শমীক ঠিকই বলেচো... এই লোকেশনটা সাক্ষাৎ যমের দক্ষিণদুয়ার তার ওপর যাচ্ছেতাই ইনফ্রাস্ট্রাকচার
তবে উত্তর গুরগাঁওএর অবস্থাটা একটু ভাল
til | ২১ জুলাই ২০১০ ১৬:৩২ | 220.253.181.141
দে র তাহলে অপশান ছিল। এ ডক্টর না হলে অন্য ডাক্ত্রার হতেনই! আমার বায়োলজি ইলেকটিভ ছিল, অন্য পরীক্ষা ভালো হওয়াতে শেষে বায়োলজিতে ড্রপ - মার্কশীটে জ্বলজ্বল করছে A ফর অ্যাবসেন্ট।
Samik | ২১ জুলাই ২০১০ ১৬:৩১ | 121.242.177.19
মিথোজিবী পড়েছিলে বায়োলজিতে। সেটা কি ইংরেজি কথা? Myth মিথ হয়, মাইথ হয় না, কিন্তু লজি জুড়লে মাইথোলজি হয়।
কেন হয় জানি না অবশ্য।
Samik | ২১ জুলাই ২০১০ ১৬:২৯ | 121.242.177.19
নাহ্। মাইথোলজি হবে, কারণ বানানটা M-Y। ই-কে আই বলার মার্কিন কেতা কেবল i অক্ষরটার জন্য। multi তাই মাল্টাই হয়। fybroid সব দেশেই ফাইব্রয়েড হয়, ফিব্রয়েড হয় না।
de | ২১ জুলাই ২০১০ ১৬:২৭ | 203.197.30.2
শমীক হবে শমায়িক! কি অমায়িক!ঃ)
de | ২১ জুলাই ২০১০ ১৬:২২ | 203.197.30.2
নাঃ, আমি গুলিয়েছি! মনে পড়ছে না। মিথোলজি/মিথোজীবি বায়োলজিতে পড়েছিলাম বলে মনে হচ্ছিলো!
Arpan | ২১ জুলাই ২০১০ ১৬:১৮ | 216.52.215.232
দুখি হল দুখাই?
til | ২১ জুলাই ২০১০ ১৬:১৭ | 220.253.181.141
de কি দে, না " ডি ই "(ফর গিরম্যানি)। দে (they) হলে অষ্ট্রেলিয়াতে হয়ে যাবেন দ্যায়ে!
dukhe | ২১ জুলাই ২০১০ ১৬:১৪ | 122.160.114.85
দে, মিথো না মাইথো নির্ভর করছে আপনি কোথায় আছেন তার ওপর । দেশে যা মাল্টি, আম্রিগায় তাহা মাল্টাই । দেশী লোক মার্কিনমতে দেশাই । ইত্যাদি ।
de | ২১ জুলাই ২০১০ ১৬:০৫ | 203.197.30.2
ব্যাং কই গ্যালো? ঃ)
de | ২১ জুলাই ২০১০ ১৬:০৪ | 203.197.30.2
তিল রাবন্দার নাম শোনেনি ঃ))
Arpan | ২১ জুলাই ২০১০ ১৬:০৩ | 204.138.240.254
রাবণ নাম হয় তো।
বিভীষণ হয় না বোধহয়। ঃ-)
til | ২১ জুলাই ২০১০ ১৬:০২ | 220.253.181.141
রাবণ কারুর নাম হতে শুনিনি। তেমনি মীরজাফর (after 57)
dukhe | ২১ জুলাই ২০১০ ১৫:৫৭ | 122.160.114.85
শমীক - জানতাম না । কোয়ার্ক - শমীকের খবর শুনে জানলাম মহাভারত কাজে লাগিয়েছে । ভীম নাম কিন্তু আমি দেখেছি । যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সবই দেখেছি । মহাবীর তো প্রচুর হয় । ইন ফ্যাক্ট এখন মনে হচ্ছে ভীম নামটা মন্দ কী, ছোট নাম, গল্প আছে, সাহেবরা পর্যন্ত উচ্চারণ করতে পারে - আর কী চাই! তবে এখন মেয়ের নাম পালটে ভীম রাখাটা বাড়াবাড়ি হবে ।
Arpan | ২১ জুলাই ২০১০ ১৫:৫৬ | 216.52.215.232
সে তো ইংল্যান্ড টিমে একজন ক্রিকেটারের লাস্ট নেম সাইডবটম।
til | ২১ জুলাই ২০১০ ১৫:৫৫ | 220.253.181.141
পুনরাবৃত্তি করিলাম। কিছু সত্যিকারের নামের নমুনা (বাজী ধরিলে Tel. Dir প্রমান দিব)
Dr. Mutton (মেডিক্যাল ডাক্তার) Dr. Killer ( ঐ) Mr. Badman (র নাই) Miss Kneebone -- শ্রীমতি মাল ডাকনামের নমুনা spanner
Arpan | ২১ জুলাই ২০১০ ১৫:৫৫ | 216.52.215.232
এদিকে আমার টিমের এক নতুন পাব্লিক রিকোয়্যারমেন্ট ট্র্যাকার বানিয়েছে। নাম দিয়েছে রিক্রুটমেন্ট ট্র্যাকার। ঃ-(
de | ২১ জুলাই ২০১০ ১৫:৫৫ | 203.197.30.2
ঃ))
til | ২১ জুলাই ২০১০ ১৫:৪৯ | 220.253.181.141
রচনা লিখ। বিষয়ঃ গরু -- গরু অত্যন্ত পরোপকারী, দুধ দেয়, মাখন দেয়, গোবরও দেয়। গোবর হইতে কাউ ডাঙ কেক প্রস্তুত হয়। তাহা বড়ুয়া কেক হইতে ভিন্ন। এহেন গরু সর্বসাকুল্যে বিশ বছর মাত্র বাঁচে, তাহার পর মৃত্যুবরণ করিয়া থাকে। অতএব কবি বলিয়া গিয়াছেন " ওহে মৃত্যু তুমি মোরে কি দেখাও ভয় সে ভয়ে কম্পিত নয় গরুর হৃদয়।"
Arya | ২১ জুলাই ২০১০ ১৫:৪৯ | 125.16.82.195
কে বলল হয় না, ভীম, রাম, লক্ষণ, দশরথ, সহদেব একটু খুজলেই এসব নাম পাওয়া যায়।
de | ২১ জুলাই ২০১০ ১৫:৪৯ | 203.197.30.2
আমাদের কলেজ-লাইফে দুই ল্যাব-অ্যাসিস্ট্যান্ট ছিলো, দোতলার জুলজি ল্যাবে দুঃশাসন-দা, তিনতলার কেমিস্ট্রি ল্যাবে দুর্য্যোধন-দা, দুঃশাসন বড় ভাই!
Arpan | ২১ জুলাই ২০১০ ১৫:৪৮ | 216.52.215.232
ধেত, শমীক বোধহয় অ্যানিমেশনটা দেখে না। অন্য ক্যারেক্টারগুলোর নাম একটাও মহাভারত থেকে নয়।
নেট থেকে টুকে দিলাম ...
"The characters in addition to Chota Bheem are, Chutki, Raju, Kalia, Dolu, Bolu, Jaggu, King Chandra Varma, his daughter Indumathi, Mangal Singh, etc,? Chota Bheem is helping to solve the problems which is faced by the people of Dholakpur."
quark | ২১ জুলাই ২০১০ ১৫:৪৭ | 202.141.148.99
বাবাঃ হ্যাঁরে তুই আজ টিফিন খাস নি কেন? ছেলেঃ সময় পাই নি। (অত্যন্ত সিরিয়াস মুখ ক'রে,চাপা গলায়) আজ বাথরুমে লাভ লেটার ছিল তো। বাবাঃ কি ক'রে জানলি ওটা লাভ লেটার? ছেলেঃ পড়েছি, পড়েছি। ওতে আই লাভ ইউ লেখা ছিল।
de | ২১ জুলাই ২০১০ ১৫:৪৬ | 203.197.30.2
মেয়ে দশে পড়েছে। এই ঘটনাটা গত বছরের, তখন ক্লাস ফাইভ ছিলো -- তবে সদ্য ফেরার পর পর শক্ত হিন্দী প্রায় কিছুই বুঝতো না!
দুখে, ওটা মিথোলজি না মাইথো?
quark | ২১ জুলাই ২০১০ ১৫:৪৩ | 202.141.148.99
হে হে দুখে! অফিসিয়ালি কোন সম্পর্ক নাই, কিন্তু ঐটেই টিরিক। ভীমই কেন? আর নাম ছিল না? এখন কারো নাম ভীম হয়?
Samik | ২১ জুলাই ২০১০ ১৫:৪২ | 121.242.177.19
দুখে, আছে। ভীমের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খেলার সাথী সবাই মহাভারতের চরিত্র।
দে, মেয়ে কত বড়?
de | ২১ জুলাই ২০১০ ১৫:৩৮ | 203.197.30.2
"আসানা" দুটো দারুণ!ঃ)) ইদিকে এদের আবার মেডিটেশানও চলছে!
de | ২১ জুলাই ২০১০ ১৫:৩৫ | 203.197.30.2
আমার মেয়ে কোন একটা ফর্ম ফিল-আপ করার সময় রিলিজিয়ান-টা গ্যাপ রেখে এসেছে, তাতে তাকে টীচার ডেকে পাঠিয়ে অনেক এনকোয়ারি করেছে, বাড়িতে নিয়মিত মা পুজো করে কিনা, হপ্তায় একদিন মন্দিরে যাওয়া হয় কিনা --ইত্যাদী, ইত্যাদী। মেয়ে সবিনয়ে জানিয়েছে, এসবের কিছুই হয় না -- শুনে টীচার একটু মুখ বেঁকিয়েছে আর পাশের টীচারকে অনেক শক্ত শক্ত হিন্দীতে অনেক কিছু বলেছে! তার মধ্যে সে ভারতীয় সংস্কৃতি ছাড়া আর কিছুই বুঝতে পারেনি!
dukhe | ২১ জুলাই ২০১০ ১৫:৩১ | 122.160.114.85
ছোটা ভীমের সঙ্গে মহাভারতের তো কোন সম্পর্ক নেই শুনেছি । ভীম জাস্ট একটা নাম । ওতে মিথোলজি নাই ।
Samik | ২১ জুলাই ২০১০ ১৫:১৭ | 121.242.177.19
সে তো আছেই। আফিম যে কীভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ... বিদেশি অ্যানিমেশন মানে আইস এজ, লায়ন কিং, আর দেশি অ্যানিমেশন মানে মাই ফ্রেন্ড গণেশা, ছোটা ভীম। ঠাকুর দেবতা মাইথোলজির বাইরে বেরোতেই পারল না ভারতের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। অথবা এ হয় তো ইচ্ছে করেই গণ্ডী বেঁধে নেওয়া।
Arpan | ২১ জুলাই ২০১০ ১৫:১০ | 216.52.215.232
ছোটা ভীম চলার সময় বিশ্বকাপ দেখা লাটে উঠেছিল প্রায়। পুরো ল্যাপটপ ছেড়ে দেবার ঘুষ দিয়ে মুক্তি পাওয়া গেছিল।
quark | ২১ জুলাই ২০১০ ১৫:০৮ | 202.141.148.99
টিভিতে মাইরি এক নতুন টেকনিক চালু হয়েছে। "মাই ফ্রেন্ড গণেশা", "ছোটা ভীম" ইত্যাদি। এতে ভীম ২০-২০ ক্রিকেট খেলে। মানে আসল মিথোলজির ধার না মাড়িয়েও, নাম-টাম গুলো মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে।
Arpan | ২১ জুলাই ২০১০ ১৫:০৫ | 216.52.215.232
গণেশজি নয়, তবে মাই ফ্রেন্ড গণেশার প্রভাব ভালোই আছে আমার বাড়িতে।
Samik | ২১ জুলাই ২০১০ ১৪:৫৮ | 121.242.177.19
ভূতোর স্কুলে নার্সারি প্রেপ সেক্শনে কোনও প্রার্থনাসঙ্গীতের ব্যাপার নেই। কিন্তু মেয়ে এ বছরের গোড়া থেকেই স্কুল থেকে অত্যন্ত ভগবানভক্তি শিখে এসেছে। স্পেশালি গণেশ। গণেশ বল্লে হেভি খচে যায়, বলো গণেশজি। অতএব গন্শা, কুলোর মত কান, হাতির মুণ্ডু ইত্যাদি তাচ্ছিল্যমূলক বিশেষণ উচ্চারণ করে তাকে আরো ক্ষেপিয়ে দেওয়া যায়। আর সিরিয়াসলি ক্ষেপে যায়। বাড়িতে যত পুরনো কাফ সিরাপের শিশির প্লাস্টিকের ঢাকনা আছে, সব জড়ো করে প্রত্যেকটাতে দুটো করে মুড়ি রেখে গণেশজিকে প্রসাদ দেওয়া হয়। আমাদের কর্ণার টেবিলের ওপরে একটা গণেশমূর্তি রাখা আছে, গেঁড়ি আপিস পাল্টানোর সময়ে ফেয়ারোয়েলে পেয়েছিল।
Ishan | ২১ জুলাই ২০১০ ১৪:৫৫ | 125.18.17.16
ছেলে ফোন করে বলল ইশকুলে আজ দুটো "আসানা' শিখেছে। একটা "পোদমাসানা' অন্যটা "গোমুখাসানা'। ঃ)
Arpan | ২১ জুলাই ২০১০ ১৪:৪০ | 204.138.240.254
মেয়ে স্কুল থেকে নিত্যনতুন জিনিস শিখে আসছে আর বাড়িতে এসে সেগুলো উগরে দিচ্ছে। নতুন এক প্রার্থনসঙ্গীত শিখেছে "টেলিফোন টু জিসাস"। শুনে তো আমি থ। স্কুলের ডাইরি খুলে দেখি প্রথম ক'পাতা ভর্তি মিশনারি প্রার্থনাসঙ্গীত।
এদিকে অফিসে এক তামিল সহকর্মীর সাথে কথা হচ্ছিল। ভদ্রমহিলা জানালেন তার মেয়ে রায়ানে চান্স পেয়েছিল, কিন্তু ওদের পছন্দ ছিল ভাগ্দেভী ভিলাস। কেননা ওখানে হিন্দু ব্যপারস্যাপার শেখানো হয়।
ঠগ বাছতে গাঁ উজাড়। কোথায় যে যাই!
Samik | ২১ জুলাই ২০১০ ১৪:৩০ | 121.242.177.19
অপ্পন, নুন শো নিয়ে ঐ কনফিউশনটা আমারো ছিল।
Samik | ২১ জুলাই ২০১০ ১৪:২৯ | 121.242.177.19
কী এক মন্ত্রবলে আমাদের প্রক্সিতে কাল থেকে জিমেল খুলছে, ফেসবুক খুলছে, ইউটিউব খুলছে, ইয়াহুমেলও খুলছে।
Samik | ২১ জুলাই ২০১০ ১৪:২৮ | 121.242.177.19
রাজ, মেল পেয়েছি, তবে আজকের মত আমি গুরুগ্রাম থেকে ঘুরে চলে এসেছি। তোমার আপিস তো বহুদূরে ভাই, একবার গেছিলাম ইন্টারভিউ দিতে। রিজেক্টেড হবার পরে সে কী রিলিফ। সিলেক্টেড হলে চাপে পড়ে যেতাম।
(তোমার আপিস মানে, তোমাদের বিল্ডিংয়ে, অন্য আপিসে)
Arpan | ২১ জুলাই ২০১০ ১৪:২৪ | 204.138.240.254
নুন নিয়ে ছোট্টোবেলায় হেবি কনফিউশন ছিল। পাশের বাড়ি প্রতিমাদি সিনেমা দেখতে যাচ্ছে। যাবার সময় মার কী একটা প্রশ্নের জবাবে বলে গেল বউদি নুন শোতে যাচ্ছি। ব্যস আমি পুরো কনফিউজড। সিনেমাহলে কি নুন থাকে?
লামার "উত্তর নুন" শুনে সেই ঘটনাটা মনে পড়ে গেল।
Raj | ২১ জুলাই ২০১০ ১৪:২২ | 202.79.203.43
তিনোদের ছাড় আছে ঃ-)
Bratin | ২১ জুলাই ২০১০ ১৪:১০ | 125.18.17.16
কেন আমরা দিব্যি আপিস করছি তো!!
বড় ভালো রচনা ঃ-))
de | ২১ জুলাই ২০১০ ১৪:০৭ | 203.197.30.2
উনুনের রচনাটা কি ভালো! চোর আর আবিষ্কারক দুজনের নামের অদ্ভুত সুষমা ঃ))
de | ২১ জুলাই ২০১০ ১৩:৫৮ | 203.197.30.2
গুচ- কানেক্ট কত্তে মাঝে মাঝেই প্রবলেম হচ্ছে আজকাল -- কি হলো কে জানে?
আজ তো কলকাতাবাসীর আরেট্টা ছুটির দিন ঃ)) কলকাতায় থাকার মজাই আলাদা!
quark | ২১ জুলাই ২০১০ ১৩:৫৭ | 202.141.148.99
উঁহু, পায়েস রান্না করতে হয় কড়াইতে।
Samik | ২১ জুলাই ২০১০ ১৩:৪৪ | 121.242.177.19
ধর্মতলায় কি আজ কর্মখালি চলছে?
Samik | ২১ জুলাই ২০১০ ১৩:৪৪ | 121.242.177.19
মানে, পায়েস রান্না করা যায় না উনুনে? ঃ-)
Lama | ২১ জুলাই ২০১০ ১৩:৩৪ | 203.99.212.53
রচনা পড়তে হেব্বি লাগে। একটা লিখিঃ উনুনের রচনা
উনুন ***
উনুন আমাদের উপকারী বন্ধু। ইহা অনেক কাজে লাগে। রন্ধন হইতে আরম্ভ করিয়া অবাধ্য গৃহবধূদিগকে জীবন্ত দগ্ধ করা- সর্ববিষয়ে ইহার উপকারীতা তুলনাহীন ও অনস্বীকার্য্য। "উনুন' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থঃ 'উত্তর নুন'। অর্থাৎ "নুন বা লবণ সহযোগে খাদ্যাদি রন্ধনের নিমিত্ত কোন যন্ত্র অপরিহার্য্য?' এই প্রশ্নের ইহাই একমাত্র উত্তর। কথিত আছে, পুরাকালে পিতামহ ব্রহ্মা দেবর্ষি নারদকে উনুন প্রস্তুতকরণের গুপ্তবিদ্যা দান করেন। নারদ ঐ বিদ্যা দান করেন দৈত্যরাজ হিরণ্যকশিপুকে। গন্ডারক নামক দরিদ্র ব্রাহ্মণ সর্পের ছদ্মবেশে দৈত্যরাজের পুরীতে প্রবেশ পুর্ব্বক ঐ গুপ্তবিদ্যা হরণ করেন ও মর্ত্যে আনয়ন করেন। তদবধি মনুষ্যজাতিমধ্যে উনুনের প্রচলন হয়। এহেন উপকারী যন্ত্র কিন্তু এক দিনে আবিষ্কৃত হয় নাই।ইহার পশ্চাতে বহুযুগব্যাপী বৈজ্ঞানিকগনের সুদীর্ঘ ও সুচিন্তিত চিন্তাভাবনা বর্তমান। এ সম্বন্ধে প্রথম চিন্তা করেন ফরাসী দেশের বিজ্ঞানী মসিয়েঁ অঃ লাঃবুঁ। তাঁহার একখানি বিলাতি মোটরগাড়ি ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন