এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৫:১২ | 59.163.30.4
  • অ্যাতো বেশী ইএল ক্যান? আমাদের তো
    ৩০ (ই এল)+৮ (সি এল) + ২ (ইসস্পেশাল সিয়েল) --
  • P | ১৯ আগস্ট ২০১০ ১৫:১১ | 193.28.178.61
  • ব্যাং , দেকে গালি কখুম দিলুম ?

    গালে ঠোনা মারলে কি আর সে মার হয় ?
  • P | ১৯ আগস্ট ২০১০ ১৫:১০ | 193.28.178.61
  • আমার আপিসে পাঁচ বছর ঘানি টানার পর একমাসের সাবাটিক্যাল দেয় , পেইড।

    *দাড়ি থাকলে চুমরিয়ে হাস্তুম এইক্ষণে*
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৯ | 216.52.215.232
  • ৪২ দিন!!!!
  • P | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৮ | 193.28.178.61
  • আবার যাবো বলে ফিরে এনু।
    বেথ্‌স , দু-হপ্তা ঃ-)

    মামু , অক্কে অক্কে ( আমার বড়পুঁটী যেমন করে বলে ঃ-) )
  • kc | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৮ | 194.126.37.76
  • ৪২ দিন হল আর্নড লিভ যাকে বলে তাই।
  • Raj | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৮ | 202.79.203.59
  • মধ্যপ্রাচ্য হইতে অফার লেটার আইসিলো - কিন্তু সৌদি বলে কাটিয়ে দিলুম, অন্য কোথাও হলে যাওয়ার কাথা ভাবব
    ছুটি ছিল বছরে ৩০ দিন + ১০ সিক লিভ + ৭ দিন ক্যাজুয়াল
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৫ | 216.52.215.232
  • ৪২ দিনের হিসেবটা বুঝলাম না যদিও।
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৫:০৩ | 216.52.215.232
  • দোকান থেকে টিকিটভাড়াও দ্যায়! তাও কান্নাকাটি কর।

    নাঃ, আমিই রইলাম নিষ্ফল হতাশের দলে।
  • kc | ১৯ আগস্ট ২০১০ ১৫:০০ | 194.126.37.76
  • আমাদের ছুটি বহরটা এরকম, বছরে ৪২ দিন + ১৪ দিন সিক লিভ + ৬ দিন ক্যাসুয়াল। এছাড়া রমাদানের সময় ( মানে এখন) দিনে ছয় ঘন্টার হাজিরা, কাজ কিছুই হয়না। এছাড়াও দুবার ঈদে মোটামুটি পাঁচ দিন করে, আর ন্যাশনাল ডের সময় তিন দিন। এগুলোর দুই পাশে তিন চার দিন করে জুড়ে দিলেই ছোট্ট ট্রিপ নেমে যায়। কিন্তু দোকান থেকে বছরে একবারের বেশী টিকিট ভাড়া দেয়নাকো।
  • Raj | ১৯ আগস্ট ২০১০ ১৪:৫০ | 202.79.203.59
  • সত্যি শান্তনুদার চাকরিটাকে নজর না দিয়ে উপায় নেই ঃ-)

    কবে যে একটা ওরকম পাব আর ছুটিতে গেরামে গেরামে ঘুরে ব্যাড়াব এই যেমন সুরুলে মাসির বাড়িতে দিনদশেক রইলুম , তাপ্পর দশঘড়ায় কাকার শ্বশুরবাড়ির আম -জাম গাছগুলোর সেবায় লাগলুম তাপ্পর এক হপ্তার জন্য সাহাগঞ্জের মাসির বাড়ি গিয়ে গঙ্গার ধারে বসে একটু ল্যাদ খেলুম - এইসব স্বপ্ন মাঝেমাঝে খুউব দেখতে ইচ্ছে করে ......
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৮ | 204.138.240.254
  • এঃ একটা কিন্তু বেশি হয়ে গেছে। অথচ আমি কতকাল স্টার কিন্তু দেখি না!
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৭ | 204.138.240.254
  • বড়ামহালক্ষ্মী। লোকাল ফেস্টিভাল।

    কিন্তু নেক্সট বছর আবার খুঁড়বে বলে! কিন্তু কলকাতার রাস্তায় এত বড় বড় ধস নামছে এইটার কোন কি কোন গভীর তাৎপার্য আছে?
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৬ | 59.163.30.4
  • হোমাপিসে কারো ছুটি নাই বম্ম -- সেটাই তো মজা!
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৫ | 59.163.30.4
  • তাইলে অবশ্য আমিও এট্টু নজর দিলাম ঃ)

    কাল কিসের ছুটি?
  • saikat | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৪ | 202.54.74.119
  • তৃতীয় ছুটিটা কিসের?

    ২০১১ কিছুটা এসেছে। ভাল বৃষ্টি হোল। কিন্তু জল তো সেই জমল গো, তাহলে JUSCO মাটি খুঁড়ে কি করল?
  • M | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪৩ | 59.93.196.121
  • আর এদিকে আমার হোম আপিসে একদিনের ও ছুটি নাই।ঃ(
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪২ | 204.138.240.254
  • আজ্ঞে তুমি শান্তনুদার ছুটির বহর জানো না। তিন না চার মাস বছরে দেশে ছুটি কাটায়। ঃ-(
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:৪১ | 59.163.30.4
  • আর ইদিকে শান্তনু-দাকে নজর দেয় ঃ)
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩৭ | 204.138.240.254
  • আজ আর ক'ঘন্টা কাটালেই তিনদিন ছুটি। আর শনিবার বেউ বেউ। রবিবার বিবিকিউতে খানা। পরস্মৈপদী।

    ২০১১ কি এসে গেল, সৈকত?
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩৫ | 59.163.30.4
  • ওটাই মিটিন বোধায়! কিংবা -- ওগুলো গম্ভীর দাড়িওয়ালা হয়ে লেখা যাচ্ছে ঃ))
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩৫ | 204.138.240.254
  • হুম, হাইলি সাসপিশিয়াস।
  • saikat | ১৯ আগস্ট ২০১০ ১৪:৩৩ | 202.54.74.119
  • বোঝ, মিটিন বলে ঈশান পৃষ্ঠান্তরে তক্কো করছে !
  • M | ১৯ আগস্ট ২০১০ ১৪:২৭ | 59.93.196.121
  • আমাদের এখানে কি বৃষ্টি হলো।দারুন দিন।
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:২৩ | 59.163.30.4
  • শমীক আর ব্যাংয়ের মতো সমব্যাথী সাথী (কমঃ) পেয়ে আমি আবেগাপ্লুটো -- ঃ)) ফোঁচ!!

    মামু আর পাল্লিনের পোতিক্কিয়াশীল অভিযোগের বিরুদ্ধে দুনিয়ার সোসিত-বঞ্চিতেরা এক হও!
  • Ishan | ১৯ আগস্ট ২০১০ ১৪:২৩ | 122.248.182.16
  • কি? আমি সোনামুখীর মেয়ে খেয়েছি? ছি ছি। ব্যাঙের কি অলুক্ষুনে কতা গো। লোকে শুনলে কি বলবে?

    পাল্লিসোনা, আম্মো মিটিনে। ভালো কথা লিখতে গেলেই মুকটা হাসি-হাসি হয়ে যাচ্ছে। লোকে সন্দেহের চোখে তাকাচ্ছে। মিটিন সেরে ভালো কথা লিখব, কেমন? পমিস।
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:১৬ | 59.163.30.4
  • হাত কোতায় হুতো? ভাঙ্গলো তো আঙ্গুল?
  • Samik | ১৯ আগস্ট ২০১০ ১৪:১৫ | 121.242.177.19
  • আমি দে-র দূঃখ গভীরভাবে অনুভব করছি। সমব্যথী।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ১৪:১২ | 122.172.54.251
  • মামু সোনামুখীর মেয়ে দেখে দেখে চোখের মাথা খেয়েছে। সোনামুখীর মেয়েও খেয়েছে। দে বেচারি মাঝখান থেকে গালি খেয়ে মোলো।
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৪:১১ | 59.163.30.4
  • পাল্লিন আর মামু -- এই চোক বুজে রইনু ঃ))

    কাব্লি-দা,
    শুধু মধ্যমায় কন্ডুয়ন-সুখ পান?
  • Samik | ১৯ আগস্ট ২০১০ ১৪:০৩ | 121.242.177.19
  • এল প্লেট দিয়ে কবছর চলছে, পাল্লিন?
  • P | ১৯ আগস্ট ২০১০ ১৪:০২ | 193.28.178.61
  • আবার মীটিঁ। অপ্প বিরতি ঃ(
  • P | ১৯ আগস্ট ২০১০ ১৪:০১ | 193.28.178.61
  • কাবলিদা , এইটা একটা ভালো আইডিয়া। আমি একখান হাত কিনে অমন আঙ্গুল ভেঙ্গে আমার গাড্ডির পিচনে নারকেলের দড়ি দিনে বেঁধে দেব। যে ব্যাটা অলপ্পেয়ে ড্রাইভার আমার এল প্লেট দেখেও আমাকে ছোট্টোখাট্টো মিত্তি ভুলভালের জন্যে প্যঁপ্যাঁকায় তাদের জন্যে ঃ-X
  • r.h | ১৯ আগস্ট ২০১০ ১৪:০১ | 203.99.212.53
  • কাব্লিদার কালো হাত।
    ভেঙে গুঁড়িয়ে গেছে, রয়ে গেছে মধ্যমা। মানে কিনা মধ্যমেধার জয় হয়েছে।
  • Samik | ১৯ আগস্ট ২০১০ ১৪:০০ | 121.242.177.19
  • যাই, আম্মো ভাবের ঘরে চুরি করগে যাই।
  • P | ১৯ আগস্ট ২০১০ ১৩:৫৯ | 193.28.178.61
  • আবার এসেচি ফিরিয়া
    ভাটসিঁড়িটির তীরিয়া*

    * ইসে .... পোয়েটিক লাইসেন্স।

    ওলাইচন্ডী আর ব্যাতাইতলার সাথে এক পংক্তিতে মোর মোনামুখীকে বসানোর মতন ইসেকে আমি ভীষন ভাবে ইসে করে গেলুম। ঃ-X

    মামু , দে-র হিংসের সবুজ চোখ এবং পোস্ট ইগনোর করে চল আমরা দুটি ভাবের কথা কই।
  • Ishan | ১৯ আগস্ট ২০১০ ১৩:৫৬ | 122.248.182.16
  • পল্লিনকে আরো দুটো ভালো কথা বলব ভাবলাম। কিন্তু এই দের সাম্রাজ্যবাদী চক্রান্তে...
  • kd | ১৯ আগস্ট ২০১০ ১৩:৫১ | 59.93.244.39
  • আমারও ওই একটা আছে, তবে গোলাপি না, কালো - মোষের শিংএর বোধহয়। অনেক দিন ধরেই সার্ভিস দিচ্ছে। মুস্কিল হচ্ছে, পাব্লিকলি বার করতে পারি না, স্পেশালি ও'দেশে - মধ্যমাটি ছাড়া বাকি সব আঙুলই ভেঙে গ্যাছে।
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৩:২৬ | 59.163.30.4
  • ইয়ে, মানে --ব্যায়লার চন্ডীমেলাতেও!
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ১৩:২২ | 122.172.54.251
  • গোলাপী হাত আমাদের কাঁকুড়গাছি সুভাষমেলাতেও পাওয়া যায়। গোলাপী হাতের জন্য কোনোভাবেই সোনামুখী, ওলাইচন্ডী, ব্যাতাইতলা কাউকেই কোনোরকম আপারহ্যান্ড দেওয়া গেল না।
  • Samik | ১৯ আগস্ট ২০১০ ১৩:১৪ | 121.242.177.19
  • আব্বে পাল্লিন বুড়ি, কী ভাবিস? ঐ গোলাপী প্লাস্টিকের হাত শুধু তোদের সোনামুখীতে পাওয়া যায়? আমাদের ওলাইচণ্ডীতলার মেলায় পাওয়া যায় না?

    আর ইয়ে, দে, রাজার সিংহাসনেই তো ঝোলানো থাকে ভাঙা শিশি-বোতল, সে সিংহাসন আর ভেঙে কী হব্যে?
  • til | ১৯ আগস্ট ২০১০ ১৩:১৩ | 210.193.178.129
  • P, শুচিস্মিতা অ্যান্ড টিম,
    ধন্যবাদ, সৎসঙ্গে কি না হয়, লামা ইয়ুগ ইয়ুগ জীয়ো!
    --
    কলেজের এন্‌ট্‌র্‌য়ান্স ভাইভাতে আমায় জিগিয়েছিল- ভোপাল কোথায়?
    কেন স্যার, নেপাল, ভোপাল!
    তবুও নিয়েছিল, ভাগ্যিস!

    ক্লাসিক হলো, এক্‌জন চাকরীর ইন্টারভিউতেঃ
    submerged arc welding?
    - ওয়েল্ডিং ডান আন্ডার ওয়াতার।
    কোথায় ইউজ হয়?
    কেন, জাহাজ রিপেয়ারে!

    --
    মরে গিয়ে আবার ইনফ্যাঁট ক্লাশে ভর্তি হবার সময় হয়ে এল, তবু এখনও দুঃস্বপ্ন দেখি মাঝে মাঝেই; কলেজের ম্যাথস পরীক্ষা! উফঃ, রীতিমত গা ঘামে!
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৩:০১ | 59.163.30.4
  • পারস্পরিক এর দিব্য উদাঃ! ঃ))
  • de | ১৯ আগস্ট ২০১০ ১৩:০০ | 59.163.30.4
  • এরেই কয় হোম-মেড-এন্টার্টেনমেন্ট ঃ)) -- কন্ডুয়নের থিওরিগুলো সময় পেলে দিয়ে যেও ভাটে!
  • P | ১৯ আগস্ট ২০১০ ১২:৫৮ | 193.28.178.61
  • আর আমি যে তোমাকে দেখলেই হাই হ্যান্ডসাম ছাড়া বলি না , তার বেলা ?

    পোড়া মীটিন ! বা বাই।
  • P | ১৯ আগস্ট ২০১০ ১২:৫৮ | 193.28.178.61
  • দে , দিব্য আছে । এক কন্যে লম্ফঝম্পায় তো অন্য কন্যে তাই দেখে খিলখিলায়...... আর পহা দিয়ে সিনেমা ইত্যাদি দেখে এন্টারটেনিত হতে হয় না ঃ(
  • P | ১৯ আগস্ট ২০১০ ১২:৫৬ | 193.28.178.61
  • কণ্ডুয়ন নিয়ে আমার নারকম থিওরি আছে। আমাগো পাড়ার এক গোটা ফ্যামিলির কণ্ডুয়নের প্রবলেম ছিল , তাদের আমি প্রতিদিন ছাদের আলসের পাশে , বাথরুমে দরজার সামনে , উনুনের পাশে ইতাদ্য সব জায়্‌গাতে আত্মকণ্ডু করা প্রচন্ড মনযোগ দিয়ে নিরীক্ষণ করে সেসব কঠিন থিওরিতে পৌঁছেছিলাম......... মীটিনে না যেতে হলে আমি এতক্ষণ সেই মুক্তোগুলো ভাটের বেনাবনে ছড়িয়ে দিয়ে যেতুম ...
  • de | ১৯ আগস্ট ২০১০ ১২:৫৪ | 59.163.30.4
  • ব্যাস! শুরু হয়ে গেলো ভাঙ্গাভাঙ্গি ঃ))

    পাল্লিনের পুঁটী(রা?) কেমন আছে?
  • Ishan | ১৯ আগস্ট ২০১০ ১২:৫৪ | 122.248.182.16
  • আমি পাল্লিনকে কাল সুন্দরী বলিচি। মাইরি।
  • Arpan | ১৯ আগস্ট ২০১০ ১২:৫২ | 216.52.215.232
  • বালক-বালিকা না থাকাকালীনও করা যেত। পারস্পরিক।

    হায় সে সুদিন আর নাই!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত