প্রশ্নাবলী
১ শকুন্তলাকে ক ন্যাদান করা হয় নি। উনি নিজেই নিজেকে দান করেছিলেন-- প্রাপক দুষ্যন্ত।
----এই মিলন কি সেযুগের হিসেবে ধর্মসঙ্গত হয়েছিল?
কণ্বমুনি জানতে পেরে কী বলেছিলেন?
২ দুষ্যন্তের সঙ্গে মিলনের তিন বছরের পর শকুন্তলার সন্তান হোল।
---এর ব্যাখ্যা?
৩ নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দ্রোণের কাছে অস্ত্রশিক্ষার জন্যে এলেন। কিন্তু নীচজাতি বলে দ্রোণ নিলেন না। একলব্য নিজের অনুশীলনে অসাধারণ ধনুর্ধর হলেন।
পরে অর্জুনের অনুযোগ শুনে দ্রোণ গুরুদক্ষিণা হিসেবে ডানহাতের বুড়ো আঙুল চাইলে একলব্য হাসিমুখে কেটে দিয়ে দিলেন।
শুধু তাই নয়, তির ছুঁড়ে দেখালেন--আগের মত হচ্ছে না।
---দ্রোণের কাজটি কি ঠিক হোল?
৪ "সমানে সমানেই বন্ধুত্ব হয়। ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী আর অরথী, প্রবলপ্রতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র--এদের মধ্যে বন্ধুত্ব হয় না।"
--এই সত্যবচন কে কাকে বলেহিলেন?
৫ মধুপর্ক শব্দটি মহাভারতের নানা জায়গায় উল্লেখিত।
--এর অর্থ কী? বর্তমান জীবনে কি আমরা এর দেখা পাই?
৬ "যদি লোকে পাপকর্মের ফলভোগ করে তবে ঈশ্বরও সেই পাপকর্মে লিপ্ত। আর যদি কেউ পাপকরেও ফলভোগ না করে তবে তার কারণ সে বলবান। দুর্বল লোকের জন্যেই আমার শোক হচ্ছে"।
---এমন তেতো কথা কে কাকে বলেছিলেন?
৭ লোপামুদ্রা কে? কার মেয়ে? তাঁর স্বামীর নাম?
--গায়িকা নন; মহাভারতের চরিত্রের কথা বলছি।
৮ তাঁর স্বামী কোন দৈত্যবংশের বিনাশ করে স্ত্রীর জন্য ধনসংগ্রহ করেছিলেন?
লোপামুদ্রা কত ধন পেয়েছিলেন?
৯ মহাভারতের সৌরজগত পৃথ্বীকেন্দ্রিক-- অর্থাৎ পৃথিবী ঘোরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।
----সুর্য তার উদয় ও অস্তাচলে কোন পর্বতকে প্রদক্ষিণ করে?
১০ অগস্ত্যযাত্রার কথা আমরা সবাই শুনেছি।
---উনি কোন দিকে যাত্রা করেছিলেন? কেন ফিরে আসেন নি?
১১ ঋষ্যশৃঙ্গ মুনি কোন রাজার জামাই? তাঁর স্ত্রীর নাম কী? উনি কোন রাজার ঘরে জন্ম নিয়ে ছিলেন?