এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৭:২৮ | 202.79.203.59
  • নাঃ
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৭:২০ | 204.138.240.254
  • উফ, কী সন্নাটা।

    হল?
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৬:০৬ | 202.79.203.59
  • ইদিকে এখনও হয় নাই , তবে হব হব করছে
  • Samik | ১৮ আগস্ট ২০১০ ১৫:৫৩ | 121.242.177.19
  • দিল্লি নয়ডা ভেসে যাচ্ছে। তুলকালাম বিষ্টি, আবার।

    কালমাডি বোধ হয় ফ্রাস্টুতে নিজের দাড়ি উপড়োচ্ছে।
  • Lama | ১৮ আগস্ট ২০১০ ১৫:০৫ | 203.99.212.53
  • dhu`t
  • Lama | ১৮ আগস্ট ২০১০ ১৫:০৪ | 203.99.212.53
  • Tes
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৫:০২ | 204.138.240.254
  • ধুঃশালা! ফায়ার ড্রিল। আবার নিচে যেতে হবে। চেটে দিল পুরো।
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৫:০১ | 204.138.240.254
  • আমাদের ৬ ঘন্টা অফিসে থাকলেই হয়, কিন্তু ১২ ঘন্টার কাজ থাকে।

    নদীর এপার ওপারের গপ্পো নয়। শান্তনুদার সত্যি কত্ত ছুটি! ঃ-(
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৫:০০ | 202.79.203.59
  • দেড় লাখে আর কিই বা দেবে ! আর হ্যাঁ ৬০০ সিসির তুলনায় পিক আপ বেশ ভালই
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫৬ | 204.138.240.254
  • আম্মো।

    আর ৪ নং টা হাড়ে হাড়ে সত্যি। প্রচণ্ড মানসিক ধাক্কা।
  • r.huto | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫৬ | 203.99.212.54
  • না না সৈন্য ফৈন্য লাগবেনা।
    চাট্টি বড়ো দেখে বোমারু বিমন দিয়ে দিন; আর হ্যাঁ, মনে করে গোটা বারো টাটকা দেখে নিউক্লিয়ার বোমা দেবেন।
  • r.huto | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫৪ | 203.99.212.54
  • ন্যানোর কথা বললাম।
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫৩ | 204.138.240.254
  • ধেত, আমি ২০০৮-এই টেস রাইড দিয়েছি। অফিসে এনেছিল।
  • r.huto | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫৩ | 203.99.212.54
  • ইসে আরকি। আমি জুলাই মাসে চেপেছি। আগরতলায়।
  • til | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫২ | 210.193.178.129
  • ঝামা হাতে লামা
    ঢিল নিয়ে তিল
    দে দিল দৌড়
    পালাবে কদ্দুর?
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫২ | 202.79.203.59
  • এখানে লোডশেডিংএর ফ্রিকোয়েন্সি দেখলে কলকেতা তো অনেক পরে ! পঃবঙ্গের অনেক অজ গেরামও লজ্জা পাবে - তা সে ইয়েবাবুরা যাই বলুন না ক্যানো ঃ-)

    পরের মুখে বাতেল্লা শুনে নয় নিজের অভিজ্ঞতা থেকে বলছি
  • santanu | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫১ | 82.112.6.2
  • এবার কলকাতায় গিয়ে ন্যানো চড়লাম (গুচ তে আমি মনে হয় প্রথম)। ব্যাপারটা হলো এরকম -
    ১। সামনের সিট এ লেগ স্পেস বেশ ভালো, পেছনের সিটেও ভালো কারণ, সামনের সিট দুটো চেয়ারের মতোন, তার তলা দিয়ে পা বাড়িয়ে দেওয়া যায়।
    ২। শুনেছি ৬০০ সি সি গাড়ি, তার তুলনায় AC খুউউউউব ভালো।
    ৩। ড্রাইভারের সিট এর তলায় একটি লাল টুকটুকে ব্যাটারি রাখা, কিরকম খেলনা খেলনা দেখতে।
    ৪। সামনের বনেট খুলে মানসিক ধাক্কা খেতে হয়, একটি কেবল স্টেপনি আর স্কুলের ওয়াটার বটলের মতো তেল ভরার জায়গা, ব্যস। ইনজিন টিনজিন বাকি সব ছাইপাঁশ নাকি পেছনের সিটের তলায়।
    ৫। কলকাতার রাস্তায় চালালে, প্রচুর পথচারী ন্যনো ন্যনো বলে চিল্লায় আর উঁকিঝুকির কথা না বলাই ভালো।
    ৬। দাম শোরুমে ১।৫০ লাখ, রাস্তায় ১।৮০ লাখ। চাইলেই পাওয়া যাচ্ছে।

    KC অতো আহামরি কিছু নয়, Construction Site Planning আর Contracts Dept. এর একদম entry level এর লোক না হলে, কারুর ১০ ঘন্টা কাজ থাকে না। কিন্তু ১০ ঘন্টা অফিসে থাকতে তো হবে। আর এই ৬ হপ্তা / ৩ হপ্তার গপ্পোটা কেবল এই কাজাকের জন্য, আপনাদের পাড়ায় গেলে, ৬৩ দিন / ১৯ দিন।
  • sobuj dweeper raja | ১৮ আগস্ট ২০১০ ১৪:৫১ | 203.196.143.162
  • পৃষ্ঠান্তরে নাকি কিছু প্রজা বিক্ষুব্ধ হয়ে পড়েছে? অশালীন ভাষার প্রয়োগ হচ্ছে? রাজ-কোটাল, তুমি কি এ বিষয়ে কিছু অবগত আছো? সৈন্য পাঠানো কি আবশ্যক?
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৪:৪৯ | 204.138.240.254
  • গুরুভাই এখন যেখানে থাকেন সেখানেও লোডশেডিঙের দাপট কিছু কম নয়।

    কিন্তু তাও শেষে ওয়েস বেঙ্গলই বলবে। কেন বলত?
  • Samik | ১৮ আগস্ট ২০১০ ১৪:৪৮ | 121.242.177.19
  • হা হা হা ...

    নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস ...
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৪:৪৬ | 202.79.203.59
  • ঃ-)) হ্যাঁ পুরোনাই

    তবে একটা রিকোয়েষ্ট ঐ গুরুভাইটিকে নিয়ে তুমি একদিন গুরুগ্রামে ঘুরে যাও তারপরে এসেমেসটার লোকেশন চেঞ্জ হবেই হবে ;-)
  • Samik | ১৮ আগস্ট ২০১০ ১৪:৪২ | 121.242.177.19
  • আম্মো প্রথম পড়লাম। ঃ)
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৪:৩০ | 204.138.240.254
  • হয়ত পুরনো এবং বস্তাপচা। কিন্তু মার্ক্ষসাহেবের দিব্যি আমি এই প্রথম পড়লাম। পাঠিয়েছে আরেক গুরুভাই।

    ******************************

    এক শিশু জন্মেই দেখে চাদ্দিক অন্ধকার। কোনমতে তার মধ্যে নার্সকে খুঁজে বের করে জিগ্যেস করে সে কিছু দেখতে পাচ্ছে না কেন।

    নার্স জবাব দেয় এখন লোডশেডিং চলছে।

    শিশুঃ যাস্‌সালা, আবার ওয়েস বেঙ্গল!
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৪:২৭ | 202.79.203.59
  • এরেই তাহলে কয় পকাবুসুলভ ভণিতা ;-)

    আপাততঃ বলে ফেলে উদ্ধার করো!
  • Arpan | ১৮ আগস্ট ২০১০ ১৪:২৩ | 204.138.240.254
  • কাল একটা ব্যাপোক এসেমেস পেলাম। কিন্তু দুই স্থিকাবুর মাঝে বলাটা ঠিক হবে কিনা ভাবছি। ঃ)
  • Raj | ১৮ আগস্ট ২০১০ ১৪:১৪ | 202.79.203.59
  • কেসির উইশকে ডিটো ঃ-)

    শুঃজঃ লামা এন্ড তিল
  • kc | ১৮ আগস্ট ২০১০ ১৪:০৯ | 194.126.37.76
  • তিলের নতুন এলেকটিরি মিটার হউক। লামার জন্য একবাক্স সন্দেশ।
  • de | ১৮ আগস্ট ২০১০ ১৩:৫২ | 59.163.30.2
  • তিলের সাথে ঢিলের আর লামার সাথে ঝামারও হেব্বি মিল -- কিন্তু থাক! আজ জম্মোদিনে ----
  • de | ১৮ আগস্ট ২০১০ ১৩:৪৯ | 59.163.30.2
  • সোনামুখ দেখে হায়
    ধড়কতা দিল
    মামুরে ধরাও আজ
    ভজহরির বিল !

    ঃ))
  • til | ১৮ আগস্ট ২০১০ ১৩:৪২ | 210.193.178.129
  • ID fraud এর ভয়ে!
  • rokeyaa | ১৮ আগস্ট ২০১০ ১৩:২২ | 203.110.246.22
  • কিসব হয়ে গ্যালো ঃ(

    *ঝিল, মামু
  • rokeyaa | ১৮ আগস্ট ২০১০ ১৩:২১ | 203.110.246.22
  • ঢাকুরিয়া লেক/ আর যদুপুর যি্‌হল,/ হুতোর কাব্যিরোগ/ মাউ অশ্লীল ঃ)
  • Ishan | ১৮ আগস্ট ২০১০ ১৩:০৯ | 122.248.182.16
  • তাইলে সেটাই থাক।

    হাওয়া বয় শনশন
    দরজায় খিল
    গড়াগড়ি বিছানায়
    জ্যাক অ্যান্ড জিল।

    এটা হুতোর প্ররোচনায়। অশ্লীলতার দায় হুতোর।
  • Samik | ১৮ আগস্ট ২০১০ ১৩:০৮ | 121.242.177.19
  • তিল - ক্যানো? প্রোফাইলে সত্যি লেখে না ক্যানো?

    মামু আজ বাড়িতে বকুনি খেয়ে বেশ প্রফুল্ল মেজাজে আছে। ঃ-)
  • r.h | ১৮ আগস্ট ২০১০ ১৩:০৭ | 203.99.212.54
  • ঈশ্‌শ্‌শ্‌শ্‌শ
    জ্যাক অ্যান্ড জিলের কথাটা আমিও লিখবো ভেবেছিলাম।
    খিল দেওয়া দরজার পেছনে জ্যাক অ্যান্ড জিল এইরকম কিছু। ঝিলরোড নিয়েও কিছু লেখার ইচ্ছে ছিল।
    জীবনে কিছুই করা হলো না।
  • Ishan | ১৮ আগস্ট ২০১০ ১৩:০৬ | 122.248.182.16
  • নাঃ। আর চাল্লাইন। প্লিজ।

    অক্কুটে বেতারিখ
    জাল প্রোফাইল
    ছোটো থেকে বড় হয়
    তাল থেকে তিল।

    ব্যস। আন্না।
  • M | ১৮ আগস্ট ২০১০ ১৩:০৫ | 59.93.212.82
  • ইকি কেন? বেশ হচ্ছে তো।।।।।।।।

    অ তিল, বুঝলাম।
  • Ishan | ১৮ আগস্ট ২০১০ ১৩:০৩ | 122.248.182.16
  • গাঁটে গাঁটে বাত আর
    চোখে ঝিলমিল
    অম্বলে জ্বলে বুক?
    নিন জেলুসিল।

    আল্লিখবোনা। প্রমিস।
  • Ishan | ১৮ আগস্ট ২০১০ ১৩:০১ | 122.248.182.16
  • জঙ্গলে বাঘ আর
    পিঠে পড়ে কিল
    কেবলই গড়িয়ে যায়
    জ্যাক অ্যান্ড জিল।
  • til | ১৮ আগস্ট ২০১০ ১৩:০০ | 210.193.178.129
  • কথায় বলে একজনকে বলা মানে সারা বিশ্বকে জানানো! হায়রে, গুরুবাণী বিস্মৃত হইয়া এ কী বিবদ।
    M- প্রোফাইলে কেউ সত্যি লেখে? ধ্যুস আপনিও যেমন! উদাঃ ব্যাঙদি নাকি ঝগরুটে, স্বার্থপর ইত্যাদি লেখা, আপনিও তাই ভাবেন নাকি?
  • Ishan | ১৮ আগস্ট ২০১০ ১৩:০০ | 122.248.182.16
  • ট্যাঁকশালে টাকা
    আকাশেতে নীল
    সোনামুয়ে নারী
    কি দিলাম মিল
  • M | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৯ | 59.93.212.82
  • আমাদের একটা বন্ধু ছিলো, স্প্রিং বয়, সব সময় লাফাতো বলে এমন নাম, তো সে বেচারীকে তার জেঠুমনি পুজোতে মোটা মোটা অংক ইত্যাদির রেফারেন্স বই কিনে দিতো,আর রাত নটার পর বাড়ীর মেন গেট বন্ধ হয়ে যেত, কোনো কারনে দেরী হলে ব্যাটাকে পাঁচিল টপকে ঢুকতে হতো, একবার নাকি ও আর ওর বাবা একসাথে পাঁচিল টপকাচ্ছিলো।
  • byaang | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৮ | 122.172.63.49
  • হুঁ, লামার জ্ঞানের বই খুবই দরকার। সুখলতা রাওয়ের বইয়ের নামটা ভুল বললো। ভুল ধরিয়ে দিতেই বললো, "যা, যা, জ্ঞান দিস নি, আমি মণি ভৌমিক আর অমর্ত্য সেনের বই পড়ি'
  • M | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৭ | 59.93.212.82
  • এইরে,লামার কি দুর্ভাগ্য............:P
  • byaang | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৫ | 122.172.63.49
  • খাইসে। ছড়ালাম নাকি। যাই খেয়ে আসি। একটা বাজলো। তোমরা ততক্ষণ সবাই মিলে আমাকে গাল পাড়ো।

    (আমিও যে তিলের ঘরে গিয়ে দেখলাম তাকে নিনাদি হ্যাবাড্ডি বলেছে, তাই তো আমিও বল্লাম। ঃ-(( এই জন্যই লোকে টুকলি করতে মানা করে। )
  • M | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৫ | 59.93.212.82
  • হুম! ভেবে দেখলুম সেটা ঠিক.....:)
  • r.h | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৫ | 203.99.212.54
  • না না লামা আজকেই জন্মেছে।
    কাল তার জন্যে একটা সুখলতা রাওয়ের গল্পের বই, আর দুটো কঠিন জ্ঞানের বইও কেনা হয়েছে।
  • quark | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৪ | 202.141.148.99
  • কাল এট্টা পোশ্ন ছিল, আমারি দোষ, বিজি হয়ে আর কন্টিন্যু কত্তে পারি নাই।

    ঐ পিসিআই স্লটে গোঁজা প্যারালাল কার্ডকে কেং কয়ে EPP এন্যাবল করব?
  • r.h | ১৮ আগস্ট ২০১০ ১২:৫৩ | 203.99.212.54
  • হাতিশালে হাতি
    পাখিশালে চিল
    আঁকুপাঁকু আশা
    ধুকুপুকু দিল
  • Ishan | ১৮ আগস্ট ২০১০ ১২:৫২ | 122.248.182.16
  • সে তো লামাও নিশ্চয়ই অন্য কোনোদিন জন্মেছে। তাতে শুভেচ্ছা আটকায় নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত