তাহলে কি সাব্যস্ত হল? কমরেডরা তো কেউ ঘুমোতে, কেউ মশা মারতে চলে গেল। এভাবে চললেই বিপ্লব হয়েছে আর কি! কোন ডেডিকেশন নেই!
Tim | ১৬ জুলাই ২০১০ ০২:০৫ | 198.82.20.249
ঃ-)))
aka | ১৬ জুলাই ২০১০ ০২:০৪ | 168.26.215.13
ছেলে এখন বসকে রকেট সম্বন্ধে জ্ঞান দিচ্ছে। শেষ যখন শুনেছিলাম মঙ্গল গ্রহ ঘুরে এসেছে। এখন স্পেসে কি করে ইন্টারনেট আর গুগুল কাজ করে সেই সম্বন্ধে বলছে। এই বাজারে চাকরি গেলে কি আর পাব? বসের মুখটা কেমন কাঁদো কাঁদো হয়ে গেছে। ঃ(((
kd | ১৬ জুলাই ২০১০ ০২:০৩ | 59.93.241.6
ব্যাং অলরেডি সাকসেসর খুঁজচে - এই যুদ্ধের ফ্রন্টলাইনে সারভাইভাল উইন্ডো কি খুব ছোট?
তিমি শুরু করলো, সঙ্গে সঙ্গে হাত মেলালো পিপি। যা প্যাটার্ন দেখছি, অরিজিত, ভিকি, দে, অভ্যু, শিবু এরাও কি অ্যাপ্লিকেশন ফর্ম পাটিয়েচে?
না না আছি তো। সোসনের মধ্যেই বসে বসে ম্যানিফেস্টো লিখছি। পুরো কর্মপদ্ধতিটা গুছিয়ে লিখতে হবে।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৫৩ | 122.172.54.179
তিমিটা বোধহয় আবার লড়াকু থেকে পড়াকু স্ট্যাটাসে চলে গেল। ঘুমোতে যাই।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৪৭ | 122.172.54.179
তিমি তুই কিন্তু অহিংস আন্দোলনের গতিপথের রূপরেখা কি হবে, সেইটে এখনো খোলসা করলি না!
pi | ১৬ জুলাই ২০১০ ০১:৪৫ | 128.231.22.89
ওঃ । বিভীষণের জন্য শিয়ালদা থেকে আনার কষ্ট করবে, ভাবিনি।
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:৪৫ | 198.82.20.249
আরে আগে থেকে অভিজ্ঞতা থাকলে আর ট্রেনিং লাগবে কেন? যোগ্যতা তৈরী হবে।
pi | ১৬ জুলাই ২০১০ ০১:৪৪ | 128.231.22.89
নাঃ মাইক্রোস্কোপ বুকিং আছে। চল্লুম। হণ্টণ, মেট্রোবাস, মেট্রো, ক্যাম্পাস বাস, পুনরহণ্টণ , তাও এই শতাধিক ফারেনহাইট এ ঃ(
না, না, পড়াশুনো করতে যাচ্ছিনে ( বলে দেওয়া ভাল, নইলে ব্যাঙ্গালোর থেকে কী কী অস্ত্র ধ্যে আসবে কে জানে ঃ( ) । ছবি তুলতে চল্লুম ঃ)
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৪৪ | 122.172.54.179
আর বিভীষণের ব্যাটার কেসটা বুমেরাং। কাল বললো "এখন আমি পড়বো না, খেলব"। বললাম - ঠিক আছে, আজ থেকে আর পড়তে হবে না, চব্বিশ ঘন্টা শুধুই খেলে যেতে হবে, দে তোর বইখাতাগুলো পুড়িয়ে দিয়ে পাপ চুকিয়ে দি। প্রচন্ড ঘাবড়ে গিয়ে "না না আমি পড়বো" বলে গ্রামার লিখতে বসে গেল।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৪০ | 122.172.54.179
না না পাইবালিকে, ঐ জ্বালিয়ে দেওয়ার থ্রেটটা বিভীষণের ব্যাটাকে নয়, বিভীষণকেই মেরেছি।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৩৯ | 122.172.54.179
হিংস্রবাহিনী গড়ে তোলার দায়িত্ব যখন আমাকে দেওয়া হচ্ছে, তখন ক্যাডাররা আমাকে তাদের যোগ্যতার প্রমাণ দিক। আমি-ই না হয় শুরু করছি। এক পড়াকু অর্বাচ্চীন অনার্সের টিউটোরিয়ালে স্যারকে অনুরোধ করছিলো - "স্যার, আমাদের মাঝে মাঝেই সারপ্রাইজ টেস্ট নেবেন, নয়তো আমরা ফাঁকি মারতেই থাকব, সিরিয়াস হব না"। কথা শেষ হওয়া মাত্রই টপারের গালে একটি ঠাটিয়ে চড়, স্যারের সামনেই।
pi | ১৬ জুলাই ২০১০ ০১:৩৮ | 128.231.22.89
নোপ। আজিকার থ্রেটপ্রাপ্ত পড়াকু ই ক্লাস টু। থ্রেটের লেভেল দেখে মনে হচ্ছে, বিভীষণের ব্যাটা না হয়ে এ যায় ই না ! অ্যামাই রাইট, ব্যাঙদি ?
pi | ১৬ জুলাই ২০১০ ০১:৩৬ | 128.231.22.89
তা ব্যাঙদি, আপাতত তালে এই সেম থ্রেট, সেম পড়াকুকে, সেম পরীক্ষার জন্য দাও, সামান্য ই বদল। দাবীতে। পড়ার বদলে না পড়া ঃ) আন্দোলন বিগিন্স অ্যাট হোম।
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:৩৪ | 198.82.20.249
ওগুলো মনে হয় ব্যাংদি জেনেরাল পাবলিকদের জন্য বল্লো। কেলাস টু তো পিওর।
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:৩৩ | 198.82.20.249
বর্তমান মানসিক অবস্থায় থাকলে আম্মো অমন করতে পারি। একটু আগেই মনে হচ্ছিলো একটা ফাইট ক্লাব টাইপের কিছু হলে বেশ হতো। ঃ-)
pi | ১৬ জুলাই ২০১০ ০১:৩২ | 128.231.22.89
আমি জাস্ট জিগাতে যাচ্ছিলুম, কেলাস টু এর জন্য ও কি ব্যাঙদি র সহিংস পদ্ধতি লাগু থাকবে? তার মাঝেই দেখি এই পোস্ট ঃ(
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৩০ | 122.172.54.179
আমি সিনে থাকলে চৌরিচৌরা হওয়ার প্রবল চান্স।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:৩০ | 122.172.54.179
কিন্তু আমি না আবার কোনোকিছুই অল্পস্বল্প অবস্থায় রেখে উঠতে পারি না। আজই এক পড়াকুকে থ্রেট দিয়েছি - শেয়ালদা থেকে খাটিয়া কিনে এনে, তোকে খাটিয়ায় শুইয়ে, খাটিয়াশুদ্ধু জ্বালিয়ে দেব" বলে।
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:২৭ | 198.82.20.249
হ্যাঁ হ্যাঁ কেন নয়? ওদের তো বেশি বলতেই হবেনা। এখনও ওদের শিক্ষাব্যবস্থা কন্টামিনেটেড করে দেয়নি। ঃ-)
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:২৬ | 198.82.20.249
চৌরিচৌরার মত কিছু কিকরে ঘটবে? ব্যাংদির অধীনে অল্পস্বল্প হিংসাস্রয়ী আন্দোলন হবে তো! আমরা এর নাম দেবো অপারেশন সেফটি ভাল্ভ । ক্ষোভে ফেটে পড়ার অবস্থায় আসবেই না কেউ। যারাই এক্টু রেগে যেতে শুরু করবে তাদেরই সহিংস গ্রুপে কয়েকদিনে র্জন্য পাঠিয়ে দেওয়া হবে। সেখানে মারামারি করে ঠান্ডা হলে আবার ফিরে আসবে।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:২৩ | 122.172.54.179
* আমরা
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:২২ | 122.172.54.179
টিম্ভাই, আমর কি কেলাস টুএর ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে শুরু করতে পারি? (সামনের বুধবারে শুরু হচ্ছে ঃ-(( )
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:১৯ | 198.82.20.249
হ্যাঁ একঝাঁক সেকেন জেনারেশন স্টাফ তৈরী করে নিতে হবে। এই যেমন ট্যান, পিপি, পাই। প্রাথমিকভাবে আমরা পরীক্ষার হলে, ক্লাসে অসহযোগ শুরু করবো। পরীক্ষাগুলোই আসল। ঐখান থেকে শুরু করতে হবে।
pi | ১৬ জুলাই ২০১০ ০১:১৯ | 128.231.22.89
হেঃ ! সে কোর্সটা কি বিনা পড়াশুনায় হইবো ? আর শুচিস্মিতা , কস্তুরী এদেরকে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়ে নাও খন। আমি মশক ফ্রন্ট নিয়ে খুব ই ব্যস্ত থাকবো। অত মাল্টিটাস্কিং করতে পারবো নি। ২২/৭ থীক ২৪x৭ হয়ে যেতে হবে ঃ(
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:১৫ | 122.172.54.179
ইপ্পিকে কি লিডারশিপের একটা কোর্স করিয়ে দেব? সাকসেসরকে আগে থেকেই তৈরি রাখা ভলো।
pi | ১৬ জুলাই ২০১০ ০১:১২ | 128.231.22.89
চৌরীচৌরার মতন কোনো ঘটনা ঘটে গেলে টিমবাবুর কি স্ট্র্যাটেজি হবে ?
তুমি ছাড়া আর কে? পাই কে এখনই অতবড়ো দায়িত্ব দেওয়া যাবেনা। পাই এখনও কিছুটা পড়াকু রয়ে গেছে। কথায় কথায় স্টাডি আর ফান্ডের কথা বলে। আমরা একটা শুদ্ধিকরণের প্রসেস শুরু করতে পারি।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:১০ | 122.172.54.179
হিংস্র বাহিনীর পুরোভাগে কে থাকবে আমি না ইপিস্তাবক্স?
pi | ১৬ জুলাই ২০১০ ০১:০৯ | 128.231.22.89
মশাদেরকে জেনেটিক্যালি মডিফাই করতে হবে , যাতে কিনা কেবল পড়াকু লোকজনকেই আক্রমণ করে। এবার তার জন্য পড়াকু ও পড়াকু লোকজনের বিভিন্ন হরমোনাল , উইরিক অ্যাসিড লেভেল এগুলোর একটা কমপ্যারেটিভ প্রোফাইলিং করতে হবে। তারপরের কাজ হল মশাগুলোকে ম্যালেরিয়া, ডেঙ্গু, পশ্চিমী নীল ভাইরাস ভরা রক্ত খাওয়ানো। সব ক টা ই ট্রাই করতে হবে। মডিফায়েড মশা দের কোনটা যে পছন্দ হবে বলা দায়। তার্পর বাইরে ছাড়া। আরো গুচ্ছ গুচ্ছ স্টাডি লাগবে অবিশ্যি তার জন্য। প্রোপোসাল লিখে ফেল্লেই হয়। খালি পড়ুয়াদের সিলেক্টিভলি আক্রমণ করার প্ল্যানকে কে যে ফাণ্ড করবে ! ঃ(
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:০৫ | 198.82.20.249
ভেবে দেখলাম আন্দোলনটা হাইব্রিড করাই ভালো। অল্প্স্বল্প নির্দোষ হিংস্র পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। নইলে ইপ্পির মশাগুলো কাজে লাগবে না।
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:০১ | 198.82.20.249
না না মনে পড়েছে। ইউনির শুরুর দিকে একটা গ্রান্ট লেখার ওয়র্কশপে।
a x | ১৬ জুলাই ২০১০ ০১:০১ | 143.111.22.23
হ্যাঁ মজাটা তো একবারই হবার কথা ঃ-))
Tim | ১৬ জুলাই ২০১০ ০১:০০ | 198.82.20.249
এই লিংকটা আগে কোথায় দেখেছি। এখানেই কি? প্রথমবার হেব্বি মজা হয়। এখন করতে গিয়ে আর হলোনা।
byaang | ১৬ জুলাই ২০১০ ০১:০০ | 122.172.54.179
আমি বিপ্লবের শুরু থেকে শেষ অব্দি হিংস্রই থাকবো।
Tim | ১৬ জুলাই ২০১০ ০০:৫৮ | 198.82.20.249
ব্যাংদিকে অহিংস মতে আনা হেবি চাপের। তবে বিপ্লবে ওরম এট্টু আধটু হয়। ওগুলো আমরা ইগনোর করবো। ঃ-)
byaang | ১৬ জুলাই ২০১০ ০০:৫৭ | 122.172.54.179
ও ব্যাটা বিনা নোটিসে ক্যান্টিনে ঢুকে আমাকে তুলে এনে ম্যাট্রিক্সের ক্লাসে বসিয়ে দিয়েছিল। ঃ-(
byaang | ১৬ জুলাই ২০১০ ০০:৫৪ | 122.172.54.179
আরে আমি তো সেই কবে থেকেই জেহাদ ঘোষণা করেছি। আমর প্রথম শিকার হল এক অঙ্কর প্রফেসর। গা য়ে গরম চা উল্টে দিয়ে "সরি স্যার, একদম দেখতে পাই নি" বলে পিতিশোধ নিয়েছিলুম।
Tim | ১৬ জুলাই ২০১০ ০০:৫৪ | 198.82.20.249
বদের বাসার উল্টো জেন্ডার কি হবে? সে যাই হোক, প্রফ আর প্রফাদের (নাকি প্রফি?) ধরে হাত্পা বঁধে পায়ের তলায় সুড়সুড়ি দেওয়া উচিত। অন্তত তিনদিন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন