এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৬ | 198.82.22.77
  • নাহ কিছু খেয়ে আসি।
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৬ | 143.111.22.23
  • আমি রেডিওতে শুনতাম। ইউটিউবে থাকবে নিশ্চয়ই কিছু!
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৫ | 122.173.181.252
  • হাওয়ার্ড স্টার্নের খোলা প্রোগ্রাম নেটে কোথায় পাওয়া যায়? আমি দেখতে আগ্রহী। ঃ)
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৪ | 198.82.22.77
  • গল্পের ঐ অংশটা পরের এডিশনে শুধরে নেওয়া হবে। মানে মুছে দিতে হবে আর কি। :P
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৪ | 143.111.22.23
  • একটা লাইভ প্রোগ্র্যামে এনরিকে গাইতে উঠেছে, এদিকে মিক-এ লাইভ ফিড করা আছে, কিন্তু প্রি-রেকর্ডেড গানটা বাজতে কিছু গন্ডগোল হয়েছে। এই নিয়ে হাওয়ার্ড স্টার্নের একটা গোলা প্রোগ্র্যাম হয়েছিল ঃ-))

    অ্যাকচুয়ালি, এদের অনেকেরই এরম হয়। প্রি-রেকর্ডেড গান বাজায়, ওরা লিপ সিংক করে।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৩ | 198.82.22.77
  • ঃ-))
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৩ | 122.173.181.252
  • ঘরের নোক্কিকে অচলা হতে হয়। নাচা তো দূরস্থান।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৩ | 128.231.22.87
  • আব্বে টিম, ওটা তো শিবপুরে জলের তলায় চলে গেসলো । সেখান থেকে উঠে ঐ যদুবাবাবুর পদপ্রান্তে পৌঁছলো কেমনে ?
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫২ | 122.252.231.10
  • আমার বাড়িতে যেমন দুই শাকিরাভক্ত আছে। আমি ও আমার মেয়ে।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫২ | 198.82.22.77
  • কেন মামী কি নাচতে ভুলে গ্যাছে?
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০ | 122.173.181.252
  • এনরিকোর গানে বরং অন্য একটা প্রবলেম আছে। বাড়িতে চললেই ছেলে নাচতে বলে। খুব ইরিটেটিং। (আমি ছেলেদের সঙ্গে নাচ করা একেবারে পছন্দ করিনা)।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০ | 198.82.22.77
  • বরং কাছিম ফলের গল্পটা গড়াক। সেই ফল, গড়াতে গড়াতে যদুবাবুর পায়ের কাছে এসে থামলো। যদুবাবু ইয়ানি রাণীমার নাতি। তো, দিলেন একখানা মন্দির করে। সেই মন্দির ঘিরে পরে বাজার উঠলো, তার নাম হলো কাছিমবাজার।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫০ | 122.173.181.252
  • উইকি শুনলেই জ্বর আসে, কিছু জানতে হলে আজকাল দেখি ছেলেও উইকি পড়ে নেয়।
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৮ | 143.111.22.23
  • উইকি পড়লে জানা যায়, বোঝা যায় না ;-)
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৮ | 122.173.181.252
  • লিপ দেওয়ার কথা বল্লে টেইলার সুইফ্‌ট এর কথা বলতে হবে- যাস্ট শোনা যায় না।
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৮ | 122.173.181.252
  • আরে আমি খালি গলায় কারো গানই শুনিনি। সবই ক্যাসেটে-সিডিতে। ঘরে বসে আমি হাইলি ডিলানের গানও শুনতাম না। লোকটা নাকি বদ্ধ উন্মাদ। মেরে টেরেও দিতে পারে। ঃ)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৭ | 122.252.231.10
  • তারপরে সেই গল্প থেকে ছবি হল। ছবির নাম এইখানে বিপাশা শুয়ে আছে। পরিচালক রিতুদা। ছবি সুপারহিট।
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৭ | 143.111.22.23
  • চন্দ্রবিন্দু বোরিং হয়ে গেছে আজকাল। সাস্টেইন করতে পারলনা। খালি চালাক চালাক কথা বলে বেশিদিন চালানো মুশকিল।
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৬ | 122.173.181.252
  • চন্দ্রবিন্দুও ভালো। কিন্তু মোটামুটি সুরে গায় বলে ডিলানের মতো কাল্ট হতে পাল্লোনা। ঃ)
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৬ | 143.111.22.23
  • এনরিকে মানে হুলিও'র ছেলেটা? ওটা তো বরঞ্চ হুলিয়ে ঢপ!! তুমি খালি গলায় এনরিকে শুনেছ? বেশ স্ক্যাম হয়েছিল তো! ও যখন স্টেজে গায়, আসলে যাস্ট লিপ দেয়!
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৫ | 198.82.22.77
  • ঃ-)
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৪ | 122.173.181.252
  • এনরিকোও ভালো। তবে ওর বাবা কি যেন ইগ্লেসিয়াস, তার ধারেকাছেও যায়না।
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৪ | 143.111.22.23
  • নাহয় এখন বোজো আসেনা আর তাই আমাকে একাই দূর্গ রক্ষা করতে হচ্ছে বলে অল্পের ওপর ছেড়ে দিলাম।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৪ | 168.26.215.13
  • আঃ এসব উইকিপিডিয়া পড়লেই বোঝা যায়, তারজন্য কষ্ট করে ঘ্যাড়ঘ্যাড়ে গলায় গান শুনতে হবে কেনে?
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৩ | 122.173.181.252
  • ডিলানের গান বাড়িতে গড়ে তিনঘন্টা চললে আমি পরের তিনঘন্টা গম্ভীর ভাবে এনরিকো চালিয়ে দি- এটাকে বলে পারষ্পরিক সহাবস্থান। এতে কাক চিলদের স্বাস্থ্যহানি ঘটে না।
  • Ishan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৩ | 122.173.181.252
  • ডিলান গান গাইতে পারেনা। এগ্রিড। কিন্তু গানের বদলে যেটা করে, ও আর কেউ পারবেনা।
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৩ | 143.111.22.23
  • রে শিশুগণ, তাইলে ডিলান খালি লিরিসিস্ট হয়েই অমর হতেন এবং পুলিৎঅজার বা সাহিত্যে নোবেল নমিনি হয়েই। পপ মিউজিক শুনলে আর ডিলান কি বুঝবে হুঁ! ব্লুজ, স্লেভ মিউজিক, প্রিজন মিউজিকের সংমিশ্রণ, আনসেটলিং, র' এজ্‌ এসব তোমরা বুঝবেনা। :-\
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪১ | 128.231.22.87
  • আর সেখান থেকে আবার একদিন বিএসফের চোখে ধুলো দিয়ে চলে এল অপারে। গড়াতে থাকলো , গড়াতেই থাকলো। আর একদিন অন্ধকারে চলে গ্যালো বিদিশা ঝিলে। জলতলে আজ ও সে নুড়ি শিয়ে আছে।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪০ | 198.82.22.77
  • পাই,
    পয়েন নোটেড। ঃ-)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪০ | 122.252.231.10
  • আমার ডিলান ও অঞ্জন দত্ত ভাল্লাগে। চলবে?
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৯ | 198.82.22.77
  • আজ্জোদা কিনা অনু মালিকের ফ্যান, তাই ঢপটপ বলছে। ;-)
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৭ | 143.111.22.23
  • আগেই বলে দিয়েছি।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৭ | 168.26.215.13
  • বোনো হল গিয়ে গ্রেটেস্ট ঢপ অফ মিউজিক। অক্ষদাকে একদিন আমার গান শুনিয়ে দেব নে। বোনোর গান ভালো লাগলে আমারটাও ভালো লাগবে। ডিলান অন্য জঁর। ওনার গান শুনতে মোটেও ভালো না, পড়তে ভালই।
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৭ | 198.82.22.77
  • হক্কথা। ডিলানের গান খুবই ভাল্লাগে, অন্যের গলায়। খ্যাক খ্যাক। এবার অক্ষদা বলবে, ওরা কারা?
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৬ | 143.111.22.23
  • অর্বাচীনের দল যত!
  • Tim | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৫ | 198.82.22.77
  • আরে পাই ভিগান জানেনা। ভিগান কুকুর মানে শাকাহারী সারমেয়।
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৫ | 59.161.185.162
  • ছিঃ, অপ্পন কিচ্ছু জানে না। অপর বাংলায় আপেলকে বলে গন্ধম ফল। ইয়ানে কাছিমের ডিম। কুলু ও কাশ্মীরের গাছে গাছে ফলে থাকে। গল্পের কাছিম, তার ডিম।

    সেই ডিম বিপাশা ও ঝিলম নদী দিয়ে বয়ে যায়। লোকে ভাবে গোলালো নুড়ি। সন্ধ্যারাগ সামলে আদিম আদম বাঁকা তলোয়ার খাপে ঢুকিয়ে নেয়। যদিও সে নিষিদ্ধ ফল খেতে পায় নি। হবা বৌঠান কবে টুকি করে দিয়েছেন।

    নুড়ি গড়ায়, গড়িয়ে যায়। গড়াতে গড়াতে যায় অপর বাংলায়।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৫ | 128.231.22.87
  • ডিলানের গলা ভাল্লাগেনা।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৪ | 122.173.181.252
  • আজ্জো,এইসম্পর্কে ইউটিউব কিছু জানায় নি?ঃ))
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৩ | 122.173.181.252
  • ওরে পাগল, সব ই মায়া।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৩ | 128.231.22.87
  • এইয়ো, আবার কে কে মশা নিয়ে বল্লো শুনি। সব হিসেব রাখছি। টিমের পোস্টটাও মনে আছে। এদের সবার জ্ঞাতার্থে জানাই, সবার সবরকম চক্রান্ত ব্যর্থ করে বাচ্চা কাচ্চাগুলোর কেউ ই আমাকে মশা মাসি বা মশা মাছি বলে না। এই যে পিনাকীদা, সেদিন অত চেষ্টা করলো মেয়েকে দিয়ে মশামাসি ডাকানোর। পারলো ? উল্টে আমার বরকে মশামেসো বলে ডেকে দিলো ঃ)

    তবে টিম, ভাইঝি আমাকে যে নামে ডাকে, একদিক দিয়ে দেখতে গেলে সেই নামেই আমি এখেনে লিখি ঃ)
  • a x | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৩ | 143.111.22.23
  • ডিলানের গান ভালো লাগেনা, বোনো'র গান ভালো লাগেনা, এরা কারা?
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩১ | 168.26.215.13
  • প্রথমটা স্পঞ্জের মতন, তারপর ছাগল ছানার মতন। তারপরেরটা কর্মফলের উপর ডিপেন্ড করছে। আমি হলে স্বর্গের মতন, অন্য কেউ হলে নরকের মতন ইত্যাদি ইত্যাদি।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩১ | 122.162.75.227
  • দুটোর কোনোটাই না, মাছের মত লাগবে। ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩০ | 122.173.181.252
  • শমীক,ফোনে ভয় দেখাবে ভেবেই খুব ভীত হয়ে পড়েছিলাম,এখন গায়ে বল এলোঃ)
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৮ | 122.173.181.252
  • আচ্ছা সাপের গা জোরে চেপে ধরলে কিরকম লাগবে, স্পঞ্জের মতো নাকি ছাগলছানার মত?
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৭ | 122.162.75.227
  • কাছিমের মাংস আমি খেইছি। ছোটোবেলায়।

    আর বেউলা লখিন্দরের গল্প পাইয়ের খুব প্রিয়। সেই সাপ কামড়ানোর জন্যেই তো মনসা সৃষ্টি কল্লেন মশার, আর সেই মশার ফোটো তুলেই পাই পরীক্ষায় পাশ দেয়।

    মামী, আজ রাতে ফোন হল না। ফির কভি।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৭ | 168.26.215.13
  • বব ডিলানের গান আমার ভালো লাগে না। উনি গানটা লিখে অন্য কাউকে দিয়ে গাওয়ালেই (প্রেফারেবলি দিদিমণি) পারতেন। তবে ডিলানের অ্যাপিল টা বুঝি। অক্ষদার জন্য পাল্টা গান
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৬ | 122.172.56.8
  • ছ্যা ছ্যা! সারপেন্ট আর সাপের পার্থক্য জানে না। আবার অন্যদের ২০নম্বরের পার্থক্য লিখতে দেয়! ধিক!
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৪ | 122.252.231.10
  • এঃ, নিষিদ্ধ ফল হল আপেল। ইডেন উদ্যানের। যেখানে এককালে অজয় বসু আর কমল ভট্‌চাজ কমেন্টারি কর্তেন।

    তারপর তাঁরা এক সাপের পাল্লায় পল্লেন। সেই থেকে তাঁদের কমেন্টারির চাগরি গেল।

    ঘুরে ফিরে সেই সাপ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত