এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৫ জুলাই ২০১০ ২২:২৬ | 59.93.215.248
  • টেকনাফ যাবেন?
  • aka | ০৫ জুলাই ২০১০ ২২:১৬ | 24.42.203.194
  • খিস্তি? সেটা কি ভাই?
  • Ishan | ০৫ জুলাই ২০১০ ২২:১০ | 122.163.79.63
  • আর খিস্তিখাস্তা আটকানো হয় কিনা দেখার জন্য পোস্ট করে টেস্ট করার দরকার নেই। প্রোগ্রামেটিকালি ওটা আটকানো হয়না। তার মানে এই নয়, যে খিস্তিখাস্তা এখানে চলে বা ওয়েলকাম। ওটা না দেওয়াই ভালো।
  • Ishan | ০৫ জুলাই ২০১০ ২১:৫৮ | 122.163.79.63
  • উঃ একটা জায়গায় একটা ফাঁক ছিল। সেখান দিয়েই নামবিহীন পোস্ট হচ্ছে। বুজিয়ে দেব শিগ্গির।
  • Samik | ০৫ জুলাই ২০১০ ২০:৪৫ | 122.162.75.101
  • এসি বলেছিলাম ঃ Carrier
  • byaang | ০৫ জুলাই ২০১০ ২০:১৪ | 122.172.52.89
  • দমুর সোনার স্ক্যানার হোক।
  • d | ০৫ জুলাই ২০১০ ২০:০১ | 115.117.229.131
  • * কাজ শেষ
  • d | ০৫ জুলাই ২০১০ ২০:০০ | 115.117.229.131
  • আর হ্যাঁ সর্বকর্মা স্ক্যানানো শেষ। এইবারে একটু ল্যাদ কাটিয়ে স্ক্যানের কোয়ালিটি দেখে টুকটাক পেজ দরকার হলে আবার স্ক্যানিয়ে আপলোড কল্লেই এষ। কাজ শ
  • d | ০৫ জুলাই ২০১০ ১৯:৫৯ | 115.117.229.131
  • হ্যাঁ অভিজ্ঞ লোকেরা তাহলে একটু LCD টিভির ফান্ডাও দিয়ে দিও। কী? কেন? ইত্যাদি
  • kc | ০৫ জুলাই ২০১০ ১৯:৩২ | 89.203.49.18
  • মামী, ঈদের সময় কলকাতায় থাগব, সেই সময় আমার কার্ডটি সমেত আমি হাজির আছি। কুচিনা মানে আপনি কি মড্যুলার কিচেন টাইপের ব্যাপারের কথা বলছেন? তাই যদি হয়, তাহলে বলি ওরা বড্ড বেশী দাম নেয়, কিছুদিন পর বেঁকেও যেতে পারে, আরশোলাতো ঢুকবেই। সবথেকে ভাল হয় নিজেরা নেট ঘেঁটে নিজেদের সাইজ মতন একটা ছবি পছন্দ করুন। একটা চেনা ছুতোরকে ডাকুন, নিজেরাই দোকান থেকে টারমাইট অ্যান্ড বয়েলিং ওয়াটার প্রূফ প্লাই কিনুন, ল্যামিনেশনটাও নিজেরা কিনুন, ছুতোরমশাই একদম ঝক্কাস করে বানিয়ে দেবেনই।
    আমার নিজের ঘরের কিচেন বানাতে কুচিনা এষ্টিমেট দিয়েছিল ৮০ হাজার, সেটা উপরের পদ্ধতি মেনে মোটামুটি ৩৩ এর মতনে ম্যানেজ হয়ে গেছে।
  • Bratin | ০৫ জুলাই ২০১০ ১৮:৪৯ | 117.194.99.161
  • আরে ম যে, অনেক দিন পরে....
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৮:৩৮ | 216.52.215.232
  • হিতাচি তো বড়লোকেদের জন্য। মধ্যবিত্তদের জন্য চোখ বুজে স্যামসুং।
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৮:৩৭ | 216.52.215.232
  • মামী, আমার ট্রিটটা তালে মায়া হয়ে গেল? ঃ-(
  • m. | ০৫ জুলাই ২০১০ ১৮:৩৫ | 122.163.79.63
  • মাইক্রো- স্যামসাং।চোখ বন্ধ করে কেনা যায়।
  • m | ০৫ জুলাই ২০১০ ১৮:৩৪ | 122.163.79.63
  • এসিতে সবচে ভালো হিতাচি, তারপর টাটাদের ভোল্টাস- কোনো কথা হবে নাঃ)
  • pipi | ০৫ জুলাই ২০১০ ১৮:৩২ | 78.52.228.220
  • তাইলে কি দাঁড়াল? ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, মাইক্রো - এলজি।
    ফিরিজ - উড়ালপুল বা স্যামসাং
    এসি - (শমীক কি যেন একটা নাম করল, ভুলে গেছি)।
    টিভি - কার?
    আমাদের বাড়ী আগে ছিল ফিলিপ্স বি অ্যাণ্ড ডব্লিউ। ও বাড়ী অবশ্য ফিলিপসের অ্যাডের জন্য আইডিয়াল হতে পারত। নেহাত ফিলিপসের ফিরিজ বাজারে ছিল না নইলে ওটাও আসত। তো সেই টিভি চলল বছর পনের। তারপর আমার জেদাজেদিতে এল সোনি। সেও হয়ে গেল দশ বছরের উপর। এখন ফ্ল্যাট স্ল্রীন কি প্লাজমা টিভির কথা তুললেই শুনতে হয় - আমরাও তো বুড়ো হয়েছি তো আমাদেরও তাহলে ফেলে দে। বোঝ! এই যুক্তিতে বাড়ীর কোন পুরনো জিনিসে হাত দেওয়ার উপায় নেই।
  • m | ০৫ জুলাই ২০১০ ১৮:৩০ | 122.163.79.63
  • আর একটা তথ্য চাই, রান্নাঘরের বাকি জিনিসপত্তর কার ভালো? কুচিনা র একটা লোক ফোনে জ্বালাতন করছে, সেটা কেমন?
  • m | ০৫ জুলাই ২০১০ ১৮:২৭ | 122.163.79.63
  • কার্ড***
  • m | ০৫ জুলাই ২০১০ ১৮:২৬ | 122.163.79.63
  • শান্তনুদা,বাইশে জুলাই এর পরে হলেও চলবে।আপনার কি কার্দ আছে? তবে আগস্টে হলে চলবে না। ওয়াশিং মেশিন আর রেফ্রিজারেটার ততদিন অপেক্ষা কত্তে পারবে।ঃ)
    আপনি আমাকে আপনার ফোন নং টা দিয়ে দেবেন।আমি ফোন করে নেবোখন।
  • santanu | ০৫ জুলাই ২০১০ ১৮:১৯ | 82.112.6.2
  • m, ঝামেলা আছে, ট্রেড লাইসেন্স নিয়ে গেলে ঢুকতে দেয় না, ট্রেড লাইসেন্স দেখিয়ে কার্ড বানাতে হয়।

    এবার যার নামে ট্রেড লাইসেন্স, তার নামেই কার্ড। কার্ডওয়ালার সাথে আরো একজন ঢুকতে পারে।

    তাই ট্রেড লাইসেন্স হলে হবে না, আমাকে সশরীরে লাগবে। ২২ জুলাই এর পর হলে চলবে?
  • til | ০৫ জুলাই ২০১০ ১৮:১৭ | 220.253.178.104
  • LG মাল ভালো, দাম কম নেয় বলে লোকে একটু দুর ছাই করে, কিন্তু জিনিষটি সরেস। একটা মাইক্রো ওয়েভ দশ বছর ধরে চলছে, নো কিচ্ছু!
    এই কোরিয়ান কোম্পানীগুলোর কোয়ালিটি ভালো।
  • til | ০৫ জুলাই ২০১০ ১৮:১২ | 220.253.178.104
  • kc,
    সবই তো যখন বললেন, গুপী কেন উহ্য থাকে! যে কাউন্টারে বানায় তাকেই জিগাতে হবে।
    আমি ভাই, এযাবৎ যত attest সব নিজেই করেছি! কাউকে তেল দিইনি।
    তবে .... অফিসে কাকে ঘুষ দেব এটা বের করতে পারিনি। আভাস দিয়েছি, কিন্তু পার্টি ঘুঘু মাল, টোপ নিলো না, কে জানে!
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৮:১২ | 122.172.52.89
  • মামি, আইএফবি গত বছর তিন ধরে আমাকেও ভয়ানক ডুবিয়েছে ওয়াশিং মেশিন সারাই করতে। ফোনের পর ফোন, দিনের পর দিন, কিছুতেই বাবুরা আসতেন না। শেষমেষ এলজি কিনে স্বস্তির শ্বাস নিয়েছি।
  • m | ০৫ জুলাই ২০১০ ১৮:০৯ | 122.163.79.63
  • শান্তনুদা, আপনার ট্রেড লাইসেন্স টা ধার দেবেন?ঃ)
  • Abhyu | ০৫ জুলাই ২০১০ ১৮:০৯ | 80.221.18.28
  • থ্যাংকু
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৮:০৯ | 122.172.52.89
  • মুড়িবাতাসা।
  • m | ০৫ জুলাই ২০১০ ১৮:০৮ | 122.163.79.63
  • ব্যাং,
    হোম টাউন আমাকে বল্লো আইএফবি রাখি না, এলজি দেখে এলাম-কিন্তু সবাই এখানে নেপচুন টা কিনতে বল্লো- এইবার আমি সাইটে গিয়ে আইএফবির যা নিন্দেমন্দ দেখছি,ফলে বেশ চিন্তায় আছিঃ(

    আর ঐ মেট্রো তে আমিও যেতে চাই, কেউ কি আছে এমন সহৃদয় ব্যক্তি? তবে শুনেছি ওদের বেচা মালের দায়টায় নাকি ওরা নেয় না?
  • santanu | ০৫ জুলাই ২০১০ ১৮:০৭ | 82.112.6.2
  • আরে ঐ বেওসাদার কে বিক্রী করবো - এটা মেট্রো ঠিক করেনি, এই রকম দোকান করলে, পাড়ার সব মুদির দোকান বন্ধ হয়ে যাবে বলে, এটা রাষ্ট্র ঠিক করেছে।
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৮:০১ | 204.138.240.254
  • ga`rhit
  • Abhyu | ০৫ জুলাই ২০১০ ১৮:০০ | 80.221.18.28
  • আচ্ছা গরহিত কী ভাবে লেখে? গড়িত হয়ে যাচ্ছে যে ঃ(
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৮:০০ | 204.138.240.254
  • আহেম! যদুপুর থেকে বেরোনোর পরে দায়িত্তোসিল নাগরিক হয়েচি। গুপি ছেড়ে দিয়েচি।
  • kc | ০৫ জুলাই ২০১০ ১৭:৫৮ | 194.126.37.5
  • আগে কি খাওয়ানো হবে বলা হোক।
  • kc | ০৫ জুলাই ২০১০ ১৭:৫৭ | 194.126.37.5
  • তুমি যদুপুরের নাম ডোবাবে হে!! বাবা অপ্পন!! ;)
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৭:৫৭ | 122.172.52.89
  • আমাকে গুপি করার পদ্ধতি বাতলানো হোক।
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৭:৫৬ | 204.138.240.254
  • এই কেস নাকি! গুপি করে হয়ে যায়!?
  • kc | ০৫ জুলাই ২০১০ ১৭:৫৩ | 194.126.37.5
  • তিল, মেট্রোতে হোলসেল রেটে জিনিষ বিক্রি করে বলে ওরা নিয়ম করেছে যে শুধু বেওসাদারকেই বিক্রি করবে। সে জন্য আপ্নার বেওসাদার কার্ড করাতে হবে, ওদের ওখানেই, নিখরচায় অবশ্য। তবে তার জন্য ট্রেড লাইসেন্স টাইপের একটা গুপির জিনিষ লাগে। তবে কলকাতা তো, হয়ে যায় ব্যবস্থা।
  • til | ০৫ জুলাই ২০১০ ১৭:৪৭ | 220.253.178.104
  • কল্লোল,
    গড়গড়িয়ে চলছে ভালো কথা কিন্তু এলেকটারি বিল? দেখবেন সেটা যেন পুরোনো মেশিনে চড়চড়িয়ে না ওঠে!
    --
    kc
    মেট্রোর কার্ড? মানে কি রেজেস্ট্রী করতে হয়, মেম্বর টাইপের?
    স্পেন্সারের দোকান কেমন, দাম কি বেশী নেয় ওরা? আমি অবশ্য একটা মিক্সি কিনলাম।
  • kc | ০৫ জুলাই ২০১০ ১৭:৩৯ | 194.126.37.5
  • মামী, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার যেটাই কিনবেন সেটাই ভাল, যদি আপনার কপালটি ভাল হয়। তাই এইবেলা কাউকে খুঁজে ফেলুন যাঁর কাছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড আছে। সেখানে গিয়ে দেখেশুনে পছন্দ করে নিয়ে চলে আসুন। কপালে ভরসা রাখুন, আর হ্যাঁ, ঐ দোকানটাতে দাম সত্যিই কম। টেরাই কত্তে পারেন।
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৭:২৬ | 122.172.52.89
  • মামি, ওয়াশিং মেশিন কিনতে গেলে ওদের ডিশ-ওয়াশারটাও দেখে এস। আমিও আইএফবির ডিশ-ওয়াশার কিনবো ভেবেছিলাম, কিন্তু mouthshut.com য়ে ফীডব্যাক পড়ে এখন এলজির ডিশ-ওয়াশার কিনবো কিনা ভাবছি।
  • kallol | ০৫ জুলাই ২০১০ ১৭:২৪ | 115.242.230.161
  • আমারও কেলভিনেটার ১৬৫ - ২৭ বচ্ছর গড়গড়িয়ে চলছে। নো মেকানিক নট কিচ্ছু। শুধু একবার বাল্ব পাল্টেছি।
    অবশ্য বলা উচিত ছিলো আমার বৌএর কেলভিনেটার - ওর রক্ষনাবেক্ষনেই থাকে ওটা।
  • Raj | ০৫ জুলাই ২০১০ ১৭:১৮ | 202.79.203.59
  • হোমটাউনের ইজোনে বেশ ভাল স্টক আছে - একটু চেকাতে পারেন, তার ওপর এটা কিনলে ওটা কিনলে সেইটা অফার লেগেই থাকে
  • m | ০৫ জুলাই ২০১০ ১৭:১৪ | 122.163.79.63
  • t, আরে তাতে কি হয়েছে, মাঝখান দিয়ে মেজর আর্টেরিয়াল রোড বয়ে যাচ্ছে তোঃ)
  • m | ০৫ জুলাই ২০১০ ১৭:১১ | 122.163.79.63
  • ধন্যযোগ ব্যাং,তাইলে ওটাই কিনবোঃ)
  • til | ০৫ জুলাই ২০১০ ১৭:০৩ | 220.253.178.104
  • m, আমার হলদিরাম প্রান্তে। ওহ, আমি ভাবলাম প্রতিবেশী হতেও পারেন, জায়গাটা আমারও খুব একটা চেনা নয়। কদিন মাত্র ছিলাম- in the middle of nowhere!
  • byaang | ০৫ জুলাই ২০১০ ১৬:৫২ | 122.172.52.89
  • ওয়াশিং মেশিনের মডেলটার নাম Washer & Dryer F1203CDP, (Inverter Direct Drive 6/3kg) । মানে ম্যাক্স ৬কেজি কাচবে আর ম্যাক্স ৩কেজি শুকোবে।
  • m | ০৫ জুলাই ২০১০ ১৬:৩৯ | 122.163.79.63
  • ব্যাং ,কোনোভাবে পোস্ট টা নজর এড়িয়ে গিয়েছিলো।এলজির ঐ মডেল টার নাম কি?
  • m | ০৫ জুলাই ২০১০ ১৬:২৮ | 122.163.79.63
  • কি জানি, টিভির বেলায় কিন্তু অন্য জিনিস দেখি। ঝপ্‌ করে ফ্ল্যাট স্ক্রিনে চলে গেলো- আগের টিভি যে দেহরক্ষা করেছিলো তা নয়,কিন্তু ঐ ১৬৫ লিটার কি জাদু করেছে কি জানি। আম্রা যখন এলজির রেফ্রিজারেটার কিনলাম,সবাই কি ছি ছি,দু বছরেই নাকি দেহ রাখবে। তার বয়েস এখন ন বছর।দিব্যি চলছে।
    ফ্যান কেনার সময় সল্টলেকে ক্রম্পটন পাওয়া যায় নি বলে একটা বোধহয় খৈতান কিনেছিলাম।সেই অপরাধে "ঐ" বাবার সদুপদেশ(কুড়ি মিনিট ব্যাপী) আজো কানে বাজেঃ))
  • Arpan | ০৫ জুলাই ২০১০ ১৬:১১ | 216.52.215.232
  • মামী, আমাদের কেলভিনেটরের ফ্রিজ ২১ বছরে পা দিল। এক বেশি মালপত্র আনলে রাখতে সমস্যা হয়। এছাড়া আজ অব্দি কোনদিন মেকানিক ডাকতে হয়নি।
  • m | ০৫ জুলাই ২০১০ ১৬:০১ | 122.163.79.63
  • তিলুবাবু/বিবি
    আমার বাড়ি নিউটাউনের শুরুতেই,মানে সেক্টর ফাইভের দিক থেকে।চিনার পার্কে আমার ছোটমাসি থাকে। আপানার বাসাটি কোনদিকে?
  • m | ০৫ জুলাই ২০১০ ১৫:৫৫ | 122.163.79.63
  • পিপি,আমার বাবা এবং 'ঐ' বাবা দু বাড়িতেই কেলভিনেটরের আদ্যিকালের রেফ্রিজারেটার।২৫ বছর ধরে কোনো সমস্যা ছাড়া দিব্য চলছে।বাবাকে কত কায়দা করে নতুন কেতাওলা জিনিসের মর্ম বোঝালাম, সব শুনে গম্ভীর হয়ে বল্লো,ঠান্ডা করা ছাড়া আর কোনো উপযোগিতা আছে কি?যদি থাকে তাইলে ভাবা যেতে পারেঃ(( আমাদের দুধ সাদা বস্তুটি এখন কেমন একটা লালচে রং এর আর ওবাড়ির টা হালকা সবুজ। আমাদের টা মাস্টারপিস আর সৈকতদের টা জেমঃ)আর কিছুদিন বাদে ওদের জাদুঘর থেকে নিয়ে যাবে এই আশায় আছি;)

    আর এইবার দেশে এলে মামাবাড়ি ঘুরে যেও। পোস্তর বড়া আর বিউলির ডাল খাওয়াবোখনঃ)))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত