এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪০ | 121.242.177.19
  • কেউটের অবশ্যই ফণা আছে। ঢ্যামনা সাপের ফণা হয় না। নির্বিষ সাপ।
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩৭ | 220.253.188.98
  • m,
    স্থান কাল পাত্রের কিছু আভাস দেয়া যাবে কি?
    কোন শহর (?), ক তলায়?
    ব্যাঙ্গালোর হলে নির্ঘ্যাত কোবরা, ফ্যাক্টরিতে সকালে গেলে মাঝে মাঝেই ১০ ফুট লম্বা কিং কোবরার লাশ দেখা যেত। একটি জায়গায় এত সাপ ছিল (BEL কলোনিতে) , যে লোকমুখে নামই হয়ে যায়, নাগাল্যান্ড, বাসস্টপ ঐ নামে।
    কালো? কোবরা তো কালো হয় না। কেউটে হয়, কেউটের কি ফণা থাকে?
    বাগ্য বিড়ম্বনায় আমি যে শহরে থাকি সেখানে আবার সাপ মারলে ফাইন! সবচেয়ে মজা লাগে, সাপেরও হার্ট আছে (দেহের সঙ্গে সমতা রেখে লম্বা) এবং রক্তও।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৩১ | 122.173.181.252
  • স্টোয়িক, সেই, দেশ ভেদে সাপ কোথাও দুদু আবার কোথাও তামাক( লালজল)!!
    কোথায় পড়ছিলাম দক্ষিণ ফ্রান্সে নাকি কোনো সাপ নেই।
    আমি অবশ্যি মিডওয়েস্টেও কোনোদিন সাপ দেখিনি।আমার পরিচিত কেউ দেখেছে বলে শুনি নি।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৮ | 122.173.181.252
  • কালো আর ধূসর চেককাটা কাটা চেহারা -ওটা কি সাপ?চন্দ্রবোড়া?
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:২৬ | 122.173.181.252
  • ফিরে এলাম ছোত্তো ব্রেকের পরঃ)

    কাল সন্ধ্যেবেলা হঠাৎ জোরে জোরে বেল-দরজা খুলে দেখি দোতলার এক তামিল মহিলা তার জড়ানো ইংরেজিতে উত্তেজিত ভাবে কিছু বলছেন আর আঙুল দেখাচ্ছেন- আমার ঠিক মুখোমুখি ফ্ল্যাটের কোলাপসিবলের উপরে দেখি তিনি আয়েশ করে শুয়ে আছেন। কালো আর ধূসর চেহারা।প্রায় সঙ্গে সঙ্গেই সিকিউরিটি গার্ড এল।দেখে টেখে চলে গেলো। দুমিনিট বাদে একটা ছোট্ট গাছের ডাল হাতে ফিরে এসে সে বীর বিক্রমে কাঠি দিয়ে ওনাকে সুড়সুড়ি দিতে লাগলো।বিশ্রামে ব্যাঘাত ঘটায় তিনি মাথা তুলে আপত্তি জানাচ্ছিলেন।শেষে দেখলাম বিষম রেগে গিয়ে ঘনঘন ফনা তুলতে লাগলেন।শেষে আর থাকতে না পেরে থপ করে সাতফুট নীচে পড়লেন- আমার আর সেই মহিলার চীৎকারে আরেকবার ফনা দেখিয়ে গজেন্দ্রগমনে কাঠির খোঁচা খেতে খেতে বিদায় নিলেন। গার্ড খুব বিনয়ের সঙ্গে জানালো ,ভয়ের কিছু নেই,ওটা 'ঢ্যামনা' সাপ- আমি সাপের বিবরণ শুনে এতো রেগে গেলাম যে ফনা তোলা সাপ কি করে 'ঐ' সাপ হয় আর জিগালাম না, এদিকে তামিল মহিলা আমাকে বলেন, দ্যাট ইজ নট ধ্যামা স্নেক,ইউ নো মে বি ইটস অ কোবরা।

    আমি আপাতত কার্বলিক অ্যাসিডের সন্ধানে আছি।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৬ | 121.242.177.19
  • হুতো,

    মনে পড়েছে। হ্যাঁ, বিজেপিও ছিল, বৃন্দাও ছিল সাপোর্টে। বোধ হয় ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে।

    সেদিনও আমি অফিস গেছি বাইক চালিয়ে। গাজিয়াবাদ থেকে দিল্লি পেরিয়ে নয়ডা এবং ব্যাক। লোকের এখানে খেয়ে বসে কি কাজ নেই যে বন্‌ধ করতে যাবে?
  • stoic | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৩ | 160.103.2.224
  • দে,

    ৬০ থেকে ৬২ করার প্রস্তাবের প্রতিবাদে। ফরাসীরা বেশি কাজ করতে মোটেও ইচ্ছুক নয়।
    ম,
    ফ্রান্সে সাপ আছে, তবে তারা লাল মদের নেশায় এমনই বুঁদ হয়ে থাকে যে ফণা তো তুলতেই পারেনা, বিষও ডাইলিউটেড হয়ে গেছে।
    ঃ)
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:৫৮ | 59.163.30.6
  • নাঃ, বিজেপির বনধে বৃন্দার বাওয়ালি শুনে এট্টু ক্যামন ক্যামন লাগছিলো ঃ))
    --সবই মায়া অপ্পনবাবু!
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:৪৪ | 204.138.240.254
  • সবাই তো একসাথে ছিল। দে দি দেখি সব গুলিয়ে ফেলেছেন।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:২৬ | 59.163.30.6
  • বিজেপি --বাওয়ালি -- বৃন্দা কারাত? ঃ))

    নাঃ! বনধের দিন হুতো গুইলে দিচ্ছে!
  • r.huto | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৭ | 117.194.229.186
  • আহা হলো তো এই তো কদিন আগে। বিজেপি টিজেপি কারা কারা সব ছিল।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১৬ | 122.173.181.252
  • রিপন স্ট্রিট সংখ্যালঘু এলাকায় পড়ে তো? সেখানে দোকান খুলে রাখার অপরাধে আরসালান এ ভাঙচুর চালানো হয়েছে!!
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১২ | 121.242.177.19
  • গত বন্‌ধটা হয়েছিল কবে? মনে করতে পারছি না।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১২ | 122.173.181.252
  • এইমাত্র একজন তথ্য প্রযুক্তি কর্মী নিরানন্দে জানালেন, আপিশে আসার পথে বনধ সমর্থকরা রাস্তা থেকে অনেক লোককে ফিরিয়ে দিয়েছে।আর কিছু অতি উৎসাহী ঝোপের আড়ালে লুকিয়ে লক্ষ্য রাখছিলো,আপিশে আসার শাস্তি হিসেবে লোকজন কে এরা দুচারঘা লাঠির বাড়িও দিয়েছে ।ইনি বাড়ি খেয়েও বীরের মত আপিশে এসেছেন- পাশেই আরেক জন জানিয়েছেন ,এনার কোনো সমস্যা হয় নি,কারণ উনি ফুটবল খেলতে যাচ্ছি বলে জার্সি গায়ে আপিশ এসেছেন!
  • r.huto | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১১ | 117.194.229.186
  • বল্লে হবে? গত বনধ এ ও দিল্লীতে ব্যাপক বাওয়ালি হয়েছে। টিভি তে বৃন্দা কারাতকে কতক্ষন দেখালো।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১০ | 121.242.177.19
  • মামী, যদ্দূর জানি বিষহীন সাপ ফণা তুলতে পারে না। ওটা একমাত্র বিষধর সাপেরই বৈশিষ্ট্য।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:১০ | 59.163.30.6
  • বিষহীন সাপে ফণা তোলে?
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৯ | 121.242.177.19
  • কিন্তু শহরের নামও কি নিতে নেই? মামী ছাব্বিশ ঘণ্টা চ্যানেলে দেখল "দিল্লির' রাস্তা সব শুনশান????????
  • dd | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৫ | 124.247.203.12
  • ফনার নীচেই দেখে নিবেন Danger ও মড়ার খুলির চিহ্ন আছে কিনা। এসব statutary warning তো থাকবার ই কথা।
  • r.huto | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৩ | 117.194.229.186
  • ছোবল খেয়ে দেখলে সবচে ভালো বোঝা যায়।
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৯ | 122.173.181.252
  • আপাতত আমি সাপ সম্পর্কে আগ্রহী। ফনা তোলা দেখে কি করে বোঝা যাবে ওটা বিষহীন না বিষাক্ত?
    কারুর ফান্ডা আছে?
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৪ | 204.138.240.254
  • এই পূণ্যলগ্নে লন্ডনেও স্ট্রাইক। পেত্যয় না হয় তো আজকালের পাতা দেখুন ও অনুপ্রাণিত হউন।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫৩ | 59.163.30.6
  • রিভিউ টা কি ভালো !ঃ))
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫২ | 59.163.30.6
  • ম ঃ))
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫০ | 122.173.181.252
  • চ্যানেলের নাম নিতে নেই দে;)
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৫০ | 59.163.30.6
  • স্ট্রাইকটা ঠিক কি জন্য? ৬০ থেকে ৬২ করার দাবীতে না পোতিবাদে?
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪৯ | 122.173.181.252
  • ফ্রান্সে সাপ আছে?
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪৮ | 59.163.30.6
  • সেধে সোসিতদের জন্য কোনো সোমব্যাদনা নাই ঃ)) --

    ছাব্বিশ ঘন্টা? সেটা কি? চ্যানেল?
  • stoic | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৯ | 160.103.2.224
  • আজ ফ্রান্সে ন্যাশনাল স্ট্রাইক, পেনশন এজ ৬০ থেকে বাড়িয়ে ৬২ করা হবে, সেই জন্য।
    নো কমেন্টস।
    কিন্তু তার মধ্যেও আমি যে সাইকেল করে বৃষ্টিতে ভিজতে ভিজতে সোসিত হতে কাজে এসেচি, তার জন্য কারুর কোন হেলদোল নেই। ঃ(
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:২২ | 122.173.181.252
  • শমীক,এখানে ছাব্বিশ ঘন্টা দেখাচ্ছে দিল্লির শুনশান রাস্তা,ব্যাঙ্ক,পরিবহন সব ই বন্ধ-আর তুমি বলছো কিনা....
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৯ | 122.173.181.252
  • রাজদীপ জন্মদিনের শুভেচ্ছা রইলো। খুব ভালো থাকুনঃ)
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৮ | 121.242.177.19
  • শান্তনু, তাই বলো। সেইজন্যে ফ্রান্সে বন্‌ধ!

    এটা আবার কোন্‌ ডিডি!
  • m | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৮ | 122.173.181.252
  • রঞ্জন দা জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা-খুব ভালো থাকুন।
  • dd | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:১৫ | 124.247.203.12
  • Benefits of & safety-concerns associated with Drug-eluting stents বইটি আম্মো পড়েছি।

    লেখকের বাচনভংগী বড় নীরস, অথবা হয়তো কথিত কাহিনির সাথে সাযুজ্য রেখে যেনো মনে হয় তিনি নিজের মনেই কথার জাল বুনছেন। কিছুটা স্বগতোক্তি;কিন্তু গল্পের বুনোটে অনেক ফাঁক থেকে গেছে। মনে হয় নায়ক stent লেখকের বড় কাছের মানুষ,হয়তো আত্মজীবনীর প্রচ্ছায়ায় শরীর পেয়েছে এই চরিত্র।
    ত্রিভুজের দুই প্রতি নায়িকা বেনেফিট ও কনসার্ন সে তুলনায় বেশ নিÖপ্রভ।
  • santanu | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৪:০৩ | 82.112.6.2
  • বন্ধ খালি বাংলায়!! বললে হবে! এই যে এখুনি পেলাম

    Dear Santanu,
    There is a general strike in France which already affects ground transportation and traffic, mainly in Paris , and could not reach airport. My trip is so postponed 1 week same time/flights next week.
    In the meantime, we will send you conclusions and supporting documents ..bla..bla..bla


    ব্যাটা কে ধরবে বলে এখানে সবাই বসে আছে, হাফ মিলিয়ানের Fireproofing material সাপ্লাই করেছে, তাতে নাকি মড়মড়ি উঠছে, শালা স্ট্রাইক।
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩৫ | 121.242.177.19
  • নেতাই -- না। আবাপ।
  • M | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৩:৩৩ | 59.93.202.8
  • রঞ্জনদা আর পামিতাকে বি হ্যা বা ডে
  • til | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৮ | 210.193.178.129
  • কার্তুজের তো পোয়া বারো, নতুন, গাড়ীর চাবি, বনধ। কার্তুজকে লিয়ে এই বনধ!
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৩:২২ | 121.241.98.225
  • এবারেকার আনন্দমেলার গল্প?
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৫ | 59.163.30.6
  • বাপ্পো! কি ভারী ভারী নাম! আমি দুব্বল মানুষ -- অতো ভারী জিনিস আমার জন্যি নয়!
  • Samik | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৫৮ | 121.242.177.19
  • কাল রাতে ঘুমের আগে সুকান্ত গঙ্গোপাধ্যায় পড়ে টড়ে এমন মাথা ধরে গেল, মালগুলো যে কেন লেখে !!
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৫০ | 115.117.231.126
  • কিসু বোজলা? মুরুখ্যু !!!

    আমিও বুজি নাই।
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৯ | 115.117.231.126
  • এইও ! আমি গপ্পের বই পড়ি না, পড়ার বই পড়ি। Benefits of & safety-concerns associated with Drug-eluting stents .
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৬ | 59.163.30.6
  • ঃ))))
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৪ | 59.163.30.6
  • সেই তো! বনধ হয় না বলেই না আমার গপ্পো বইগুলো শেষ হচ্ছে না ঃ(( -- রাত্তির এগারোটার পরে আর কতক্ষণই বা পড়া যায়! একটা বনধ পেলে কতো ভালো হতো!
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৪ | 115.117.231.126
  • ইয়াছ। ডম-র আগে দ-ড জ্ঞান ছিল না, দ লিখতে গিয়ে ড লিখে ফেলত। শিশু! তাই আমি তাকে ডম বলে ডাকি। ডম আমাকে ইন্ডো বলে।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৪২ | 59.163.30.6
  • ডম কে? দম দি? ঃ))
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৮ | 115.117.231.126
  • হুঁ। এই যে আমি কত্তো পড়ে ফেল্লাম, পণ্ডিত হলাম ! বন্ধ ছিল বলেই তো ! আবার ডম-র সঙ্গে সোদপুর ভ্রমণে র উপযোগিতা নিয়ে কত বাকবিতণ্ডা -ও করলাম।সোদপুর ভুটানের চে কত ভালো, বোঝালাম। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী।
  • Kartuj | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৩ | 59.93.171.16
  • সে হয়ত তোমার হয়না। বসবে আর রাধিকা নওলকিশোর এসে বসবে কলমে। আমাদের কি সে খ্যামতা আসে?
  • rabaahuta | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১২:৩০ | 117.194.226.250
  • হক্কথা। ছুটি কক্ষনো বেকার হয়না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত