কিন্তু অক্ষদা, থিসিসের তো লেখার মাঝে মাঝেই ফিগার , ডায়াগ্রাম দিতে হয়। ছবি তো ওয়ার্ডে আনতেই হবে।
Arpan | ১৭ জুলাই ২০১০ ০০:১৮ | 122.252.231.10
ধুর, ভদকার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। ঃ(
organization, organisation
Arpan | ১৭ জুলাই ২০১০ ০০:১৭ | 122.252.231.10
কিন্তু, অরিজিত, বানামটা orgaanizatrion না? orgaanisation কি ব্রিটিশ বানাম?
a x | ১৭ জুলাই ২০১০ ০০:০৭ | 143.111.22.23
কিন্তু থিসিসটা কিসের ওপর তাও তো দেখতে হবে। আমার তো ল্যাটেক লাগেনা, কাজেই আমি কেনই বা ওয়ার্ড ইউজ করবনা? আমি লিখি ওয়ার্ডে, ছবি আঁকি ক্যানভাস বা অ্যাডোবিতে, কখনও কখনও পাওয়ার পয়েন্টেও। ফাইল আলাদা ভাবেই সাবমিট করতে হয়। কাজেই ল্যাটেক ছাড়াও দিব্যি চলছে তো।
Arijit | ১৭ জুলাই ২০১০ ০০:০৬ | 117.194.239.74
নাঃ এবার বন্ধ না করলে ল্যাপি ভাঙা পড়বে।
Arijit | ১৭ জুলাই ২০১০ ০০:০৪ | 117.194.239.74
তর্কটা হল কেন কোনো লোক ওয়ার্ডের চেয়ে লেটেককে এই পেপার/থিসিসের পক্ষে ভালো বলবে - ওয়ার্ডে তো সবই হয়;-)
a x | ১৭ জুলাই ২০১০ ০০:০৩ | 143.111.22.23
আর ল্যাটেক দেখতে আমার হেব্বি ভালো লাগে। ক্রিস্প, ক্লিয়ার, এস্থেটিকালি খুবই প্লিজিং।
Arijit | ১৭ জুলাই ২০১০ ০০:০২ | 117.194.239.74
(১) দুটোর প্রিন্ট নিয়ে পাশাপাশি রেখে দ্যাখো (২) এটা ইকুয়েশনের জন্যে ছিলো। ছবির জন্যে আরেকটা ছিলো, যার ছবি আমি পাঠিয়ে দিয়েছি। আর এটাতেও ছবি করতে হলে তাহলে ছয় নং পাতার তিনটে ফ্লোট করো (৩) ঘাপলা ফিক্স করতে কতটা এফর্ট লাগবে?
ওই যে বল্লাম - করা সবই যায়, কিন্তু ব্যথা খেয়ে। এবার পার্সোনাল চয়েজ। তুমি হাজার কষ্ট হলেও ওয়ার্ডে করে বলবে কোনো ব্যাপার না, আমি এক্ষেত্রে ওয়ার্ড প্রেফার করবো না, কিন্তু অফিস ডকুমেন্ট ওয়ার্ডেই লিখবো (নেহাত বাধ্য হয়েই)।
Arpan | ১৭ জুলাই ২০১০ ০০:০০ | 122.252.231.10
সরি, শমীক, খেতে গেছিলাম। কাল হবে। সরি।
a x | ১৭ জুলাই ২০১০ ০০:০০ | 143.111.22.23
কি নিয়ে যে এরা তক্ক করছে কিছুই বুঝিনা। যেখানে নানারকমের ডায়াগ্রাম, ইকুয়েশন থাকে, সেখানে ল্যাটেক তো ডেফিনিটলি বেটার। আর ল্যাটেক শেখা বেশ সহজ। আমার "বাড়ির লোক" যদি কদিনেই শিখতে পারে তাইলে ...
আর যেখানে ঐ সব নাই, যেমন আমার লাগেনা, সেখানে ওয়ার্ড ফুরফুরিয়ে চলে। এন্ডনোট খুব সোজা, কিন্তু ভয়ানক দাম। আমরা যখন সি ইউ তে মাস্টার্স করেছি তখন চোখেও দেখিনি।
তাইলে কি নিয়ে তক্কটা চলছে?
Samik | ১৬ জুলাই ২০১০ ২৩:৩৩ | 122.162.75.5
অর্পণ আছো নাকি?
aka | ১৬ জুলাই ২০১০ ২৩:১৯ | 168.26.215.13
তবে ডকুমেন্টটায় কতকগুলো ঘাপলা আছে। বিলংস টু সিম্বলটা খুঁজে পেলাম না, আর সেট থিওরির নোটেশন গুলোও খুঁজে পেলাম না। তবে সেসব বোধহয় ইকোয়েশন এডিটরে থাকে। আর বিবলিওগ্রাফি টা ঠিক নিয়ম মেনে করা না। তবে এগুলো রিমুভেবল প্রবলেমস। বিবলিওগ্রাফি করতে একটু খাটতে হবে।
এই ডকুমেন্টটা ওয়ার্ডে বলে বলে একই আউটপুট করা যাবে, এই নিয়ে কোন সন্দেহ নেই। বেশি খাটতে হবে? ডিপেন্ডস ওয়ার্ডে দক্ষতা কেমন।
ছবিটা কি করে লাগালাম। অজ্জিতে পিডিএফের প্রিন্ট স্ক্রিন, run -> mspaint -> ctrl+v
তারপর ছবিটা চৌক বাক্স লাগিয়ে কেটে নিলাম। তারপর ওয়ার্ডে গিয়ে - > alt + e + s -> picture windows metafile
তারপরে ডাবল ক্লিক, টেক্সট র্যাপিং, through এবারে টুক টুক করে নিজের জায়গায় বসিয়ে নাও।
আমি এপ্রিল ৯৭। দিল সে তো ৯৮-তে সম্ভবতঃ। আমি যখন ফিনল্যান্ডে তখন ছাঁইয়া ছাঁইয়া গানটা শুনেছিলুম।
Blank | ১৬ জুলাই ২০১০ ২২:৫৪ | 59.93.205.103
ওহ। ধুস। সে আর হয় নি। এই ম্যাকের আর্কিটেকচার পুরো আলাদা। বেশী দুর এগোতে পারিনি। কোর ২ ডুও তেও তাই। সব অচেনা লাগছে। এখন আর পড়াশুনো করে করতে পারছি না ঃ( তবে অ্যালগো টা অসাধারন ব্রিলিয়ান্ট। অ্যালগো ধরে ডি-বাগ করা যাবে না।
pi | ১৬ জুলাই ২০১০ ২২:৫৩ | 128.231.22.89
তবে, বল্লম তো, ওয়ার্ডে যখন ইক্যুয়েশন টাইপ করতে হত, কান্নাই পেত। এখন নতুন ভার্শনে বোধহয় সেটা বেটার। আর ফরম্যাটিং, ছবি জোড়া এগুলো ও বেশ অসুবিধাজনক। অন্য়্ত্র কম অসুবিধা কিনা জানিনা, ব্যবহার তো করিনি। কিন্তু ওয়ার্ডে করতে আমার ভালো লাগেনা, এটা ফ্যাক্ট। ওদিকে এটাও আবার ফ্যাক্ট, যেকোনো ফরম্যাটিং এর নামেই আমার কান্না পায়।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:৫২ | 122.252.231.10
হিসেব কল্লে দেখবে তোমার আগেই আমি চাকরিতে ঢুকেছি। হয়ত।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:৫১ | 122.252.231.10
ভ্যাট! আমি নাকি তখন কলেজে হাফ পেন্টুল পরতাম!
শারুখের দিল সে রিলিজ কল্ল আর সেইটা দেখে পরদিন চাক্রি করতে গেলাম। এখনো মনে আছে। কাজেই ....
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:৫০ | 117.194.239.74
ব্ল্যাংকি আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছিলো ওপেন-আপিসের পাসওয়ার্ড-প্রোটেক্টেড ডকুমেন্ট ক্র্যাক করবে - কি সব অ্যাসেমব্লি ল্যাঙ্গুয়েজ ধরে ডিবাগ করে। খোলা-পাতা-খোলা-কোড-এর সময়ে;-)
pi | ১৬ জুলাই ২০১০ ২২:৫০ | 128.231.22.89
অরিজিতদা, ঐ পোস্টটা প্রথমবারে পড়ে মনে হয়েছিলো এন্ডনোটের একাধিক স্টাইল নিয়ে কথা বলছো। কারণ রেফারেন্স ঢোকানোর জন্য একাধিক উপায় এন্ডনোটে আছে। আর ওয়ার্ডের বিবলিওগ্রাওফি নিয়ে সমস্যা নিয়ে কিছু জানিনা , বলাম তো। কারণ আমাদের সময় এই অপশন ই আদৌ ছিলনা। অনেকেই এণ্ডনোট ব্যবহার করতো।আর যাদের ছিলো না, তারা অনেকেই এই রেফারেন্স ম্যানেজার জাতীয় জিনিসগুলো ব্যবহার করতো। আরো এরকম কিচু ছিলো। এগুলো সব ফ্রি। এগুলোতে ঐ সমস্যাগুলো আছে কিনা জানিনা।
Blank | ১৬ জুলাই ২০১০ ২২:৪৯ | 59.93.205.103
আমার আবার কি চ্যালেঞ্জ ডিউ !!!
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:৪৮ | 117.194.239.74
বস্ - সিএমএম লেভেল ৫ অবধি আমি করেছি। ১৯৯৯-২০০০ সালে। তখন তুমি হয়তো কালেজে হাফ পেন্টুল পরতে;-) কাজেই দুদুভাতু ডকুমেন্ট ওয়ার্ডে আম্মো বানাইনি।
Blank | ১৬ জুলাই ২০১০ ২২:৪৮ | 59.93.205.103
ওয়ার্ডে ফরম্যাটিং !!! উফ। অটোখিস্তি আসে মুখে। পাতি হেডার, ছানা হেডার, ছানা ছানা হেডার বানাতেই হাল ঢিলে হয়ে যায় আমার, যারে স্টাইল শীট কয়। আর পারফরমেন্স !!! একটা ডকু তে কয়েকটা পেজ পোট্রেট আর কয়েকটা ল্যান্ডস্কেপ করে দেখো কেমন হাল হয় স্ক্রলিং এর সময়।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:৪৭ | 122.252.231.10
ভালো কথা। আর পিডিএফ দেখে লেটেকে নতুন করে বানাতে কতক্ষণ লাগবে?
ব্ল্যাংকির কোন চ্যালেঞ্জ ডিউ? কেলোদার একটা চ্যালেঞ্জ শমীকের তরফে ডিউ আছে জানি। ঃ)
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:৪৫ | 117.194.239.74
আমার ওয়ার্ডের ভার্সনটা আরেকটু অ্যাডভান্সড। ২০০৮। মাঃসঃ অফিস ফর ম্যাক উইন্ডোজের একধাপ ওপরে থাকে। তার পরেও একই কথা বলবো।
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:৪৪ | 117.194.239.74
এই ব্ল্যাংকিরই একটা চ্যালেঞ্জ ডিউ আছে। সেরকম না হলেই হল;-)
ওটা লিখতে ঘন্টাখানেকের বেশি লাগার কথা নয় - টেক্সটটা তো পুরোটাই আছে। জাস্ট কপি করে রি-ফরম্যাট করা।
ডিজাইন ডকু বা যে কোনো অফিস ডকু - যেখানে কুইক ফরম্যাটিং লাগে বা রিভিউয়ের ব্যাপার আছে, সেখানে লেটেকের কথা বলবো - অতটা পাগল এখনো হইনি।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:৪১ | 122.252.231.10
ওই আর কী! ব্যপারটা হল তুমি মনে কর দুদুভাতু ডকু দিয়ে ওখানে কাজ চলে যায়। সেইটা নিয়েই আপত্তি।
আর ২০০২ আর ২০০৭-এর ওয়ার্ডে তফৎ আছে। মাইক্রৈসফট তো টুকতে ওস্তাদ। ;-)
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:৩৯ | 117.194.239.74
ফ্রি ফরম্যাট হওয়া আর আমার বলা "পাতার নীচের গ্যাপটা অল্প কমবেশি থাকাতে ম্যাটার না করা'-য় মনে হয় অল্প তফাত আছে।
******************************** পয়েন্ট টু বি নোটেড - আমি একবারও বলিনি অমুক জিনিসটা ওয়ার্ডে সম্ভব নয়। আমি বলেছি ব্যথা আছে। এবং এন্ড কোয়ালিটি কখনোই এক হয় না। ********************************
কেন হয় না সেটা ওই ডকুমেন্টটা রেপ্লিকেট করতে গেলেই বুঝবে। বিশেষ করে ছবি লাগানোর সময়। এবং সেটা কেন (লজিক্যালি) তাও লিখেছি।
মুশকিলটা হল - তোমরা ধরে নাও যে এ লোকটা অ্যাকাডেমিয়ার লোক, তায় লিনাক্ষ ভক্ত - মানে ইনহেরেন্টলি মাইক্রোসফট হেটার, তাই মাঃসঃ-র সবকিছুকে খারাপ এম্নিই বলবে (যেমন অর্পণ লিখলো ওটা অ্যাকাডেমিয়ার লোকজনের সাইট)। এটা কখনো খেয়াল করোনি, যে আমিও ২০০২ অবধি শুধু উইন্ডোজ, এবং শুধু ওয়ার্ড (টিসিএসে লোকজন আমাকে দিয়ে ওয়ার্ড ফরম্যাটিং ঠিক করাতো - প্রোজেক্টে), ২০০২ অনওয়ার্ডস পার্টলি উইন্ডোজ/ওয়ার্ড। মানে ওয়ার্ড জানি না, তা নয়। এক্ষেল নিয়ে বল্লে মেনে নিতাম। কিন্তু ওয়ার্ডটা অনেকের থেকে হয়তো ভালোই জানি।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:৩৩ | 122.252.231.10
আরে এখন অরিজিতের রাগ কমেছে মনে হয়। ঃ-)
সত্যি কথা বলতে কী, রিসার্চের লোকজন যখন বলে লোকে কেন ফালতু ওয়ার্ড ইউজ করে বুঝি না অথবা এই যে তুমি বললে আইটির ডকুমেন্ট মানেই ফ্রি ফর্ম্যাট, তখনো এইরকম মাথা গরম হয় বৈকি! ঃ-)
তবে ওই যে আকা বলেছে, যেখানে যেটা পাওয়ারফুল, সেইখানে সেইটা ইউজ করা বেটার। আমাকে কখনো বলতে শুনেছ যে যারা থিসিস জমা দিচ্ছে তারা কেন ওয়ার্ড ইউজ করে না?
তবে চ্যালেঞ্জটা নিলাম। তবে হেব্বি প্রেশার অফিসে, আস্তে আস্তে কাজ এগোবে। মোট কত ঘন্টা কাজ করলাম তার রিপোর্ট দেব। ঃ)
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:২৯ | 122.252.231.10
আকা, ইকোয়েশন রেপ্লিকেট করা যাবে? আমি ওই নিয়ে কখনো কাজ করিনি।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:২৮ | 122.252.231.10
এইবার ব্ল্যাঙ্ক অরিজিতের কাছে বকা খাবে। এই লিংকটা দুপুরেই দেখেছি।
আর এইটা তো সেই অ্যাকাডেমিয়ার লোকজনেরই সাইট। ঃ)
aka | ১৬ জুলাই ২০১০ ২২:২৭ | 168.26.215.13
অজ্জিত সেতো কবেই বলেছি যে হ্যাঁ ভুল পোস্ট দেখে বলেছিলাম। কারেক্টেড। তো? মানে তো?
তক্কোটা কি নিয়ে সেটা বুঝছি না। সায়িন্টিফিক ডকুমেন্ট ল্যাটেকে করার কিছু সুবিধা আছে। কারণ ল্যাটেক সেইজন্যই তৈরি। আর দ্বিতীয়ত, জার্নালগুলো অনেক সময়ে স্পেসিফাই করে দেয় যে ল্যাটেকেই লিখতে হবে। এই নিয়ে তক্কের কি আছে?
এবারে অজ্জিতের ডকুমেন্ট দেখলাম (অপ্পন পাঠিয়েছে), ওটা ওয়ার্ডে রেপ্লিকেট করা সম্ভব। কিন্তু বিবলিওগ্রাফি করতে একটু বেশি খাটতে হবে। ল্যাটেকে বিবলিওগ্রাফি বেটার। সো?
ওয়ার্ডে করা সম্ভব, কিন্তু হয়ত বেশি খাটতে হবে। কিন্তু এইক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার করবে? না ল্যাটেক ডিপেন্ডস অন স্পেসিফিক চয়েজ। যদি জার্নাল রিকোয়ারমেন্ট হয়, যদি ল্যাটেকে ইউজার বেশি স্বচ্ছন্দ হয় ইত্যাদি ইত্যাদি তাহলে ল্যাটেক ইউজ করবে। যদি ইউজার ওয়ার্ডে বেশি স্বচ্ছন্দ হয়, যদি ডকুমেন্ট পোর্টেবিলিটির পাল্লা বেশি ভারি হয়, যদি জার্নাল ওয়ার্ড নেয় তাহলে ওয়ার্ড। এই নিয়ে তক্কো করার কি আছে?
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:২৬ | 117.194.239.74
এ লিংকটা সকালেই দিয়েছি। অপ্পন পড়বে না - সময় নাই। না পড়েই তর্ক করা হল ইন থিং;-)
যাই হোক - ছবি পাঠিয়ে দিয়েছি। টেক্সট তো আছেই, তার মধ্যে রেফারেন্সও আছে। ওই ফরম্যাটেই করতে হবে, উইদাউট এন্ডনোট। তারপর এন্ড প্রোডাক্টের কোয়ালিটি দেখলেই বোঝা যাবে।
ডিঃ - ওয়ার্ডে হবে না এমন কথা আমি এখনো বলিনি। তবে আশা করি ব্যথাটা টের পাবে।
১০ পয়েন্ট রোমান, মার্জিন ১''-ই করো না। তাতে কি এসে যায়? আসল পয়েন্ট তো অন্যখানে। ছবি আমি মেল করে দিচ্ছি।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:০২ | 122.252.231.10
অরিজিতের মাথা যে তেতে আছে সে আমার নামের বানন ভুল করছে দেখেই বোঝা যাচ্ছে!
Arijit | ১৬ জুলাই ২০১০ ২২:০২ | 117.194.239.74
আবার লিখি (কপি করছি), কেমন? প্রমাণ হয়ে যাবে তোমরা কতটা অন্যের লেখা পড়ে তর্ক করো। সেদিন আজ্জোকে প্রমাণ দিয়েছি, আজ অপ্পনকে দিলাম, এবার তোমাকে।
"এইটা যদি ওয়ার্ডে করতে হয়, তাহলে এন্ডনোটে এই রেফারেন্স দুটো ভরতে হবে, তারপর মেন লেখায় ইনসার্ট করা যায় - সহজ পদ্ধতি। নয়তো, শেষের রেফারেন্সদুটোকে বুকমার্ক করে মেন লেখায় 'ইনসার্ট হাইপারলিংক' করতে হয়। এবার যেখানে ১৫০-২০০ রেফারেন্স থাকে সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বুকমার্ক করা অনেক হ্যাপা। তাছাড়া, এখানে নাম্বারিং তুমি নিজে করছো।'
এন্ডনোটের কথাটা প্রথম বাক্যে শেষ হয়ে গেছে। বাংলা যতদূর জানি তাতে তো আমার তাই মনে হচ্ছে।
Arpan | ১৬ জুলাই ২০১০ ২২:০০ | 122.252.231.10
আরে দাঁড়াও! তোমার কোন ফন্ট? কোন প্যারাতে কত সাইজ, মার্জিন কত, তোমার ছবি এইসব দিয়ে যাও।
এসব ছাড়া হয় নাকি? ইল্লি আর কী!
Arijit | ১৬ জুলাই ২০১০ ২১:৫৮ | 117.194.239.74
আরেকবার ভালো করে পড়ে এসো তো!
Arijit | ১৬ জুলাই ২০১০ ২১:৫৭ | 117.194.239.74
আবার!
যাই হোক - অর্পন চেষ্টা করছে তো। ছবি-টবিগুলো না হয় আমি পাঠিয়ে দেবো। শেষ হলে দুটো কপিই প্রিন্ট নিয়ে পাশাপাশি রেখে মিলিয়ে দেখো। আর ওয়ার্ডে করতে কতক্ষণ লাগলো সেটা স্টপওয়াচে মেপে রেখো। মাইন্ড ইট - এন্ডনোট ছাড়া, শুধু ওয়ার্ডে করতে হবে। এগজ্যাক্টলি সিমিলার আউটপুট।
pi | ১৬ জুলাই ২০১০ ২১:৫৭ | 128.231.22.89
অজ্জিতদা, আমার কোন পোস্টে মাথা তোমার গরম হল জানিনা ঃ( Date :16 Jul 2010 -- 12:30 PM র পোস্টে তুমি লিখেছিলে, এন্ডনোটে নাম্বারিং নিজে হাতে বদলাতে হয়। তার উত্তরে ওটা বলা।
pi - এন্ডনোটে যে সহজে হয় সেটা আগেই লিখেছি। কিন্তু সেটা কেনার পয়সা আমার নেই। ইউনিতে ফ্রী থাকে, আমাকে কিনতে হয়। আনফরচুনেটলি। তাছাড়া কোয়ালিটি একটা বড় প্রশ্ন।
এবার প্লিজ এটা ছাড়ো। কিছু উৎপটাং কথা শুনলে আমি চুপও থাকতে পারবো না, আর যারা বুঝবে না ডিসাইড করে রেখেছে তাদের বোঝাতেও পারবো না - শুধু শুধু মাথা গরম হবে। গোটা উইকেন্ড মাথা গরম রাখতে চাই না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন