এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১৩ জুন ২০১০ ১০:৩৯ | 122.162.75.51
  • মাইরি, লোকে কী করে অর্কুটে এত টাইম কাটায়? আমি কত শত কমিউনিটির মেম্বার, কোনওটাতেও কোনওদিন পোস্ট করি না, খুলেও দেখি না।
  • aka | ১৩ জুন ২০১০ ১০:৩৭ | 24.42.203.194
  • না সিরিয়াসলি জানতে চাইছি, ভারতীয় রাজনীতিতে (ডান বা বাম) দু একটা লংটার্ম পলিসির উদা চাইছি, দিতে পারলে ডিসেম্বরে বিরিয়ানি খাওয়াব।
  • kc | ১৩ জুন ২০১০ ১০:৩৫ | 194.126.37.5
  • আরে ঐ উদাহরণ বাদ দ্যাও। আমি কিছু জানা কথা বলব উত্তরে তুমি কিছু জানা কাউন্টার দিবা। তার চেয়ে এস অন্যরকম কিছু বাওয়াল বের করি।
  • aka | ১৩ জুন ২০১০ ১০:৩১ | 24.42.203.194
  • ঐ একই কূমীর ছানা বের করলে খেলব না।
  • aka | ১৩ জুন ২০১০ ১০:৩১ | 24.42.203.194
  • একটা উদা।
  • kc | ১৩ জুন ২০১০ ১০:৩১ | 194.126.37.5
  • সিপিএম লং টার্ম ভাবেনা??????????????????? upto n+1
  • aka | ১৩ জুন ২০১০ ১০:২৯ | 24.42.203.194
  • সিপিএম লংটার্ম ভাবে?????????????????? .....upto n
  • kc | ১৩ জুন ২০১০ ১০:২৭ | 194.126.37.5
  • অ্যাডেন্ডাম টু রিয়ালাইজেশন টু ঃ- ভারতে যারা ভাবতে চায় লোকে তাদেরকে সিপিএম বলে। ঃ))
  • aka | ১৩ জুন ২০১০ ১০:২৪ | 24.42.203.194
  • না দেবর্ষিরে আমি ভালো চিনি, আর বিপেরও দু একটা ভিডিও দেখছি, ঐ আর কি। ;)
  • aka | ১৩ জুন ২০১০ ১০:২২ | 24.42.203.194
  • রিয়ালাইজেশন ২ঃ আম্রিগার সাধারণ লোকের রাজনৈতিক সচেতনতা অনেক বেটার। ভারতের কেউ লংটার্ম ভাবতেই পারে না, ভাবতে চায়ও না।
  • a x | ১৩ জুন ২০১০ ১০:২১ | 99.50.245.93
  • ধুত ওমন হঠাৎ হঠাৎ পোস্ট পড়ে কিস্‌সু বোঝা যায় নাকি!
  • aka | ১৩ জুন ২০১০ ১০:১৭ | 24.42.203.194
  • একটা কথা কই, হঠাৎ করে বিপরে আমার সেন্সিবল লাগল। যদিও দেবর্ষি আমার বন্ধু।

    পিআইডাব্লুবির ধারে কাসে কিসু নাই, হয়ও নি, হবেও না।
  • kc | ১৩ জুন ২০১০ ১০:১৪ | 194.126.37.5
  • তবে পিআইডব্লুবির থেকে ক্যালকমে বাওয়ালের কোয়ালিটি ভাল।
  • a x | ১৩ জুন ২০১০ ১০:১৩ | 99.50.245.93
  • ওরম হঠাৎ হঠাৎ গেলে এসব ডাইনামিক্স তুমি বুঝবেনা আকা ঃ-) এর জন্য প্রচুর ডেডিকেশন লাগবে, থ্রেড বাই থ্রেড, পোস্ট বাই পোস্ট, কম্যুনিটি, কাউন্টার কম্যুনিটি ফলো করতে হয়। তাই জন্যই তো দেফুর মত পোলাপানদের পক্ষে সম্ভব, আমরা হলুম সংসারী মানুষ, আমাদের কি আর এসব হয়?
  • aka | ১৩ জুন ২০১০ ১০:১০ | 24.42.203.194
  • দুর ক্যালকমে জনৈক ""বিপ"" দেবর্ষিকে গালি দেছে। দেবর্ষি আমার বন্ধু।
  • a x | ১৩ জুন ২০১০ ১০:০৯ | 99.50.245.93
  • লোকে পারেও মাইরি! ঃ-))
  • o d | ১৩ জুন ২০১০ ১০:০৮ | 59.164.98.208
  • এই কেসটায় ডিলিট করে দেওয়ার আগেই স্রোতস্বিনী স্ক্রীনশট নিয়ে সেগুলো ক্যালকমে পোস্ট করে দিয়েছে ঃ-B
  • a x | ১৩ জুন ২০১০ ১০:০৮ | 99.50.245.93
  • প্রশংসা
  • a x | ১৩ জুন ২০১০ ১০:০৭ | 99.50.245.93
  • আকা, আর দেখতে পাবেনা। ওরা সব disruptive post ডিলিট করে দেয়। খালি ভালো ছবি আর ভালো ভালো প্রসংশা আর ভালো ভালো কথা থাকে।
  • o d | ১৩ জুন ২০১০ ১০:০৫ | 59.164.98.208
  • ফেক স্রোতস্বিনী ক্যালকমের মেম্বার, ওর অজ্জিনালটা রান্নাবান্নার মেম্বার। ওদিককার খবর এদিকে এনে দিচ্ছে, কিন্তু ওরা কাউকে ব্যান করতে পারছে না ঃ-B
  • aka | ১৩ জুন ২০১০ ১০:০৪ | 24.42.203.194
  • যাই দেখে আসি ;)
  • o d | ১৩ জুন ২০১০ ১০:০২ | 59.164.98.208
  • বাওয়ালটা হেবি এনজয় করেছি ঃ-)
  • aka | ১৩ জুন ২০১০ ১০:০২ | 24.42.203.194
  • এটা কোন কমিউনিটি?
  • aka | ১৩ জুন ২০১০ ১০:০২ | 24.42.203.194
  • তা তোমারে বার করে দেবে কেন?
  • a x | ১৩ জুন ২০১০ ০৯:৫৮ | 99.50.245.93
  • আরে আমি ঐ রান্না বান্না তে যেতাম ভালো ভালো খাবারের ছবি দেখে দুখী মনকে সুখী করতে, তাপ্পর একদিন মেম্বার ওনলি করে দিল বলে মেম্বার হতে হল, এখন বোধহয় বার করে দেবে আমাকে ঃ-( আর ছবি দেখা হবেনা।
  • aka | ১৩ জুন ২০১০ ০৯:৫৫ | 24.42.203.194
  • দেফুর এমন ফেক ফেটিস হইছে যে কি কইব।
  • o d | ১৩ জুন ২০১০ ০৯:৫৩ | 59.164.98.208
  • এইটা উত্তাল বাওয়াল হয়েছে। স্রোতস্বিনী নামের এক ফেক বাজার জমিয়ে দিয়েছে।

    কিন্তু তারপর থেকে ক্যালকমের লোকেদের ঐ কমে ঢুকতে দিচ্ছে না ঃ-(
  • a x | ১৩ জুন ২০১০ ০৯:৪২ | 99.50.245.93
  • বাবাহ্‌ এই ওর্কুটের একেকটা কম্যুনিটি একেক টাইপ! আমাদের ছোটবেলায় কিন্তু এরকম ছিলনা ঃ-(

    রান্না বান্নার কম্যুনিটিতে পোস্টানো কোন খাবারের ফোটো কে কোথায় পোস্ট করেছে, তাই নিয়ে মনে হচ্ছে CIA তদন্ত দাবী করা হবে!
  • mriganayani | ১৩ জুন ২০১০ ০৮:৫০ | 96.33.89.68
  • উপায় বের করতে হলে ট্যাঁকে চাই বুদ্ধি
    গঙ্গা জলে সিনান করে করি চিত্ত শুদ্ধি
    খাগের কলম ধরি চিন্তা করি অতি
    পদ্য লেখা ছাড়া মোর নাই কোন গতি
    কি লিখব ভেবে ভেবে দিন করি পার
    পদ্য লেখা বড় কঠিন ,হবেনা আমার ঃ(
  • aka | ১৩ জুন ২০১০ ০৪:৪৬ | 24.42.203.194
  • http://www.anandabazar.com/13edit2.htm

    জর্জ বেস্টের সত্যি ওরকম গোল আছে?
  • kasturi | ১৩ জুন ২০১০ ০৩:২৮ | 131.95.30.135
  • উপায় ছুপায়ে রহে রুস্তম সম
    তাহারে বাহির করো হে বীরোপম-
    গদ্যর গদা হ'তে তারো এ ধরণী
    কারণ-কর্ণ ধরি সামলাও তরণী-
    শুক্কুর গিয়াছে চলি বিনা কবিতায়
    শনিবারে ধরো তারে না যেন পালায়।
  • rabaahuta | ১২ জুন ২০১০ ২৩:১৬ | 117.194.235.67
  • সপ্তাহান্ত ডুবুডুবু
    ভাসে, খাবি খায়
    ডিডিদা পদ্যরাম
    ছেড়েছেন প্রায়
    গদ্যময় ধরাধাম
    নাহিকো উপায়
    কি হবে উপায়
         হায়
    কি হবে উপায়
  • nyara | ১২ জুন ২০১০ ২২:২৩ | 122.172.166.234
  • ফুটকি বাবুরে খপর দেবার ছিল এই যে অ্যারন কোপল্যান্ড বাক্স থেকে বেরিয়েছেন। সঙ্গে আরো কেউ কেউ।

    পেঙ্গুইন ডিক্সনারি অফ ইন্ডিয়ান ক্লাসিকাল মিউজিক মেরুখন্ডের একটি ব্যাখ্যা দিয়েছেন। মেরু বলছে spine। মূলত নাকি consonant and dissonant নিয়ে তানকারি। মানে সম্বাদি আর বিবাদি স্বর নিয়ে খেলা? বলছে ৫০৪০ রকমের কম্বিনেশন হয়। এই নম্বরটিও যে কোত্থেকে এল, বোঝা গেল না। এটা অবশ্য ফ্যাক্টোরিয়াল ৭।
  • aka | ১২ জুন ২০১০ ২০:১২ | 24.42.203.194
  • আমি খুব ভালো আছি কিন্তু কেউ জিগ্যেস করে না বলে বলতে পারি না।
  • Arpan | ১২ জুন ২০১০ ১৯:৪৫ | 122.252.231.10
  • আছি একরকম। ভালো-খারাপের ঊর্ধ্বে।
  • tkn | ১২ জুন ২০১০ ১৯:৪০ | 122.173.184.189
  • গোল করতে মানা কল্লুম, দিতে নয়
    আছি বেশ, আপ সুনাও ঃ-)
  • Arpan | ১২ জুন ২০১০ ১৯:৩৯ | 122.252.231.10
  • সানা। ফাফ কোন ভার্সন? দেখি হেল্পাতে পারি কিনা।
  • Arpan | ১২ জুন ২০১০ ১৯:৩৮ | 122.252.231.10
  • তেকোনাস্যার, কেমন আছেন?

    ওয়ার্ল্ডকাপের ভরা মরসুম আর গোল করতে মানা কচ্চেন!?;-)
  • tkn | ১২ জুন ২০১০ ১৯:৩৬ | 122.162.16.244
  • অবরে সবরে যদি
    খবর না পাও
    ভাঁটা চোখে বাঁকা শিঙে
    ক্যানো তেড়ে যাও!
  • d | ১২ জুন ২০১০ ১৯:২৮ | 115.117.246.57
  • 'খবর' 'খবর' ডাকে মা'য়
    খবর গেল কাদের গাঁয়।
    মা নয় রে মানুষ ওটা
    শিংটি বাঁকা চোখটি ভাঁটা।
  • tkn | ১২ জুন ২০১০ ১৯:২৮ | 122.162.16.244
  • আমারও আই -এ সব চলে, কিন্তু ফাফের কেমন একটা পূর্বরাগ দশা দেখি, এই চলে এই থমকায় ঃ(
  • tkn | ১২ জুন ২০১০ ১৯:২৪ | 122.162.16.244
  • খবর আছে আট ঘড়ায়
    মুখটি আছে বাঁধা
    অষ্টপ্রহর খবর শুনে
    খবর নিজেই ধাঁধা
    ঃ-)
  • d | ১২ জুন ২০১০ ১৯:১৫ | 115.117.246.57
  • তোমাদের বায়না দেখে আর বাঁচি না বাপু! আমার IE 5 এ সব চলে। স-অ-ব।
  • d | ১২ জুন ২০১০ ১৯:১৩ | 115.117.246.57
  • এই যে
    চিকন চিকন টিকনটি,
    খবর টবর কেমনটি?
  • til | ১২ জুন ২০১০ ১৮:৪৮ | 220.253.178.104
  • আ বা প একবার চলে গেলে আর ফিরে আসে না। bit font না কি কচু, আর prompt করেই না।
    আমার তিক্ত অভিজ্ঞতা, গুণীজন পথ দেখাতে পারবেন!
  • sana | ১২ জুন ২০১০ ১৮:০৩ | 58.106.143.110
  • হ্যাঁ, ঐ প্লাস ই ইন্‌স্‌ট্‌ল করলাম,তাতেও----পুজো ই দেবো ভাবছি! ল্যাপি তে আসছে,কিন্তু,পিসি বাম।
  • Samik | ১২ জুন ২০১০ ১৭:৪১ | 122.162.75.181
  • আমার ফাফ 3.6.3, তাতে আছে কোরালের আইই ট্যাব প্লাস 1.91.20100528। চলছে দিব্যি।

    না-চললে, ওলাইচণ্ডীর থানে পুজো দিতে হবে, পাঁচসিকের।

    অথবা হতে পারে, বৃষ্টি পড়লে চলে না হয় তো, আমাদের এখানে তো পড়ে না, তাই চলে।
  • sana | ১২ জুন ২০১০ ১৭:২৬ | 58.106.143.110
  • দুনিয়া যে ভাবে স্টিভ জোব্‌স এ মজেছে,বিল গেট্‌স এর মনে হচ্ছে ইন্ডিয়াই ভরোসা।
  • sana | ১২ জুন ২০১০ ১৭:০৪ | 58.106.143.110
  • এই টাই সবথেকে ভালো,tkn,'তেয়াগিলে' কি হয় সেটাই দেখো আর কি!
  • sana | ১২ জুন ২০১০ ১৭:০২ | 58.106.143.110
  • আমাকে ঐ compatible নয় পর্যন্ত বলছে,কিন্তু,compatible কিছু নিজে লোড করে দেবে বা দিচ্ছে,বলছে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত