নেই মামার চাইতে কানা মামা! চৌকৈ সই। দে দি অভয় দিলে একটা সত্যিই ভিরমি খাবার মত খবর দিতে পারি।
Lama | ০৯ জুলাই ২০১০ ১১:১৮ | 155.57.192.1
পুকুর সবচে ভালো
Samik | ০৯ জুলাই ২০১০ ১১:১৬ | 121.242.177.19
আমার বাথরুমে বড়জোর বাবু হয়ে বসা যায়। দাঁড়িয়ে দু-হাত ছড়ানোও যায় না।
কীবা চৌকো, কীবা গোল,
de | ০৯ জুলাই ২০১০ ১১:১৫ | 59.163.30.3
তুৎ! চৌকো বাথটব বিচ্ছিরি! পা কুঁকড়ে থাকে।
til | ০৯ জুলাই ২০১০ ১১:০২ | 210.193.178.129
চৌকো বাথটাব তার ওপরেই শাওয়ার rose। ধরে জেতে পারে! ঐ একটি ফীটাল পোজিশানে টাবে চুবোতে হবে ধড়টা, দিল্লের শীতে এভাবে কুঁকড়ে মুকড়ে শোয়ার অভ্যেস তো থাকবেই।
Samik | ০৯ জুলাই ২০১০ ০৯:৪৬ | 122.162.75.24
ইদিকে দ্যাখো, একজন বিস্ফোরণ নিয়ে কতো কিছু জানে, আরেকজন পাঁচফোড়ন নিয়ে কিছুই জানে না।
Samik | ০৯ জুলাই ২০১০ ০৯:৪৫ | 122.162.75.24
ঃ-)))
Lama | ০৯ জুলাই ২০১০ ০৯:২৬ | 155.57.192.1
শমীকের শখটখগুলোও কুম্ভমেলা থিওরিটার সঙ্গে ভাল যাচ্ছে
Samik | ০৯ জুলাই ২০১০ ০৮:৫৮ | 122.162.75.24
সেই পাচীন কালে, দুহাজার সালে এক হোটেলে ছিলাম চাগ্রি করতে গিয়ে। মাত্র পাঁচ দিনের জন্য। সেই হোটেলে একটা বাথটাব ছিল, সেই থেকে দশ বছর কেটে গেল, এগ্টা বাথটাবের আমার কতো শখ, কিন্তু আমার বাথরুম কিছুতেই আর বড় হল না। এমনি টাব রাখলেই দাঁড়াবার জায়গা থাকে না, তারপরে বাথটাব!!
pi | ০৯ জুলাই ২০১০ ০৮:৫৩ | 128.231.22.89
হায় মগের মুলুক !
Samik | ০৯ জুলাই ২০১০ ০৮:৫০ | 122.162.75.24
হায় বালতি, হায় মগ, হায় বালতির নিচে বাদামি শক্ত স্কেল আর হায় বাঁদিপোতার গামছা। নব্য বং আইজকাইল কিউবিক্ল আর শাওয়ার বিনা চান কত্তে পারে না ...
m | ০৮ জুলাই ২০১০ ২২:১৫ | 122.173.189.116
হায় হায়, নীচের পার্ট টা উড়ে গেলোঃ(
m | ০৮ জুলাই ২০১০ ২২:১১ | 122.173.189.116
ফিরে এলাম ব্রেকের পর... কেসি সু পরামর্শের জন্যে ধন্যবাদঃ) তবে আমি ক্যাবিনেট ইত্যাদির কথা জানতে চাই নি। স্টোভ টপ আর চিমনি ইত্যাদির কথা জানতে চেয়েছিলামঃ)
শাওয়ার কিউবিকল আমার ইন্টিরিয়ারের যিনি কাজ করছেন তিনিই আমার বাথরুমের মাপমত যুগিয়ে দেবেন।সেটা চোখে দেখে তারপর মনোমত হলো কিনা বুঝতে পারবো।
Samik | ০৮ জুলাই ২০১০ ২১:৫৮ | 64.255.180.202
Kee bhulabhaal!
Samik | ০৮ জুলাই ২০১০ ২১:৫৭ | 64.255.180.202
দাদা, অ'ম্ক কী কঠিন! ইউনিকোডে বা'ম্লা দেখা যাচ্ছে, কিন্তু লেখা যাচ্ছে না। এমনকি ঐ এসকেপ ক্যারেক্টারটাও নেই। আর্ধেক অক্ষর লেখা যাচ্ছে না। মোবাইলে বাঙ্গাঅ লেখে ক্যামনে?
Arpan | ০৮ জুলাই ২০১০ ২১:৩৮ | 216.52.215.232
** ছিল
(ঘুম্পেয়েছে)
Arpan | ০৮ জুলাই ২০১০ ২১:৩৮ | 216.52.215.232
* টই
Arpan | ০৮ জুলাই ২০১০ ২১:৩৮ | 216.52.215.232
এইটা তো ধাঁধার টইতে ছিল! কতিপয় মহাত্মা মিলে সেইটাকে কটিন অঙ্কের টাই বানিয়ে দেবার আগে পর্যন্ত বেশ ছি টইটা। ঃ-(
বাই দা ওয়ে, মোবাইলে ইউনিকোড ফন্ট এসে গেছে। ঐ about:config করর আগে ফন্ট সাইজ লার্জ করে নিতে হয়, আর এনেব্ল ফর মোবাইল ডিভাইস চেক করে নিতে হয়। নইলে about:config চলে না।
Samik | ০৮ জুলাই ২০১০ ১৭:৫৭ | 121.242.177.19
না ঠিকাছে, ওটা নিয়ে তক্কো করছি না, আমি ভুল বলতেই পারি, এমনিতেও একটা জিপিআরএস আরেকটা জিএসএম, তো তাতে করে নেট সার্ফ করতে করতে ফোন রিসিভ করা যেতেই পারে। কারণ ভয়েস আর ডেটা দুটো আলাদা প্যাকেট।
এইবার কেসটা হচ্ছে কী, আমি ফোনে স্কাইপও অ্যাক্সেস করতে পারি। এটা 3G এনেব্লড। তো, স্কাইপ শুরু করার সময়ে একটা ওয়ার্নিং দিয়ে দেয়, ভয়েস বা ভিডিও কল চলাকালীন আমি ফোনটা কল করা বা রিসিভ করার জন্য ইউজ করতে পারব না। স্কাইপের ভয়েস আর ভিডিও আসে জিপিআরেসের মাধ্যমে, কিন্তু তবুও তখন ফোনটা জিএসএম মোডে কল নিতে পারে না।
কলকাতায় আমি জিপিএস চালিয়ে দেখি নি। কী ব্যাপার বলতে পারব না।
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৭:৫৫ | 61.95.144.122
ইভেন ক্লাস-বি ডিভাইসের ক্ষেত্রেও GPRS হল অলওয়েজ-অন। ব্রাউজ করার সময় কল এলে সাময়িকভাবে ব্রাউজিং সাসপেন্ডেড থাকবে, কল শেষ হলে নিজে নিজেই শুরু হবে।
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৭:৫৩ | 61.95.144.122
যদি এক সময়ে একটাই করা যায় (মানে voice/SMS বা GPRS), তাইলে সেটা পুরনো ডিভাইস। জিপিআরএস প্রোটোকলের সাথে এর কোনো সম্পক্কো নেই। ক্লাস এ ডিভাইসে দুটোই একসাথে করা যায়। বাড়ির এডিএসএল কানেকশনে নেটে কানেক্টেড থাকা অবস্থায় ফোন করা যায় যেমন, এও তাই।
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৭:৪২ | 61.95.144.122
দুত্তোর। সেভই করিনি কখনো, তো সেভড পোজিশন দেখাবে কোন দুঃখে? আমার দিব্যি নীচে সবুজ রঙের ডাউনলোডের বার রয়েছে, ৪১% লেখা...আগে করেছি বলেই তো জানি।
ডেইলি কোটা পেরিয়ে ওভারফ্লো হয়ে যাচ্ছে। একবার প্যাকেট সুইচিং নিয়ে, আরেকবার মানসচক্ষে আমার ফোং দেখে ফেল্ল...
টেস্ট কোরো, তার সাথে একটা নেটওয়ার্কিং-এর বই পড়ে নিও।
Samik | ০৮ জুলাই ২০১০ ১৭:৩৫ | 121.242.177.19
দাঁড়াও, বাড়ি গিয়ে টেস্ট করে দেখব। হতে পারে, এটা আমি ভুল জানতাম।
তবে একটা কথা। তোমার আপিসের ডেস্কে যেটা দেখাচ্ছে my position বলে, সেটা তোমার ফোনেই সেভ করা ম্যাপের থেকে আগে সেভ করা my position দেখাচ্ছে। যেমন আমি এখন ovi map খুললাম। আমি এখন নয়ডায় আমার আপিসে বসে, আমার পজিশন দেখাচ্ছে আমার বড়িই, যেটা গাজিয়াবাদে পড়ে, অ্যালং উইথ বাড়ির চারপাশে সমস্ত রাস্তাঘাট পেট্রল পাম্প ওয়ার্কশপ রেস্টুর্যান্ট সমেত। কারণ, বাড়ির পার্কিংয়ে দাঁড়িয়ে আমিই ওটা আমার লোকেশন সেট করে রেখেছিলাম।
ম্যাপের নিচের দিকে দ্যাখো, একটা প্রগ্রেস বারে হলুদ রংয়ের দাগ ব্লিংক করছে। মানে সিগন্যাল ধরে নি স্যাটেলাইট থেকে। বাইরে গেলেই মিনিট দুয়েকের মধ্যে ওর পাশে অনেকগুলো সবুজ সবুজ দাগ তৈরি হবে, মানে স্যাটেলাইট সিগন্যাল পেয়েছে, আর ম্যাপটা ডিগবাজি খেয়ে নয়ডা সেক্টর দুইয়ের ম্যাপে পরিবর্তিত হবে।
রাজদীপ, জিপিআরএস অ্যাক্সেস করলে ভোডাফোন দিল্লিতে পার দশ কেবি দশ পয়সা করে কাটে। আমার তো পোস্টপেড, তাই বিল আসে, তাতে ডেটা অ্যাক্সেস চার্জ বলে কত কেবি হয়েছে, ফলে কতগুলো দশ পয়সা গেছে, সেই হিসেবটা ব্রেকআপে দেখানো থাকে।
ovi ব্যবহার করলেও তাইই কাটবে। কেবল ovi mapটা জিপিআরএসে চলে না, ওটা চলে জিপিএসে, সেটা সম্পূর্ণ ফ্রি।
প্যাকেট সুইচিং নিয়ে এই টাইপের দাবি করলে লোকজন হার্টফেল করবে।
Raj | ০৮ জুলাই ২০১০ ১৭:২২ | 202.79.203.59
সাহস করে এই প্রথম ওপেন করলুম - ব্যাপক তো !!
এয়ারটেল নেটওয়ার্ক ধরেই তো ঢুকছে , ভালই কাটবে মনে হয়
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৭:১৬ | 61.95.144.122
কি করে বলবো? বিলে তো কোনো ব্রেক-আপ দেয় না। আর আমি এম্নিতেই গুচ্ছ ব্রাউজ করি। তবে জিপিএস ব্যবহার হলে চার্জ ওঠার কথা কি?
Raj | ০৮ জুলাই ২০১০ ১৭:১৪ | 202.79.203.59
শমীক / অরিজিত ovi ব্যাবহার করলে কিরকম পয়সা কাটে?
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৭:১০ | 61.95.144.122
ধুৎ। পুরো ভুলভাল দাবি। কে বলেছে জিপিআরএসে ব্রাউজ করলে ফোন বিজি থাকে? প্রোটোকলটা পড়ে দ্যাখো। জিপিআরএসে ব্রাউজ করার সময় ফোন আসে না নাকি?
নেটে দেখলাম নতুন স্মার্ট ফোনগুলোতে ovi map জিপিএস দিয়ে কানেক্টেড। আগে ছিলো না।
আমার ডেস্কে দিব্যি ধরে - অফিসের মধ্যে - কিন্তু ভুল লোকেশন দেখায়। সেচ ভবন, রাজারহাট দেখায় ম্যাপে - রাস্তাঘাট শুদ্ধু। না ধরলে এত ডিটেইল্স দেখাতো না। নীচে নামলে ঠিক হয়ে যায়। বাড়িতে অবশ্য একদম ঠিক দেখায়, যদিও ম্যাপে রাস্তার নাম ভুল আছে।
Raj | ০৮ জুলাই ২০১০ ১৭:০৯ | 202.79.203.59
খোঁজ নিয়ে দ্যাখেন ও ব্যাটা কদিন আগেও হার্জেন্তিনাকে সাপোর্টাতো !
Lama | ০৮ জুলাই ২০১০ ১৭:০৪ | 203.99.212.54
আমাদের টিমের একটা ছেলে বিশ্বকাপে স্পেনের মঙ্গলকামনায় সিঙাড়া আর জিলিপি খাওয়াচ্ছে সবাইকে
Samik | ০৮ জুলাই ২০১০ ১৭:০৩ | 121.242.177.19
ovi map সম্পূর্ণভাবে জিপিএসের সাথে ইন্টিগ্রেটেড। আমি এই দুমাস পূর্ণ হল নোকিয়ার ফোনটা কিনেছি। এর মাঝে ঘুরেও এলাম হরিদ্বার দেরাদুন মুসৌরি ধনৌল্টি। যাবার পথে তেমন দেখা হয় নি, কিন্তু ফেরার পথে ড্রাইভারের সাথে পুরো রাস্তাটা (মুসৌরী থেকে একেবারে আমাদের সোসাইটির পার্কিং লট পর্যন্ত) জিপিএস অন করে রেখেছিলাম। একেবারে নিখুঁতভাবে ওভিআই ম্যাপ জিপিএসের মাধ্যমে রাস্তার প্রতিটা বাঁক আগে থেকে বলে দিয়েছে, এমনকি রুড়কী ঢোকার মুখে ড্রাইভার একটা গলিরাস্তা নেয় রুড়কী বাইপাস করে মুরাদনগর আসার জন্য, যতক্ষণ মেন রোড ছেড়ে অন্য রাস্তায় ছিলাম, ততক্ষণ জিপিএস পুরো বোবা ছিল, কিচ্ছু বলতে পারে নি, কারণ ঐ রাস্তা জিপিএসে ফীড করানো নেই, আবার ন্যাশনাল হাইওয়েতে পড়তেই জিপিএস ঠিকঠাক কথা বলতে শুরু করেছে। টার্ন লেফ্ট আফটার ফাইভ হান্ড্রেড মিটার্স ইত্যাদি প্রভৃতি। একেবারে বাড়ির পার্কিং পর্যন্ত।
আমি এখানেও দেখেছি, অফিসের ভেতরে জিপিএস ধরে না, কিন্তু বাইরের চাতালে গিয়ে দু মিনিট দাঁড়ালেই ঠিকঠাক লোকেশন দেখিয়ে দেয়। পকেটে করে নিয়ে অফিস থেকে বাড়ি যাবার পথে মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেখেছি, একেবারে সঠিক জায়গা দেখাচ্ছে; দিল্লির সমস্ত গলিপথ ম্যাপে ফীড করানো আছে।
ovi map জিপিআরেসে চললে, যতক্ষণ নেভিগেশন চালাচ্ছি ম্যাপে, ততক্ষণ ফোন বিজি আসত। ফোন করাও যেত না, ধরাও যেত না।
Raj | ০৮ জুলাই ২০১০ ১৬:৫১ | 202.79.203.59
অর্পণ এটা দেখেছো তো ঃ-)
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৬:৩৭ | 61.95.144.122
জিপিআরএস নিয়ে আমি এক সময় কাজ করেছি।
তবে জিপিএস এখানে পুরো ফাংশনাল নাকি মোবাইল টাওয়ার ধরে লোকেশন দেখায় সেটা জানি না। দ্বিতীয়তঃ ফোনের মেনু দেখে ovi map-টা জিপিএসের সাথে ইন্টিগ্রেটেড বলে মনে হয় না।
de | ০৮ জুলাই ২০১০ ১৬:২৭ | 59.163.30.6
বঙ্গোলিপিতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারেক্টারের কোন আপার লিমিট আছে?
de | ০৮ জুলাই ২০১০ ১৬:২৬ | 59.163.30.6
এইবারে লিখতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না!
Samik | ০৮ জুলাই ২০১০ ১৬:২১ | 121.242.177.19
ওহ্অজ্জিত!!!
আমি জিপিএস বলি নাই, জিপিআরএস বলেছি। ম্যাপে লোকেশন দেখায় জিপিএসে, মানে গ্লোবাল পজিশনিং সিস্টেমে, এর সাথে সিম কার্ডের কোনও সম্পক্কো নাই, এটা আসে স্যাটেলাইট থেকে। আর জিপিআরএস হল জেনারেল প্যাকেট রেডিও কী যেন, সিম কার্ডের মাধ্যমে নেট অ্যাক্সেস করার জন্য।
ঘরের ভেতর জিপিএসের সিগন্যাল ধরে না, খালি আকাশের নিচেই ধরে একমাত্র। ঘরে ঢুকে গেলেই ম্যাপে উল্টোপাল্টা লোকেশন দেখায়।
Arijit | ০৮ জুলাই ২০১০ ১৬:১৬ | 61.95.144.122
জিপিআরএস অনেক সময়েই কাজ করে না ঠিক মতন। মানে এখানে। কেন কে জানে। আর মাঝে মাঝে উদ্ভট কাজ করে। আমার ডেস্কে বসে থাকলে ম্যাপে আমার লোকেশন দেখায় সেচ ভবন, আর নীচে বিড়ি খেতে গেলে একদম ঠিকঠাক রাস্তাটা। মনে হয় দুটো আলাদা টাওয়ার ধরে...কে জানে।
til | ০৮ জুলাই ২০১০ ১৫:৫৮ | 220.253.178.104
উফ, আপনি না বৈজ্ঞানিক। এত কানা কি করে হন? বললাম না, ভোরে উঠে খেলা দেখেছি, সময় ছিল না। ডিনার? গোটা আষ্টেক ফিশ কেক (টুনা) সঙ্গে পাঁউরুটি + সাদা ওয়াইন। শেষে অবশ্য টোম্যাটোর চাটনি- দরাজ হাতে কিশমিশ, প্রুন, খেজুর দেয়া। এবার ঘুমোতে যাই, অনেক রাত হলো।
de | ০৮ জুলাই ২০১০ ১৫:৫১ | 59.163.30.6
লামা, আমি প্রথমে ব্যাং-টা দেখতে পাইনি ঃ))
de | ০৮ জুলাই ২০১০ ১৫:৫০ | 59.163.30.6
ব্যাং ভালোই খেতে, জানা না থাকলে টেন্ডার চিকেন মনে হয় ঃ))
de | ০৮ জুলাই ২০১০ ১৫:৪৯ | 59.163.30.6
নাঃ, এটার মোগলাই নাম দেবো -- চানাচুরিয়া পোলাও বা খিচড়ি!
এর থেকে শুধু সিদ্ধ-ভাত কেন নিয়ে যান না? সেও তো গরম করলে ভালোই লাগে খেতে!
Samik | ০৮ জুলাই ২০১০ ১৫:৪৩ | 121.242.177.19
কিসুই খুল্লো না।
অবশ্য আমি জিপিআরেসে চালাচ্ছি। লম্বা করে connectiong ... লিখে বসেই রইল।
বাড়ি গিয়ে ওয়াই ফাইতে চালাবো। যদিও about:configএর জন্য ইন্টার্নেট লাগার কথা নয়।
Lama | ০৮ জুলাই ২০১০ ১৫:৪২ | 203.99.212.54
আমাকে একবার এক মিজো বন্ধু ব্যাঙের ঠ্যাং কুচি কুচি করে কেটে ম্যাগির সঙ্গে খাইয়েছিল। এত ছোট ছোট টুকরো, যে স্বাদটা ঠিক কিরকম, ভাল বুঝতেই পারলাম না।
Lama | ০৮ জুলাই ২০১০ ১৫:৩৮ | 203.99.212.54
আমিও ভির্মি খেয়ে দেখতে চাই
til | ০৮ জুলাই ২০১০ ১৫:৩৭ | 220.253.178.104
সম্বর (সাউদি)ভাত ও চানাচুর। এমনিতে তরকারীর সাবস্টিটিউট হিসেবে চলে কিন্তু কেলো হলো সম্বর ভাত মাখা তো ঠান্ডা, তার ওপরই তো চানাচুর ছড়ানো লাঞ্চবক্সে। মাইক্রোয়েভে গরম করতেই মিইয়ে গেল। ক্ষিধেতে সবই চলে। দেখি এবার কি নাম খুঁজে বের করেন! Tamarind রিসোটো?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন