এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Atanu | ০৫ জুলাই ২০১০ ১৫:৪৬ | 167.138.234.17
  • ভাগ্যিসঃঃঃ
  • Atanu | ০৫ জুলাই ২০১০ ১৫:৩৩ | 167.138.234.17
  • যাঃঃঃঃঃ
    একট soft copy ই তো চেয়েছি।
  • Atanu | ০৫ জুলাই ২০১০ ১৫:১৭ | 167.138.234.17
  • চন্দ্রিলের উত্তম মাধ্যম - এর কোনো soft copy পাওয়া যাবে? প্রবল ঘুম পাছে ofc এ বসে।
  • Abhyu | ০৫ জুলাই ২০১০ ১৪:৫২ | 80.221.25.236
  • সব ভুতুড়েও বেরিয়ে গেছে? বাঃ
    খেরোর খাতা এখনো বাকি।
    ১৯৯০ নাগাদ আনন্দমেলায় দুই সংখ্যা জুড়ে একটা বড়োগল্প বেরিয়েছিল। সেটা আমার খুব পছন্দের।
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:৩০ | 122.172.52.89
  • ঃ-))
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৪:২৮ | 216.52.215.232
  • ডিঃ উৎসুক ব্যক্তিগণ যোগাযোগ করিয়া বিফলমনোরথ হইবার পূর্বেই জানানো যাইতেছে এই বাংলা সেই বাংলা নহে।
  • Komred | ০৫ জুলাই ২০১০ ১৪:২৮ | 117.194.65.226
  • তাই?
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:২৪ | 122.172.52.89
  • তৃতীয় খণ্ড -
    ভূতের গল্প,
    ভূতোর ডায়রি
    গুপি পানুর কীর্তিকলাপ,
    ভূতের বাড়ি,
    কাগ নয়,
    জানোয়ার,
    ময়না-শালিখ,
    আজগুবি,
    সব ভুতুড়ে,
    কুকুর এবং অন্যরা,
    অন্য গল্প,
    শুধু গল্প নয়,
    গল্পস্বল্প,
    একদুইতিন,
    নাটক - দড়াবাজি, কবিকল
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:২০ | 122.172.52.89
  • দ্বিতীয় খন্ডে আছে --
    বাঘের বই,
    নদীকথা,
    হাস্য ও রহস্যের গল্প (প্রথম ও দ্বিতীয় খন্ড দুটৈ এই বইতে আছে)
    বড়োপানি,
    নাকুগামা,
    বাতাসবাড়ি,
    হাসির গল্প,
    নতুন ছেলে নটবর,
    দুলিয়া,
    হাতি, হাতি,
    কল্পবিজ্ঞানের গল্প,
    হাওয়ার দাঁড়ি,
    নাটক - নোহার বিপত্তি, রূপ প্রতিযোগিতা, থরহরি সংবাদ
  • nyara | ০৫ জুলাই ২০১০ ১৪:২০ | 203.83.248.37
  • বলে কী রে? নামে কিছু আসে যায় না? আলবত যায়। নামে যায়, ধামে যায়, কামে যায়। আপনি কোথা থেকে কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেটা খুব জরুরী। কোন ইন্ডাস্ট্রিতে সেটাও জরুরী।
  • d | ০৫ জুলাই ২০১০ ১৪:১৮ | 115.118.79.159
  • হ্যাঁ দ্বিতীয়তে আছে।
  • Abhyu | ০৫ জুলাই ২০১০ ১৪:১৮ | 80.221.18.28
  • ও হ্যাঁ তাই তো !
  • Blank | ০৫ জুলাই ২০১০ ১৪:১৮ | 59.93.204.220
  • বাতাসা খেতে বড় ভালো
  • d | ০৫ জুলাই ২০১০ ১৪:১৮ | 115.118.79.159
  • নাঃ বাতাসবাড়ি নাই। কাগ নয় আছে, ভুতোর ডায়রি আছে, জানোয়ার আছে, গল্পস্বল্প আছে ..... ইত্যাদি
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:১৬ | 122.172.52.89
  • আর আনন্দর দোকানে বাতাসবাড়ি বইটা এখনো পাওয়া যায়।
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:১৫ | 122.172.52.89
  • ও অভ্যু, বাতাসবাড়ি দ্বিতীয় খন্ডে আছে।
  • d | ০৫ জুলাই ২০১০ ১৪:১৪ | 115.118.79.159
  • কিন্তুক আমার এখন খালি ল্যাদ খেতে আর ব্লগাতে ইচ্ছা করছে। স্ক্যানানোর এন্থু পাচ্ছি না। দেখি ....
  • Abhyu | ০৫ জুলাই ২০১০ ১৪:১৩ | 80.221.18.28
  • হ্যাঁ ঐ অ্যাডে সুর করে ওয়ার্লপুল ওয়ার্লপুল ওয়ার্লপুলটা আমার খুব পছন্দ।

    তা দমদি, ওটাতে বাতাসে বাড়ি আছে?
  • d | ০৫ জুলাই ২০১০ ১৪:১১ | 115.118.79.159
  • ও হ্যাঁ কেলভিনেটর তো ওয়ার্লপুলের কমপ্রেসার ইত্যাদি ব্যবহার করত। খুবই টেঁকসই ছিল। এখন ওয়ার্লপুল এসে গেছে বলে ওয়াঁরা আর নাই। ওয়ার্লপুল খুবই ভাল।
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:১১ | 122.172.52.89
  • আর অর্পণ আমাকে বাংলা এনে দিয়েছে বলে ওর একটা খাওয়া পাওনা হয়েছে।

    দমু যদি আজ সর্বকর্মাটা স্ক্যানিয়ে আপলোডিয়ে দেয়, ওরও একটা খাওয়া পাওনা হবে।
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৪:০৮ | 122.172.52.89
  • কেচে তারপর খটখটে শুকনো করে দেওয়া এলজির ওয়াশিং মেশিনটা আমি মাস ছয়েক হল কিনেছি। খাসা মেশিন, দিনে ৪বার করে চালাচ্ছি, দিব্যি চলছে। আর এর আরেকটা সুবিধে হল হার্ডওয়াটার নিয়েও সমস্যা করে না। আমাদের পাড়ার জল এত খারাপ যে আগের ওয়াশিং মেশিনটায় (আইএফবি) প্রতি পনেরোদিন অন্তর ডিস্কেলিং করতে হত, নয়তো তিনি বিগড়ে যেতেন। কিন্তু এলজিটা আজ অব্দি একবারও ডিস্কেলিং করতে হয়নি।
  • Abhyu | ০৫ জুলাই ২০১০ ১৪:০৫ | 80.221.18.28
  • আজ্জোভাই আজ্জোভাই, Zআইকাতে এখন পরিমাণঃদাম রেশিওটা কেমং?
  • Blank | ০৫ জুলাই ২০১০ ১৩:৫৯ | 59.93.192.58
  • আজ হরতাল। আজ সব বন্ধ। আমি তো চান অব্দি করিনি স্ট্রাইক বলে। আজ কি করে লিখবো !!
  • Raj | ০৫ জুলাই ২০১০ ১৩:৫৯ | 202.79.203.59
  • ফাঁকা নামের কেসটা কি ? এভাবে লিখতে সিস্টেমে অ্যালাও করা হচ্ছে কিভাবে ?
  • d | ০৫ জুলাই ২০১০ ১৩:৫৮ | 115.118.79.159
  • আরে চিঃ পাঃ থেকে ঐ রাস্তাটার ডানে বাঁয়ে নেমে যাওয়া রাস্তাগুলো ধরতে হবে। ঐ রাস্তার দুপাশ সত্যিই আর গ্রাম নেই, মফস্বল হয়ে গেছে। যেমন মহিষবাথানও তাই।

    এই ব্ল্যাঙ্কি, আজ যদি কেদার না লিখেছিস, তো কাল বাড়ী ফেরার সময় তোর চুলে ৫টা চ্যুইংগাম লেপ্টে দিয়ে আসব বললাম!
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৩:৫৭ | 216.52.215.232
  • এই দিকে চাট্টি লোক এসে অফিসের বাইরে কেলাকেলি শুরু করেছে। পাথরও নাকি ছুঁড়েছে। অফিসের বাইরে বিড়ি খেতে অব্দি যেতে পাল্লাম না।

    লাল আর গৈরিকে তফাৎ রইল না যে। ভেউ ভেউ। ঃ P
  • til | ০৫ জুলাই ২০১০ ১৩:৫১ | 210.193.178.129
  • m কি রাজারহাট আর চিনার পার্কের কাছেপিঠে থাকেন? গ্রাম আছে তো। গ্রাম নাকি মফস্বলের শহর, পুকুর টুকুর, বাঁশ্‌জ্‌হাড় সবই তো দেখতে পাই।
  • Blank | ০৫ জুলাই ২০১০ ১৩:৪০ | 59.93.192.58
  • এই ফাঁকা নামের মাল টা কে?
  • pipi | ০৫ জুলাই ২০১০ ১৩:৩৮ | 78.52.228.220
  • মামাবাড়ীটা যে কোথায় আজো সেটাই জানতে পাল্লুম নাঃ-(

    মামী, আমাদের কেলভিনেটর ফ্রিজ একটানা ১৬ বছর সার্ভিস দিয়ে যাচ্ছে। একটা হেঁচকিও তোলে নি এর মধ্যে। তাকে বিদেয় করার কত চেষ্টা করছি কিন্তু এমন সাজোয়ান পালোয়ান সে যে গত হবার ইন্ডিকেশনটুকুও দেয় না!
    আর এদিকে উড়ালপুল টপলোডিং ওয়াশিং মেশিন, মোটে চার বছর কিন্তু গ্র্যান্টি পিরিয়ড পেরোতেই চোখ উল্টাতে শুরু করে দিয়েছে। কাস্টমার সার্ভিস ভাল কিন্তু এসে হাত ছোঁয়ালেই খচাখচ বিল ধরিয়ে দেয় বলে মা বড়ই ক্ষিপ্ত। অবশ্য মা'র যুক্তি অনুযায়ী এত খারাপ প্রোডাক্টের ফ্রি সার্ভিসিং হওয়া উচিতঃ-) এলজির মাইক্রো বলতে নেই ভগবানের কৃপায় ভালই চালিয়ে যাচ্ছেন। অবশ্য আমাদের বাড়ীতে ওনাকে প্রায় জামাই আদর করে রাখা হয়। এরপরে ওর মধ্যে ইঁদুর আরশোলার বাসা হলেও অবাক হবে নাঃ-)
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১৩:১৬ | 121.242.177.19
  • আজ সকাল থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের নামে দু-দুটো ফ্রড মেল এল। আর কেউ পাচ্ছে?
  • Raj | ০৫ জুলাই ২০১০ ১৩:১৩ | 202.79.203.59
  • হুম ... বন্‌ধ নিয়ে খিল্লি তো চলবেই - কিন্তু পেট্রোপণ্যের দাম নিয়ে নৈব নৈব চ! , জীবনের নানা ওঠাপড়া সহজে গায়ে লাগতে দিলে হবে কি করে ঃ)

    .... গোলযোগ সইতে পারেন না
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১৩:১২ | 121.242.177.19
  • আমাদের মাত্র সাড়ে একান্ন।
  • Blank | ০৫ জুলাই ২০১০ ১৩:০৪ | 59.93.192.58
  • একি রে বাবা, কেউ বন্ধ পালন করে না !!! এদিকে পেট্রল সাড়ে ৫৮ চলছে !!
  • m | ০৫ জুলাই ২০১০ ১২:৫৫ | 122.163.79.63
  • তারুলিয়া র নাম শুনেছি।আর চিনার পার্ক থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে- ওখানে কিছুদূর গেলেই এখন আর তেমন গ্রাম নেই।অন্তত রাজার হাট থানা ,নতুন রাস্তা পর্যন্তঃ((
  • nyara | ০৫ জুলাই ২০১০ ১২:৪৯ | 203.83.248.37
  • সব জিনিসের দাম কমবে কী করে? এই বন্ধ শুরু পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে। শুধু পেট্রোপণ্যের দাম কমবে।
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১২:৪৯ | 121.242.177.19
  • বুদ্ধবাবু নাকি কাল পলিটবুড়োদের বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে এসেছিলেন। উনি এখন বিক্ষুব্ধ হয়ে গেছেন।
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১২:৪২ | 121.242.177.19
  • আমি যদিও তিনটি শহর পেরিয়ে আসি, গাজিয়াবাদে দু কিমি, দিল্লিতে সাত কিমি আর নয়ডায় এক। কিন্তু কোথাও কিসু নেই। গাজিপুর ডেয়ারির কাছে একটা ছোটো অবরোধ ছিল অবশ্য, তা সে প্রায়ই থাকে। গোরুদের।
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১২:৩৮ | 204.138.240.254
  • হে হে, গ্রামের দিকে থাকার এই সুবিধা। দশটায় স্টার্ট করে সোয়া দশটায় অফিস ঢুকে গেছি। মোটামুটি ছটা বাজলেই দোকানপাট গুটিয়ে ফেলব।

    কমরেড রাজদীপকে জানাই হার্দিক সমবেদনা।
  • d | ০৫ জুলাই ২০১০ ১২:৩৭ | 115.117.233.85
  • হ্যাঁ পেরু দেখেছি তো! টিমি নামই শোনে নি!!!

    মিঠু, এই তারুলিয়া গ্রামটা তোমাদের বাড়ীর পেছন দিকেই। সোজা সোজ সোজা-আ-আ চলে গেলেই পেয়ে যাবে।
    ওদিকে চিনার পার্ক থেকে ডানদিকে বসিরহাটের দিকে যে রাস্তাটা যায়, সেটার আশেপাশেও টুকটাক দিব্বি অনেকগুলো গ্রাম আছে।
  • m | ০৫ জুলাই ২০১০ ১২:৩২ | 122.163.79.63
  • তিমি,
    পেরুও জানো না?কি কান্ড!!পায়রার বড়দাদা।
  • m | ০৫ জুলাই ২০১০ ১২:৩১ | 122.163.79.63
  • সবজিওয়ালা নাকি ভাঙড়ের দিক থেকে আসে।ওদিকে এখনো সবুজ ক্ষেত, টলটলে জল ,ছোট ছোট গ্রাম ইত্যাদি আছে।
  • Raj | ০৫ জুলাই ২০১০ ১২:৩১ | 202.79.203.59
  • Bharat bandh stops India, Mumbai worst-hit
    NDTVর এই হেডিং দেখে মন খারাপ .... আমায় কিনা সাড়ে চারটেয় উঠে আপিস আসতে হল ঃ-(
  • Tim | ০৫ জুলাই ২০১০ ১২:২৯ | 173.163.204.9
  • ইয়ে, তোমরা কেউ পেরু বলে কোন পাখি দেখেছো? হাঁসের মত কিছু হবে। দেখিনি, কাউকে বলতেও শুনিনি আগে।

    ঘুমোতে যাই।
  • d | ০৫ জুলাই ২০১০ ১২:২৪ | 115.117.233.85
  • মহিষবাথানের পুকুরগুলোতে হাঁস নেই। কেন কে জানে! তারুলিয়র পুকুরে মনে হচ্ছে একটা একলা হাঁস দেখেছিলাম।
  • m | ০৫ জুলাই ২০১০ ১২:২৩ | 122.163.79.63
  • এখানে একজন সবজিওয়ালাকে বলে রেখেছি, ১৫-২০ দিন পরপর সে ৫ টা করে ডিম এনে দেয়। ৫ টা কেন দেয় কে জানে,১০ টা বল্লেও সংখ্যাটা একই থাকে।
  • m | ০৫ জুলাই ২০১০ ১২:২০ | 122.163.79.63
  • আজ্জো কেমন কাটছে লম্বা ছুটি? আমাদেরো লম্বা ছুটিই হলো এবার বনধের বাজারে। পুরোনো পাড়ার সকাল থেকে বসে যাওয়া মেলা, গানবাজনা, সন্ধ্যের বাজি খুব মিস করলাম।যদিও বৃষ্টির জন্যে বাজি টা জুতসই হয় নি।
    বোজো আর শুভ্রার সঙ্গে কথা হোলো, ওরা শিকাগো এসেছে-ওদের সঙ্গে বেড়ানো, ইলিশের জীবাশ্ম আর সাবরির 'বিরিয়ানি'ও মিস করলাম খুবঃ)
  • aka | ০৫ জুলাই ২০১০ ১২:১৬ | 24.42.203.194
  • প্রথমেই হাঁস খেয়াল করতে হবে। হাঁস থাকলে হাঁসের ডিম থাকবে এ প্রকৃতির নিয়ম। অন্যথা হতেই পারে না।
  • d | ০৫ জুলাই ২০১০ ১২:১২ | 115.117.233.85
  • হাঁসের ডিম কোথায় পেলে? আমি অনেকদিন ধরে পাচ্ছি না।
  • aka | ০৫ জুলাই ২০১০ ১২:১২ | 24.42.203.194
  • সকাল থেকে টইটই করছি। প্রথমে খানিক নৌকো বাইলাম, ছেলের প্রবল সাহায্যের ফলে আর বউয়ের প্রবল প্রকৃতি প্রেমের ফলে পরিশ্রম একটু বেশি হল, কি আর করা, ফ্যামিলি। তারপর, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে ফিরে এসে বাজির ছবি তোলা। মাঝে শুধু সাবওয়ের স্যাণ্ডউইচ, রাতে অবিশ্যি zআইকার নান, তন্দুরী, চিকেন ৬৫ ইত্যাদি ইত্যাদি।
  • m | ০৫ জুলাই ২০১০ ১২:০৭ | 122.163.79.63
  • আজ আমাদের মেনুটাও মন্দ না। হাঁসের ডিম আর মাগুর মাছের কষা কষা ঝোল।সঙ্গে ফুলকপির তরকারি, টকডাল আর বেগুন ভাজা- জীবনে এই খাওয়ার সুখটুকু ছাড়া আর কোনো সুখ আপাতত নেই। দু মাস বাদে থাকবে এই আশায় আছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত