এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০১ জুলাই ২০১০ ১৪:১৫ | 121.242.177.19
  • আমি বেসিক্যালি কিপ্টে। ও সব বিষয়বুদ্ধি টুদ্ধি বলে সুগারকোটিং কোরো না। দরকার হলে গেঁড়িকে কনসাল্ট কোরো। অনেক বাছা বাছা বিশেষণ পেয়ে যাবে ঃ-)
  • Raj | ০১ জুলাই ২০১০ ১৪:১০ | 202.79.203.43
  • দিল্লী কা শাহেনশাহ - এত ভাল ডিটেলের জন্য ধন্যবাদ ঃ)
  • de | ০১ জুলাই ২০১০ ১৪:০০ | 59.163.30.6
  • শমীকের কাছ থেকে বিষয়বুদ্ধি একটু ধার নেওয়া যেতো যদি -- ঃ))
  • de | ০১ জুলাই ২০১০ ১৩:৫৮ | 59.163.30.6
  • আমি দেখবার প্ল্যান কচ্চিলাম -- আবাপর রিভিউ পড়ে -- থাগ্গে তাইলে!
  • Samik | ০১ জুলাই ২০১০ ১৩:৪৭ | 121.242.177.19
  • রাজদীপ,

    এমনিতে এনওসি তোমার লাগবে না, যদিও আইন অনুযায়ী লাগা উচিত। তুমি পবঙ্গের নাম্বারপ্লেট নিয়ে দিল্লি হরিয়ানা ইউপি আরামসে ঘুরতে পারো।

    প্রবলেমটা হবে যদি গাড়ি চুরি যায়। আমার বাইক চুরি যাবার পরে আমি শেষ পর্যন্ত ইনশিওরেন্সের টাকা আর পাই নি, এই কারণে। না, আমার এনওসি আনিয়ে রাখা ছিল। কিন্তু সেই এনওসি দেখিয়ে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাবার পর ছ মাসের মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন পাল্টে সেই রাজ্যের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। এটাই নিয়ম। আমি এনওসি আনিয়ে এখানকার দিল্লির (তখন দিল্লিতে থাকতাম) আরটি অফিসে কপি জমা করে দিয়েছিলাম। আরেক কপি আমার কাছে ছিল। পরবর্তী স্টেপগুলো আর করি নি। ফলে হল কী, দিল্লির আরটিও-ও হাত ধুয়ে ফেলল এই বলে, যে সে-সব কাগজ আমাদের কাছে নেই, এনেছিলে যখন, তার ছ মাসের মধ্যে আরসি পাল্টে নাও নি কেন! আমরা তো ঐসব কাগজ জমিয়ে রাখি না। পারলে আবার ভুবনেশ্বর থেকে নতুন করে এনওসি আনাও, এনে ইনশিওরেন্স ক্লেম করো, নয় তো তোমার ইনশিওরেন্স অফিসের ভুবনেশ্বর ব্র্যান্‌চে গিয়ে ক্লেম ফাইল করো। দুটোর কোনওটাই আমার পক্ষে সম্ভব ছিল না। ভুবনেশ্বরে সেই এজেন্টের কোনও কনট্যাক্ট নম্বর আর যোগাড় করতে পারি নি। কোনওভাবেই আর ভুবনেশ্বরের আরটিও অফিসে যোগাযোগ করতে পারি নি। চেষ্টা করতে গেলে ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যেত।

    বটমলাইন হল, যদি গাড়ি চুরি যাবার ভয় না থাকে, ত অহলে এনওসি দরকারই নেই। কেউ দ্যাখে না। যতদিন আমার ওড়িয়া বাইক চলেছে, ভুবনেশ্বরের আরসি, ভুবনেশ্বরের ডিএল, সবই দেখিয়েছি যেখানে যেখনে দরকার হয়েছে, কেউই এনওসি দেখতে চায় নি। কিন্তু চুরি হলেই, হেঁ হেঁ।
  • Raj | ০১ জুলাই ২০১০ ১৩:৪০ | 202.79.203.43
  • দেখেছি

    দুর্দান্ত সিনেমাটোগ্রাফি-কোরিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি ..... কিন্তু সিনেমাটা যাকে বলে মানে ইয়ে
  • rabaahuta | ০১ জুলাই ২০১০ ১৩:০৩ | 203.99.212.54
  • সেকি? পীড়ের মহিমা জানেননা আপনি?
    অজ্ঞতার মোহান্ধকারাচ্ছন্ন এই মানবজগতের ত্রাণ করো হে মর্মপীড়।
  • de | ০১ জুলাই ২০১০ ১২:৫৮ | 203.199.33.2
  • কেউ ড়াবণ দেখলো? কোনো ফিডব্যাক?
  • quark | ০১ জুলাই ২০১০ ১২:৪৩ | 202.141.148.99
  • পীড়? বেশ পীড়াদায়ক!
  • rabaahuta | ০১ জুলাই ২০১০ ১২:১৯ | 203.99.212.54
  • পীড় তোমার গুরুগ্রাম যাত্রা সফল ও আনন্দময় করুন ঃ)
  • Raj | ০১ জুলাই ২০১০ ১২:০৫ | 202.79.203.43
  • ওক্কে ঠাকুর লেখো লেখো
  • Raj | ০১ জুলাই ২০১০ ১২:০৪ | 202.79.203.43
  • ধন্যযোগ , পীড়ের থানে ভদকা মানত রইল ঃ-)
  • Samik | ০১ জুলাই ২০১০ ১২:০১ | 122.162.75.99
  • রাজ, এ ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। একটু পরে লিখছি। চোখ রাখো।
  • rabahuta | ০১ জুলাই ২০১০ ১২:০০ | 203.99.212.54
  • দিল্লী এন্সিয়ারে কোন ঝামেলা নাই।
    আইনী কিনা জানিনা, তবে ঝামেলা নাই। শুধু, কিছু গলতা করলে চালানের সিন নেই, স্পট ফাইন হবে।

    এমনিতে, আমার এনোসি টেনোসি কিচ্ছু নেই, মহরাষ্ট্রের নং ওলা গাড়ি দেশ ব্যাপী চালাচ্ছি।
  • Raj | ০১ জুলাই ২০১০ ১১:৫৫ | 202.79.203.43
  • হুতো আছো নাকি ? তাইলে একটা কোচ্চেন ছিল ...

    সেই যে গুরুগ্রামে স্থানান্তর সম্পর্কিত অলোচনায় তুমি বলেছিলে না .... আবার জিগাইছি গাড়ী এন ও সি ছাড়া অন্য প্রদেশে নিয়ে গেলে কোন ঝামেলা হয় কি ? এন ও সি ছাড়া আর কোন ওয়েআউট আছে কিনা ইত্যাদি
  • Samik | ০১ জুলাই ২০১০ ১১:১২ | 122.162.75.99
  • গুড কম্মো।
  • Lama | ০১ জুলাই ২০১০ ১১:০৪ | 203.99.212.53
  • আজ কোন কাজ নেই। পুরনো টই টেনে তুলছি
  • Samik | ০১ জুলাই ২০১০ ১০:৪০ | 122.162.75.99
  • নাকটা তা হলে কি রজিত কাপুরেরই সাব্যস্ত হল?

    তবে ফিদা হবার মত নাক ছিল ঐ শিন্ডলার্স লিস্টের অস্কার শিন্ডলার লোকটার। খাসা জার্মান নাক।
  • sinfaut | ০১ জুলাই ২০১০ ১০:১৯ | 117.194.199.61
  • আমি কোন সাহায্য না করেই নেমন্তন্ন পেয়ে গেলুম। কী আশ্চর্য!
  • Lama | ০১ জুলাই ২০১০ ১০:০৮ | 203.99.212.53
  • উব্‌গার/ সাহাইজ্য না করলে নেমন্তন্ন পাওয়া যাবে না?
  • SS | ০১ জুলাই ২০১০ ০৯:৫৮ | 128.248.169.159
  • ব্যাং,
    এবার C ড্রাইভে গিয়ে Windows folder থেকে Prefetch folder টা খোলো। সেখানে দেখো AV.pf বলে কোনো file আছে কিনা। যদি থাকে সেটার extension টা বদলে AV.bak করে দাও। ডিলিটও করতে পারো তবে .bak করে দেখো কম্পু ঠিকঠাক চলছে কিনা, তারপরে ডিলিট করে দিও।
    SearchAV টাইপ করে দেখতে পারো আরো কোনো folder এ এই রকমের ফাইল আছে কিনা। গুগলে সার্চ করলেই বলে দেবে এই ভাইরাস কী কী নামের ফাইল ইনস্টল করে।

    কাবাবের নেমন্তন্নর জন্য থ্যাংকু ঃ)
  • d | ০১ জুলাই ২০১০ ০৮:৩৭ | 115.117.226.216
  • আচ্ছা এই সোমবার কি ছুটি?

    আর এই ব্যাঙ!! একে আমি টিকি তাড়ানোর বুদ্ধি দিয়েছিলাম!! আমাকে কোনওরকম নেমন্তন্নের কথা মুখেও আনে নি গো!! আজকালকার ছেলেমেয়েরা এমনই অকিতোজ্ঞো হয়ে গেছে। ছি ছি। ধিক্ষার জানাই।
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৮:১৬ | 122.172.52.76
  • হ্যাঁ, ম্যাকাফি আছে। ওটা দিয়ে একবার স্ক্যান চাপাই?
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৮:১৫ | 122.172.52.76
  • সিঁফো, ব্ল্যাংকি, এসেস, অভ্যু, অক্ষ সবার জন্য কাবাবের নেমন্তন্ন রইলো। আকাকে নেমন্তন্ন করা উচিত হবে কিনা বুঝতে পারছি না। আকা তো অক্ষকে হেল্পিয়েছিল, আমাকে তো নয়। তাইলে!!

    আর ন্যাড়া, মিউজিয়াম রোডের ইন চায়না টা একবার ট্রাই করতে পারেন, মন্দ না। মেনল্যান্ড চায়নার থেকে বেটার।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৮:১২ | 143.111.22.23
  • মানে আমি যা বুঝেছিলাম, ঐ ভ্যালু ওড়ালে ওটা নিজে নিজে শুরু করবেনা, কিন্তু জিনিসটা থেকে যাবে, অ্যান্টিভাইরাস ওকে ওড়াবে।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৮:১২ | 143.111.22.23
  • তোমার কোনো antivirus installed আছে তো?
  • nyara | ০১ জুলাই ২০১০ ০৮:১১ | 203.110.238.16
  • হিহি, উইন্ডোজ!
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৮:০৭ | 122.172.52.76
  • রিস্টার্ট করলাম। আপদ গেছে মনে হয়! থ্যাংকু ।
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৭:৫৬ | 122.172.52.76
  • value তো ওড়ালাম। এবার?
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৭:৫০ | 122.172.52.76
  • থ্যংকু অক্ষ, এবার খুলেছে। এবার তোমাকে দেওয়া আকার পরামর্শ মেনে কি হয় দেখি। তারপর তোমাকে বলছি।

    আর পাইটার যে তেমন কোনো বিশেষ নাকের জন্য ব্যথা নেই, সে আমি আগেই বুঝেছিলুম। নয়তো আক্রমের নাককে "কি এমন' বলে!
  • a x | ০১ জুলাই ২০১০ ০৭:৪৫ | 143.111.22.23
  • নিজেই চেনেনা নিজের নাক-ব্যথাকে।

    ব্যাং তুমি কি এইভাবে করেছ -
    start - run - regedit -edit?
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৭:৩৮ | 122.172.52.76
  • কিন্তু আমার খুব দুঃখু। আমি run য়ে গিয়ে command টাইপ করলে একটা msg box এসে বলছে attempt to access invalid adress
    এবার কি করবো? ও অক্ষ? ও এসেস? ও ব্ল্যাংকি? ও সিঁফো? আকা-অপ্পন? আছো নাকি কেউ?
  • byaang | ০১ জুলাই ২০১০ ০৭:৩৫ | 122.172.52.76
  • আমি প্রথমেই সৌমিত্র বলেছিলাম। আর অক্ষদা আগেই বলেছিলো মানকে।
  • pi | ০১ জুলাই ২০১০ ০৬:৫৮ | 128.231.22.89
  • নীচের উত্তরগুলির মধ্যে একটিতে টিক দিয়ে গেলুম।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৪:৫৫ | 143.111.22.23
  • name: aka mail: country:

    IP Address : 168.26.215.13 Date :02 Feb 2010 -- 09:32 PM

    তুমি regedit করে edit - find করে avsoft খোঁজ। যেখানে যেখানে পাবে সেখান থেকে শুধু ভ্যালু ডিলিট করো। বাকিটা অ্যান্টিভাইরাসকে করতে দাও।

    HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Run ?[random string]? এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। রেজিস্ট্রিতে আসলে কনফিগারেশন থাকে যে জানলা কিকরে চলবে। এখানে বলা আছে যে উইন্ডোজ চলতে শুরু করলেই avsoft চলতে শুরু করবে। সেটা আগে ওড়ানো দরকার।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৪:৫১ | 143.111.22.23
  • name: aka mail: country:

    IP Address : 168.26.215.13 Date :01 Feb 2010 -- 10:47 PM

    উইন্ডোজ রেজিস্ট্রি অনেকটা তোমার ফোল্ডার এক্সপ্লোরারের মতন দেখতে। জানালাটার বামদিকে রয়েছে গাছের শাখা প্রশাখা আর ডানদিকে একটি বিশেষ শাখায় কি কি রয়েছে। regedit করে রেজিস্ট্রি খুললে একদম এক্সপ্লোরারের মতন জানালা পাবে সেখানে বামদিকের ট্রি ধরে ঐ আগের পথ মানে HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Run
    এই জায়গায় যেতে হবে। এবারে রান নামক ফোল্ডারে ক্লিক করলে ডানদিকে দেখবে যে বেশ কিছু লিস্টি দেখাচ্ছে। মূলত তিনটি কলাম থাকবে name, column, data । যেমন ফোল্ডার এক্সপ্লোরারে ফাইলের name, type, size etc. থাকে তেমনি। তো, রান নামক ফোল্ডারে একগাদা সফটওয়ার থাকা উচিত। যার মধ্যে একটা হল ঐ বাজে অ্যাপ্লিটা। সেটায় ডাবল ক্লিক করলে একটা জানলা খুলবে সেখানে ভ্যালুটা যাস্ট মুছে দিতে হবে। তবে মোছার আগে একটু ভ্যালুটা লিখে রেখ। ইনকেস কিছু গড়বড় হলে আবার ভ্যালুটা লিখে দিতে হবে। এতে হওয়া উচিত কিন্তু না হলে কতৃর্পক্ষকে দায়ী করিবেন না।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৪:৪৭ | 143.111.22.23
  • পয়লা ফেব্রুয়ারীর আশেপাশে ভাট দেখলে পাওয়া যাবে।
  • a x | ০১ জুলাই ২০১০ ০৪:৩৬ | 143.111.22.23
  • আকাদা আর অর্পণদা। কিসব করতে হয়েছিল রেজিস্ট্রীতে গিয়ে।
  • pinaki | ০১ জুলাই ২০১০ ০৩:০৩ | 67.210.179.5
  • পাই এর বর নিয়ে কথা চলছে বলে মনে হল? এই ব্যাপারটায় আমার ভালো ফান্ডা আছে। কিন্তু বলব না। এমনকি পাই যে এবার বরের জন্মদিনে পায়েস রেঁধে খাইয়েছে - সে কথাও বলব না। ;-)
  • Abhyu | ০১ জুলাই ২০১০ ০২:০৮ | 80.221.18.28
  • ঠিক এই ভাইরাসটাই অক্ষদার কম্পুতে এসেছিল। তখন আকাদা স্টেপ বাই স্টেপ ইনসট্রাকশন দিয়েছিল। এখন সেগুলো খুঁজে পাই কি করে?

    আমার কম্পুতে যখন এসেছিল আমি ম্যালওয়ারবাইটস দিয়ে তাড়িয়েছিলাম। আরও কি কি যেন করতে হয়েছিল।
  • SS | ০১ জুলাই ২০১০ ০১:৪৯ | 131.193.196.148
  • আবার ব্যাং কে হেল্প করতে এলাম। একটা লিংক দিচ্ছি তাতে সেকেন্ড পোস্টটা ফলো করো। সব AV ভাইরাসই এই পদ্ধতিতে তাড়ানো যাবে কিনা বলতে পারছিনা।

    http://social.answers.microsoft.com/Forums/en-US/vistaprograms/thread/039ceca1-c81f-4136-8c04-bf13c0378495

    আশা করি এতে কাজ হবে। এখানে ফিডব্যাক দিও, ব্যস্ত না থাকলে হেল্প করবো।
  • pipi | ০১ জুলাই ২০১০ ০১:১৮ | 78.52.237.92
  • হোমসের কাছাকাছি মানে তো ফেলুদা মানে সৌমিত্র। খাসা নাক। নইলে টিকটিকি হওয়া মানাবে কেন। অথবা ফেলুদার জনক স্বয়ং রায় সাহেব।
    কি পাই, ঠিক হল?
  • byaang | ০১ জুলাই ২০১০ ০০:৩৪ | 122.172.50.226
  • ঘুমোতে যাই, আবার ভোর পাঁচটায় উঠতে হবে। ঃ-((
  • byaang | ০১ জুলাই ২০১০ ০০:২৩ | 122.172.50.226
  • স্পাইডকটা করতে মানা করছিস কেন রে? ওটা পারবে না রিমুভ করতে?
  • Blank | ০১ জুলাই ২০১০ ০০:২১ | 59.93.192.139
  • স্পাই ডক করোনা। ঐ ম্যানুয়াল টা সহজ দেখো। খুব সোজা
  • byaang | ০১ জুলাই ২০১০ ০০:১৫ | 122.172.50.226
  • সিঁফো, ব্ল্যাংকি কেউ আছে নাকি? ঐ স্পাইওয়ার ডকটা ডাউনলোড করলে ওটা দিয়ে সিকিউরিটি মাস্টার এভি-কে ওড়ানো যাবে?
  • aka | ০১ জুলাই ২০১০ ০০:১৪ | 168.26.215.13
  • এতো পুরো রহস্য রোমাঞ্চো সিরিজ চলেছে।
  • a x | ০১ জুলাই ২০১০ ০০:১৪ | 143.111.22.23
  • বর-এর নাম বলতে লজ্জা পাবে কেনো :-o বর নয় কিন্তু বর বর কিন্তু বর্বর না এরকম হলে পেতে পারো!
  • byaang | ০১ জুলাই ২০১০ ০০:১২ | 122.172.50.226
  • ধানাইপানাই না করে নামটা বলেই দে না বাপু?
    পাইকে বল্লুম।
  • pi | ০১ জুলাই ২০১০ ০০:০২ | 128.231.22.89
  • তো, কার কথা বলতে পাবো শুনি? বর ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত