এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৬ আগস্ট ২০১০ ২১:২৯ | 122.252.231.10
  • সিনিমা?
  • nyara | ২৬ আগস্ট ২০১০ ২১:২৭ | 122.167.168.16
  • কিন্তু আমার তো বাছা 1 GB পেন ড্রাইভে হইহই করে চলে যাচ্ছে। বোধহয় উইন্ডোজ ব্যবহার করতে হয়না বলেই।
  • Arpan | ২৬ আগস্ট ২০১০ ২১:১৭ | 122.252.231.10
  • বোঝো! ইনি আমার থেকে মাত্র তিন ধাপ দূরে আছেন।

    http://tinyurl.com/37u8rde
  • de | ২৬ আগস্ট ২০১০ ১৮:০১ | 59.163.30.6
  • তবুও ন্যাড়াবাবুর পয়েন্টটা ইন্টারেস্টিং!
  • Raj | ২৬ আগস্ট ২০১০ ১৭:৫৭ | 202.79.203.59
  • মর্মপীড়ের বহুদিন দেখাসাক্ষাৎ নেই ঃ-(
  • kc | ২৬ আগস্ট ২০১০ ১৭:৫৫ | 194.126.37.76
  • ১জিবির পেন ড্রাইভ, আইটি গাইরাতো বটেই আমার মতন ননআইটি ভঁইসরাও ব্যভার করেনা এখন।
  • aka | ২৬ আগস্ট ২০১০ ১৭:৪৮ | 168.26.215.13
  • বোঝো! ন্যাড়াদার ১ জিবি হার্ড ড্রাইভটা যে এত হার্ড কনস্ট্রেইন্ট সেটা বুঝি নি। আজকের যুগে ১ জিবি পেন ড্রাইভ? ও তো ডাইনোসররা ব্যবহার করত। তারপর ৪ জিবি বা ৮ জিবিতে আপগ্রেড করে নি বলে কি হল সে তো ইতিহাস।
  • pi | ২৬ আগস্ট ২০১০ ১৭:৩৪ | 72.83.80.105
  • হুঁ। ভাবছি, কোনটাতে বেশি অবাক হব? ১০ দিন টানা ট্র্যাফিক জ্যামে নাকি সেট এমনি দুম করে হাওয়া হয়ে যাওয়া নিয়ে ।
  • Samik | ২৬ আগস্ট ২০১০ ১৭:৩২ | 121.242.177.19
  • ১০ দিনের লম্বা ট্র্যাফিক জ্যাম?
  • quark | ২৬ আগস্ট ২০১০ ১৭:২৩ | 202.141.148.99
  • চিনেদের রেকর্ডটা কী, সেটা কি সবাই জানে?
  • Lama | ২৬ আগস্ট ২০১০ ১৭:১০ | 203.99.212.53
  • বাড়িতে বেশির ভাগ সময় ইন্টারনেট চলছে না, যখন চলছে তখন মাঝে মাঝেই উইন্ডোগুলো আপন মনে নাচানাচি করছে। অফিসে আবার বেশির ভাগ সময় গুরু তো ব্লক্‌ড বটেই ইয়াহু বা জিমেলও খুলছে না।

    ইয়ে জিনা ভি কোই জিনা হ্যায় লাল্লু?
  • quark | ২৬ আগস্ট ২০১০ ১৭:০৩ | 202.141.148.99
  • কবি তো সেই কবেই বলেছেন, "একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে"
  • pi | ২৬ আগস্ট ২০১০ ১৬:৫৯ | 72.83.80.105
  • ওদিকে চিন আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেল্লো বোধয় !
  • Samik | ২৬ আগস্ট ২০১০ ১৬:৪৮ | 121.242.177.19
  • ঘুরঘুট্টি সন্নাটা।
  • til | ২৬ আগস্ট ২০১০ ১৪:১৪ | 210.193.178.129
  • অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অধিকাংশ suurb এর নাম ভূতপুর্ব প্রধানমন্ত্রীদের নামে।
    য্যোতিবাবুর নামে তো সবে একটা কিছুর নামকরণ হলো। আপত্তি কিসের।
    তবে গ্যার্হাকল একটাই, নাম একবার চালু হয়ে গেলে নতুন নাম লোককে গেলানো শক্ত, এরা কবে যে বুঝবে। পার্ক স্ট্রীট ঐ নামেই থাকবে।
  • Arpan | ২৬ আগস্ট ২০১০ ১৪:০২ | 204.138.240.254
  • কয়েকজনকে কষ্ট করতে হবে না। কলকাতায় ওনাদের নামে অনেক আগেই জায়গার নামকরণ হয়ে আছে।
  • saikat | ২৬ আগস্ট ২০১০ ১৩:৫৮ | 202.54.74.119
  • মায়াপুরী।
  • Samik | ২৬ আগস্ট ২০১০ ১৩:৫৬ | 121.242.177.19
  • বেশ হয় ... দিল্লির নতুন নাম হবে সাহিবনগর, সাহিব সিং ভার্মার নামে, নয়ডা হবে কাঁসিরামপুর, গাজিয়াবাদ হবে ... কী যেন হবে?
  • saikat | ২৬ আগস্ট ২০১০ ১৩:০৩ | 202.54.74.119
  • ভাগ্য ভাল নিউ টাউন কলকাতা পুরসভার আন্ডারে নয়। কাঁচিয়ে দিত শিওর।
  • de | ২৬ আগস্ট ২০১০ ১২:৫২ | 59.163.30.6
  • এক্ষটেন্ডেড কোলকাতায় নাহয় সিদ্ধার্থনগর,প্রফুল্লনগরও হতো-- ক্ষতি কি? সিএম হলেই নগরীর নাম ফ্রী!
  • Ishan | ২৬ আগস্ট ২০১০ ১২:৪২ | 122.248.182.16
  • নামটা একটু ছোটো করে জ্যোতিনগর দিলে ভালো হত। বিধাননগরের পাশে জ্যোতিনগর। ঃ)

    কিন্তু নামকরণ "নাটক' নিয়ে অনেকের অনেক বক্তব্য ছিল না? তাদের কি হল?
  • Arpan | ২৬ আগস্ট ২০১০ ১০:৫১ | 204.138.240.254
  • ভালোই হল তো। লুরুতে জেপিনগর আছে। আর আমাদের আছে জেবিনগর। জেবিনগর ফেজ-১, জেবিনগর ফেজ -২ কালক্রমে এইভাবে পত্রপুষ্পে কল্লোলিনী হবে।
  • Raj | ২৬ আগস্ট ২০১০ ১০:৪৯ | 202.79.203.59
  • তিলকে ক ঃ)
  • XYZ | ২৬ আগস্ট ২০১০ ১০:৪০ | 210.212.77.70
  • না না। মমতাময়ী ভালো যেমন করুনাময়ী ঃ)
  • de | ২৬ আগস্ট ২০১০ ১০:৩৯ | 59.163.30.6
  • শিগ্গিরি চেঞ্জ হবে -- মমতাপুরম ঃ))
  • til | ২৬ আগস্ট ২০১০ ১০:৩৬ | 210.193.178.129
  • ব্যাটাদের মগজে যদি ঘিলু একটুও থাকতো! জ্যোতিনগর হলে কি মহাভারত অশুদ্ধ হতো? এখন JB নগর বলে সকলে ডাকবে! (উদাঃ NSCBI এয়ারপোর্ট)
    আর নিউ টাউনে এত এত রাস্তা- আগে থেকে নাম কেন দেয় না ব্যাটারা, লোকমুখে অন্য নাম হয়ে জাবে তারপর ঘটা করে নামকরণ হবে।
  • lcm | ২৬ আগস্ট ২০১০ ১০:১৭ | 69.236.164.157
  • কিন্তু, নিউ টাউন-এর নাম জ্যোতি-বসু-নগর ! এটা ঠিক হল। শ্যামবাজার, বাগবাজার... এই সব ওল্ড টাউন-এর একটা হলে না হয় তবু ...। নিউ টাউন হওয়া উচিত হওয়া উচিত ছিল, বুদ্ধনগর বা গৌতমাপুরম্‌।
  • lcm | ২৬ আগস্ট ২০১০ ১০:১৩ | 69.236.164.157
  • ধুর! উইন্ডোজ ওভাবে হয় নাকি। ভাল জিনিস পয়সা দিয়ে কিনতে হবে। বড় পেন ড্রাইভ, বড় র‌্যাম, পেশীওয়ালা প্রেসেসর... - আর সাথে উৎকৃষ্ট ওএস।

    আবার শুরু হবে নাকি! কিন্তু, ন্যাড়া আর সিঁফোর সাথে অরিজিৎ, কেলো, বীতশোক এসে গেলেই -- আমি নেই।
  • nyara | ২৬ আগস্ট ২০১০ ০৮:৩২ | 203.110.238.16
  • আকাকে দুয়ো। আকার লিংকে ঢুকতেই বলল তুমি ভারতে থাক। ভারত থেকে এটা কেনা যাবে না।

    দুয়ো নম্বর ২ -

    Requirements to create bootable Windows USB:

    # Windows 7 or Vista ISO

    # Pen drive with 4GB+ (2 GB is sufficient for XP)


    4GB??? আমার তো 1GB পেন ড্রাইভ।

    উত্তরঃ

    http://unetbootin.sourceforge.net/

    কালকেই এই ধাঁধার সমাধান করেছি, তাই জানি।
  • sinfaut | ২৬ আগস্ট ২০১০ ০৬:০৭ | 117.194.196.197
  • মানে ঐ আরকি, উইন্ডোজ।
  • Zzzz | ২৬ আগস্ট ২০১০ ০০:৪৮ | 99.227.241.164
  • গরুমারাই জলদাপাড়া হবে কেন? সেটা তো আরো একটূ এগিয়ে (প্রায় ৮০ কিমি)। মাদারিহাট ট্যুরিস্ট লজ আর হলং জলদাপাড়ায়।

    একটু অন্য রকম অভিজ্ঞতা চাইলে যেতে পারো চিলাপাতা ফরেস্ট। জলদাপাড়ার কাছে। জঙ্গল অনেক বেশি ঘন। এটা eco-tourism centre বলে খুব বেশি ভিড়ও হয় না।
  • aka | ২৬ আগস্ট ২০১০ ০০:১৪ | 168.26.215.13
  • You can use a USB drive. Here's how: Go to Microsoft Store and buy a downloadable copy of Windows 7. While you're there, get the free Windows 7 USB/DVD Download Tool and the instructions on how to use the tool to create a USB drive that you can use to install Windows 7.


    http://store.microsoft.com/details.aspx?pid=8577EB79

    লিনাক্ষর ব্যপারটা জানি না। শেষ যখন লোড করেছিলাম তখন সিডিতে কপি করতে হয়েছিল উবুন্টু কত যেন একটা।

    রেড হ্যাট প্রফেসনাল ভার্সনের কি দাম মাইরি। প্রোজেক্ট বাজেট ফাঁকা করে দিল।
  • nyara | ২৫ আগস্ট ২০১০ ২৩:৫৪ | 122.172.2.168
  • ধাঁধা -

    একটি ল্যাপটপ। সিডি-ডিভিডি ড্রাইভ নেই। ইউএসবি পোর্ট আছে। আমার কাছে 1GB-র বড় পেন-ড্রাইভ নেই। এক্সটার্নাল ড্রাইভ ব্যবহার করা যাবে না। উইন্ডোজ কী করে ইনস্টল করব? লিনাক্স?
  • Arpan | ২৫ আগস্ট ২০১০ ২৩:৪৫ | 122.252.231.10
  • আমারো ইনফো চাই-ই-ই-ই। কোচি-আলেপ্পি-কুমারাকোম। চারদিনের ট্যুর।
  • N | ২৫ আগস্ট ২০১০ ২৩:৩৮ | 115.241.246.15
  • লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। কোন ফীডব্যাক দিতে পারেন কেউ?
  • Samik | ২৫ আগস্ট ২০১০ ২৩:৩৪ | 122.162.75.129
  • গরুমারাই জলদাপাড়া তো? হলং টুরিস্ট লজ আছে স্যাংচুয়ারির ভেতরে, আর গরুমারা টুরিস্ট লজ আছে স্যাংচুয়ারির জাস্ট বাইরে। আমি গরুমারা লজে ছিলাম। মূর্তিও ওখান থেকে বেশিদূর হবে না। আমি তো জলপাইগুড়ি টাউনে থাকতাম, তাই দিনের দিনে মূর্তি ঘুরে চলে এসেছিলাম।

    চাপড়ামারি সম্বন্ধে নো আইডিয়া।
  • kc | ২৫ আগস্ট ২০১০ ২৩:২৪ | 89.203.49.18
  • টিমটা দেখেতো মোহনবাগান-কসমসের কথাটাই মনে পড়ল। এখন কিন্তু সত্যিই শ্যামল ব্যানার্জী কে সন্দেহ হচ্ছে।
  • I | ২৫ আগস্ট ২০১০ ২৩:২৩ | 59.93.209.165
  • গরুমারায় কাকুর বাড়ি ব্যতীত? ফরেস্ট ইনের খবর জানেন? বনবাংলো পাওয়া যায়? গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প? সব বিস্তারিত লিখবেন তো, কি মুশকিল !
  • kc | ২৫ আগস্ট ২০১০ ২৩:১৮ | 89.203.49.18
  • ইন্দোবাবু, শস্তায় পুষ্টিকর খাদ্য হল কাকুরবাড়ি রিসর্ট। আর বনানী রিসর্ট, সেটা সরকারি ,মুর্তির ধারেই
  • I | ২৫ আগস্ট ২০১০ ২৩:১১ | 59.93.209.165
  • আমারে ইনফো দ্যা-অ্যা-ন! গরুমারা/চাপড়ামারি/মূর্তি-জানুয়ারি মাসে। এক হপ্তা মতন। কোথায় থাকবো ইত্যাদি।
  • nyara | ২৫ আগস্ট ২০১০ ২৩:০২ | 122.172.2.168
  • হ্যাঁ আমি তাই ভেবেই লিখলাম, কিন্তু এখন কিরকম মনে হচ্ছে শ্যমল ব্যানার্জী কি টিমে ছিল?
  • kc | ২৫ আগস্ট ২০১০ ২২:৫৬ | 89.203.49.18
  • ন্যাড়াদা,
    মোহনবাগান, কসমসের বিরুদ্ধে।
  • abcdxyz | ২৫ আগস্ট ২০১০ ২২:৫৬ | 59.93.218.34
  • অমিও রিভিউ পরেছি শুনেছি নকি হেব্বি হোয়েছে
  • Zzzz | ২৫ আগস্ট ২০১০ ২২:৫২ | 99.227.241.164
  • নেটে আছে তো... এখানে দেখতে পারো তবে ক্যাম প্রিন্ট http://indianvid.info/mov.php?url=s6xwah46uphbr
  • pi | ২৫ আগস্ট ২০১০ ২২:৪৩ | 128.231.22.87
  • হ্যাঁ, প্রোমোটা ব্যাপক লেগেছিল। কিন্তু পুরো সিনিমাটা খুঁজে পাই নি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত