এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৫ | 72.83.80.105
  • কর জোড় করলে টাইপাবো ক্যামনে ? ঃ(
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৭:০২ | 194.126.37.76
  • আছে। চাইতে হবে করজোড়ে। ঃ)
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫৮ | 72.83.80.105
  • হার্মোনিয়াম কৈ ?
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫০ | 194.126.37.76
  • দেদি,
    থ্যাঙ্কু, শ্রুতি হারমোনিয়ামও আছে। না জমিয়ে ব্যবহার করার জন্য হলে জানাবেন। ওটার দাম নাই।
  • quark | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৫ | 202.141.148.99
  • লক্ষ্মী বোন কিনা জানি না, তবে বচ্চন সাহেবের হিসেবে গঙ্গা, যমুনা, সরস্বতী বোন না হোক, কাছাকাছি।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৪ | 59.163.30.6
  • কেসিকে রিয়াজের জন্য ভাটেই আরেকবার ধন্যবাদ দিয়ে গেলাম -- সত্যিই খুব কাজের জিনিস!
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৪ | 121.242.177.19
  • তাই? তার্মানে লক্ষ্মী সরস্বতী এঁয়ারা গঙ্গার বোন?
  • M | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৫:১২ | 59.93.193.240
  • বোঝো, আর আমি এদিকে গঙ্গাদেবীকে শিবের মেয়ে বলে জানতুম।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৬ | 121.242.177.19
  • আসলে শিব এট্টু লুজ ক্যারেক্টার ছিলেন। গঙ্গাদেবী তো পরিস্থিতির শিকার মাত্র।
  • M | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৪ | 59.93.193.240
  • আচ্ছা গঙ্গাদেবী কয়জনারে বিয়ে করেছিলো?শান্তনুকে তো শুনেছিলাম।

    সে যাকগে ,বেড়ানোর জায়গা খুঁজে না পেলে সব ব্যায়লায় বেড়াতে এসো। এত্ত এত্ত অটো দেখার সুযোগ আর কোথাও পাবে তো বোলো।আর রাস্তার গাছে দড়ি বেঁধে কাপড় শুকানো বা ট্রাম লাইনে উনুন জ্বালানোর কথা তো তাও আমি বলিনি।আরো আছে, না এলেই মিস করবা।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৯ | 216.52.215.232
  • হুম, যা দেখছি, শমীকের আইটিনারারিটাই বেস্ট।

    ডাগদার গেছে? পাড়া জুড়িয়েছে?
  • saikat | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৪ | 202.54.74.119
  • টয় ট্রেনে করে শিমলা গেলে এক কামরার টয় ট্রেন (rail motor)-এ করে যাওয়া বেস্ট।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩৮ | 121.242.177.19
  • কালকা পর্যন্ত রুট এক। তারপরে একটা রুট গেছে শিমলা, টয়ট্রেনে করে যাওয়া বেস্ট। আরেকটা রুট সুন্দরনগর কুল্লু হয়ে মানালি। দুটো আলাদা রাস্তা।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৩:১২ | 59.93.215.223
  • আস্পদ্ধা দ্যাখো! দিদি এসেছে কি আসেনি, এখনি বেটা নিজেকে পর্বত ভাবতে লেগেছে!!!
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৮ | 59.93.215.223
  • অপ্পনের কান মুলে দাও। মূষিক প্রসব কত্তে চায়! ক্ষি শখ !!
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩ | 59.93.215.223
  • ডিটো।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১৩:০১ | 59.163.30.6
  • ঘুত্তে গিয়ে অতো ছোটাছুটি কত্তে ভাল্লাগেনা -- হাত-পা ছড়িয়ে এট্টু ল্যাদ না খেলে ছুটি কাটাচ্ছি মনেই হয় না, আপিসের দিনের মতো তাড়াহুড়ো কচ্চি মনে হয়!
  • til | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৮ | 210.193.178.129
  • সিমলা যাবার পথে timber trail হোটেল থাকার পক্ষে প্রশস্ত, আর নীচে পিঞ্জোর গার্ডেনে। দ্বিতীয়তায় ভৌতিক অভিজ্ঞতা হয়!
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৮ | 59.93.215.223
  • হওয়ালেই হয়। আমরাই ঘুরিচি। মাঝখানে চণ্ডীগড় স্যাণ্ডুইচ করে দিছিলাম। পিজিআই। বলাই বাহুল্য, চান্স পাই নাই।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৭ | 216.52.215.232
  • আরে প্ল্যান কত্তে দোষ কী? তারপরে মূষিকপ্রসব হলেও বুঝব অনেক হয়েছে! ঃ-)
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৬ | 59.93.215.223
  • উঃ ! ক্ষি রোম্যান্টিক ! ক্ষি সেন্সুয়াস! এই শিব-গঙ্গা কাণ্ড। সেই কব্বে বে হয়েচে তা-ও শখ যায় নাই।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৫ | 59.163.30.6
  • মানালি আর সিমলা একসাথে কক্ষনো হবে না -- অন্ততঃ সাদ্দিনে হবে না! দুটো আলাদা রুট!
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৩ | 59.163.30.6
  • অপ্পন সাতদিনে পুরো উত্তরাঞ্চল ঘোরার প্ল্যান কচ্চে ঃ))
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 59.163.30.6
  • * চন্ডী

    হ্যাঁ! সর্বব্যাপী পরম-আতমার সাথে প্লাস্মোডিয়াম ফিরি ঃ))
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 216.52.215.232
  • আর দেখি শিমলা একেবারে ড্রপ করব? পুরনো রাজের একটা চার্ম আছে সে এখন যতই ধুর হয়ে যাক না কেন। উটির মতন।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 59.93.215.223
  • ঠিকাছে । কুছ পরোয়া নেই। বৌ-বাচ্চা নিয়ে আমি একাই যাবো। আর ফিরে এসে অ্যায়্‌সা গপ্পো শোনাবো আর অ্যায়সা ছবি দেখাবো না , অপ্পন কী হারালুম-কী হারালুম বলে হাপুস-হুপুস করে কেঁদে মরবে।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫১ | 121.242.177.19
  • চণ্ডীগড় ছবির মত সুন্দর শহর। ভারতের সুন্দরতম শহর বোধ হয়। ওখানে একদিন কাটিয়ে নিতে পারো।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৫০ | 121.242.177.19
  • আরে হ্যাঁ, এদিকের বন্যার আজকের আপডেট হল ঃ

    পুরাকালের পরে গঙ্গা এতদিনে প্রতিশোধ নিতে পেরেছে। ভগীরথের ডাকে মর্ত্যে নেমে শিবের জটায় আটকে পড়ে গঙ্গা খুব হ্যাটা হয়েছিল এককালে।

    হৃষিকেশে গঙ্গার পাড়ে একটা শিবমূর্তি ছিল। বারো ফুট উঁচু। কালই তার বুক বেয়ে গঙ্গা বইছিল। আজ সকালে শিবমূর্তি ভেঙে নিয়ে বয়ে গেছে গঙ্গা।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৭ | 59.163.30.6
  • মানালি আমরা গেছিলাম চন্ডিগড় থেকে গাড়ি বুক করে! চন্ডিগড়টাও বেশ সুন্দর শহর!
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৭ | 59.93.215.223
  • মশা প্রাণী নহে, উহা পরমাত্‌মা। ইউবিকুইটাস।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৬ | 59.163.30.6
  • আগের কোচ্চেন ইন্দো দাদারে!
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৬ | 216.52.215.232
  • আর (ছিনে)জোঁক।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৫ | 121.242.177.19
  • কাংড়া ভ্যালি পুরো অন্যদিকে মনে হয়। দাঁড়াও, দেখে বলছি। মানালি যাবার রাস্তা হল দিল্লি-কালকা-চণ্ডীগড়-মোহালি-কুল্লু-মানালি। আর কাংড়া যাবার রুট এই যে ঃ
    http://www.oktatabyebye.com/travel-directions/driving-directions-from-New_Delhi-to-Kangra.html

    অথবা, মানালি থেকে ধরমশালা (কাংড়া) যাবার বাস ছাড়ে। ওখান দিয়েও যেতে পারো।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৫ | 59.163.30.6
  • আর মশা? (পাই এক্ষুনি এলো বলে!)
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৪ | 216.52.215.232
  • নাঃ, লুরু টু ডুয়ার্স পোষাবে না। যাতায়াতে অত্যধিক খরচ। তাও যদি তিলুদার মত সময় থাকত।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪২ | 59.93.215.223
  • তবে! তব্বে !! এই দ্যাখেন, দে-দিদি'র হাতে-ঠান্ডা এক্ষপিরিয়েন্‌ছ!
    আর ডুয়ার্স ! আমা ব্যতীত কুনো বাঙালী নাই, জনপ্রাণীই নাই, পাখপাখালী- জন্তুজানোয়ার তো দূরস্থান; চাদ্দিকে খালি গাছ আর গাছ। আর ক'টি রাজবংশী।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৪০ | 216.52.215.232
  • আর কাংড়া ভ্যালি নিয়ে এনি আপডেট হ্যাজ?
  • de | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৯ | 59.163.30.6
  • সুলতানা কিস্মিসের টার্কিশ নাম!

    ডিসেম্বরে মানালি আমরা মোট্টে ফাঁকা পাই নি -- যেখানে যাও বাঙালীতে ভত্তি, আর রোটাং যাওয়ার পথে কোথাও একটু সাদা স্পট পেলেও সেখানে গড়াগড়িরত বঙ্গসন্তানদের দেখা যায় ঃ)) -- অবশ্য হতে পারে এখন কিছু চেঞ্জ হয়েছে, আমরা বছর পাঁচেক আগে গেছিলাম। তবে হোটেলে ভালো রুম-হিটীং সিস্টেম আছে কিনা দেখে নেওয়া উচিত, বিশেষতঃ ছোট বাচ্চা সঙ্গে থাকলে। অধিকাংশ সময়ই হিটীং সিস্টেমটা খুব খারাপ হয়।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৯ | 216.52.215.232
  • হ্যাঁ, অর্ডার অব ম্যাগনিট্যুড।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৮ | 121.242.177.19
  • **কী**
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৭ | 59.93.215.223
  • আপনেরা ক্ষি যে করেন ! ডিছেম্বরে হিল্লি-দিল্লী ক্যানো যাবেন ? জানুয়ারীতে ডুয়ার্স চলেন !
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৭ | 121.242.177.19
  • oom মানে কি? মোটামুটি খচ্চাপাতির হিসেব?
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৪ | 216.52.215.232
  • নাঃ, শমীকের প্ল্যান, ইনক্লুডিং মায়াপুরীতে শমীকের বাড়ি থাকার সৌভাগ্য জাস্ট আনপুটডাউনেবল। দেখি, উপরওলা বাগড়া না দিলে নামিয়েও দেবো।

    আর শমীক, বাওয়া, এতই যখন কষ্ট করলে একটা oom এস্টিমেট দিয়ে মেল করে দেবে? সময় সুযোগমত?
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:৩০ | 121.242.177.19
  • তিলুবাবু,

    বক্তব্য ঐটাই। বেড়াতে বেরিয়ে কেবল "রিয়েল ইন্ডিয়া' দেখার লোভে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না। তা হলে বেড়ানো হবে না। রিয়েল ইন্ডিয়া দেখুন, কিন্তু এসি কাঁচের ভেতর দিয়ে।

    আর ট্রেনের ব্যাপারে, মোটামুটি একই। জলপাইগুড়ি থাকতে আমরা জেনারেল কম্পার্টমেন্টে বিনা টিকিটে যাতায়াত করতাম, জলু টু ব্যান্ডেল। চাগ্রি পেয়ে ভদ্রলোক হলাম, স্লিপার ক্লাসের টিকিস্‌ কেটে ভুবনেশ্বর হাওড়া করতে লাগলাম। এর পর দিল্লি এসে বগলে লোম গজালো। কিছু করার নেই, মাঝরাস্তায় বিহার বলে একটা স্টেট পড়ে। এসি ছাড়া গতি নেই, তাই পূর্বা, তারপর থেকে রাজধানী। এখন এইভাবেই রিয়েল ইন্ডিয়ার ওপর দিয়ে যাই আসি বছরে একবার। সরকার আজকাল এলটিসিতে ফ্লাইটের টিকিটের টাকা দিচ্ছে, তাই প্লেনে যাওয় আসা, নইলে ট্রেনে চাপতে খুব খুব ভয় করে।
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:২৭ | 216.52.215.232
  • ডিডিদা ঃ-)))
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:২৭ | 59.93.215.223
  • সুলতানা নাম কী পলিটিক্যালি ইংকারেক্ট ! ডিডি-র হিজড়া-র ন্যায়। সেক্ষ/জেন্ডারগতভাবে ডেঞ্জারাছ !! পাই ও মামুগণ ঝাঁপিয়ে পল্লো বলে।
  • Samik | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:২৪ | 121.242.177.19
  • আমি ধরে নিচ্ছি লুরু-দিল্লি-লুরু উড়ে উড়ে যাবে আর আসবে।

    চতুর্থ সকাল, মানালি। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো ছোট্টো শহরটা দেখতে। চেষ্টা কোরো বিয়াস নদীর যেদিকে মল্‌, তার উল্টোদিকের কোনও হোটেলে থাকতে। ভিড় কম হবে। অবশ্য ডিসেম্বরের মানালিতে এমনিই ভিড় কম হবে।

    শহরে দেখার মতন হল, অ্যাপল অর্চার্ড, পাইন বন আর তার মাঝে হাড়িম্বা মন্দির (ভূমিকা নিÖপ্রয়োজন), আর ইউরোপিয়ান ক্লাব। মল্‌-এ লাঞ্চ করে নিও।

    মল্‌-এর শেষে বিয়াস পার করার জন্য একটা ছোটো পুল আছে। পার করে এক কিমি আপহিল্‌সে হেঁটে চড়লে পাবে পুরো কাঠের তৈরি বশিষ্ঠ টেম্পল। এমনিতে দেখার কিছু নেই, কুণ্ড আছে, লোকে এবং স্ত্রীলোকে চান টান করে। ভক্তিস্থলে যা হয় আর কি, মেয়েদের চান করার ঘেরা জায়গাটা পুউরো ডেনমার্কের সী বিচ। তবে সে-সব জিনিস মেয়ে না হলে দেখা যাবে না। ঃ-)) ছেলেদের প্রবেশ নিষেধ। ছেলেদের চান করার জায়গা আলাদা। ডিসেম্বরে ওসব চেষ্টাও কোরো না।

    পঞ্চম সকালে গাড়ি নিয়ে চলে যাও রোহ্‌তাং পাস। ওটা সোলাং ভ্যালি হয়ে যায়। মনে হয় না ডিসেম্বরে রোহ্‌তাং পর্যন্ত রাস্তা খোলা পাবে, সোলাংয়েই বরফ পেয়ে যাবে। দুপুর তিনটের মধ্যে ফিরে আসতে পারবে। চাইলে সেদিনই সন্ধ্যের বাসে চেপে ষষ্ঠ সকালে দিল্লি ফেরত আসতে পারো, আর নয় তো, শুধু মানালিকে দেখার জন্য, বিয়াসের ধারে বসে একটা গোটা দিন কাটাতে পারো, ইট ওয়র্থ্‌স ইট। স্বর্গের খুব কাছাকাছি চলে যাবার একটা ফিলিং হবে। অবশ্য আমরা এই ফিলটা করেছি মে মাসে, ডিসেম্বরে কী হবে জানি না। তবে বিলকুল ফাঁকা পাবে।

    ব্যস, সপ্তম সকালে দিল্লি পৌঁছে আমার বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে সোজা অ্যারপোর্ট চলে যাও, রাতের মধ্যে লুরু পৌঁছে যাবে। বাস এসে পৌঁছবে ঐ জনপথে চন্দ্রলোক বিল্ডিংয়ের সামনে, কিংবা কাশ্মীরি গেট আইএসবিটির সামনে। আগে থেকে জানিয়ে দিলে আমি জিনিস নিয়ে পৌঁছে যাবো।

    দিল্লিতে আমার গরীবখানায় থাকতে নিতান্ত কুণ্ঠাবোধ না কল্লে থাকা-ঘোরার খচ্চাটা বাঁচিয়ে দিতে পারবো। ঃ-)
  • Arpan | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:২৪ | 216.52.215.232
  • বালাই ষাট, বাক্স-প্যাঁটরা মাথায় দেবেন কেন? চেন্নাই সে¾ট্রাল স্টেশনে ক্লোকরুমে সুলভে মালপত্র রাখার সুবন্দোবস্ত আছে। পুরনো ঘা চুলকিয়ে সুখ আছে, তবে কিনা স্যার, যেখানে সেখানে জল খাবেন না। পেট ছেড়ে দেবে।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:২২ | 59.93.215.223
  • @dd,
    ঃ))))
  • til | ২১ সেপ্টেম্বর ২০১০ ১২:২১ | 210.193.178.129
  • দে'দি, অর্পণ ও শমীক,
    থ্যাঙ্কু।
    মাদ্রাজ ষ্টেশনে সেকন্ড ক্লাশ স্লীপার ওয়েটিং রুমে চাদর পেতে বাক্স প্যাঁটরা মাথায় দিয়ে দশ বারো ঘন্টা না কাটালে সব মজা লস্ট। কুকুর বিড়ালের মত বাধ্য হয়ে যাতায়াত করেছি, এখন তো পুরোনো ঘায়ে মামড়ি পড়ে গেছে, চুলকিয়ে সুখ করবো না?
    --
    হুম, রিয়্যাল নর্থ ইন্ডিয়া আমায় টানে, যেটা ট্রেনে না গেলে বুঝবো কি করে? তবে হ্যাঁ, বারানসী টু ব্যাঙ্গালোর প্লেনে গেলেই হয় অথবা ফেরৎ এসে হাওড়া থেকে।

    সকলকে ধন্যবাদ, এবার প্ল্যান করতেই হচ্ছে। মুমবাই যাবার ও সাধ জাগে, এলিফ্যান্টার পেছনে কি সুন্দর গ্রাম ছিল আর ....

    --
    সত্যি কিন্তু ভয় করছে ট্রেনে চাপতে। এরা এমন করে মমতার পেছনে লেগেছে!
    --
    আন্দাজে বেশী লিখতে যাবো না, ভুলের ভয়ে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত