এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০২:১৪ | 122.172.63.49
  • বাঃ, আকার সাইকো অ্যানালিসিস করা তো হেব্বি সহজ!
    অথচ লিখে কয়েকটা ডট ছড়িয়ে দাও, আকা নিজে নিজেই ভেবে নেয় কত্তো কিচ্ছু!! অব্বে আকা, কখন বললাম যে লোভ জয় করেছিস! আমি জাস্ট ডটগুলো দিয়ে দেখছিলাম তার কি কি ব্যাখা বেরোয়! ঃ-))
  • til | ১৯ আগস্ট ২০১০ ০২:১৪ | 220.253.188.158
  • শুভেচ্ছার জন্যে থ্যাঙ্কু , তবে ফুলের তোড়া তো একসময় ফেলে দিতেই হয়!
    কিতু ঐ এলেকটারি মিটারের শুভকামনা সযত্নে আলমারিতে তোলা রইলো।
    যদি কখনও শিকে ছেঁড়ে তবে দারুন সেলিব্রেশান, প্রমিসরি নোট লিখে দিলাম।
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০২:১১ | 89.203.49.18
  • সব বউরাই সেই এক কথাই মনে করেন। যদি তাঁরা একথা মনে না করেন, তাহলে তাঁরা বউ পদবাচ্যই নন।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০২:১০ | 122.172.63.49
  • আটকানো কঠিন ক্যানো! ডেন্ড্রাইট কি কম পড়িয়াছে?
    আকাজীরে শুধাও, ওনার নিশ্চয় গুচর বিভাজন রোধের কোনো পদ্ধতি জানা আছে।
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০২:০৭ | 168.26.215.13
  • আব্বে ব্যাং , আমি কিসের লোভ ছাড়লুম না জানা অবধি শান্তি হচ্ছে না। বউকে গিয়ে অন্তত কইতে পারব। বউ মনে করে আমার নিজের ওপর কোন ক®¾ট্রালই নেই।
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০২:০৭ | 198.82.20.90
  • গুচ আসলে ভীষনরকম জীবন্ত। সজীব কোষের যা ধর্ম, ক্রমাগত বিভাজিত হচ্ছে। এসব আটকানো খুব কঠিন।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০২:০৪ | 122.172.63.49
  • নৃশংস এই কেসি স্যার! না গল্প বলতে দেবে, না ফাঁদ পাততে দেবে!
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০২:০৪ | 198.82.20.90
  • আমার এখানে লোকজন কতক্ষণ ধরে লাঞ্চ কচ্ছে কেজানে! বসে থেকে থেকে হাতেপায়ে শেকড় গজিয়ে গ্যালো।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০২:০৩ | 122.172.63.49
  • আচ্ছা সবাই আছিস তাহলে! মনে বল পেলাম। আমি একা নই।
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০২:০২ | 198.82.20.90
  • যাহ্‌ কেসিদা গল্পটা মাঠে মেরে দিলো। ঃ-(
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০২:০২ | 122.172.63.49
  • টিমি, কোথায় গেলি রে!
    আজ এরা আর কেউ ভাটাবে না, মনে হচ্ছে। ঘুমোতে যাই।
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০২:০১ | 198.82.20.90
  • একটা দেশ ছিলো, তার নাম ইংল্যান্ড।
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০২:০১ | 89.203.49.18
  • ওহে বালিকে, গুচ, বয়কট ইত্যাদি, সবই হল আশির দশকের ইংল্যান্ড ক্রিকেট দলের পিলিয়ারদের নাম। কে জানে এটা ব্যাঙের কোনও ফাঁদ কিনা!!!
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০২:০১ | 198.82.20.90
  • আচ্ছা আমি বলে দিচ্ছি....
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০১:৫৮ | 89.203.49.18
  • সেই যে বিটল্‌সের গানের, নতুন কারুর গাওয়া, লিঙ্ক দিয়েছিলে, সেটাও ভাল ছিল।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৫৭ | 122.172.63.49
  • আশির দশকে গুচ নামের কোনো ক্রিকেটারকে বয়কট করা হয়েছিলো বুঝি! গুচ নামটা কেমন চেনা চেনা লাগছে! অরেকটু বুঝিয়ে বলা হোক।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৫৪ | 122.172.63.49
  • আর আজকের ভাটপাতা পড়ে মনে বড়ই ব্যথা পেলাম, মহান কবির কল্পনায় জ্যাক আর জিলের পরিণতি দেখে। ঃ-(
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০১:৫৪ | 89.203.49.18
  • ব্যাঙদেবী,
    Date :18 Aug 2010 -- 11:23 AM দ্যাহেন।
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:৫৩ | 168.26.215.13
  • হ্যাঁ গত কদিনে মোটামুটি গুলে খেয়ে ফেলেছি।
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০১:৫৩ | 198.82.20.90
  • না না, নুনে কাজ হবেনা। সিরাপটা বানিয়ে নিও বরম। ঃ-)
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৫১ | 122.172.63.49
  • টিমি, কাটা ঘায়ে নুনের ছিটে দিস নে, বলে দিচ্ছি!
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৫০ | 122.172.63.49
  • কেসিস্যার, পড়লেই যে বুঝবো, সেটা ক্যামোন করে জানলেন?
    অনেকে আর ভাটাচ্ছে না, সেটুকু তো বুঝলাম, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সম্পোক্কোটা বুঝি নি।
  • Tim | ১৯ আগস্ট ২০১০ ০১:৫০ | 198.82.20.90
  • দিনরাত হোমওয়ার্ক করে করে হদ্দ হয়ে গ্যালো, আরো পড়াশুনো কত্তে বলছে। ঃ-)
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০১:৪৮ | 89.203.49.18
  • ব্যাঙদেবী, পড়াশোনা করেন, এই ধরেন আজকের ভাটপাতাটাই পইড়্যা ফ্যালান। বুইবেন।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৪৪ | 122.172.63.49
  • নিজেকে নিয়ে নিজের মনে প্রশ্ন থাকা ভালো। মস্তিষ্ক ভালো থাকে।

    কিন্তু আমাকে একটু ইংল্যান্ড ক্রিকেট দলের গল্পটা বুঝিয়ে বলা হোক। মানে তার সাথে ভাটিয়ালদের কি সম্পোক্কো?
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০১:৪০ | 89.203.49.18
  • প্রথমটা বেশি ভাল। এনার গানের লিঙ্কইতো দিয়েছিলে না? একাদশ নম্বর টইতে?
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:৪০ | 168.26.215.13
  • আমি লোভী, পাপী, তাপী সব একসাথে। (ইয়ে দীর্ঘ ই কি বেশি পড়ে গেল)

    কিন্তুক অথচ র পরে কি? আমি কি এখনো কোনকিছুর লোভ জয় করেছি?
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৩৪ | 122.172.63.49
  • আমি অক্ষ আর দুকে খুব মিস করছি।
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০১:৩৩ | 122.172.63.49
  • আকা তুচ্ছ ব্রাউনির লোভই জয় করতে পারলো না, অথচ .............

    সেই ভেবে হাসছিলাম, হার্ট ভালো রাখার জন্য নয়।
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:২৯ | 168.26.215.13
  • আগেরটা হয়ে গেলে এইটা।

  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:২৫ | 168.26.215.13
  • এই নাও গান শোনো।

  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:২০ | 168.26.215.13
  • জীবন চলতা হুয়া নদীকা মাফিক অগর তুম পার সে দেখ রহে হো, লেকিন অগর তয়র রহা হো তো, জীবনই নদী হ্যায়।

    (নিজেকে কেমন একটা কেউকেটা মনে হচ্ছে)
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:১৬ | 168.26.215.13
  • হাসলে হার্ট ভালো থাকে।
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০১:১৬ | 89.203.49.18
  • আজ্জো, অপ্পন, আমার একখান সাজেশন আছে। এই যে কিছু নামকরা ভাটিয়ালদের হঠাৎ করে ইংল্যান্ড টিমের মেম্বার হয়ে ওঠা, এই নিয়ে একটা রুট কজ অ্যানালিসিস হোক, অফলাইনে হলেও হোক। প্রতিটা লোককেই কিন্তু মিস করছি।
  • kc | ১৯ আগস্ট ২০১০ ০১:১০ | 89.203.49.18
  • না হে। হাসা ভাল। হাসবার আশায় ঘাপটি মেরে বসে থাকা আরও ভাল। আমিও হাসলাম। ঃ)
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০১:০২ | 168.26.215.13
  • হাসার কি আছে এতে শুনি?
  • byaang | ১৯ আগস্ট ২০১০ ০০:৫৮ | 122.172.63.49
  • ঃ-))
  • aka | ১৯ আগস্ট ২০১০ ০০:৪৭ | 168.26.215.13
  • পাল্লিন, ভেবে দেখলাম বাজে ভাটটা বাজে হয়েছে। মুড়ি নিয়ে সারকাসমের বদলে সোনামুই নিয়ে বাজে রসিকতা হয়েছে। সরি। এবারে ব্রাউনি ব্যাক। ঃ)
  • konfu | ১৮ আগস্ট ২০১০ ২১:১৬ | 58.96.92.31
  • ব্ল্যাকবেরিতে কি অপেরা মিনি ব্রাউজারটা ইন্সটল করা যায়? তাহলে গুরু পড়া যাবে, কারণ অপেরা মিনি দিয়ে ইউনিকোড সাইট সব দেখা যায়। আমিও পড়ি ওভাবেই। আমারটা অবশ্য নকিয়া।
    বাংলা সেট আপ করার লিংক এইখানে-
    http://www.cadetcollegeblog.com/raihanabir/1524
  • P | ১৮ আগস্ট ২০১০ ১৯:৫৩ | 193.28.178.61
  • আকাকে গেলদিনে ভাতেমুড়ির জন্যে যে ব্রাউনি পয়েন্ট দেছেলুম আজ মোর সোনামুই নিয়ে সারক্যাসমের জন্যে তা বুঝিয়া ফেরত নিলুম। ঃ-X
  • P | ১৮ আগস্ট ২০১০ ১৯:৫১ | 193.28.178.61
  • মামু ডাঃলিং , ঐ সোনামুয়ের খবরটা পড়তে চাই কিন্তু আমার ল্যাপিতে বাক্সো শুধু আসে যে ! কি করন কাম ??

    ডিঃ কিছু ইনস্টল কত্তে কেউ বল্বেন্না । আপিসের ল্যাপি অ্যাডমিন রাইট নাই।

    আরে ইসে , ব্ল্যাকবেরিতে গুরু/আবাপ ইত্যাদি পড়া যায় কেং কয়ে ?
  • Nina | ১৮ আগস্ট ২০১০ ১৯:৩০ | 64.56.33.254
  • oops! · Cached page
  • Nina | ১৮ আগস্ট ২০১০ ১৯:৩০ | 64.56.33.254
  • য়্‌ব্‌ব।এস্নিপ্স।ওম/য়েব/হ্যম-ঋঅবিন্দ্রনথ্‌টগোরে | অচেদ পগে
  • Ananya | ১৮ আগস্ট ২০১০ ১৯:২২ | 199.133.19.254
  • রবীন্দ্রনাথ এর শ্যামা নৃত্য নাট্য এর গান গুলো online এ কোথায় পাব কেউ বলতে পারবেন? স্বরলিপি চাইনা, শুধু গান গুলো এর print out নেবো।
  • Nina | ১৮ আগস্ট ২০১০ ১৯:০৯ | 64.56.33.254
  • দুই ভাদুরে, দুই এক্স- বি ই কে হ্যাবাড্ডে
    ওহে তিল
    জম্মদিনে
    কি খেলে?
    ঢিল?
    লামা হৈ
    জম্মদিনে
    মোদের পায়েস
    কৈ?
    হি হি হি এই মিল নিয়ে একটা খুব বাজে জোক মনে পড়ে গেল--
    বেদম ঝগড়া করছে পাল আর কুন্ডু
    পাল রেগে কয়
    ওরে ব্যাটা কুন্ডু
    ছিঁড়ে খাই তোর মুন্ডু!
    কুন্ডু রেগে কয়
    শয়তান পাল
    ছঁড়ে খাই তোর---
    অ্যা ছি" ছি" থু থু খাই না খাই না ঃ-)))))
  • aka | ১৮ আগস্ট ২০১০ ১৮:২৪ | 168.26.215.13
  • জায়গাটা সোনামুখী নয় সোনামুই। সোনা মানে সোনা, আর মুই মানে মুড়ি। মানে যেখানে সোনা আর মুড়ি দুয়েরই একদর। যারা মুড়ি মানে খাবার জিনিষ আর সোনা একদর করে তাদের তো দেখতে ভালো হবেই। জেনে রাখবেন, আপনার খাদ্যই আপনার লাবণ্য, আর মুড়িই আপনার খাদ্য। বাজে ভাটের মতন শোনালেও এর পিছনে যে গভীর বিজ্ঞান মনস্কতা কাজ করছে আগ্রহী পাঠকের তা চোখ এড়াবে না নিশ্চয়ই।
  • aka | ১৮ আগস্ট ২০১০ ১৮:১৯ | 168.26.215.13
  • হল?
  • Samik | ১৮ আগস্ট ২০১০ ১৭:৪৩ | 121.242.177.19
  • হবেই হবে। আকাশে যা মেঘ, গুরগাঁওও রক্ষা পাবে না।

    এদিকে গত আড়াই দিন ধরে আমরা জলহীন অবস্থায় রয়েছি। সোসাইটির পাম্প জ্বলে গেছে। তিনবার সারানো হয়ে গেছে। যতবার সরিয়ে লাগানো হচ্ছে, ততবার জ্বলে যাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত