এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ৩১ জুলাই ২০১০ ১০:২১ | 72.83.82.169
  • ঐ কয়েক ঘণ্টা তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এরকম কষ্ট খুব কম হয়েছে। স্ক্যান করানোর আগে সেরাম কিছু কাগজে সই করায়নি তো। তাইতো অবাক লগছে।আর তাতে এইসব রিস্কের কথা আদৌ লেখা ছিলো না।

    আর, যে শরীর খারাপ নিয়ে গেছিলাম, এখন তার চাইতে ঢের বেশি খারাপ লাগছে ( ঐ ঘন্টা দুইয়ের থেকে বেটার, এটুকুই। )।ঃ(
  • aka | ৩১ জুলাই ২০১০ ১০:১৪ | 24.42.203.194
  • যাক খুব বেশি কিছু হয় নি। ইন্সিওরেন্স কি এমার্জেন্সি রুম কভার করে? করলে কতটা? বাকিটা তোমাকে দিতে হবে। স্ক্যান করানোর আগে নিশ্চয়ই সই সাবুদ করিয়ে নিয়েছে।

    পেশেন্টকে অবশ্যই জানানো উচিত। সেটা নিয়ে কথা বলতেই পারো।
  • pi | ৩১ জুলাই ২০১০ ১০:০৪ | 72.83.82.169
  • banglae ar type korte parchhi na. sorry.

    comm er ar jnara dakar ba ebishoe abhigo, tader kachhe kichhu prashno chilo.

    CT SCAN er age je Iodine contrast deoa hae, tate life risking allergy haoata katota common ?
    ar seta ki deoa age patient ke bole deoa hae ?
    Liquid ta jakhon kheyechi, takhon kichui baleni. jigesh korechilo, age kheyechi kina. amar ageo dehse thakte CT scan hoechilo, kheyechilam.
    ebar scan er samoi duto IV injection dilo. second ta debar samoi bollo, eta dile ekta warm strange feeling aste pare, mukhe metallic taste o.
    to, second IV ta chalu hotei esab to eseochhilo. kintu tar parei aro anyo jinishpattor start hote thake. sneezing, prachondo itching. kal , gala , matha pagoler moto chulkate thake. jala korte thake. tarpor to shuru holo kashi. ar voice dum kore dekhi puro choke hoe gelo. awaj ar berochhilo i na. tarpor prachondo palpitation, knapuni ar matha ghora. mone hochhilo, sense chole jachhe. sesamoi i prachur lokjon chole ase , ar nana kichhu kara shuru kare oxygen chalu kore deoa, osudh, intravenal fluid. ami chokh khule rakhte parchilam na...to, samane jor kore khulie rakhchilo, ar katha bolie jachilo.
    tabe, esob kore, intial reaction er theke ektu holeo better lagchilo.
    takhon bhasa bhasa koekta katha kane esechilo, ja ora nijeder modhye bolchilo. ekhon sab moneo nei. kich ja mone achhe, eirakom. Contrast er ei batch ta ar use kara jabe na, fele dite habe. eta debar samoi amar vein naki collapse kore gechilo, matro 50 dhukechilo ...bhagyis ..( 50 ta absolute kono no na percentage janina)ityadi..

    amake okahn theke mome hae 911 call kore .
    karon ekgada fire and emergency service er lokjonke dekhlam. tarpor ora amake ekta hospitaler emergency te nie gyalo.

    maja hochhe, hospitaler lokjon kintu prae kichhu janena...amar contrast e reaction hoechhe ..etuku charha. oi abastahtei kneche gondush kore amake sab abar bolte hae..antato jana pnachek lok ke. amar address ityadir sab details o .

    ora reaction bandho korar janyo intravenous treatment kore, oxygen monitor kore koek ghonta bade chherhe dilo. osudh dilo ar bollo, ekhon kodin shorir kharap lagbe..samoi lagbe puro thik hote, kintu out of risk. contrast e naki karur karur emni reaction hae, mara o jete pare. amaar naki anondito haoa uchit, je ami lucky. ekdom thikthak samoe ora amar proper treatment korechhe ityadi.

    kintu amar ebar kichhu prashno ache, eta jodi common hae, tahole patient ke janabe na ? ekbar o boleni. khali oi warm feeling hote pare bolechhilo. emnite ekhane simple daktar dekhanor age 10 khanar form e soi karae, anaesthesia debar ageo...ekhane scan korar age emonki kauke responsible party hiebeo soi korte habena blechilo. ami bhebechilam..kono byapar i na..sei bhebe in fact amar husband keo chole jete bolechilam. ar tarpor ei sob kando.
    ar eta jodi eto dangerous i hae, seta age theke test korar kono upae thakbe na ?

    ar ekhon to ei puro emergency service er lomba bill tao hate dhorie dieche..bolche eta tomake i pay korte habe !
    se nieo prashno ache. etar dayitwo ki oi imaging lab er o nae ? 911 ta ora call korechilo. amake kichhu jigesh o kareni. emergency te pathanor byapareo na. eta karar katota darkar chilo ? jodi contrast er erokom reaction hote pare ora janei, tahole tar janyo kono treatent er byabostha thakbe na ? treatment to kichu korchilo o ( jadio ki korechilo janina..tar kono report ora emergency r daktar der pathaeni, emergency theke bollo oder sathe contact o korte parchhe na !! ) naki, takhon oder lab bandho korar samoi hoe gechilo, ar amar sathe takhon ar keu chilona ( bor er okahne aste aro adh ghonta lagbe, seta ora phone e jene niechilo ) bole pathie dilo !
    edike je daktar scan korte pathiechilen...tini amak contact koren bolechilen...korenni...amrao korte parin. inaging centre eo ar contact karar jachhena. Thik ki hoechilo, tar kono documented report i nei ! antato, emergency ke ora kichui janaeni.

    shoni robibar to ar kichhui jana jabe na.

    eta kidharoner system !!

    je byatha age chilo, se ekhon mone hochhe sukh, shudhumudhu bhuter kil kheye elam :(

  • aka | ৩১ জুলাই ২০১০ ০৯:৩২ | 24.42.203.194
  • লামার স্মৃতিশক্তি নিয়ে রিসার্চ হতে পারে। অবশ্যি গুরুতে অনেকের স্মৃতিশক্তি নিয়েই সেটা করা যায়। গড়গড়িয়ে কবিতা বলে যেতে পারে।
  • Lama | ৩১ জুলাই ২০১০ ০৮:৫০ | 117.194.230.216
  • এক যে ছিল আরশোলা,
    রান্নাঘরে তার বোলবোলা।
    কত যে ওষুধ দেওয়া হল
    খেয়ে আরশোলা মোটা হল।

    এটই তো?
  • byaang | ৩১ জুলাই ২০১০ ০৮:২৭ | 122.172.63.188
  • বিটিডাব্লু, আমি কাল থেকে সদাশিবের অগ্নিকান্ড স্ক্যানানো শুরু করলাম। ১৯৮১র জুলাইএর পরে আমার কাছে আর নেই।
  • byaang | ৩১ জুলাই ২০১০ ০৮:২৬ | 122.172.63.188
  • বল তো দেখি!
  • Lama | ৩১ জুলাই ২০১০ ০৮:১৯ | 117.194.230.216
  • আরশোলার কবিতার প্রথম দু লাইন মনে পড়েছে
  • dd | ৩১ জুলাই ২০১০ ০০:১১ | 122.167.27.176
  • হায় শুক্র, (ছি ছি যত্তো নষ্টো চিন্তা)
    শুক্রোবার, ক্ষি না ফ্রাইডে,ম্যান ফ্রাইডে
    গুড ফ্রাইডে, দৈত্যগুরু কি ক্ষি কিন্তো
    যদি যেতো ঝাঁ চক চক মলে

    এইসব চিন্তা ক্লিশে ক্লান্তো
    (অ্যামোনকি শ্রীমনু ও মানতো)
    যত্তো সব আলফাল গাইডে
    ল্যাখা আছে,ছবি সহ, আপুনি তো জান্তেন।

    জান্তেন , কিন্তু কত্তেন্না অ্যাকসেপ্ট
    সেটাও মানছি,আইডিয়া যায় চেপ্টে
    মগজেতে বাইট যচ্ছে লেপ্টে

    কোন অদৃষ্টে, গান ধরেছেন তানসেন
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২৩:৫২ | 122.172.55.107
  • পদ্য কি কঠিন!
  • r.h | ৩০ জুলাই ২০১০ ২৩:৫১ | 117.194.237.154
  • অদ্যাবধি ডিডিদা কিঞ্চিৎ
    পদ্য লয়ে কৃপণ পরান
    ওদিগরে ফুলবাঘা ঢলে
    ফুলেরো জলোসায় ফুলঝুলা ডোরে
    খর্চা তো উঠে যাবে খুল
    খুলিগুহে, ফুচিকা দোকানে
    হীনপ্রাণ মীন শুক্র ভাট
    পদ্যাভাবে, ডিডিদার তরে।
    ব্যয়কুন্ঠ পদ্যাগারে তালা
    ভেঙেছে ঘরের যত চাবি
    আধবাঘা এহেনে নীশিথিনী
    চষে খায় ক্লিষ্ট ভাটুরে।
    খর্চাপাতি আজি আছে নাই
    কল্যকা, ফুল্লরাও জানে
    পীড়ের দয়ায়, পদ্যকার ভো
    পদ্য দাও, নিশা শুক্রবারে।
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২৩:৪৯ | 122.172.55.107
  • বোঝো! শেষে ডিডিদাও!!!
  • dd | ৩০ জুলাই ২০১০ ২৩:৩৯ | 122.167.27.176
  • খর্চা আছে
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২৩:২৯ | 122.172.55.107
  • আরো হোক
  • dd | ৩০ জুলাই ২০১০ ২৩:২২ | 122.167.27.176
  • আর ফোটে না পদ্দের ফুল
    শুক্কুরবারের রাতে
    লাথ মেরেছে শ্রী ভগোমান
    চাঁদে এবং ভাতে

    (সমস্বরে) ডান্ডারিতে ডিং ডারেড্ডা
    ছক্কা আছে, নেই পরোটা
    থোড়াই কেয়ার, স্বল্পো পেয়ার

    মাখছি দেখুন গব্যঘৃত
    য্যানো একটি শ্রী অমৃতো

    অল্পো তিতো পাতে।।

    (হা হা, ডিং ডারে ড্ডা)
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২৩:১০ | 122.172.55.107
  • শুক্কুরের রাত্তির। পদ্য কোথায়?
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২৩:০৯ | 122.172.55.107
  • ঃ-)))
  • dd | ৩০ জুলাই ২০১০ ২৩:০৬ | 122.167.27.176
  • ফুলবাঘারা?
    লিচ্চয়ই ফুলকোপি খায়। তাপ্পর গাঙ্গায় "ফুলে ফুলে ঢোলে ঢোলে,ঈসে ক্ষি টিং বংও হ্যায়"
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২৩:০২ | 122.172.55.107
  • অর্পণ, কাল ফোন করব।
  • byaang | ৩০ জুলাই ২০১০ ২২:৩০ | 122.172.55.107
  • তাহলে ফুলবাঘারা কি খায়?
  • Lama | ৩০ জুলাই ২০১০ ২২:০২ | 117.194.234.208
  • দিনের সব ভাটুরে আছে রাতের কালোর গভীরে
  • Arpan | ৩০ জুলাই ২০১০ ২১:২৭ | 122.252.231.10
  • ব্যাঙদি, কাবিনি এইবারের মত কাটিয়ে দিলাম। (হয়ত) মুন্নার যাচ্ছি।
  • tuli | ৩০ জুলাই ২০১০ ২০:৫৫ | 131.95.30.135
  • ভাটুরেরা হয়ে গেছে হাটুরে
    খুট খুট কাঠ কাটে কাঠুরে
    রাম-শ্যাম-যদু-মধু হাসে
    জেটিঘাটে ঐ জ্যাঠা আসে
    এবারে আউট আউটরাম
    হরের্নাম হরের্নাম কেবলাম।

    বলি কার্তুজ, খোদার ঘর সোজা পাইছ, না? এইবারে ত্বিষাম্পতি জাতবেদা হড়পা অজপা অপাং-নপাৎ প্রমা মায়া স্ফুট অপৌরুষেয় ভৃগুবল্লী অঘমর্ষণ এইসব শব্দ দিয়ে কবিতা লিখবো। :-)
  • P | ৩০ জুলাই ২০১০ ২০:৪৫ | 193.28.178.61
  • ধুর , শিয়ালে মানুষ খায় না। আধবাঘারা খায়।
  • r.h | ৩০ জুলাই ২০১০ ১৯:৪২ | 203.99.212.54
  • শিয়ালে খাইয়াছে বোধয়।
  • byaang | ৩০ জুলাই ২০১০ ১৯:১৩ | 122.172.63.138
  • ভাটুরেদের সব হোলো কি রে বাবা!
  • Samik | ৩০ জুলাই ২০১০ ১৭:৪৪ | 121.242.177.19
  • চায়ে চিনি কম কম
    গা করে ছম্‌ছম্‌ ...
  • Bratin | ৩০ জুলাই ২০১০ ১৪:০৯ | 125.18.17.16
  • কালকে শুনলাম একটা বাচ্ছা দোকানে এসে বলছে 'আমাকে একটা বোরিং পাউডার দিন তো'!!
  • pipi | ৩০ জুলাই ২০১০ ১৪:০০ | 92.225.74.10
  • ইয়ে তো হোনা হি থা
    http://tinyurl.com/2unnvr2
  • Babun | ৩০ জুলাই ২০১০ ১২:২৮ | 115.241.255.108
  • ও-ও-ওহ! থ্যঙ্কিউ, থ্যঙ্কিউ।
  • quark | ৩০ জুলাই ২০১০ ১২:১৫ | 202.141.148.99
  • বাকীসবগুলোর একটা লিস্ট ক'রে দিয়ে দিন না!

    কতবার ভেবেছিনু, পুরানো সেই দিনের কথা ইত্যাদি প্রভৃতি।
  • Babun | ৩০ জুলাই ২০১০ ১১:৫৪ | 115.241.255.108
  • কেউ একটু "ফুলে ফুলে ঢলে ঢলে' গানটা যে বিদেশি গানের সুরে, তার লিরিক / লিঙ্ক দিতে পারেন?
    থ্যাংক ইউ সো-ও-ও-ও-ও-ও মাচ ঃ-)
  • pi | ৩০ জুলাই ২০১০ ১০:৫৯ | 72.83.82.169
  • কালিঞ্জরের সেদিনের সেই বিস্ফোরণে অকালমৃত্যু না ঘটলে শ্রী শের শাহ এই ডাকের ও প্রচলন করে যেতেন। নির্ঘাত।
  • Lama | ৩০ জুলাই ২০১০ ১০:১৯ | 203.99.212.53
  • এদিকে আরশোলার ডাক ডেকে শোনাতে পারলাম না বলে মেয়েটার সঙ্গে ঝাগড়া হয়ে গেল।
  • byaang | ৩০ জুলাই ২০১০ ১০:০৬ | 122.172.63.138
  • অ্যাঃ, বানাম ভুল করেছিলাম বুঝি! ঃ-(
    ভেজা ভেজা খেতেই তো বেশি ভালো। আমার বয়স হচ্ছে, দাঁতের জোর কমে যাচ্ছে।
  • Lama | ৩০ জুলাই ২০১০ ১০:০২ | 203.99.212.53
  • আমার খোপড়ির মধ্যেই ওটার ভালো রক্ষণাবেক্ষন হচ্ছে। চুবিয়ে রাখলে ভিজে যাবে না বুঝি?
  • byaang | ৩০ জুলাই ২০১০ ০৯:৫৭ | 122.172.63.138
  • অমন দামী জিনিসটার রক্ষনাবেক্ষণ করতে হবে না!
  • Lama | ৩০ জুলাই ২০১০ ০৯:৫৪ | 203.99.212.53
  • ধ্যাৎ, চুবিয়ে রাখলে ভাবব কি করে?
  • byaang | ৩০ জুলাই ২০১০ ০৯:৪৯ | 122.172.63.138
  • ছ্যাঃ, আর এইসব অবোধ বালকরা কিনা আমার সাথে ইয়ার্কি দিতে আসে! শমীক, আগে নব গণিত মুকুল শেষ কর, তারপর বড়দের কথায় নাক গলাবে।
  • Samik | ৩০ জুলাই ২০১০ ০৯:৪৬ | 122.162.75.230
  • ভাবো! বিরাশিতে আমি সবে দ্বিতীয় ভাগ শেষ করছি, আনন্দমেলা নেওয়া হয় তারও দু বছর পর থেকে।
  • byaang | ৩০ জুলাই ২০১০ ০৯:৩৪ | 122.172.63.138
  • লামার নিটোল ব্রেনটিকে ফর্ম্যালিনে চুবিয়ে রাখার প্রস্তাব দিলাম।
  • byaang | ৩০ জুলাই ২০১০ ০৯:৩২ | 122.172.63.138
  • আরে লামা, তোর মনে আছে! হ্যাঁ, ওটা যদ্দূর মনে পড়ছে বোধহয় নভেম্বরের সংখ্যায় বেরিয়েছিল, ১৯৮২।
  • Lama | ৩০ জুলাই ২০১০ ০৯:২০ | 203.99.212.53
  • ছোটবেলায় আনন্দমেলায় আরশোলা নিয়ে একটা কবিতা পড়েছিলাম যার শেষ লাইন ছিল "কত যে ওষুধ দেওয়া হল, খেয়ে আরশোলা মোটা হল।'- ওটাই কি ব্যাঙের কবিতা? স্মৃতি থেকে বলছি, হুতোর কেনা পুরনো আনন্দমেলার মধ্যে এই সংখ্যাটা নেই।
  • kachuri | ৩০ জুলাই ২০১০ ০১:২৪ | 131.95.30.135
  • বিপ্লব বলতে না বলতেই যদি পুলিশ আরশুলা মারধোর বোমবন্দুক এসে পড়ে তাহলে তা বিপ্লবই না, স্যাডিজম বা কী যেন বলে ম্যাসোকিজম না কি সেইটা। :-(

    অমন বিপ্লবী হবার আপনের দরকার কী রঞ্জন, রসেবশে রাধকেষ্ট ভজে' "রাধে রাধে কমিন ভাই/ টিক্কা জ্বালাইয়া তামুক খাই " গান গেয়ে আরশুলা ভাজা দিয়ে রুটি খেয়ে ভালৈ করেছেন। :-)
  • aka | ২৯ জুলাই ২০১০ ২৩:০৮ | 168.26.215.13
  • আরশোলার ঠ্যাং দিব্যি ভালো খেতে, ভাজার দরকার নেই এমনিই মুচমুচে। হেলদি চয়েজ।
  • ranjan roy | ২৯ জুলাই ২০১০ ২৩:০৫ | 122.168.171.226
  • ইন্দো ডাক্তারকে শুভ জন্মদিন। কিন্তু আর্শোলা খেলে বা খাওয়ালে তোমার পার্টিতে যাব না।
  • ranjan roy | ২৯ জুলাই ২০১০ ২৩:০৩ | 122.168.171.226
  • লুরুতে বড়মেয়ে এম জি রোডের কাছে ইন্দিরা মার্কেট না কোথায় যেন তিনতলার ১বি এইচ কে তে থাকত। রোজ নাকি আর্শোলা রাত্তিরে গা চেটে ঘা করে দিচ্ছিল। আমি ভয়ে আর লুরু যাইনি। ওই একটা জিনিস গায়ে পড়লে মুচ্ছো যাই। এটা পুলিশেরা জেনে গেছে, ফলে আমার আর বিপ্লবী হওয়া হল না। জামার ভেতর ছেড়ে দিলেই গড় গড় করে কনফেশন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত