এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১২:০২ | 121.242.177.19
  • সবাই জীবনে কী সুখী।
  • d | ০৫ জুলাই ২০১০ ১১:৫৭ | 115.117.233.85
  • এই বন্ধের বাজারে আমি কিনা ওঃ ফ্রঃ হোঃ, তাই মেলটেল চেক করে আর ছানাপোনারা অফিস এসেছে জেনে নিশিন্ত হয়ে এইবারে চানটান করব, বাটামাছের ঝোল আর লাউঘন্ট দিয়ে চাট্টি ভাত খেয়ে ....... আজ ভাবছি 'সর্বকর্মা'র স্ক্যান শেষ করে ফেলব।
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:৫৫ | 122.163.79.63
  • শমীক খাওয়া পাওনা রয়েছে তোঃ)))
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১১:৫১ | 216.52.215.232
  • বন্‌ধ বলেই তো অনেকে আজ আসতে পারে নাই। বিজেপিশাসিত রাজ্য তাই সরকারি পরিবহণ ব্যবস্থা অচল।

    পিটি, শুনছেন? ঃ P
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১১:৫০ | 216.52.215.232
  • ও, (শমীককে শুনিয়ে) আমার আর্সালানেও একটি ট্রিট প্রাপ্তি হইয়াছে। দেখি সময় ও সুযোগমত রিডিম করিব।
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:৪৯ | 122.163.79.63
  • তোমাদের পোড়া দেশে আজকে বনধ হয় নাই?
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:৪৬ | 122.163.79.63
  • শমীক,!!!!!!!
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:৪৪ | 122.163.79.63
  • এই যেআজ্জো, আমি কই চাইলাম!!!আমাদের দুলাখি টিভি না হলে ওর যখন এতই মনখারাপ করছে,তাই বল্লাম।আমাদের জন্যে যে এত ভাবে,তার মনে আঘাত দেওয়া কি ভালো জিনিস!!!!
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১১:৪৩ | 216.52.215.232
  • ওকে, আজ রাতে ফোনাবো।

    এখন প্রায় খালি অফিসে কাজ কচ্ছি। দেখি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এম্নিতেও আজ ওদেশে ছুটি!
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১১:৪০ | 121.242.177.19
  • ইশ্‌শ্‌, আমাকে কেউ খাওয়ায় না। ঃ(
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:৩৮ | 122.163.79.63
  • অপ্পন, শিগ্গির দাও- আমার খুব উপকার হয়।কাজ হলে তোমাকে কচুর লতি আর শুঁটকির ভর্তা খাওয়াবোঃ)
  • aka | ০৫ জুলাই ২০১০ ১১:৩৭ | 24.42.203.194
  • একি রে ভাই খুল্লম খুল্লা পণ চায়। কোন লাজ শরম নাই।
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১১:৩৬ | 121.242.177.19
  • বেয়ান-মামী,

    হবে হবে। এখনই অত তাড়াহুড়ো কিসের? দেনা পাওনার কথা যখন উঠবে তখন লেড-প্লাজমা-থ্রিডি ছেড়ে যে কোন্‌ টিভিতে গিয়ে তাদের মন ঠেকবে, সে কি আর আমরা বলতে পারব? ঃ-)

    দিল্লিতে অন্তত, লোকে ডিশোয়াশার আর মাইক্রোর জন্য চোখ বুজে আইএফবি কেনে, আর এসি কেনে ক্যারিয়ারের। ওটা ফার্স্ট চয়েস।
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১১:২৬ | 204.138.240.254
  • মামী, আইএফবি'র এক মেজোবাবুর সঙ্গে আলাপ করিয়ে দিতে পারি। আমাদের ব্লকে থাকেন। হয়ত তো কিঞ্চিৎ ডিসকাউন্টের ব্যবস্থাও করে দিতে পারেন। আর সার্বিস টার্ভিস ওনার নাম করলেই হয়ে যায়। ঃ)
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১১:২৬ | 204.138.240.254
  • বিচ্ছিরি তাড়াহুড়ো আর একগাদা বানাম্ভুল। ঃ-(
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:১৮ | 122.163.79.63
  • শমীক,
    আগে বলি কি ,যখন এতই শখ,তোমা রেকমেন্ডিত টিভিটা এখন দিয়েই দাও।যা থাকবে, সব ই তো ওদের ই হবে:p

    মাইক্রোয়েভ আমার আছে, স্যামবাবুর।কোনো কথা হবে না, আট বছর বয়েস।বহুদিন পড়ে থেকেও দিব্য কাজ করছে।

    আইএফবি র ছাড়া এলজির ডিশ ওয়াশার দেখলাম।সবাই আইএফবি ভালো বলছে। তবে কোন এক সাইটে গিয়ে ক্রেতাদের নানা সমস্যার কথা পড়ে সমস্যায় পড়েছিঃ((
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১১:০৮ | 121.242.177.19
  • ফ্রিজ --- উড়ালপুল। স্যামসুং।
    ডিশোয়াশার -- আমি ফুলবাবু (আই এফ বি)
  • m | ০৫ জুলাই ২০১০ ১১:০২ | 122.163.79.63
  • জনতা ,এইবার আমাকে ফ্রিজ আর ডিশ ওয়াশার নিয়ে আলোকিত করুন প্লিজ।

    আর ওয়াশিং মেশিনে যাতে পুউউরো শুকোনোর সুবিধে আচে বলে এলজির লোকজন দাবী করছে সেটা কি সত্যি?
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১০:৪৮ | 121.242.177.19
  • আর এমনিতেই বহু প্রতীক্ষিত বর্ষা এসেছে উত্তর ভারতে। কাল বিকেল থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। আকাশ ভর্তি থমথমে কালো মেঘ।

    মরুভূমিতে বর্ষা এল।
  • Samik | ০৫ জুলাই ২০১০ ১০:৪৬ | 121.242.177.19
  • আমি তো হাওয়ায় ভাসতে ভাসতে আপিস পৌঁছলাম। কোত্থাও কোনও অবরোধ টবরোধ কিস্যু নেই। শুনলাম মেট্রো সেবা নাকি "প্রভাবিত্‌'। আর শুনলাম অরুণ জেটলিকে গ্রেপ্তার করা হয়েছে।

    রাস্তায় প্রচুর ভিড়, সোমবার সকালে যেমন ভিড় হয়ে থাকে। সবাই অফিস যাচ্ছে।
  • Raj | ০৫ জুলাই ২০১০ ১০:৪৩ | 202.79.203.59
  • বিভিন্ন নিউজ চ্যানেল বলতিসে লুরু পুরো শাটডাউন !!

    বিপলোব কি আসি গিলা ঃ-)
  • d | ০৪ জুলাই ২০১০ ১১:৪৯ | 115.117.196.114
  • দীপ্তেনদার গম্ভীর প্রবন্ধটা পড়ে ফেললাম। কত্ত রেফারেন্স রে দাদা!! ব্যপ্পোক লেগেছে পড়ে। আর এই "বর্ণপরিচয়' বইটার গেটাপ আমার খুব পছন্দ হল। হাতে নিলেই কিনতে ইচ্ছে করে।
  • Q | ০৪ জুলাই ২০১০ ০৫:২৪ | 220.253.178.104
  • রাত দেড়টায় ঘুম থেকে উঠে খেলা দেখে শান্তি হলো। জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ছোট্ট খুকীর মত লাফাচ্ছেন গোল দেয়ার আনন্দে, সত্যিই অপূর্ব।
    তো আমাদের প্রধানমন্ত্রী অথবা রাহুল নাকি যাবেন ফাইন্যাল দেখতে, invi এসেছে সাউথ আফ্রিকা থেকে। এরা কোন টীমকে সাপোর্ট করবেন?
  • Arpan | ০৪ জুলাই ২০১০ ০০:০৪ | 122.252.231.10
  • বেকেনবাওয়ারকে আর ধরা হল না। ঃ-)
  • Samik | ০৩ জুলাই ২০১০ ২৩:৫৩ | 122.162.75.251
  • মারাদোনা গুচ্ছ পাঙ্গা নিয়েছিল কদিন, পুরো চুপসে গেছে। গোঁফজোড়া একেবারে আটটা কুড়ি পোজিশন।
  • Tim | ০৩ জুলাই ২০১০ ২৩:৪৫ | 173.163.204.9
  • হুঁ। জার্মানি ভালো খেলছে। আশাতীত ভালো। ঃ-)
    তবে আর্জেন্টিনারও খেলা এর থেকে খুব একটা বেশি ভালো না। কোয়ালিফায়ারে প্যারাগুয়ে ও আরো কার কার কাছে হেরেছিলো, দুর্বল ব্রাজিলের কাছে নিজের দেশে তিনগোল খেয়েছিলো। খুব ভালো ভালো কয়েকজন প্লেয়ার থাকলেই টিম ভালো হয়না।
  • Samik | ০৩ জুলাই ২০১০ ২৩:২৩ | 122.162.75.251
  • তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখলাম আজ। কী খেলল আর্জেন্টিনা। জার্মানিকে জাস্ট কোনও চেষ্টাই করতে হল না। হাতে তুলে দিল ম্যাচটা।
  • Tim | ০৩ জুলাই ২০১০ ২৩:০৩ | 173.163.204.9
  • শমীক,
    রাগি নি। বিরক্ত হয়েছি।
    কান্নাকটি দেখলে ন্যাকামিই মনে হবে। এগ্রিড। যেকোনো কিছুতেই বাড়াবাড়ি ভালোনা। সমর্থন-বিরোধীতা দুটো-ই পৈশাচিক পর্যায়ে চলে গেলে তখনই তিক্ততা এসে যাওয়ার চান্স থাকে।
  • pinaki | ০৩ জুলাই ২০১০ ২২:১৯ | 131.151.71.179
  • ইয়ে বিশ্বকাপ টইকা কেয়া হো গয়া? ঃ-(
  • aka | ০৩ জুলাই ২০১০ ২১:৩৬ | 24.42.203.194
  • ফুটবলের টইটা ঠিক করা হোক, কালকের হেডলাইনগুলো লিখে এলাম যে।
  • Samik | ০৩ জুলাই ২০১০ ১৫:১৮ | 122.162.75.250
  • টিম রেগে গ্যাছে।

    কাল ইটিভি নিউজে দেখাচ্ছিল কলকাতার কোনও এক ফুটপাথে দাঁড়িয়ে একদল ব্রাজিলের সমর্থক, ব্রাজিলের জার্সি পরে, চোখ ছলোছলো, কেউ নাক টানছে, মাইক যার সামনে এগিয়ে এল, সে মুখ থেকে হাত সরাতে দেখা গেল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কথা বলার অবস্থায় নেই।

    দেখে মুখ দিয়ে একটাই কথা বেরোলঃ ন্যাকা!

    তারপরে ভাবলাম, এ দিশ্‌শো শুধু কলকাতাতেই হয়। বেগ নাই, শুধু আবেগ, রাশি রাশি, গ্যাদগেদে আবেগ।
  • santanu | ০৩ জুলাই ২০১০ ১৩:১৫ | 82.112.6.2
  • এবার বলবে জ্যাকেট নিয়ে প্লেনের পিঠে চেপে চলে যাও।

    Ryanair is planning to run flights where passengers stand during the journey at a cost of just about 4 per ticket. Michael OLeary,the airlines chief executive put forth the proposal on Thursday. A standing area with vertical seats will be introduced at the back of its fleet of 250 planes. The plan is to remove the back ten rows of seats and replace them with 15 rows of vertical seats. Two toilets at the back could also be removed to free up even more space. Between 40 and 50 extra passengers will be able to travel on each flight, enabling Ryanair to cut its own costs. A In the vertical seats, passengers will still be restrained with a seat belt which will go over the shoulder, and will adhere to all current safety regulations which apply to normal aircraft seating, Ryanair said.
  • Tim | ০৩ জুলাই ২০১০ ১১:০১ | 173.163.204.9
  • হ্যাঁ জেসি। সইত্য কইসেন। তবে কি জানেন, বাঙালীরা অনেক কিছু নিয়েই হাভাতেপানা করে। মমতা-বুদ্ধ, ইস্টবেঙ্গল-মোহনবাগান, এমনকি, এমনকি, আর্জেন্টিনা-জার্মানি-হল্যান্ড নিয়েও করে। কেউ কেউ তো আবার ঘানার জন্যও গলা ফাটায়। আপনাকে তো কেউ বাড়ি বয়ে এসে বা ডেকে ডেকে হাভাতেপনা দেখাচ্ছেনা, এট্টু কষ্ট করে সহ্য করে নিন। আমরাও তো আপনার (/দের) "বাঙালিয়ানা" সহ্যই করছি, নয়কি? "পোশাক অর না পোশাক""।
  • Suvajit | ০৩ জুলাই ২০১০ ০২:৩৪ | 59.177.193.69
  • ঈস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স পেনাল্টিটা মিস করল। মনেপ্রানে চাইছিলাম গোলটা হোক।
  • SC | ০৩ জুলাই ২০১০ ০০:৩৭ | 128.2.53.210
  • শমীকের কলটা পুরো লাজবাব। এটা দিয়ে এবারে ল্যাবে আপিশে আবাপ পড়া যাবে।
  • Abhyu | ০২ জুলাই ২০১০ ২৩:২০ | 80.221.18.28
  • ক্ল্যাপ ক্ল্যাপ
  • aka | ০২ জুলাই ২০১০ ২২:৫৫ | 168.26.215.13
  • দিদিকে টক্সিক অ্যাসেট সম্বন্ধে কেউ একটা বলে দিক। তাহলে অবশ্য দিদি কি বলবে সেটাও জানা। 'অ্যাসেট মায়ের দুই মেয়ে একটা টক্সিক, অন্যটা নির্বিষ। আখণ্ড হিমাচলের পারাবারে দাঁড়িয়ে নির্বিষ মেয়ে বিষের গরল পান করে নীলহীন নীলকন্ঠে রূপান্তরিত হবে আর তারই উপকুলে রচিত হবে মা-মাটি-মানুষের ইতিহাস। সেই ইতিহাস উন্নয়নের, ইতিহাসের আর আমাদের মনীষীদের'।
  • Abhyu | ০২ জুলাই ২০১০ ২২:০৫ | 80.221.18.28
  • আমার ভাব সম্প্রসারণটা তো কেউ পাত্তা দিল না (ওরে ওটা দিদির বাণী,আজকাল উবাচ)। এবার কাল আনন্দবাজারের হেডলাইন প্রেডিক্ট কর দেখি।
  • jc | ০২ জুলাই ২০১০ ২১:৩১ | 96.33.89.68
  • হেহেহেহে ব্রাজিল ফুটেছে।।বেশ হয়েছে,।।সাপোর্টার গুলো কি ধরাসায়ী।।ওদের জন্যই ব্রাজিলের উপর রাগ।। বাঙ্গালিরা এমন হাভাতে পানা করে ব্রাজিলকে নিয়ে--জাস্ট পোশায়না।।
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৮:৫০ | 121.242.177.19
  • যাশ্‌শালা!! আমি কবে বল্লাম আমি ওপেনসোর্সে অবিশ্বাসী!! ইউনিকোড থেকে ফায়ারফক্স সবই তো আমি ভক্তিভরে ইউজ করি। জাস্ট লিনাক্ষ ইউনিক্ষে গিয়ে পেটটা ছেড়ে দিয়েছিল, সে আলাদা গল্প।
  • sinfaut | ০২ জুলাই ২০১০ ১৮:৪৭ | 203.91.193.50
  • এই যে আমি ওপেনসোর্সে বিশ্বাসী বলে, আমার দেওয়া লিংকটা সবাইকে দিয়ে শমীক থ্যাঙ্কু গুলো হজম করল, তাতে আমি কিছুই মনে করিনি। ;-)
  • Abhyu | ০২ জুলাই ২০১০ ১৮:৪০ | 80.221.18.28
  • "অ্যাসেট ক্যাসেটে তফাত আছে। ক্যাসেট একটা সময় বাজবে, তার পরে আর কেউ শুনবে না। কিন্তু অ্যাসেট থেকেই যাবে।"

    ভাবসম্প্রসারণ কর। ১০ নম্বর।
  • Sigma | ০২ জুলাই ২০১০ ১৭:৪৬ | 220.253.178.104
  • শরদ পাওয়ারের মন্ত্রী হয়েও সাধ মিটলো না, আবার আইসিসি। বেশ, বেশ!
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৭:২০ | 121.242.177.19
  • সন্নাটা ...
  • Samik | ০২ জুলাই ২০১০ ১৫:৩৩ | 121.242.177.19
  • বেলকাম, বেলকাম, বেলকাম।
  • Sags | ০২ জুলাই ২০১০ ১৫:১৪ | 114.143.7.146
  • সমিক, থ্যান্‌কুবাদ
  • Souva | ০২ জুলাই ২০১০ ১৫:১৪ | 125.18.104.1
  • ওয়াহ্‌, ওয়াহ্‌ , শমীকদা, এই কলখান তো একেবারেই একঘর!! করিম্‌স বা টুন্ডাই, যেখানে বলবে খাইয়ে দোব!
  • shrabani | ০২ জুলাই ২০১০ ১৫:১১ | 124.30.233.102
  • একেবারে, শমীক দারুন খাওয়ায়।
    ইন ফ্যাক্ট খাওয়ানোর পালা এবার আমার, কিন্তু এমন ভুল করে বাড়িতে মিস্ত্রী ঢুকিয়েছি যে আজ তিনমাস হল লোককে খাওয়াব কি , নিজেরাই কোনোরকমে যতটুকু মিনিমাম দরকার তাই হচ্ছে আর কি !ঃ(
  • Souva | ০২ জুলাই ২০১০ ১৫:০৭ | 125.18.104.1
  • আরে ধুর ধুর। আনন্দবাজার পড়তে গেলেই আমার ইন্টারনেট এক্সপ্লোরার (৭), মোজিলা ফায়ারফক্স (IE ট্যাব), মায় গুগল ক্রোম (IE Tab) সবকিছুই ক্র্যাশ করছে। কি করণীয়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত