আরেন্না। কিন্তু পরিবর্তনের হাওয়ায় গুচও লাল থেকে সবুজ হইয়াছেন ঃ-)
Samik | ২০ জুন ২০১০ ১৯:১২ | 122.162.75.188
তবে স্যান আমার কাল খুব উব্গার করেছে। ও না থাকলে কা-গু-র বান্ডিল ট্রেন পজ্জন্ত তোলা যেত না।
Kartuj | ২০ জুন ২০১০ ১৯:০৭ | 59.93.198.195
ইস, ঠিক এই খুঁতখুঁতুনিটা লেখাটা পোস্ট মারলাম আর তখুনি মাথায় এল। আগে এলে শুধরে নিতাম। একটুর জন্যে রে...
বুঝেছি, সেই সত্যেন দত্তের 'বিজোড়ে বিজোড় গাঁথ, জোড়ে গাঁথ জোড়' - তাই তো? পড়ছি দাদা, সারাদুপুর 'কবিতার ক্লাস' পড়লাম। ৫৯ পাতায় এসে গেছি একদিনে। ৫ মাত্রার চালের মাত্রাবৃত্ত অব্দি হয়ে গেল। এটা অবিশ্যি তার আগে লিখে বসেছিলাম। ঐ আট হয়ে গেছে দেখেই আর ধেয়ান দিই নি। তিনে মনেই হচ্ছিল যেন দাঁড়াতে পারছে না। এ তো রবিঠাকুরও বলেছেন।
আয়ারল্যান্ডের খপর জানতে ভিকিদারে জিগান। স্কটল্যান্ডের খপরও ওঁয়ার কাছেই পাবেন। এছাড়াও শ্রীদীপ্তেন বিরচিত "ভিকিদা ও আমি' গ্রন্থের ষোড়শ খন্ডের ত্রিত্রিংশতি পরিচ্ছেদের পঞ্চদশ অনুচ্ছেদ দেখতে পারেন।
til | ২০ জুন ২০১০ ১৬:৫৩ | 220.253.178.104
অভ্যু তাহলে Scandinavia তে! রেন ডিয়ার দেখে মনে হল! তা বাওয়া, স্কটল্যান্ড বা আয়ারল্যান্ডে কবে যাবে? ওরা নাকি , tripos বলে কি বস্তু জমিয়ে খায়, গরুর intestine দিয়ে কি যেন! অপেক্ষায় রইলাম।
til | ২০ জুন ২০১০ ১৬:১৫ | 220.253.178.104
ভাই কার্তুজ, এই সব ব্যাকরণ আমার জন্য নয়। ওমনাথ বা সোমনাথ ভাল বুঝবে।
Somnath | ২০ জুন ২০১০ ১৪:০২ | 85.154.255.42
না, একটু এন্থু দিই। হয়েছে বস। ঠিকঠাক ই হয়েছে। মাত্রাবৃত্তে পয়ার। শুধু একটা পয়েন্ট, "ছন্দ নিয়ে ধন্দ" যদিও মোট ৮ মাত্রা হল, (৩+২+৩) তবু এই চাল টা ঠিক পয়ারের সাথে যায় না। মানে, যদি লিখতে "ধন্দ, ছন্দ নিয়ে," (৩+৩+২) পড়তে গেলে হোঁচট খেতে হত না। (এই স্পেসিফিক কেস টা নিয়েও নীরেনবাবুর বইতে দুলাইন লেখা অছে।) মানে , বলতে পারব না "হয়নি", তবে এটা ও ঠিক যে খুঁতখুঁত করছে।
যেমন দ্যাখো, "কাহার বিরাগবশে" লিখেছ। ওটা ঠিক আছে। ৩+৩+২ করে পড়া যায়।যেমন ৪+৪ করেও পড়া যায়।
omnath | ২০ জুন ২০১০ ১৩:৪৭ | 85.154.255.42
কার্তুজ প্রবল চেষ্টা চালাচ্ছে, তবে কেন জানি পণ করেছে, কিছুতেই পড়াশুনো করবে না। ঃ-)
Kartuj | ২০ জুন ২০১০ ১২:২৬ | 59.93.217.255
অভিমান করি আমি মিথ্যা সে নয় কে বা দেবে দূরে ঠেলে, ভয় শুধু হয়, আপনারে সংযত রাখিতে তো চাই তবু মিছে সংশয়ে মরি যে বৃথাই, কাহার বিরাগবশে পড়িব হঠাৎ চোখা চোখা গাল খেয়ে হব কুপোকাত, ছন্দ নিয়ে ধন্দ আছে বড় মনে শিক্ষানবিশি করি বসে এককোণে, শব্দে শব্দে শুধু খুঁজে ফিরি মিল হৃষ্ট মনের ভাষা বুঝি আমি তিল, ক্ষমিয়াছ নিশ্চয় এত কথাশেষে অভিমান গেছে ভেসে হাসিতে নিমেষে।
ঃ-)
এটা মাত্রাবৃত্ত হল কিনা একটু বলবে কেউ...প্লীজ...
til | ২০ জুন ২০১০ ১১:৫১ | 220.253.178.104
শুন শুন শুন সবে, শুন দিয়া মন কার্তুজের কবিতা আমি করিব বর্ণন পয়ার না অক্ষরবৃত্ত, কি যেন কি ছাই এতেব সরেশ মাল, নিশ্চয়ই টুকলিফাই! মন্তব্য করেন তিল, অতি হৃষ্ঠ মনে কার্তুজ ফাটিয়া গেলেন মিথ্যা অভিমানে। --- (নাহ, দম ফুরিয়ে গেল!)
Kartuj | ২০ জুন ২০১০ ১১:১৫ | 59.93.208.19
থ্যাঙ্কু তিল থ্যাঙ্কু !! আমার মাথাটা এত মোটা না...আসলে কি বলুন তো, আজ্জোদা ঐ কিং কং ঢোকানোতে আরো কনফিউজড হয়ে এক্কেরে যা তা অবস্থা আমার। কি বলতে কি বলে ফেলেছিলুম। আপনি যেন কিছু মাইন্ড করবেন নি প্লীজ। ;-)
til | ২০ জুন ২০১০ ০৩:৪১ | 220.253.178.104
কার্তুজ, (১) ছবি মানে ঐ কবিতাটা দেখে একটা ইমেজ তৈরী হলো সেটার কথাই বলেছি। সেই যে পাঠসংকলনে কবিতা থাকতো না! (২) টুকলিফাই মানে এত ভাল হয়েছে যে মনে হয়েছে কোথাও থেকে টোকা
অতএব সফল প্রচেষ্টা। চালিয়ে যান। ৮.৫/১০ ----------- (এ দেখছি ভারী জ্বালা, পোস্ট লিখলেও তার অন্বয়/ব্যাখ্যা করতে হয়। আমার অবস্থা সেই চিঠি লেখকের মতো। ভাই একটা পোস্টকার্ড লিখে দেবে, আমার বাড়ীতে। উত্তরঃ আমার পায়ে ব্যথা। ?? না, আমি চিঠি লিখলে সে কেউ উদ্ধার করতে পারে না, আমাকেই যেতে হয়, পড়ে দিয়ে আসতে !)
Abhyu | ২০ জুন ২০১০ ০০:৫৫ | 80.221.18.28
নাহ্, ফটো দিয়েছি তো। দ্যাখো না !
aka | ২০ জুন ২০১০ ০০:৫৩ | 24.42.203.194
দুধ দিয়ে রান্না করা?
Abhyu | ২০ জুন ২০১০ ০০:৫১ | 80.221.18.28
বুঝলেন মশাইরা, রেন ডিয়ার অতি উপাদেয় খেতে
aka | ২০ জুন ২০১০ ০০:৪৮ | 24.42.203.194
দেখি রাতের বেলা হিংয়ের কচুরি, আলুর দম আর ছোলার ডাল (ঝাল ও মিষ্টি) খেয়ে যদি একটু কমে। ;)
a x | ২০ জুন ২০১০ ০০:২৫ | 99.188.91.71
সন্ত্ সন্ত্ কিংবা সন্ত্ সেন্ট।
a x | ২০ জুন ২০১০ ০০:২৪ | 99.188.91.71
লাল মাংস আর মদ্য না পেয়ে পেয়ে আকা কেমন যেন সন্ত্সন্ট্ হয়ে যাচ্ছে
Arpan | ১৯ জুন ২০১০ ২৩:২১ | 122.252.231.10
কাঠি দেওয়াও আছে। ঃ-)
Bratin | ১৯ জুন ২০১০ ২২:৪৪ | 117.194.98.19
বাঁশকাঠি চালের নামের মধ্যে ই তো বাঁশ দেওয়া আছে......
Kartuj | ১৯ জুন ২০১০ ২১:৫০ | 59.93.246.57
হ্যাঁ, সেটা পরে বুঝলাম। কিন্তু, আমি 'অসফল প্রচেষ্টা' বলার উত্তরেই যেন উনি বললেন, অসফল কেন? আবার ভিডিওর ব্যাপারে বললেন টুকলিফাই, 'সুতরাং সফল'। এই আমি না মাইরি বিশ্বাস করুন ঘেঁটে ঘ হয়ে গেছি। ঐ কিং কং আর 'অসফল সফল' মিলে... তিল, প্লীজ বলবেন যখন আসবেন।
aka | ১৯ জুন ২০১০ ২১:৪৬ | 24.42.203.194
কার্তুজ তিল এই ভিডিওটা সম্বন্ধে বলেছে।
d | ১৯ জুন ২০১০ ২১:৪৪ | 219.64.69.96
অপ্পন, স্যান ইত্যাদি, আজ নেটে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি সেই হাংরি মলয় রাচৌ রীতিমত কবিতা-ব্লগ লিখছেন। সেই কবিতা পড়ে .... বাপ্পো! ভাবছি জ্ঞানেশ্বরী গীতা খুলে একটু পড়ি। ঃ(
Kartuj | ১৯ জুন ২০১০ ২১:২২ | 59.93.246.57
এই রে, বোঝা থেকে আরো সরে গেলাম।
লোকে দেখছি আমি যাই করি তারই খুঁত বার করতে লেগে গেছে। এত সময় নিয়ে এক খানা বার করলাম, তাতেও বলে নাকি টোকা। এবার এখানকার পাট চোকাতে হবে দেখছি।
aka | ১৯ জুন ২০১০ ২১:১৭ | 24.42.203.194
কার্তুজ, তিল মনে হয় কিং কং সম্বন্ধে বলেছে।
Kartuj | ১৯ জুন ২০১০ ২১:১৩ | 59.93.246.57
তিল, টুকলিফাই মানে? বুঝলাম না। এটা এই অধমের জং ধরা মস্তিষ্কের ফসল। কোথা থেকে টুকলি করা খুঁজে বের করে দিলে আমার নিজের বুঝতে সুবিধে হয়। বলবেন প্লীজ? ঃ-)
Arpan | ১৯ জুন ২০১০ ১৯:১৮ | 122.252.231.10
থুড়ি, সেপ্টেম্বর।
Arpan | ১৯ জুন ২০১০ ১৯:১৮ | 122.252.231.10
প্রতিদিনের আর্কাইভ কাজ করছে না। ২৪শে অক্টোবর ২০০৮-এ বেরিয়েছিল।
আপাতত ভাটিয়ালির ১২৩৪ পাতা থেকে পড়ে দেখতে পারো। বিশ্বাসের বিশ্বাসহীন ভূমিতে দাঁড়িয়ে। ঃ)
d | ১৯ জুন ২০১০ ১৬:০২ | 219.64.145.226
১। আচ্ছা সেই 'রক্তের রক্তস্নানের' একটা লিং ছিল না? প্রতিদিন না জাগো বাংলা কার যেন? কেউ আরেকবার খুঁজে দেবে প্লীজ। লেখাটা চাই না, লিংটাই চাই। মানে ওটা যে সত্যি প্রকাশিত হয়েছিল, সেটা প্রমাণ করতে হবে। ও অপ্পন, ও রোকেয়া, এট্টু খুঁজে দাও না।
২। নিউ টাউন রিলায়েন্স ফ্রেশ থেকে "বাঁশকাঠি' বলে যে চালটা বিক্রী করেছে, সেটা মোটেও বাঁশকাঠি নয়। কোথায় অভিযোগ করব? আদৌ কোথাও করা যায় কি?
৩। গালিটালি খেয়ে হুতো দেখি হোলসেল রেটে কবিতা দেবে বলছে। তা, প্রতিমাসে ৫ কেজি চাল আর ৫০০ গ্রাম চিনির সাথে হুতোর ২৫টা কবিতা পাওয়া যাবে? হুতো, দরে না পোষালে আমরা কথা বলতে পারি .....
quark | ১৯ জুন ২০১০ ১৫:২৪ | 202.141.148.99
হাতুড়ি মার্কা ফিনাইল এক্স এর শনিবারের ভাটবেলা!
master ji | ১৯ জুন ২০১০ ১২:২২ | 117.194.4.91
হম পাকড়কে রাখেগা জি ... হম ছড়েগা নহি জি ...
til | ১৯ জুন ২০১০ ১২:২২ | 220.253.178.104
অসফল কেন? ছবি দেখে তো মনে হচ্ছে টুকলিফাই- আর তার মানে? সফল।
Kartuj | ১৯ জুন ২০১০ ১১:৫৯ | 59.93.221.127
গতকাল মিশে গেছে কালের সাগরে কালকের ধূলিবিষ কাল গেছে মরে, থাকে যদি ক্ষোভ কিছু, থাকে যদি রোষ সরল হাসির স্রোতে হোক পরিতোষ, তুচ্ছ নগণ্য আমার মূল্যহীন কথা হয়ত কারেও মনে বিঁধে গেল ব্যথা, ঝড়ের মেঘের মত আহত অন্তর ফুঁসে ওঠে অভিমানে, শান দেয় শর, নহি বোদ্ধা নহি জ্ঞানী, নহি তো বিদ্বান, শুধু কথা কব বলে আসি এইখান। যদি বলো যাব চলে সহাস্যে নীরবে, প্রত্যহ প্রলাপ মম কে শুনিবে কবে? বিতর্ক অরণ্য মাঝে পথহারা হই, বিভ্রান্ত পথিক আমি, তার্কিক তো নই।
**পয়ার/অক্ষরবৃত্তে লেখার আবার একটি অসফল প্রচেষ্টা। আগাম ক্ষমাপ্রার্থী।
Samik | ১৯ জুন ২০১০ ০৮:৩৩ | 117.194.1.114
ব্যাপক তো!
anandaB | ১৯ জুন ২০১০ ০৬:৫৬ | 76.104.141.15
প্রথমে ভেবেছিলাম নির্ভেজাল রসিকতা, কিন্তু এখন মনে হচ্ছে বোধহয় সত্যি সত্যিই এরকম একটা সিনেমা হয়েছে বা হতে চলেছ
মস্তান আসলে মস্ তান। কালক্রমে জুড়ে গ্যাছে। বায়োসঙ্গীত বিষয়ক টার্ম।
বিকল্প মতে রাশান কথা, মশাতান - মশতান - মস্তান। ইপিস্তাকে জিগ্যেস করলেই রেফারেন্স বলে দেবে।
kasturi | ১৮ জুন ২০১০ ২০:২০ | 131.95.30.135
আগে দেখতে হবে মস্তান কোন ভাষা থেকে এসেছে । তারপরে দেখতে হবে সে ভাষায় কীভাবে কীভাবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কি উভলিঙ্গ ঠিক হয়। তারপরে দেখতে হবে আজকাল সেটা পলিটিকালি কারেক্ট কিনা! এইসব নানাবিধ হ্যাপা সয়ে তবে না গেছোদাদাকে পাওয়া! :-) তবে এও বলি বাপু, মাস্টরমাশায়েরা অনেকেই ভুল পড়ান। যারা লাঠি নিয়ে পড়াতে আসেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরো সন্দেহজনক। :-)
kasturi | ১৮ জুন ২০১০ ২০:১১ | 131.95.30.135
স্কটিশের নৈয়ায়িক না, বৈয়াকরণ। :-)
Raj | ১৮ জুন ২০১০ ১৯:১৩ | 202.79.203.59
হোসে সারামাগো চলে গেলেন ......
SB | ১৮ জুন ২০১০ ১৯:০২ | 114.31.249.109
এর পরে একটা সিক্স প্যাক কবিতা চাই ঃ)-
san | ১৮ জুন ২০১০ ১৮:০৫ | 203.91.201.56
বাব্বা একেবারে সাইজ জিরো কবিতা ঃ-)
r.huto | ১৮ জুন ২০১০ ১৭:৫৬ | 203.99.212.54
হোক মামুর পদ্য আর এক ছটাক সেটা পাওয়ারকাট নাকি কুম্ভীপাক হবে হোক যাহোক মাছ না হয় শাক পড়ি মন দিয়ে অহো! ক্ষীঃ অবাক মামু পোস্টমডার্ন নাকি পরের ঢাক সেটা গুরুর সাত পাঁচে উহ্য থাক হুতো হায় লোকাল কবি শিয়ার লাক ব্যাটা চেয়ারম্যান নাকি নরমপাক সেটা গুরুর সাত পাঁচে উহ্য থাক হুতো ভদকা রাম জপে শান্তি পাক
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন