এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rabaahuta | ১১ জুন ২০১০ ১৩:২২ | 203.99.212.53
  • রাতে
    ইশবগুলেরভুষি
    হবে
    প্রত্যুষে মন খুশি
    এবং
    প্রদোষকালেরঘোরে
    টুকু
    আহ্লাদীগানহাসি
    রাতে
    মদ্য এবং চিকেন
    খুঁজে
    কিচেন থেকে নেবেন
    দুটো
    জেলুসিলের বড়ি
    জেনো
    আশায় বাঁচে চাষি।
  • Samik | ১১ জুন ২০১০ ১১:২৭ | 122.162.75.254
  • বর্ণপরিচয়ের বিজ্ঞাপন দেখলাম। কৌরব ভগ্নিপতি জয়দ্রথ?
  • dd | ১১ জুন ২০১০ ১১:২০ | 122.166.135.187
  • আচ্ছা আপনেরা বর্ণপরিচয়ের নাম শুনেছেন ? বর্ণপরিচয় ?

    দ্বিমাসিক সাহিত্য পত্রিকা ? কলকেতা থেকে ছাপায় ?

    ওখানে মাস দুয়েক আগে আমি মহাভারতের ওপর একটা মিলিটারি হিস্ট্রী গোছের ল্যখা দিয়েছিলাম। আজ হঠাৎ দেশ পত্রিকায় বর্ণপরিচয়ের তৃতীয় সংখ্যার বিজ্ঞাপনে দেখি ঐ ল্যাখা ওরা ছাপিয়েছেন, কিন্তু প্রবন্ধের নামটা অতি পাকামী করে বদলে দিয়েছেন আর এমন ক্ষি আমার নামের বানানটি ও ভুল ছেপেছেন। তাও ও, চিন্তে পেরে ফোন কল্লেম তো ওরা বল্লেন প্রবন্ধের সাথে আমি কভারিং যে চিঠিটা পাঠিয়েছিলাম,নাম ঠিকানা,ফোন্নং সব ছিলো, সেইটা ওনারা কায়দা করে হারিয়ে ফেলেছেন।

    তাই জানাতে পারেন্নি আমায়,অ্যামন ক্ষি লেখকের নামটাও স্মৃতি নির্ভর হয়ে ছাপিয়েছেন, হেঁ হেঁ হেঁ।

    অ্যাদ্দিন পরে ছাবার অক্ষরে যাও বা একটা নিজের নাম দেখলাম, সেটাও ভুল ছাবালো ?

    পড়ুন তো পড়ুন তো,। কিনে কিনে। নিজে নিজেই পড়ুন।
  • Arijit | ১১ জুন ২০১০ ১১:০৬ | 61.95.144.122
  • সেকেন প্যারার সেকেন লাইনে "২০১১ অবধি' আর "রাষ্ট্রায়ত্ব শিল্পের হাওয়া' কথাদুটো যোগ হবে;-)
  • h | ১১ জুন ২০১০ ১১:০০ | 203.99.212.54
  • ১। সিপিএম সরকারে গেলেও, রাষ্ট্রায়ঙ্কÄ শিল্পের প্রশ্নে বড় কিসু ছাড় পাওয়া যেত না। ওটা তখন মতাদর্শগত সংঘাৎ হত। সম্পাদকীয় গুলো ও সেরকম -ই হত।
    ২। মমতার প্রধান উদ্দেশ্য যেহেতু বিধানসভায় যেতা, তাই মমতা এটা পেলেন। তবে আমার ভালো লাগলো, এই সরকারের কাছ থেকে, যারা পাহাড় টাহাড় বেচে দিচ্ছে, ডাইভেস্টমেন্ট যাদের হাতে শুরু, তাদের কাছ থেকে স্রেফ পোলিটিকাল বাধ্য বাধ্যকতার কারণে একটা অধিগ্রহণের সিদ্ধান্ত বের করা গেছে। এটা বাজেটে কনভার্ট হয়ে মাইনে তে কনভার্ট হতে সময় লাগবে, এবং রেল মমতার হাতে থাকলে তবেই টিঁকবে অর্থাৎ অর্ডার পাবে। নইলে আবার ডাইভেস্টমেন্ট বা বি আই এফ আর রুট বা গণাঅন্দোলন ইত্যাদি।
    ৩। সারা দেশে প্রাইভেটাইজেশন এর জোয়ারে পঃ বঙ্গে রাষ্ট্রায়ঙ্কÄ শিল্পের জোয়ার আসবে এটা কদ্দিন আশা করা যাবে আর কদ্দিন হবে? রিপাবলিক অফ পশ্চিমবঙ্গ হতে দেওয়া কি হবে, সিপিমের মরোণোত্তোর পরিস্থিতিতে? এইটা আমার হেবি লাগে জেনেরালিঃ

    বিজেপি কে জিগ্যেস করুন, তারা চায় হিন্দু রাষ্ট্র, পঃবঙ্গে তারা চায় মিলিজুলি শান্তি পূর্ণ আবহাওয়া, পূর্ব বর্ডারে একটু দাপট।
    কংগ্রেস, টি এম সি কে জিগ্যেস করুণ তারা বলবে, সারা দেশে যা হয় হোক, পঃ বঃ তে তারা চাইছে, রাষ্ট্রায়ঙ্কÄ শিল্প।
    মাওবাদীদের জিজ্ঞেস করুন, সারা দেশে তারা সিভিলিয়ান মারেন না, শুধু পঃবঙ্গে যেহেতু রাষ্ট্র মানেই সিপিএম তাই তারা একটু সিভিলিয়ান মারেন।
    পোলিটিকাল ইসলাম কে জিজ্ঞেস করুন, তাঁরা শরিয়ত চান না পঃবঙ্গে, বা পার্ক সার্কাসে, একটু তসলিমাকে পেটাতে দিলেই হবে।
    বিমল কে জিগ্যেস করুণ, তাঁদের আদিবাসীদের সঙ্গে কোন সমস্যা নেই আর সম্প্রতি, যুক্ত এলাকা তৈরির কথা বলছেন, শুধু একটু সিটু দুর্বল হলেই হবে, তাতে যদি জাতিভিত্তিক ট্রেড ইউনিয়ন হয় তাতেও প্রবলেম নেই, কারণ ওটা কেউ না কেউ সামলে দেবে। দু একটা চা বাগান রাষ্ট্রায়ঙ্কÄ হয়েও যেতে পারে বলা যায় না, প্রতীকী।

    এমন বিমান বসু হয়েও আনন্দ মাইরি, স্রেফ সিপিএম বিরোধিতা করতে গিয়েই সকলেই ধীরে ধীরে টলারেন্ট রাষ্ট্রায়ঙ্কÄ রাজ্য গড়ে তুলবে। প্রায় জণগণতান্ত্রিক।

    ;-)
  • arindam | ১১ জুন ২০১০ ১০:৫৪ | 202.56.207.56
  • দিদি
    ভুল বলেননি, খাতায় কলমে টাকা আছে কিন্তু ঐ টাকা প্রসেস হতে সময় লাগে, এক টেবিল থেকে আর এক টেবিলে অধুগ্রহণ ঘুরে বেড়ায়। আমি নিজে ব্যক্তিগত ভাবে একটি স্কুল(স্কুল বাড়ি) অধিগ্রহণের ঘটনা জানি শুনলে অবাক হতে হয়...
  • Samik | ১১ জুন ২০১০ ১০:৪৬ | 122.162.75.254
  • না, দিদি কাল যা বললেন তাতে তো মনে হল সে-সব কাজ অনেকটাই এগিয়ে রয়েছে। কুড়ি কোটি টাকা অলরেডি স্যাংসন হয়ে গেছে, তাই দিয়ে স্থায়ী কর্মীদের বকেয়া মেটানো যাবে, কেবল অস্থায়ীদের ব্যবস্থাটা এখনও হয় নি, সিটু তাই নিয়ে চেঁচামেচি করেছে, দিদি বললেন ওটাও হয়ে যাবে এক দেড় সপ্তাহের মধ্যেই।

    দেখা যাক!
  • Arijit | ১১ জুন ২০১০ ১০:৪১ | 61.95.144.122
  • সে যারা একটু রাজনৈতিক ইতিহাসের খোঁজখবর রাখে তারা সবাই এই সন্দেহটা পুষেই রাখবে।
  • arindam | ১১ জুন ২০১০ ১০:৩৪ | 202.56.207.56
  • তবে বার্ণ স্ট্যান্ডার্ড কে রেলের অধিগ্রহণ নিয়ে যারা আনন্দ করছে, অধিগ্রহণের কতরকম গ্যাঁড়াকল থাকে লোকে জানেনা, বিভিন্ন দফতর ঘুরতে ঘুরতে কেটে যাবে দিন..
  • quark | ১১ জুন ২০১০ ১০:৩৩ | 202.141.148.99
  • কিন্তু 'জল'বাবুর এত তাড়া কীসের?
  • Arijit | ১১ জুন ২০১০ ১০:৩০ | 61.95.144.122
  • আমিও সেটাই বলছি। যখন সুযোগ এসেছিলো তখন চেয়ারটা দখল করা উচিত ছিলো।
  • arindam | ১১ জুন ২০১০ ১০:২৭ | 202.56.207.56
  • সি পি এম-এর ক্ষমতা খুবই কম, অনেকটা জগন্নাথের মতন- নেড়ে দে নেড়ে দে চীৎকার। সরকারে মূল গদিতে যারা থাকে তারা তক্ষনই জোট মানে যতক্ষণ হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছো। গুরুদাশ দাসগুপ্ত একসময় ব্যাঙ্কের লোন নিয়ে, পি এফ-এর টাকা বাকী থাকা নিয়ে কোম্পানীর মালিকদের বিপক্ষে মুখ খুলেছিলেন, কোন লাভ হয়নি। কেউ মনে রাখেনি...
    চেয়ার দখল না-কলে হবে না...
  • san | ১১ জুন ২০১০ ১০:২৫ | 203.91.201.56
  • সক্কাল সক্কাল আপিসে এসেই বিদ্যাপতি। অরিজিতের কী হবে?
  • Samik | ১১ জুন ২০১০ ১০:২১ | 122.162.75.254
  • আমি অরিজিতের কথাটাই বলতে চেয়েছিলাম। কেন্দ্রের সহযোগী থাকাকালীন সিপিয়েম এই কাজটা অনেক আগেই করতে পারত। কথা তো আজ থেকে চলছে না অধিগ্রহণের। বহুদিন হয়ে গেল।
  • Arpan | ১১ জুন ২০১০ ১০:১৯ | 204.138.240.254
  • কমরেড আকা। আপনার জঁর আমারো পছন্দের। ঃ)
  • Arijit | ১১ জুন ২০১০ ১০:১৯ | 61.95.144.122
  • ভোলার দরকার নেই। বাসুদেব আচারিয়া ইত্যাদিরা অনেক ফাইট দিয়েছেন সেটাও কেউ ভুলবে না আশা করি। কোশ্চেন যেটা ওঠে সেটা হল বার দুই তিন সিপিএমের হাতে সুযোগ এসেছিলো কেন্দ্রে সরকারে গিয়ে দায়িত্ব নেওয়ার - সেই সময় এই দায়িত্বটা নিলে হয়তো অনেক আগে হতে পারতো...
  • sana | ১১ জুন ২০১০ ১০:১৮ | 58.106.143.110
  • ঐ যে "গ্যাঁড়া' আর 'গেঁড়ি'ই বুঝিয়ে দিলো। তবে আপনার লেখাটি কিন্তু,সত্যি,বই আকারে প্রকাশ যোগ্য,আমার মতে।
  • quark | ১১ জুন ২০১০ ১০:১০ | 202.141.148.99
  • শমীক,

    বার্ন আর ব্রেথওয়েটের নতুন ভোরে আনন্দিত। কিন্তু আজকের দিনে এই দুটি সংস্থা যখন ধীরে ধীরে ডুবছিল তখন কেন্দ্রের সরকার কী করছিল আর বিমানাবাবুরা কী করছিলেন সেটা একেবারেই ভুলে যাব?
  • a x | ১১ জুন ২০১০ ১০:০৮ | 99.50.245.93
  • শেষের কবিতার ইঙ্গানুবাদ আছে বাজারে।
  • o d | ১১ জুন ২০১০ ০৯:৩৭ | 61.12.12.83
  • Your ways entwined with my ways,
    Followed the wind we in our highways.
    Fleeting moments, colours scattered
    In our bosoms (where it mattered),
    Fluttered bonnets, shower clouds
    Dancing in the skynest,
    Our feelings brightened by
    Dazzles of the finest.

    Never possessed fabricated boweries
    Where we could have had stilted soirees,
    But then in the dusky hours
    We could smell the anon flowers,
    Morning sun found it had its
    Golden-ness flustered
    On the summits festooned with
    Rhododendron clusters.


    এইটে অভীকদা করেছে।
  • Samik | ১১ জুন ২০১০ ০৮:৫৯ | 122.162.75.254
  • এতে অবশ্য ট্র্যানস্লেশন নেই, তবে এই সাইটটা পেয়ে গেলাম। কমপ্লিট ওয়র্কস অফ দাদু।

    http://www.tagoreweb.in/
  • Samik | ১১ জুন ২০১০ ০৮:৫৭ | 122.162.75.254
  • সানা,

    কে বল্লো আপনাকে যে ওটা আমি?

    নীনা,

    ধৈর্য ধরুন। এখানে রাতারাতি উত্তর পাওয়া যাবে না। কেউ যদি ল্যাদ কাটিয়ে করে দেয়, তবেই পাবেন। ঃ-)
  • sana | ১১ জুন ২০১০ ০৬:৩৬ | 58.106.143.110
  • samik,কাল অনেকদিন পর বাংলা লাইভ খুলে পুরোনো কলাম দেখতে দেখতে হঠাৎ আপনার লেখা "বালি ডাইনির দেশে" পড়ে খুব ভালো লাগলো।খুব সহজ -গতিময় আর রসালো লেখনী আপনার।খুব ভালো লাগলো পড়ে।
  • aka | ১১ জুন ২০১০ ০২:৩৬ | 168.26.215.13
  • রাত ৫ঃ০৬ ঘটিকায় ভাট মারতে এলে অমনই হয়। যাই বাড়ি যাই।
  • Nina | ১১ জুন ২০১০ ০২:০৮ | 64.56.33.254
  • এ বাবা, কেউ হেল্পাচ্ছেনা আমাকে ঃ-(( কি নিষ্ঠুর জনতা--এত করে বলছি --ভ্যাঁআআআ
    ইপিস্তো , বল্লি যে ভাটে বল ঠিক কেউ করে দেবে --কই ঃ-((((
  • a x | ১১ জুন ২০১০ ০২:০০ | 143.111.22.23
  • একেই হারিকেন সিজন, তায় সব কেমন থম মেরে আছে।
  • san | ১০ জুন ২০১০ ২৩:৫০ | 115.117.255.218
  • অপ্পন, এই কবিতাটার জন্য থ্যাংকু।
  • san | ১০ জুন ২০১০ ২৩:৫০ | 115.117.255.218
  • খুন খারাপ কী?
  • Nina | ১০ জুন ২০১০ ২৩:৪৮ | 64.56.33.254
  • আরে নারে বাবা, খুন নয় খুন নয়--প্রেস্টিজ কা সওয়াল। বাঙালী কনে ও বিদেশি বর---সেই আইবুড়োভাতে রবিবাবুর কবিতার সঙ্গে ট্যাবলো--থিম "দুজনের পথচলা শুরু হল একসাথে" এবারে এই কবিতার একটি অনুবাদ ,কাব্য অনুবাদ বরপক্ষ রাখতে চায় ঃ-(((
    প্লিজ help--আর এই দুটি প্যারাই চাই ব্যাস।
  • samik | ১০ জুন ২০১০ ২৩:৪১ | 122.162.75.254
  • একে অনুবাদ করা মানে জাস্ট খুন করা।
  • Tim | ১০ জুন ২০১০ ২৩:৪০ | 198.82.20.134
  • জোলাপের ঘরে গোলাপ এসেছে
    প্রলাপ বকেছে কেউ
    প্রতাপের ঘোড়া যুদ্ধে টেঁসেছে
    গোসাপের পিছে ফেউ
  • Shuchismita | ১০ জুন ২০১০ ২৩:৩৯ | 12.34.246.72
  • বাকিটুকু লাগবে না?

    নাই আমাদের সঞ্চিত ধনরত্ন
    নাই তো ঘরের লালনললিত যত্ন
    পথপাশে পাখী পুচ্ছ নাচায়
    বন্ধন তারে করি না খাঁচায়
    ডানা মেলে দেওয়া মুক্টিপ্রিয়ের কূজনে দুজনে তৃপ্ত
    আমরা চকিত অভাবনীয়ের কি্‌ক্‌চৎ কিরণে দৃপ্ত

    আমি অনুবাদের মধ্যে নেই। বাকিটুকু লিখতে মারাত্মক ইচ্ছে করছিল বলে ভাটপাড়ায় ঢুকে পড়লাম।
  • Samik | ১০ জুন ২০১০ ২৩:১৪ | 122.162.75.254
  • রেল আজ অফিশিয়ালি বার্ন স্ট্যান্ডার্ড আর ব্রেথওয়েট ফ্যাক্টরি অধিগ্রহণ করল। অনেকদিন পরে আবার খুলবে। টিভিতে দেখাচ্ছিল, লোকগুলো আনন্দে হাউমাউ করে কাঁদছে। মমতা এইটা একটা ফাটাফাটি কাজ করল, মানতেই হবে।

    বিমান বসু জানিয়েছে, এর কৃতিত্ব আসলে সিপিএমেরই, বামপন্থীরাই এই কারখানা খোলার ব্যাপারে আন্দোলন শুরু করেছিল।
  • Nina | ১০ জুন ২০১০ ২৩:০৪ | 64.56.33.254
  • প্লিজ এই কবিতার English translation কেউ করে দেবেন--আজ-কলের মধ্যে, প্লিজ্জ

    পথের বাঁধন

    পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি
    আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।
    রঙিন নিমেষ ধুলার দুলাল
    পরানে ছড়ায়ে আবীর গুলাল,
    ওড়না ওড়ায়ে বর্ষার মেঘে
    দিগঙ্গনার নৃত্য,
    হঠাৎ-আলোর ঝলকানি লেগে
    ঝলমল করে চিত্ত।

    নাই আমাদের কনকচাঁপার কুঞ্জ,
    বনবীথিকায় কীর্ণ বকুলপুঞ্জ
    হঠাৎ কখন সন্ধ্যাবেলায়
    নামহারা ফুল গন্ধ এলায়,
    প্রভতবেলায় হেলাভরে করে
    অরুণকিরণে তুচ্ছ
    উদ্ধত যত শাখার শিখরে
    রডোডেনড্রন গুচ্ছ।।
  • aka | ১০ জুন ২০১০ ২৩:০০ | 168.26.215.13
  • ভাটপাড়াতে দুকুর-রাতে
    কবির দলে কাব্যে মাতে
    মিল মেলাতে আপন সুরে
    ছন্দ মেলায় কিবোর্ড ধরে
    একটা শুধু প্রশ্ন আছে
    আজকে আমার মনের মাঝে
    হড়হড়ে ঐ জোলাপ খেতে
    কি দরকার গোলাপ ক্ষেতে
  • Tim | ১০ জুন ২০১০ ২১:২১ | 198.82.20.134
  • গোলাপের কাঁটা ভুলেও বেছোনা, ভুলেও খুলোনা খাপ
    মরে পড়ে আছে, আনাচে-কানাচে, হিলহিলে ঢোঁড়া সাপ
    জীবনযুদ্ধে লালবাতি জ্বেলে ভরে নাও তব কাপ
    পেয়ালা দেয়ালা, পীরিচে পীরিতি, আস্তিনে বুড়ো বাপ
  • rabaahuta | ১০ জুন ২০১০ ২০:৪৮ | 203.99.212.54
  • গোলাপ বাগানে জোলাপ ঢেলেছি আমরা করেছি পাপ
    ব্যর্থ বিলাপে ভুলিবে না ভবি জীবনে রয়েছে চাপ
    চুপচাপ গিয়ে ফুল ছাপ দিলে খুলে গেছে আজি খাপ
    এ তুফান ভারি দিতে হবে পাড়ি টিক মারো ঘিপঘাপ
    যে জন দিবসে বসিয়া আপিসে ঘোলাজলে ধরে সাপ
    টেস্টিং টিম - বিষময় বাগ তাহারে করেনা মাপ
  • aka | ১০ জুন ২০১০ ১৯:৩৭ | 168.26.215.13
  • ওহে কে কোথায় আছো ভাটে একটু জোলাপ ঢালো।
  • o d | ১০ জুন ২০১০ ১৮:৫৯ | 61.12.12.83
  • কালকে এইটে আমরা মেলাকারে পেইচি।

    সান্দা, ক্যামুনাচো?
  • aka | ১০ জুন ২০১০ ১৮:২৬ | 168.26.215.13
  • না না পরিবেশ নিয়ে চিন্তা নাই। কদিন বাদেই মানুষকে আর কাজবাজ কিসুই করতে হবে না। শঙ্কুর সেই বড়িটা আবিষ্কার হল বলে। আজ থেকে কয়েক বছর পরে সারাদিনের কাজ হল গুরুতে আড্ডা মারা। এসব শর্টটার্ম ব্যপার স্যপারে মাদার নেচার থোড়াই কেয়ার করে।
  • aka | ১০ জুন ২০১০ ১৮:২৩ | 168.26.215.13
  • কাইফ, গুরু, জ্যাকি শ্রফ, গুলশন গ্রোভার, জাভেদ জাফরী অভিনীত বুম দেখিয়া না থাকলে দেখিয়া নিন। তারপর আমারে গালি দিবেন তাও দেখিয়া নিন। ল্যান্ডমার্ক সিনেমা।
  • o d | ১০ জুন ২০১০ ১৮:২৩ | 61.12.12.83
  • ডুমস ডে-র জন্যে সুজ্জিমামার ওপর নির্ভর করতে হবে না। আমরাই যথেষ্ট।
  • aka | ১০ জুন ২০১০ ১৮:২১ | 168.26.215.13
  • ২০১২ নিয়ে যে কত ভিডিও আছে ইউটিউবে। দেখে ফেল মজা লাগবে, আমার এমনিতেই এই ডুমস ডে জাতীয় সিনেমা দেখতে মজা লাগে। আমি ধরে ধরে সব দেখি।
  • o d | ১০ জুন ২০১০ ১৮:২১ | 61.12.12.83
  • মুকুজ্যেমশাই আমারে বাওয়াল দেখাবেন না। কাল একটা মেগা বাওয়াল সকাল থেকে মাঝরাত্তির অবদি পোত্তোক্যো করলাম। উফ্‌ফ! অমনটি আর দেখি নাই।
  • o d | ১০ জুন ২০১০ ১৮:১৯ | 61.12.12.83
  • ণ তুলে দিলেই হয়।
  • Arijit | ১০ জুন ২০১০ ১৮:১৯ | 61.95.144.122
  • আরে তোমরা এত পেসিমিস্ট কেন? একটা সুন্দর বাওয়াল হবে - একটু অপ্টিমিস্ট হতে পারো না? ;-)
  • Arpan | ১০ জুন ২০১০ ১৮:১৯ | 204.138.240.254
  • কাইফ? আহা খাসা মেয়েটি।
  • aka | ১০ জুন ২০১০ ১৮:১৮ | 168.26.215.13
  • সুজ্জোও ঢপ ক্ষি ক্ষাণ্ড। পৃথিবীতে স্বতঃসিদ্ধ বলিয়া কিসুই রইল নাগো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত