এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৬ জুন ২০১০ ০০:০১ | 168.26.215.13
  • ব্রাজিলের ৩ জন এগোলে পর্তুগালের ৬ জন থাকছিল, ব্রাজিলের ৬ জন থাকলে পর্তুগালের ৯ জন। এক এক সময় ৯ জন নিজেদের অর্ধে খেলছিল শুধু রোনাল্ডোকে সামনে রেখে। গোলের মুখ জ্যাম করে কাউন্টার অ্যাটাকে রোনাল্ডোর স্পীডের চান্স নেওয়া। তাই ব্রাজিলের পজেশন বেশি থাকলেও পর্তুগালের আক্রমণগুলো বেটার হয়েছে কারণ রোনাল্ডো অনেক খোলা জায়গা পেয়েছে। এইধরণের ম্যাচে ভালো ডিফেন্সের এগেইনস্টে গোলের মুখ খুলতে ইন্ডিভিজুয়াল স্কিল লাগে। সেটা ব্রাজিলের আজ ছিল না। তাই মাঝমাঠে এসে বুঝে উঠতে পারছিল না কি করবে।
  • Arpan | ২৫ জুন ২০১০ ২৩:৫৬ | 122.252.231.10
  • মানে আজকের ম্যাচটা ট্যাক্টিকাল বলা হল কেন বুঝলাম না।
  • Arpan | ২৫ জুন ২০১০ ২৩:৫৫ | 112.133.206.18
  • কী মুশকিল। সব ম্যাচে জিততেই হবে কেন। আজ ড্র করে তো দু দলই খুশি।
  • anandaB | ২৫ জুন ২০১০ ২৩:৩০ | 135.214.150.104
  • ক্রিয়েটিভিটি জিরো না ক্রিয়েটিভিটি সিচুয়েশানাল সেটা তর্কসাপেক্ষ... আমি অবশ্য আজকের খেলাটা দেখার সুযোগ পাই নি, কিন্তু আইভরি কোস্টের সাথে খেলা দেখেছি

    মোটামুটি ১৯৯৪ থেকেই ব্রাজিলের খেলায় এই প্যাটার্ন টা দেখা যায়... বল পজেসন রাখো নিজের কাছে যতটা পারা যায়, খেলাটাকে স্লো কর, আর opponent-এর পেনাল্টি বক্সের কাছাকাছি গিয়ে, ঐ যাকে বলে ক্রিয়েটিভ হও, তবে দরকার থাকলে তবেই

    এ সব করতে গিয়ে ব্যাকফায়ার-ও করেছে বহুবার
  • aka | ২৫ জুন ২০১০ ২২:৫৯ | 168.26.215.13
  • খেলাটার শেষমেশ কি হল? রোবিনহো, কাকা না থাকলে ব্রাজিলের ক্রিয়েটিভিটি জিরো। আর আক্রমণে উঠছিল না নদীর ধারে বেড়াতে যাচ্ছিল দেখে বোঝার উপায় নেই। দুঙ্গার বোঝা উচিত এই ধরণের ট্যাকটিকাল ম্যাচেই রোনাল্ডহিনহোর মতন দু একজন হঠাৎ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কাকা, রোবিনহো না খেলতে পারলে এই ব্রাজিলের বেজায় চাপ।
  • T | ২৫ জুন ২০১০ ২২:৩৫ | 96.33.89.68
  • এতদিনে বুঝলাম আপনার টাকলু হবার কারন,ঐ রকম বল্লে আর চুল থাকে নাকি মাথাতে? [ঃ)]।।এবার রেগে নির্ঘাত পেটাবেন আমাকে,আমি পালাই বরং।।
  • T | ২৫ জুন ২০১০ ২২:৩৩ | 96.33.89.68
  • নেড়া আর হাসাবেন না আপনি।।হাওড়ার সাথে তুলনা।।কাগজেও দেখি প্রশান্ত ,সত্যজিৎ এরা সব মত দেয় ।ব্রাজিল কে ঐ করতে হবে, আর্জেন্টিনার ঐ দরকার।। এ যেন অনেকটা মাধ্যমিকে ফেল ছাত্রের ফাস্টবয়কে গ্যান দাওয়া ।বা নেপাল এর দল ক্রিকেটে অস্ট্রেলিয়াকে বলছে ঐ ভাবে খেলো।।।
  • Arpan | ২৫ জুন ২০১০ ২১:৩৮ | 122.252.231.10
  • সত্যম তো ফিফার ক¾ট্রাক্ট পেয়েছে। ২০১৪ অব্দি।
  • Blank | ২৫ জুন ২০১০ ২১:২৮ | 59.93.208.65
  • এত জালি খেলা বহুযুগ দেখিনি
  • nyara | ২৫ জুন ২০১০ ২১:২৪ | 122.167.255.70
  • ভাবা যায়! ওয়ার্ল্ড কাপে কর্ণার হচ্ছে আর পেছনে 'কন্টিনেন্টাল টায়ার'-এর সঙ্গে জ্বলজ্বল করছে 'মাহিন্দ্র সত্যম'।

    একেই বলে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লওয়া।
  • SB | ২৫ জুন ২০১০ ২১:১৬ | 114.31.249.109
  • হাওড়া ইউনিয়ন ভার্সাস পোর্ট ট্রাস্ট ;-)
  • nyara | ২৫ জুন ২০১০ ২১:০৮ | 122.167.255.70
  • ব্রেজিল সেকেন্ড হাফে হাওড়া ইউনিয়নের স্ট্যান্ডার্ডে খেলছে।
  • Lama | ২৫ জুন ২০১০ ১৭:২৭ | 203.99.212.54
  • বহাল তবিয়তে আছেন
  • de | ২৫ জুন ২০১০ ১৬:৪৩ | 59.163.30.4
  • লামা, তাঁরা ইহজগতে আছেন?

    কমরেডদের জনসংযোগ কত কমে গ্যাছে ঃ))
  • Blank | ২৫ জুন ২০১০ ১৬:৩৬ | 170.153.65.102
  • এক পিস সর্ষে দাও তো কেউ। আমি আমাদের রুট টা লিখে দি বেড়াবার
  • SB | ২৫ জুন ২০১০ ১৬:১৭ | 114.31.249.109
  • লালজেরিয়া শালবনিতে।
  • Arijit | ২৫ জুন ২০১০ ১৬:০২ | 61.95.144.122
  • Lalgeria? আলজিরিয়ার সাথে রিলেটেড নয় তো?
  • santanu | ২৫ জুন ২০১০ ১৫:৫৮ | 82.112.6.2
  • ?I used to talk to my boyfriend in the evenings on my mobile,? said a young woman in Lalgeria who studies in second year at Vivekananda Centenary College, Manikpara, 8km from Jhargram town.
    ?A People?s Committee leader asked me to hand over my phone while I was returning from college on Saturday. He told me that if I needed to use the phone, I should go to his house and use it in front of him. I never went back for the phone.?


    কি যমের বাড়ির শাসন মাইরী।

    আর এইটুকু পড়ে তো মনে হচ্ছে, লোকে ঠিকঠাক ই আছে - তাহলে এখানে মাওবাদীদের এত রমরমা কি করে?
  • Lama | ২৫ জুন ২০১০ ১৫:৪১ | 203.99.212.54
  • চুমুক দিয়ে ঘি খেতে আমি কিছু লোককে দেখেছি, নিজের চোখে
  • Blank | ২৫ জুন ২০১০ ১৫:০৬ | 170.153.65.102
  • শুক্কুর বারের সন্ধে বেলা ওপিয়াম পুরো মালের ঠেক, আর চিৎকার চেচামেচি। তার মধ্যে আজ বড় টিভি তে ব্রাজিলের ম্যাচ
  • SB | ২৫ জুন ২০১০ ১৫:০৪ | 114.31.249.109
  • এই নিচে একটা রিকোয়েস্ট আছে, কেউ হেল্পাতে পারবেন প্লীজ? কার কার নাম সাজেস্ট করা যায়?

    We at India Today are looking for 35 people across the country who are associated directly with governance and have affected significant changes in people's lives and are known for performing their assigned duties honestly (I know honesty is very relative). He or she may be an MP, MLA, a bureaucrat or even a Gram Panchayat member or a member of some autonomous board. An MP or an MLA who has spent his allotted funds properly and explicitly or a gram panchayat member who has helped the villagers enjoy the benefits of a government fund will qualify. In short, the person should be known for his skills in governance.

    Please suggest some names from West Bengal with their contact details.
  • d | ২৫ জুন ২০১০ ১৪:৫৯ | 115.117.225.81
  • তোমরা কেউ "অশিষ ভট্টাচার্য্য' নামে কাউকে চেনো? ইনি কে? কেনই বা আমাকে গুচ্ছের জঞ্জাল পাঠাচ্ছেন কে জানে!
  • Arijit | ২৫ জুন ২০১০ ১৪:৪৪ | 61.95.144.122
  • দুইই পাওয়া যায়। কয়েকটা ডিশ তো দিব্যি ভালো। ফ্রায়েড মাটন, আরেকটা কি ফিশ যেন...
  • d | ২৫ জুন ২০১০ ১৪:৪৩ | 115.117.225.81
  • আর চটপট ফান্ডা দাও তো, এই ওপিয়াম নামক বস্তুটায় খাবারদাবার ঠিকঠাক পাওয়া যায়? নাকি শুধুই মালফাল? আজ সন্ধ্যেয় একটা নেমন্ত আছে, নেব না ডিক্লাইন করব বুঝছি না। ঃ(
  • Arijit | ২৫ জুন ২০১০ ১৪:৪২ | 61.95.144.122
  • ঘন্টাদার কাবলুকাকা খেতেন।
  • d | ২৫ জুন ২০১০ ১৪:৩৯ | 115.117.225.81
  • Q2 র বাজেট অ্যাপ্রুভ হয়ে গেছে। আহা কি আনন্দ!! এই তালে আরো ক'খান বিলেবিলিটি বাড়িয়ে নেওয়া গেল।

    কিন্তু "ঘৃতং পিবেৎ' বলে কেন? ঘি কি সত্যি সত্যি কেউ সুরুৎ সুরুৎ করে চুমুক দিয়ে দিয়ে খায়!!
  • de | ২৫ জুন ২০১০ ১৩:৫১ | 59.163.30.4
  • ঃ)))

    সত্যি, "ঘৃত-পান" -- জাস্ট ভাবা যায় না! জীবনের প্রতি কোন মায়াই নাই এ প্রবাদে!
  • r.huto | ২৫ জুন ২০১০ ১৩:৪৫ | 203.99.212.54
  • ক্লায়েন্টকে টুপি দাও
    কেড়ে নাও জুতো
    টাইমশীটে গুপী দাও
    খুঁজে নাও ছুতো

    বেশী চাপে মগজেতে
    লাগে যদি গুঁতো
    যৈবন বৃথা গেলে
    ক্ষতি বস্তুত

    ট্যাকা পহা মহা পাপ
    ডলারেরা পূত
    ঋণ করে ঘৃত পান
    করে কবি হুতো
  • Ishan | ২৫ জুন ২০১০ ১৩:৪২ | 125.18.17.16
  • প্রাইস ওয়াটার নাকি ই অ্যান্ড ওয়াই
    যাকে খুশি টুপি দেওয়া হাতের মোয়াই। ঃ)
  • Arijit | ২৫ জুন ২০১০ ১৩:৩৮ | 61.95.144.122
  • ক্লায়েন্ট কেন - নিজেদেরও টুপি দেওয়া চাই।

    কাল আমাদের জান্রেল ম্যাঞ্জার বেশ গর্বের সঙ্গে বল্ল E&Y আমাগো অডিটর হইসে। সবাই হাততালি দিলো। আমি ভাবলুম ফুট কাটি যে E&Y এনরনেরও অডিটর ছিলো।
  • Ishan | ২৫ জুন ২০১০ ১৩:৩৭ | 125.18.17.16
  • দিনের সকল তারা রাতে থাকে আকাশে
    চাপে কেউ জ্বলজ্বল কেউ হয় ফ্যাকাশে
    চাপে কেউ ফেটে যায় কেউ হয় পালসার
    কারো হয় ওবেসিটি কারো হয় আলসার। ঃ)
  • Arpan | ২৫ জুন ২০১০ ১৩:৩১ | 122.252.231.10
  • হ্যাঁ, কুবেরের আশীর্বাদ হল অনিদ্রা, ওবেসিটি আর স্ট্রেস।
  • Arpan | ২৫ জুন ২০১০ ১৩:২৫ | 122.252.231.10
  • ক্ল্যাপ ক্ল্যাপ
  • Raj | ২৫ জুন ২০১০ ১৩:২০ | 202.79.203.59
  • তাহাদেরও স্বর্গরাজ্যের প্রয়োজন পড়িবে না , কুবেরদেবের আশীর্বাদ রহিয়াছে যে ঃ)
  • Lama | ২৫ জুন ২০১০ ১৩:১৬ | 203.99.212.54
  • জ্জিও জ্জিও
  • Ishan | ২৫ জুন ২০১০ ১৩:১৪ | 125.18.17.16
  • দিনকে রাত্রি করো চাদ্দিকে গুপি
    তবেই তো দেওয়া যাবে ক্লায়েনকে টুপি। ঃ)
  • Lama | ২৫ জুন ২০১০ ১৩:১৩ | 203.99.212.54
  • প্রভু বলেছেন, "যাহারা রাত্রি জাগরণের পর দ্বিপ্রহরে পুনরায় কার্যোপলক্ষ্যে গমন করে, স্বর্গরাজ্য তাহাদের জন্য নহে।'
  • Arpan | ২৫ জুন ২০১০ ১৩:১০ | 122.252.231.10
  • ওদিকে ভিয়েতনাম হলে এদিকে পুরো গুয়ান্তানামো বে। কাল সারা রাত অফিসে থেকে আজ সকাল আটটায় বাড়ি ফিরেছি। এখন আবার যাবো।
  • Raj | ২৫ জুন ২০১০ ১৩:০৪ | 202.79.203.59
  • ওয়াহ ! আরো হউক ঃ)
  • Ishan | ২৫ জুন ২০১০ ১২:৫৯ | 125.18.17.16
  • বাড়বে বিলিং? কমবে দাম?
    কচ্ছে ফাইট রাবন-রাম
    ছুটছে গুলি ঝরছে ঘাম
    আপিস তো না, ভিয়েতনাম।
  • Ishan | ২৫ জুন ২০১০ ১২:৫২ | 125.18.17.16
  • শুক্রবারে কাজের চাপ
    ধরছে মাথা সঙ্গে হাঁপ
    ক্লায়েন প্রবর দিচ্ছে শাপ
    বিলিং টিলিং বাপরে বাপ।
  • Samik | ২৫ জুন ২০১০ ১১:২৯ | 122.162.75.96
  • কুকুরদের কাছে আমি আন্তরিকভাবে দূঃখিত। সত্যি, কুকুর এ রকম হয় না। এ রকম বোধ হয় কেবল মানুষই হতে পারে।
  • quark | ২৫ জুন ২০১০ ১১:০৪ | 202.141.148.99
  • শমীক কুকুরদের গাল দিল
  • Samik | ২৫ জুন ২০১০ ০৯:২৬ | 122.162.75.96
  • তিন কুকুর, দিল্লি ওনার কিলিং কেসের তিন আসামী কাল ধরা পড়েছে গাজিয়াবাদ থেকে। যেমনটি ভাবা গিয়েছিল, কোনও অনুতাপ নেই, কোনও অনুশোচনা নেই।

    গ্রামবাসীরা একযোগে জানিয়ে দিয়েছে, তারা এই তিনজনের পাশে আছে, এদের সমর্থনে।

    খুন হওয়া মেয়েটির ছোটো বোন, খুশবুই পুলিশকে এদের সম্বন্ধে খবর দিয়েছিল বলে সন্দেহ করছে গ্রামবাসীরা। আমরা খুব তাড়াতাড়িই আরেকটি অনার কিলিংয়ের খবর পেতে চলেছি সম্ভবত।
  • Tim | ২৫ জুন ২০১০ ০৯:১৫ | 66.205.170.173
  • ধুস বে কোথা থেকে এলো!
    notre dame এসেছি। আজ একটা মিউজিয়াম দেখাতে নিয়ে গেল, তারপর ব্যাঙ্কোয়েট। তারপর খালি ভাট আর ভাট আর ফাজলামি। সেই কাল থেকে শুরু হয়েছে। এখন ঘুমোই। কাল আবার পেলেন ধত্তে হবে। পরে এসে একখানা ধাক্কা খাওয়ার গল্প বলবো :P
  • byaang | ২৫ জুন ২০১০ ০৮:৫৪ | 122.172.61.207
  • টিম, বিলেটেড হ্যাপি বার্থডে।
  • aka | ২৫ জুন ২০১০ ০৮:৫৪ | 24.42.203.194
  • বে টাও হয়ে গেল নাকি? জন্মদিন আর বের দিন এক, এরকম আর কারুর আছে?
  • Tim | ২৫ জুন ২০১০ ০৮:৪৯ | 66.205.170.173
  • সব্বাইকে থ্যাঙ্কু। বেশ ঘটনাবহুল দিন গেল। (যদিও জন্মদিন সংক্রান্ত ঘটনা নয়, স্রেফ ঘটনাচক্রে আজ) ঃ)
  • Bratin | ২৪ জুন ২০১০ ২২:৩২ | 117.194.101.20
  • ইতালী র হার নিয়ে জনতা র ব্যক্তব্য শুনি একটূ....
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত