এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Lama | ১২ জুলাই ২০১০ ১৩:৫৩ | 203.99.212.54
  • না না, এক প্যাকেট না, একটা। একটা। তাও যথেষ্ট ব্যয়সাপেক্ষ।
  • Lama | ১২ জুলাই ২০১০ ১৩:৫১ | 203.99.212.54
  • পোষালো না। সাড়ে তিনজন সুন্দরীর সঙ্গে এক মিনিট ভাটাতে যা খচ্চা তাতে এক প্যাকেট গোল্ড ফ্লেক হয়ে যায়।
  • dukhe | ১২ জুলাই ২০১০ ১৩:৪৭ | 122.160.114.85
  • ওফ - এটা আম্মো পেইচি । সদ্য সদ্য । বয়স বলে নাই, নাম সঞ্জনা । তবে কথা বলার রেট মিনিটে এক টাকা ।
  • M | ১২ জুলাই ২০১০ ১৩:১০ | 59.93.211.243
  • D
  • Lama | ১২ জুলাই ২০১০ ১৩:০৭ | 203.99.212.54
  • নিজেকে নিজেই সুন্দরী বলছে? ছ্যাঃ
  • M | ১২ জুলাই ২০১০ ১৩:০৪ | 59.93.211.243
  • আমি আমার মোবাইলে একটা অদ্ভুত মেসেজ পেলুম, কে একজন লিখেছে সে কুড়ি বছরের এক সুন্দরী, সে আমার একাকিঙ্কÄ ঘোছাতে আগ্রহী , আমি যেন তার সাথে ফোনে কথা বলি।

    এর আগে পুরস্কার টুরস্কারের মেসেজ টেসেজ আসতো বটে কিন্তু এটা নতুন, আর একটা মেয়ে............. আমায় ভাবছে টা কি?ঃO
  • Lama | ১২ জুলাই ২০১০ ১৩:০৩ | 203.99.212.54
  • কি ছমছমে হুঙ্কার
  • M | ১২ জুলাই ২০১০ ১৩:০০ | 59.93.211.243
  • হুম
  • Lama | ১২ জুলাই ২০১০ ১২:৪২ | 203.99.212.54
  • কেহ নাহি?
  • d | ১২ জুলাই ২০১০ ০৯:২৮ | 59.161.186.176
  • ধন্যবাদ সৈকত-সি
  • Arpan | ১২ জুলাই ২০১০ ০০:৫১ | 122.252.231.10
  • আমি একজনের বাড়ি দিয়ে আজকে হ্যাণ্ডস-অন দিয়ে এলাম। কে সে গেস করার জন্য প্রাইজ নেই! ;-)
  • pi | ১২ জুলাই ২০১০ ০০:৪৯ | 72.83.82.169
  • *চাদ্দিকে
  • pi | ১২ জুলাই ২০১০ ০০:৪৯ | 72.83.82.169
  • হ্যাঁ, কদিন ধরেই চাদ্দিকেই ম্যাঙ্গো দেখছি। জানলায় থরে থরে সাজানো। ;)
  • Samik | ১২ জুলাই ২০১০ ০০:৪১ | 122.162.75.200
  • আমি তো আম খেয়ে খেয়ে হেজে গেলাম। এত্তো আম, আর পার যায় না!
  • pi | ১২ জুলাই ২০১০ ০০:১৫ | 72.83.82.169
  • আমি খুব ভালো ম্যাঙ্গো জুস পেলাম।
  • nyara | ১২ জুলাই ২০১০ ০০:০৭ | 122.172.1.202
  • আজই ভাল ল্যাংড়া পেলাম।
  • Abhyu | ১১ জুলাই ২০১০ ২৩:৫০ | 80.221.18.28
  • এখন সবাই দেশে যাচ্ছে। আমারই কতদিন ভালো আম খাওয়া হয় না ঃ(
  • Samik | ১১ জুলাই ২০১০ ২৩:৩১ | 122.162.75.200
  • অভ্র কীবোর্ডের ট্র্যান্সলিটারেশনের নিয়মাবলী পাল্টানোর কোনও উপায় আছে? নাকি পুরোটাই ক্লোস্‌ড সোর্স?
  • d | ১১ জুলাই ২০১০ ২৩:০১ | 115.117.210.52
  • দু দেশে আসেনি? আমি তো দু'কে অ্যাবসেন্ট দেখে ভাবলাম দেশে এসেছে। এখন তো অনেকে দেশে বেড়াতে আসছে।
  • Abhyu | ১১ জুলাই ২০১০ ২১:২৮ | 80.221.18.28
  • ম কি আজ খেলা দেখছেন?
  • a x | ১১ জুলাই ২০১০ ২০:৫৫ | 99.16.9.234
  • আচ্ছা দু কৈ গেল? কেউ জান?
  • m | ১১ জুলাই ২০১০ ১৯:০৪ | 122.163.3.53
  • কে ব্যাটা বাথরুম নিয়ে খিল্লি দিলো যেন?সেখানে সাবান মেখে চান করতে গেলে রোজ একবার করে কমোডে হাত ধুতে হবে।আমার অত বুকের পাটা নেই- আর ভেজা বাথরুম টা একটা সমস্যাও বটে।
    সমাধান। সব ভেঙে ফেলা...কটা পাঁজর ভেঙে গেলো জানতে চেয়ে লজ্জা দিবেন না প্লিজ।
  • samik | ১১ জুলাই ২০১০ ১৮:৩৫ | 122.162.75.80
  • সবাই কি রাত জাগার প্রস্তুতিতে এখন ঘুমোচ্ছে?
  • Arpan | ১০ জুলাই ২০১০ ২৩:৪৯ | 122.252.231.10
  • এইটা ক্লায়েন্ট অফিসের গল্প। পেরেগ্রিন বলে একটা টুলে যাবতীয় সার্ভিস রিকোয়েস্ট রেকর্ড করা হত। আমাদের কোন একটা রিকোয়েস্ট খুঁজতে গিয়ে একটা ডিজিট ভুল টাইপেছিলাম আর তাতে আমাদের রিকোয়েস্টটার বদলে হেল্পডেস্কের একটা রিকোয়েস্ট খুলে গেছিল। সেটা পড়ে তো আমার আক্কেল গুড়ুম।

    গল্পটা এইরকম। এক বিজনেস ইউজার একটা এক্সেল ফাইল খুলতে পারছেন না। উনি জানেন সার্ভারের একটা পার্টিকুলার লোকেশনে ফাইলটা আছে, ইনফ্যাক্ট উনিই সেভ করে ওখানে রেখেছেন। কিন্তু যখন উনি এক্সেলের মেনুতে গিয়ে ফাইল ওপেন অপশন দিয়ে চেষ্টা করছেন তখন কিছুতেই সেই ফাইলটা দেখতে পাচ্ছেন না।

    হেল্পডেস্ক রেজোলিউশন দিয়েছিল এইরকম। ডিয়ার ইউজার, আপনি যখন এক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে ফাইল ওপেন করার চেষ্টা করছেন তখন একটা ফাইল ডায়ালগ উইন্ডো আসে। সেই উইন্ডোর তলায় একটি হরাইজন্টাল স্ক্রোলবার দেখতে পাবেন। স্ক্রোলবারটি মাউস দিয়ে চেপে ধরে ডানদিকে যান। আপনি আপনার আকাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পাবেন।
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ২৩:৩৬ | 80.221.18.28
  • ইউজারের আরেকটা গল্প বলি। আগে বলেছি বোধ হয়। ২০০২ সাল। মিশিগানে স্টুডেন্ট তখন। বেশ রাত হয়েছে এবং স্বাভাবিক ভাবেই ডিপার্টমেন্টে কোনো ফ্যাকাল্টি বা হেল্পডেস্কের কেউ নেই। এমন সময় একজন প্রফেসর খুব বিপন্নমুখে আমার কাছে এসে বললেন আমাকে একটু হেল্প করবে? কাল সকালে ক্লাস। এখন আমি নোট বানাচ্ছি কিন্তু যা-ই টাইপ করি সবই ক্যাপিট্যাল লেটার হয়ে যায়। কী বিপদ!

    আমি ওনার অফিসে গিয়ে ক্যাপস লক টিপে ওনাকে বিপন্মুক্ত করলাম।
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ২৩:২৭ | 80.221.18.28
  • ঃ))))))))))))))))))
  • Samik | ১০ জুলাই ২০১০ ২৩:২৬ | 122.162.75.104
  • সোমনাথ, কাল সকালে পাক্কা পেয়ে যাবে।

    অভ্যু, আমি একজনকে জানতাম, তিনি সামহাউ রিসাইক্‌ল বিনটাকেই ডিলিট মেরেছিলেন। কী করে করেছিলেন, অনেক চেষ্টা করেও বুঝতে পারি নি অবশ্য,।
  • aka | ১০ জুলাই ২০১০ ২৩:০১ | 24.42.203.194
  • আমিও চিনতাম না, আবাপতেই বেশ কিছুদিন ধরে ওনাকে নিয়ে অনেকগুলো লেখা বেরিয়েছে।
  • somnath | ১০ জুলাই ২০১০ ২২:৫৭ | 188.135.2.131
  • শমীক,
    তুতু ভুতু র জন্যে তাগাদা দিলুম।
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ২২:৪০ | 80.221.18.28
  • অন্যতম সেরা বাঙালী শঙ্কর বাবুকে চিনতেন আগে? আমি তো কিছুই জানতাম না
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=10cal1.htm
    ভদ্রলোক শিব গহ্বর নাম দিলেন কেন কে জানে? শঙ্কর গহ্বর দিলেই ভালো হত না? যেমন বোস থেকে বোসন।
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ১৭:৫৩ | 80.221.18.28
  • আর এই প্রবাল চৌধুরীও একবার ব্যাপক চাপ খেয়েছিলেন। অর্ক বলে একটা ছেলে ওনার কাছে প্রজেক্ট করত। (তখন কম্পিউটার এতো সহজলভ্য ছিল না।) প্রবালদা ঘরে তালা দিতেন না। একদিন এসে দেখেন অর্ক ওনার কম্পিউটারে কাজ করছে!!! উনি বললেন -
    "ঢুকলে কি করে?"
    "কেন? ঘর তো খোলা ছিল?"
    "কিন্তু কম্পিউটার তো বন্ধ ছিল?"
    "পাওয়ার অন করলাম।"
    "পাসওয়ার্ড???"
    "আপনি যখন লগ ইন করেন তখন দেখে নিয়েছি। চেঞ্জ করে দেবো?"
    "না থাক।"
  • aka | ১০ জুলাই ২০১০ ১৭:৫১ | 24.42.203.194
  • কে আর পি, টি পার্থসারথি হামেশাই আমাদের কাছে সেই তখনকার বড় বড় ফ্লপি নিয়ে এসে বলতেন, 'বাবারা এখানে একটা ফাইল আছে সেটার প্রিন্ট আউট বের করে দেবে'! ফাইলে নয় স্টোকাস্টিক প্রসেসের, নয়ত গেম থিওরির কঠিন অংক।
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ১৭:৪৭ | 80.221.18.28
  • ১৯৯৬-৯৭ সালের কথা। বি ভি রাও নামে খুব রেস্পেক্টেড এক ভদ্রোলোক ছিলেন আই এস আইতে। তিনি একবার তাঁর কম্পিউটারের অদরকারী ফাইলগুলো রিমুভ করে ঘর পরিষ্কার করতে গিয়েছিলেন। পরবর্তীকালে প্রবাল চৌধুরী আমাদের বলেছিলেন "সেদিন বি ভি রাও ধরে ধরে পুরো উইন্ডোজের সব ফাইলগুলো নিজে উড়িয়ে, ট্রাশ এম্পটি করে এসে বলছেন, প্রবাল আমর কম্পিউটারটা কেন কাজ করছে না?"
  • Arijit | ১০ জুলাই ২০১০ ১৭:৩৮ | 117.194.237.46
  • ওঃ এরম ম্যাঙ্গো ইউজার আমার পিতৃদেবই ছিলেন। কিন্তু তাঁর কিউরিওসিটির সীমা ছিলো না, আজও নাই। প্রায়সই এক্ষপেরিমেন্ট করিতে গিয়া ঘাঁটিয়া ফেলেন, আর আমাদের হাত লাগাতে হয়। কখনো কোনো কিছু আমরা (মানে আমি আর দিদি) চট করে করে না দিতে পারলে তিনি মাতাশ্রীর কাছে আক্ষেপ করেন - বাড়িতে দু দু খানা কম্পুটার ইঞ্জিনিয়ার, অথচ কেউ কিস্যু জানে না।
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ১৪:২৮ | 80.221.18.28
  • উইকেণ্ডের হিসেবে মার্কেট ভালোই।
  • Paramita | ১০ জুলাই ২০১০ ১৪:১৭ | 122.167.173.190
  • থ্যাংকিউ দময়ন্তী। পেয়েছি।
  • saikat | ১০ জুলাই ২০১০ ১৩:৫৭ | 202.54.74.119
  • d কে,

    রাজু বুক স্টল (পুঁটিরামের উল্টোদিকে)

    9831384086

    রাজুবাবুকে ফোনে করে যাওয়া ভাল, বেশির ভাগ শনিবারই দোকান খোলেননা।
  • santanu | ১০ জুলাই ২০১০ ১৩:৪৮ | 82.112.6.2
  • বা লা শপিং এ রথের মেলার তেলেভাজা পাওয়া যাচ্ছে - ৩৫০ টাকা প্লেট।
  • d | ১০ জুলাই ২০১০ ১২:১৫ | 115.117.249.228
  • অর্কুটের বার্তাবাক্স দেখো।
  • Paramita | ১০ জুলাই ২০১০ ১২:১২ | 122.172.9.105
  • ইন্দোর নম্বরটা একটু চাই - কেউ দিতে পারবে?
  • d | ১০ জুলাই ২০১০ ১২:০০ | 115.117.249.228
  • সৈকত-সি কিম্বা বোধি,

    কলেজ স্ট্রীটের সেই যিনি বাংলাদেশের বই এনে দেন ('নয়া উদ্যোগ' বাদে) তাঁর ডিটেইলসটা আরেকবার দেবে প্লীজ।
    (বোধি নির্ঘাৎ হারিয়ে ফেলেছে এতদিনে)
  • Abhyu | ১০ জুলাই ২০১০ ০২:০৫ | 80.221.18.28
  • কমরেড এইটা দেখুন
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৯:১৭ | 121.242.177.19
  • মেশিনে গণ্ডগোল হয়েছে। ডাক্তারই লাগবে।
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৯:১৫ | 122.167.46.234
  • নাঃ
    কিসুতেই কিসু হলো না।
    এক আখাম্বা সাদা পাতা। তাতে তিনটে লাইন। কিলিক কল্লে আরেকটা সাদা পাতা খুলে যায়। তাতে আঁচড় ও দেওয়া যায় না।

    বাদ্দাও। আমি ডাক্তার ই ডাকবো।
  • Samik | ০৯ জুলাই ২০১০ ১৯:১২ | 121.242.177.19
  • দীপ্তেন্দা, এখানে ক্লিক করে দেখুন।
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৯:০১ | 216.52.215.232
  • আর এইরম ম্যাঙ্গো ইউজার লিনাক্ষ কমুনিটি থেকে খুঁজে দিলে আমি উইন্ডোজ তেগিয়া লিনাক্ষ ধরিব। ওয়াদা। ঃ-))
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৯:০০ | 216.52.215.232
  • মেনুতে হেল্প--> অ্যাবাউট।
  • Arpan | ০৯ জুলাই ২০১০ ১৯:০০ | 216.52.215.232
  • গুচ'র উইন্ডোজ ফোরামের কমুনিটি সাপোট কেমন দেখছেন কেলোদা? ;-)
  • dd | ০৯ জুলাই ২০১০ ১৮:৫৯ | 122.167.46.234
  • এই ভয়টাই করছিলাম।
    আমার ওয়ার্ডের ভার্সন কোথায় লেখা থাকে ? ক্ষি কর জানবো ?
    ৯৩৪২৫৯৭৬৪৯
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত