এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৬:৩৪ | 61.95.144.122
  • পাল্টানো = ট্রান্সফার্ড
  • quark | ২৪ জুন ২০১০ ১৬:৩২ | 202.141.148.99
  • ইকীরে! প্রথম পোস্টে তো পড়লুম ২০০৫ এর ডেস্কটপ ২০০৮ পাল্টে ল্যাপটপ। তাই ভাবলুম এটা বোধহয় আর একটা।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৬:৩০ | 61.95.144.122
  • সেটাই কন্ডিশনিং। সেখান থেকে ধরে নেওয়া যে এটা হয় না বা বেজায় কঠিন - কন্ডিশনিং-এর এফেক্ট।
  • Samik | ২৪ জুন ২০১০ ১৬:২৮ | 121.242.177.19
  • কোয়ার্ক, প্রথম পোস্টে বলা ছিল ডেস্কটপ কেনা ২০০৫-এ। অ্যাসেম্বল্‌ড। সেইদিনই এক্ষপি ইনস্টলায়িত হয়েছে। মানে প্রায় পাঁচ বছর হল।
  • Samik | ২৪ জুন ২০১০ ১৬:২৮ | 121.242.177.19
  • বিশ্বাস না করলে কী হবে, আমি চারপাশে একজনকেও পেলাম না, যে আমার বাড়িতে এসে দেখিয়ে যাবে কীভাবে কানেক্ট করে। আমি তো কিছুতেই পারলাম না।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৬:২৭ | 61.95.144.122
  • কন্ডিশনিং
  • quark | ২৪ জুন ২০১০ ১৬:২৬ | 202.141.148.99
  • শমীকের এক্ষ পি ইনস্টলেশন অনাদি - অনন্ত। মানে ও বলল এখন ২০১০, এখনও চলছে, অথচ পোস্টে কোথাও বলা নেই কবে শুরু হয়েছিল।

    আর উবুন্টুতে ইন্টরনেট কানেক্ট করা যায় নি, এটা জাস্ট অবিশ্বাস্য!
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৬:২৪ | 61.95.144.122
  • In British English, it is generally accepted that collective nouns can take either singular or plural verb forms depending on the context and the metonymic shift that it implies. For example, "the team is in the dressing room" (formal agreement) refers to the team as an ensemble, whilst "the team are fighting among themselves" (notional agreement) refers to the team as individuals. This is also British English practice with names of countries and cities in sports contexts; for example, "Germany have won the competition," "Madrid have lost three consecutive matches," etc. In American English, collective nouns usually take singular verb forms (formal agreement), but either a singular or plural verb is correct American usage where the noun is understood as a group of individual components. In cases where a metonymic shift would be otherwise revealed nearby, the whole sentence may be recast to avoid the metonymy. (For example, "the team are fighting among themselves" may become "the team members are fighting among themselves" or "the team is fighting [full stop].")

    http://en.wikipedia.org/wiki/Collective_noun


    এটাতে অনেক ক্লিয়ার।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৬:২০ | 61.95.144.122
  • http://www.chompchomp.com/terms/collectivenoun.htm

    ব্রাজিল খেলায় জিতলে "কালেক্টিভলি' জেতে - তাই প্লুরাল হওয়ার কথা।
  • Samik | ২৪ জুন ২০১০ ১৬:১২ | 121.242.177.19
  • মানে, ব্রাজিল জিতলে বলে, ব্রাজিল উইন? নাকি ব্রাজিল উইন্‌স?
  • Samik | ২৪ জুন ২০১০ ১৬:১২ | 121.242.177.19
  • অরিজিতের বন্ধ জেল, ঘাস এবং ওহ ক্যালকাটা সম্বন্ধে ঃ

    আমার প্রথম ডেস্কটপ কম্পু ছিল অ্যাসেম্বল্‌ড, কোনও ওএস জোর করে নেবার চাপ ছিল না। স্বেচ্ছায় এক্ষপি নিয়েছি।

    এখন ২০১০। ডেস্কটপটা আমার বাড়িতে আছে, মানে ব্যান্ডেলে। বাবা ওতে করে নাতনির সাথে ভিডিও চ্যাটায়। আজ পর্যন্ত কোনওদিন কোনও প্রবলেম হয় নি। ঐ প্রথমবারের ইনস্টলেশনেই আজও চলছে। ডিস্ক ফুল হয়ে গেছিল মাঝে একবার, তা ছাড়া আর কোনও পবলেম হয় নাই।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৬:১০ | 61.95.144.122
  • বিবিসি-তে দেখো - দেশকে বহুবচন হিসেবে ধরে। আমিও তাই জানতুম।
  • Samik | ২৪ জুন ২০১০ ১৬:০৭ | 121.242.177.19
  • এইবার তা হলে আমার কথা বলি।

    ভাইরাস, হ্যাঁ, অন্যের পিসিতে দেখেছি বটে। আপিসের পিসিতে কোনওদিন দেখি নি, ন্যাচারালি, না, এনাইআইটিতে একবার ভাইরাস এসেছিল। আমার ডেস্কটপ কেনা ২০০৫ সালে। এক্সপি। ২০০৮-এ সেটা পাল্টে ল্যাপটপ। ভিস্তা। আজ পর্যন্ত ভাইরাস ধরে নি। আমি নিজে বোধ হয় কোনওদিন পয়সা দিয়ে অ্যান্টিভাইরাস কিনি নি। ল্যাপির সাথে ডিফল্ট কিছু একটা দিয়েছিল, সেটাই চলছে।

    ব্লু স্ক্রিন ঃ হ্যাঁ, ইনফোসিসে দেখেছিলাম বার কয়েক, উইন্ডোজ ৯৮তে। তারপরে আর কোত্থাও দেখি নি। নিজের মেশিনেও নয়। নেভার।

    আমার একটাই প্রবলেম, হ্যান্ডিক্যাম কানেক্ট হয় না ভিস্তায়। ওটা ভার্সনের প্রবলেম, আমার বিদ্যেয় কুলোয় নি।

    তখন লোকজনের কথায় উদ্বুদ্ধ হয়ে উবুন্টু লাগিয়েছিলাম। আগাপাস্তলা কিচ্ছু বুঝি নি। এমনকি ইন্টারনেটও কানেক্ট করতে পারি নি। একদিন লড়ে আনইনস্টল করে দিয়েছিলাম।

    আপিসের কাজ মূলত ওএস নিরপেক্ষ, যতদিন ডেভেলপমেন্টে ছিলাম। এখন সার্ভার সাপোর্টে আছি, সমস্ত লিনাক্ষ বক্স, কম্যান্ড টম্যান্ড মোটামুটি চালাই, তবে আজও হজম হয় নি, এই দেড় বছরেও। লিনাক্ষ ইউনিক্ষ আমার জন্যে নয়, এতদিনে সেটা হাড়ে হাড়ে বুঝেছি। তার বাইরের যা কাজ, তা হল পিপিটি বাননো, এক্ষেল বানানো, মেল লেখা, সেমটাইম বা ওয়েবেক্স কানেক্টে চ্যাট করা, ব্লা ব্লা ব্লা, সমস্ত আপিসের এক্ষপি ল্যাপটপে বিন্দাস হয়, দিব্য হয়। কোনওদিন ল্যাপি বসে নি, পারফরমেন্সের প্রবলেম হয় নি, কিস্যুটি হয় নি।
  • kc | ২৪ জুন ২০১০ ১৬:০৩ | 194.126.37.5
  • ''ইন্ডিয়া উইন্‌স ফ্রিডম'' বলে আবুল কালাম আজদের একটা লেখা আছে তো?
    সেদিন একটা কোথায় যেন কানেকটিভা ডাজ বলে একটা কথা দেখলাম যে?!!!
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৫৯ | 61.95.144.122
  • টেকনিক্যাল কোশ্চেনঃ

    "ডেল রেকমেন্ডস ...' কথাটা কি ঠিক? ডেল যেহেতু একটা কোম্পানি, তাই "রেকমেন্ড' হওয়ার কথা না? যেমন "ইন্ডিয়া উইন্‌স' হয় না, "উইন' হয়।
  • Bratin | ২৪ জুন ২০১০ ১৫:৫৭ | 125.18.17.16
  • ভারতবর্ষ ১০০/২
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৫৫ | 61.95.144.122
  • আমি ভাটে এই নিয়ে আর কিছু লিখবো না। টইয়ে লিখবো।

    কেসি - হ্যাঁ, লিখেছিলুম।
  • kc | ২৪ জুন ২০১০ ১৫:৫১ | 194.126.37.5
  • এইরকম হাই ফান্ডার ভাট দেখলে খুব হাই ওঠে। ঘুম্পেয়ে গেল।
    আচ্ছা অরিজিৎ তুমিই কি কয়েকবছর আগে '' এ শহর জানে আমার প্রথম সবকিছু'' নামে একটা লেখা নামিয়েছিলে? অন্য কোথাও??
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৪৫ | 61.95.144.122
  • এটা আমাকে টেলিওয়েস্টও বলেছিলো - নিউক্যাসলে।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৪১ | 61.95.144.122
  • আর দিলেও ফাইনপ্রিন্টসহ দেয়। যেমন বিএসএনএল এদ্দিন ফাইন প্রিন্ট দিত - "লিনাক্ষ মেশিন হলে আপনার দায়িত্ব, আমরা অফিসিয়ালি লিনাক্ষ সাপোর্ট করি না' - এসবেরও এফেক্ট আছে। লোকে ভাবতো চলে না বুঝি।

    এবার লোকে দিব্যি লিনাক্ষে বিএসএনএল কানেক্ট করছে দেখে এখন আর অফিসিয়ালি এটা বলে না।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৩৯ | 61.95.144.122
  • আম্রিকায় হয়তো দেয়। আর কোথাও দেখিনি।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৩৮ | 61.95.144.122
  • নাঃ। অর্ধেকও পড়েনি। দুটো শব্দ পড়েছে।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৫:৩৮ | 69.236.176.77
  • ডেল তো প্রায় ১০ বছর হল অপ্‌শন দিচ্ছে ল্যাপটপে লিনাক্ষ নেবার। ইন ফ্যাক্ট, তাতে দাম একটু কমও হয়।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৫:৩৬ | 69.236.176.77
  • কমন সেন্স। কমন সেন্স। ম্যাঙ্গো পাবলিকের কমন সেন্স।
    কম দামে ভালো জিনিস। ৯২% লোক তাই কেনে।
  • Blank | ২৪ জুন ২০১০ ১৫:৩৬ | 170.153.65.102
  • আমি আবার কবে ম্যাক ছেরে উইন্ডজ কিনলুম?
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৩৬ | 61.95.144.122
  • এত কষ্ট করে অর্ধেক পড়লো।

    "জেলে বন্ধ করে সামনে ঘাস রেখে জেলের বাইরে ওহ্‌ ক্যালকাটা খোলা' - এর মানেটা কি? বল্লাম তো - পিসি/ল্যাপি কোংগুলো একবার সাহস করে বলুক না যে প্রি-লোডেড উইন্ডোজ দেবো না, কাস্টমারের চয়েজ দেবো। তারপর মার্কেট শেয়ার কোথায় যায় দেখবো।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:৩৪ | 61.95.144.122
  • আমিও কাউকে গর্জে টর্জে উঠতে বলছি না। নিতান্তই ছাপোষা দাবি -

    (১) মার্কেট শেয়ারের ঢপ দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ Date :24 Jun 2010 -- 02:27 PM
    (২) "ওসএক্ষ/লিনাক্ষ শুধু টেকিদের জন্যে' - এই মিথটার কথা তোলার দরকার নেই - স্কুলের বাচ্চাদের কথা তুললে বিপদে পড়ে যাবেন
    (৩) ওয়ার্ড/ব্রাউজার ইত্যাদিরও বেঞ্চমার্ক হয়, কাজেই তুলনা করতে হলে পারফরম্যান্স দিয়ে তুলনা করুন

    এগুলো ছাড়া কেউ মিলেনিয়াম ব্যাভার করে খুশী থাকলেও আমি কিস্যু বলতে যাবো না।

    ;-)
  • lcm | ২৪ জুন ২০১০ ১৫:৩১ | 69.236.176.77
  • নাহ! সত্যিই, কমন সেন্স ইস নট সো কমন।
  • lcm | ২৪ জুন ২০১০ ১৫:২৯ | 69.236.176.77
  • ঐ পোস্টে কি লিখেছ। মানে লোকে পয়্‌সা বাঁচাচ্ছে। খাজা মাল কিনে। ওহ ক্যালকাটা অ্যাফোর্ড করতে পারছে না, তাই পাড়ার দোকানে পরোটা খাচ্ছে।

    তাই কি?
    লোকে ৪৫০০০ টাকার উইন্ডোজের খজা মান কিনছে, কিন্তু ৫৫০০০ দিয়ে খাশা জিনিস কিনছে না। বলছ। এই কারণ বলছ?

    হাসতেও পারছি না!
  • d | ২৪ জুন ২০১০ ১৫:২৮ | 115.117.230.99
  • এদিকে ব্ল্যাঙ্কি একবার ম্যাকের কি নাকি অনে এ এ এ কদিন পাচ্ছিল না বলে সাত তাড়াতাড়ি গিয়ে উইন্ডোজ পিসি কিনে আনল। কেন যে একটা ম্যাক কিনল না, তাই বুঝলাম না।

    আরে বাবা! আমিও তো কমলা রং, বিউলির ডাল এসব দুচোক্ষে দেখতে পারিতাই বলে কি এখন বিউলির ডালের বিরুদ্ধে দলে দলে গর্জে উঠার আহ্বান জানাতে যাব!! না।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:২৫ | 61.95.144.122
  • FYI: Date :24 Jun 2010 -- 02:27 PM

    আর কতবার বলবো?
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:২৩ | 61.95.144.122
  • আমার ল্যাপিটা এক্কেরে বিন্দাস চলছে না। একবারও ভাইরাস আসেনি, একবারও ডিস্ক ক্র্যাশ করেনি, একবারও নীল স্ক্রীন আসেনি...

    সাড়ে ছয় বছরে কখনো ফরম্যাট করিনি, শুধু একবার টাইগার আপগ্রেড করে লেপার্ড করেছি, আর একবার র‌্যাম বাড়িয়েছি, ব্যাটারি পাল্টেছি (তাও ছয় বছর পর)। আপিসের লতুন ডুয়াল কোর লেনোভোর চেয়ে ঢের তাড়াতাড়ি চলে।

    আমার কি দুঃখঃ-(
  • lcm | ২৪ জুন ২০১০ ১৫:২৩ | 69.236.176.77
  • আচ্ছা অরিজিৎ , বলো তো কেন পাবলিক এরকম। উইন্ডোজ এত বাজে, এত খাজা, বাজারে ভাল অল্টার্নেটিভ থাকা সঙ্কেÄও ৯২% (পিসি ইউজার) লোকে কেন এরকম বোকামো করে বলো তো। যেচে বাঁশ লোকে কেন নেয়। তাও আবার এত লোক..., ইদানীং, চাইনিজ গভর্নমেন্ট-ও ইউন্ডোজ-কে বেছে নিয়েছে।
  • d | ২৪ জুন ২০১০ ১৫:২২ | 115.117.230.99
  • অজ্জিত কেমং কমফোর্টেবলি ২০০৪ থেকে ২০১০ এই সাড়ে ছয় বছর সময়, আর নিজের স্টেটমেন্টের একমাস অন্তর ভাইরাস অ্যাটাককে এক করে দেবার চেষ্টা করছে।

    আর হ্যাঁ ম্যাকে আর্শোলার মরা ডিম ঢুকিয়ে নীরিক্ষা করতে চাই। অজ্জিত না ব্ল্যাঙ্কি, কে ধার দেবে ?
  • nyara | ২৪ জুন ২০১০ ১৫:২১ | 203.110.238.16
  • অরিজিতের শেষ মন্তব্য পড়ে হিহিহিহি
  • de | ২৪ জুন ২০১০ ১৫:২১ | 59.163.30.4
  • পাও কিলো আর্শোলার ডিম -- ল্যাপী থেকে? আর্শোলা প্রকল্প -জাতীয় কিছু করছিলে নাকি দমদি? ঃ))
  • san | ২৪ জুন ২০১০ ১৫:১৯ | 203.91.201.56
  • আড়াইশো গ্রাম আরশোলার ডিম পড়ে ক্যামন রান্নার উপকরণ মনে হচ্ছে ঃ-)
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:১৮ | 61.95.144.122
  • দমুর প্রো-উইন্ডোজ স্টেটমেন্টে দুটো ভাইরাস, একটা হার্ড ডিস্ক ক্র্যাশ, নর্টন-এভিজি, নীল স্ক্রীন সবই আছে। বিন্দাসের উদাহরণ;-)
  • santanu | ২৪ জুন ২০১০ ১৫:১৭ | 82.112.6.2
  • এই কারণে সব্জিপাতির এতো দাম, লোকজন ২ লাখ টাকা কাঠা জমিতে বেগুন চাষ করে!!!
    এই গল্পের শেষ দুটো লাইন।
    http://www.telegraphindia.com/1100624/jsp/calcutta/story_12597836.jsp
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:১৬ | 61.95.144.122
  • আল্টিমেট বক্তব্যটা হল সেই কন্ডিশনিং নিয়েই। "উইন্ডোজ ছাড়া ম্যাঙ্গো পাবলিকের ভবিষ্যত নাই' - এইটা একটি কন্ডিশনিং স্টেটমেন্ট, যেটা বিভিন্ন কারণে ছড়ানো হয় (অলমোস্ট ইক্যুইভ্যালেন্ট টু মার্ক্সবাদ সত্য কারণ ইহা বিজ্ঞান)। আমার বক্তব্য হল এই কন্ডিশনিং-এর বাইরে বেরনো উচিত। শুরুতেই নেগেটিভ মানসিকতা নিয়ে চেষ্টার কোনো লাভ নেই অবশ্য।
  • de | ২৪ জুন ২০১০ ১৫:১৫ | 59.163.30.4
  • আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে -- নন-টেকি আমি কাজ্‌কম্মো ছাড়া এন্টারটেইনমেন্ট -রিলেটেড সবকিছু উইন্ডোজেই করি!
  • d | ২৪ জুন ২০১০ ১৫:১৪ | 115.117.230.99
  • স্যান,
    মোবাইলে লোড হচ্ছে না বলে, আমি মাঝে মাঝে এদিকওদিক তাকিয়ে টুক করে ডেটা কার্ড লাগিয়ে নিচ্ছি। ;-)
  • d | ২৪ জুন ২০১০ ১৫:১৩ | 115.117.230.99
  • আমার তোশিবা ল্যাপী - এক্সপি হোম এডিশান আর আই ই- ৫ নিয়ে সেই ২০০৪ থেকে চলছে রমরম করে। ২০০৫ এ খুব ঘনঘন দুবার (১ মাসের মধ্যে) ভাইরাস অ্যাটাক হয়েছিল। তারপর নর্টন দূর করে AVG লাগালাম। ব্যাস! গতবছরে হডি ক্র্যাশ করল। সেই বদলাতে গিয়ে দোকান থেকে সম্ভবতঃ ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল। দুই একদিন লড়ে (অজ্জিতই খুঁজে দিয়েছিল) সেই ভাইরাসকে তাড়ালাম।
    ব্যাস! বিন্দাস চলছে।

    মাঝে কিছুদিন ল্যাপীটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে ঘ্যাঁকো ঘ্যাঁকো আওয়াজ করত। তারপর দুম করে নীল স্ক্রিন দেখিয়ে মরে যেত। একদিন খুব সাহস করে স্ক্রু-ড্রাইভার সেট নিয়ে বসে খুললাম। ভেতর থেকে আরশোলার মরা ডিম বের করলাম প্রায় ২৫০ গ্রাম মত। মুছেটুছে লাগিয়ে দিলাম। (মনে হয় পুণেতে সেই উৎপাতের সময় ব্যাটারা ডিম পেড়ে রেখেছিল। তারপর পেস্ট ক®¾ট্রালের ফলে ডিমগুলো মরে যায়)।
    আবার চলছে ঠিকঠাক।

    ইন্টেলি মাঝে একবার ফা ফ লাগাবে বলে উঠেপড়ে লেগেছিল। দেখলাম বার পাঁচেক ইনস্টল আর আন ইন্‌স্‌টল করল ফা ফ। তারপর কিরকম মূহ্যমান হয়ে বসে রইল।

    আর এই অজ্জিত আমাকে বলে ম্যাক কিনতে ..... কি নাকি ভাল উইন্ডোজ ল্যাপী ৪০০০০ মত পড়বে, আর ম্যাক "মাত্র ৫৬০০০'। আরে ১৬০০০ টাকায় ওয়ার্লপুলের মাস্টারমাইন্ড ২২০ লিটার হয়ে যায়!!

    যত্তসব।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:১২ | 61.95.144.122
  • আমার কাছে এখুনি ভিডিওগুলো নেই। বিরাট বড় বলে পেনড্রাইভে আনতে পারিনি, ইউটিউবেও তুলতে পারিনি। IOTA-র ভাইস প্রেসিডেন্ট জয়জিৎ একটা ভিডিও দেখিয়েছিলো - অসাধারণ অ্যানিমেটেড ভিডিও - যেটা ক্লাস এইট নাইনের বাচ্চারা বানিয়েছিলো, ওপেন সোর্স নিয়ে, ওপেন সোর্স দিয়ে। ওটা যোগাড় করে কমপ্রেস করে ইউটিউবে তুলে দেওয়ার চেষ্টা করবো। এরা হেরিটেজের বাচ্চা নয় - নেহাতই গ্রামের সরকারি স্কুলের বাচ্চা। এরকম বেশ কয়েকটা আছে - পঃবঙ্গের, অন্যান্য কিছু রাজ্যের স্কুলে আইসিটি-র আউটপুট।
  • san | ২৪ জুন ২০১০ ১৫:০৭ | 203.91.201.56
  • কোথাকার সেভেন-এইটের ছেলেপুলে? কোন ইস্কুল? হেরিটেজ টাইপ কিছু হলে, না, নয়।
  • nyara | ২৪ জুন ২০১০ ১৫:০৬ | 203.110.238.16
  • এখনও অব্দি মিউজিক প্রোডাকশন ছাড়া, আমি যা যা করি, তাতে লিনাক্সে কোথাও আটকায়নি। কিছু জিনিস লিনাক্সে করতে একটু হুপ-জাম্প করতে হয়, সে কথা একেবারে ঠিক। আনন্দবাজার বা আজকাল পড়তে গেলে অমুক-তমুক ইনস্টল করতে হয় - ওই লসাগু যা বলল। কাজেই বাঙালী নন-টেকির পক্ষে লিনাক্স একটু স্টিপ হতে পারে।

    তবে একজন অ্যামেরিকান ম্যাঙ্গোর পক্ষে কিছু লিনাক্স ডেস্কটপ এখন আর খুব পিছিয়ে নেই ইউন্ডোজের থেকে। এখন ইউন্ডোজের সেলিং পয়েন্ট হয়েছে ওয়ার্ডের স্পেশাল ফিচার, যেগুলো ম্যাঙ্গো ছেড়ে স্পেশালাইজড ইউজাররাই ন'মাসে-ছ'মাসে ব্যবহার করে।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:০৬ | 61.95.144.122
  • কন্ডিশনিং-এর ক্লাসিক উদাহরণ এলসিএমের যুক্তিগুলো।
  • Arijit | ২৪ জুন ২০১০ ১৫:০৫ | 61.95.144.122
  • হুঁ। আমি তো নইই। কেলাস সেভেন/এইটের ছেলেমেয়েরাও নয়;-)
  • san | ২৪ জুন ২০১০ ১৫:০৪ | 203.91.201.56
  • ম্যাঙ্গো জনতার কাছে কোনটা 'কাজের জিনিস' সেটা তো ম্যাঙ্গো জনতা বলবে। অরিজিত ম্যাঙ্গো জনতা নয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত