এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২১:৪৭ | 122.167.250.7
  • এসব কি আর প্রেস কনফারেন্সে শোনা যায়। গ্রেপভাইন।

    তবে সত্যি যুক্তি দিয়ে এগুলোর খুব বিরোধিতা করা মুশকিল।
  • a x | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২১:৩৩ | 143.111.22.23
  • কলকাতায় শুনলেন মানে কি কোনো প্রেস কনফারেন্সে?
  • a x | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২১:২৯ | 143.111.22.23
  • ন্যাড়া বাবু, বিশদে জানিনা। কিন্তু Ministry of Rural Development এর ?Committee on Agrarian Relations and Unfinished Tasks of Land Reforms? ২০০৯'এ একটা রিপোর্ট বার করেছিল, এই রিপোর্টের অনেকটাই এখন সরকার দ্বারা সেন্সর্ড। সেখানে সালওয়া জুডুমের পেছনে এই মাইনিং মাফিয়ার বড় সড় ভূমিকার কথা বলা হয়েছিল।
    মাইনিং স্ট্রিকটিলি রেগুলেটেড করা এবং MNC আসতে না দেওয়া, এগুলো অফিসিয়াল বক্তব্য মাওইস্টদের।

    কিন্তু যে কোনো ক্যাডার বেসড্‌ পার্টি হলেই একেবারে নীচের তলায় কি হচ্ছে সেটা নেতৃত্বের পক্ষে নজরে রাখা কঠিন হয় বলে মনে করি। তারপর যদি সেটা আন্ডারগ্রাউন্ড পার্টি হয়, তাহলে তো আরোই মুশকিল। নিজেকে মাওইস্ট বলে যে পরিচয় দিচ্ছে সে আদৌ মাওইস্ট না বন্দুক হাতে পাওয়া লুম্পেন/অন্য বা বিরোধী পার্টির ইনফি®Òট্রশন এই ডিস্টিংকশন কিভাবে করা যায়? লালগড়ে তো সিপিএমের লোক পার্টির নির্দেশেই পিসিপিএ তে ঢুকেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার এরাই দুচারটে গুন্ডাবাজি করলে সেটা পিসিপিএর নামেই যাবে। খুবই মার্কি।
  • M | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২১:২৫ | 59.93.217.127
  • i,
    থ্যাঙ্কু
  • nyara | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২০:৫৮ | 122.167.250.7
  • এবার কলকাতায় শুনে এলাম মাওবাদীরা নাকি মাইন-মাফিয়াদের হয়ে লড়ে যাচ্ছে। এর আগেও শুনেছি যে কেন মাইন-মাফিয়াদের গায়ে আঁচড়ও লাগছে না? এর সত্যতা কত?
  • a x | ০৩ সেপ্টেম্বর ২০১০ ২০:৩৭ | 143.111.22.23
  • নন্দীগ্রামে ভুলটা করেছিল, টিভির পর্দায় দেখতে পেয়েছিলেন। লালগড়ে সেই ভুলটা করবেনা। অনুজ পান্ডে তার জায়গায় ফিরে এসেছে।
  • nyara | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:৪৯ | 122.167.250.7
  • কালকের খবরঃ

    আনন্দবাজারঃ

    [28 points bold] গণতন্ত্র আক্রান্ত; সিপিএমের হাতে সংবাদমাধ্যম নিগৃহিত

    আজকালঃ

    [12 point, sidebar] দুষ্কৃতির হাতে সাংবাদিক নিগ্রহের অভিযোগ

    গণশক্তিঃ

    গ্রামবাসীদের হাতে সাংবাদিক-নিগ্রহ।
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৪ | 122.172.48.116
  • বাঃ, বাঃ, থ্যাংকু লামা। আইডিয়া পেলাম।
  • Lama | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:১০ | 203.99.212.53
  • নাদ ব্রহ্ম অনেকরকমভাবেই বেরোতে পারে। যথা নাদা ভুঁড়িতে পিন দিয়ে খোঁচালে, অথবা শীতের সকালে ব্রহ্মতালুতে ঝিড়িড়িড়িং করে বরফগলা জল ঢাললে
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৮:০৯ | 121.242.177.19
  • ওহো, সকালের একটা খবর দেওয়া হয় নি। গুলজার হসপিটালিজ্‌ড। প্রাথমিকভাবে ম্যালেরিয়া। তবে বয়েসটাও কম হয় নি।
  • saikat | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:৫৫ | 202.54.74.119
  • কেউ কিসু জানে না।জলে পিন পড়লে জলের তলা থেকে নাদব্রহ্ম বেরোয়।
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৫ | 168.26.215.13
  • এরপর বলবে বরফ গললে নাকি ঝিড়িড়িড়িং শব্দ হয়। বড় হয়ে এ আর রহমান হবে।
  • P | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪৪ | 193.28.178.61
  • ধুর বোকা!
    জলে পিন পল্লে ভুস ও নয় আর ঝপাং ও নয়..................... টিলিং !
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:৪১ | 168.26.215.13
  • মোটেও না, জলে ডুবলে প্রথমে ঝপাং তারপর বুড়বুড়বুড়, সবশেষে শুধুই সাউন্ড অফ সাইলেন্স।
  • Lama | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:৩৭ | 203.99.212.53
  • হাওয়ায় ভাসলে "তুস', আর জলে ডুবলে "ভুস'
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৯ | 121.242.177.19
  • পাল্লিনেরটা আর গালচে নেই, খোল নলচে বদলে এখন শুধুই কালচে ঃ-))
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৮ | 203.197.30.2
  • সে তো হাওয়ায় ভেসে থাকে, তাহলে "তুস " হবে!
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:২৬ | 168.26.215.13
  • আলাদীনেরটাও হতে পারে।
  • Lama | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:২১ | 203.99.212.54
  • তিপিস? তাহলে ওটা পারস্যের গালচে
  • P | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:২০ | 193.28.178.61
  • কার্পেটে পল্লেও থপাস হয় না , ফেলে দেখ্‌লুম।

    তিপিস মতন একটা আবাজ হল শুদু।
  • Lama | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৮ | 203.99.212.54
  • ঝড়াং নয়। পিটিং টিংও নয়।

    থপাস (কার্পেটের ওপর পড়েছে)

    তবে শোনা যাচ্ছে এটাই বড় কথা।
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৫ | 203.197.30.2
  • হুঁ! কানটা সেই তখন থেকে তালা লেগে আছে ঃ))
  • P | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:১০ | 193.28.178.61
  • ওরে বেথে , পিন ঝড়াং করে পড়ে না । পিটিং টিং করে পড়ে!
  • samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৭:০৮ | 121.242.177.19
  • আম্মো শুনলাম। কীরম ঝড়াং করে পড়ল!
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫১ | 203.197.30.2
  • হ্‌ম্‌ম্‌ম! শুনলাম!
  • saikat | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৬:৪৪ | 202.54.74.119
  • পিন পড়ল। শোনা গ্যাল।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৫:০১ | 204.138.240.254
  • ন্যাড়াদা মেল দ্যাখো। ওদের এখন কল করতে পারো।
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:৪১ | 121.242.177.19
  • বাংলালাইভ আছে। বিশ্বায়ন আছে।
  • nyara | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:২৩ | 203.110.238.16
  • অনলাইন বই কেনার জন্যে flipcart হলে ভিডিও কেনার সাইট কী?
  • til | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৩:২৫ | 210.193.178.129
  • কিছু পাপ যদি ধুয়ে যায়!
    গতজন্মে একবার গিয়েছিলাম, ভাঃ সেঃ সঙ্ঘে এক টাকা চার আনা দিয়ে তিনদিন ছিলাম, ফ্রী। আর একবার যেতে মন চাইছে।
    ট্রেনে চড়তে তো ভয় আছেই, প্লেনের মৃয়ু অনিকের!
    কিন্তু আমার সেকন্ড ক্লাশ ট্রেনে চড়তে খুবই ভাল লাগে- আগেকার সেই ফার্‌র্‌স্‌ট ক্লাশ খুব মিস করি (অন্যের পয়সায় বম্বে মেল, ফ্রী ডিগ্রী, চাকরীর মাইনে, EL, CL প্লাস ইনি্‌স্‌টতিউটের ছুটি, ফ্রী খাওয়া, ফ্রী বম্বেতে ছুটি; আহা। কোথায় গেল সেই দিন! তবে, বড়ো কষ্ট পেতাম ম্যাথস ক্লাশে, কান গরম হয়ে যেত!)
  • de | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৫০ | 203.197.30.2
  • তিল, হঠাৎ বারাণসী? তিত্থো কত্তে? ঃ))
  • Raj | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৫ | 202.79.203.43
  • হু হু বাওয়া এটা মব্যার রেলের ট্রেন নয় , ডি এম আর সির টেরেন ;-)
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:২১ | 216.52.215.232
  • ট্রেনে চাপবেন? এই বাজারে?
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১৭ | 121.242.177.19
  • আমি হয় তো পাকাপাকিভাবে আসছি অক্টোবরের শেষের দিকে। তবে পুরোপুরি আঁচালে তবেই বিশ্বাস। ঃ-)
  • Raj | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:১৫ | 202.79.203.43
  • বাঃ তাইলে কবে আসছ ?
  • til | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:০১ | 210.193.178.129
  • বারাণসীতে এক সপ্তাহ থাকতে চাই, ডিসেম্বরে; কলকাতা থেকে তো গুচ্ছের ট্রেন যায়, কোনটা সুবিধের, থাকার টিপস, মাঝারী আস্তানা, ফ্যামিলি টাইপ।
    উপদেশ চাই। (অন্য টইতে লিখে্‌ল চোখে পড়বে না, তাই এখানে)।
    আর আরাণসী থেকে ব্যাঙ্গালোর জাবার লোন ট্রেন সুবিধের?
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১১:৫৪ | 216.52.215.232
  • পিডিএফ ওয়ার্ড ২০০৭ বা ওপেন অফিস থেকেও সহজেই বানানো যায়। ফাইল মেনুতেই অপশন পাবে।
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১১:৪৩ | 121.242.177.19
  • রাজদীপ, ইফকো চক থেকে এখন আমার বাড়ি ঠিক এক ঘন্টা দশ মিনিটের দূরত্বে। ঃ-)

    ব্যাং, ইউনিকোডেই লেখো কি ইংরেজি জাপানি যে ভাষাতেই লেখো, ওয়ার্ড থেকে পিডিএফ বানাবার পদ্ধতিটা একই রকম। পিডিএফ রাইটার নামিয়ে নাও। এইবার প্রিন্ট করো পিডিএফ রাইটার দিয়ে। দিব্যি পিডিএফ তৈরি হয়ে যাবে।
  • roks | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১১:০৪ | 203.110.246.22
  • google ime টাও খারাপ না
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৬ | 216.52.215.232
  • ধুস, অ্যাডঅন হল অ্যাডঅন।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৯ | 216.52.215.232
  • অভ্রোর সবই ভালো, খালি লেআউট টিক্কে আলাদা। কাস্টমাইজ করে গুরুর মত লেআউট বানানো যায় কিনা কখনো এফোর্ট দিয়ে দেখিনি।

    সবচেয়ে সোজা পন্থা হল ন্যাড়াদার বঙ্গলিপি অ্যাডঅন* নামিয়ে নেওয়া। এইটা দিয়ে সুলভে ফায়ারফক্সে বাংলা লেখা যায়।

    * বঙ্গলিপি এডিটর নামাতে হবে না। এডিটর এডিটর। অ্যাডঅন হল অঅন।
  • Raj | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৩৮ | 202.79.203.43
  • ওফ্‌ অ্যাদ্দিনে গুরগাঁওতে একটা ভাল জিনিস হল; আজ থেকে চালু হচ্ছে গুরগাঁও থেকে কনট প্লেস মেট্রো ঃ-)
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:১৯ | 122.172.48.116
  • না, হচ্ছে না
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:০৫ | 72.83.80.105
  • এই বাংলা জারেই তো লেখা যায়।
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:০২ | 72.83.80.105
  • একি, সেদিন বল্লুম যে ! ওভাবে হচ্ছে না ?
  • byaang | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৯ | 122.172.48.116
  • শমীক, আমারও একটা পোশ্নো ছিল। ইউনিকোডে বাংলা লেখা ওয়ার্ড ডক পিডিএফ বানায় কেমন করে? কেউ হাসবে না কিন্তু!
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৪ | 122.162.75.108
  • অভ্র কীবোর্ড নামিয়ে নাও। ইউনিকোডে বাংলা লেখো।
  • Lama | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩৯ | 203.99.212.53
  • ইউনিকোডে বাংলা লেখার জন্য কি করতে হবে ?
  • Samik | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৮:৪৯ | 122.162.75.108
  • আকা খালি ভুলভাল ফান্ডা দেয়। মিঠু ঘোষাল মোট্টেই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লেখেন নি। সেই জন্যেই ঐ রকম এসেছে। ওঁর উচিত ছিল অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে রেখে ইংরেজি লেখা।
  • zzomega | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০০:২১ | 151.141.84.194
  • এ হে! তাইলে ভাঙা ডানার পাখি তে ভুল ছিলো। সেখানে অরুণাশ্ব ছিলো রোমথা। ওর উপরে সাপের বিষের অ্যান্টিডোটের পরীক্ষা হোলো!!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত