় ল্যাদ।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১২ | 121.242.177.19
না। দুঃখিত। সুবোধ সরকারের কবিতাকেও কবিতা বলে চেনা যায়। আমার কাছে বেশ কিছু কবিতা টোকা আছে সুবোধবাবুর।
কার্তুজ, শুনছো? পারো যদি দেখে যেও বাংলা কবিতা কারে কয় ... ইত্যাদি।
Raj | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১১ | 202.79.203.43
ভবানীপুরে তো জানি খোলা নর্দমা বা কাঁচা ডেরেন নেই ..... তাইলে ক্যানো এমন হল ? ক্যানো?
a x | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:১০ | 99.73.43.62
কবতেটে কেমন শেষ হয়েও শেষ হইলনা ঃ-( আরো যেন কি বলা বাকি ছিল।
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:০৭ | 216.52.215.232
টাইপানোর জন্য ধন্যবাদ। ঃ-)
হ্যাঁ, এইটা মোটেও কোবতে হয়নি। অনেকটা সুবোধবাবুর মত লেখাটা হয়েছে। (কন্টেন্টের দিক থেকে নয়)
kc | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:০৩ | 89.203.49.18
কমরেড শরৎকুমার মুখোপাধ্যায়
সাদা ধবধবে ধুতি আর পানজাবি পায়ে পালিশ করা পাম-শু জ্যোতিবাবু দ্রুত হেঁটে এক মিটিং থেকে আর এক মিটিং-এ পৌঁছে যেতেন। ষাট বছর কাউকে গ্রাহ্য না করে নেতার জীবন কাটিয়ে গেলেন তিনি।
ধনী বাঙালির আভিজ্যাত্য মেশানো ছিল তাঁর জীবনযাপনে, কথা বলতেন কম তাঁর ভাষণ ছিল সংক্ষিপ্ত, সিদ্ধান্ত অটুট। করতলে আয়ু আর যশের রেখা ছিল দীর্ঘ। মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি বারবার ইংলন্ড ভ্রমণে গেছেন সরকারি খরচে, উপভোগ করেছেন ব্রিটিশ শিল্পপতিদের আতিথ্য কিন্তু পশিমবঙ্গের শিলপবানিজ্যের উন্নতি হয়নি।
জ্যোতিবাবুর বাবা তাঁকে প্রশাসনিক শিক্ষা দেবার জন্য বিলেত পাঠিয়েছিলন পাশ করতে না পারায় ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন। ১৯৪০ সালে দেশে ফিরেই পার্টির সর্বক্ষণের কমী নির্বাচিত হন। ইংলন্ডে থাকার সময় তাঁর মার্ক্সিজমে দীক্ষা হয় কিন্তু সে মার্ক্সিজমের গোড়ায় বিপ্লব ছিল না- কোনো পার্টিকর্মী তাঁকে কমরেড বলে ডাকেনি।
কেন যে আমাদের কার্তুজ দিনরাত লড়ে যায় কোনটা কবিতা আর কোনটা নয় তাই নিয়ে, কে যানে!!
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১২:০২ | 202.56.207.56
দাদু ভাঙিয়ে - সরকার চলছে ঃ)
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৯ | 121.242.177.19
শারদীয়া আবাপ।
আবাপ-র লাস্ট উপন্যাসটা তাও একটু পড়া গেল, তাও সে¾ট্রাল ক্যারেক্টার রবীন্দ্রনাথ ছিলেন বলে।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৮ | 121.242.177.19
খিখিখিখিখি ... শরৎকুমার মুখো-র কবিতাটা (????????????????????? ?????????????????????) ভেবেছিলাম এইখানে টাইপ করে দেব। তারপরে ভুলে গেছিলাম। অসম্ভব জিনিস। আমাদের দিদি ওচ্চেয়ে ভালো কবিতা লেখে। ইন ফ্যাক্ট আমিও লিখি।
de | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৫ | 59.163.30.4
দুখের সাথে এই ব্যাপারে আমার বেশ মিল তো!
শ-মু র কোবতে কোতায় বেরিয়েচে?
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৫০ | 216.52.215.232
এগ্গাদা টাইপো হল। যাগ্গে!
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৮ | 216.52.215.232
যাগ্গে, পড়ে পরে নেবো। যেহেতু তোমরা এত হইচই করছ তাই জন্য। নইলে না প্ড়লেও কিছু যায় আসে না।
Raj | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৬ | 202.79.203.43
অর্পন কিচ্ছু করার নেই ! নর্দমাকুমার মুখোর কবতেটা কোন পকাবুকেই টাইপানোর পরিশ্রম করতে হবে ;-)
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৩ | 216.52.215.232
পোস্ট করনা ক্যানো? খুব বড় হলে করতে হবে না।
Raj | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৪০ | 202.79.203.43
কেসি ঃ-)) আবার দেখো ওটাকে আমি কি বলেছি ... কবিতার মোড়কে কুৎসা
dukhe | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:৩৮ | 122.160.114.85
অন প্রিন্সিপল সপ্তমীর আগে শারদীয়া ছুঁই না । যা ফিডব্যাক - মনে হচ্ছে একেবারেই না ছুঁলে হয় । শারদীয়া ভ্রমণটা আশা করি এত ঝোলাবে না । কাগু-র শারদীয়া নেই ? রাসবিহারী মোড়ের দোকানে শনিবার বলল গুরু ফুরিয়ে গেছে ।
til | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:২৭ | 210.193.178.129
খামে ভরে স্ট্যাম্প মেরে দিলেই তো হল; ফের্ৎ ডাকে নতুন ইন্ডিয়ান স্টাম্প ফেরৎ! (আমি রাখি নতুন দেশী স্টাম্প, ছোট খাট বিনিময়ের জন্যে) গল্প যাই হোক, বাঙালী সমাজের দর্পণ এইগুলো, অন্তত; আমার কাছে সোর্স মেটিরিয়াল। আমি কিনি প্রত্যেকবার, ভাল তয়লেট রীডিং।
til | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:২৫ | 210.193.178.129
ব্যাঙদি, আবাপ ও দেশ কোন বিনে ফেলবেন যদি আমায় জানাতেন!
kc | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:২২ | 89.203.49.18
রাজ ঃ)) জ্যোতি বসুকে নিয়ে লেখাটা কিভাবে কবিতা পদবাচ্য হল তা জানতে আমার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে শরত্কুমার মুখার্জীর মতন লেকের কাছ থেকে, একবার ভেবেছিলাম কবতেখান এখানে পোস্ট করি, কবিতা বোঝা লোকেদের কাছ থেকে আলোচনা শুনবার জন্য, বরং মন্দের ভাল লাগল আনন্দলোক।
de | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:২২ | 59.163.30.4
আম্মো কিনেছি -- সময় পাচ্ছি না বলে খুলে দ্যাখা হয়নি, ফিডব্যাক পেয়ে আর খোলারই ইচ্ছে হচ্ছে না!
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:০৪ | 202.56.207.56
পুজো সংখ্যার ট্রাডিশানটা বন্ধ করলেই হয়...কেন যে শালা ফালতু খরচা করি...
Raj | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:০৩ | 202.79.203.43
অপ্পন - গুগাঁতে বহুকষ্টে একটা আবাপ জোগাড় করেছিলাম
স্রিফ এক স্রিফ এক সারিডন ওর সরদর্দ সে আরাম....
তবে হ্যাঁ পকাবুদের ভাললাগার মত একটা উপাদান আছে ঃ-) ইন্দিরা ভবনের প্রয়াত বাসিন্দাকে নিয়ে কবিতার মোড়কে শ্রীল শ্রীযুক্ত শরৎকুমার মুখোর একটি কুৎসা - শোনা যাচ্ছে জাগো বাংলায় পুনর্মুদ্রিত হইবে আর পোতিদিনে কেন ছাপা হল না সেই নিয়ে কালীঘাটস্থ হাইকম্যান্ড টুটুকে একটু কড়কে দিয়েছে
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১১:০০ | 216.52.215.232
ঃ-)
আমিও আগে দুবর অনসাইট থেকে ফেরার আগে ডাঁই করে সব ট্র্যাশবিনে ফেলে এসেছিলাম।
byaang | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৮ | 122.172.63.111
অর্পণ, কোলকাতা যাওয়ার আগে তোকে পুজোসংখ্যা আবাপ, আলোক, আমেলা, ১৯-২০ আর দেশ দিয়ে যাব। এই শেষবার আবাপ গ্রুপের কোনো পুজোসংখ্যা কিনলাম। কিনে আর এখন দিয়ে যাওয়ার লোক খুঁজে পাচ্ছি না। ঘর থেকে বিদেয় করতে পারলে বাঁচি।
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৪ | 202.56.207.56
কবিতাগুলো মন্দ না...কিন্তু গল্প উফফ
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৮ | 216.52.215.232
দেশের ফিডব্যাক তো পেলাম। আবাপ?
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:৪২ | 202.56.207.56
শমীক শারদীয়া দেশ পেলে নাকি?
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:৩৯ | 216.52.215.232
লতুন ফুটকিবাবু/বিবিটি কে বটেক?
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:২৩ | 122.162.75.222
তা বেশ।
arindam | ২৪ সেপ্টেম্বর ২০১০ ১০:১৫ | 202.56.207.56
সোনি আট। শনিবার রাত ১০টায়
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫১ | 122.252.231.10
বোধায়, সোনি আট। রাদ্দশটায় চ্যানেলগুলো সার্ফ করে দেখো।
. | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪২ | 208.255.36.3
হায়রে আমায় এরা চিনলনি গো ..... মনের দুঃখে শুতে যাই
tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩১ | 130.39.149.129
৪০ এর ওপরে হ'লে দেখে আসতে পারেন ঐ আবহমান, মানে ১৫০ টাকা দিয়ে দ্যাখার কথা যখন
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩১ | 122.162.75.222
কোঞ্চ্যানেল?
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৮ | 122.162.75.222
ফুটকি ( . ),
একটা অন্য নাম নিলে ভালো হয়। আসলে এখানে ফুটকি নামে একজন অলরেডি লেখেন। আপনার কথা তাঁর কথা মনে করে ভুল বোঝাবুঝির একটা চান্স থেকে যায় আর কি ...
Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৭ | 122.252.231.10
আবহমান কাল কোন একটা চ্যানেলে দেখাবে। ইচ্ছে হলে দেখে নাও।
Samik | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৬ | 122.162.75.222
অন্তরমহল ওয়াক্, ওয়াক্, থুঃ! লেবার দিয়ে ইউটিউব থেকে নামিয়েছিলাম, মাঝপথেই এমন বমি পেল, স-ব ডিলিট মেরে দিলাম।
ইয়ে, বাড়ির পাশের হলে আবহমান এসেছে, সকাল সাড়ে দশটার শো। টিকিস্ দেড়শো টাকা করে।
যাওয়া উচিৎ?
. | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:১০ | 208.255.36.3
আপত্তি নেই। তবে গুগাবাবা তে বাটিতে দুধ খাওয়া ফোকলা জমিদারের মুখে যে ক্রুডনেস আছে, সেটায় যে ম্যাচিওরিটি আছে, অন্তর্মহলের জ্যাকি স্রফে সেটা পাওয়া মুশকিল। এটাই বলার।
. | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৯:০১ | 208.255.36.3
হে হে হে .... ফুটকি ফুটকি
pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:২৭ | 128.231.22.87
কিন্তু এই ফুটকি টি কে বটেক ? কালকের জন ই আজকের জন ? ইনি ই আমাদের ভানুদাদা ?
tatin | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:২৩ | 130.39.149.48
আপত্তিটাই বা কীসে? ইচ্ছে হচ্ছে তাই দেখাচ্ছে
pi | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৮:২৩ | 128.231.22.87
কলার তোলাতে বাহাদুরি কে বল্লো ? কিন্তু ক্রুডনেস দেখানোর দরকার হলে দেখাতে পারলে বাহাদুরি দেবো। সেটা অন্য কোনোভাবে বোঝাতেও পারলেও দেবো। তক্কো তো সেটা নিয়ে ছিলো না। ক্রুডনেস দেখালেই গ্যালো গ্যালো ছিছিক্কার করবো কিনা , তাই নিয়ে। সেটা করবো না, এটুকুই বলা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন