এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৪ আগস্ট ২০১০ ০৮:৩২ | 173.163.204.9
  • হ্যাটট্রিক! ইন্সেপশন দেখে এলাম আম্মো। দারুণ সিনেমা, স্মার্ট টানটান প্লট। এই সিনেমা দেখতে গিয়ে ঘুম পায় কেং কয়ে?
  • SS | ১৪ আগস্ট ২০১০ ০২:২১ | 131.193.196.148
  • আমারও দারুণ লেগেছে। স্বপ্নের নানা লেয়ার, তাদের সময়ের পার্থক্য, সময়ের সিঙ্ক্রোনাইজেশন.....কী সুন্দর ভেবেচিন্তে বানানো।

    শাটার আইল্যান্ড ও খুব ভালো লেগেছে। শেষটা নিয়ে বেশ ধন্দে থাকতে হয়।
  • kc | ১৪ আগস্ট ২০১০ ০০:০৫ | 89.203.49.18
  • ইনসেপশন দেখলাম। খুব, খুব ভাল লেগেছে, মাথা চটকে গেছে, আউলিয়ে গেছে, তারপরও অদ্ভুত ধন্দের মধ্যে আছি। কালকে আবার দেখতে হবে। ইন্দো ডাক্তার সিনিমাটা দেখলে খুব ভাল একটা লেখা নামাতে পারবে।
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৮:৩৭ | 204.138.240.254
  • হাঁ, মিলা মিলা। ফোন সাইলেন্ট মোড পে থা ইসি লিয়ে পাতা নাহি চলা।

    বহোত বহোত শুক্রিয়া। ঃ)
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১৮:২৩ | 202.79.203.59
  • অপ্পন - মিলা ?
  • aka | ১৩ আগস্ট ২০১০ ১৮:০৩ | 168.26.215.13
  • শ্রাবণী, তাহলে ওয়ান চাই ভালো জায়গা। যেকোন মেট্রো স্টেশনের ধারে কাছের হোটেল ঠিক হবে। ওয়ান চাই থেকে সব জায়গায় যাওয়া যায়। রাতের বাজার, পাহাড়ের ওপর সেই রেস্টোরেন্ট, মাদাম তুসোর মিউজিয়াম, শিমশাশুই। ল্যান্টাওটা পুরো একদিনের ব্যপার, দুদিনের মধ্যে ম্যানেজ করা মুশকিল। জাফে কোর্ট মোটামুটি ভালো জায়গা ছিল, শস্তা এবং ঠিকঠাক। তবে আমার সমস্ত ইনফো নয় বছরের পুরোন।
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১৮:০৩ | 121.242.177.19
  • দে,

    কাকে পল্লো মনে, এমনো শ্রাবণো দিনে?
  • de | ১৩ আগস্ট ২০১০ ১৭:৫৩ | 59.163.30.2
  • অ! মনে পল্লো এইবার!
  • Sags | ১৩ আগস্ট ২০১০ ১৭:৩৩ | 114.143.7.146
  • হমমম, আপিসে এটা করা যাবেনা। বেটারা সব ডিসেব্লড করে রেখেছে। বাড়ি গিয়ে চেষ্টাতে হবে।
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১৭:২৫ | 121.242.177.19
  • sags,

    ইউনিকোড ডাউনলোডাতে হয় না। ইউনিকোড এনেব্‌ল করতে হয়। আপনার মনে হচ্ছে এক্সপি মেশিন।

    একটু গুগুল করুন। এই যেমন ঃ http://www.azhagi.com/uniset.html

    এই রকম অনেক রেফারেন্স পেয়ে যাবেন।
  • Sags | ১৩ আগস্ট ২০১০ ১৭:১০ | 114.143.7.146
  • তিনদিন আগে জিগাইসিলাম ইউনিকোডে কি করে গুচ দেখবো। সমিক বল্লেন, ওপরে ক্লিক করে। আরে ঐটা ক্লিক করে দেখতে পাইনা বলেই তো জিগ্গেস করছি যে কি ডাউনলোড করতে হবে এবং কোথা থেকে করবো।
  • bb | ১৩ আগস্ট ২০১০ ১৭:০৯ | 115.113.115.130
  • এমা de টিনত্তোরের যিশু পড়েনি
  • shrabani | ১৩ আগস্ট ২০১০ ১৬:৫৯ | 124.30.233.102
  • আকা,
    দুদিনের ব্যাপার।চীন থেকে ফেরার পথে। আসলে ঐ নানা দ্বীপ বলেই একটু অসুবিধে হচ্ছে। । বাজার টাজার, কিছু সেরকম ট্যুরিস্ট স্পট ঘুরে বেড়ানোর সুবিধে হবে এরকম লোকেশন!
  • de | ১৩ আগস্ট ২০১০ ১৬:৫৯ | 59.163.30.2
  • এটা কি গালি?
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৬:৫৪ | 204.138.240.254
  • সুবাসিত বান্দর।
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৬:৫১ | 204.138.240.254
  • পাঠিয়ে দিয়েছি।
  • aka | ১৩ আগস্ট ২০১০ ১৬:৪৬ | 24.42.203.194
  • শ্রাবণী, হংকংয়ের আসলে সিটি বলে কিছু নেই, অনেকগুলো দ্বীপ। যেমন ওয়ান চাই, যেমন শিমশাশুই, যেমন কুলুং ইত্যাদি। মাঝখানে সাউথ চায়না সি। ওয়ান চাই হল গিয়ে আপিস পাড়া, এয়ারপোর্টও কাছে। এয়ারপোর্ট থেকে মেট্রো আর বাসের কম্বিনেশনে পৌঁছে যাওয়া যায়। আমি ছিলাম ওয়ান চাইয়ের জাফে কোর্ট নামক একটি হোটেলে, স্টুডিও এবং তার সাথে রান্নাঘর আছে। রান্নাঘর থাকাটা ইম্পর্ট্যান্ট। নইলে ঐ চীনে খাবার রোজ খাওয়া চাপের। সাতদিন হলে কেফসি, ম্যাকডোনাল্ড চালিয়ে দেওয়া যায় কিন্তু তার বেশি হলে মুশকিল। শিমশাশুইতে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি ডেরা। একটু গোলমেলে জায়গা খুব বেশি রাতের দিকে না যাওয়া ভালো। আর ল্যান্টাও আইল্যান্ডে জায়ান্ট বুদ্ধমূর্তি। আর চীনে যেতে হলে ভিসা করাতে হত আলাদা করে।

    হংকং কামড়ায়, ঠিক দুইদিনের মাথায় আমার বিরক্তি শুরু হয়েছিল। কংক্রীটের জঙ্গল কি সেটা হংকং দেখলে বোঝা যায়। লাইট পলিউশনের জন্য রাতে চাঁদও দেখা যেত না।
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১৬:৩৯ | 202.79.203.59
  • হল নি কো ঃ-( মেলে তোমার নাম্বার পাঠাও এসেমেস করে জানাচ্ছি
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৬:৩৭ | 204.138.240.254
  • * আমি
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৬:৩৭ | 204.138.240.254
  • নাঃ! আমাদেরও অফিসে ব্লকড। অমি অবশ্য ক্লায়েন্টের নেটওয়ার্ক দিয়ে ঢুকি। ঃ)
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১৬:৩৫ | 202.79.203.59
  • আরে আপিসে ব্লকড তো ! এই একটাই উপায় আছে

    বিগশটদের অবিশ্যি অ্যাক্সেস থাকে ঃ-)
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৬:২৬ | 204.138.240.254
  • বড় বড় মানুষ। মোবাইল ছাড়া জিমেল খুলতে পারো না। ঃ-P

    নাও, মেল করেছি।
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১৬:০২ | 202.79.203.59
  • সরি অপ্পন মোবাইল থেকে জিমেল আউটবক্স বার্বার হ্যাং করে যাচ্ছে । তুমি এখানে একটা টেষ্ট মেল পাঠাও , দেখি হয় কিনা
    rajd.ghosh@gmail
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১৫:১১ | 121.242.177.19
  • আমার দেখা আছে হংকং এয়ারপোর্ট। কেবল এয়ারপোর্টটাই। ছ ঘন্টা বসে ছিলাম। ঃ(
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১৫:১১ | 121.242.177.19
  • জাভাস্ক্রিপ্টকে httpsএর বাইরে রাখ। নর্মালি ওয়েব সার্ভারে রাখা হয় জাভাস্ক্রিপ্ট ইত্যাদি স্ট্যাটিক কনটেন্ট। https জাভাস্ক্রিপ্টকে আটকে দেয়।

    https-এ javascriptকে চালাতে হলে ব্রাউজার সেটিংসে গিয়ে নাড়াচাড়া করতে হয়। কী ভাবে করে, এক্ষুনি জানা নেই। তবে ওখানেই হয়।

    অন্য ব্রাউজারে দেখেছিস?
  • shrabani | ১৩ আগস্ট ২০১০ ১৫:০৯ | 124.30.233.102
  • কারোর হংকংয়ের ফান্ডা আছে? হোটেল বুক করব। কোন জায়গায় থাকলে মোটামুটি সিটীর কাছে হবে অথচ এয়ারপোর্ট যাতায়াত ঝামেলার হবেনা?
  • sinfaut | ১৩ আগস্ট ২০১০ ১৪:৫৭ | 203.91.193.50
  • ******************

    টেক হেল্প হেল্প হেল্প

    ******************

    jsp গুলো কে http থেকে secure মানে https করে দিলেই IE6,7Javascript syntax error দেখাচ্ছে।

    কী উপায়?
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৪:৪৫ | 204.138.240.254
  • আমার মেল আইডি তে মেল করো।

    choudhury.arpan at gmail
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১৪:৪১ | 202.79.203.59
  • ফোন নং আছে

    তোমায় দেবো কিভাবে ?
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১৪:৩২ | 216.52.215.232
  • রঞ্জনদার মেল আইডি আছে কারো কাছে?
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১৪:১২ | 121.242.177.19
  • কোই বাত নহী, আমিও আছি, দিল্লিও আছে। তুমিও আছো।
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১৩:৩১ | 202.79.203.59
  • শমীক তোমাকে ফোনাবো ফোনাবো করেও হয়ে উঠতিছে না মানে এনসিআরে এসে দিল্লীর শাহেনশাহকে এত্তোদিনেও না ফোনিয়ে ওঠাটা অমার্জনীয় অপরাধ ঃ-)

    এর মধ্যে একদিন টুক করে দিল্লী হাটে গেসলুম - বেশ ভালো লাগল
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১৩:০২ | 121.242.177.19
  • তুমুল ছড়ানো, আরো তুমুল গোটানো।

    দে, রাতে পিকাসায় তুলে দেবো।
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১২:৫৫ | 216.52.215.232
  • আচ্ছা, অতুলবাবু কি দাদু হতে পারেন না? ঃ(

    ভেবে দেখলাম, পকাবুরা এরম একটু ছড়িয়েই থাকে। ঃ)
  • de | ১৩ আগস্ট ২০১০ ১২:৪৩ | 59.163.30.2
  • * ব্যাং -কে

    ঝাঁসির রাণীর ছবি দেখবো! জিনিস হারালে কি হবে?
  • de | ১৩ আগস্ট ২০১০ ১২:৪২ | 59.163.30.2
  • অর্পণের জরিমানা ব্যাংকে আদায় করতে দাও ঃ))

    আচ্ছা, সুপারবাগ নিয়ে কেউ একটু ফান্ডা দিতো যদি, দিল্লীর নামে আবার তার বাহারী নাম হয়েছে! ফাজিনেসের টই-তেও লেখা যেতে পারে!
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১২:৩৮ | 121.242.177.19
  • ভূতো আজ রেডিমেড শাড়ি পরে, কোমরে আঁচল গুঁজে, একটা ঢাউস প্যাকেটে ঢাল তরোয়াল বর্ম আর টুপি নিয়ে ইশ্‌কুল গেছে। ফ্যান্সি ড্রেস, ঝাঁসি কি রানী।

    একটা জিনিসও যদি হারায়, আমার কী হবে, তাই নিয়ে ভেবে যাচ্ছি।
  • Samik | ১৩ আগস্ট ২০১০ ১২:৩৬ | 121.242.177.19
  • দাদু????????????
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১২:৩৫ | 202.79.203.59
  • ঃ-))

    কলিতে কবে আসতিছো ?
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১২:৩০ | 204.138.240.254
  • কিন্তু ভেবে দেখো সত্যি কথাটাই বলেছি। আসলে দাদু কারেকশন করে যাবেন ভেবেছিলেন কিন্তু আর পাকেচক্রে করে উঠতে পারেননি।
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১২:২৮ | 204.138.240.254
  • অ্যাল। ঃ-)
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১২:২৮ | 202.79.203.59
  • অপ্পন ওটা বিবিধ

    স্বাধীনতা দিবসের প্রাক্কালে এইসব ভুল করলে জরিমানা হইব ঃ-)
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১২:২০ | 216.52.215.232
  • সাউথে তো এইসব প্রচুর ছিল/আছে। তাদের বাচ্চাদের আবার দুটো বার্থডে থাকে। একটা অ্যাক্‌চুয়াল, আরেকটা স্টার বার্থডে।

    বংরাও খুব তাড়াতাড়ি ভারতীয় হচ্ছে। ভালো! মিলন মহান বলার আগে আর বিভেদের মাঝে বলার দরকার থাকবে না। ঃ)
  • Raj | ১৩ আগস্ট ২০১০ ১২:১৭ | 202.79.203.59
  • এই ডঃ রঞ্জিত চক্কোবত্তির সঙ্গে আলাপ আছে, ওনার নার্সিংহোমেই আমার কন্যার জন্ম

    বছরদুয়েক আগে ওনার চেম্বারের ওয়েটিং লাউঞ্জে দেখেছিলুম এক সন্তানসম্ভবা মহিলার অশ্রুধারাপুর্ণ আকুল আর্তি রামনবমীর দিন ডেলিভারি করাবার জন্য !
  • Arpan | ১৩ আগস্ট ২০১০ ১২:০৯ | 216.52.215.232
  • কিন্তু কী ভুলভাল লেখে এই রিপোর্টারগুলো। হিন্দুমতে "ঐশ্বরিক জন্মদিন' এই একটাই নাকি? রামনবমী কোথায় গেল?
  • kd | ১৩ আগস্ট ২০১০ ১২:০৩ | 59.93.194.217
  • কয়েকদিন আগের কোনও একটা টইতে কেসি লিখেছে আমার আর বম্মার সঙ্গে কী একটা ব্যাপারে ওর চুলোচুলি হয়েছে। বম্মার সঙ্গে কী হয়েছে জানিনা, তবে আমার সঙ্গে হতেই পারে না - চুলো হতে পারে, চুলিও হতে পারে, কিন্তু চুলোচুলি? কদাপি না।

    যারা আমায় জ্যান্ত দেখেছে, তারা সাক্ষী।
  • aka | ১৩ আগস্ট ২০১০ ০৬:৫৮ | 24.42.203.194
  • আজই ছেলের স্কুলে ওরিয়েন্টেশন ছিল। সেখানে হেডমাস্টার বক্তৃতা দেবার সময়ে বললেন যে ছেলেপুলেদের চিন্তা করতে শেখানোই লক্ষ্য, আর নতুন কিছু শিখতে শেখানো। অ্যাকাডেমিকসের নতুন স্টাডি নাকি তাই বলে। কারণ এই ছেলেপুলেরা সেইসব কাজকম্মো যা এখনো একজিস্ট করে না। তারফলে কি শেখাব? কম্পিউটার? হয়ত আজ থেকে কুড়ি বছর পরে কম্পিউটার অবসলিট হয়ে যাবে, তখন? কাজে লাগবে চিন্তা করার ক্ষমতা আর নতুন কিছু শিখতে পারার ক্ষমতা। বাকিসব হয়ে যায়। এটা একটা মাঝারি গ্রামের, মাঝারি মাপের স্কুলের হেডমাস্টার বললেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত